Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ মে ২০১৮

তথ্যবিবরণী 08/05/2018

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৪৩৩ 

ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক 

ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে) :
দশম জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৭তম বৈঠক আজ কমিটির সভাপতি রেজাউল করিম হীরার সভাপতিত্বে জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। 
বৈঠকে কমিটির সদস্য ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, মীর শওকাত আলী বাদশা এবং গাজী ম ম আমজাদ হোসেন মিলন অংশগ্রহণ করেন। 
কমিটি সরকারি জমিতে অবৈধ মালিকানা দাবি ও স্থাপনা নির্মাণ বন্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং রক্ষিত বনগুলো সংরক্ষিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
ভূমি মন্ত্রণালয়ের সচিব, ভূমি মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

মৌমিতা/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/২০৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ১৪৩২
 
২০২৪ সালের আগেই উন্নয়নশীল দেশে পরিণত হবে বাংলাদেশ
--  এলজিআরডি মন্ত্রী
 
ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে) :
 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে। এ ধারাবাহিকতায় ২০২৪ সালের আগেই উন্নয়নশীল দেশে পরিণত হবে বাংলাদেশ।
 
মন্ত্রী আজ রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ মিলনায়তনে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি আয়োজিত ‘বিশ^ রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস-২০১৮’ উদ্যাপন উপলক্ষে আলোচনাসভা, রেডক্রিসেন্ট অ্যাওয়ার্ড প্রদান, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, বিশ^ রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবসটি বিশ^ব্যাপী সকল মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষের জন্য বিশেষ দিন। তিনি বলেন, কোটি কোটি স্বেচ্ছাসেবী, সদস্য ও কর্মী যারা প্রতিটি দিন মানবতার সেবায় আত্মনিয়োগ করেছেন তাদের জন্য এ দিনটি একটি স্বীকৃতি।
 
মন্ত্রী আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি, ত্রাণ সরবরাহ, প্রাথমিক চিকিৎসা সেবা প্রশিক্ষণ, উপকূলীয় অঞ্চলের মানুষকে দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত ও সচেতনতা বৃদ্ধিতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার সাথে রেডক্রস সোসাইটির কার্যক্রম আরো সহায়ক ভূমিকা পালন করবে। তিনি নতুন প্রজন্মের মাঝে আর্তমানবতার সেবায় কাজ করার অনুপ্রেরণা ছড়িয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানান।
 
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য প্রফেসর ডাঃ হাবিবে মিল্লাত, সোসাইটির ট্রেজারার এডভোকেট তৌহিদুর রহমান প্রমুখ।
 
#
 
জাকির/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৮/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৪৩১  
 
মহিলা বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধির সাক্ষাৎ 
ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে) : 
আজ  জাতিসংঘ মহাসচিবের  ‘সেক্সুয়াল  ভায়োলেন্স ইন কনফ্লিক্ট’ সংক্রান্ত  বিশেষ প্রতিনিধি প্রমীলা পাটেল  (চৎড়সরষধ চধঃঃবহ) মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির সাথে সাক্ষাৎ করেন। 
সাক্ষাতের সময় তারা  রোহিঙ্গা ইস্যু নিয়ে  বিস্তারিত আলোচনা করেন। এ সময় প্রতিমন্ত্রী  বলেন,  রোহিঙ্গা নারীদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা প্রদানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করছে। মন্ত্রণালয় থেকে  নারীদের  জন্য হাইজিন কিটস প্রদান করা হচ্ছে। নারীদের জন্য ১০টি ট্রমা কাউন্সেলিং সেন্টার স্থাপন করা হয়েছে। শিশুদের জন্য স্থাপন করা হয়েছে চাইল্ড ফ্রেন্ডলি স্পেস। 
প্রমীলা পাটেল রোহিঙ্গাদেরকে বাংলাদেশ আশ্রয় প্রদান এবং তাদের কল্যাণে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের  বিভিন্ন  উদ্যোগের  প্রশংসা করেন। তিনি  রোহিঙ্গা নারীদের ওপর  অমানুষিক নির্যাতন ও সহিংসতার তীব্র নিন্দা জানান। তিনি বলেন,  রোহিঙ্গা নারীরা ট্রমায় ভুগছে। তাই তাদের কাউন্সেলিং করা খুবই জরুরি।
#
 
খায়ের/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৮২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ১৪৩০

জেন্ডার বাজেট  বাস্তবায়নে মনিটরিং সেল গঠন করা হবে
                        --  মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে) :

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন,  সরকার জাতীয় বাজেটকে শতভাগ জেন্ডার সংবেদনশীল করতে কাজ করছে। ইতোমধ্যে ৪৩ মন্ত্রণালয়ের বাজেট জেন্ডার সংবেদনশীল করা হয়েছে। তবে  জেন্ডার ইস্যুকে মূলধারায় সম্পৃক্ত করার জন্য সরকারের নানামুখী উদ্যোগ থাকা সত্ত্বেও কর্মকর্তাদের অদক্ষতার কারণে জেন্ডার বাজেট বাস্তবায়নে সমস্যা হচ্ছে। জেন্ডার বাজেট  বাস্তবায়নে তাই সরকার, এনজিও এবং বিশেষজ্ঞ  ব্যক্তিদের সমন্বয়ে মনিটরং সেল গঠন করা হবে। 

প্রতিমন্ত্রী আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জেন্ডার সংবেদনশীল বাজেট প্রক্রিয়া শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তৃতায় এসব কথা বলেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মাহমুদা শারমিন বেনু’র সভাপতিত্বে সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের  সচিব নাছিমা বেগম এনডিসি, মহিলা বিষয়ক অধিদপ্তরের  মহাপরিচালক কাজী রওশন আরা, ইউ এন উইমেন’র বাংলাদেশ প্রতিনিধি শোকো ইশিকাওয়া (ঝযড়শড় ওংযরশধধি) এবং সরকারি-বেসরকারি ও দাতা সংস্থার বিভিন্ন প্রতিনিধি অংশগ্রহণ করেন।  

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ইউ এন উইমেন বাংলাদেশ যৌথ ভাবে এই প্রকল্প বাস্তবায়ন করবে।  উদ্বোধনী অনুষ্ঠানে  প্রকল্পটি  সম্পর্কে  বিস্তারিত তুলে ধরেন প্রকল্প পরিচালক ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের  উপসচিব ফেরদৌসী বেগম। এই প্রকল্পের লক্ষ্য হল  যে সকল মন্ত্রণালয় জেন্ডার সংবেদনশীল বাজেট বাস্তবায়ন করে  সে সকল  মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট  অফিসারকে  প্রশিক্ষণ  প্রদান করে  এই বাজেট  সঠিক  ও যথাযথ ভাবে বাস্তবায়ন ত্বরান্বিত  করা, সেক্স ডাটাবেইজ তৈরি করা এবং মনিটরিং করা। 

#

খায়ের/মাহমুদ/রফিকুল/সেলিমুজ্জামান/২০১৮/১৭৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৪২৯ 
 
প্রাক-বাজেট আলোচনায় বিমান ও পর্যটন মন্ত্রী 
এভিয়েশন ও পর্যটন খাতের উন্নয়নে যথাযথ পদক্ষেপের প্রতিশ্রুতি
 
ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে) : 
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেছেন, আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর চেয়ে বেশি মূল্যে জেট ফুয়েল কেনার কারণে দেশি এয়ারলাইন্সগুলোকে অসম প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে। এ ব্যাপারে মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্যবৃন্দসহ অর্থমন্ত্রীর সাথে আলোচনা করে এভিয়েশন ও পর্যটন খাতের সমস্যাসমূহ সমাধানের পদক্ষেপ নেয়া হবে।  
মন্ত্রী আজ রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম, বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী পর্যটন খাতে বরাদ্দ বৃদ্ধি, এ সেক্টরে প্রণোদনা প্রদান, টিকেটের কমিশনের ওপর ভ্যাট প্রত্যাহার, প্রতিবছর পর্যটন পদক প্রদানসহ এভিয়েশন ও পর্যটন খাতের  উন্নয়নে যথাযথ পদক্ষেপের প্রতিশ্রুতি দেন।
সংগঠনের সভাপতি নাদিরা কিরনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন এ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম ফারুক খান। এতে আলোচনায় অংশ নেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ভারপ্রাপ্ত সিইও নিখিল রঞ্জন রায়, টোয়াবের ভাইস প্রেসিডেন্ট ফরিদুল হক, ইউএস বাংলার সিইও ইমরান আসিফ, নভো এয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, ম্যাঙ্গো টুরের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ হোসেন, বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ, ট্রিয়াবের সভাপতি খবির উদ্দিন আহমেদ, বিটিবি’র গভর্নিং বোর্ড সদস্য জামিউল আহমেদ প্রমুখ। 
#
 
তুহিন/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৮০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৪২৮ 
 
এলজিআরডি মন্ত্রীর সাথে স্পেনের প্রতিনিধিদলের সাক্ষাৎ 
 
ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে) : 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সাথে আজ সচিবালয়স্থ তাঁর অফিসে স্পেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার পরিচালক ফ্রান্সিসকো বোর্জা রেঙ্গিলো লিওরেন্স (ঋৎধহপরংপড় ইড়ৎলধ জবহমরষড় খরড়ৎবহং)-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। 
সাক্ষাৎকালে মন্ত্রী বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা, পানি সরবরাহ ও গ্রামীণ যোগাযোগ কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। মন্ত্রী বলেন, স্পেনের সাথে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে স্পেনের সাথে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্পেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার পরিচালক স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ, পানি সরবরাহ ও নগর উন্নয়নের ক্ষেত্রে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ সহায়তা প্রদানের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেন।
#
 
জাকির/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৭৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৪২৭  

শিল্পমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার সহকারী অর্থমন্ত্রীর বৈঠক 
বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় অস্ট্রেলিয়ার অব্যাহত সহযোগিতার আশ্বাস

ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে) : 
বাংলাদেশের চলমান উন্নয়ন অভিযাত্রায় অস্ট্রেলিয়ার সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির সহকারী অর্থমন্ত্রী ডেভিড কোলম্যান। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় দ্রুত ও টেকসই আর্থসামাজিক অগ্রগতিতে বাংলাদেশ নতুন উদাহরণ সৃষ্টি করেছে।
অস্ট্রেলিয়া সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে বৈঠককালে ডেভিড কোলম্যান এ কথা বলেন। ক্যানবেরার ফেডারেল সংসদ কার্যালয়ে আজ এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সুফিউর ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এনামুল হক উপস্থিত ছিলেন।
বৈঠকে তারা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। দু’দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ সম্পর্ক জোরদার, প্রযুক্তি হস্তান্তর ও জনগণের সাথে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। 
শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে দৃঢ়অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক অগ্রগতি সূচিত হয়েছে। তিনি অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের বিশেষ সুবিধা দেয়ায় সে দেশের সরকারকে ধন্যবাদ জানান। আগামী দিনে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছবে বলে তিনি আশা প্রকাশ করেন। 
আমির হোসেন আমু বলেন, পণ্য উৎপাদনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা বাংলাদেশে শিল্পখাতের গুণগতমান বৃদ্ধি, মান অবকাঠামোর উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখতে পারে। এর অনুকরণ বাংলাদেশে গুণগত শিল্পায়নের ধারা জোরদারের মাধ্যমে আগামী দিনে টেকসই শিল্পায়নের লক্ষ্য অর্জনে সহায়তা করবে বলে তিনি মন্তব্য করেন। 
#

জলিল/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৮/১৬০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ১৪২৬  
 
নওগাঁর পতিসরে কবিগুরুর জন্মবার্ষিকী উদ্যাপন
 
ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে) :
আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী। কবির জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতিবিজড়িত আত্রাই উপজেলার রবীন্দ্র কাচারি বাড়িতে ‘রবীন্দ্র জন্মোৎসব’ শীর্ষক দিনব্যাপী মূল অনুষ্ঠানের উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। 
এছাড়া, জাতীয় সংসদের হুইপ মো. শহীদুজ্জামান সরকার, সংসদ সদস্য মো. ইসরাফিল আলম, মো. ছলিম উদ্দিন তরফদার ও পুলিশ সুপার মো. ইকবাল হোসন প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।
উল্লেখ্য, নওগাঁ জেলার আত্রাই উপজেলা মুনিয়ারি ইউনিয়নের কালিগ্রাম পরগনার পতিসর গ্রামে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারিবাড়ি। নওগাঁ জেলা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে রবীঠাকুরের স্মৃতিবিজড়িত এ কুঠিবাড়িতে কবিগুরুর জন্মজয়ন্তী ও মৃত্যুবার্ষিকী আনুষ্ঠানিকভাবে পালিত হয়। এ উপলক্ষে পতিসর এক মহা মিলনমেলায় পরিণত হয়। 
 
#
 
সৈকত/অনসূয়া/সুবর্ণা/শামীম/২০১৮/১৫৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর :  ১৪২৪ 

সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক 
ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে) :
সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৮৩তম বৈঠক কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীরের  সভাপতিত্বে আজ জাতীয় সংসদের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মো. আব্দুস শহীদ, মো. মোসলেম উদ্দিন, মো. রুস্তম আলী ফরাজী, আ ফ ম রুহুল হক,  মো. আফছারুল আমীন এবং মো. শামসুল হক টুকু বৈঠকে অংশগ্রহণ করেন।
সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর আওতাধীন চাঁদপুর শহর রক্ষা প্রকল্প, সিরাজগঞ্জ জেলার শৈলাবাড়ী রক্ষা প্রকল্প, ভোলা শহর সংরক্ষণ প্রকল্প (২য় পর্যায়) ও ভোলা জেলাধীন লালমোহন উপজেলার অতি ঝুঁকিপূর্ণ অংশে ভাঙন রক্ষা প্রকল্পের (১ম সংশোধিত) ২০০৫-০৬ হতে 
২০১০-১১ এর হিসাব সম্পর্কিত বিশেষ অডিট রিপোর্ট ২০১০-১১ এর অডিট আপত্তির অনুচ্ছেদ (১-১০) সর্বমোট ১০ টি অডিট আপত্তি নিয়ে আলোচনা হয় এবং অডিট আপত্তিগুলো কমিটি কর্তৃক প্রদত্ত নির্দেশনার আলোকে নিষ্পত্তির সুপারিশ করা হয়।
বৈঠকে ‘সরকারি অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পের দরপত্র সিডিউল বিক্রয় বাবদ প্রাপ্ত রাজস্ব ২৩ লাখ ৯৭ হাজার ৫ শত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি’ মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে মন্ত্রণালয়ের কোষাগারে জমা দেওয়ার প্রত্যায়ন আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রদানের মাধ্যমে নিষ্পত্তির সুপারিশ করা হয়।  
‘তৈরিকৃত শতভাগ সিসি ব্লক স্থাপন ও ডাম্পিং এর দূরত্ব ২০০ মিটারের বাইরে বিবেচনায় ধরে শ্রমিক মজুরি প্রদান করায় ৩ কোটি ১৯ লাখ ৭৫ হাজার ৮ শত ৬৯ টাকা ক্ষতি’ মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে অতিরিক্ত সচিব/যুগ্ম সচিব ও নিরীক্ষা অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে দিয়ে গঠিত সাব-কমিটি আগামী ৩০ কর্মদিবসের মধ্যে সরেজমিনে পরিদর্শন করে মহাহিসাব নিরীক্ষক এর নিকট প্রতিবেদন প্রদান করার মাধ্যমে নিষ্পত্তির সুপারিশ করা হয় বৈঠকে।  
সভায় ‘চাঁদপুর শহর রক্ষা প্রকল্প (২য় পর্যায়) ২০০৫-০৬ ও ২০০৬-০৭ অর্থবছরের ব্যয়ের রেকর্ডপত্র সরবরাহে অপারগতা’  মর্মে উত্থাপিত অডিট আপক্তির প্রেক্ষিতে কমিটি অসন্তোষ প্রকাশ করে।
বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার, ডেপুটি সিএন্ডএজি মোহাম্মদ জাকির হোসেন, পানি সম্পদ মন্ত্রণালয়, অডিট অফিস এবং বাংলাদেশ জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।   
#
নুরুল/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৫০০ ঘণ্টা

 

Todays handout (6).docx Todays handout (6).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon