Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ August ২০২১

তথ্যবিবরণী ১০ আগস্ট ২০২১

তথ্যবিবরণী                                                                                                   নম্বর :  ৩৭৬৭

 

বঙ্গবন্ধুর প্রতিটি কর্মসূচিতে নান্দনিকতা ছিল

                                      ---নৌ প্রতিমন্ত্রী

 

ঢাকা, ২৬ শ্রাবণ (১০ আগস্ট) : 

 

          জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিটি কর্মসূচির মধ্যেই নান্দনিকতা ছিল বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শুধু ধনী দেশ হলেই আমরা নান্দনিক হতে পারব না। নান্দনিকতার ক্ষেত্রে মানব উন্নয়ন লাগবে।

 

          জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষ্যে আজ সন্ধ্যায় জাতীয় শিল্পকলা একাডেমি আয়োজিত ‘২০৪১: বাংলাদেশ হবে নান্দনিক’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

 

          খালিদ মাহমুদ চৌধুরী বলেন, জাতির পিতা সুইজারল্যান্ডকে অনুসরণ করে সবুজ বিপ্লবের কর্মসূচি দিয়েছিলেন। আমাদের সমুদ্রে অধিকার প্রতিষ্ঠা করা, বাহাত্তর সালেই তিনি বলেছেন, আমাদের নদীর নাব্যতা কমে গেছে। নাব্যতা ফিরিয়ে আনতে হবে। সেজন্য একটা বিধ্বস্ত অর্থনীতির মধ্যেও তিনি সাড়ে তিন বছরে সাতটি ড্রেজার সংগ্রহ করেছিলেন। ২০০৮ সাল পর্যন্ত বিআইডব্লিউটিএ’র সেই সাতটি ড্রেজারই ছিল।

 

          প্রধানমন্ত্রী শেখ হাসিনার নান্দনিক চিন্তার কথা তুলে ধরে তিনি বলেন, আমরা সারাজীবন শুনে আসছি নদী শাসন কিন্তু প্রধানমন্ত্রী বলছেন, নদী শাসন না, নদী ব্যবস্থাপনা। নদীকে শাসন করা যাবে না। নদী ব্যবস্থাপনার এই শব্দের মাঝেও নান্দনিকতা রয়েছে। প্রধানমন্ত্রী প্রায়ই আক্ষেপ করে বলেন, কীভাবে আমাদের ঢাকা শহরকে ধ্বংস করা হয়েছে। কীভাবে আমাদের খালগুলোর মাঝে বক্স কালভার্ট করা হয়েছে। একটা মৃত শহরের দিকে ধাবিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর এই চিন্তুগুলোর মধ্যেও আমরা নান্দনিকতা পাই। ঢাকা শহরকে আরো নান্দনিক করে গড়ে তুলতে ঢাকা শহরের চারপাশের নদী দখল উচ্ছেদের কথা তুলে ধরে তিনি বলেন, ২০ বছর আগে যে সুযোগটা ছিল, এখন কিন্তু সে সুযোগটা নেই।

 

          অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, জ্যেষ্ঠ সাংবাদিক নাইমুল ইসলাম খান, স্থপতি ইকবাল হাবিব, শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফুল আলম পাপলু, বিশিষ্ট কণ্ঠশিল্পী ও শিল্পকলা একাডেমি পরিষদের সদস্য আকরামুল ইসলাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রবীন্দ্রনাথ রায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃতি শিল্পী রূপা চক্রবর্তী।

 

 

#

জাহাঙ্গীর/নাইচ/রফিকুল/আব্বাস/২০২১/২২৪৬ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                   নম্বর :  ৩৭৬৬

 

মমেক হাসপাতালে অদ্যাবধি ৫ হাজার ৩২০ সিলিন্ডার অক্সিজেন প্রদান করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

 

 

ময়মনসিংহ, ২৬ শ্রাবণ (১০ আগস্ট) : 

 

          ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা রোগীদের জরুরি চিকিৎসা সেবার সুবিধার্থে আজ পর্যন্ত ব্যক্তিগত উদ্যোগে ৫ হাজার ৩২০ সিলিন্ডার অক্সিজেন প্রদান করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

 

          মমেক হাসপাতালে আগামীকাল (১১ আগস্ট) সরবরাহের জন্য অন্যান্য দিনের ন্যায় আজও অক্সিজেন সিলিন্ডার রিফিলের কাজ চলমান রয়েছে।

 

          উল্লেখ্য, করোনা রোগীদের জন্য প্রতিমন্ত্রীর এ মানবিক সহায়তা কার্যক্রম মহামারি শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। 

 

#

ফয়সল/নাইচ/রফিকুল/আব্বাস/২০২১/২১৩৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                   নম্বর :  ৩৭৬৫

 

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর পিতার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর শোক

 

 

ঢাকা, ২৬ শ্রাবণ (১০ আগস্ট) : 

 

          প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাহ্‌ আলী ফারহাদের বাবা অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ফরহাদ হোসেন মাক্করের মৃত্যুতে গভীর শোক ও আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান । 

 

          এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

 

          প্রতিমন্ত্রী বলেন, ফরহাদ হোসেন মাক্করের মতো আন্তরিক, মহানুভব ও বন্ধুবৎসল মানুষ সত্যিই বিরল। তাঁর মমতা ও আতিথেয়তা তাঁকে সবার মাঝে বাঁচিয়ে রাখবে।

 

          প্রসঙ্গত মরহুম ফরহাদ হোসেন মাক্কর আজ বিকেল ৫ টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন।

 

 

#

মাহবুবুর/নাইচ/রফিকুল/আব্বাস/২০২১/২০৫৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                  নম্বর :  ৩৭৬৪

 

কুমিল্লায় করোনায় কর্মহীনদের মাঝে জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

 

ঢাকা, ২৬ শ্রাবণ (১০ আগস্ট) : 

 

          কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে আজ জেলা প্রশাসকের কার্যালয়ে করোনায় কর্মহীন ৯৫টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। ত্রাণসামগ্রী হিসেবে প্রতি প্যাকেটে ছিল চাল, ডাল, আলু, লবণ, তেলসহ সর্বমোট ১১কেজি খাদ্যদ্রব্য। 

 

          এছাড়া কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অনুরূপ ৪২টি প্যাকেটসহ জেলায় সর্বমোট ১৩৭টি অসহায় পরিবারের মাঝে ১৩৭ প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

 

          কুমিল্লা জেলা করোনা প্রতিরোধ সেল সূত্রে এসব তথ্য জানা গেছে। 

 

#

ফয়সল/নাইচ/রফিকুল/আব্বাস/২০২১/২০১৪ ঘণ্টা

 

 

 

 

 

তথ্যবিবরণী                                                                                                   নম্বর :  ৩৭৬৩

 

ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ত্রাণ বিতরণ অব্যাহত

 

ঢাকা, ২৬ শ্রাবণ (১০ আগস্ট) : 

          করোনা ভাইরাস মহামারি পরিস্থিতিতে  মানবিক সহায়তা হিসেবে  সরকারের পক্ষ হতে গতকাল ৯ আগস্ট ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।

          নরসিংদী  জেলায় ত্রাণ হিসেবে  ১২৩.৫০০ মে.টন চাল এবং  ভিজিএফ কার্ডের ১৩৭৬.৫৯০ মে.টন চাল বিতরণ করা হয়। এছাড়া ৩৩৩ কলের মাধ্যমে ১০৬৬টি পরিবার ও ৫৩৩০ জনকে  আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

          গোপালগঞ্জ জেলায় ত্রাণ হিসেবে  ১০ লাখ টাকা নগদ ১৮৯.৮৫০ মে.টন চাল বিতরণ করা হয়। এছাড়া ভিজিএফ কার্ডের মাধ্যমে, ৮৯৩.৬৩ মে.টন চাল বিতরণ করা হয়। ৩৩৩ কলের মাধ্যমে

১৮৬০ টি পরিবার এবং ৮৩৭০ জনের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

          শরীয়তপুর জেলায় ৯৭৫ টি পরিবারের মাঝে ৯৭৫ প্যাকেট  ত্রাণ সামগ্রী  বিতরণ করা হয়। 

          মুন্সিগঞ্জ  জেলায়  ত্রাণ হিসেবে নগদ ৮ লাখ টাকা এবং ৯৬.০০ মে.টন চাল, ভিজিএফ কার্ডের মাধ্যমে ৬২৩.১৫০মে. টন চাল এবং ৩৩৩ কলের মাধ্যমে ৫৮ টি পরিবার এবং ২৩২ জন লোককে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

          কিশোরগঞ্জ জেলায় ত্রাণ হিসেবে ২৩ লাখ ২৫ হাজার টাকা নগদ এবং ৩২১০০০ মে. টন চাল বিতরণ করা হয়। এছাড়া ভিজিএফ কার্ডের মাধ্যমে ১১০০৩১০ মে. টন চাল বিতরণ করা হয়। ৩৩৩ কলের মাধ্যমে ৪৮২টি পরিবার ও ২৪১০ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

          সংশ্লিষ্ট  জেলার  জেলা তথ্য অফিসসমূহ ঢাকা বিভাগীয়  তথ্য অফিসের মাধ্যমে  এসব তথ্য জানিয়েছে।

 

#

আনোয়ার/নাইচ/রফিকুল/আব্বাস/২০২১/২০১৪  ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                 নম্বর :  ৩৭৬২

 

আগামীকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে এবং ধারণ ক্ষমতার  সমপরিমাণ যাত্রী নিয়ে নৌযান চলাচল করবে


ঢাকা, ২৬ শ্রাবণ (১০ আগস্ট) : 

 

          আগামীকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে এবং ধারণ ক্ষমতার  সমপরিমাণ যাত্রী নিয়ে নৌযান চলাচল করবে।


          বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আজ এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রত্যেক যাত্রীসহ সংশ্লিষ্ট সকলকে মাস্ক পরিধান এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণীত সকল স্বাস্থ্যবিধি মেনে এবং ধারণ ক্ষমতার  সমপরিমাণ যাত্রী নিয়ে নৌযান পরিচালনার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে বিআইডব্লিউটিএ।

 

#

 

জাহাঙ্গীর/নাইচ/রফিকুল/আব্বাস/২০২১/১৯৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                                                                                                                                          নম্বর :  ৩৭৬১

 

মহামারিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় শিল্পীদের পাশে রয়েছে

                                                    ---কে এম খালিদ

ঢাকা, ২৬ শ্রাবণ (১০ আগস্ট) : 

 

          সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, চলমান করোনা মহামারিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় শিল্পী-সংস্কৃতিকর্মীদের পাশে রয়েছে। গতবছর মন্ত্রণালয় হতে করোনায় কর্মহীন সারা দেশের ১২ হাজারের অধিক সংস্কৃতিকর্মীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ৬ হাজার শিল্পী ও সংস্কৃতিকর্মীকে সহায়তা দেয়া হয়েছে। শীঘ্রই আরো ২৩০০ জনকে মন্ত্রণালয় হতে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।

 

          প্রতিমন্ত্রী আজ রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক চর্চা কেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমির আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় করোনায় কর্মহীন ঢাকা মহানগর উত্তর জনপদের শতাধিক সংস্কৃতিকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 

          প্রধান অতিথি বলেন, গীতাঞ্জলি ললিতকলা একাডেমি করোনা মহামারিকালীন উত্তরা জনপদের সংস্কৃতিকর্মীদের তালিকা প্রণয়নপূর্বক তাদের মাঝে অদ্যাবধি ৩১ বার ভালোবাসার উপহারস্বরূপ খাদ্যসামগ্রী বিতরণ করেছে যা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। প্রতিমন্ত্রী এসময় মন্ত্রণালয়ের পক্ষ হতে করোনায় কর্মহীন ঢাকার উত্তরা জনপদের ২০০ জন সংস্কৃতিকর্মীর জন্য ২,৫০০ টাকা হারে পাঁচ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।

 

          অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান, জোন-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ জুলকার নায়ন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজকর্মী আলাউদ্দিন আল সোহেল প্রমুখ। স্বাগত বক্তৃতা করেন গীতাঞ্জলি ললিতকলা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও উত্তরা আর্টিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা মাহবুব আমিন মিঠু।

 

#

 

ফয়সল/নাইচ/রফিকুল/আব্বাস/২০২১/১৮৫৬ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                 নম্বর :  ৩৭৬০

 

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

 

ঢাকা, ২৬ শ্রাবণ (১০ আগস্ট) : 

 

            স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ৪৭ হাজার ৪২৪ জনের নমুনা পরীক্ষা করে ১১ হাজার ১৬৪ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জন। 

 

            গত ২৪ ঘণ্টায় ২৬৪ জন-সহ এ পর্যন্ত ২৩ হাজার ১৬১ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন।

 

          করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ লাখ ৩৪ হাজার ৭৬২ জন।

 

#

 

ফেরদৌস/নাইচ/রফিকুল/আব্বাস/২০২১/১৮৩৯ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৩৭৫৯

 

শ্রমিক কল্যাণ তহবিলে ইউনিলিভারের ৭ কোটি ১৮ লাখ টাকার চেক হস্তান্তর   

                                                              

ঢাকা, ২৬ শ্রাবণ (১০ আগস্ট) : 

 

          শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড তাদের গত অর্থবছরের লভ্যাংশের নিদিষ্ট অংশ প্রায় ৭ কোটি ১৮ লাখ টাকা জমা দিয়েছে।

 

          আজ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের কোম্পানি সচিব রাশেদুল কাইয়ূম, কর্পোরেট অ্যাফেয়ার্সের প্রধান শামীমা আক্তার এবং ইউনিলিভার কনজ্যুমান কেয়ার লিমিটেডের রেগুলেটরি অ্যাফেয়ার্সের প্রধান এবং কোম্পানি সচিব মোহাম্মদ নাহারুল মোল্লা ৭ কোটি ১৮ লাখ ৩৯ হাজার ১৪২ টাকার দু’টি চেক হস্তান্তর করেন।

 

          বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী দেশি-বিদেশি কোম্পানি/প্রতিষ্ঠানের বছর শেষে মোট লাভের ৫ ভাগের এক দশমাংশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেওয়ার বিধান রয়েছে। এপর্যন্ত দেশি-বিদেশি/বহুজাতিক মিলে ২০৭টি কোম্পানি/প্রতিষ্ঠান এতহবিলে নিয়মিত লভ্যাংশ জমা দিয়ে আসছে। আজ পর্যন্ত এই তহবিলে প্রায় ৫৬৫ কোটি টাকার ওপরে জমা হয়েছে। এই তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যু, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং তাদের মেধাবী সন্তানদের উচ্চ শিক্ষায় সহায়তা দেয়া হয়।

 

          চেক হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব (অতিরিক্ত দায়িত্ব) বেগম সাকিউন নাহার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বেগম জেবুন্নেছা করিমসহ মন্ত্রণালয়ের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

          উল্লেখ্য ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) বাংলাদেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, যারা ৫৫ বছরেরও বেশি সময় ধরে এদেশে কার্যক্রম পরিচালনা করছে। অন্যদিকে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (ইউসিএল) বাংলাদেশে ইউনিলিভারের নতুন একটি ব্যবসা প্রতিষ্ঠান।

 

#

আকতারুল/নাইচ/রফিকুল/আব্বাস/২০২১/১৮৪২ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৩৭৫৮

 

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কেউ না খেয়ে থাকবে না

                                      ---পানি সম্পদ প্রতিমন্ত্রী

   

                                                              

বরিশাল,, ২৬ শ্রাবণ (১০ আগস্ট) : 

          'করোনা ভাইরাসসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হচ্ছে বাংলাদেশকে। প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় দেশবাসীর জন্য টিকাদানের কার্যক্রম চলছে। লকডাউনে ক্ষতিগ্রস্তদের মাঝে দেয়া হয়েছে নগদ অর্থসহ খাদ্য সহযোগিতা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কেউ না খেয়ে থাকবে না।'

 

          আজ বরিশাল নগরীতে করোনা ভাইরাস সংক্রমণে কর্মহীন মানুষের মাঝে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পক্ষে উপহার সামগ্রী বিতরণের বিষয়ে জানতে চাইলে তিনি এসব কথা জানান।

 

          প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার সামগ্রী বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কর্নেল (অব.) জাহিদ ফারুকের পক্ষে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ মাহমুদুল হক খান মামুন ও ২০নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব নগরীর ২০নং ওয়ার্ডের কর্মহীন মানুষের মাঝে বিতরণ করেন । উপহার সামগ্রীর ম‌ধ্যে রয়েছে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, দুই কেজি পিঁয়াজ, দুই কে‌জি ডাল ও এক লিটার তৈল।

 

          সংশ্লিষ্ট মতে, নগরীর ২০, ২২ ও ২৩নং ওয়ার্ডে কর্মহীন মানুষের মাঝে তিন হাজার উপহার সামগ্রী বিতরণ হয়েছে। বাকি ২৭টি ওয়ার্ডে পর্যায়ক্রমে দেওয়া হবে।

 

          এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মীর আমির উদ্দিন মোহন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান মাহামুদ হাওলাদার, ২০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মনির, মহানগর যুবলীগের সদস্য মিজানুর রহমান মিল্টনসহ সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মীরা।

 

#

আসিফ/নাইচ/রফিকুল/আব্বাস/২০২১/১৮৩৬ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৩৭৫৬

 

অভ্যন্তরীণ নৌযানের ৬০% যাত্রী ভাড়া বৃদ্ধি সংক্রান্ত আদেশ বাতিল   

                                                              

ঢাকা, ২৬ শ্রাবণ (১০ আগস্ট) : 

                   

          করোনা ভাইরাস সংক্রমণকালীন অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী নৌযান ধারণ ক্ষমতার ৫০% যাত্রী নিয়ে চলাচলের লক্ষ্যে ৬০% যাত্রী ভাড়া বৃদ্ধি সংক্রান্ত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ১ এপ্রিল ২০২১ এর আদেশের কার্যকারীতা  বাতিল করা হয়েছে।

 

          অভ্যন্তরীণ নৌযানের যাত্রী ভাড়া সংক্রান্ত বিআইডব্লিউটিএ'র ২৩ এপ্রিল ২০১৩ সালে জারিকৃত আদেশ আগামী ১১ আগস্ট ২০২১ থেকে পুনরায় কার্যকর হবে। বিআইডব্লিউটিএ আজ এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে।

#

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৩৭৫৭

 

ঝিনাইদহ জেলায় অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত

                                                                   

ঢাকা, ২৬ শ্রাবণ (১০ আগস্ট) : 

 

          কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর লকডাউনের মধ্যে আজ ঝিনাইদহ জেলাতে ঝিনাইদহ জেলা প্রশাসন ও সোনালী ব্যাংক লিমিটেড, ঝিনাইদহের যৌথ উদ্যোগে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও কর্মচারীদের মধ্যে অর্থ সহায়তা প্রদান করা হয়।

 

          সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৫ টি কিন্ডারগার্টেন স্কুলের ৩ শত ৬২ জন শিক্ষকের প্রত্যেককে ২ হাজার টাকা এবং ৫০ জন কর্মচারীর প্রত্যেককে ১ হাজার টাকা মোট সাত লাখ চুয়াত্তর হাজার টাকা বিতরণ করা হয়।  জেলা প্রশাসক ঝিনাইদহ মোঃ মজিবর রহমান এ সহায়তা বিতরণ করেন।

 

#

দীপংকর/জাহাঙ্গীর/নাইচ/রফিকুল/আব্বাস/২০২১/১৮২২ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                                                                                                                                            নম্বর : ৩৭৫৫

 

কোল্ডস্টোরেজ এসোসিয়েশন আলু বিক্রিতে  সহযোগিতা চান কৃষিমন্ত্রীর

                                                               

ঢাকা, ২৬ শ্রাবণ (১০ আগস্ট) : 

  

কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাকের সাথে আজ এফবিসিসিআই ও বাংলাদেশ কোল্ডস্টোরেজ এসোসিয়েশনের প্রতিনিধদল সচিবালয়ে সাক্ষাৎ করেন।

 

 কোল্ডস্টোরেজ এসোসিয়েশনের প্রতিনিধদল কোল্ডস্টোরেজে মজুতকৃত ও উদ্বৃত্ত আলু বিক্রিতে কৃষিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। তারা বলেন, চলতি ২০২১ মৌসুমে ১ কোটি ১০ লাখ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে। বিপরীতে দেশে আলুর চাহিদা ৮৫-৯০ লাখ মেট্রিক টন। এর ফলে প্রায় ২০ লাখ টন আলু উদ্বৃত্ত রয়েছে। এবছর প্রায় ৪০০ হিমাগারে ৫৫ লাখ টন খাবার আলু, বীজ আলু ও রপ্তানিযোগ্য আলু সংরক্ষিত আছে। বর্তমানে আলুর বাজারদর কম। সংরক্ষিত আলু বাজারজাত না করতে পারলে বিপুল পরিমাণ আলু অবিক্রিত থাকার সম্ভাবনা দেখা দিবে।

 

গতবছরের মতো এবছরও ত্রাণসহ বিভিন্ন সরকারি কাজে আলু বিতরণের দাবি জানিয়ে প্রতিনিধিদল বলেন, সরকারিভাবে ক্রয় করে ত্রাণ, কাবিখা, ভিজিএফ, ওএমএস, রোহিঙ্গাদের মধ্যে এবং আইনশৃঙ্খলা বাহিনীর রেশনে আলু বিতরণ করলে উদ্বৃত্ত আলুর সুষ্ঠু ব্যবহার সম্ভব।

 

এসময় কৃষিমন্ত্রী বলেন, গতবছর করোনার শুরুর দিকে আমরা বিভিন্ন ত্রাণ কাজে, রোহিঙ্গাদের মধ্যে ও রেশনে আলু বিতরণের উদ্যোগ গ্রহণ করেছিলাম। এর ফলে আলুর ব্যবহার অনেক বেশি হয়েছিল এবং শেষদিকে আলুর দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। এবছর উদ্বৃত্ত আলুর বাজারজাতের জন্য উচ্চপর্যায়ে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মন্ত্রী আরো বলেন, আলুর সুষ্ঠু বাজারজাতে স্থানীয় বাজারের পাশাপাশি রপ্তানি বৃদ্ধি করতে হবে। সেটি বিবেচনায় নিয়ে আলুর রপ্তানি বৃদ্ধিতে  প্রচেষ্টা চলছে। আগামীতে আলুর রপ্তানি অনেক বৃদ্ধি পাবে।  

 

সাক্ষাৎকালে এফবিসিসিআই’র সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, কোল্ডস্টোরেজ এসোসিয়েশনের চেয়ারম্যান মোশারফ হোসেন পুষ্টি, ভাইস প্রেসিডেন্ট ইসতিয়াক আহমেদ, ময়নাকুটি কোল্ডস্টোরেজের চেয়ারম্যান সরোয়ার হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 #

কামরুল/নাইচ/রফিকুল/আব্বাস/২০২১/ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ৩৭৫৪

 

তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে   

                                                                                  

ঢাকা, ২৬ শ্রাবণ (১০ আগস্ট) :

            পদ্মা নদীতে স্রোতের তীব্রতা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত মুন্সিগঞ্জের শিমুলিয়া এবং মাদারীপুরের বাংলাবাজার নৌরুটে চলাচলকারি ফেরিতে ভারী যানবাহন (যাত্রীবাহী এবং পণ্যবাহী) চলাচল বন্ধ থাকবে। শুধু ছোট হালকা যানবাহন (প্রাইভেট কার, এম্বুলেন্স ও মাইক্রোবাস) চলাচল করবে। বিকল্প ব্যবস্থা হিসেবে ভারী যানবাহন (যাত্রীবাহী এবং পণ্যবাহী) মানিকগঞ্জের পাটুরিয়া- রাজবাড়ীর দৌলতদিয়া এবং চাঁদপুরের হরিণা ও শরীয়তপুরের আলুবাজার নৌরুটে ফেরিতে চলাচল করবে। আজ থেকেই এ নির্দেশনা কার্যকর হবে।

 

            নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে বিআইডব্লিউটিসি এবং বিআইডব্লিউটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তদন্ত কমিটির সুপারিশ নিয়ে আলোচনা বৈঠক শেষে এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান সৈয়দ মোঃ তাজুল ইসলাম এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।

 

            খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পদ্মা সেতু আমাদের মর্যাদার স্থাপনা; আত্মসম্মানের অনুভূতি। এ সেতুর পিলারের সাথে ফেরির সংঘর্ষের ঘটনায় আমরা বিব্রত ও দুঃখিত। এটি আমাদের জন্য উৎকণ্ঠার বিষয়। পদ্মা সেতুতে আঘাত মানে আমাদের হৃদয়ের মধ্যে আঘাত। বার বার হৃদয় ক্ষত হোক, সেটা চাইনা।

 

পদ্মা সেতুর পিলারের সাথে ‘ফেরি জাহাঙ্গীরের’ সংঘর্ষের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন

 

            নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর ১০ নম্বর পিলারের সাথে ‘রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ এর ধাক্কা লাগার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)। কমিটিকে তিন দিনের মধ্যে বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের নিকট রিপোর্ট দিতে বলা হয়েছে।

 

            বিআইডব্লিউটিসি’র পরিচালক (কারিগরি) মোঃ রাশেদুল ইসলাম কমিটির আহ্বায়ক। কমিটির অন্য সদস্যরা হলেন-বিআইডব্লিউটিসির জিএম (মেরিন) ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরী, বিআইডব্লিউটিএ'র পরিচালক (নৌসংরক্ষণ ও পরিচালন) এম শাহজাহান, এজিএম (ইঞ্জিনিয়ারিং) মোঃ রুবেলুজ্জামান এবং এজিএম (মেরিন) আহমেদ আলী ।

বিআইডব্লিউটিসি গতরাতে এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

                                             

 ‘ফেরি জাহাঙ্গীর’ এর ভারপ্রাপ্ত মাস্টার ও হুইল সুকানী বরখাস্ত

 

            মুন্সিগঞ্জের শিমুলিয়া-মাদারীপুরের বাংলাবাজার রুটে চলচলারত 'রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর' সঠিকভাবে পরিচালনায় ব্যর্থ হওয়ায় উক্ত ফেরির ভারপ্রাপ্ত মাস্টার মোঃ দেলোয়ারুল ইসলাম এবং হুইল সুকানী মোঃ আবুল কালাম আজাদকে গতকাল সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিআইডব্লিউটিসি গতরাতে এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

                                                       

#

জাহাঙ্গীর/নাইচ/রফিকুল/আব্বাস/২০২১/১৭৫১ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                           নম্বর : ৩৭৫৩

টেলিভিশনে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

ঢাকা, ২৬ শ্রাবণ (১০ আগস্ট) :

          সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ সকল ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বিষয়টি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :  

          মূলবার্তা :

          তথ্য অধিদফতরের উদ্যোগে আগামীকাল চালু হচ্ছে ‘বঙ্গবন্ধু ই-কর্নার’। ওয়েবসাইট ঠিকানা www.pidphotoexhibition.com। তথ্য অধিদফতরে মূল ওয়েবসাইট www.pressinform.gov.bd এবং ফেসবুক আইডি PID BD, ফেসবুক পেজ PID থেকেও দেখা যাবে এই কর্নার।    

#

পরীক্ষিৎ/অনসূয়া/জসীম/আসমা/২০২১/১৬৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩৭৫২

ডিজিটাল বাংলাদেশ মানে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার প্রত্যয়ী অঙ্গিকার

        &

2021-08-10-16-54-bb87a41ec70d7ecbb962239745d6fe8b.doc 2021-08-10-16-54-bb87a41ec70d7ecbb962239745d6fe8b.doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon