Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ অক্টোবর ২০১৬

তথ্যবিবরণী ৪ অক্টোবর ২০১৬

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩১২৬

ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির বৈঠক
                            
ঢাকা, ১৯শে আশ্বিন (৪ঠা অক্টোবর) : 

           দশম জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটির ২৫তম বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। 

    কমিটির সভাপতি মো. রেজাউল করিম হীরার সভাপতিত্বে কমিটির সদস্য ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মীর শওকত আলী বাদশা, মো. মকবুল হোসেন, শামসুল আলম দুদু এবং এ কে এম মাঈদুল ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন।

           বৈঠকে পার্বত্য চট্টগ্রাম ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন-২০১৬ বিল পুঙ্খানুপুঙ্খভাবে পরীড়্গানিরীড়্গা করা হয় এবং সংসদে উপস'াপনের জন্য রিপোর্ট চূড়ানত্ম করা হয়।

    ভূমি সচিব মেছবাহ উল আলমসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশিস্নষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপসি'ত ছিলেন।

#

কামাল/আফরাজ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/২১৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩১২৫

দুর্যোগপ্রবণ এলাকায় শিড়্গা কার্যক্রম পরিচালনা সংক্রানত্ম প্রতিবেদন প্রকাশ 
                            
ঢাকা, ১৯শে আশ্বিন (৪ঠা অক্টোবর) : 

    শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ বন্যা, নদী ভাঙনের মতো দুর্যোগপ্রবণ এলাকায় শিড়্গা কার্যক্রম পরিচালনা কৌশলসহ শিড়্গাপ্রতিষ্ঠানসমূহে দুর্যোগজনিত ড়্গয়ড়্গতি নিম্ন পর্যায়ে রাখার প্রযুক্তি উদ্ভাবনের জন্য সংশিস্নষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। 

    মন্ত্রী আজ ঢাকার পলাশীতে ব্যানবেইস মিলনায়তনে দুর্যোগপ্রবণ এলাকায় শিড়্গা কার্যক্রম পরিচালনা করার ওপর প্রণীত জরিপ প্রতিবেদন প্রকাশ উপলড়্গে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। 

    “টেকসই উন্নয়নের জন্য জলবায়ু পরিবর্তন বিষয়ক শিড়্গা” (ঈষরসধঃব ঈযধহমব ঊফঁপধঃরড়হ ভড়ৎ ঝঁংঃধরহধনষব উবাবষড়ঢ়সবহঃ) শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে শিড়্গামন্ত্রী বলেন, বন্যার মতো দুর্যোগপ্রবণ এলাকায় উদ্ভূত জরম্নরি পরিসি'তিতে শিড়্গাপ্রতিষ্ঠানসমূহকে অন্যান্য কাজে ব্যবহার করতে হয়। তিনি বলেন, দুর্যোগের ধরনও সব এলাকায় এক রকম নয়। তাই এলাকাভিত্তিক দুর্যোগের ধরন বিবেচনা করে উপযোগী শিড়্গা কার্যক্রম পরিচালনায় সংশিস্নষ্টদের তৎপর হতে হবে। 

    দেশের দুর্যোগপ্রবণ চরফ্যাশন, মহেশখালী, হাতিয়া, মিঠামইন ও ইটনার মতো ১৮টি উপজেলার ১ হাজার ৮ শত শিড়্গা প্রতিষ্ঠানে ব্যানবেইস ও ইউনেস্কো পরিচালিত জরিপের ভিত্তিতে প্রতিবেদনটি প্রণয়ন করা হয়। 

    ব্যানবেইস পরিচালক মো. ফসিউলস্নাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস'াপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল, প্রাথমিক ও গণশিড়্গা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আসিফ-উজ-জামান, শিড়্গা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালনরত অতিরিক্ত সচিব এ এস মাহমুদ এবং ইউনেস্কো প্রতিনিধি ইবধঃৎরপব কধষফঁহ বক্তৃতা করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শেখ তোহিদুল ইসলাম জরিপ কার্যক্রম পরিচালনার ওপর উপস'াপনা প্রদান করেন। 

#

সাইফুলস্নাহ/আফরাজ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/২১১০ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩১২৪

এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির বৈঠক
                            
ঢাকা, ১৯শে আশ্বিন (৪ঠা অক্টোবর) : 

জাতীয় সংসদের স'ানীয় সরকার, পলিস্ন উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটির ১৪তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুলস্নাহ্‌ এতে সভাপতিত্ব করেন।

কমিটির সদস্য এবং স'ানীয় সরকার পলিস্ন উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা, এডভোকেট মো. রহমত আলী এবং এ কে এম মোসত্মাফিজুর রহমান বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে বিশেষ আমন্ত্রণে উপসি'ত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, মো. আব্দুস শহীদ ও সুরঞ্জিত সেনগুপ্ত। 

বৈঠকে জাতীয় সংসদে উত্থাপিত জেলা পরিষদ আইন, ২০০০ সংশোধনকল্পে আনীত জেলা পরিষদ (সংশোধন) বিল, ২০১৬ সম্পর্কে আলোচনা হয়। 

কমিটি জাতীয় সংসদে উত্থাপিত জেলা পরিষদ (সংশোধন) বিল, ২০১৬ পুঙ্খানুপুঙ্খভাবে পরীড়্গা-নিরীড়্গা করে প্রয়োজনীয় সংশোধন ও সংযোজনসহ সংসদে উপস'াপনের জন্য রিপোর্ট চূড়ানত্ম করে।   
 
    বৈঠকে নির্বাচন কমিশন সচিব, স'ানীয় সরকার বিভাগ এবং ল্যাজিসলেটিভ বিভাগের যুগ্মসচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশিস্নষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপসি'ত ছিলেন।

 #

হালিম/আফরাজ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/২০৪৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩১২৩

তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির বৈঠক
                            
ঢাকা, ১৯শে আশ্বিন (৪ঠা অক্টোবর) : 

    দশম জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটির ১৫তম বৈঠক আজ কমিটির সভাপতি ইমরান আহমেদের সভাপতিত্বে  সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, শরীফ আহমেদ এবং কাজী ফিরোজ রশীদ বৈঠকে অংশগ্রহণ করেন। 

    বৈঠকে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবরের ভিত্তিতে টেলিটকের কার্যক্রম এবং বঙ্গবন্ধু হাইটেক পার্ক কালিয়াকৈর, শেখ হাসিনা হাইটেক পার্ক যশোর, সিলেট হাইটেক পার্ক (সিলেট ইলেকট্রনিক্স সিটি)-এর কার্যক্রমের অগ্রগতি আলোচনা হয়।

    টেলিটকের বিষয়ে বিটিআরসি কর্তৃক যে প্রতিবেদন প্রদান করা হয়েছে সে সম্পর্কে  আগামী সাত দিনের মধ্যে টেলিটকের ব্যবস'াপনা পরিচালককে একটি প্রতিবেদন কমিটিতে আলোচনার নিমিত্তে সভাপতির বরাবরে প্রেরণ করার বিষয়ে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। বঙ্গবন্ধু হাইটেক পার্ক কালিয়াকৈর, শেখ হাসিনা হাইটেক পার্ক যশোর এবং সিলেট হাইটেক পার্কের আর্থিক ও ভৌত অগ্রগতিসহ সকল বিষয়ে স'ায়ী কমিটি কর্তৃক পরিদর্শন করার সিদ্ধানত্ম গৃহীত হয়। 

    ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, বিটিআরসি’র ভাইস চেয়ারম্যান, বিটিসিএলের ব্যবস'াপনা পরিচালক, টেলিটকের ব্যবস'াপনা পরিচালক, সংশিস্নষ্ট হাইটেক পার্কের ব্যবস'াপনা পরিচালকগণসহ  মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপসি'ত ছিলেন।     
                                                                  
#

এমাদুল/আফরাজ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩১২৩

তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির বৈঠক
                            
ঢাকা, ১৯শে আশ্বিন (৪ঠা অক্টোবর) : 

    দশম জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটির ১৫তম বৈঠক আজ কমিটির সভাপতি ইমরান আহমেদের সভাপতিত্বে  সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, শরীফ আহমেদ এবং কাজী ফিরোজ রশীদ বৈঠকে অংশগ্রহণ করেন। 

    বৈঠকে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবরের ভিত্তিতে টেলিটকের কার্যক্রম এবং বঙ্গবন্ধু হাইটেক পার্ক কালিয়াকৈর, শেখ হাসিনা হাইটেক পার্ক যশোর, সিলেট হাইটেক পার্ক (সিলেট ইলেকট্রনিক্স সিটি)-এর কার্যক্রমের অগ্রগতি আলোচনা হয়।

    টেলিটকের বিষয়ে বিটিআরসি কর্তৃক যে প্রতিবেদন প্রদান করা হয়েছে সে সম্পর্কে  আগামী সাত দিনের মধ্যে টেলিটকের ব্যবস'াপনা পরিচালককে একটি প্রতিবেদন কমিটিতে আলোচনার নিমিত্তে সভাপতির বরাবরে প্রেরণ করার বিষয়ে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। বঙ্গবন্ধু হাইটেক পার্ক কালিয়াকৈর, শেখ হাসিনা হাইটেক পার্ক যশোর এবং সিলেট হাইটেক পার্কের আর্থিক ও ভৌত অগ্রগতিসহ সকল বিষয়ে স'ায়ী কমিটি কর্তৃক পরিদর্শন করার সিদ্ধানত্ম গৃহীত হয়। 

    ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, বিটিআরসি’র ভাইস চেয়ারম্যান, বিটিসিএলের ব্যবস'াপনা পরিচালক, টেলিটকের ব্যবস'াপনা পরিচালক, সংশিস্নষ্ট হাইটেক পার্কের ব্যবস'াপনা পরিচালকগণসহ  মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপসি'ত ছিলেন।     
                                                                  
#

এমাদুল/আফরাজ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৯০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩১২২
পরিকল্পনামন্ত্রীর সাথে ভারতের হাইকমিশনারের বৈঠক
ঢাকা, ১৯শে আশ্বিন (৪ঠা অক্টোবর):
    পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা (ঐধৎংয ঠধৎফযধহ ঝযৎরহমষধ) আজ পরিকল্পনা মন্ত্রণালয়ে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন ।
    সাক্ষাৎকালে তারা  দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন ।
    সাক্ষাৎকালে পরিকল্পনামন্ত্রী বাংলাদেশ ও ভারত বন্ধুপ্রতীম দু’দেশের মধ্যকার বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করেন । তিনি মহান স্বাধীনতা সংগ্রামে ভারতের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, ঐতিহাসিকভাবেই দু’দেশের মানুষের মধ্যে রয়েছে কৃষ্টি ও সাংস্কৃতিক অভিন্নতা। তিনি বলেন, ভৌগোলিক সীমারেখায় দু’টি দেশ ভিন্ন হলেও বন্ধুপ্রতীম দু’দেশে জনগণের মনের সীমারেখা ভিন্ন হবার নয়। তিনি বাংলাদেশের চলমান বিভিন্ন প্রকল্পসহ দেশের সার্বিক অর্থনীতির সূচক তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন ভিশন এবং তাঁর গতিশীল নেতৃত্বে গত আট বছরে বাংলাদেশের অভাবনীয় অগ্রগতি অর্জিত হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ আজ মধ্যমআয়ের দেশে পরিণত হতে যাচ্ছে এবং ২০৩০ সালের মধ্যে দারিদ্র্যমুক্ত এবং ২০৪০ সালের মধ্যে ১০টি ধনী দেশের কাতারে শামিল হওয়ার মিশন নিয়ে এগিয়ে যাচ্ছে । তিনি বলেন, সরকারের বিনিয়োগবান্ধব নীতির ফলে বাংলাদেশ বিনিয়োগের জন্য আকর্ষণীয় স্থান। তিনি বাংলাদেশের রেলযোগাযোগ, বিদ্যুৎ এবং বিভিন্ন অবকাঠামোখাতে ভারতীয় বিনিয়োগকারীদের এগিয়ে আসতে হাইকমিশনারের সহায়তা কামনা করেন ।
    হাইকমিশনার বিভিন্ন উন্নয়ন সূচকে বাংলাদেশে অগ্রগতির প্রশংসা করেন। তিনি আশা করেন বাংলাদেশের চলমান অগ্রগতি অব্যাহত থাকলে বাংলাদেশ এ অঞ্চলের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।
#
শেফায়েত/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৯০২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩১২১

সামাজিক নিরাপত্তা কৌশল প্রণয়ন একটি বাসত্মবমুখী পদড়্গেপ                                                                                                                      
                                                      -- স্পিকার
                            
ঢাকা, ১৯শে আশ্বিন (৪ঠা অক্টোবর) : 

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল প্রণয়নে নারী, শিশু, বিধবা, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণির মানুষকে অনত্মর্ভুক্ত করা হয়েছে, যা সরকারের একটি সাহসী ও বাসত্মবমুখী পদড়্গেপ।   

স্পিকার আজ ঢাকায় জাতীয় সংসদ ও মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে জাতীয় সংসদের শপথকড়্গে জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলপত্র সম্পর্কে সংসদ সদস্যদেরকে অবহিতকরণ  কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন । 

স্পিকার বলেন, প্রায়োগিক দিক বিবেচনায় সংসদ সদস্যগণ সকল সামাজিক সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল। তাই সংসদ সদস্যগণ সামাজিক নিরাপত্তা কার্যক্রমের সাথে সরাসরি সম্পৃক্ত হলে এ কর্মসূচি শতভাগ সফল হবে এবং দেশ থেকে দারিদ্র্য দূর হবে। তিনি পর্যায়ক্রমে সকল সংসদ সদস্যকে এ  অবহিতকরণ কর্মশালায় অনত্মর্ভুক্ত করার আহ্বান জানান।    

কর্মশালায়  ঘধঃরড়হধষ ঝড়পরধষ ঝবপঁৎরঃু ঝঃৎধঃবমু (ঘঝঝঝ) বিষয়ক মূল প্রবন্ধ উপস'াপন করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম। প্রতি কর্মশালায় ১২৫ জন সংসদ সদস্যসহ  জাতীয় সংসদের যুগ্মসচিব ও তদূর্ধ্ব কর্মকর্তাগণ অংশ নিচ্ছেন। 

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. শহীদুজ্জামান সরকার, মো. শাহাব উদ্দিন ও মোছা. মাহাবুব আরা বেগম গিনি বক্তৃতা করেন। 

#

হুদা/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৮৪৫ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩১২০

পাকিসত্মানি ভাবধারা নির্মূলে যুবদের প্রস'ত থাকতে হবে 
                                     -- নৌপরিবহণ মন্ত্রী
                            
ঢাকা, ১৯শে আশ্বিন (৪ঠা অক্টোবর) :

দেশ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও পাকিসত্মানি ভাবধারা চিরতরে নির্মূল করতে যুবসমাজকে প্রস'ত থাকতে হবে। জঙ্গিবাদের আদর্শ শিকড় থেকে মুছে ফেলতে গণজাগরণ সৃষ্টি করতে হবে। জঙ্গি ও সন্ত্রাসীদের খবর পেলে সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। 

নৌপরিবহন  মন্ত্রী শাজাহান খান আজ জাতীয় প্রেস ক্লাবে ‘জঙ্গিবাদ সন্ত্রাস ও সাম্প্রদায়িক রাজনীতি প্রতিরোধে যুব সমাজের করণীয়’ শীর্ষক আলোচনাসভা ও তাঁকে প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। জ্বালাও-পোড়াও ও জঙ্গিবাদের বিরম্নদ্ধে অগ্রণী ভূমিকা রাখায় মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটি এবং আনত্মর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন নৌপরিবহণ মন্ত্রীকে সংবর্ধনা প্রদান করে। 

মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি নজরম্নল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের চেতনা বাসত্মবায়ন মঞ্চের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিয়া, বীর মুক্তিযোদ্ধা কবির আহম্মেদ খান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমির হোসেন মোলস্না এবং বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোদাচ্ছের আলী। 

মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম বানচাল ও উন্নয়নের ধারাকে ব্যাহত করতে পাকিসত্মান ষড়যন্ত্র করছে। পাকিসত্মানের ষড়যন্ত্রকে সফল করতে বিএনপি-জামাত চক্র ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, শুধু যুদ্ধাপরাধীরাই  নয়; ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যনত্ম  যারা দেশে হত্যাযজ্ঞ চালিয়েছে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে। 

    পরে মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির পড়্গ  থেকে  নৌপরিবহণ মন্ত্রীকে ক্রেস্ট প্রদান করা হয়। 
                                                                  
#

জাহাঙ্গীর/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৮৪০ ঘণ্টা

 


তথ্যবিবরণী                                                                                     নম্বর : ৩১১৯

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ বিশ্বের রোল মডেল
                             -- বাণিজ্যমন্ত্রী

রোম (ইতালি), ৪ঠা অক্টোবর :

    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ বর্তমানে অভ্যনত্মরীণ খাদ্য চাহিদা পূরণ করে বিদেশে খাদ্য রপ্তানি করছে। সময়োপযোগী খাদ্যনীতি গ্রহণ ও সঠিকভাবে তা বাসত্মবায়নের ফলে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে রোল মডেল। 

    ইতালি সফররত বাণিজ্যমন্ত্রী গতকাল রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস'া (এফএও)-এর ৭১তম অধিবেশনে ৪র্থ মিনিস্টেরিয়াল কনফারেন্সে সভাপতিত্বকালে এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এফএও’র ডিডিজি মারিয়া হেলেনা সেমিডো (গধৎরধ ঐবষবহধ ঝবসবফড়), সিএপিই এর চেয়ারপারসন মেরিনা লাউরা দা রোচা (গধৎরধ খধঁৎধ উধ জড়পযধ) এবং এফএও এডিজি কোসটাস স্টামুলিস (কড়ংঃধং ঝঃধসঁষরং) উপসি'ত ছিলেন।

    বাণিজ্যমন্ত্রী আরো বলেন, খাদ্য নিরাপত্তার জন্য জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় গৃহীত সিদ্ধানত্মসমূহ যথাযথভাবে বাসত্মবায়ন করতে হবে। কৃষিপণ্যের পুষ্টির বিষয় নিশ্চিত করতে হবে। ভোক্তাদের চাহিদা এবং রম্নচিকে গুরম্নত্ব দিয়ে প্রয়োজনীয় পদড়্গেপ নিতে হবে। উৎপাদিত খাদ্যপণ্যের উপযুক্ত মূল্য নিশ্চিত করা না হলে বিশ্বে খাদ্য উৎপাদন ঝুঁকির মধ্যে পড়বে।

    এফএও’র এধরনের একটি গুরম্নত্বপূর্ণ সম্মেলনে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্ব করা একটি বিরল ঘটনা। এতে বাংলাদেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হয়েছে। সম্মেলনে প্রায় বিশটি দেশের সংশিস্নষ্ট মন্ত্রীগণ উপসি'ত ছিলেন। তারা বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন। বিশেষ করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সনেত্মাষ প্রকাশ করেন। তোফায়েল আহমেদ সম্মেলনের সভাপতির দায়িত্ব পালনে উপসি'ত সকলের আনত্মরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। 

    রোমে বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান শিকদার এবং ইকনোমিক কাউন্সিলর ড. মো. মফিজুর রহমান বাণিজ্যমন্ত্রীকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

                                                                  # 

বকসী/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৮২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ৩১১৮
একনেকে ৮টি প্রকল্প অনুমোদন                            
ঢাকা, ১৯শে আশ্বিন (৪ঠা অক্টোবর) :
    জাতীয় অর্থনৈতিক  পরিষদের নির্বাহী  কমিটি (একনেক) বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি এমজি যাত্রীবাহী কোচ সংগ্রহ এবং মেডিকেল কলেজ ও হাসপাতাল  স'াপন, প্রকল্পসহ মোট   তিন হাজার  ৪শত ৮৮ কোটি ২০ লাখ টাকার প্রাক্কলিত ব্যয়সংবলিত ৮টি প্রকল্প অনুমোদন দেয়া দিয়েছে। 
    আজ ঢাকায় শেরে বাংলানগরে এনইসি মিলনায়তনে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়। একনেক সদস্যবৃন্দ, মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং সংশিস্নষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিববৃন্দ, পরিকল্পনা সচিব এবং পরিকল্পনা কমিশনের সদস্যগণ বৈঠকে উপসি'ত ছিলেন। 
    সভার শুরম্নতে একনেকের পক্ষ থেকে  নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পস্নানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন ও গেস্নাবাল পার্টনারশিপ  ফোরাম এজেন্ট অভ্‌ চেঞ্জ অ্যাওয়ার্ড প্রদান করায় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুসত্মফা কামাল। আইসিটিখাতে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয়কে শুভেচ্ছা জানিয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, মর্যাদাপূর্ণ এ সকল আনত্মর্জাতিক পুরস্কার বিশ্বে বাংলাদেশকে অনেক উঁচুতে পৌঁছে দিয়েছে। 
    পরিকল্পনা মন্ত্রী একনেক সভা শেষে প্রেস ব্রিফিয়েং বলেন, প্রধানমন্ত্রী নেত্রকোনা জেলার ওপর দিয়ে প্রবাহিত সুমেশ্বরী নদীর নাব্যতা রক্ষায় ড্রেজিংয়ের ব্যবস'া গ্রহণ ও সুমেশ্বরী নদীর মূল্যবান বালু-সম্পদ কাজে লাগাতে ব্যবস'া নিতে সংশিস্নষ্টদের পরামর্শ দিয়েছেন। এছাড়া, নেত্রকোনার বিজয়পুরসহ আশেপাশের এলাকার মূল্যবান চীনামাটি উত্তোলনে পরিবেশ ও প্রতিবেশের ওপর কিরূপ প্রভাব ফেলবে সে বিষয়টি গুরম্নত্ব দিয়ে পদক্ষেপ নেয়ার জন্য সংশিস্নষ্টদের নির্দেশ দেন।  তিনি বলেন, দেশের চিকিৎসা সেবার মান নিশ্চিত করতে  পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স'াপন প্রকল্পটিতে নার্সিং কলেজ অনত্মর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এছাড়া প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের জন্য দেশের প্রতিটি সেনানিবাসে প্রয়াস শিক্ষা প্রতিষ্ঠানের শাখা স'াপনের জন্য প্রধানমন্ত্রী পরামর্শ দেন ।
    পরিকল্পনা মন্ত্রী জানান, চলতি অর্থবছরের গত তিন মাসে এডিপি বাসত্মবায়নের হার নয় শতাংশ। গত বছর একই সময়ে এ হার ছিল ৭ শতাংশ।
    একনেক সভায় অনুমোদিত প্রকল্পসমূহ হচ্ছে  ‘রম্নরাল ইলেকট্রিফিকেশন আপগ্রেডেশন প্রজেক্ট (রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগ) (৩য় সংশোধন প্রসত্মাব)’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১ হাজার ৩শ’ ৯৯ দশমিক ৮৩ কোটি টাকা। এর মধ্যে জিওবি ৩৫৩ দশমিক ৭২ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ১০৪৬ দশমিক ১১ কোটি টাকা। বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি এমজি যাত্রীবাহী কোচ সংগ্রহ’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৯২৭ দশমিক ৫২ কোটি টাকা। এর মধ্যে জিওবি ২১৪ দশমিক শূন্য কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ৭১৩ দশমিক ৫২ কোটি টাকা। শ্যামগঞ্জ-জারিয়া-বিরিশিরি-দুর্গাপুর জেলা মহাসড়ককে জাতীয় মহাসড়কমানে উন্নয়ন’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৩১৬ দশমিক ০২ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। ‘ঢাকার আজিমপুরে জুডিশিয়াল কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণ’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৯৬ দশমিক ২২ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। ‘পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স'াপন’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৫৮৪ দশমিক ৪৬ কোটি টাকা। এর মধ্যে জিওবি ৩১৬ দশমিক ৩৮ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ২৬৮ দশমিক ০৮ কোটি টাকা। সুমেশ্বরী খাল পুনঃখনন ও নিস্কাশন” প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৫৯ দশমিক ০৬ কোটি টাকা। এর পুরোটাই জিওবি।
    ‘কুড়িগ্রাম জেলার ভুরম্নঙ্গামারী উপজেলাধীন সোনাহাট ব্রীজের সন্নিকটে ভুরম্নঙ্গামারী-মাদারগঞ্জ সড়ক পথকে দুধকুমার নদীর ভাঙন হতে রক্ষা এবং কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গুনাইগাছ হতে বজরা সিনিয়র মাদ্রাসা পর্যনত্ম তিসত্মা নদীর বাম তীর সংরক্ষণ (২য় সংশোধিত)’  প্রকল্প।    এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৫৪ দশমিক ৮০ কোটি টাকা। এর পুরোটাই জিওবি  এবং  ‘ঢাকা সেনানিবাসে অবসি'ত প্রয়াস এর উন্নয়ন ও সমপ্রসারণ (২য় পর্যায়)’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৫০ দশমিক ২৯ কোটি টাকা। এর মধ্যে জিওবি ৩০ দশমিক ১৬ কোটি টাকা এবং সংস'ার নিজস্ব তহবিল ২০ দশমিক ১৩ কোটি  টাকা ।                                                                  
#
 শেফায়েত/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৮২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩১১৭
আঞ্চলিক পর্যায়ে মোবাইল ফোনে আর্থিক সেবা চালুর আহ্বান জানালেন আইনমন্ত্রী 
                                
ঢাকা, ১৯শে আশ্বিন (৪ঠা অক্টোবর) :
ব্যবসাবাণিজ্যের প্রসারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক পর্যায়ে মোবাইল ফোনে আর্থিক সেবা-মোবাইল ফিনানশিয়াল সার্ভিসেস (এমএফএস) চালুর উদ্যোগ নিতে এ অঞ্চলের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। 
আজ ঢাকার একটি হোটেলে সপ্তদশ সাউথ এশিয়ান টেলিকমিউনিকেশন রেগুলেটরস্ কাউন্সিলের (এসএটিআরসি) তিন দিনের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তিতে এমএফএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে সাড়ে তিন কোটির বেশি এমএফএস অ্যাকাউন্ট রয়েছে এবং এর মাধ্যমে প্রতিমাসে ৭ থেকে ৮ শতাংশ লেনদেন বাড়ছে।
অনুষ্ঠানে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের অগ্রগতির তথ্য তুলে ধরে আইনমন্ত্রী বলেন, দেশে বর্তমানে পাঁচটি অপারেটর থ্রিজি সেবা দিচ্ছে। মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটির বেশি। এর মধ্যে ৩০ শতাংশের বেশি ইন্টারনেট ব্যবহার করছে।
ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন দিক তুলে ধরে আইনমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি এবং টেলিকম খাত ব্যবহার করে ২০২১ সালে বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে যেতে চায়। টেলিকম ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের মাধ্যমে মোট জিডিপি বাড়বে বলে জানান তিনি। দক্ষিণ এশিয়া অঞ্চলের মানুষ যেন তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তথ্য আদান-প্রদানের মাধ্যমে তাদের বৈশ্বিক মানের জীবনমান উন্নয়ন করতে পারেন, সে বিষয়ে এ ফোরাম ভূমিকা রাখবে বলে আশা করেন আইনমন্ত্রী।
এসএটিআরসির বর্তমান চেয়ারম্যান ও ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটির চেয়ারম্যান আর এস শর্মার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী, বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, এশিয়া প্যাসিফিক টেলিকমিউনিটির মহাসচিব এরিওয়ান হাওরাংসি বক্তব্য রাখেন।
#
রেজাউল/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৭৫৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩১১৬
সাবেক সংসদ সদস্য মো. মোজাহার হোসেনের নামাজে জানাজা অনুষ্ঠিত
ঢাকা, ১৯শে আশ্বিন (৪ঠা অক্টোবর) :
জাতীয় সংসদের পঞ্চগড়-২ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য মো. মোজাহার হোসেনের নামাজে জানাজা আজ জাতীয় সংসদ ভবনের  দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। তিনি গতকাল ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুইকন্যা, একপুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
    বিরোধীদলীয় হুইপ নূরুল ইসলাম ওমর, বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম সুজন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সংসদ সদস্য মো. জয়নাল আবেদিন ফারুক, মেজর  জেনারেল (অব.) মাহবুবুর রহমান, আশরাফ উদ্দিন নিজান, মো. আবুল কালাম সিদ্দিকী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) প্রধান শফিউল আলম প্রধানসহ দলীয় নেতৃবৃন্দ, সংসদ সচিবালয়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাজায় শরিক হন।
    জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পক্ষে বিরোধীদলীয় হুইপ নুরুল ইসলাম ওমর, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে মেজর জেনারেল (অব.) মাহবুবুর রহমান ও দলীয় নেতৃবৃন্দ মো. মোজাহার হোসেনের মরদেহে পুস্পার্ঘ্য অর্পণ করেন।
          এর আগে মরহুমের রাজনৈতিক সহকর্মীবৃন্দ ও পরিবারের পক্ষ থেকে তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করা হয়। পরে মরহুমের আতœার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
#
কামাল/আফরাজ/জসীম/রেজাউল/২০১৬/১৭৪৬ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ৩১১৫
দুদকের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
                                
ঢাকা, ১৯শে আশ্বিন (৪ঠা অক্টোবর) :

    দুর্নীতি দমন কমিশনের (দুদক)  উদ্যোগে আজ ঢাকায় আজিমপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতিবিরোধী সেøাগানসংবলিত খাতা ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়। 

    ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ  বলেন, দুদক দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টির প্রয়াসে দেশের প্রায় ২২ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের নিয়ে সততা সংঘ গঠন করেছে এবং প্রতিটি সততা সংঘের ‘পরামর্শক কাউন্সিলে’ শিক্ষকবৃন্দকে রাখা হয়েছে।

    দুদক কমিশনার বলেন, আমরা চাই ছাত্রছাত্রীরা নিয়মিত লেখাপড়া করবে, পাশাপাশি সৎ ও আদর্শবান মানুষ হয়ে সমাজকে আলোকিত করবে। এ আদর্শে উদ্বুদ্ধ করার মানসে আমাদের চলমান কর্মসূচির পাশাপাশি আরও দু’টি নতুন পদক্ষেপ গ্রহণ করা হবে। এগুলো হচ্ছে দেশের প্রতিটি জেলায় ২টি করে (১টি বালক ও অপরটি বালিকা) বিদ্যালয়ে সততা স্টোর এবং বিদ্যালয়ের দৈনন্দিন সমাবেশে দুর্নীতি ও জঙ্গিবিরোধী শপথবাক্য পাঠ। তিনি বলেন, কমিশন দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চায়। এক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। 

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন এবং আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাছিবুর রহমান। 

    উল্লেখ্য দুর্নীতি দমন কমিশন- ‘খারাপ কাজ করবো না - খারাপ কাজ সইবো না’, ‘ভালো কাজ করবো-দেশকে সবাই গড়বো’,  ‘দেশকে নিয়ে ভাববো, নীতির পথে চলবো’, সত্য কথা বলবো অন্যায়-অবিচার রুখবো’, ‘আইন মেনে চলবো-নিরাপদে থাকবো’, ‘দেশপ্রেমের শপথ নিন-দুর্নীতি বিদায় দিন’, ‘মিথ্যাবাদীকে কেহ বিশ্বাস করে না’, ‘গুরুজনের সহিত উপহাস করিও না’, ইত্যাদি সেøাগানসংবলিত প্রায় এক লাখ দশ হাজার খাতা এবং ২১ হাজার জ্যামিতি বক্স দেশব্যাপী ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীর মাঝে বিতরণ করছে। প্রতি

Todays handout (9).docx Todays handout (9).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon