Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ নভেম্বর ২০১৬

তথ্যবিবরণী ১৫ নভেম্বর ২০১৬

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৫১৩

পাটজাত পণ্যে শুল্ক প্রত্যাহারে ভারতের প্রতি বাণিজ্যমন্ত্রীর আহ্বান

ঢাকা, ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর) :

    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভারত বাংলাদেশের বিশ্বসত্ম বন্ধুরাষ্ট্র। ভারত বাংলাদেশের সাথে বাণিজ্য ব্যবধান কমিয়ে আনতে বাংলাদেশের এলকোহল ও তামাক ছাড়া সকল পণ্য রপ্তানির ড়্গেত্রে ডিউটি ও কোটা ফ্রি সুবিধা প্রদান করেছে। তবে এন্টি ডাম্পিং, কাউন্টার ভেইলিংসহ বিভিন্ন শুল্ক আরোপের ফলে আশানুরূপ রপ্তানি সম্ভব হচ্ছে না। মন্ত্রী পাটজাত পণ্য রপ্তানিতে  এন্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহারে ভারতকে প্রয়োজনীয় পদড়্গেপ নেওয়ার আহ্বান জানান।

    বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে ঢাকা চেম্বার অভ্‌ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘এন্টি ডাম্পিং ডিউটি অন ইম্পোর্টস অভ্‌ জুট এন্ড প্রোডাক্টস ফ্রম বাংলাদেশ বাই ইন্ডিয়া : চ্যালেঞ্জেস এন্ড ওয়ে আউট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

    তোফায়েল আহমেদ বলেন, পাটজাত পণ্য বাংলাদেশের একটি সম্ভাবনাময় রপ্তানি পণ্য। রপ্তানি বৃদ্ধির জন্য সরকার অনেক রপ্তানি পণ্যের ওপর নগদ আর্থিক সহায়তা দিচ্ছে, ভারতও প্রায় সকল রপ্তানি পণ্যের ওপর ভর্তুকি দিয়ে আসছে। এ সময় ভারতে পাটজাত পণ্য রপ্তানির ড়্গেত্রে এন্টি-ডাম্পিং শুল্ক আরোপ প্রত্যাশিত নয়। বিষয়টিকে সরকার গুরম্নত্ব সহকারে নিয়ে প্রয়োজনীয় পদড়্গেপ নিয়েছে। আমরা আশা করছি ভারত এমন কোনো পদড়্গেপ নেবে না, যাতে বাংলাদেশের পাটজাত পণ্য রপ্তানি বাণিজ্যের ড়্গতি হয়।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, ডিসিসিআই’র প্রেসিডেন্ট হোসেইন খালেদ, আইসিসি বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুনির চৌধুরী, জেপিআইএম ভারতের প্রেসিডেন্ট সদ্বীপ সারাফ এবং বিজেএসএ’র চেয়ারম্যান আহমেদ হোসেইন সহ পাট রপ্তানিকারক সংগঠনের প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।

#

বকসী/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৬/২১২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৫১২

‘ডিজিটাল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড ২০১৬’ পেল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
ঢাকা, ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর):
    এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্র্রি অরগানাইজেশন (অংরধহ-ঙপবধহরধহ ঈড়সঢ়ঁঃরহম ওহফঁংঃৎু ঙৎমধহরুধঃরড়হ-অঝঙঈওঙ) বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে ‘ডিজিটাল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড ২০১৬’ এ ভূষিত করেছে।
    আজ সন্ধ্যায়  মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে অনুষ্ঠিত ‘২০১৬ এসোসিও জেনারেল এসেম্বলি এন্ড আইসিটি সামিট’ এর এক জমকালো অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকের হাতে এ পুরস্কার তুলে দেন এসোসিও’র সভাপতি বুনরাক সারাগানান্দা (ইঁহৎধশ ঝধৎধমমধহধহফধ)। আইসিটি ডিভিশনের নিরলস কর্মযজ্ঞ এবং সরকারি ব্যবস্থাপনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির লক্ষণীয় প্রয়োগের মাধ্যমে সরকারি সেবা প্রাপ্তিতে আমূল পরিবর্তনে সর্বাতœক সহযোগিতার  স্বীকৃতি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে এই পুরস্কার প্রদান করা হয়।
    পুরস্কার গ্রহণের পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এক প্রতিক্রিয়ায় বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে ও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও  নির্দেশনায় ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম যে বিশ^ব্যাপী রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে, এ পুরস্কার তারই স্বীকৃতি। এর ফলে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সার্বিক কর্মকান্ড আরো বেশি উদ্দীপনা পাবে, অনুপ্রেরণা পাবে।’
    এর আগে প্রতিমন্ত্রী পলক মিয়ানমারের পরিবহন ও যোগাযোগ মন্ত্রী (মিয়ানমার সরকার যোগাযোগ মানে তথ্যপ্রযুক্তিকেই বুঝায়) থান্থ সিন মাউং (ঞযধহঃ ঝরহ গধঁহম) এর সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে মিয়ানমারের পরিবহণ ও যোগাযোগ মন্ত্রী মিয়ানমারের ডিজিটাল কার্যক্রমে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাতেও আগ্রহ প্রকাশ করেন। তথ্যপ্রযুক্তি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখতে উভয় পক্ষই নীতিগতভাবেও একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরে সম্মতি প্রকাশ করেন।
    প্রসঙ্গত, এসোসিও অস্ট্রেলিয়া, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, মিয়ানমার, নিউজিল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, কোরিয়া, বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, হংকং, শ্রীলংকা, থাইল্যান্ড, ভিয়েতনামসহ এশিয়া-ওশেনিয়া অঞ্চলের ৩১ দেশের ১০ হাজারেরও অধিক আইসিটি কোম্পানির প্রতিনিধিত্বকারী সংগঠন।
#
নাছের/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০৪০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৫১১

ত্রয়োদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা, ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর) :

    বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক গত ১২ ও ১৩ আগস্ট গৃহীত ত্রয়োদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল আজ প্রকাশ করা হয়েছে।
    
    পরীক্ষার ফলাফল যঃঃঢ়://হঃৎপধ.ঃবষবঃধষশ.পড়স.নফ ওয়েবসাইট থেকে জানা যাবে। তাছাড়া কৃতকার্য প্রার্থীদেরকে টেলিটকের এসএমএসের মাধ্যমেও ফলাফল জানিয়ে দেয়া হবে। 

    উক্ত পরীক্ষায় স্কুল-২ পর্যায়ে, স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে ১২ লাখ ৭ হাজার ৬শ’ ৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তন্মধ্যে স্কুল-২ পর্যায়ে ৪৬১ জন, স্কুল পর্যায়ে ১৩ হাজার ৮শ’ ৬৮ জন এবং কলেজ পর্যায়ে ৪ হাজার ৬শ’ ৪৪ জনসহ সর্বমোট ১৮ হাজার ৯শ’ ৭৩ জন প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। উলেস্নখ্য, ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে ২৩টি, স্কুল পর্যায়-২ এ ১৯টি এবং কলেজ পর্যায়ে ৩৫টি সহ সর্বমোট ৭৭টি বিষয়ে লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। 

    লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স'ান পরে ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

#

আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৫১০

সরকার দুর্যোগকালে ত্রাণ বিতরণের নতুন কৌশল খুঁজছে
                         -- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী
ঢাকা, ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর):
    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম বলেছেন, দুর্যোগকালে ত্রাণ বিতরণের নতুন কৌশল খুঁজছে সরকার। কী করে দুর্যোগ আক্রান্ত মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেয়া যায়, সেটাই হবে এ কৌশলের মূল পন্থা।
    তিনি আজ রাজধানীর ব্রাক সেন্টারে ঈড়সসঁহরঃু ৎবংরষরবহপব: ধ যড়ষরংঃরপ অঢ়ঢ়ৎড়ধপয শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন।
    ব্রাক সেন্টারের পরিচালক সায়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ, ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী, বিশেষজ্ঞ প্যানেল সত্যব্রত সাহা, ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন এর ফার্স্ট সেক্রেটারি মিস দরিয়ের্তি বোস প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইউনিয়ন ও উপজেলা চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি, আইএনজিও প্রতিনিধি ও বিভিন্ন দুর্যোগে ভুক্তভোগী অর্ধ শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।
    মন্ত্রী বলেন, বিগত বন্যা সাইক্লোনসহ কয়েকটি দুর্যোগের অভিজ্ঞতায় দেখা গেছে দুর্যোগে আক্রান্ত নারী, বৃদ্ধ/বৃদ্ধারা ত্রাণসামগ্রী নিতে আসতে পারেন না। আবার ত্রাণসামগ্রী দেয়ার প্রক্রিয়াটাও সহজ নয়। ২০/৩০ কেজি চাল বা অন্যান্য ত্রাণসামগ্রী অনেকের পক্ষে নিয়ে যাওয়াও কষ্টকর হয়। আবার কোথাও কোথাও ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ শোনা যায়। সরকার যেহেতু দুর্যোগে আক্রান্ত প্রত্যেকটি মানুষকে সহায়তা দিতে অঙ্গীকারবদ্ধ তাই সরকারকেই প্রত্যেক মানুষের ত্রাণ পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। মানুষের কষ্টকে লাঘব করতে হবে।
    মন্ত্রী আরো বলেন, ভূমিকম্প মোকাবিলায় করণীয়গুলো সাধারণ মানুষকে বারংবার অবহিত করে সচেতন করে তুলতে হবে। সবাইকে মনে রাখতে হবে ড্রিল করা ব্যতিরেকে ভূমিকম্পে কোন মানুষ হঠাৎ করে প্রতিরোধ গড়ে তুলতে পারবে না। করণীয়গুলো জানা থাকলে নিজেদের সামর্থ্য দিয়েই জানমালের ক্ষয়ক্ষতি অনেকটা কমিয়ে আনা সম্ভব হবে।
    বিগত বন্যার প্রসঙ্গে মন্ত্রী বলেন, সময়মত আগাম তথ্য পাওয়ার কারণে সরকার বিগত বন্যায় পূর্ব প্রস্তুতি নিতে পেরেছে। এর ফলে ত্রাণ বিতরণ, বানভাসী মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা ও তাদের থাকা-খাওয়া নিশ্চিত করতে পেরেছে। উত্তরাঞ্চলের বন্যার অভিজ্ঞতা থেকে সরকার সে এলাকার গরিব, অসহায়, বৃদ্ধ মানুষের ঘরবাড়ি উঁচু করে দেয়ার পদক্ষেপ নিয়েছে। নিজেদের সক্ষমতা বাড়িয়ে দুর্যোগ সহনশীল জাতি গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
#
ফারুক/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৫০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ৩৫০৯

ইন্টারন্যাশনাল ওয়েভারস্‌ ফেস্টিভ্যালে সংস্কৃতি মন্ত্রণালয়ের সংশিস্নষ্টতা নেই

ঢাকা, ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর) :

    আগামী ১৭ থেকে ১৯ নভেম্বর ঢাকা সামরিক জাদুঘরে 'ঞঝ ঊাবহঃং' এবং 'জববষধ'ং ঋধংযরড়হ ইড়ঁঃরয়ঁব' এর আয়োজনে অনুষ্ঠেয় ‘ইন্টারন্যাশনাল ওয়েভারস্‌ ফেস্টিভ্যাল’-এ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের  সংশিস্নষ্টতার কথা উলেস্নখ করা হয়েছে। বিষয়টি আজকের (১৫ নভেম্বর ২০১৬ তারিখের)  দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন, আয়োজক সংস'ার আমন্ত্রণপত্র,  ব্রোশিয়ারসহ অন্যান্য ডকুমেন্ট  থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় অবগত হয়েছে। কিন' এ আয়োজনের সাথে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আদৌ  কোনো পৃষ্ঠপোষকতা বা সংশিস্নষ্টতা  নেই। 

#

কুতুব/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ৩৫০৮

রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে আন্তর্জাতিক মানের চিকিৎসা দেওয়া হচ্ছে
                                                                           -- স¦াস্থ্যমন্ত্রী
ঢাকা, ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর):
    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওপর চাপ কমাতে অন্যান্য হাসপাতালগুলোতে যাওয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। রাজধানীতে ঢামেক হাসপাতালের মতো সোহরাওয়ার্দী, কুর্মিটোলা, মুগদা হাসপাতালেও আইসিইউ সমৃদ্ধ একই সেবা নিশ্চিত করেছে সরকার। পাশাপাশি নিউরোসায়েন্স, হৃদরোগ ইনস্টিটিউট, কিডনী হাসপাতাল, নাক-কান-গলা ইনস্টিটিউট, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটসহ বেশ কয়েকটি বিশেষায়িত হাসপাতাল সরকার চালু করেছে যেখানে অত্যাধুনিক মানের যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা সেখানে নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছেন। এই হাসপাতালগুলোতে এখন আন্তর্জাতিক মানের চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিটি হাসপাতালে জনগণ আধুনিক চিকিৎসা পাবে, এই তথ্য সকলের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্টদেরকে পদক্ষেপ নেওয়ার জন্য মন্ত্রী আহ্বান জানান।
    তিনি আজ ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘নেগলেকটেড ট্রপিক্যাল ডিজিজেস এন্ড লেপ্রোসি রিসার্চ’ শীর্ষক পরামর্শমূলক সম্মেলনের উদ্বোধনকালে একথা বলেন। দ্য লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই সম্মেলনের আয়োজন করে।
    লেপ্রোসি মিশনের কান্ট্রি ডিরেক্টর সলোমান সুমন হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বক্তৃতা করেন।
    বাংলাদেশে কুষ্ঠ রোগ নির্মূলে জনসচেতনতা বাড়িয়ে সমন্বিত সেবা কার্যক্রম হাতে নিতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে জোরালো ভূমিকা রাখতে হবে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কুষ্ঠ রোগীকে অবহেলা না করে পাশে থেকে সেবা দেওয়ার জন্য জনগণকে সচেতন করে তুলতে হবে। তিনি বলেন, স্বাস্থ্যখাতে সরকারের নিরলস প্রচেষ্টার ফলে বাংলাদেশ পোলিও, ধনুষ্টংকার, যক্ষ্মাসহ অনেক রোগকে পরাজিত করেছে। বিশে^র বিভিন্ন দেশে ভয়াবহ নানান রোগ দেখা দিলেও সরকারের সময়োচিত পদক্ষেপের ফলে সে সব রোগ থেকে দেশের জনগণকে রক্ষা করা সম্ভব হয়েছে। সেদিন বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশ থেকে কুষ্ঠ রোগ নির্মূল সম্ভব হবে।
    পরে সচিবালয়ে স্বাস্থ্যখাতের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে মোহাম্মদ নাসিম বলেন, তৃণমূল মানুষের বিশেষ করে দরিদ্র মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পদক্ষেপগুলোর সফল বাস্তবায়নে সংশ্লিষ্টদেরকে তৎপর থাকতে হবে। জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে কোনো রকমের গাফিলতি ও অনিয়ম সহ্য করা হবে না বলেও তিনি এসময় জানান।
    সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসচিব মো. সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#
পরীক্ষিৎ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮২০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৫০৭

জঙ্গিরা সরকার ও গণমাধ্যমের শত্রম্ন 
                       -- তথ্যমন্ত্রী
ঢাকা, ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর) :

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ও গণমাধ্যম একপক্ষ আর জঙ্গিরা শত্রম্নপক্ষ। কারণ, জঙ্গিরা জনগণ, সরকার, সাংবাদিকসহ সকলকেই আক্রমণ করেছে। 
    মন্ত্রী আজ রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাপ্তাহিক পত্রিকা পরিষদ আয়োজিত ‘জঙ্গি প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সাংবাদিকদের উদ্দেশে একথা বলেন। 
    মন্ত্রী আরো বলেন, জঙ্গিদের পৃষ্ঠপোষকের মুখে নির্বাচন-গণতন্ত্রের ওয়াজ জাতির সঙ্গে ঠাট্টা-মস্করা। নির্বাচন জঙ্গিদের হালাল করা বা মুক্তিযোদ্ধার সাথে রাজাকারের প্রতিযোগিতার জায়গা নয়। আগামী নির্বাচনগুলোতে মুক্তিযোদ্ধা-দেশপ্রেমিকদের ভেতরেই প্রতিযোগিতা হওয়া উচিত, রাজাকারের সাথে নয়।  গণতন্ত্র যারা আগুন দিয়ে পোড়ায় তাদের কাছে গণতন্ত্র নিরাপদ নয়। 
    ব্রিটিশ ও পাকিসত্মানি শাসন, স্বৈরাচার, আগুনযুদ্ধ, হেফাজতের তান্ডব এবং জঙ্গি হামলার বিরম্নদ্ধে সাংবাদিকদের ধারাবাহিক ভূমিকার ভূয়সী প্রশংসা করে হাসানুল হক ইনু এসময় বলেন, শেখ হাসিনার সরকার পোষমানা সাংবাদিক চায় না, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, সমালোচনা সহ্য করি, কিন' জঙ্গি ও তাদের সঙ্গীদের ওকালতি করবেন না।
    সাপ্তাহিক পত্রিকা পরিষদের বিভিন্ন দাবির বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, দৈনিক বা সাপ্তাহিক বা মাসিক, যে পত্রিকাতেই বা গণমাধ্যমেই কাজ করম্নন না কেন, সরকারের চোখে সকলেই সাংবাদিক, পত্রিকা বা গণমাধ্যম ভেদে সাংবাদিকদের কোনো ভেদাভেদ নেই। 
    এ সময় প্রধানমন্ত্রী নতুন ওয়েজ বোর্ড দেয়ার পক্ষে, এ কথা জানিয়ে তিনি বলেন, নবম ওয়েজ বোর্ডে ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অনত্মর্ভুক্ত করতে হবে, সেখানে কর্মরতদের সত্মর বিন্যাসের বিষয়টিতে তাদের মতামত প্রয়োজন। আগামী বছর এর বাসত্মবায়ন হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া, দুর্দশা বা বিপন্নতায় সরকারি সহযোগিতা পাওয়ার জন্য তথ্যমন্ত্রী সকল সাংবাদিককে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য হওয়ার জন্য আহ্বান জানান।
    সাপ্তাহিক পত্রিকা পরিষদের সাধারণ সম্পাদক এস এম মোরশেদের সভাপতিত্বে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ বিশেষ অতিথি হিসেবে তার বক্তৃতায় সাপ্তাহিক পত্রিকার সাংবাদিকদের পক্ষে দাবি-দাওয়া তুলে ধরেন। ‘জঙ্গি প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ মোতালিব হোসেন।
#
আকরাম/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৫০৬

এস এম ইউসুফের মৃত্যুতে তোফায়েল আহমেদের শোক

ঢাকা, ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর):
    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা এস এম ইউসুফের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
    বাণিজ্যমন্ত্রী আজ এক শোকবার্তায় মহান মুক্তিযুদ্ধে মরহুম এস এম ইউসুফের অসামান্য অবদানের কথা স্মরণ করে বলেন, তিনি ছিলেন একজন বিশিষ্ট রাজনীতিবিদ। তাঁর মতো ত্যাগী রাজনীতিবিদ সমাজে খুবই বিরল। তাঁর মৃত্যুতে দেশ একজন সৎ, দক্ষ ও ত্যাগী রাজনীতিবিদকে হারালো।
    তোফায়েল আহমেদ মরহুম এস এম ইউসুফের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
#
বকসী/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮০০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                   নম্বর: ৩৫০৫

থাই রাজার প্রতি রাষ্ট্রপতির বিশেষ দূত তারানা হালিমের শ্রদ্ধা নিবেদন 
থাইল্যান্ড, ১৫ নভেম্বর
    রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এর পক্ষে বিশেষ দূত হিসেবে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম আজ থাইল্যান্ডের গ্র্যান্ড প্যালেসে সদ্য প্রয়াত রাজা ভূমিবল আদুলাইদেজের মরদেহের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এসময় প্রতিমন্ত্রীর সাথে থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম এবং থাই রাজপ্রাসাদ ও থাইল্যান্ডে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
    তারানা হালিম রাষ্ট্রপতি স্বাক্ষরিত এক শোকবার্তা রাজার প্রতিনিধির কাছে হস্তান্তর করেন এবং শোক বইতে স্বাক্ষর করেন। ইতোপূর্বে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন।    
    উল্লেখ্য রাজার মৃত্যুতে থাই সরকার ১০০ দিনের শোক ও এক বছরের জন্য জাতীয় শোক পালন করছে। এর পরবর্তীতে রাজার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

#
এনায়েত/অনসূয়া/দীপংকর/গিয়াস/রেজ্জাকুল/রফিকুল/শামীম/২০১৬/১৫৪৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৫০৪ 

সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির বৈঠক

ঢাকা, ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর) :

জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির ২৯তম বৈঠক কমিটির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটি সদস্য মুহিবুর রহমান মানিক, মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, আবদুর রউফ এবং এডভোকেট নাভানা আক্তার বৈঠকে অংশগ্রহণ করেন। 
বৈঠকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড (বিএএসবি) এর সার্বিক কার্যক্রম ও বিগত ৫ বছরের অডিট আপত্তি নিয়ে আলোচনা হয়।
 কমিটি বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড (বিএএসবি)কে দ্রুত একটা আইনি কাঠামোর অধীনে এনে এর সাংগঠনিক কাঠামোকে সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য মন্ত্রণালয়কে প্রেেয়াজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করে।
 বৈঠকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড (বিএএসবি) এর অডিট আপত্তিসমূহ দ্বিপাক্ষিক বা ত্র্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে আইন সংগতভাবে দ্রুততার সাথে নিষ্পত্তির সুপারিশ করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ, মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
নীলুফার/অনসূয়া/নুসরাত/গিয়াস/রেজ্জাকুল/আসমা/২০১৬/১৪৫৫ ঘণ্টা 

তথ্যবিবরণী                                           নম্বর: ৩৫০২

আওয়ামী লীগ নেতা এস এম ইউসুফের মৃত্যুতে সেতুমন্ত্রীর শোক
ঢাকা, ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর) : 
চট্টগ্রামের প্রবীণ আওয়ামী লীগ নেতা এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা এস এম ইউসুফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মন্ত্রী এক শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। 
#

তথ্যবিবরণী                                             নম্বর: ৩৫০৩ 
এস এম ইউসুফের মৃত্যুতে পূর্তমন্ত্রীর শোক 
ঢাকা, ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর) :
বীর মুক্তিযোদ্ধা বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা এস এম ইউসুফের মৃত্যুতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় মন্ত্রী মরহুম ইউসুফের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় মন্ত্রী আরও বলেন, তাঁর মৃত্যুতে দেশ একজন গণতন্ত্রের সৈনিক এবং বীর মুক্তিযোদ্ধাকে হারালো। 
 উল্লেখ্য আজ সকালে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এস এম ইউসুফ মৃত্যুবরণ করেন। 
মুক্তিযুদ্ধকালে এস এম ইউসুফ চট্টগ্রামের আঞ্চলিক অধিনায়ক ছিলেন। স্বাধীনতার পর বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি বাংলাদেশ ছাত্রলীগ অবিভক্ত চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের নাম পরিবর্তন করে জাতীয় যুবলীগ হিসেবে যাত্রাকালে এস এম ইউসুফ চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়কের দায়িত্ব পান। পরবর্তীতে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

#
কিবরিয়া/নাছের/অনসূয়া/দীপংকর/গিয়াস/রেজ্জাকুল/রফিকুল/শামীম/২০১৬/১৪৫০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৫০১  

 

আওয়ামী লীগ নেতা এস এম ইউসুফের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা, ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর) :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোক বাণীতে প্রবীণ আওয়ামী লীগ নেতা এস এম ইউসুফের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন। 
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, তাঁর মৃত্যুতে জাতি একজন সৎ, সাহসী এবং নিষ্ঠাবান রাজনীতিবিদকে হারালো। এ প্রসঙ্গে তিনি ১৯৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর গড়ে ওঠা প্রতিরোধ আন্দোলনে মরহুম ইউসুফের ভূমিকা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। 
প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
#

ইমরুল/অনসূয়া/নুসরাত/গিয়াস/আসমা/২০১৬/১৫০০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৫০০ 

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর) :

জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩৩তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।  
কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্তের সভাপতিত্বে কমিটির সদস্য মো. তাজুল ইসলাম চৌধুরী, আবদুল মতিন খসরু, বেগম সাহারা খাতুন, মো. শামসুল হক টুকু, তালুকদার মো. ইউনুস ও সফুরা বেগম বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে বিশেষ আমন্ত্রণে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী উপস্থিত ছিলেন।  
বৈঠকে বাংলাদেশ ইপিজেড শ্রম বিল ২০১৬ এর ওপর বিস্তারিত আলোচনা হয়। 
কমিটি বাংলাদেশ ইপিজেড শ্রম বিল, ২০১৬ পুঙ্খানুপুংখভাবে পরীক্ষানিরীক্ষা করে এবং অতিথিবৃন্দের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন ও সংযোজন করার লক্ষ্যে আরও পরীক্ষানিরীক্ষা করার পর পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করে। 
বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবসহ মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, বেপজার নির্বাহী চেয়ারম্যান ও জেনারেল ম্যানেজার, বেপজিয়ার প্রতিনিধি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#

হালিম/অনসূয়া/গিয়াস/রেজ্জাকুল/আসমা/২০১৬/১৩৪৫ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৪৯৯ 

বাংলাদেশের নেতৃত্বে জাতিসংঘে এঋগউ-এর দিনব্যাপী সংলাপ

নিউইয়র্ক, ১৫ নভেম্বর :

নিউইয়র্কস্থ জাতিসংঘ সদরদপ্তরে ১৪ নভেম্বর বাংলাদেশের নেতৃত্বে Global Migration Compact এর ওপরে Global Forum for Migration and Development (GFMD)-এর দিনব্যাপী সংলাপ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের নেতৃত্বে জাতিসংঘে দ্বিতীয়বারের মতো এ সভা অনুষ্ঠিত হলো। চলতি বছরের জুলাই মাসে জাতিসংঘে এই ফোরামের প্রথম সভা অনুষ্ঠিত হয়।   
জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে গৃহীত ‘New York Declaration for Refugees and Migrants’-এর প্রস্তাব অনুযায়ী নেগোসিয়েশিনের মাধ্যমে Global Migration Compact-এর রূপরেখা চূড়ান্ত করা হবে যা ২০১৮ সালে অনুষ্ঠিতব্য আন্তঃরাষ্ট্রীয় সম্মেলনে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের স্বীকৃতি অর্জন করবে বলে আশা করা হচ্ছে। এ লক্ষ্য অর্জনে যে কর্মযজ্ঞ সূচনা হয়েছে এঋগউ-এর এই সংলাপ তা এগিয়ে নেয়ার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে।
এঋগউ’এর চেয়ারম্যান ও পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। এছাড়া সূচনা পর্বে এঋগউ-ঞৎড়রশধ-ভুক্ত তিনটি সদস্য রাষ্ট্র জার্মানি, মরক্কো ও তুরস্ক, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক রাষ্ট্রদূত উইলিয়াম লেসি সুইং, আন্তর্জাতিক অভিবাসন বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি পিটার সাদারল্যান্ড-এর জ্যেষ্ঠ উপদেষ্টা গ্রেগরি মেনিয়াতিস এবং অভিবাসী ও রিফিউজি বিষয়ে গৃহীত নিউইয়র্ক ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে জাতিসংঘ মহাসচিবের বিশেষ উপদেষ্টা ইজুমি নাকামিতসু বক্তব্য রাখেন। জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল জান ইলিয়াসন এই উদ্যোগকে স্বাগত জানাতে ভিডিও বার্তা প্রেরণ করেন।
 এষড়নধষ গরমৎধঃরড়হ ঈড়সঢ়ধপঃ-কে সামাজিক, অর্থনৈতিক ও আইনগত দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে তিনটি পর্বে মূল আলোচনা অনুষ্ঠিত হয়। ৬০টিরও বেশি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিবর্গ ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, এনজিও এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ এসকল পর্বে বিষয়ভিত্তিক আলোচনায় অংশ  নেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সাদিয়া ফয়জুন্নেসা, শ্রীলংকায় বাংলাদেশের হাই-কমিশনার রিয়াজ হামিদুল্লাহ এবং জেনেভায় মিনিস্টার নাহিদা সোবহান এই তিনটি সেশন সঞ্চালনা করেন। 
জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি শামীম আহসানের সঞ্চালনায় সংলাপের সমাপনী পর্বে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, ২০৩০ সালের বিশ্ব হবে জনতার বিশ্ব। কাজেই অভিবাসনের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি খাতে সহযোগিতা অত্যাবশ্যক। বিদেশি বক্তাগণ মাইগ্রেশন ইস্যুতে বাংলাদেশের নেতৃত্বদানকারী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং সকল সংকীর্ণতা পরিহার করে একটি স্বয়ংসম্পূর্ণ ও কল্যাণকামী মাইগ্রেশন কম্পাক্ট রচনার জন্য একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 
#

নুরএলাহি/অনসূয়া/নুসরাত/দীপংকর/গিয়াস/রফিকুল/রেজ্জাকুল/আসমা/২০১৬/১৩৪৫ ঘণ্টা 

Todays handout (7).docx Todays handout (7).docx