Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ ফেব্রুয়ারি ২০১৭

তথ্যবিবরণী ২৪ ফেব্রুয়ারি ২০১৭

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৫৭৪

সিলেটে বেঙ্গল উৎসবে তথ্যমন্ত্রী
সাংস্কৃতিক আন্দোলন রুখবে জঙ্গি

সিলেট, ১২ ফাল্গুন (২৪ ফেব্রুয়ারি) :
    রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি জঙ্গিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনের ওপর গুরুত্ব আরোপ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

    আজ সিলেট নগরের মাছিমপুরে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া চত্বরে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত দশদিনব্যাপী ‘মানবিক সাধনায় বেঙ্গল সাংস্কৃতিক উৎসবে’র তৃতীয় সন্ধ্যার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ নির্মূলে রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।’

    বায়ান্ন, একাত্তর, নব্বই এর সংগ্রাম আমাদের সাংস্কৃতিক বিজয়ের সাক্ষী হয়ে রয়েছে উল্লেখ করে মুক্তিযোদ্ধা ইনু বলেন, ‘রাজনৈতিক অপকৌশল হিসেবে মানুষের প্রবাহমান সংস্কৃতির ধারাকে ব্যাহত করতে অতীতে বারবার ধর্মের অপব্যবহার হয়েছে। কিন্তু মননশীল সাংস্কৃতিক আন্দোলন বহুক্ষেত্রেই সে অপচেষ্টা নস্যাৎ করেছে ও আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি যুগিয়েছে।’

    ভাষা’র মাসে মহান ভাষা শহীদদের গভীর শ্রদ্ধা এবং বেঙ্গল ফাউন্ডেশনকে এ আয়োজনের জন্য অভিনন্দন জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘ধর্মের সাথে সংস্কৃতির কোনো বিরোধ নেই। বিশ্বব্যাপী হাজারো সংস্কৃতির মানুষ শান্তির সাথে যার যার ধর্ম পালন করছে। মানব ও প্রকৃতির জন্য প্রেম এবং চিত্তের সুবিকাশই ধর্মের সবচেয়ে বড় শিক্ষা। আর মানুষের এই চেতনা তার সংস্কৃতির মধ্যেই প্রকাশিত।’

    গত বুধবার, ২২ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উদ্বোধিত ৩ মে অবধি এ উৎসবে বাদ্যযন্ত্র প্রদর্শনী, কারুশিল্প, সাহিত্য সম্মেলন, গান, চলচ্চিত্র, লোকগান, নাটক, স্থাপত্য প্রদর্শনী ও আর্টক্যাম্পে দেশ-বিদেশের ছয় শতাধিক খ্যাতনামা ও উদীয়মান শিল্পীরা প্রতিদিন দুপুর থেকে মধ্যরাতব্যাপী অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। সংস্কৃতি চর্চায় উৎকর্ষের লক্ষ্যে এ উৎসব উৎসর্গ করা হয়েছে জ্ঞানতাপস আবদুর রাজ্জাকের উদ্দেশ্যে।
#
আকরাম/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/২১৩৪ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৫৭৩

ডেপুটি স্পিকার বইমেলায় বইয়ের মোড়ক উন্মোচন করেছেন

ঢাকা, ১২ ফাল্গুন (২৪ ফেব্রুয়ারি) :

    জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া আজ ঢাকায় বাংলা একাডেমি প্রাঙ্গণে একুশে বই মেলায় কবি শাহ্ মোঃ আহসান মঞ্জুর রচিত ‘হে নবীন’, অমিতাভ দাশ হিমুন রচিত ‘পরম্পরার চোখ’ এবং মোঃ জাকারিয়া রহমান জামিল রচিত ‘অনুভুতির খেলা’ শীর্ষক কবিতার বইসহ বেশ কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।
    এসময় ডেপুটি স্পিকার বলেন, লেখনীর মধ্য দিয়ে একজন মানুষের সৃজনশীল মননের বিকাশ ঘটে। কবিতা মানুষের মনকে পরিচ্ছন্ন আনন্দ দেয়। এসময় তিনি বর্তমান প্রজন্মকে আরো বেশি বই পড়ার উপর গুরুত্বারোপ করেন।
    তিনি বলেন, একজন বইপ্রেমী মানুষ কখনোই মাদকাসক্ত হয় না, জঙ্গি বা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না। এমনকি কোন ধরনের কুসংস্কারের বেড়াজালে নিজেকে আড়ষ্ট করে না। এসময় তিনি বর্তমান প্রজন্মকে বইমুখী করতে  সুস্থ ও মুক্তচিন্তার বিকশে সহায়ক  বই আরো বেশি করে লেখার জন্য লেখকদের প্রতি আহ্বান জানান।

#
স¦পন/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/২০৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                         নম্বর : ৫৭২

দেশের উন্নয়ন ও গণতন্ত্র সমান্তরালে এগিয়ে চলছে
          --- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

ঢাকা, ১২ ফাল্গুন (২৪ ফেব্রুয়ারি) :
    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি বলেছেন, বর্তমান সরকারের সময়ে দেশের উন্নয়ন ও গণতন্ত্র সমান্তরালে এগিয়ে চলছে। কোন অপশক্তি যেন উন্নয়নের এ অগ্রযাত্রাকে প্রতিহত করতে না পারে সেজন্য সচেতন নাগরিকের পাশাপাশি শিক্ষক সমাজকে সজাগ থাকতে হবে।
    মন্ত্রী আজ ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
    অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুর রশিদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা মোঃ আবুল বাসার প্রমুখ। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আতিকুর রহমান আতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
    মন্ত্রী বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গড়তে হলে শিক্ষার কোন বিকল্প নেই। ২০৩০ সালের মধ্যে সবার জন্য শিক্ষা এবং মানসম্মত শিক্ষা ও ঝরেপড়া রোধ নিশ্চিত করতে হবে। এজন্য বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে অবকাঠামো নির্মাণসহ স্বচ্ছতার সাথে শিক্ষক নিয়োগ প্রদান করছে। শিক্ষক-কর্মকর্তাদের দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করছে। শূন্য পদে নিয়োগসহ শিক্ষক স্বল্পতা দূরীকরণে সরকার কাজ করে যাচ্ছে।
#
রবীন্দ্র/সেলিম/মোশারফ/নজরুল/২০১৭/২০০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৫৭১

বিজ্ঞান শিক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে
               ---শিক্ষামন্ত্রী
ঢাকা, ১২ ফাল্গুন (২৪ ফেব্রুয়ারি) :
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিজ্ঞান শিক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ফলে বিজ্ঞানে শিক্ষার্থীর মোট সংখ্যা ও শতকরা হার অনেক বৃদ্ধি পেয়েছে।
    মন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল অডিটোরিয়ামে বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৭-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এ অলিম্পিয়াডের আয়োজন করে।
    শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের সময় বিজ্ঞানে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছিল। বিজ্ঞান পড়ায় শিক্ষার্থীদের আগ্রহী করতে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করি। ফলে এখন বিজ্ঞান শিক্ষায় ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেড়েছে। বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে শিক্ষার্থী প্রতিবছর বাড়ছে। এরা ফলাফলেও ভাল করছে।
    অলিম্পিয়াডে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, তোমরাই একদিন বিজ্ঞানী হবে। বিজ্ঞান ও গবেষণার মাধ্যমে বিশ্বসভায় দেশের মুখ উজ্জ্বল করবে। অলিম্পিয়াডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞানের বিভিন্ন বিষয় আরো ভালভাবে জানার ও শিখার সুযোগ পায়। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই এ জাতিকে বিভিন্নক্ষেত্রে নেতৃত্ব দেবে। তাই তাদেরকে বিশ্বমানের শিক্ষা অর্জন করতে হবে।
    তিনি বলেন, সংখ্যা বৃদ্ধির সাথে সাথে শিক্ষার মানও বৃদ্ধি পাচ্ছে। তবে আমরা যে মানে পৌঁছতে চাই, তা থেকে অনেক  পেছনে আছি।
    বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর কাজী আবদুল ফাত্তাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সেক্রেটারি ড. মেসবাহউদ্দিন আহমেদ এবং অলিম্পিয়াডের সমন্বয়কারী ড. নঈম চৌধুরী বক্তৃতা করেন।
    পরে শিক্ষামন্ত্রী বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।  সারাদেশ থেকে আগত অংশগ্রহণকারীদের মধ্য থেকে স্কুল পর্যায়ে ৩০ জন এবং কলেজ পর্যায়ে ৩০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
#
আফরাজুর/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/১৯৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৫৭০

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে
বরগুনা ও রাজশাহী বিভাগ সেমিফাইনালে

ঢাকা, ১২ ফাল্গুন (২৪ ফেব্রুয়ারি) :
    বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বরগুনা জেলার আমতলী উপজেলার পশ্চিম গাজীপুর অগ্রদূত সরকারি প্রাথমিক বিদ্যালয় কুড়িগ্রাম জেলার সদর উপজেলার আশরাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন ।
    দিনের অপর খেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে রাজশাহী বিভাগের চারঘাট উপজেলার বড়বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বরিশাল বিভাগের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর পূর্ব ষট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৬-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
    উভয় খেলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও এর দপ্তরসমূহের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
রবীন্দ্র/সেলিম/মোশারফ/নজরুল/২০১৭/১৯২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৫৬৯

২০১৮ সালের মধ্যে প্রতিঘরে বিদ্যুৎ
ছেংগারচর, (চাঁদপুর), ১২ ফাল্গুন (২৪ ফেব্রুয়ারি) :
    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, ২০১৮ সালের মধ্যে প্রতিঘরে বিদ্যুৎ দেয়া হবে। ২০২১ সালের মধ্যে ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। ভারত, নেপাল ও ভুটান থেকে চাহিদামত বিদ্যুৎ আমদানি করা হবে।
    তিনি আজ মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার মায়া বীরবিক্রম মিলনায়তনে  নবনির্মিত  ২৫ কিলোমিটার বিদ্যুৎ লাইন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতা করেন। পৌরসভার ২ হাজার গ্রাহক এতে বিদ্যুৎ সুবিধা পাবেন।
    উপজেলা চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু, ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম ইমন, পৌর মেয়র রফিকুল আলম জজ, প্যানেল মেয়র রুহুল আমিন, যুবলীগের কেন্দ্রীয় নেতা সাজেদুল হোসেন দীপু চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, সৌর প্যানেলের মাধ্যমে অতিরিক্ত ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গীকার পূরণ করা হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এরই অংশ হিসেবে ইতোমধ্যে ২ লাখ সৌর প্যানেল স্থাপন করেছে। চলমান অর্থবছরে আরো ৩ লাখ সৌর প্যানেল স্থাপন করা হবে। যেখানে লাইনের মাধ্যমে বিদ্যুৎ দেয়া সম্ভব হবে না, সেখানেই অগ্রাধিকার ভিত্তিতে সৌরপ্যানেল স্থাপন করা হবে। টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রতিঘরে বিদ্যুৎ দেয়ার পরিকল্পনা থেকে এ সৌর প্যানেল স্থাপন করা হচ্ছে।
    এ সময় মায়া চৌধুরী বলেন ২০০৬ সালে বিএনপি-জামায়াত সরকার ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ রেখে ক্ষমতা ছেড়েছিল। দিনে ২০ ঘণ্টা লোডশেডিং লেগে থাকতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূর প্রসারী ও বহুমুখী পরিকল্পনার কারণে আজ ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। জেলা উপজেলায় হাজার হাজার কলকারখানা গড়ে উঠছে। তিনি বলেন কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছেন। জাতি হিসেবে এটি আমাদের জন্য লজ্জা ও ঘৃণার। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে। বিএনপি যদি সন্ত্রাসী সংগঠন না হয়ে থাকে তাহলে কানাডার আদালতে নিজেদের গণতান্ত্রিক দল হিসেবে প্রমাণ করুক। না হলে এদেশে কোন সন্ত্রাসী সংগঠন রাজনীতি করতে পারবে কি না দেশবাসীকে ভেবে দেখতে হবে।
#

ফারুক/সেলিম/মোশারফ/নজরুল/২০১৭/১৮৩২ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৫৬৮

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজন প্রতিশ্রুতিশীল তরুণ সমাজ
        --- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ১২ ফাল্গুন (২৪ ফেব্রুয়ারি) :
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজন প্রতিশ্রুতিশীল মানবিক তরুণ সমাজ। সোনার বাংলা গড়তে হলে আজকের এই তরুণদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে। সরকার তরুণদের আগামীর বাংলাদেশের উপযুক্ত করতে নানাবিধ কার্যক্রম হাতে নিয়েছে। নতুন নতুন উদ্যোক্তা সৃজনে কার্যক্রম চালানো হচ্ছে।
    প্রতিমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমিতে “৮ম বিডিএফ জাতীয় বিতর্ক উৎসব ও যুব সম্মেলন ২০১৭”-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের স্বপ্ন দেখতে হবে এবং সে স্বপ্ন বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করা প্রয়োজন। নিজেদের মধ্যে ঈড়হহবপঃরারঃু বাড়ানোর গুরুত্বরোপ করে তিনি বলেন, উবসড়মৎধঢ়যরপ উরারফবহফ কাজে লাগিয়ে দ্রুত থেকে দ্রুততর আমাদের উন্নয়ন ঘটাতে হবে। যেখানে বিতর্ক আছে সেখানেই ইতিবাচক মনোভাব নিয়ে তা সমাধান করতে হবে।  
    অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তৃতায় পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় বিতর্কের চর্চা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
    বাাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি সঞ্জীব সাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ বীরু প্রকাশ পাল।
#

আসলাম/সেলিম/মোশারফ/নজরুল/২০১৭/১৮৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৫৬৭

পাসপোর্ট সেবা সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ১২ ফাল্গুন (২৪ ফেব্রুয়ারি) :

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৭ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
    ‘‘বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর ‘পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৭’ উদযাপন করতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীকে শুভেচ্ছা জানাচ্ছি ।
    সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে পাসপোর্ট পরিদপ্তরকে অধিদপ্তরে রূপান্তরিত করেন। তিনি এ অধিদপ্তরকে গতিশীল করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেন।
    আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে সরকার গঠন করার পর সর্বপ্রথম বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে ডিজিটাল ডিপার্টমেন্টে রূপান্তরিত করার পদক্ষেপ গ্রহণ করে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে আমরা ২০০৯ সালে দেশে মেশিন রিডেবল পাসপোর্ট এবং মেশিন রিডেবল ভিসা প্রবর্তনের জন্য এমআরপি- এমআরভি প্রকল্প অনুমোদন করি। এছাড়াও সুশৃঙ্খল পরিবেশে ডিজিটাল পাসপোর্ট সেবা প্রদানের লক্ষ্যে সারাদেশে ৬৪টি জেলায় ৭১টি পাসপোর্ট অফিস স্থাপনের মাধ্যমে সরকার জনসেবায় প্রতিশ্রুত পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে।
    প্রযুক্তির ছোঁয়ায় প্রতিদিন বদলে যাচ্ছে কর্মকৌশল। আমরা হাতে লেখা পাসপোর্ট  থেকে এখন মেশিন রিডেবল পাসপোর্ট প্রবর্তন করেছি। কিন্তু এর চেয়েও উন্নতমানের ঈঐওচ সম্বলিত অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ই-পাসপোর্ট পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা ই-পাসপোর্ট চালু করার পদক্ষেপ নিয়েছি।
    ‘পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃস¦ার্থ সেবাই অঙ্গীকার’-এই সেøাগানকে সামনে রেখে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর নাগরিক সেবায় নিয়োজিত হবে -এ আমার প্রত্যাশা।
    আমি আশা করি, এ অধিদপ্তরের প্রতিটি সদস্য তাদের অর্জিত জ্ঞান ও পেশাগত দক্ষতার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সততা, দেশপ্রেম ও নিষ্ঠার সাথে কাজ করে পাসপোর্ট সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে  দেবেন।
    আমি ‘পাসপোর্ট সেবা সপ্তাহ ২০১৭’ -এর সার্বিক সাফল্য কামনা করছি।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।’’
#
ইমরুল কায়েস/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/১৮৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৫৬৬

পাসপোর্ট সেবা সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ১২ ফাল্গুন (২৪ ফেব্রুয়ারি) :
    রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৭ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
    ‘‘বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের উদ্যোগে ‘পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৭’ উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত।
    পাসপোর্ট নাগরিকের গুরুত্বপূর্ণ জাতীয় পরিচয়পত্র। বিশ্ব দরবারে পাসপোর্ট কেবল নাগরিকের জাতীয় পরিচয়ই তুলে ধরে না, এর মাধ্যমে জাতির  আভিজাত্য, দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও ভাবমূর্তি ফুটে ওঠে। সময়ের পরিক্রমায় তথ্যপ্রযুক্তি বিকাশের সাথে সাথে এনালগ পাসপোর্ট পদ্ধতির পরিবর্তে ডিজিটাল পদ্ধতির উন্মেষ ও বিকাশ ঘটেছে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বর্তমান সরকার ২০১০ সালে এমআরপি ও এমআরভি বাস্তবায়নের পর এখন ই-পাসপোর্ট প্রণয়নের প্রকল্প হাতে নিয়েছে। পাসপোর্ট সেবার মাধ্যমে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর দেশবাসী ও বাংলাদেশে আগত বিদেশি নাগরিকদের প্রশংসা অর্জনে সক্ষম হয়েছে।
    বিশ্বায়নের যুগে রাষ্ট্রীয় কর্মকা-, কর্মসংস্থান, শিক্ষা, গবেষণাসহ নানা কারণে এ দেশের মানুষকে পৃথিবীর অন্যান্য দেশে ভ্রমণ করতে হয়। সঙ্গত কারণেই পাসপোর্টের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। জনপ্রত্যাশা পূরণে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন অব্যাহত রাখতে হবে। মনে রাখতে হবে, জনসেবাই সরকারের মুখ্য উদ্দেশ্য ও পবিত্র দায়িত্ব। এই লক্ষ্য বাস্তবায়নে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে। এ পরিপ্রেক্ষিতে এবারের প্রতিপাদ্য : ‘পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার’- যথার্থ হয়েছে বলে আমি মনে করি।
     দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর সেবার মানোন্নয়নে আরো তৎপর থাকবে-দেশবাসী তা প্রত্যাশা করে।
    পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৭ সফল হোক-এ কামনা করি।
    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।’’
#

আজাদ/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/১৮২৭ ঘণ্টা

 

Todays handout (7).docx Todays handout (7).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon