Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd মে ২০১৮

তথ্যবিবরণী ২৩ মে ২০১৮

তথ্যবিবরণী                                                                                 নম্বর :  ১৫৬৫
 
গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়নকে প্রাধান্য দিয়ে কাজ করছে সরকার   
                                                         -- এলজিআরডি মন্ত্রী
 
ঢাকা, ৯ জ্যৈষ্ঠ (২৩ ম)ে:
 
 স্থানীয় সরকার, পল্ল¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের অর্থনীতিকে বেগবান করতে গ্রামীণ যোগাযোগ অবকাঠামোর উন্নয়নকে প্রাধান্য দিয়ে কাজ করছে সরকার। 
 
মন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আয়োজিত আলোচনাসভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান  অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
 
মন্ত্রী বলেন, এলজিইডি প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য ছিল গ্রামীণ অঞ্চলে সড়ক যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করা। দেশের কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনে এক্ষেত্রে কাজ করছে সরকার। 
 
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাঁ।
 
#
 
আকরাম/ফারহানা/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/২১২০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                  নম্বর :  ১৫৬৪
 
সাংবাদিক কামাল উদ্দিনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
 
ঢাকা, ৯ জ্যৈষ্ঠ (২৩ ম)ে:
 
জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সিনিয়র সম্পাদনা সহকারী  মোঃ কামাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। 
 
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আজ ইন্তেকাল করেন সাংবাদিক কামাল উদ্দিন। তিনি দীর্ঘ দিন যাবৎ ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। সংবাদজগতে তিনি  ম. কামাল নামে পরিচিত।
 
তথ্যমন্ত্রী আজ বাদ জোহর জাতীয় প্রেস ক্লাব চত্বরে  ম. কামালের প্রথম জানাজায় অংশ নেন ও জানাজার পর প্রয়াতের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। 
 
জানাজার আগে সংক্ষিপ্ত বিবৃতিতে মন্ত্রী ম. কামালের দীর্ঘ সাংবাদিক জীবনের কথা স্মরণ করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মন্ত্রী বলেন, ‘সরকার ও সাংবাদিক সংগঠনগুলো তার পরিবারের পাশে রয়েছে’। 
 
জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল আলমসহ সাংবাদিক নেতৃবৃন্দ জানাজায় অংশ নেন। পরে বাদ আসর মিরপুর হযরত শাহ আলী (রা:) মাজার শরীফ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে রাজধানীর মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। 
 
#
 
আকরাম/ফারহানা/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/২১০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৫৬৩
 
নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে পাহাড় ধসে হতাহতদের আর্থিক সহায়তা প্রদান
 
নাাইক্ষ্যংছড়ি (বান্দরবান), ৯ জ্যৈষ্ঠ (২৩ মে) :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের মনজয়পাড়ায় পাহাড় কাটার সময় মাটি চাপায় হতাহতের ঘটনায় আজ ঘটনাস্থল পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। 
এসময় প্রতিমন্ত্রী নিহতদের পরিবার প্রতি ১০ হাজার টাকা ও আহতদের প্রত্যককে ৫ হাজার করে নগদ অর্থ প্রদান করেন এবং মন্ত্রণালয় থেকে নিহত পরিবারের প্রত্যেককে আরো ২৫ হাজার টাকা এবং আহতদেরকে ১৫ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন। এছাড়া বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারের সদস্যদের মধ্যে ১৫ হাজার টাকা এবং আহত পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
পরিদর্শন শেষে তিনি মনজয়পাড়া গ্রামের স্থানীয়দের সাথে সচেতনতামূলক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় বান্দরবান জেলা প্রশাসক আসলাম হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাস, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ ও মোজাম্মেল হক বাহাদুর, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এসএম সরওয়ার কামাল প্রমুখ।
উল্লেখ্য, গত সোমবার দুপুরে ঘুমধুম ইউনিয়নের মনজয়পাড়া এলাকায় পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে পাঁচ শ্রমিক নিখোঁজ হন। পরে স্থানীয়রা নুর মোহাম্মদ (২৫) নামে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে । ঘটনার সাত ঘন্টা পর সন্ধ্যায় নুরুল হাকিমকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন পুলিশ, বিজিবি ও দমকল বাহিনীর সদস্যরা। দীর্ঘ উদ্ধার তৎপরতা শেষে রাত সাড়ে আটটায় তিন শ্রমিক - মোঃ আবু (৩০), সোনা মেহের (৩৫) ও জসীম উদ্দিনের (২৫) লাশ উদ্ধার করা হয়।
#
 
