Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ নভেম্বর ২০১৮

তথ্যবিবরণী ২৫/১১/২০১৮

তথ্যবিবরণী ২৫/১১/২০১৮                                                                                        নম্বর : ৩১৭৫
 
সরকারের নানামুখী পদক্ষেপের কারণে দেশে বাল্যবিবাহের পরিমাণ  হ্রাস পেয়েছে
                                                            --- মেহের আফরোজ চুমকি
 
ঢাকা, ১১ অগ্রহায়ণ (২৫ নভেম্বর) :
 
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারী নির্যাতন এবং মানবাধিকারের চরম লঙ্ঘনের অন্যতম কারণ বাল্যবিবাহ। সরকার বাল্যবিবাহ বন্ধে নানামুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাল্যবিবাহ বিরোধী প্রচারণা বিভিন্ন আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। দেশে বাল্যবিবাহের পরিমাণ উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। 
প্রতিমন্ত্রী আজ ঢাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ইউ এন ইউমেন বাংলাদেশের আয়োজনে রাজধানীর সিরডাপ মিলনায়তনে নারীর সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায়  এসব কথা বলেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি’র সভাপতিত্বে অনুষ্ঠানে  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতিসংঘের বাংলাদেশ আবাসিক প্রতিনিধি মিয়া সেপো (গরধ ঝবঢ়ঢ়ড়), দীপ্ত ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাকিয়া কে হাসান এবং নারী নির্যাতন প্রতিরোধাকল্পে মাল্টিসেক্টোরাল প্রকল্পের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন। 
#
 
খায়ের/সেলিম/রফিকুল/জয়নুল/২০১৮/১৯১০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩১৭৪
 
বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারে কোনো আপোশ করা হবে না
                                                 --- আইনমন্ত্রী
 
ঢাকা, ১১ অগ্রহায়ণ (২৫ নভেম্বর) :
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী। তাই বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারে কোনো আপোশ করা হবে না। তার কারণ দেশের উন্নয়ন তখনই হয় যখন সেখানে আইনের শাসন থাকে, বিচার বিভাগ স্বাধীন থাকে এবং জনগণের বিশ^াস থাকে যে আদালতে গেলে তারা ন্যায় বিচার পাবে।
আজ ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজগণের জন্য আয়োজিত ২৪ তম বিচার প্রশাসন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
মন্ত্রী বলেন, ১৯৭২ সালে বঙ্গবন্ধু যে সংবিধান দিয়ে গেছেন সেই সংবিধানের অনুচ্ছেদ ২২ ও অনুচ্ছেদ ৯৪(৪) এ বিচার বিভাগের স্বাধীনতার  কথা বলা হয়েছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধুকে হত্যা করা না হলে দেশের বিচার বিভাগ অনেক আগেই স্বাধীন হয়ে যেত। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করার পর দেশে একটি বিচারহীনতার সংস্কৃতির ছায়া পড়েছিল।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোঃ বক্তৃতা করেন।
#
 
রেজাউল/সেলিম/রফিকুল/জয়নুল/২০১৮/১৯২০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ৩১৭৩
অ্যাসোসিও অ্যাওয়ার্ড অর্জন করায় আবদুল্লাহ এইচ কাফিকে বেসিসের সংবর্ধনা
 
ঢাকা, ১১ অগ্রহায়ণ (২৫ নভেম্বর) :
এশিয়া ওশেনিয়া অঞ্চলে আইসিটি খাতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি এবং অ্যাসোসিও’র সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ এইচ কাফি “অ্যাসোসিও” এর সর্বোচ্চ সম্মাননা পুরস্কার ‘দ্য অ্যাসোসিও অনারারি অ্যাওয়ার্ড’ অর্জন করায় বাংলাদেশ এসোসিয়েশন অভ্ সফট্ওয়্যার ইনফরমেশন সার্ভিস (বেসিস) তাকে সংবর্ধনা প্রদান করে। 
অ্যাসোসিও অ্যাওয়ার্ড হচ্ছে আইসিটি খাতের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পুরস্কার।
আজ বেসিস এর কারওয়ান বাজারস্থ সভাকক্ষে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। 
বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বেসিসের ফাউন্ডার প্রেসিডেন্ট তৌহিদুল ইসলাম, উপদেষ্টা শেখ আবদুল আজিজ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রহমান। বেসিসের ইসি কমিটির সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন ।
এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন গত ৮ নভেম্বর জাপানের টোকিওর এনা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘অ্যাসোসিও ডিজিটাল সামিট ২০১৮’ অনুষ্ঠানে অ্যাসোসিও’র বর্তমান চেয়ারম্যান ডেভিট ওয়াং কাফির হাতে আনুষ্ঠানিকভাবে অ্যাওয়ার্ডটি তুলে দেন।
অ্যাসোসিও প্রতিষ্ঠার সুদীর্ঘ ৩৫ বছরে এই সর্বোচ্চ স¤œাননা পুরস্কার পেয়েছেন মাত্র ৩ জন প্রযুক্তিবিদ তারা হলেন কোরিয়ার ড. ওয়াই টি লি, তাইওয়ানের রিচার্ড ইন এবং মালয়েশিয়ার হেরিস টান। আব্দুল্লাহ এইচ কাফি হলেন এই সর্বোচ্চ সন্মাননা পুরস্কার বিজয়ী চতুর্থ ব্যক্তি। এছাড়াও এবারের ‘অ্যাসোসিও ডিজিটাল সামিট ২০১৮’ এ চারটি বিভাগে সম্মাননা পেল বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ দেশের চার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। 
প্রধান অতিথির বক্তৃতায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে আইসিটি সেক্টরকে তুলে ধরতে আইটি ব্যক্তিত্ব আব্দুল্লাহ এইচ কাফি নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ট্রেডবডিগুলোর সাথে বাংলাদেশের আইসিটি ইন্ডাস্ট্রির সংযোগ ও সুসম্পর্ক গড়ে তুলতে তাঁর অবদান অনস্বীকার্য উল্লেখ করে মন্ত্রী বলেন, গুনিজনদের সম্মানিত করা আমাদের নৈতিক দায়িত্ব। গুণিজনদের সম্মানিত করলে ভবিষ্যৎ প্রজন্ম সৃজনশীল কাজে আরো অনুপ্রাণিত হবে।
মন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির এশিয়া-ওশেনিয়া অঞ্চলের সবচেয়ে বৃহৎ সংগঠন অ্যাসোসিও থেকে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি ক্যাটাগরিতে সম্মাননা অর্জন নিঃসন্দেহে দেশের জন্য গৌরবের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দূরদর্শী নির্দেশনা তথ্যপ্রযুক্তিতে সারা পৃথিবীতে বাংলাদেশ রোল মডেল বিবেচিত হচ্ছে। এভাবেই একদিন আমরা তথ্যপ্রযুক্তিতে বিশ্বকে নেতৃত্ব দিবো বলে তিনি উল্লেখ করেন।
পরে মন্ত্রী কাফিকে বেসিসের পক্ষ থেকে টোকেন অভ্ এপ্রোসিয়েশন প্রদান করেন।
#
 
শহিদুল/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৯১৫ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৩১৭২
 
২০১৮ সালের হজ ব্যবস্থাপনা ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর হজ ব্যবস্থাপনা
                                                                                     --- ধর্মমন্ত্রী
ঢাকা, ১১ অগ্রহায়ণ (২৫ নভেম্বর) :
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, বিগত ১০ বছরে হজ ব্যবস্থাপনায় বিভিন্ন পর্যায়ে ব্যাপক উন্নতি সাধিত হওয়ায় হজ যাত্রীদের হজ পালন সহজ ও সুন্দর হয়েছে। এর ফলে হজযাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ২০১৮ সালের হজ ব্যবস্থাপনা ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর হজ ব্যবস্থাপনা।
মন্ত্রী আজ ঢাকায় বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে হজ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা-২০১৮ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা অনুসারে বিগত ১০ বছরে হজ ব্যবস্থাপনার উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বছরব্যাপী অনলাইন প্রাক-নিবন্ধনের সুবিধা, চিকিৎসা সেবা, পরিবহণ ও আবাসন ব্যবস্থাপনায় উন্নয়নের ফলে হজ পালন অনেক সহজ হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল হজ ব্যবস্থাপনার নির্দেশনা এবং সৌদি সরকারের ই-হজ ব্যবস্থাপনার সাথে সমন্বয় করে  ই-হজ ব্যবস্থাপনা গড়ে তোলা হয়েছে। 
ধর্মমন্ত্রী আরো বলেন, আমাদের সামগ্রিক হজ ব্যবস্থাপনায় বেসরকারি হজ এজেন্সিসমূহের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে হজযাত্রীদের মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া, খাবারসহ বিভিন্ন সেবা প্রদানের ক্ষেত্রে হজ এজেন্সিসমূহকে আরো বেশি দায়িত্বশীল হওয়া প্রয়োজন। 
ধর্ম সচিব মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা-২০১৮ এ  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, বাংলাদেশ কনস্যুলেট, জেদ্দা, সৌদি আরবের কনসাল জেনারেল এ এফ বোরহানুদ্দিন, কাউন্সেলর (হজ) জেদ্দা মোঃ মাকসুদুর রহমান এবং হজ এজেন্সিস এসোসিয়েশন অভ্ বাংলাদেশের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন তাসলিম। 
হজ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিগণ, ২০১৮ সালের হজ প্রশাসনিক প্রতিনিধি দল, প্রশাসনিক দল, হজ চিকিৎসক দল, হজ সহায়ক দল, হজ গাইড, সাধারণ হজযাত্রীদের প্রতিনিধিগণ দিনব্যাপী হজ ব্যবস্থাপনা বিষয়ক এই কর্মশালায় অংশগ্রহণ করেন। 
#
 
আনোয়ার/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৯০০ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩১৭১
 
১ম বর্র্ষ ¯œাতক সম্মান ভর্তির ২য় রিলিজ স্লিপের আবেদন ২৮ নভেম্বর শুরু
 
ঢাকা, ১১ অগ্রহায়ণ (২৫ নভেম্বর) :
 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ¯œাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ২য় রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হয়ে ৪ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে। 
ভর্তি কার্যক্রমে যে সকল প্রার্থী মেধাতালিকায় স্থান পায়নি অথবা মেধাতালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি এবং ভর্তি বাতিল করেছে, সে সকল প্রার্থী ২য় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। 
বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট (িি.িহঁ.ধপ.নফ/ধফসরংংরড়হং) থেকে জানা যাবে। 
#
ফয়জুল/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৮/১৪০০ ঘণ্টা  
Todays handout (2).docx Todays handout (2).docx