Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ ফেব্রুয়ারি ২০১৭

তথ্যবিবরণী : ১০ ফেব্রম্নয়ারি ২০১৭


তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৪১৭

এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয়ের
সকল প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর মুর‌্যাল স'াপন করা হবে
                            -- এলজিআরডি মন্ত্রী

বগুড়া, ২৮ মাঘ (১০ ফেব্রম্নয়ারি):

    স'ানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, স্বাধীনতার মহান স'পতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে স্মরণ ও তাঁর প্রতি শ্রদ্ধা রেখে সারা দেশে স'ানীয় সরকার পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস' সকল প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর মুর‌্যাল স'াপন করা হবে।

    মন্ত্রী আজ বগুড়ায় পলস্নী উন্নয়ন একাডেমীতে বঙ্গবন্ধুর মুর‌্যাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, ১৯৭৪ সালে বঙ্গবন্ধুর নির্দেশে বর্তমান পলস্নী উন্নয়ন একাডেমীর স'ান নির্বাচন হয়। বাংলাদেশের উত্তরাঞ্চলের পলস্নী জনপদেও ভাগ্যোন্নয়নে বঙ্গবন্ধুর নির্দেশনায় প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠান জোরালো ভূমিকা রাখছে।

    তিনি আরো বলেন, কুমিলস্না বার্ড প্রতিষ্ঠার পর থেকে দ্বিসত্মর সমবায়ের মাধ্যমে পলস্নী অর্থনীতিতে ভূমিকা রেখে আসছে। পলস্নী উন্নয়ন একাডেমী ও দরিদ্র দূরীকরণে ভূমিকা রাখার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাসত্মবায়ন করে দেশকে উন্নত দেশে পরিণত করতে অংশীদার হবে।

    মুর‌্যাল উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পলস্নী উন্নয়ন ও সমবায় সচিব ড. প্রশানত্ম কুমার রায়,  পলস্নী উন্নয়ন একাডেমী বগুড়ার মহাপরিচালক এম এ মতিন ও স'ানীয় নেতৃবৃন্দ উপসি'ত ছিলেন।

    এর আগে মন্ত্রী পলস্নী উন্নয়ন একাডেমীর বিভিন্ন কর্মকা- উদ্বোধন ও পরিদর্শন করেন।

#

জাকির/মাহমুদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২১০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৪১৬

মাদক ও জঙ্গিবাদ থেকে উত্তরণে মুক্ত চিনত্মার বিকাশ ঘটাতে হবে
                                             -- রাশেদ খান মেনন

ঢাকা, ২৮ মাঘ (১০ ফেব্রম্নয়ারি):

    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, তারম্নণ্য এখন মাদক ও জঙ্গিবাদের আগ্রাসী ও বিনাশী থাবায় নিমজ্জিত। এ অপশক্তিদ্বয়কে পরাজিত করতে না পারলে তারম্নণ্যের ভবিষ্যৎ অন্ধকার। আর এ অন্ধকার থেকে উত্তরণে প্রকৃত শিড়্গার আলোয় এবং সংস্কৃতির চেতনায় মুক্তবুদ্ধি ও মুক্তচিনত্মার বিকাশ ঘটাতে হবে।

    তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে সামাজিক সংগঠন ‘উত্তরণ’ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
    তিনি আরো বলেন, মাদক ও জঙ্গিবাদ মানুষের সুস' বিবেক ও চিনত্মার সূত্রকে ছিন্ন করে দেয়, মনুষ্যত্ব ও মানবিকতাকে ধ্বংস করে এবং সমাজের বিকাশকে রম্নদ্ধ করে। তাই একটি প্রগতিশীল সমাজ ও দেশ গঠনের তাড়নায় এ দুই অপশক্তিকে পরাজিত করার শপথ নিতে হবে আজকের তরম্নণদের।

    সংগঠনের সভাপতি মনোজ বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে  ড. সমীর কুমার শীল, রফিকুল ইসলাম সুজন এবং মাহমুদ টোকন বক্তৃতা করেন।
    
#

মাহবুবুর/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৯২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর :  ৪১৫

নারীর ড়্গমতায়ন ও সম-অধিকার অর্জনে  রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন
                                                           -- স্পিকার

অন্ধ্র প্রদেশ (ভারত), ১০ ফেব্রম্নয়ারি:

স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী, স্পিকার, সংসদের উপনেতা ও বিরোধী দলীয় নেতা সকলেই নারী। নারীর ড়্গমতায়ন ও সর্বসত্মরে নারীর সম-অধিকার অর্জন নিশ্চিতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, যার মাধ্যমে কার্যকর ও যথাযথ পদড়্গেপ গ্রহণ করে নারী উন্নয়ন ও নারীর অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব।

তিনি আজ ভারতের অন্ধ্র প্রদেশের অমরাবতীতে গঅঊঊজ'ঝ গওঞ ঝপযড়ড়ষ ড়ভ এড়াবৎহসবহঃ, চঁহব, ঈড়সসড়হবিধষঃয চধৎষরধসবহঃধৎু অংংড়পরধঃরড়হ (ঈচঅ) ও  ওহঃবৎ-চধষরধসবহঃধৎু টহরড়হ (ওচট)  এর সহযোগিতায় অন্ধ্র প্রদেশের লেজিসলেটিভ  এসেম্বলি  ও অন্ধ্র প্রদেশ সরকারের আয়োজনে তিন দিনব্যাপী অনুষ্ঠিত ন্যাশনাল উইমেনস পার্লামেন্ট (এনডবিস্নউপি) এর উদ্বোধন অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে বক্তৃতাকালে এ কথা বলেন।

সিদ্ধানত্ম গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ আবশ্যক উলেস্নখ করে স্পিকার বলেন, রাজনীতিসহ সকল ড়্গেত্রে নারীকে নেতৃত্বদানের সুযোগ করে দিতে হবে। সুযোগ ও  সড়্গমতা এই দু’য়ের মধ্যে সংযোগ স'াপিত হলে সামাজিক পরিবর্তন ঘটানো সম্ভব। তিনি আরো বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ইতোমধ্যে জাতিসংঘ ঘোষিত উন্নয়ন লড়্গ্যমাত্রার অনেকগুলোই অর্জন করেছে। বিশেষ করে স্বাস'্য, নারীর ড়্গমতায়ন, শিশু ও জেন্ডার বৈষম্য নিরসনসহ অনেক ড়্গেত্রেই  লড়্গ্যমাত্রা অর্জিত হয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী, নারীদের জন্য বিভিন্ন প্রকার ভাতা ব্যবস'াসহ নানাবিধ পদড়্গেপের ফলে বাংলাদেশে তৃণমূল পর্যায় পর্যনত্ম নারীর উন্নয়ন হয়েছে।

তিনি আরো বলেন, সংসদীয় গণতন্ত্র ও গণতান্ত্রিক সরকার ব্যবস'া সম্পর্কে মানুষকে সচেতন করে তুলতে হবে ও গণতান্ত্রিক মূল্যবোধের আলোকে  নারী পুরম্নষের সমতার ব্যাপারে সকলকে এগিয়ে আসতে হবে।

আরবান ডেভেলপমেন্ট মন্ত্রী এম ভেঙ্কায়েয়াহ নাইডু (গ. ঠবহশধরধয ঘধরফঁ) সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। এছাড়া নোবেল বিজয়ী আধ্যাত্মিক গুরম্ন দালাই লামা (ঐ. ঐ. উধষধর খধসধ)  গেস্ট অভ্‌ অনার হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অন্ধ্র প্রদেশ  লেজিসলেটিভ  এসেম্বলির স্পিকার ড. কোদেলা শিভা প্রসাদ রাও (উৎ. কড়ফবষধ ঝরাধ চৎধংধফধ জধড়), অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী নারা চন্দ্রবাবু নাইডু (ঘধৎধ ঈযধহফৎধনধনঁ ঘধরফঁ) এবং গওঞ-ঝপযড়ড়ষ ড়ভ এড়াবৎহসবহঃ  এর প্রতিষ্ঠাতা রাহুল ভি. কারাদ  (জধযঁষ ঠ. কধৎধফ)   বক্তৃতা করেন।

এর আগে সকালে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী  নারা চন্দ্রবাবু নাইডু (ঘধৎধ ঈযধহফৎধনধনঁ ঘধরফঁ) হোটেলে স্পিকারের সাথে সৌজন্য সাড়্গাৎ করেন। এসময় বাংলাদেশ ও ভারতের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা উলেস্নখ করে তারা নারীর উন্নয়ন ও ড়্গমতায়নে আরো অধিক কার্যকর পদড়্গেপ গ্রহণের ওপর গুরম্নত্বারোপ করেন।
#

নূরম্নল/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৯০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৪১৪

সুষম ও টেকসই উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে
                                   -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কুতুবদিয়া (কক্সবাজার), ২৮ মাঘ (১০ ফেব্রম্নয়ারি):

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরম্নল হামিদ বলেছেন, সুষম ও টেকসই উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে। উন্নয়নের নিয়ামক হলো বিদ্যুৎ। ঘরে ঘরে বিদ্যুৎ দেয়ার যে উদ্যোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছেন তা নির্ধারিত সময়ের পূর্বে সম্পন্ন করা হবে।

    তিনি আজ কক্সবাজারের কুতুবদিয়াতে ১ মেগাওয়াট বায়ুবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, নবায়নযোগ্য উৎস হতে উৎপন্ন বিদ্যুৎ ব্যয়বহুল হলেও পরিবেশবান্ধব। পরিবেশের সুরড়্গা করেই উন্নয়ন কার্যক্রম চালানো হবে। তৃণমূল পর্যায় হতে শহর পর্যনত্ম প্রতিটি সত্মরেই পরিকল্পনামাফিক এ কার্যক্রম চলবে।

    কুতুবদিয়ার এ বায়ুবিদ্যুৎ কেন্দ্রটি বায়ু হতে উৎপন্ন বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে তৃতীয়। প্রতিটি ৫০ ওয়াট করে ২০টি টারবাইনের মাধ্যমে এখানে বিদ্যুৎ উৎপন্ন করা হবে। অপর ২টি বায়ুবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে ফেনীর মহুরীরচরে ১টি, অন্যটি কক্সবাজারের এই কুতুবদিয়াতেই। প্রতিটি বিদ্যুৎ কেন্দ্রে ১ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। উলেস্নখ্য যে, বর্তমানে ৪৩৩ মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস হতে উৎপন্ন হচ্ছে।

    এসময় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য আশিক উলস্নাহ রফিক, বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস ও পিডিবি’র চেয়ারম্যান খালেদ মাহমুদ উপসি'ত ছিলেন।
    
#


আসলাম/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৭২০ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৪১৩

প্রকৃত মুক্তিযোদ্ধারা জাতির শত্রম্নদের চ্যালা হতে পারে না
                                               -- ভূমিমন্ত্রী

ঈশ্বরদী (পাবনা), ২৮ মাঘ (১০ ফেব্রম্নয়ারি):

    ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, প্রকৃত মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সনত্মান। তারা কখনোই গণতন্ত্র বিরোধী জাতির শত্রম্নদের চ্যালা হতে পারে না।

    আজ ঈশ্বরদী উপজেলা নির্বাহী কার্যালয়ের অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে হাটবাজারের ইজারালব্ধ ৪ শতাংশ অর্থ হতে আর্থিক প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    ভূমিমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের কল্যাণের কথা ভেবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ৩০০ টাকা থেকে ক্রমান্বয়ে ১০ হাজার টাকায় নির্ধারণ করেছেন। অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের আহার, বাসস'ান, স্বাস'্য, চিকিৎসা ও শিড়্গা পাঁচটি মৌলিক অধিকার পূরণে বিগত কোন সরকারই সফল ছিল না। মুক্তিযুদ্ধের পড়্গের এ সরকার অসচ্ছল গৃহহীন মুক্তিযোদ্ধাদের উন্নতমানের বসতভিটা নির্মাণ করে দিচ্ছে। মুক্তিযোদ্ধার মৃত্যুর পর দাফন বা সৎকারের পূর্বে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অভ্‌ অনার দেওয়া হচ্ছে।

    পরে মন্ত্রী ১৮১ জন মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ৭ লাখ ৮৭ হাজার টাকার চেক বিতরণ করেন।

    ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, সমাজসেবা কর্মকর্তা আসাফ-উদ-দৌলা, ঈশ্বরদী থানা অফিসার ইনচার্জ আ. হাই তালুকদার, মুক্তিযোদ্ধা চান্না ম-ল উপসি'ত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঈশ্বরদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ. খালেক।

#


রেজুয়ান/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৭০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৪১২

স্পিকারের সাথে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রীর সাড়্গাৎ   

অন্ধ্র প্রদেশ (ভারত), ১০ ফেব্রম্নয়ারি:

     স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী  ভারতের অন্ধ্র প্রদেশের অমরাবতীতে অনুষ্ঠিতব্য ‘ন্যাশনাল উইমেন’স পার্লামেন্ট (এনডবিস্নউপি)’ এ যোগদানের উদ্দেশ্যে বর্তমানে ভারতের অন্ধ্র প্রদেশে অবস'ান করছেন।

সম্মেলন শুরম্নর পূর্বে আজ অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী নারা চন্দ্রবাবু নাইডু তাজ গ্রেটওয়ে হোটেল কড়্গে স্পিকারের সাথে সৌজন্য সাড়্গাৎ করেন। সাড়্গাৎকালে তাঁরা বাংলাদেশ ও ভারতের বর্তমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্কের বিষয় স্মরণ করেন।

ভারতের মুখ্যমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে এ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দু’দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরম্নত্বপূর্ণ ভূমিকা রাখছে।

স্পিকার বলেন, ভারতের ‘ন্যাশনাল উইমেনস পার্লামেন্টের’ এ উদ্যোগ নারীর ড়্গমতায়ন ও নারীর সার্বিক উন্নয়নে উলেস্নখযোগ্য অবদান রাখবে। তিনি এ বিষয়ে রাজনৈতিক সদিচ্ছার ওপরও গুরম্নত্বারোপ করেন।  

#

নূরম্নল/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৭৩০ ঘণ্টা

 

Todays handout.docx Todays handout.docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon