Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ ডিসেম্বর ২০১৮

তথ্যবিবরণী ৫ ডিসেম্বর ২০১৮

তথ্যবিবরণী                                                                                    নম্বর : ৩২৪৪
 
স্পিকারের সাথে ইতালির রাষ্ট্রদূতের বিদায়ি সাক্ষাৎ
 
ঢাকা, ২১ অগ্রহায়ণ (৫ ডিসেম্বর) :
 
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ তাঁর কার্যালয়ে ইতালির বিদায়ি রাষ্ট্রদূত মারিও পালমা (গধৎরড় চধষসধ) সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, বিনিয়োগ, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে আলোচনা করেন।
 
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলাদেশ। ইতিমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করেছে - ২০২৪ সালের মধ্যে উন্নয়নশীল দেশে পরিণত হবে। ২০৪১ সালের মধ্যে ক্ষুধা, দারিদ্র ও বৈষম্য মুক্ত  উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 
 
ড. শিরীন শারমিন বলেন, বর্তমান সরকার বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য সারাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে। তিনি এসব বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ইতালির বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান। 
 
মারিও পালমা বলেন, বাংলাদেশের রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য। এ দেশে কর্মজীবনে অনেক সুখকর স্মৃতি রয়েছে - যা বারবার বাংলাদেশের কথা স্মরণ করিয়ে দেবে বলে তিনি উল্লেখ করেন। এ সময় তিনি বাংলাদেশে সামগ্রিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। 
 
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে এসব তথ্য জানা যায়।
 
#
 
 
 
তারিক/মাহমুদ/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/১৯৩০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩২৪৩
 
এলপিজি সিলিন্ডারের সঠিক ব্যবহার পদ্ধতি সম্পর্কে বিস্ফোরক পরিদপ্তরের পরামর্শ
ঢাকা, ২১ অগ্রহায়ণ (৫ ডিসেম্বর) :
ইদানিং বাসা-বাড়িতে এলপিজি সিলিন্ডার ব্যবহারের সময় অসতর্কতা বা সিলিন্ডারের ব্যবহার পদ্ধতি সঠিক না হওয়ার কারণে এলপিজি সিলিন্ডার হতে গ্যাস নিঃসরণ হয়ে বিস্ফোরণ এবং অগ্নি দুর্ঘটনা ঘটছে।  এলপি গ্যাসের নিরাপদ ব্যবহার পদ্ধতি সম্পর্কে জ¦ালানি ও খনিজ সম্পদ বিভাগের বিস্ফোরক পরিদপ্তর কিছু পরামর্শ প্রদান করেছে। সেগুলো নি¤œরূপ:
 সিলিন্ডার আগুনে বা অন্যভাবে গরম হলে তরল এলপিজি দ্রুত গ্যাসে রূপান্তরিত হয়ে অস¦াভাবিক চাপ বৃদ্ধির ফলে সিলিন্ডার বিস্ফোরিত হতে পারে;
 সিলিন্ডার কোনভাবেই চুলার বা আগুনের পাশে রাখা যাবে না, এতে বিস্ফোরণ ঘটতে পারে;
 অতিরিক্ত গ্যাস বের করার জন্য এলপিজি সিলিন্ডারে তাপ দেওয়া যাবে না;
 রান্না শেষে চুলা ও এলপিজি সিলিন্ডারের রেগুলেটরের সুইচ অবশ্যই বন্ধ করতে হবে;
 গ্যাসের গন্ধ পেলে ম্যাচের কাঠি জ¦ালানো যাবে না, ইলেকট্রিক সুইচ এবং মোবাইল ফোন অন বা অফ করা যাবে না;
 ঘরে গ্যাসের গন্ধ পেলে দ্রুত দরজা-জানালা খুলে দিতে হবে এবং এলপিজি সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করতে হবে;
 রান্না শুরু করার আধাঘণ্টা আগে রান্নাঘরের দরজা-জানালা খুলে দিতে হবে;
 এলপিজি সিলিন্ডার খাড়াভাবে রাখতে হবে, কখনই উপুড় বা কাত করে রাখা যাবে না;
 চুলা সিলিন্ডার থেকে নিচুতে রাখা যাবে না, কমপক্ষে ৬ ইঞ্চি উপরে রাখতে হবে;
 চুলা হতে যথেষ্ট দূরে বায়ু চলাচল করে এমন স্থানে এলপিজি সিলিন্ডার রাখা উচিত;
 রান্নাঘরের উপরে ও নিচে ভেন্টিলেটর রাখা উচিত;
 সিলিন্ডারের ভাল্বের সাথে সামঞ্জস্যপূর্ণ রেগুলেটর ব্যবহার করা উচিত।
#
 
 
সামসুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৯৪৫ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                          নম্বর : ৩২৪০
 
 
১৩-১৫ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ
 
 
ঢাকা, ২১ অগ্রহায়ণ (৫ ডিসেম্বর) :
 
মহান বিজয় দিবস ২০১৮ উদ্যাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সাভার জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।
 
#
 
তথ্যবিবরণী                                                                                  নম্বর : ৩২৪১
  
 
ঢাকার গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত
তোরণ, পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগানো নিষেধ
 
 
ঢাকা, ২১ অগ্রহায়ণ (৫ ডিসেম্বর) :
 
মহান বিজয় দিবস ২০১৮ উদ্যাপন উপলক্ষে ঢাকার গাবতলী এলাকা থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে যে কোনো ধরনের তোরণ (ত্রিমাত্রিক অথবা বক্স আকারে তোরণ তৈরি করা যাবে না) পোস্টার, ব্যানার এবং ফেস্টুন লাগানো থেকে বিরত থাকতে এবং রাস্তার দুই পাশে পর্যাপ্ত জায়গা পরিষ্কার রাখতে নির্দেশ দেয়া হয়েছে।
#
 
তথ্যবিবরণী                                                                                  নম্বর : ৩২৪২
 
 
বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে
স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতিসাধন না করার আহ্বান
 
 
ঢাকা, ২১ অগ্রহায়ণ (৫ ডিসেম্বর) :
 
মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধে ফুলের বাগানের যাতে কোনোরূপ ক্ষতি সাধিত না হয় সে বিষয়ে সর্বসাধারণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
 
#
 
 
 
রুজিনা/মাহমুদ/রফিকুল/সেলিমুজ্জামান/২০১৮/১৮৩০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩২৩৯
 
ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যাওয়ার্ড পাচ্ছে ১৬ শিল্প প্রতিষ্ঠান
 
ঢাকা, ২১ অগ্রহায়ণ (৫ ডিসেম্বর) :
নিজ নিজ শিল্প-কারখানায় উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎপাদিত পণ্যের উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৬টি শিল্প ও সেবা প্রতিষ্ঠানকে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৭ এর জন্য নির্বাচিত করেছে শিল্প মন্ত্রণালয়। আগামী ১১ ডিসেম্বর রাজধানীর ইস্কাটনস্থ বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে নির্বাচিত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ পুরস্কার তুলে দেবেন।  
শিল্পখাতে বিশেষ অবদানের জন্য পঞ্চম বারের মতো এ পুরস্কার দেওয়া হচ্ছে। ২০১৭ সালের জন্য ছয়টি ক্যাটেগরিতে এ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে বৃহৎ শিল্প ক্যাটেগরিতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড, এনভয় টেক্সটাইলস্ লিমিটেড ও বিএসআরএম স্টিলস্ লিমিটেড; মাঝারি শিল্প ক্যাটেগরিতে অকো-টেক্স লিমিটেড, বিআরবি পলিমার লিমিটেড ও ন্যাসেনিয়া লিমিটেড; ক্ষুদ্র শিল্প ক্যাটেগরিতে প্রিমিয়াম সুইটস বাই সেন্ট্রাল, মেটাটিউড এশিয়া লিমিটেড ও আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড; মাইক্রো শিল্প ক্যাটেগরিতে খান বেকেলাইট প্রোডাক্টস্ ও ট্রিম ট্যাক্স বাংলাদেশ; কুটির শিল্প ক্যাটেগরিতে অধরা পার্লার এন্ড স্পা ট্রেনিং সেন্টার ও প্রীতি বিউটি পার্লার এবং রাষ্ট্রায়ত্ত শিল্প ক্যাটেগরিতে রেনউইক, যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেড, করিম জুট মিলস্ লিমিটেড ও ন্যাশনাল টিউবস্ লিমিটেড।
শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের পরিচালক এসএম আশরাফুজ্জামানসহ পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধি, শ্রমিক নেতা, মালিক, পেশাজীবী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন। 
#
 
জলিল/মাহমুদ/পারভেজ/রফিকুল/জয়নুল/২০১৮/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩২৩৮
শিক্ষামন্ত্রীর প্রেস ব্রিফিং
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষসহ তিন শিক্ষককে বরখাস্তের নির্দেশ
 
ঢাকা, ২১ অগ্রহায়ণ (৫ ডিসেম্বর) :
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্রী অরিত্রি অধিকারীর আত্মহত্যার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অধ্যক্ষসহ তিন শিক্ষককে বরখাস্তের সুপারিশ করা হয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনিন ফেরদৌস, প্রভাতী শাখার শিফ্ট ইনচার্জ জিনাত আক্তার এবং শ্রেণি শিক্ষক হাসনা হেনাকে বরখাস্তের সুপারিশ করেছে কমিটি। 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে তদন্ত প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে এসব কথা বলেন। 
মন্ত্রী বলেন, এই প্রতিবেদনে দোষী ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। একই সাথে এ প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম-অসংগতি প্রতিবেদনে উঠে এসেছে। দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠানে অধ্যক্ষ নেই। এটি একটি বড় ধরনের অনিয়ম। নিয়মের বাইরে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে, সেকশন খোলা হচ্ছে। শাখা খোলার অনুমোদন নেই। তারপরও তারা শাখা খুলেছে। তিনি বলেন, অরিত্রির বাবা যখন আবেদন নিয়ে আসে তখন তাদের সাথে ভয়-ভীতি দেখানো ও নির্দয় আচরণ করা হয়। বিষয়টি অরিত্রিকে নানাভাবে বিপর্যস্ত করে তোলে এবং তাকে আত্মহত্যায় প্ররোচনা করে। বাবা-মার অসম্মান মেনে নিতে পারেনি বলে তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে বলে তদন্ত কমিটির কাছে প্রতীয়মান, যার দায় কোনভাবেই তিনজন এড়াতে পারে না। 
এ প্রেক্ষাপটে শিক্ষামন্ত্রী স্কুলের গভর্নিং বডিকে এ তিনজনকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন। মন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হবে। এছাড়া উক্ত তিনজন শিক্ষকের এমপিও বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে মন্ত্রণালয়। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। জনাব নাহিদ আরো বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীকে  মানসিক বা শারীরিকভাবে নির্যাতন করা যাবে না। এটি অপরাধ।  
ব্রিফিংয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জাবেদ আহম্মেদ, মোঃ আব্দুল্লাহ আল হাসান চৌধুরী ও নাজমুল হক খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মোঃ গোলাম ফারুক এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক উপস্থিত ছিলেন। 
#
 
আফরাজুর/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৮৪৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ৩২৩৭
 
১০ ডিসেম্বর বাদযোহর বাংলাদেশ সচিবালয় মসজিদে 
ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল
 
ঢাকা, ২১ অগ্রহায়ণ (৫ ডিসেম্বর) :
পবিত্র ঈদ-ই-মিলাদুননবী উপলক্ষে ১০ ডিসেম্বর বাদযোহর বাংলাদেশ সচিবালয়ের মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, পবিত্র ঈদ-ই-মিলাদুননবী ২০১৮ উদ্যাপন উপলক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে গত ১৮ নভেম্বর আন্তঃমন্ত্রণালয় এক সভায় উক্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
 
#
এনামুল/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৬০০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩২৩৬  
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক-কর্মচারীদের নভেম্বর এর বেতন-ভাতার চেক ব্যাংকে হস্তান্তর
ঢাকা, ২১ অগ্রহায়ণ (৫ ডিসেম্বর) : 
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের নভেম্বর ২০১৮ মাসের বেতন-ভাতা ও জুলাই ২০১৮ হতে ৫% ইনক্রিমেন্টের বকেয়াসহ সরকারি অংশের চেক অনুদান বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। 
শিক্ষক-কর্মচারীগণ আগামী ১১ ডিসেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে উক্ত বেতন ভাতা উত্তোলন করতে পারবেন। 
#
শফিকুল/অনসূয়া/জসীম/সেলিনা/আসমা/২০১৮/১৫২০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩২৩৪ 
গণতন্ত্র মুক্তি দিবসে প্রধানমন্ত্রীর বাণী 
ঢাকা, ২১ অগ্রহায়ণ (৫ ডিসেম্বর) :   
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ ডিসেম্বর গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন : 
“৬ ডিসেম্বর ‘গণতন্ত্র মুক্তি দিবস’। গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ দিন। ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচারের পতন হয়। এ মহান দিবসে গণতন্ত্রের অতন্দ্র প্রহরী সংগ্রামী দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 
নব্বই পরবর্তী দুই দশকে বাংলাদেশ আওয়ামী লীগ, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রেখেছে। বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে অবৈধ ক্ষমতা দখলের পথ রুদ্ধ হয়েছে। 
ষড়যন্ত্রকারী ঘাতকেরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নৃশংসভাবে হত্যা করে। পরবর্তীকালে অসাংবিধানিক ও অবৈধ সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়। তারা জনগণের ভোটের অধিকার হরণ করে। গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে। মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে বিকৃত করে। দেশে নৈরাজ্য ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। 
স্বৈরাচারী শাসন উৎখাত করে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোট ও মৌলিক অধিকারসমূহ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা দীর্ঘ সংগ্রাম করি। এ আন্দোলন-সংগ্রামে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। নুর হোসেন, বাবুল, ফাত্তাহ, ডাঃ মিলনসহ অগণিত গণতন্ত্রকামী মানুষ আত্মাহুতি দেন। স্বৈরাচারী শাসক গণআন্দোলনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়। শহিদের রক্তের বিনিময়ে অর্জিত হয় গণতন্ত্র। এ অর্জন ধরে রাখতে আমরা বদ্ধপরিকর। 
আমি দেশবাসীর এই স্বতঃপ্রণোদিত ত্যাগ ও অধিকার রক্ষায় আপোশহীনতার জন্য কৃতজ্ঞতা জানাই। গণতন্ত্র ও অধিকার আদায়ের সকল আন্দোলন-সংগ্রামে জীবন উৎসর্গকারী দেশপ্রেমিক শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। 
বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গণতন্ত্র, সংবিধান, আইনের শাসন ও মানবাধিকার সমুন্নত রাখতে অঙ্গীকারবদ্ধ। আমরা দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করেছি। আমরা সপরিবারে জাতির পিতার হত্যার বিচারের রায় কার্যকর করেছি। জাতীয় চার নেতা হত্যার বিচার সম্পন্ন হয়েছে। একাত্তরের যুদ্ধাপরাধী-মানবতাবিরোধীদের বিচারের রায় কার্যকর হচ্ছে। আদালত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় প্রদান করেছে। কোন ষড়যন্ত্রই আমাদের সত্য ও ন্যায় এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার পথ থেকে বিচ্যুত করতে পারবে না। 
আসুন, গণতন্ত্রের ভিত্তিকে আরো শক্তিশালী করে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। গণতন্ত্র মুক্তি দিবসে এই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার। 
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
ইমরুল/অনসূয়া/জসীম/সেলিনা/শামীম/২০১৮/১০৩০ ঘণ্টা
 
Todays handout (7).docx Todays handout (7).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon