Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ অক্টোবর ২০১৫

তথ্যবিবরণী 15/10/15

তথ্যবিবরণী                                                                  নম্বর : ৩০১৯

চলচ্চিত্র বাংলাদেশের উন্নত বিশ্বের  দেশ হিসেবে 
আত্মপ্রকাশের বিশ্বাস  তৈরি করতে পারে 
                                    -- তথ্যমন্ত্রী
ঢাকা, ৩০ আশ্বিন (১৫ অক্টোবর) :

    বাংলাদেশ যে অচিরেই উন্নত বিশ্বের একটি দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে, চলচ্চিত্র সেই বিশ্বাস তৈরি করতে পারে, বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

    মন্ত্রী আজ রাজধানীর গুলশানে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে প্রয়াত চাষী নজরুল ইসলামের সর্বশেষ পরিচালিত চলচ্চিত্র ‘অন্তরঙ্গ’র প্রেস মিট এ প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    তথ্যমন্ত্রী বলেন, একইসাথে জঙ্গিবাদের বিপদ আর দুর্নীতির আপদ থেকে মুক্ত দেশ গড়া এবং ভালোমন্দের পার্থক্য নির্ণয়েও চলচ্চিত্র অসীম ভূমিকা রাখতে সক্ষম। একারণেই চলচ্চিত্র নিছক বিনোদন নয়, এটি জাতির বিবেক হিসেবেও কাজ করতে পারে।

    প্রয়াত চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের স্ত্রী জ্যোৎস্না কাজী, চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন, সোহানুর রহমান সোহান, আব্দুল আজিজ, অভিনেতা অমিত হাসান, ওমর সানি এবং ‘অন্তরঙ্গ’ সিনেমার নায়িকা আলিশা প্রধান, নায়ক ইমনসহ চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। তথ্যমন্ত্রী চলচ্চিত্রটির অডিও গানের সিডির মোড়কও উন্মোচন করেন।

    গতকাল ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে প্রবাসী কবি ও গীতিকার আবু রায়হানের ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ দেশাত্মবোধক সংগীত সিডির মোড়ক উন্মোচনকালে অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উপড়ে ফেলতে দেশের শিল্পী-সংগীতজ্ঞ ও সাহিত্যিকদের প্রতি আহ্বান জানান।

    মন্ত্রী বলেন, শিল্পী-সাহিত্যিকরাই গণতন্ত্র ও অসাম্প্রদায়িক সমাজ গঠনের স্বপ্নের জাল বুনে চলেছেন, যা বাস্তবায়নে সরকারের পাশাপশি সবাইকে অংশ নিতে হবে। তবেই দারিদ্র্য, নারী-পুরুষ বৈষম্য, পরিবেশের অভিঘাত এবং জঙ্গিবাদের বিরুদ্ধে চলমান লড়াইয়ে বাংলাদেশ দ্রুত বিজয়ী হবে।

    প্রখ্যাত লেখক আনিসুল হক, গীতিকার আবু রায়হান, সংগীতশিল্পী মাহমুদুজ্জামান, ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ সিডির প্রকাশক প্রোটিউনের প্রধান নির্বাহী প্রসেনজিৎ ওঝা এবং অনলাইন সংগীত পত্রিকা সঙ্গীতাঙ্গণের সম্পাদক আহসানুল হক অনুষ্ঠানে অংশ নেন।
#
আকরাম/মিজান/মোশাররফ/রফিকুল/সেলিম/২০১৫/২১৫০ ঘণ্টা     
 
তথ্যবিবরণী                                                                  নম্বর : ৩০১৮

লাকসাম-আখাউড়া  ডাবল ট্র্যাক  রেল প্রকল্প বাস্তবায়নে ইআইবি’র ঋণচুক্তি স¦াক্ষর

ঢাকা, ৩০ আশ্বিন (১৫ অক্টোবর) :

আজ ঢাকায় শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে  বাংলাদেশ সরকার এবং ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) এর মধ্যে  রেলওয়ে মন্ত্রণালয়ের আওতাধীন ‘লাকসাম-আখাউড়া  ডাবল ট্র্যাক  রেল’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ১৩৫ মিলিয়ন ইউরো ব্যয়সংবলিত ঋণচুক্তি স¦াক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব আবুল মনসুর  মো. ফয়েজ উল্লাহ এবং ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের পক্ষে এসোসিয়েট ডাইরেক্টর চধৎঃরপশ ঐঁময ঈযধসনবৎষধরহ এবং  লোন অফিসার জবসড়হ ণহধৎধলধ  স¦াক্ষর করেন।

প্রকল্পটি  মোট ৮০৬ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে বাংলাদেশ  রেলওয়ে কর্তৃক  জুলাই ২০১৪  হতে জুন ২০২০  মেয়াদে বাস্তবায়িত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে একনেক প্রকল্পের ডিপিপি অনুমোদন করেছে। ইআইবি প্রদেয় ১৩৫ মিলিয়িন ইউরো ছাড়াও এ প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৫০৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে। অবশিষ্ট অর্থ বাংলাদেশ সরকার বহন করবে।

আখাউড়া ও লাকসাম  সেকশনে নতুন ৭২ কিলোমিটার ডাবল লাইন নির্মাণ, বিদ্যমান 
৭২ কিলোমিটার  রেললাইনের মানোন্নয়ন এবং এ  সেকশনে কম্পিউটারবেইজড সিগন্যালিং সিস্টেম স্থাপনের মাধ্যমে বিদ্যমান  রেললাইনের মানোন্নয়ন ও  সেকশনাল ক্যাপাসিটি বৃদ্ধি করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। উল্লেখ্য, এ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতে ট্রান্স-এশিয়া  রেলওয়ে  নেটওয়ার্কের আওতায় আসবে।

উল্লিখিত প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশে ইআইবি’র কার্যক্রম অধিকতর সম্প্রসারিত হয়েছে। ইতঃপূর্বে ইআইবি’র সাথে  দেশে কার্যকর বিদ্যুৎ উৎপাদন এবং বৃহত্তর ঢাকায় পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়নের জন্য দু’টি ঋণচুক্তি স¦াক্ষরিত হয়। 

#

মিজান/মোশাররফ/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/২১১০ ঘণ্টা     
 
তথ্যবিবরণী                                                                  নম্বর : ৩০১৭

কমনওয়েলথ কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও পদক 
অর্জনকারীদের সংবর্ধনা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ঢাকা, ৩০ আশ্বিন (১৫ অক্টোবর) :

আজ জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলনকক্ষে ১৮ থেকে ২০ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত ৮ম কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ  প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও পদক অর্জনকারী বাংলাদেশের খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়। 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এ সংবর্ধনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, এ প্রতিযোগিতায় বাংলাদেশ পুরুষ ইভেন্টে ১টি রৌপ্য ও ২টি তাম্র পদক এবং মহিলা ইভেন্টে ১টি রৌপ্য পদক অর্জন করে। 

প্রতিমন্ত্রী পদকপ্রাপ্ত খেলোয়াড়দের অভিনন্দন জানান। পাশাপাশি ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের সুনাম ও গৌরব বৃদ্ধি করতে তিনি  খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান। 


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#

শফিকুল/মিজান/মোশাররফ/সঞ্জীব/সেলিম/২০১৫/২১৩০ ঘণ্টা     

Handout                                                                          Number :  3016

 

Visa abolition for Diplomatic and official passports

between BD and Malaysia comes into effect today

 

Dhaka, October 15:

 

The Agreement between Bangladesh and Malaysia on “the Partial Abolition of Visa Requirement for Diplomatic and Official Passports” comes into effect from today.  Citizens of one country having in possession of valid diplomatic or official passports may enter other country without a visa and stay for a period not exceeding 30 days.

 

The Agreement was signed on 3rd December 2014 in Putrajaya during the visit of the Prime Minister Sheikh Hasina to Malaysia. This Agreement shall be in force for a period of five years from the date of enforcing. Thereafter, it shall be automatically extended for a further period of five years. Both Bangladesh and Malaysia completed all formalities of ratification of the Agreement by September this year. Implementation of the Agreement will facilitate increased contact between political and functional levels of Bangladesh and Malaysia and thereby help further enhancing bilateral relations.  

 

This is an emblem of deep and cordial bilateral relation existing between Bangladesh and Malaysia. 

 

#

 

Zaman/Mizan/Mosharraf/Sanjib/Salim/2015/1830 hrs

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩০১৫


কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ৩০ আশ্বিন (১৫ অক্টোবর) :
জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আজ কমিটির সভাপতি মো. মকবুল হোসেন এর সভাপতিত্বে জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, 
মো. মোসলেম উদ্দিন, আব্দুল মান্নান, মো. নজরুল ইসলাম বাবু, এ কে এম রেজাউল করিম তানসেন এবং মো. নুরুল ইসলাম ওমর  বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে কৃষি মন্ত্রণালয়াধীন ডিএইতে বাস্তবায়নাধীন সমন্বিত খামার ব্যবস্থাপনা অঙ্গ, কৃষি উৎপাদন ও কর্মসংস্থান কর্মসূচি শীর্ষক প্রকল্পের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। প্রকল্পের ওপর যথেষ্ট সচেতন হওয়া এবং সকলকে উৎসাহিত করার মাধ্যমে নির্দিষ্ট সময়ে প্রকল্প শেষ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখার সুপারিশ করা হয় ।
      এছাড়া, বহির্বিশ্বে বাংলাদেশে উৎপাদিত সবজির চাহিদা, উৎপাদন ও রপ্তানি পরিস্থিতি পর্যালোচনা ও উদ্ভিদ সঙ্গনিরোধ কার্যক্রমের মানোন্নয়নে ডিএইতে বাস্তবায়নাধীন বাংলাদেশে ফাইটো স্যানিটারি সামর্থ্য শক্তিশালীকরণ প্রকল্পের বিষয়ে আলোচনা হয়।
বিদেশে আলু রপ্তানি করার স্বার্থে বিভিন্ন গবেষণামূলক কার্যক্রম জোরদার করে আলুর গুণগতমান নিশ্চিত করা এবং রপ্তানি করা আলুতে যেন কোনো প্রকার রোগবালাই না থাকে তার জন্য উপযুক্ত অঞ্চল শনাক্ত করে কন্ট্যাক্ট ফার্মিং করার সুপারিশ করা হয়।
বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট  ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#

মিজানুর/মিজান/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৫/২১৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                  নম্বর :  ৩০১৪

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ৩০ আশ্বিন (১৫ অক্টোবর) :

    জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. আফছারুল আমীন এতে সভাপতিত্ব করেন। 

    কমিটির সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জাহাঙ্গীর কবীর নানক, মো. ছলিম উদ্দীন তরফদার, গোলাম মোস্তফা, এস এম আবুল কালাম আজাদ, মোহা. মামুনুর রশিদ এবং সেলিনা আক্তার বানু বৈঠকে অংশগ্রহণ করেন। 

    এছাড়া, বাল্যবিবাহ প্রতিরোধ সাবকমিটির পক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মমিন, সাবকমিটির সদস্য মাহাবুব আরা বেগম গিনি এবং সেলিনা বেগম অংশগ্রহণ করেন। 

    বৈঠকে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর কতিপয় ধারা ও বিষয় নিয়ে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিষয়াদি নিরীক্ষার জন্য উওঅ এর আদলে পৃথক অধিদপ্তর গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
 
    কমিটি উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশন পর্যায়ে শিক্ষা বিস্তারে জনমত সৃষ্টি ও শিক্ষকদের উদ্বুদ্ধ করতে মা সমাবেশের আয়োজন করে সেখানে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যের উপস্থিতি নিশ্চিত করার সুপারিশ করে। বিভিন্ন বোর্ডের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্তঃবোর্ড বদলির সুপারিশ করে কমিটি। এছাড়া, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অভ্ ট্রাস্টিজে সরকার মনোনীত ৩ জন ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়।
    
    কমিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নত করার এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর সংশোধনীর বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করতে কমিটি সদস্য মো. আব্দুল কুদ্দুসকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট  একটি সাবকমিটি গঠন করে।

    শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ  মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

সাব্বির/মিজান/মোশাররফ/রফিকুল/সেলিম/২০১৫/২০৩০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ৩০১৩

বিশ্ব মানদিবসের আলোচনাসভায় শিল্পমন্ত্রী
বিশ্ববাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে মানসম্মত পণ্য উৎপাদনের তাগিদ

ঢাকা, ৩০ আশ্বিন (১৫ অক্টোবর) :
প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে মানসম্মত পণ্য উৎপাদনের তাগিদ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। একইসাথে তিনি বাংলাদেশ যাতে বিদেশি অচল ও নি¤œমানের পণ্যের ডাম্পিং স্টেশনে পরিণত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে আমদানিকারকদের দৃষ্টি আকর্ষণ করেন। 
মন্ত্রী আজ ৪৬তম বিশ্ব মানদিবস উপলক্ষে বিএসটিআই আয়োজিত “বিশ^ব্যাপী সর্বজনীন ভাষা-মান (ঝঃধহফধৎফং–ঃযব ড়িৎষফ’ং পড়সসড়হ ষধহমঁধমব)” শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ তাগিদ দেন। রাজধানীর বিএসটিআই মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সভায় বিশেষ অতিথি ছিলেন।
বিএসটিআই’র মহাপরিচালক ইকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিল্পসচিব 
মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, এফবিসিসিআই’র সভাপতি আবদুল মাতলুব আহমদ ও বিএসটিআই’র পরিচালক  মো. রেজাউল করিম বক্তব্য রাখেন। 
আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি সুপরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নয়নের মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। ৬ শতাংশেরও বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রেখে সম্প্রতি বাংলাদেশ বিশ্বব্যাংকের মূল্যায়নে নি¤œমধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রবৃদ্ধির এ ধারা এগিয়ে নিতে জ্ঞানভিত্তিক সবুজ শিল্পায়নের প্রচেষ্টা জোরদার করতে হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার চীন, জাপান, কোরিয়া, ভারতসহ বিদেশি উদ্যোক্তাদের জন্য বেশ কয়েকটি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে বলে তিনি জানান। 
শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশে উৎপাদিত পণ্য শুধু দেশেই ব্যবহার হচ্ছে না, বিদেশেও রপ্তানি হচ্ছে। বিদেশে রপ্তানি বাড়াতে হলে পণ্যের গুণগতমানের বিষয়ে বিদেশি ক্রেতাদের আস্থা অর্জন করতে হবে। তিনি আমদানি কিংবা রপ্তানি সকল ক্ষেত্রেই গুণগতমানের বিষয়ে আপোশহীন হতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। 
    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পণ্য ও সেবার গুণগতমান নিশ্চিত করতে হলে, মান বিষয়ক সচেতনতা বাড়াতে হবে। নি¤œমানের পণ্যের বিরুদ্ধে সরকার ইতোমধ্যে দেশব্যাপী অভিযান জোরদার করেছে। ফলে মৌসুমী ফলসহ বিভিন্ন খাদ্যপণ্যে ভেজাল প্রদানের প্রবণতা কমে এসেছে। তিনি পণ্য উৎপাদক, বাজারজাতকারী ও ভোক্তা সাধারণের মধ্যে নকল ও ভেজাল বর্জনের মানসিকতা তৈরি করতে ব্যবসায়ী, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের পরামর্শ দেন।
#

জলিল/মিজান/নবী/রফিকুল/জয়নুল/২০১৫/২০৩০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩০১২

সিল্ক রোড কনফারেন্সে যোগ দিতে স্পিকার চীন পৌঁছেছেন

ঢাকা, ৩০ আশ্বিন (১৫ অক্টোবর) :
জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল ১৪-১৬ অক্টোবর দ্য সেন্ট্রাল কমিটি অভ্ দ্য কমিউনিস্ট পার্টি অভ্ চায়না (সিপিসি) এর আয়োজনে চীনের বেইজিংয়ে ‘এশিয়ান পলিটিক্যাল পার্টিস স্পেশাল কনফারেন্স অন দ্য সিল্ক রোড’ এ অংশগ্রহণের জন্য চীন সফর করছেন। 
গতকাল কুনমিং বিমানবন্দরে স্পিকার ও প্রতিনিধিদলকে ইউনান প্রদেশের পিপলস কংগ্রেসের সেক্রেটারি অভ্যর্থনা জানান। এছাড়া, বেইজিংয়ে সিপিসি’র মহিলা বিষয়ক সেক্রেটারি স্পিকার ও প্রতিনিধিদলকে স্বাগত জানান। 
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন আজ চীনের বেইজিংয়ে গ্রেট হল অভ্ পিপলসে চীনের ভাইস প্রেসিডেন্ট লি ইয়ানচাও (খর ণঁধহপযধড়) এর সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। তাঁরা বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন। এছাড়া, তাঁরা দু’দেশের সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। 
পরে স্পিকার একইস্থানে ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাং দেইজাং (তযধহম উবলরধহম) এর সাথে সাক্ষাৎ করেন। এসময় স্পিকার বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। বন্ধুত্বের এ সম্পর্ক ঐতিহাসিক। ভবিষ্যতে দু’দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে তিনি আশাপ্রকাশ করেন। বহুমুখী সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চীন ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উভয়ে দু’দেশের সংসদ ও জনগণের মধ্যে সম্পর্ক  উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন। 
#


মঞ্জু/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/২০১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                  নম্বর : ৩০১১

বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উদ্যাপিত

ঢাকা, ৩০ আশ্বিন (১৫ অক্টোবর) :

আজ ঢাকায় সমাজসেবা অধিদফতর মিলনায়তনে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস ২০১৫ উপলক্ষে আলোচনাসভা, সাদা ছড়ি বিতরণ, বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলকে সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম, নিউরো ডেভেলপমেন্টাল সুরক্ষা ট্রাস্টের  চেয়ারপারসন প্রফেসর ডা. মো. গোলাম রব্বানী, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক নাসরিন আরা সুরাত আমিন, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি মো. সাইদুল হক এবং সমাজসেবা অধিদফতরের পরিচালক (প্রতিষ্ঠান) মো. জুলফিকার হায়দার বক্তব্য রাখেন।

দিবসটি উপলক্ষে প্রবীণ হাসপাতালের সামনে থেকে সমাজসেবা অধিদফতর পর্যন্ত এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, সচিব, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালকের নেতৃত্বে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

আলোচনা অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধীদের উদ্দেশ্যে বলেন, আপনারা হতাশ হবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদাই আপনাদের খোঁজ নিচ্ছেন, তিনি আপনাদের উন্নয়নে সম্ভব সবকিছুই করতে সদাপ্রস্তুত। প্রতিবন্ধীদের মেধা, দক্ষতাও আজ সাধারণ মানুষের ন্যায় বলে তিনি উল্লেখ করেন।

দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের সাফল্যের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের গতিশীল নেতৃত্বে যেভাবে জাতীয় ক্রিকেট দল একের পর এক ক্রিকেট পরাশক্তিকে পরাজিত করেছে, প্রতিবন্ধী ক্রিকেটাররাও এবছর কলকাতার ইডেন গার্ডেনে যুগ্মচ্যাম্পিয়ন হয়ে তাদের দক্ষতার প্রমাণ রেখেছেন। 

#

মাইদুল/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/১৮১০ ঘণ্টা     
 
তথ্যবিবরণী                                                                  নম্বর : ৩০১০

স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্্যাপিত

ঢাকা, ৩০ আশ্বিন (১৫ অক্টোবর) :
    
‘স্বাস্থ্য পরিচর্যায় হাত বাড়াই’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশে স্থানীয় সরকার বিভাগ বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৫ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালন করে। 

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ইউনিসেফ ও দেশি বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থার উদ্যোগে আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাব হতে শোভাযাত্রা, ওসমানী স্মৃতি মিলনায়তন চত্বরে ক্ষুদে শিক্ষার্থীদের সাথে সর্বস্তরের মানুষের হাত ধোয়া শিখন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. আকরাম-আল-হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় দিবসের তাৎপর্য তুলে ধরে ইউনিসেফ প্রতিনিধি এডওয়ার্ড বেইকবিডার, অতিরিক্ত সচিব কাজী আবদুর নূর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেদা আহসান, যুগ্মসচিব মাহবুব হোসেন এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ওয়ালী উল্লাহ বক্তব্য রাখেন।

সভায় বক্তাগণ বলেন, ২০০৮ সালে প্রথম বিশ্ব হাত ধোয়া দিবসে ৭০টি দেশের ১২ কোটি শিশু হাত ধোয়। ক্রমান্বয়ে সমাজে সকল শ্রেণির মানুষের অংশগ্রহণ বেড়ে তা ১০০টির বেশি দেশে ২০ কোটিতে দাঁড়িয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশের  অবস্থাও সন্তোষজনক। তারা বলেন, শুধু খাওয়ার আগে ও টয়লেট ব্যবহারের পর সঠিক নিয়মে হাত ধুলে পানিবাহিত সংক্রামক রোগ প্রতিরোধ সম্ভব। হাত ধোয়া কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গৃহীত স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও পানি সরবরাহ কর্মসূচিকে এগিয়ে নেয়া সম্ভব। 

দিবস উপলক্ষে আয়োজিত  শোভাযাত্রাটি জাতীয় প্রেসক্লাব হতে শুরু হয়ে ওসমানী স্মৃতি মিলনায়তন চত্বরে শেষ হয়। ওসমানী স্মৃতি মিলনায়তনে ক্ষুদে শিক্ষার্থীদের সাথে প্রায় পাঁচ হাজার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ হাত ধোয়া শিখন কর্মসূচিতে অংশ নেন।

#

আহসান/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/১৮০০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                            নম্বর : ৩০০৯

৮ নভেম্বর জাতীয় সংসদের অষ্টম অধিবেশন আহ্বান

ঢাকা, ৩০ আশ্বিন (১৫ অক্টোবর) :
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৮ নভেম্বর বিকাল ৪টা ৩০ মিনিটে ঢাকার শেরেবাংলানগরে জাতীয় সংসদভবনের সংসদকক্ষে দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন আহ্বান করেছেন। 
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে তিনি এ আহ্বান জানান।
#

মঞ্জুর/মিজান/নবী/মোশারফ/জয়নুল/২০১৫/১৭৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩০০৮

স্বাস্থ্য সুরক্ষার জন্য নিয়মিত হাত ধোয়া প্রয়োজন 
                                        - তথ্যমন্ত্রী

ঢাকা, ৩০ আশ্বিন (১৫ অক্টোবর) : 

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, স্বাস্থ্য সুরক্ষায় যেমন নিয়মিত হাতধোয়া প্রয়োজন, তেমনি সুস্থজাতি গঠনে কুসংস্কার  ও ধর্মান্ধতা থেকে মনকে মুক্ত রাখা দরকার। 
    বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে রাজধানীর আইডিয়াল স্কুলপ্রাঙ্গণে বাংলাদেশ ফুড সেফটি নেটওয়ার্ক (বিএফএসএন) আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন। 
    অনুষ্ঠানে সমবেত শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারা দেশের ‘হবু মালিক’। ১৮ বছর বয়স হলে ভোটাধিকার পেয়ে আপনারা দেশের মালিক হবেন। দেশগঠনে অবদান রাখতে সুস্থ থাকতে হবে। নিজেরা নিয়মিতভাবে হাতধোয়া এবং মুক্ত মানসিকতার চর্চা করার পাশাপাশি অন্যদেরও এ বিষয়ে উৎসাহিত করবেন।’
    কনজ্যুমার এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর প্রতিনিধি মাইক রবসন (গরশব জড়নংড়হ) বিশেষ অতিথি হিসেবে এবং বিএফএসএন’র সদস্য কিংডম অভ্ নেদারল্যান্ড¬স, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এফএও, বি-সেফ, ক্যাব উবিনীগ, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড, শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম ও জনস্বাস্থ্য পুষ্টির প্রতিষ্ঠান, ঢাকা’র প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত শতাধিক শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন।
    এফএও প্রতিনিধি মাইক রবসন অনুষ্ঠানে নিজের হাতধুয়ে শিক্ষার্থীদের হাতধোয়ার সঠিক পদ্ধতি দেখান। দিবসটি উপলক্ষে বিএফএসএন মানিক মিয়া এভিনিউতে রিক্সার‌্যালি আয়োজন করে।
#

আকরাম/আলম/শুকলা/মিজান/আসমা/২০১৫/১৬০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩০০৭ 

মালয়েশিয়ায় বাংলাদেশি সকল পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চাইলেন বাণিজ্যমন্ত্রী


ঢাকা, ৩০ আশ্বিন (১৫ অক্টোবর) :

    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, মালয়েশিয়ার বাজারে বাংলাদেশের সকল পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়া হলে দু’দেশের বাণিজ্য ব্যবধান অনেক কমে আসবে। মালয়েশিয়ায় বর্তমানে ৪৯৪ ট্যারিফ লাইনের মধ্যে ১৯৭টির আওতায় মাত্র ১৯টি বাংলাদেশি পণ্য মালয়েশিয়ার বাজারে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। মালয়েশিয়া ট্যারিফ ও নন-ট্যারিফ বাধাসমূহ দূর করলে সেখানে বাংলাদেশি পণ্যের রপ্তানি অনেক বৃদ্ধি পাবে। পৃথিবীর অনেক দেশই বাংলাদেশকে এ ধরনের সুবিধা প্রদান করছে। মন্ত্রী বলেন, গত অর্থবছরে বাংলাদেশ মালয়েশিয়া থেকে আমদানি করেছে ১২৮৭.৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য, একই সময়ে বাংলাদেশ রপ্তানি করেছে মাত্র ১৪০.০৯ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। বাংলাদেশের বাণিজ্যঘাটতি রয়েছে ১১৪৭.৪১ মিলিয়ন মার্কিন ডলার। এ বিপুল বাণিজ্যঘাটতি কমিয়ে আনতে মালয়েশিয়ায় বাংলাদেশের বাণিজ্যসুবিধা প্রয়োজন। 
    মন্ত্রী আজ ঢাকায় প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত তিনদিনব্যাপী ‘৪র্থ শোকেস মালয়েশিয়া-২০১৫’ এর উদ্বোধন করে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
    বাণিজ্যমন্ত্রী বলেন, মালয়েশিয়ার বাজারে বাংলাদেশের পাট-পাটজাত পণ্য, মসলা, চামড়া- চামড়াজাত পণ্য, ঔষধ, আলু, শাকসবজি, সিরামিক টেবিল ওয়্যার, হিমায়িত মাছ, তৈরি পোশাক, নিটওয়্যার, টেক্সটাইল ও হালাল খাদ্যপণ্যের প্রচুর চাহিদা রয়েছে। বাণিজ্যসুবিধার কারণে চায়নার বাজারেও বাংলাদেশি পণ্যের রপ্তানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। 
    মন্ত্রী বলেন, মালয়েশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধুরাষ্ট্র ও ব্যবসায়িক পার্টনার। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে মালয়েশিয়া বাংলাদেশকে সমর্থন দিয়ে আসছে। মালয়েশিয়া বাংলাদেশের জনশক্তি রপ্তানির বড়বাজার। বাংলাদেশ মালয়েশিয়ার প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে। মালয়েশিয়ার বিনিয়োগকারীগণ এখানে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণীয় সুযোগ-সুবিধা দিচ্ছে। 
    বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি‘র প্রেসিডেন্ট নাসির এ চৌধুরির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার নরলিন বিনতে ওথম্যান, এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট আব্দুল মতলুব আহমেদ এবং মেলার আয়োজক কমিটির চেয়ারম্যান সৈয়দ মোয়াজ্জেম হোসেন।
#

লতিফ/আলম/শুকলা/মিজান/আসমা/২০১৫/১৫৩০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩০০৬ 

নৌপরিবহণ মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত


ঢাকা, ৩০ আশ্বিন (১৫ অক্টোবর) : 

নৌপরিবহণ মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দফতর ও সংস্থার কাজের গতি ও নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার লক্ষ্যে আজ নৌপরিবহণ মন্ত্রণালয়ের ২০১৫-১৬ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 
নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী মন্ত্রণালয়ের পক্ষে এবং দফতর ও সংস্থার প্রধানগণ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। 
মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাগুলো হলো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্পোরেশন (বিআইডব্লিউটিসি), মংলা বন্দর কর্তৃপক্ষ (মবক), বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ (বাস্থবক), বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি), সমুদ্র পরিবহণ অধিদপ্তর, বাংলাদেশ মেরিন একাডেমি, ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট (এনএমআই), পায়রা বন্দর কর্তৃপক্ষ ও জাতীয় নদী রক্ষা কমিশন। 
সচিব বলেন, নৌপরিবহণ মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি সন্তোষজনক। তিনি বিগত বছরের ন্যায় এবছরও কাক্সিক্ষত লক্ষ্যঅর্জনে সকলকে আন্তরিকতা, স্বচ্ছতা ও দক্ষতার সাথে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের সাথে নৌপরিবহণ মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়। এরই ধারাবাহিকতায় আজ নৌপরিবহণ মন্ত্রণালয়ে দফতর ও সংস্থার সাথে এ কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।  
#

জাহাঙ্গীর/আলম/শুকলা/মিজান/রেজ্জাকুল/আসমা/২০১৫/১৫০০ ঘণ্টা
 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩০০৫

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ৩০ আশ্বিন (১৫ অক্টোবর) : 


    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন : 
    “বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস উদ্যাপন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। সরকারের উন্নয়ন নীতিমালায় সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে দিবসটির এবারের প্রতিপাদ্য ‘গ্রামীণ দারিদ্র্যবিমোচন এবং সামাজিক সুরক্ষায় কৃষি’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।  
    এ দেশের কৃষ্টি, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতির ভিত্তিই হচ্ছে কৃষি। কৃষিনির্ভর বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্যবিমোচনে কৃষিউৎপাদন বৃদ্ধির সাথে সামাজিক সুরক্ষাপ্রতিষ্ঠা ওতপ্রোতভাবে জড়িত। তাই জনসংখ্যাবৃদ্ধির সাথে তালমিলিয়ে খাদ্যনিরাপত্তা অর্জন ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কৃষিখাতের উন্নয়নকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। পাশাপাশি সামাজিক সুরক্ষাকার্যক্রমকে আমরা বহুগুণে বাড়িয়েছি। 
    আমরা কৃষিবান্ধব নীতি ও কৌশলগ্রহণ এবং এর সফল বাস্তবায়ন করছি। এর ফলে উৎপাদনবৃদ্ধি, নিরাপদ খাদ্যের নিশ্চয়তা, কৃষিতে ব্যাপক কর্মসংস্থান ও কৃষির বহুমুখী ব্যবহার নিশ্চিত হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমন্বিত উদ্যোগ গ্রহণ করে নিরাপদ খাদ্য ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করছে। আমরা সার, বীজসহ সকল কৃষি উপকরণের মূল্যহ্রাস করেছি। কৃষকদের সহজশর্তে ও স্বল্পসুদে ঋণসুবিধা এবং বিভিন্ন প্রণোদনা প্রদান করা হচ্ছে। আমরা ১৯৯৮ সাল থেকে বর্গাচাষীদের বিনাজামানতে কৃষিঋণ বিতরণ শুরু করি। ১০ টাকায় ব্যাংক একাউন্ট খোলার সুযোগ করে দেই। কৃষিভতুর্কির টাকা ঐ একাউন্টে সরাসরি প্রেরণ করি। জনপ্রতি উপকরণ সহায়তাকার্ড প

Todays handout (9).doc Todays handout (9).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon