Handout Number: 2166
Government Launches Initiative to Protect Nature
and the Environment with Public Participation
- Environment Advisor
Dhaka, 25 December:
Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest, and Climate Change, and the Ministry of Water Resources, stated that the government is working with the public to protect nature and the environment. Initiatives have been taken to transform institutions like the Department of Environment, Forest Department, and Water Development Board into people-oriented organizations. She emphasized that everyone must consider environmental conservation as a national priority and act accordingly. Efforts are underway to bridge the gap between the government and the public by addressing their concerns and ensuring their voices are heard.
She made these remarks on Wednesday evening while addressing the audience as the Chief Guest at the 'Prokriti O Jibon Foundation - Channel i Nature Conservation Award 2023' ceremony held at the Channel i premises in the capital.
Syeda Rizwana Hasan further said that conservation efforts must be driven by compassion for nature. She highlighted the irreversible loss of species once they disappear and stressed the importance of recognizing environmental warriors.
The advisor noted that efforts have begun to resolve long-standing environmental issues in the country. Priority is being given to clearing canals of encroachment and pollution. Initiatives are also being taken to protect all rivers. She urged everyone to contribute to nature conservation to ensure a livable planet for future generations.
The event was presided over by Prokriti O Jibon Foundation Chairman Mukit Majumder Babu. Speakers included Dr. Abdul Hamid, Director General of the Department of Environment; Md. Amir Hossain Chowdhury, Chief Conservator of Forests; and Nayoka Martinez Beckstrom, First Secretary for Environment and Climate Change at the Embassy of Sweden.
This year's award was presented to Dr. Md. Manoorul Kibria, Professor of Zoology at the University of Chittagong, for his significant contributions to conserving Bangladesh's nature and biodiversity. Referring to Dr. Kibria's work, the advisor remarked that the Halda River and Manzurul Kibria are inseparable.
The event was attended by environmental experts, representatives from non-governmental organizations, members of the media, and other distinguished guests.
#
Dipankar/Mehedi/Paban/Rafiqul/Shamim/2024/2130hour
তথ্যবিবরণী নম্বর: ২১৬৫
সরকার জনগণকে সাথে নিয়ে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় কাজ করছে
- পরিবেশ উপদেষ্টা
ঢাকা, ১০ পৌষ (২৫ ডিসেম্বর):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার জনগণকে সাথে নিয়ে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় কাজ করছে। পরিবেশ অধিদপ্তর, বন অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডকে জনগণের প্রতিষ্ঠানে পরিণত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, পরিবেশ রক্ষাকে জাতীয় স্বার্থ হিসেবে বিবেচনা করে সবাইকে কাজ করতে হবে। জনগণের মতামত প্রতিষ্ঠা এবং সমস্যার সমাধান করতে সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ তৈরি করা হচ্ছে।
আজ রাজধানীর চ্যানেল আই প্রাঙ্গণে ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক-২০২৩’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান আরো বলেন, প্রকৃতির জন্য দরদ দিয়ে কাজ করতে হবে। হারিয়ে যাওয়া প্রাণী ফিরিয়ে আনা যায় না, এটি আমাদের বুঝতে হবে। পরিবেশ যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে। তিনি জানান, দেশের দীর্ঘদিনের সমস্যা সমাধানের কাজ শুরু হয়েছে। অগ্রাধিকার ঠিক করে খাল দখল ও দূষণমুক্ত করা হচ্ছে। সব নদী রক্ষায় উদ্যোগ নেওয়া হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে প্রকৃতি রক্ষায় এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী, সুইডেন দূতাবাসের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ফার্স্ট সেক্রেটারি নায়োকা মারটিনেজ বেকস্ট্রম প্রমুখ।
বাংলাদেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদান রাখার জন্য এ বছর পদক পান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া। উপদেষ্টা বলেন, হালদা এবং মনজুরুল কিবরিয়াকে আলাদা করা যাবে না।
অনুষ্ঠানে পরিবেশ বিশেষজ্ঞ, বেসরকারি প্রতিষ্ঠান ও গণমাধ্যম প্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
#
দীপংকর/পবন/রফিকুল/শামীম/২০২৪/২১১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২১৬৪
উত্তরবঙ্গের অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন স্থানীয় সরকার উপদেষ্টা
নীলফামারী, ১০ পৌষ (২৫ ডিসেম্বর):
উত্তরবঙ্গের স্থানীয় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, তারুণ্য উৎসব ও ক্রীড়ার মান উন্নয়ন কার্যক্রম, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভায় যোগদান কার্যক্রমের ধারাবাহিকতার অংশ হিসেবে আজ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া- ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার বিভিন্ন উপজেলা পরিদর্শন করেন।
এ সময় উপদেষ্টা ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ কমপ্লেক্সে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগদান করেন। সভায় উপজেলার শিক্ষার মান উন্নয়নে পাঠাগার স্থাপনের জন্য ৫০ লাখ টাকা ও ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নে আরো ১৫ লাখ টাকা বিশেষ বরাদ্দের ঘোষণা করেন উপদেষ্টা।
পরবর্তীতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, আটোয়ারীর বড়দাপ মৌজায় শীঘ্রই নির্মিত হবে মিনি স্টেডিয়াম। জুলাই গণঅভ্যুত্থানে শহিদ হওয়া পঞ্চগড়ের কোন বীর সন্তানের নামেই হবে স্টেডিয়ামের নামকরণ। আটোয়ারী উপজেলায় শীতবস্ত্র বিতরণকালে উপজেলার খেলোয়াড়দের সার্বিক উন্নয়নে ২০ লাখ টাকা এবং স্থানীয় নানাবিধ অবকাঠামো উন্নয়নে ৫০ লাখ টাকার বিশেষ বরাদ্দের ঘোষণা দেন তিনি।
দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং স্থানীয় সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে জনগণের সাথে মতবিনিময় সভায় যোগ দেন তিনি। এ সময় তেঁতুলিয়া উপজেলার সাংস্কৃতিক কার্যক্রম, খেলাধুলা, তারুণ্যের উৎসব ও উন্নয়ন কার্যক্রমের জন্য ৫০ লাখ টাকা বিশেষ বরাদ্দের ঘোষণা করেন স্থানীয় সরকার উপদেষ্টা। এছাড়া তিস্তার সমস্যা সমাধানে আগামী বছরের শুরুর দিকে গণশুনানি হতে পারে বলে জানান তিনি।
বিকালে উপদেষ্টা নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় উত্তরবঙ্গের স্থলবন্দরগুলোর মান উন্নয়নে এবং কর্মসংস্থান বৃদ্ধিতে সুগারমিল ও টেক্সটাইল মিলগুলো চালুকরণের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করা হবে বলে জানান তিনি।
#
সালাউদ্দিন/মেহেদী/পবন/রফিকুল/শামীম/২০২৪/১৯৫৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২১৬৩
খ্রিষ্টান সম্প্রদায়ের সাথে পররাষ্ট্র উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
ঢাকা, ১০ পৌষ (২৫ ডিসেম্বর):
বড়দিন উপলক্ষ্যে খ্রিষ্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন।
আজ রাজধানীর কাকরাইল চার্চে খ্রিষ্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, আমাদের সংস্কৃতির অংশ হচ্ছে সকল ধর্মের মাঝে সম্প্রীতি ও সহাবস্থান। এটি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমাদের এই সংস্কৃতিতে ধর্মীয় সংঘাত নেই। আমরা সবাই একসাথে শান্তিতে থাকতে চাই।
মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম, বীর প্রতীক; আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ফাদার আলবার্ট রোজারিও প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
#
কামরুল/মেহেদী/রফিকুল/সেলিম/২০২৪/১৮৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২১৬২
ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান আগামীকাল দেশে পৌঁছাবে
ঢাকা, ১০ পৌষ (২৫ ডিসেম্বর) :
ভারত থেকে আমদানিকৃত ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে MV.TANAIS DREAM জাহাজটি আগামীকাল চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। এটি অন্তর্বর্তীকালীন সরকারের ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান। ভারত থেকে মোট ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করা হবে।
ইতোমধ্যে আমদানিকৃত জাহাজের এ চাল দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
#
ইমদাদ/রবি/আলী/মাসুম/২০২৪/১৫৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২১৬১
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের
মৃত্যুতে পরিবেশ উপদেষ্টা ও সচিবের শোক
ঢাকা, ১০ পৌষ (২৫ ডিসেম্বর) :
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের (বিসিসিটি) ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম আজ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ পৃথক শোকবার্তায় তাঁরা বলেন, রফিকুল ইসলাম ছিলেন সদালাপী, দক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তা। তিনি চলতি বছরের জুলাই মাসে বিসিসিটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। তাঁর মৃত্যুতে পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও গভীরভাবে শোকাহত।
উপদেষ্টা ও সচিব মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মৃত্যুকালে বিসিসিটির এমডি রফিকুল ইসলাম স্ত্রী ও এক পুত্র রেখে গেছেন। তিনি ১৮তম বিসিএস এর সদস্য হিসেবে ১৯৯৯ সালে প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। ফরিদপুর জেলার চর ভদ্রাসন উপজেলার বাসিন্দা রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনুজীববিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
#
দীপংকর/রবি/আলী/মাসুম/২০২৪/১৫৩৩ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২১৬০
বড়দিন উপলক্ষ্যে খ্রিষ্টান সম্প্রদায়ের ব্যক্তিবর্গের সাথে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
ঢাকা, ১০ পৌষ (২৫ ডিসেম্বর) :
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন দেশ ও জনগণের কল্যাণে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। ‘শুভ বড়দিন-২০২৪’ উপলক্ষ্যে আজ বঙ্গভবনে খ্রিষ্টান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
বড়দিন উপলক্ষ্যে রাষ্ট্রপতি এবং তাঁর সহধর্মিণী ড. রেবেকা সুলতানা খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সম্মানে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, আর্চবিশপ বিজয়
এন ডি’ক্রুজ ও ভ্যাটিকানের রাষ্ট্রদূত কেভিন এস র্যান্ডেল এবং রাষ্ট্রপতির সচিবগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক
সম্প্রীতির দেশ। তিনি বাংলাদেশকে একটি বৈষম্য ও দুর্নীতিমুক্ত এবং ন্যায় ভিত্তিক রাষ্ট্রে পরিণত করতে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরো মজবুত করার ওপর জোর দেন।
এর আগে, রাষ্ট্রপতি বড় দিন উপলক্ষ্যে একটি কেক কাটেন ।
পরে, রাষ্ট্রপতি অতিথিবৃন্দের সাথে কুশল বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ ও খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ যোগ দেন।
#
রাহাত/রবি/আলী/মাসুম/২০২৪/১৪১৩ ঘণ্টা