জুলফিকার/মাহমুদ/সেলিম/পারভেজ/জয়নুল/২০১৮/২০০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                  নম্বর : ১৫৬২

খেলাধুলায় অংশগ্রহণ জঙ্গিবাদ ও মাদকাসক্তি থেকে রক্ষা করতে পারে 
                                                               -- শিক্ষামন্ত্রী

ঢাকা, ৯ জ্যৈষ্ঠ (২৩ ম)ে : 

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, খেলাধুলা ও শরীরর্চচা শিক্ষার্থীদের জঙ্গিবাদ এবং মাদকাসক্তির হাত থেকে রক্ষা করতে  গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ভালভাবে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ বাড়াতে হবে। 

মন্ত্রী আজ ঢাকায় জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) অডিটোরিয়ামে ৪৬ ও ৪৭তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানারআপ শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে ক্রীড়াসামগ্রী, সনদ ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী বলেন, শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঠ্যপুস্তকের শিক্ষা এবং পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় অংশ নিতে হবে। সার্বিক বিকাশের জন্য সংস্কৃতিচর্চা, খেলাধুলা ইত্যাদি প্রয়োজন। মাদক ও জঙ্গিবাদ থেকে শিক্ষার্থীদের বাঁচাতে এসব কর্মকা- বাড়াতে হবে। এক্ষেত্রে শিক্ষক-অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে। 

নুরুল ইসলাম নাহিদ আরো বলেন, সরকারের মূল লক্ষ্য নতুন প্রজন্মকে আধুনিক, উন্নত বাংলাদেশের নির্মাতা হিসেবে প্রস্তুত করা। এজন্য তাদেরকে সুস্বাস্থ্য ও ভাল মনের অধিকারী হতে হবে। খেলাধুলা, সংস্কৃতিচর্চা ছাড়া শারীরিক ও মানসিক বিকাশ হয় না।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আলমগীর, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এর মহাপরিচালক প্রফেসর সৈয়দ মোঃ গোলাম ফারুক বক্তব্য রাখেন।  

অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানারআপ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শারীরিক শিক্ষার শিক্ষক এবং দলীয় খেলার অধিনায়কগণ উপস্থিত ছিলেন। মন্ত্রী চ্যাম্পিয়ন ও রানারআপ শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যক্তিগতভাবে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন। সার্বিক বিবেচনায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানকে যথাক্রমে ৫০ হাজার, ৪০ হাজার ও ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়। আগামী বছরের প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানকে এক লাখ টাকা এবং ২য় স্থান অর্জনকারী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা করে পুরস্কার প্রদানের ঘোষণা দেন মন্ত্রী।

#
আফরাজ/ফারহানা/রফিকুল/সেলিমুজ্জামান/২০১৮/২০০৫ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৫৬১
 
প্রযুক্তিকে কাজে লাগিয়ে সরকার দেশের উন্নয়ন করছে
                                    --- ইয়াফেস ওসমান
 
ঢাকা, ৯ জ্যৈষ্ঠ (২৩ মে) :
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, সরকার বিজ্ঞান ও প্রযুক্তিকে জাতীয় উন্নয়নের প্রধান হাতিয়ার হিসেবে গ্রহণ করে সাধারণ মানুষের জীবনমান ও দেশের উন্নয়ন করে যাচ্ছে। ফলে বিজ্ঞান গবেষণা ও উন্নয়নের জন্য অতীতের যে কোন সময়ের তুলনায় এখন অনেক বেশি সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, বিজ্ঞানী ও গবেষকদেরকে এ সুযোগ কাজে লাগাতে হবে। মনোযোগ এবং নিষ্ঠার সাথে গবেষণা চালালে বাংলাদেশ অচিরেই উন্নত দেশে পরিণত হবে। 
মন্ত্রী আজ ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত প্রযুক্তি উদ্ভাবন, গবেষণা ও উন্নয়মূলক (আরএন্ডডি) প্রকল্পের গবেষণা কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ আকবর হুসাইন। সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন। দিনব্যাপী এ সেমিনারে অনুদানপ্রাপ্ত ছয় জন গবেষক তাদের গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় প্রতি বছর নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং বিজ্ঞান সংক্রান্ত গবেষণার মান বৃদ্ধির লক্ষ্যে বিজ্ঞানী এবং গবেষকদের মাঝে গবেষণা ও উন্নয়মূলক (আরএন্ডডি)  প্রকল্পে অনুদান  প্রদান করে। এ খাতে বিগত সাত অর্থবছরে ৫০৪টি প্রকল্পে  ২ কোটি  ৮৩ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। এ অর্থবছরে 
(২০১৭-১৮) ১৮১টি প্রকল্পে দেড় কোটি টাকা অনুদান প্রদানের জন্য নির্বাচন করা হয়েছে। 
 
#
 
কামরুল/মাহমুদ/সেলিম/পারভেজ/জয়নুল/২০১৮/১৯১৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৫৬০
 
বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ইসলামাবাদে ইফতার ও নৈশ ভোজের আয়োজন
 
ইসলামাবাদ, (পাকিস্তানে) ২৩ মে :
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন গতকাল স্থানীয় একটি পাঁচতারকা হোটেলে ইফতার ও নৈশ ভোজের আয়োজন করে। 
পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক আহ্্সান আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান এবং তাঁদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। 
হাইকমিশনার তাঁর স্বাগত বক্তব্যে বলেন,  রমজান মাসে রোজা রেখে  মুসলমানেরা সংযম ,আত্মশুদ্ধি, বিন¤্রতা ও  সুবিধাবঞ্চিত  মানুষের  প্রতি সমবেদনা প্রকাশের প্রশিক্ষণ গ্রহণ করে থাকে। এসব মানবিক গুণাবলীর চর্চা যদি সারা বছর অব্যাহত থাকে তবে সমাজ সদাচরণ, নৈতিকতা ও মানবিকতার উচ্চতর স্তরে উপনীত হবে। সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে মুসলিম উম্মাহর উন্নয়নে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে হাইকমিশনার বলেন, এ মাসের প্রথম দিকে ঢাকায় ‘টেকসই শান্তি, সংহতি ও উন্নয়নের জন্য ইসলামের মূল্যবোধ’  প্রতিপাদ্য নিয়ে  ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) ভুক্ত দেশসমূহের পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম কাউন্সিল  সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
ইফতারের আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সম্মৃদ্ধি কামনা করে   বিশেষ  মোনাজাত করা হয়। 
ইফতার ও নৈশ ভোজ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাকিস্তানের ফেডারেল আইন ও বিচার মন্ত্রী চৌধুরী মাহমুদ বশির ভির্ক, জাতীয় পরিষদের সদস্য ইসফানিয়ার এম ভান্ডারা ও মার্ভি মেমন, সাবেক ফেডারেল মন্ত্রী ও সিনেটের  নিসার এ মেমন, পররাষ্ট্র বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী নওয়াবজাদা  মালিক আমাদ খান এবং পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সচিব শাহ এম জামাল উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, প্রতিরক্ষা উপদেষ্টা, কূটনৈতিক, রাজনীতিবিদ, উচ্চপদস্থ  সরকারি  কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইসলামাবাদে প্রশিক্ষণরত বাংলাদেশ সামরিক বাহিনীর কর্মকর্তাগণ, প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশ হাইকমিশনের  কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সস্ত্রীক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । 
#
ইকবাল/মাহমুদ/পারভেজ/জয়নুল/২০১৮/১৭৫৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                  নম্বর : ১৫৫৯

চলচ্চিত্র পরিবারের সাথে তথ্যসচিবের মতবিনিময়

ঢাকা, ৯ জ্যৈষ্ঠ (২৩ ম)ে :

চলচ্চিত্র শিল্পের উন্নয়নে নতুন মাত্রা আনার লক্ষ্যে চলচ্চিত্র পরিবার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন তথ্যসচিব আবদুল মালেক। তথ্য মন্ত্রণালয়ের সচিব পদে যোগদানের পর চলচ্চিত্র পরিবারের সাথে এটি ছিল তার প্রথম আনুষ্ঠানিক সভা।

আজ ঢাকায় সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রখ্যাত অভিনেতা ফারুক ওরফে আকবর হোসেন পাঠান, চিত্রনায়িকা রোজিনা, চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজারসহ চলচ্চিত্র পরিবার প্রতিনিধিদের সদস্যরা এ খোলামেলা আলোচনায় যোগ দেন।

তথ্যসচিব বলেন, ‘২০১২ সালে সরকার চলচ্চিত্রকে শিল্প ঘোষণার ফলে এ অঙ্গন কী কী সুবিধা পাচ্ছে, তা জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন।  সেই সাথে হলগুলোতে সিনেমা পাঠানোর জন্য চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সার্ভার থেকে ডিজিটাল পদ্ধতি প্রয়োগ করলে পাইরেসিও কমিয়ে আনা সম্ভব।’

চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের পরিচালনা পর্ষদে চলচ্চিত্র ব্যক্তিত্ব অন্তর্ভুক্তি ও কর্পোরেশনের যন্ত্রপাতির ভাড়া কমানোর ওপরও গুরুত্বারোপ করেন সচিব আবদুল মালেক। তিনি বলেন, চলচ্চিত্র অঙ্গনের উন্নয়নে সংশ্লিষ্ট সকলের পরামর্শ সাদরে গৃহীত হবে।

দর্শকদের সিনেমামুখী করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিয়ে আলোচনায় চলচ্চিত্র পাইরেসি বা বেআইনি নকল সিডি প্রতিরোধে আইন প্রণয়ন, সিনেমা হলে ই-টিকেট প্রবর্তন, আমদানি-রপ্তানি ও যৌথ প্রযোজনায় কঠোরভাবে নীতি অনুসরণ এবং চলচ্চিত্র পোস্টার স্থাপনের সময় শহরের সৌন্দর্য রক্ষার বিষয়টি আমলে নেয়ার বিষয়ও আলোচনায় স্থান পায়। 

অভিনেতা ফারুক বলেন, ‘চলচ্চিত্র পরিবার চায় দেশীয় চলচ্চিত্রের বিকাশ। সরকারও তাই চায়। সকলে মিলে দেশের চলচ্চিত্র ও শিল্পী-নির্মাতা-কুশলীদের বাঁচাতে হবে।’

তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) মোঃ আজহারুল হক, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আমীর হোসেন, অভিনেতা জায়েদ খান, চলচ্চিত্র পরিচালক খোরশেদ আলম খসরু, বদিউল আলম খোকন, জেড এইচ মিন্টু, আবু মূসা দেবু প্রমুখ সভায় অংশ নেন।

#

আকরাম/মাহমুদ/রফিকুল/সেলিমুজ্জামান/২০১৮/১৭৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ১৫৫৮

নদী দখল ও দূষণকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স

                                  -- নৌপরিবহন মন্ত্রী

ঢাকা, ৯ জ্যৈষ্ঠ (২৩ ম)ে :

নদী দখল ও দূষণকারীদের সরকার কোন ছাড় দেবে না। তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হবে।

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান আজ ঢাকায় বুড়িগঙ্গা নদীতে সন্ধানী জাহাজে এক ভাসমান আলোচনাসভায় এসব কথা বলেন। নদী নিরাপত্তায় সামাজিক সংগঠন ‘নোঙর’ ২৩ মে জাতীয় নৌনিরাপত্তা দিবস ঘোষণার দাবিতে এ আলোচনাসভার আয়োজন করে।

‘নোঙর’ এর সভাপতি সুমন শামসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল, বীর মুক্তিযোদ্ধা মাহবুবউদ্দিন আহমেদ, পরিবেশবিদ মিহির বিশ্বাস, ইসহাক খান ও শমসের আলী।

শাজাহান খান বলেন, মালিক, শ্রমিক, যাত্রীসহ সংশ্লিষ্ট সকলের সচেতনতা সৃষ্টির ফলে নৌদুর্ঘটনা হ্রাস করা সম্ভব হয়েছে। সকলের সহায়তায় বিগত তিন বছরে বড় ধরণের কোন লঞ্চডুবি হয়নি। দুর্ঘটনা রোধে জনগণের মাঝে সচেতনতা গড়ে তুলতে সরকার ২০০৯ সাল থেকে নৌনিরাপত্তা সপ্তাহ পালন করে আসছে।

#

জাহাঙ্গীর/মাহমুদ/সেলিম/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/১৬৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৫৫৭
 
বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনারের বৈঠক
বিশেষ অর্থনৈতিক জোনে বিনিয়োগের আহ্বান
 
ঢাকা, ৯ জ্যৈষ্ঠ (২৩ মে) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, কানাডার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করলে লাভবান হবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক জোন গড়ে তোলা হচ্ছে। এর একটিতে কানাডা বিনিয়োগ করতে পারে। বাংলাদেশ সরকারের বিনিয়োগ নীতি ব্যবসাবান্ধব। যে কোনো বিনিয়োগকারী শতভাগ বিনিয়োগ করতে পারবে এবং লাভসহ যে কোনো সময় বিনিয়োগকৃত অর্থ ফিরিয়ে নিতে পারবে। জাতীয় সংসদের পাসকৃত আইন দ্বারা বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা হয়েছে। 
মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার ইবহড়রঃ চৎবভড়হঃধরহব এর সাথে বৈঠক করে সাংবাদিকদের এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, কানাডার সাথে বাংলাদেশের বাণিজ্য আরো বৃদ্ধি পাওয়া প্রয়োজন। কানাডায় বাংলাদেশের রপ্তানি যাতে আরো বৃদ্ধি পায় সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে। কানাডার বাজারে বাংলাদেশের পণ্যের বিপুল চাহিদা রয়েছে। এ সুযোগকে কাজে লাগাতে হবে। 
কানাডার হাইকমিশনার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশ কানাডার বন্ধু রাষ্ট্র এবং বড় ব্যবসায়িক অংশীদার। বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন খাতে কানাডা বিপুল সহায়তা দিয়ে যাচ্ছে। বাংলাদেশের তৈরিপোশাক কানাডায় বেশ জনপ্রিয়। ফলে কানাডা বাংলাদেশ থেকে এ সকল পণ্য আমদানি করে থাকে। ভবিষ্যতে আমদানির পরিমাণ আরো বাড়বে। কানাডা বাংলাদেশকে সাম্ভাব্য সবধরণের সহযোগিতা দিয়ে যাবে। বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ চমৎকার। সুযোগ সুবিধাও আকর্ষণীয়। কানাডার বিনিয়োগকারীরা নিশ্চয়ই বাংলাদেশে বিনিয়োগের জন্য এগিয়ে আসবে।
#
বকসী/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৭৩০ঘণ্টা
Todays handout (7).docx Todays handout (7).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon