Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ মে ২০১৭

তথ্যবিবরণী (১৫ মে ২০১৭)

Handout                                                                                                           Number : 1318

First Bilateral Consultation between Bangladesh and Malaysia held

Dhaka, 15 May 2017:

            First ever Bilateral Consultations (Foreign Office Consultations) between the Foreign Ministries of Bangladesh and Malaysia took place today at the State Guest House Meghna. Foreign Secretary Md. Shahidul Haque led the Bangladesh delegation while Dato' Ramlan Ibrahim, Secretary General, Ministry of the Foreign Affairs of Malaysia, led the Malaysian side.

            The Meeting was held in a warm and cordial atmosphere. While both sides expressed satisfaction at the current state of bilateral relations, they stressed on the need for  regular exchange of visits, including at the highest level, as well as regular contacts and interaction between leaders and officials, to steer bilateral cooperation.

            During the meeting, Bangladesh emphasized on addressing the huge trade gap between the two countries and requested Malaysia to widen the duty-free quota-free access of Bangladeshi products. Malaysian side highlighted the need for starting negotiation for a Free Trade Agreement (FTA) and suggested that conclusion of FTA would help reduce huge trade gap between the two countries.

            Bangladesh encouraged Malaysia for more investment in Bangladesh and proposed gradual relocation of Malaysian labour intensive manufacturing industries to Bangladesh in the Economic Zones being set up by the Government.

            Employment of Bangladeshi workforce in Malaysia featured prominently in the Consultations. Bangladesh thanked Malaysia for including Bangladesh as an official source country for recruitment of foreign workforce. Both sides took note of the beginning of implementation of the G2G+ mechanism for recruitment of Bangladeshi worker into Malaysia and agreed to work closely to make the initiative a success. Bangladesh expressed its readiness to contribute to the economic growth and activities in Malaysia by sending more workforce through safe and regular migration channel.

            Both sides agreed to seek ways and means to promote cooperation in the fields of Tourism, Culture, Education and Science and Technology.

            Recent developments in the Rakhine State of Myanmar and the problem related to the Muslim community of Rakhine State were discussed in the meeting. Bangladesh stressed on the need for seeking a comprehensive solution of the problem.

            Both side agreed to enhance cooperation in counter terrorism capacity building through training and agreed to facilitate multiple entry visa for the genuine business men of both the countries.

#

Mahmud/Mosaraf/Rezaul/2017/2045  hours

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৩১৭ 

গাড়ি আমদানির জন্য আলাদা বন্দর গড়ে তোলা হবে
                                    -- নৌপরিবহণ মন্ত্রী

ঢাকা, ১ জ্যৈষ্ঠ (১৫ মে) :  

    বাংলাদেশের স্থলবন্দরগুলো বিশেষ করে বেনাপোল, ভোমরা, সোনামসজিদ ও হিলির আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক যন্ত্রপাতি সংগ্রহ করা হবে। ভারত থেকে গাড়ি আমদানির ক্ষেত্রে বেনাপোল বন্দরের কাছাকাছি একটি  আলাদা ‘ডেডিকেটেড’ স্থল বন্দর গড়ে তোলা হবে অথবা বিদ্যমান কোন বন্দরকে শুধু গাড়ির জন্য নির্দিষ্ট করে দেয়ার ব্যবস্থা করা হবে।

    নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান আজ তাঁর মন্ত্রণালয়ের অফিস কক্ষে ভারত-বাংলাদেশ চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) এর একটি প্রতিনিধিদলের সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন।

    আইবিসিসিআই-এর সভাপতি তাসকিন আহমেদ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের সদস্যরা হলেন- সংগঠনের সহসভাপতি জোতিব্রত ব্যানার্জী, সচিব ও সিইও জাহাঙ্গীর আলম এবং আমদানি-রফতানি সাব-কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান।

    মন্ত্রী প্রতিনিধিদলের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।

    এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী উপস্থিত ছিলেন।

#

জাহাঙ্গীর/মাহমুদ/মোশারফ/রেজাউল/২০১৭/১৯৫৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৩১৬

ড. ওয়াজেদ মিয়ার ৮ম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
 
ঢাকা, ১ জ্যৈষ্ঠ (১৫ মে) :

    আন্তর্জাতিক খ্যাতিস¤পন্ন পরমাণু বিজ্ঞানী ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮ম মৃতুবার্ষিকী উপলক্ষে আজ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, ড. ওয়াজেদ মিয়া ছিলেন একজন একনিষ্ঠ দেশপ্রেমিক ও আন্তর্জাতিক খ্যাতিস¤পন্ন পরমাণু বিজ্ঞানী। বিজ্ঞানের উন্নয়ন ছাড়া দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়-এ বিশ্বাস নিয়ে তিনি বিজ্ঞান উন্নয়নের জন্য আজীবন চেষ্টা চালিয়ে গেছেন। তাঁর মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে জনগণের কল্যাণে তিনি কাজ করে গেছেন। তাঁর অক্লান্ত প্রচেষ্টার ফলেই আজ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে বিজ্ঞানের বিভিন্ন শাখায় ব্যাপক উন্নয়ন ও গবেষণার দ্বার প্রসারিত হয়েছে । পেশাগত এবং ব্যক্তি জীবনেও তিনি ছিলেন নির্লোভ, নির্মোহ ও নিরহংকার। তাঁর জীবনাদর্শ, সততা ও একনিষ্ঠতা আমাদেরকে অনুসরণ করতে হবে। তিনি আরো বলেন , ড. এম এ ওয়াজেদ মিয়ার আজীবনের স্বপ্ন রূপপুর পরামাণবিক বিদ্যুৎ কেন্দ্র আজ বাস্তবায়নের দিকে এগিয়ে চলছে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মঞ্জুরুল হক। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আনোয়ার হোসেন এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. নঈম চৌধুরী।

    অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ড. ওয়াজেদ মিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। এসময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বাপশকের সর্বস্তরের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
#

কামরুল/মাহমুদ/আলী/মোশারফ/আব্বাস/২০১৭/১৯২৭ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৩১৫

নতুন ১ হাজার কমিউিনিটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ

ঢাকা, ১ জ্যৈষ্ঠ (১৫ মে) :  

    দেশে আরো নতুন ১ হাজার ২৯টি কমিউনিটি ক্লিনিক স্থাপনের কাজ হাতে নেওয়া হচ্ছে। এছাড়া পুরানোগুলোর মধ্যে প্রায় ২ হাজার ক্লিনিক সংস্কার করা হবে।

     আজ সচিবালয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রম এবং কমিউনিটি ক্লিনিক মডেল উপস্থাপন সংক্রান্ত এক সভায় এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।

     সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের ফসল কমিউনিটি ক্লিনিক কার্যক্রমের সাফল্য আজ সারা বিশে^ বাংলাদেশকে এক গর্বিত রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করেছে। বিশ^ নেতৃবৃন্দ বাংলাদেশের যেসব অর্জনকে অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ হিসেবে চিহ্নিত করছে সেগুলোর মধ্যে কমিউনিটি ক্লিনিক অন্যতম। তিনি বলেন, গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সাধারণ মানুষ মৌলিক স্বাস্থ্যসেবা পাচ্ছে। ৩২ রকমের ঔষধ বিনামূল্যে পাাচ্ছে। প্রায় ১৫শ’ ক্লিনিকে নিরাপদে সাধারণ প্রসব সম্পন্ন হচ্ছে। কমিউনিটি ক্লিনিক সম্প্রসারণের পাশাপাশি এখান থেকে যেন সাধারণ মানুষ আরো বিভিন্ন স্বাস্থ্য সেবা পেতে পারে সেই উদ্যোগ নিতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন। দেশব্যাপী স্বাস্থ্য অবকাঠামো স্থাপনে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি জনবলের দক্ষতা বাড়ানোর ওপরও তিনি এসময় জোর দেন।

    স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী, পিএসসি এ সময় পাওয়ার পয়েন্ট উপস্থাপনের মাধ্যমে অধিদপ্তরের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং নতুন কমিউনিটি ক্লিনিকের মডেল তুলে ধরেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ সিরাজুল হক খান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব মোঃ সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। 

#

পরীক্ষিৎ/মাহমুদ/মোশারফ/রেজাউল/২০১৭/১৯১৩ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৩১৪

উন্নয়নের ধারা বজায় রাখতে জঙ্গিনির্মূলের বিকল্প নেই
                    ---তথ্যমন্ত্রী   
ঢাকা, ১ জ্যৈষ্ঠ (১৫ মে) :

    দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জঙ্গি নির্মূল ও শান্তির নিশ্চয়তা অর্জনের বিকল্প নেই বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

    আজ বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে গুণীজন ও জাসদের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নেতৃত্বে বিস্ময়কর উন্নয়নের ধারা প্রত্যাশার চাইতেও বেশি প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে। এ ধারাকে অব্যাহত রাখতে জঙ্গিবাদকে চিরতরে নির্মূল করে শান্তির নিশ্চয়তা অর্জন করতে হবে।

    উন্নয়নের সুফল সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছানো নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করে তিনি  বলেন, জনগণের কাছে সুফল পৌঁছাতে দুর্নীতি-দলবাজি ও বৈষম্য অবসান করে সুশাসনের পথে হাঁটার পথকে দৃঢ় করতে হবে।

    জঙ্গিবাদের বিরুদ্ধে রাজনৈতিক কর্মীদের আরো সক্রিয় হবার আহ্বান জানিয়ে তিনি বলেন, জঙ্গিবাদের গোপন আস্তানাগুলো, ধ্বংস ও জঙ্গিসঙ্গীদের রাজনৈতিকভাবে বর্জনের জন্য মাঠ পর্যায়ে গণসচেতনতা ও গণপ্রতিরোধ গড়তে হবে। এ বিষয়ে মন্ত্রী এসময় গণমাধ্যমের প্রশংসা করেন। ‘দেশে শান্তি ও উন্নয়নের ধারা এগিয়ে নিতে জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের গণমাধ্যম যে ভূমিকা রাখছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়’, বলেন ইনু।

    জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য তৈয়বুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আ ক ম মফিজুর রহমান, আবুল কাশেম (সন্দীপ), সুজষময় চৌধুরী, মোঃ সাজ্জাদ হোসেন, হাসান শহীদ রানা, সেলিম চৌধুরী, সাইফুল আখতার প্রমুখ।   

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইন্ ুএবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন আজ বিকেলে চট্টগ্রাম পৌঁছে এ মতবিনিময় সভার আগে সার্কিট হাউজে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা’র (ইউএনডব্লিউটিও) যৌথ কমিশনের সংবাদ সম্মেলন ও তথ্য মন্ত্রণালয় প্রকাশিত ‘ট্যুরিস্ট এট্রাকশনস ইন বাংলাদেশ : চিটাগং ডিভিশন’  শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচনে অংশ নেন।
#

আকরাম/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৭/১৮৫৭ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৩১৩
 
সৌদি সরকারের ৫০ মেট্রিক টন খেজুর হস্তান্তর

ঢাকা, ১ জ্যৈষ্ঠ (১৫ মে) :  

    আসন্ন রমজান উপলক্ষে সৌদি সরকার বাংলাদেশের গরিব মানুষের মধ্যে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাছে ৫০ মেট্রিক টন খেজুর হস্তান্তর করেছে।

    আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ত্রাণসচিব মোঃ শাহ্ কামাল সৌদি সরকারের প্রতিনিধি আব্দুল আজিজ আল মানিয়া’র কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ খেজুর গ্রহণ করেন। বাংলাদেশে সৌদি ধর্ম বিষয়ক কর্মকর্তা ড. মাহদি ধাফার আল মুগিবাহ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ রিয়াজ আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

    উভয়পক্ষ এসময় বাংলাদেশ ও সৌদি আরবের পরস্পর সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধের কথা বলেন। বিশেষত হজ পালন ও কর্মসংস্থান বিষয়ে সৌদি আরবের আন্তরিকতার বিষয়ে এ সময় প্রশংসা করা হয়। আগামী দিনেও ভ্রাতৃপ্রতিম দুই দেশ পরস্পরকে সহযোগিতা অব্যাহত রাখবে বলে মতবিনিময়কালে আশা প্রকাশ করা হয়।
#

ফারুক/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৮০৭ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৩১২

পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিতে বিশেষ অভিযান

ঢাকা, ১ জ্যৈষ্ঠ (১৫ মে) :

    আজ  থেকে ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি, মরিচ, হলুদ, পেয়াজ, আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু, আটা, ময়দা, তুষ-খুদ-কুড়া সহ মোট ১৭টি পণ্যে পাটজাত  মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বাস্তবায়নের লক্ষ্যে দেশের বিভাগ, জেলা, উপজেলা, থানা পর্যায়ে  অভিযান শুরু হয়েছে।  এ ১৭টি পণ্যে শতভাগ পাটের বস্তার ব্যবহার নিশ্চিত না হওয়া পর্যন্ত এ অভিযান পরিচালিত হবে।

    আজ সারাদেশে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে ৭০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় হয় ।

    আজ ঢাকার কাওরান বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা মেট্রো পলিটন এলাকার নিবার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান। এ সময় পাট অধিদপ্তরের পরিচালক লোকমান আহমদ (যুগ্ম সচিব) উপস্থিত ছিলেন। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নে দেশব্যাপী সাঁড়াশি অভিযানের আগ্রগতি পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে ব্যবসায়ীরা এ আইনকে স্বাগত জানান । তারা  উল্লিখিত ১৭টি পণ্যে পাটের বস্তা ব্যবহারে তাদের সম্মতির কথা পুনর্ব্যক্ত করেন ।
#

সৈকত/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৮০৫ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৩১১  

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব ক্যাম্পাসে যেতে হবে
                         --শিক্ষামন্ত্রী
ঢাকা, ১ জ্যৈষ্ঠ (১৫ মে) :

    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব ক্যাম্পাসে যেতে হবে। বিধিবিধান মেনে বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে হবে। যারা নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হয়েছে এবং একাধিক ক্যাম্পাসে পাঠদান পরিচালনা করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

    তিনি আজ ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  ২য় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির  বক্তৃতায় একথা বলেন।

    মন্ত্রী দেশের বাস্তবতা এবং জনগণের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে শিক্ষার্থীদের ভর্তি ও টিউশন ফিসহ সকল প্রকার ব্যয় একটি সীমা পর্যন্ত নির্ধারিত রাখতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, উচ্চ শিক্ষার অন্যতম উদ্দেশ্য হলো দক্ষ মানবসম্পদ সৃষ্টি। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত করতে বহুমাত্রিক শিক্ষা কার্যক্রমের সাথে শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করার যথোপযুক্ত পরিকল্পনা বিশ্ববিদ্যালয়গুলোর থাকতে হবে। বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও তথ্য বিপ্লবের সুযোগ গ্রহণ করে তাঁদেরকে যুগোপযোগী মানবসম্পদে পরিণত করতে হবে।

    মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীরা যাতে ইসলামের ভুল ব্যাখ্যাদানকারী জঙ্গিদের কবলে পড়ে জীবন ধ্বংস না করে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার জন্য তিনি আহ্বান জানান।

    অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন ভারতের লক্ষেèৗ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহা. মোজাম্মিল। অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান,  বিশ্ববিদ্যালয়ের বোর্ড অভ্ ট্রাস্টিজ-এর চেয়ারম্যান অধ্যাপক ড. আনোয়ারা বেগম এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম খান বক্তৃতা করেন।

    অনুষ্ঠানে ১০ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর এওয়ার্ড এবং ১৮ জনকে বোর্ড অভ্ ট্রাস্টিজ চেয়ারম্যান এওয়ার্ড প্রদান করা হয়। শিক্ষামন্ত্রী কৃতি শিক্ষার্থীদের মাঝে পদক ও সনদ বিতরণ করেন।    
#
আফরাজুর/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৭৫৭ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৩১০ 
সিঙ্গাপুরের উদ্দেশ্যে স্পিকারের ঢাকা ত্যাগ
ঢাকা, ১ জ্যৈষ্ঠ (১৫ মে) :  
    স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বিশ্ব বাণিজ্য সংস্থা ও  টেমাসেক ফাউন্ডেশনের আমন্ত্রণে ১৪ মে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। 
    তিনি ১৫-১৭ মে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য জধলধৎধঃহধস ঝপযড়ড়ষ ড়ভ ওহঃবৎহধঃরড়হধষ ঝঃঁফরবং-ডঞঙ ঝবপৎবঃধৎরধঃ (জঝওঝ-ডঞঙ) আয়োজিত ‘সংসদ সদস্যদের জন্য আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক কর্মশালা-২০১৭’ এ অংশগ্রহণ করবেন। 
    স্পিকার আগামী ১৮ মে দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
#

কামাল/অনসূয়া/গিয়াস/শহিদ/রফিকুল/শামীম/২০১৭/১২৪০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৩০৯ 

আরব আমিরাতের উদ্দেশ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রীর ঢাকা ত্যাগ  

ঢাকা, ১ জ্যৈষ্ঠ (১৫ মে ) :  
   
 দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতে আরো অধিক সংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আজ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। তিনি সাত সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।  
সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ শ্রমবাজার। বর্তমানে সে দেশে সীমিত সংখ্যক কর্মী যাচ্ছে। সফরকালে মন্ত্রী সে দেশের মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রী ঝধয়ৎ এযড়নধংয ঝধববফ এযড়নধংয এবং উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী খঃ. এবহবৎধষ ঝযবরশয ঝধরভ ইরহ তধুবফ অষ ঘধযুধহ এর সাথে কর্মী প্রেরণসহ আরো বেশি সংখক কর্মী নিয়োগ ও বিদ্যমান সমস্যা সমাধানের বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। 
    উল্লেখ্য, ১৯৭৬ সাল থেকে এ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে ২৩ লাখের অধিক কর্মীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তার মধ্যে ১ লাখ ২৩ হাজার ৯৮৫ জন নারী কর্মীর কর্মসংস্থান হয়েছে। 
প্রতিনিধিদলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহার, যুগ্মসচিব মো. মিজানুর রহমান, যুগ্মসচিব ও মন্ত্রীর একান্ত সচিব মু. মোহসিন চৌধুরীসহ মন্ত্রণালয় ও দপ্তর/সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ রয়েছেন। 
#

জাহাঙ্গীর/অনসূয়া/নুসরাত/জসীম/রফিকুল/শামীম/২০১৭/১৩২২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৩০৮ 

সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবদুর রশিদের নামাজে জানাজা অনুষ্ঠিত
ঢাকা, ১ জ্যৈষ্ঠ (১৫ মে ) :     

বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবদুর রশিদ (৮০) এর  নামাজে জানাজা আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। তিনি ১৪ মে ঢাকায় সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  
চিফ হুইপ, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংসদ সচিবালয়ের কর্মকর্তা, কর্মচারীবৃন্দসহ  গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য গুণগ্রাহী জানাজায় শরিক হন। 
জানাজা শেষে স্পিকারের পক্ষে চিফ হুইপ আ স ম ফিরোজ এবং বিরোধীদলীয় নেতার পক্ষে হুইপ নূরুল ইসলাম ওমর  মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। 
এর আগে মরহুমের  রাজনৈতিক সহকর্মীবৃন্দ ও পরিবারের পক্ষ থেকে তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। 
#


নূরুল/অনসূয়া/গিয়াস/রফিকুল/শামীম/২০১৭/১২৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৩০৭

রোজার পূর্বেই উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে

ঢাকা, ১ জ্যৈষ্ঠ (১৫ মে) :  

    গত ১ মে টর্নেডোতে আশুগঞ্জ-সিরাজগঞ্জ ২৩০ কেভি সঞ্চালন লাইনের টাওয়ারটি ভেঙে যাওয়ায় এবং কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র রি-রোলিং চলায়  উত্তরাঞ্চলে চাহিদা মতো বিদ্যুৎ সঞ্চালন  সম্ভব হচ্ছে না বলে বিদ্যুৎ বিভাগ দুঃখ প্রকাশ করেছে।

    বিদ্যুৎ বিভাগ আশা করছে, রোজার পূর্বেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

#

আসলাম/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৭৪৬ ঘণ্টা

 

 

Todays handout (9).docx Todays handout (9).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon