Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ সেপ্টেম্বর ২০১৭

তথ্যবিবরণী 9/9/2017

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২৩২২
 
 এ এস এইচ কে সাদেকের ১০ম মৃত্যুবার্ষিকী উদ্যাপিত
 
কেশবপুর (যশোর), ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর) :
 
সাবেক শিক্ষামন্ত্রী এ এস এইচকে সাদেকের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ যশোরের কেশবপুরে আবু শারাফ সাদেক মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 
এতে যশোর জেলা ও কেশবপুর উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তাগণসহ স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
 
সভায় বক্তারা বলেন, মরহুম সাদেক প্রশাসক হিসেবে যেমন গুণী ও দক্ষ ছিলেন, রাজনীতিবিদ হিসেবেও তেমন সফল ও জনপ্রিয় ছিলেন। বক্তারা এ সময় কেশবপুরের সাধারণ মানুষের সাথে মরহুম সাদেকের সখ্য ও আন্তরিকতার কথা স্মরণ করেন। তারা আরো বলেন, ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি আদায়ে অনবদ্য ভূমিকার জন্য মরহুম সাদেক চিরস্মরণীয় হয়ে থাকবেন।
 
অনুষ্ঠানে মরহুম সাদেকের স্মরণে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক তাঁর পক্ষ থেকে ১২জন ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করেন। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
#
 
মাসুম/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৭০৬ ঘণ্টা
 
 
 
 
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৩২১
 
মায়ানমার থেকে আগত রোহিঙ্গাদের বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা হবে
         ---ত্রাণমন্ত্রী
 
নয়াপাড়া (কক্সবাজার), ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর) :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, মায়ানমার থেকে আগত রোহিঙ্গাদের বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা হবে। একাজে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর অংশগ্রহণ ও সহযোগিতা থাকবে। শরণার্থীরা মাদক বা অন্য কোন অবৈধ কিছু নিয়ে যাতে প্রবেশ করতে না পারে সে জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
তিনি আজ কক্সবাজারের নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে সংবাদকর্মীদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু, সংসদ সদস্য আব্দুর রহমান ও আশিকুর রহমান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ শাহ্ কামাল এসময় উপস্থিত ছিলেন। 
ত্রাণ মন্ত্রী বলেন, সরকার রোহিঙ্গাদের সাময়িক আশ্রয়দান সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোন থেকে বিবেচনা করছে। এতো বিপুলসংখ্যক বিদেশি নাগরিকের আশ্রয়দান, বাংলাদেশের জন্য কষ্টকর হলেও, এ মানবিক সংকটের সময়ে রোহিঙ্গাদের সাময়িক সময়ের জন্য সীমান্তবর্তী একটি এলাকায় আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে। তাদের জন্য বাংলাদেশের পক্ষে সম্ভব, সকল ধরনের মানবিক সহায়তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। 
মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রতিবেশী দেশসহ সকলের সাথে সুসম্পর্কে বিশ^াস করে। আলাপ আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে অল্প সময়ের মধ্যে এ সংকটের সমাধান সম্ভব বলে তিনি মনে করেন। মায়ানমার অতি দ্রুত তার নাগরিকদের ফিরিয়ে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্ত্রী আরো বলেন, ২৫ আগস্টের পর থেকে নতুন করে বিপুলসংখ্যক মায়ানমারের নাগরিকগণ জীবনের ঝুঁকি নিয়ে, নদী ও সাগর পথে বাংলাদেশে আসছে। ২৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত অনানুষ্ঠানিকভাবে ৩ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে যা অতীতের যে কোন সময়ের চেয়ে এবার প্রবেশের হার অনেক বেশি। তিনি বলেন, নারী শিশু ও অসহায় অনুপ্রবেশকারীদের করুণ চিত্র বিশ^বাসীর নজরে এসেছে এবং বাংলাদেশ ও বিশ^বাসী এ নিয়ে বিশেষ উদ্বিগ্ন। অসহায় এই মানুষগুলোর দুঃখ-দুর্দশা মানবিক সংকট তৈরি করেছে। আন্তর্জাতিক সংগঠন ও সম্প্রদায়কে এ অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, এ লোকগুলোকে ফিরিয়ে নিতে তারা যেন মায়ানমারকে চাপ দেয়।
#
 
ফারুক/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৭০৫ ঘণ্টা
Todays handout.docx Todays handout.docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon