Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ জুন ২০১৯

তথ্যবিবরণী - 17/06/2019

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ২২৪৯
 
আইসিটি খাতের উন্নয়নে বাংলাদেশের সাথে কাজ করবে জাপানের ফুজিৎসু
ঢাকা, ৩ আষাঢ় (১৭ জুন) :
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে মানবসম্পদ উন্নয়ন ও বিনিয়োগ আকর্ষণে একসাথে কাজ করবে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও জাপানের ফুজিৎসু রিসার্চ ইনস্টিটিউট।
আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বাংলাদেশে জাপানের বিনিয়োগ সম্ভাবনা বিষয়ক সংলাপ অনুষ্ঠানে এ লক্ষ্যে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সাথে সমঝোতা স¥ারক স্বাক্ষর করেছে ফুজিৎসু রিসার্চ ইনস্টিটিউট (এফআরআই)। 
হাইটেক পার্কের পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এবং ফুজিৎসু রিসার্চ ইনস্টিটিউটের পক্ষে এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশে আবাসিক প্রতিনিধি শিনজো কাগাওয়া সমঝোতা স¥ারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ, ফুজিৎসু রিসার্চ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট সিনহা কাগাওয়া। গেস্ট অভ্ অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি। 
স্বাক্ষর পর্বের পর জাপান ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে জাপান অন্যতম। আর তখন থেকেই জাপান বাংলাদেশের পরম বন্ধু হিসেবে রয়েছে। বাংলাদেশের উন্নয়নে জাপান সবসময়ই সাহায্য সহযোগিতা দিয়ে আসছে। আগামী পাঁচ বছর নাগাদ আইসিটি খাতে বাংলাদেশের রপ্তানির লক্ষ্যমাত্রা ৫ হাজার বিলিয়ন ডলার। এই লক্ষ্য অর্জনে জাপান বাংলাদেশের সেরা বন্ধু হিসেবে থাকবে বলে আমরা আশা করি। বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে। উদ্যোক্তাদের জন্য সরকার আগামী অর্থবছরে ১০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে।
বাংলাদেশে জাপানকে বিনিয়োগের আহ্বান জানিয়ে পলক বলেন, সরকার দেশের বিভিন্ন জেলায় ২৮ টি হাইটেক পার্ক ও ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করছে। বাংলাদেশের হাইটেক পার্কে বিনিয়োগের জন্য জাপানকে আমরা সবসময় স্বাগত জানাই। হাইটেক পার্কে বিনিয়োগকারীদের কর মওকুফসহ বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে। এছাড়াও সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার সেগুলো করা হবে। জাপানিদের লোকবল দরকার। আমাদের প্রচুর মেধাবী তরুণ আছে। এই দু’টিকে এক সূত্রে আনতে পারলেই উভয় পক্ষ লাভবান হবে।
আইসিটি খাতে বাংলাদেশে দক্ষ জনবল তৈরি এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ আনতে ফুজিৎসু রিসার্চ ইনস্টিটিউট কাজ করবে জানিয়ে এর প্রেসিডেন্ট শিনজো কাগাওয়া বলেন, এই খাতে বাংলাদেশের উন্নতি দেখে জাপান আগ্রহী হয়ে উঠছে। দুই দেশের আইটি প্রতিষ্ঠানগুলো একে অপরের সাথে কাজ করে আরো এগিয়ে যাবে এমন লক্ষ্যে জাপান কাজ করছে। জাপানি প্রতিষ্ঠানগুলো যেন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হয়, প্রয়োজনীয় তথ্য পায় সেজন্য জাপানের আইটি হাব হিসেবে আমরা কাজ করে যাব। এছাড়াও বাংলাদেশের জনবলকে দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ দেওয়া হবে।
জাপানি রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি বলেন, জাপান ইতিমধ্যে আইসিটি খাতে বাংলাদেশের সাথে কাজ শুরু করেছে। অনেক জাপানি প্রতিষ্ঠানই বাংলাদেশের আইসিটি খাত নিয়ে আগ্রহী। বিশেষ করে, এখন থেকে দক্ষ মানবসম্পদ নিতে চায় তারা।
সবশেষে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবিরের মডারেশনে এক প্যানেল আলোচনা পর্ব আয়োজিত হয়। এতে বাংলাদেশ ও জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
#
 
শহিদুল/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৯/২২০০ঘণ্টা
তথ্যবিবরণী                                           নম্বর : ২২৪৮
 
 
নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে বিআইডব্লিউটিএ’র অভিযান
৩৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৩০ হাজার টাকা জরিমানা
  
নারায়ণগঞ্জ, ৩ আষাঢ় (১৭ জুন) : 
 
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদীর তীর দখলমুক্ত করতে আজ নারায়ণগঞ্জ নদী বন্দরের আওতাধীন ফতুল্লার বক্তাবলী এলাকায় ধলেশ্বরী নদীর তীরে চারটি পাকা ভবন, পাঁচটি পাকা ওয়াল, দু’টি ডকইয়ার্ড, ২১টি বালু ভরাটকৃত স্থাপনা, চারটি টিনের শেডসহ মোট ৩৬টি অবৈধ স্থ্াপনা উচ্ছেদ এবং দুই দশমিক পাঁচ একর তীরভূমি অবমুক্ত করেছে। এছাড়া ৩০ হাজার টাকা জরিমানা করেছে।
নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে।
 
#
জাহাঙ্গীর/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৯/২০২৮ ঘণ্টা
তথ্যবিবরণী                                           নম্বর : ২২৪৭
 
অধীনস্থ সংস্থাসমূহের সাথে তথ্য মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর  
 
ঢাকা, ৩ আষাঢ় (১৭ জুন) : 
 
তথ্য মন্ত্রণালয়ের ১৩টি দপ্তর ও সংস্থার সাথে মন্ত্রণালয়ের ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 
 
তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ ও তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসানের উপস্থিতিতে আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্যসচিব আবদুল মালেকের সাথে বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জাকির হোসেন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী মোঃ আজহারুল হক, তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ফায়জুল হক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শাহ আলম ও ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস-চেয়ারম্যান নিজামুল কবীর নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। 
 
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ চুক্তিগুলোকে মন্ত্রণালয়ের আগামী ২০১৯-২০ অর্থবছরের কী পরিমাণ জনবল ও অর্থব্যয়ে কী কী কাজের মাধ্যমে জনগণ ও গণমাধ্যমকে সেবা দেয়া হবে তারই পরিকল্পনা হিসেবে অভিহিত করেন। একই সাথে অহেতুক কোনো প্রকল্প যাতে না নেয়া হয়, সে বিষয়ে সতর্কবাণী উচ্চারণ করেন। 
 
তথ্য প্রতিমন্ত্রী বলেন, এ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে তথ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার কাজের গতি ও জবাবদিহিতা বাড়বে।
 
তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবগণের মধ্যে মোঃ মিজান-উল-আলম, নূরুল করিমসহ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।  
 
#
আকরাম/মাহমুদ/ফারহানা/রফিকুল/আব্বাস/২০১৯/১৯০৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২২৪৬
 
বাজার তদারকি
২০ প্রতিষ্ঠানকে ২ লাখ ২২ হাজার টাকা জরিমানা
 
ঢাকা, ৩ আষাঢ় (১৭ জুন) :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন জেলা কার্যালয় আজ ঢাকা মহানগর, টাঙ্গাইল, কক্সবাজার ও রাজশাহীতে বাজার তদারকি করে। বাজার তদারকিকালে ২০টি প্রতিষ্ঠানকে ২ লাখ ২২ হাজার  টাকা জরিমানা করা হয়।
ঢাকা বিভাগীয় কার্যালয় সূত্রাপুর এলাকায় তদারকিকালে মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রি ও পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে ১১টি ফার্মেসিকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করে।
এছাড়া দেশব্যাপী ৪টি বাজার তদারকির মাধ্যমে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা, অবহেলা ইত্যাদি দ্বারা সেবাগ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটানোর অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি ও পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে ২টি প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ২ জন অভিযোগকারীকে জরিমানার শতকরা ২৫ ভাগ হিসেবে এক হাজার ৭৫০ টাকা প্রদান করা হয়।
সংশ্লিষ্ট জেলা প্রশাসন, জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটলিয়ন, সিভিল সার্জন, মৎস্য কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, স্যানিটারি ইন্সপেক্টর, শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি এবং ক্যাব এসব তদারকি কাজে সহায়তা করেন। 
#
 
শাহনাজ/মাহমুদ/রাহাত/রফিকুল/জয়নুল/২০১৯/১৮০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২২৪৫
 
হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা প্রদান শুরু
ঢাকা, ৩ আষাঢ় (১৭ জুন) :
গত ১৬ জুন থেকে দেশব্যাপী ২০১৯ সালের হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা প্রদান কার্যক্রম নির্ধারিত কেন্দ্রসমূহে শুরু হয়েছে। 
এছাড়া নিজ জেলা ব্যতীত হজযাত্রী অন্য কোন জেলায় উপস্থিত হলে হজযাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা প্রদানের জন্য সকল সিভিল সার্জন এবং নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান কেন্দ্রকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, ধর্মবিষয়ক মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেছে।
#
 
আরিফ/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৯/১৫৫৬ ঘণ্টা
Todays handout (5).docx Todays handout (5).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon