Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st August ২০২৪

তথ্যবিবরণী ২১ আগস্ট ২০২৪

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৪৭৩

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে

                                                                         -স্বাস্থ্য উপদেষ্টা

ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট):

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত চিকিৎসাধীন ছাত্র-জনতার চিকিৎসাসেবা পরিদর্শন শেষে উপদেষ্টা এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্য উপদেষ্টা আরো বলেন, আহতরা চিকিৎসা সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে আহত এবং নিহতদের তালিকা প্রণয়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গঠিত কমিটি কাজ করে যাচ্ছে। অনেকের এক পা কাটা গেছে, অনেকে সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছে। আমরা চেষ্টা করছি যাতে তাদের আরো উন্নত চিকিৎসা দেয়া যায়। আমেরিকার সেবা ফাউন্ডেশনের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা চাচ্ছি তাদের কিছু ডাক্তার যদি বাংলাদেশে আসে তাহলে তাদের চিকিৎসা সেবা দিয়ে আমরা আরো ভালো করতে পারব।

উপদেষ্টা আরো বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে আহতরা ঢাকায় এসে চিকিৎসা নিচ্ছে। আমরা বলেছি সরকারি খরচে তারা চিকিৎসা নিতে পারবে।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম হাসপাতালের অস্থায়ী ক্যাজুয়ালটি বিভাগ, সার্জারি বিভাগ, অপারেশন থিয়েটার রুম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি আহত আন্দোলনকারীদের খোঁজখবর নেন এবং তাদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তার আশ্বাস দেন।

পরিদর্শনকালে সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ শফিউর রহমান, হাসপাতালের চিকিৎসকবৃন্দ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেডিকেল টিম এবং প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

#

শাহাদাত/আকরাম/খায়ের/ফেরদৌস/সঞ্জীব/শামীম/২০২৪/২২৩০ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর: ৪৭২

দেশের ৮ জেলা বন্যাকবলিত

ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট):

            ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে দেশের আট জেলা বন্যাকবলিত হয়েছে। আজ সচিবালয়ের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে  মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা এ তথ্য জানান।

          ইতিমধ্যে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কাজের জন্য নগদ ১ কোটি ৮৭ লাখ টাকা, ১৫ হাজার ৯০০ মে. টন চাল ও ১৫ হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।

           কে এম আলী রেজা বলেন, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়ি জেলা বন্যাকবলিত হয়েছে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর- পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এ সময় উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রধান নদীসমূহের পানি কতিপয় পয়েন্টে বৃদ্ধি পেতে পারে। তাছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি এই মুহূর্তে বাড়ছে। কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, মুহুরী, ফেনী, হালদা নদীর পানি ৭টি স্টেশনে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই ও সারিগোয়াইন নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। ইতিমধ্যে সেনাবাহিনী ও নৌবাহিনী টিম ফেনীতে পৌঁছে গেছে। তারা উদ্ধার কার্যক্রম শুরু করেছে। ফেনী জেলা প্রশাসকের দেওয়া প্রতিবেদন অনুযায়ী, ৭৮টি আশ্রয় কেন্দ্রে এক হাজার ৬০০ জন মানুষ আশ্রয় নিয়েছে।

          ব্রিফিংয়ে জানানো হয়, বন্যাকবলিত জেলাগুলোতে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। বন্যা আক্রান্ত জেলার জেলা প্রশাসক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে স্থানীয় প্রশাসন কাজ করছে এবং তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

#

 

এনায়েত/আকরাম/খায়ের/ফেরদৌস/সঞ্জীব/জয়নুল/২০২৪/২২১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৪৭১

 

বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাথে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সভা অনুষ্ঠিত

 

ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট):

 

আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সাথে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক (Abdoulaye Seck)-এর নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।

 

উপদেষ্টা বলেন, বর্তমান সরকার একটি দৃঢ় ম্যান্ডেট নিয়ে এসেছে। তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (সংশোধিত ২০২১)-এর অধীনে চলমান কার্যক্রম স্থগিত করেছেন এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধিত) আইন, ২০২৩-এর ৩৪ক ধারায় সরকার কর্তৃক বিদ্যুৎ ও গ্যাসের মূল্য নির্ধারণের ক্ষমতা রহিত করা হবে। প্রয়োজনে এ আইন দু’টো পরীক্ষা-নিরীক্ষা করে সংশোধন বা বাতিলের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরো বলেন, সব ধরনের ক্রয় প্রক্রিয়ায় পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-এর বিধানাবলি ব্যবহার করা হবে।

 

ফাওজুল কবির খান বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির পরিকল্পনা প্রণয়ন বেগবান করা হবে। বিদ্যুৎ ও জ্বালানি আমদানি বাবদ বর্তমান বৈদেশিক মূল্য পরিশোধের দায় প্রায় ২ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। এজন্য এ খাতে বাজেট সাপোর্টের জন্য বিশ্ব ব্যাংকের কাছে এক বিলিয়ন মার্কিন ডলার প্রদানের অনুরোধ জানানো হয়েছে।

 

বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক উপদেষ্টাকে নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান এবং বর্তমান সরকারের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। মি. সেক বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাজেট সহায়তার প্রস্তাব পেলে তারা আন্তরিকতার সাথে বিবেচনা করবেন।

 

মতবিনিময় সভায় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোঃ নূরুল আলম, অর্থ সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

                                             #

 

শফি/আকরাম/খায়ের/ফেরদৌস/সঞ্জীব/সেলিম/২০২৪/২০৫০ ঘণ্টা

 

 

 

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর :  ৪৭০

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্তকে কঠোর হাতে দমন করা হবে
                                                                - ধর্ম উপদেষ্টা
 

চট্টগ্রাম, ৬ ভাদ্র (২১ আগস্ট):

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এটা বাংলাদেশের ঐতিহ্যের অংশ। এদেশে একইসাথে রোজা ও পূজা উদযাপিত হয়ে থাকে। এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে কোনভাবেই বিনষ্ট হতে দেয়া যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্তকে কঠোর হাতে দমন করা হবে।

আজ চট্টগ্রামে ওমরগণি এমইএস কলেজ মিলনায়তনে শিক্ষক-কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

ড. খালিদ হোসেন বলেন, সাংবিধানিকভাবে সকলের অধিকার সমান। এদেশে সকলেরই নিজ নিজ ধর্মচর্চার স্বাধীনতা রয়েছে। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান-সহ যারা এদেশে বসবাস করি আমাদের একটিই পরিচয়, আমরা বাংলাদেশি। আমরা একটি পরিবারের মতো। আমরা সবাই সবার বন্ধু ও স্বজন। আমাদের এই ধর্মীয় সম্প্রীতিকে সমুন্নত রাখতে হবে।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিবর্তিত পরিস্থিতিতে কিছু দুর্বৃত্ত আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে প্রশ্নবিদ্ধ করার ঘৃণ্য পাঁয়তারা চালাচ্ছে। সরকার এ বিষয়ে অত্যন্ত কঠোর। আমরা তাদেরকে যেকোনো মূল্যে প্রতিহত করব।

কলেজের অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে উপদেষ্টা চট্টগ্রাম ষোলশহরের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার
শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এতে তিনি মাদ্রাসার উন্নয়নে সার্বিক সহায়তার প্রতিশ্রুতি দেন।

#

 

সিদ্দীক/আকরাম/রানা/ফেরদৌস/সঞ্জীব/রেজাউল/২০২৪/২০৩৮ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ৪৬৯

বিআরডিবি'র পরিচালনা পর্ষদের ৫৪তম সভা অনুষ্ঠিত

 

ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট):

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) পরিচালনা পর্ষদের ৫৪তম সভা (বোর্ড সভা) আজ কারওয়ান বাজারস্থ বিআরডিবি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিআরডিবি'র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ সভায় সভাপতিত্ব করেন।

 

সভার শুরুতেই সম্প্রতি সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা-সহ এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

 

উপদেষ্টা বিআরডিবি'র সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন। একই সাথে পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে এই বোর্ডের গবেষণা ও উন্নয়ন কার্যক্রম জোরদারকরণ এবং ভবিষ্যতে নতুন উদ্ভাবন কার্যক্রম গ্রহণ করার ও প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীকে বিআরডিবি'র সেবার আওতাভুক্ত করার নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে জিডিপিতে বিআরডিবি'র অবদান ১ দশমিক ৯৩ শতাংশ থেকে বৃদ্ধি করে ৩ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা এবং এ লক্ষ্যে জীবন-জীবিকা উন্নয়নে কার্যকর ও ফলাফলভিত্তিক প্রকল্প গ্রহণ করার বিষয়ে গুরুত্বরোপ করেন।

 

হাসান আরিফ জানান, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মূল লক্ষ্য হলো দারিদ্র্য বিমোচন করা। দারিদ্র্য বিমোচনে এই প্রতিষ্ঠানে যা চর্চা হচ্ছে তা আরো ত্বরান্বিত করতে হবে। যেসব এনজিও বা অন্যান্য সংস্থা ক্ষুদ্র ঋণ প্রচেষ্টার সাথে জড়িত প্রয়োজনে তাদের সাথে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

 

উপদেষ্টা আরো বলেন, বিআরডিবিকে বোর্ড থেকে অধিদপ্তরে পরিণত করার প্রস্তাবনা আছে। বিআরডিবি’তে পেনশন প্রাপ্তিতে বিড়ম্বনা-সহ যেসব সমস্যা বিদ্যমান, তা দূর করার পথ খুঁজে বের করতে হবে।

 

সভায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুন, বিআরডিবি’র মহাপরিচালক আঃ গাফফার খান-সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।  

 

#

 

পবন/আকরাম/রানা/ফেরদৌস/সঞ্জীব/রেজাউল/২০২৪/২০০৬ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর: ৪৬৮

 

নবম শ্রেণি থেকে আবারও আলাদা বিভাগ থাকবে

                                      --- শিক্ষা উপদেষ্টা

 

ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট):

          শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, নবম শ্রেণি থেকে পূর্বের ন্যায় আলাদা বিভাগ অর্থাৎ মানবিক, বিজ্ঞান এবং বাণিজ্য চালু থাকবে।

          আজ রাজধানীর সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান।

          উপদেষ্টা বলেন, আগামী বছর পাঠ্যপুস্তকের মলাট-সহ ভেতরের বিষয়বস্তু পরিবর্তন করা হবে। শিক্ষাক্রম সংস্কারের প্রাথমিক পদক্ষেপ নিতে হবে। যতটুকু সময় পাওয়া যায় আমরা এই শিক্ষাক্রম সংস্কারের পদক্ষেপ নেব।

#

 

মাহমুদুল/আকরাম/খায়ের/সঞ্জীব/জয়নুল/২০২৪/২০১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ৪৬৭

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতার স্বাস্থ্যসেবা

এবং নিহত শহিদ পরিবারের জন্য ফাউন্ডেশন গঠন প্রক্রিয়াধীন

 

ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট):

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদ ছাত্র-জনতার পরিবারের জন্য এবং আহত ছাত্র-জনতার স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা বাস্তবায়ন বর্তমানে প্রক্রিয়াধীন। ইতোমধ্যে যারা চিকিৎসা ব্যয় বহন করেছেন, তাদের ফাউন্ডেশন থেকে অনুদান প্রদান করা হবে।

আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ইতোমধ্যে চিকিৎসাধীন ছাত্র-জনতার যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করেছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্র-জনতা এবং হাসপাতালের পরিচালক ও ডাক্তারদের সাথে চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিস্তারিত কথা বলেন। ঢাকা মেডিকেল কলেজ পরিদর্শনের সময় তিনি হাসপাতালের সামনে এম্বুলেন্স রাখা বন্ধ করা, অবৈধ দোকানপাট তুলে দেয়া, প্রয়োজন ছাড়া যত্রতত্র মানুষের ঘুরে বেড়ানো বন্ধ করা, সংক্রমণ রোধ এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতার পরিপূর্ণ স্বাস্থ্যসেবা প্রদান এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় নিরন্তর কাজ করে চলেছে। ইতোমধ্যে আহত ছাত্র-জনতার স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সংক্রান্ত যে কোন জরুরি প্রয়োজন বা অভিযোগের জন্য স্বাস্থ্য বাতায়ন (২৪/৭) নম্বর: ১৬২৬৩ এবং হেলথ ইমার্জেন্সি (০১৭৫৯১১৪৪৮৮ এবং ০১৭৬৯৯৫৪১৯২) হটলাইন নম্বর খুলে দেয়া হয়েছে। 

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের অনেকের চোখের উন্নত চিকিৎসার প্রয়োজন পরিলক্ষিত হচ্ছে। অনেকেই আংশিক বা পূর্ণাঙ্গভাবে দৃষ্টিশক্তি হারিয়েছেন। পঙ্গুত্ববরণের ঝুঁকিতে আছেন বহু ছাত্র-জনতা। এমতাবস্থায় অনেক দেশীয় প্রতিষ্ঠান, বিশেষত বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সদস্য, অনেক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ২০ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক মতবিনিময় সভায় চিকিৎসাধীন ছাত্র-জনতার জন্য বিনামূল্যে ওষুধ সরবরাহ এবং খুলনায় আহত এক ছাত্রের বিদেশে উন্নত চিকিৎসার দায়িত্ব নেবার ইচ্ছা পোষণ করেছেন, যা অত্যন্ত প্রশংসার দাবিদার। আন্দোলনে আহতদের সুচিকিৎসায় আন্তর্জাতিক পরিমণ্ডলে সেবা ফাউন্ডেশনের সহায়তায় বিশেষজ্ঞ বিদেশি চিকিৎসক আনার বিষয়টি প্রক্রিয়াধীন এবং আশাবাদ ব্যক্ত করা যাচ্ছে যে এ বিষয়ে শীঘ্র ইতিবাচক সাড়া পাওয়া যাবে। 

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আমরা চাই আমাদের কর্ম হোক সুকর্মের পরিচায়ক। তাই বছরের পর বছর যে সকল অপকর্ম আমাদের চলার পথকে বন্ধুর করে রেখেছে, সে পথকে মসৃণ বানানো আমাদের সবার দায়িত্ব। দলমত নির্বিশেষে আমাদের সবার আপনাদের মন্তব্য, মতামত ও গঠনমূলক সমালোচনাই পারে এ দেশকে সঠিক পথে চালিত করতে। যেখানে কোনো অনিয়ম, দুর্নীতি কিংবা বৈষম্য পরিলক্ষিত হবে, বিনা বাক্যব্যয়ে তার মূলোৎপাটন করা হবে।

#

 

শাহাদাত/আকরাম/রানা/ফেরদৌস/সঞ্জীব/রেজাউল/২০২৪/১৯২৫ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৪৬৬

দূষণ নিয়ন্ত্রণে সহযোগিতা বৃদ্ধি করবে বিশ্বব্যাংক

                                   - পরিবেশ উপদেষ্টা

ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট):

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিশ্বব্যাংক বাংলাদেশে দূষণ নিয়ন্ত্রণে সহযোগিতা আরো জোরদার করবে। বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক (Abdoulaye Seck)-এর সাথে এক বৈঠকের পর তিনি জানান, সবচেয়ে দূষিত নদী এবং দূষণকারী কোম্পানিগুলোর তালিকা প্রস্তুত করতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। উপদেষ্টা আরো উল্লেখ করেন যে, নদী সুরক্ষার জন্য ছোট পরিসরে প্রকল্প গ্রহণ করা হবে। ইতোমধ্যে খাল পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে এবং আগামী সপ্তাহে জলাধার উদ্ধারের কার্যক্রম শুরু হবে।

তিস্তা-সহ অন্য অভিন্ন নদীগুলোর ওপর বাংলাদেশের অধিকার নিয়ে ভারতের সাথে আলোচনার পরিকল্পনার কথাও উপদেষ্টা উল্লেখ করেন। তিনি তিস্তাপারের মানুষের প্রত্যাশা বোঝার গুরুত্ব তুলে ধরে জানান, ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই বাংলাদেশ তার অধিকার প্রতিষ্ঠা করবে। এই বিষয়গুলো আন্তর্জাতিক মহলেও তুলে ধরা হবে এবং বাংলাদেশের অধিকার নিয়ে কথা বলতে তিনি পিছপা হবেন না।

আজ বৈঠকের পর, সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন এবং বিশ্বব্যাংকের কর্মকর্তার সাথে তাঁর আলোচনার বিষয়গুলো তুলে ধরেন। তিনি সরকারের সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলেন, নতুন ইটভাটার লাইসেন্স ইস্যু বন্ধ করা হবে এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইট তৈরির মৌসুম শুরু হওয়ার আগেই দৃশ্যমান আইন প্রয়োগ কার্যক্রম শুরু হবে। এছাড়া, শীতের আগেই বায়ুদূষণ কমাতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে। বায়ু দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকলে নির্মাণ কাজের অনুমোদন দেওয়া হবে না । ইট ও বালু-সহ নির্মাণসামগ্রী খোলা ট্রাকে পরিবহন নিষিদ্ধ করা হবে। সেপ্টেম্বর থেকে পলিথিন নিষিদ্ধ করার অভিযানও শুরু হবে বলে তিনি জানান।

বৈঠকে উভয়ে চলমান এবং ভবিষ্যতের পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা, বন সংরক্ষণ এবং জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা করেন। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করতে বাংলাদেশের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন এবং এই গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোতে বিশ্বব্যাংকের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এছাড়া, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে বিশ্বব্যাংক কর্মসূচি বাস্তবায়ন করবে। উভয় পক্ষই পরিবেশ ও জলবায়ুর লক্ষ্য অর্জনে তাদের অংশীদারিত্বকে শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সচিব, অতিরিক্ত সচিব এবং মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশ্বব্যাংকের কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

#

দীপংকর/আকরাম/রানা/খায়ের/ফেরদৌস/সঞ্জীব/শামীম/২০২৪/১৮৫০ঘণ্টা

 

 

 

Handout                                                                                                                  Namber: 465                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      
 

World Bank to enhance cooperation in pollution control and environmental protection
                                                                                                   --- Environment Advisor

Dhaka, 21 August:

            Environment, Forest, and Climate Change Advisor Syeda Rizwana Hasan announced that the World Bank will intensify its cooperation with Bangladesh in controlling pollution. Following a meeting with Abdoulaye Seck, Country Director of the World Bank for Bangladesh and Bhutan, she disclosed that the Department of Environment has been instructed to compile a list of the most polluted rivers and the companies responsible for pollution.

            Environment Advisor emphasized that even small-scale projects will be undertaken to protect the rivers, regardless of their financial scope. Additionally, the World Bank will engage in awareness-raising initiatives with students to foster environmental consciousness. Restoration of canals has already begun, and canal and reservoir rescue operations are scheduled to start next week.

            The Advisor also addressed the interim government's plans to discuss Bangladesh’s rights over common rivers, including the Teesta, with India. She stressed the importance of understanding the expectations of the people living along the Teesta and reaffirmed Bangladesh's commitment to asserting its rights while maintaining friendly relations with India. These issues, she added, will be brought to the attention of international communities, with no hesitation in advocating for Bangladesh's rights.

            Following the meeting held Wednesday, Syeda Rizwana Hasan briefed the media at the Bangladesh Secretariat, highlighting the key points of her discussion with the World Bank official. She outlined the government's policy decision to halt the issuance of new brick kiln licenses and to crack down on illegal brick kilns without showing any leniency. Visible enforcement actions will commence before the brick-making season begins. Furthermore, various measures will be implemented to reduce air pollution ahead of winter, including prohibiting construction work unless air pollution mitigation measures are in place. The transport of construction materials, such as bricks and sand, in open trucks will be banned. The campaign to ban polythene will also kick off in September.

            During the meeting, the two leaders discussed the ongoing and future efforts to address environmental challenges, forest conservation, and climate resilience. Mr. Seck praised Bangladesh's proactive approach to environmental sustainability and reiterated the World Bank's continued commitment to supporting these crucial initiatives. Both parties expressed their commitment to strengthening their partnership to achieve shared environmental and climate goals.

            Secretary, Additional Secretary and other senior officials from ministry and the World Bank were present in the occasion.

#

 Dipankar/Akram/Rana/Ferdus/Sanjib/Joynul/2024/1900 hour

 

 

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ৪৬৪ 

বর্ডার গার্ড হাসপাতাল পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

 

ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট):

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীন বিজিবি সদস্য ও ছাত্র-জনতাকে দেখতে ঢাকার পিলখানায় বর্ডার গার্ড হাসপাতাল পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে উপদেষ্টা আহত বিজিবি সদস্য ও ছাত্র-জনতার সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এসময় তিনি আহতদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য বিজিবি মহাপরিচালক-সহ সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবি হাসপাতালের চিকিৎসার পরিবেশ অত্যন্ত সুন্দর। নামিদামি চিকিৎসকরা এখানে বিশ্বমানের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। তিনি বলেন, দর্শনার্থীদের মাধ্যমে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বেশি থাকে। সংক্রমণ এড়ানোর লক্ষ্যে উপদেষ্টা সাংবাদিক-সহ দর্শনার্থীদের হাসপাতালে কম আসার পরামর্শ প্রদান করেন।

উল্লেখ্য, সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে ৩ জন বিজিবি সদস্য নিহত হয়েছে, এদের মধ্যে ২ জন র‌্যাব-এ কর্মরত ছিলেন। এছাড়া আহত ১৩০ জন বিজিবি সদস্যের মধ্যে গুরুতর আহত ১৫ জনকে ঢাকা বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। বর্তমানে ৪ জন বিজিবি সদস্য চিকিৎসাধীন রয়েছে। পাশাপাশি আন্দোলনে আহত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী-সহ অন্যান্য স্থান থেকে আগত ১৯ জন শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর আগে ৩ জন শিক্ষার্থীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

#

ফয়সল/আকরাম/রানা/সঞ্জীব/শামীম/২০২৪/১৮৩০ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর: ৪৬৩

 

টেক্সটাইল করপোরেশন পরিদর্শন করলেন বস্ত্র ও পাট উপদেষ্টা

 

ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট):

          বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) পরিদর্শন করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। আজ রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনে (বিটিএমসি) পরিদর্শনের পর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

          মতবিনিময় সভায় উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানান, দেশের অর্থনীতিতে অবদান রাখতে এ করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদেরকে আরো অভিনব ও উদ্যোগী হয়ে কাজ করতে হবে। প্রক্রিয়াধীন কাজসমূহ দ্রুততম সময়ে শেষ করার প্রতি তিনি গুরুত¦ারোপ করেন। তিনি বলেন, করপোরেশনের সার্বিক কার্যক্রম অবহিত হয়েছি, আমি এর সমস্যা দূর করতে কাজ করবো।

          সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের সার্বিক কর্মকান্ডের বিভিন্ন দিক বর্ণনা করেন।

          এসময় বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, পরিচালক রকিবুল বারী, মুখ্য পরিচালন কর্মকর্তা আলমগীর হোসেন, প্রকল্প পরিচালক কাজী ফিরোজ হোসেন-সহ করপোরেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#

 

আসিফ/আকরাম/রানা/খায়ের/ফেরদৌস/সঞ্জীব/জয়নুল/২০২৪/১৮৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ৪৬২

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক ৭০ শতাংশ। 

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৬২ জন।

#

দাউদ/রানা/সঞ্জীব/শামীম/২০২৪/১৭৪০ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                   &n

2024-08-21-16-32-e6dd0f0235e727070b2dc9384e053df1.docx