Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ জুন ২০২১

তথ্যবিবরণী ১৬ জুন ২০২১

 Handout                                                                                                         Number : 2796

 

Foreign Ministry held discussion with the ASEAN

Ambassadors through Boithok App

 

Dhaka, June 16 :

 

            Senior Secretary of Foreign Ministry Masud Bin Momen today held a virtual discussion with the Heads of Missions from different ASEAN countries in Dhaka through the Bangladeshi App Boithok. This is for the first time that the foreign diplomats successfully used the virtual meeting app developed by the ICT Ministry of Bangladesh.

 

            Foreign Secretary welcomed the ASEAN ambassadors to the meeting and said that Bangladesh highly values its relations with the South East Asian countries. He sought support from the ASEAN countries to Bangladesh’s application for becoming a Sectoral Dialogue Partner. The Foreign Secretary also shortly briefed on the Bangladesh’s COVID-19 management and the current scenario.

 

            The ASEAN ambassadors shared their respective country experiences with COVID-19. They informed that Bangladesh’s application to become ASEAN Sectoral Dialogue partner is under positive consideration at their capitals. They assured full support to Bangladesh’s bid.

 

            Senior Secretary reiterated that Bangladesh is keen to expand its ties with the ASEAN countries both in depth and dimension encompassing areas such as trade, investment, physical connectivity, people to people contacts, defense cooperation, academia and track-2 diplomacy.

 

            Secretary (East) Ambassador Mashfee Binte Shams, Secretary (West) Ambassador Shabbir Ahmad Chowdhury and Directors General of Myanmar and South East Asia Wings also attended the Boithok meeting.

 

#

 

Tohidul/Masum/Rejuan/Mosharaf/Salim/2021/22.50 Hrs

 

 

 

 Handout                                                                                                         Number : 2795

 

German delegation applauds Bangladesh's Emergency Response System

 

Dhaka, June 16 :

 

            `Germany and Bangladesh can join hands and learn from each other to mitigate the adverse impacts of climate change”, said Shahriar Alam, the State Minister for Foreign Affairs at a virtual meeting with a German Parliamentary delegation yesterday.

 

            A four-member German delegation led by Margarete Bause, a member of Bundestag (German Federal Parliament) and spokeswoman for human rights and humanitarian aid, had a series of interactions with policy makers, parliamentarians, academia and international organisations in Bangladesh yesterday. The other Parliament Members included Peter Heidt, Michel Brandt and Dr Christopher Gohl, representing various political parties.

 

            The German Parliamentary delegation commended Bangladesh's emergency response system and disaster risk reduction initiatives. They also recognised Bangladesh’s growing resilience in the face of climate-induced disasters and related fall-outs, and termed it as an example for other countries to draw lessons from.

 

            State Minister Alam highlighted Bangladesh’s efforts to lead by example in climate adaptation, including through setting up the Climate Change Trust Fund. He urged the international community to help mobilize resources for the Bangladesh Delta Plan 2100 and Mujib Climate Property Plan.

 

            The two sides agreed to continue working on climate and security, and foster partnership among climate resilient cities.

 

            State Minister Alam thanked Germany for the humanitarian assistance for the Rohingya temporarily sheltered in Bangladesh.  He urged Germany to remain engaged with Myanmar to facilitate the safe, dignified and voluntary return of the Rohingya at an early date.

 

            The meeting was moderated by the German Ambassador to Bangladesh, Peter Fahrenholtz.

 

#

 

Tohidul/Masum/Rejuan/Mosharaf/Salim/2021/22.50 Hrs

 

 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর :  ২৭৯৪

 

খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ২১তম বোর্ড সভা অনুষ্ঠিত

 

ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন) :  

 

          খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ২১তম বোর্ড সভা আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ধর্ম প্রতিমন্ত্রী ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মোঃ ফরিদুল হক খান সভায় সভাপতিত্ব করেন।

 

          সভায় ২০২১-২২ অর্থবছরের জন্য ট্রাস্টের  ২ কোটি ৩৪ হাজার টাকার বাজেট অনুমোদন করা হয়। এছাড়া খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন সংশোধন করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এলক্ষ্যে ট্রাস্টের ৫ জন ট্রাস্টির সমন্বয়ে কমিটি গঠন করা হয়। এছাড়া  ট্রাস্টের  অর্গানোগ্রাম অনুসারে নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত ৩ সদস্যের কমিটি গঠন করা হয়। সভায় ট্রাস্টের স্থায়ী আমানতের লভ্যাংশ হতে ৫০টি চার্চের  প্রতিটির অনুকূলে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদানের অনুমোদন দেওয়া হয়। এছাড়া দেশের অন্য ৮০টি চার্চের অনুকূলে ২০২০ সালের বড় দিন উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত এক কোটি টাকার মধ্য হতে  ৪৬ লাখ ২৫ হাজার টাকা বিতরণ এর অনুমোদন প্রদান করা হয় এবং অনুদানের অবশিষ্ট অংশ পরবর্তী বোর্ড সভায় আলোচনা করে বিতরণের  সিদ্ধান্ত গৃহীত হয়।

 

          খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান জুয়েল আরেং এমপি, সিনিয়র ভাইস চেয়ারম্যান  এডভোকেট গ্লোরিয়া ঝর্ণা এমপি, ট্রাস্টি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নূরুল ইসলাম পিএইচডি, ট্রাস্টি ও ট্রাস্টের সচিব নির্মল রোজারিও এবং অন্য ট্রাস্টিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।  

 

#

 

আনোয়ার/মাসুম/রজেুয়ান/মোশারফ/সেলিম/২০২১/২১৫০ ঘণ্টা   

তথ্যববিরণী                                                                                                    নম্বর :  ২৭৯৩

 

ইসলামাবাদে মুজিববর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

 

ইসলামাবাদ (পাকিস্তান), ১৬ জুন : 

 

          ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন ১২ জুন  ‘বাংলাদেশ উৎসব’ আয়োজনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ‘মুজিববর্ষ’ এবং বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করেছে।

 

          পাকিস্তান সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সুশীল সমাজ, মিডিয়া ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় দুই শতাধিক অতিথিবৃন্দ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশী কমিউনিটি সদস্য, পাকিস্তানে প্রশিক্ষণরত বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর কর্মকর্তাবৃন্দ, হাইকমিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যগণ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে পাকিস্তানের লোক ও ঐতিহ্য সংস্থা ‘লোক ভিরসা’ এর নির্বাহী পরিচালক, OIC-এর বিশেষায়িত প্রতিষ্ঠান COMSTECH-এর কো-অর্ডিনেটর জেনারেল এবং সার্ক আরবিট্রেশন কাউন্সিলের মহাপরিচালক উপস্থিত ছিলেন।

 

          পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার রুহুল আলম সিদ্দিকী কর্তৃক ‘বঙ্গবন্ধু প্যাভিলিয়ন’ এর উদ্বোধনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। প্যাভিলিয়নে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’-এর বাংলা, ইংরেজি ও উর্দু সংস্করণ, কারাগারের রোজনামচা, Prison Diariesসহ বঙ্গবন্ধুর রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের উপর বই, আলোকচিত্র ও পোস্টার প্রদর্শন করা করা হয়। হাইকমিশনার পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর ভূমিকা এবং এ উপলক্ষে এ বছরের শেষদিকে বাংলাদেশে অনুষ্ঠিতব্য শান্তি সম্মেলন সম্পর্কেও তিনি বিদেশি অতিথিদেরকে অবগত করেন।

 

          হাইকমিশনার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বিগত একযুগে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সকল ক্ষেত্রে যে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে সে বিষয়গুলো উপস্থিত অতিথিদের নিকট তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ ইতোমধ্যে ‘রূপকল্প-২০২১’ অর্জনের মাধ্যমে মধ্যম আয়ের দেশের কাতারে অবস্থান নিয়েছে এবং ‘রূপকল্প-২০৪১’ অর্জনের মাধ্যমে উন্নত রাষ্ট্রে পরিণত হবার অভীষ্ট লক্ষ্যে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে। এই গতিশীলতা ধরে রাখতে পারলে বাংলাদেশ অচিরেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময়ে বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের উপর একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।

 

#

 

মোস্তফা/মাসুম/রজেুয়ান/মোশারফ/সেলিম/২০২১/২০৫০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                                        নম্বর :  ২৭৯২

‘বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া : বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত

সিউল (দক্ষিণ কোরিয়া), ১৬ জুন :  

            দক্ষিণ কোরিয়ার সিউলে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে আজ ‘বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া : বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ’ শীর্ষক একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়। ওয়েবিনারে তথ্যপ্রযুক্তি, ওষুধ  এবং বায়োটেক শিল্প  এবং এ খাতসমূহে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে আলোচনা করা হয়। 

            ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান । প্রধান অতিথি তাঁর বক্তব্যে সাম্প্রতিক সময়ে অর্থনীতিতে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্য ও ভবিষ্যৎ সম্ভাবনাসমূহ উল্লেখ করেন এবং বাংলাদেশের সম্ভাবনাময় খাত তথা তথ্যপ্রযুক্তি ও ওষুধ শিল্প খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

            ওয়েবিনারের সম্মানিত অতিথি বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত Lee Jang-keun তাঁর বক্তব্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্ক উন্নয়নে উপরোক্ত খাতসমূহে আরো বিনিয়োগের জন্য দু’দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আহ্বান জানান। 

            উক্ত ওয়েবিনারে অংশগ্রহণকৃত বাংলাদেশের বক্তাগণ হলেন- বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানা আফরোজ, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ (বেপজা)-এর নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, ফেডারেশন অভ্‌ বাংলাদেশ চেম্বারস অভ্‌ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিবিসিআই)-এর সভাপতি মোঃ জসিম উদ্দিন এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অভ্‌ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সভাপতি সৈয়দ আলমাস কবীর। বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সাবেক সদস্য ড. মোস্তফা আবিদ খান ওয়েবিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন।

            দক্ষিণ কোরিয়ার পক্ষে কোরিয়া ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি Hong Kwang Hee কোরিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান Hakhee JO এবং Youngone Corporation-এর চেয়ারম্যান Kihak Sung বক্তৃতা করেন।

            ওয়েবিনারে উন্মুক্ত আলোচনা পর্বে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার বায়োটেক ও ওষুধ শিল্প প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিগণ যথা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান আবদুল মুক্তাদির, এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেডের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর আরিফ দৌলা, দক্ষিণ কোরিয়ার International Parasite Resource Bank-এর সভাপতি অধ্যাপক Keeseon S. Eom এবং সিএসি ট্রেডিং কোম্পানি লিমিটেডের সভাপতি Choi Sun-hee অংশগ্রহণ করেন।

            এছাড়া Samsung S1 Corporation-এর জেনারেল ম্যানেজার Lee Jangho, ULKASEMI-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এনায়েতুর রহমান এবং TiCon System Ltd.-এর এম এন ইসলাম আলোচনা পর্বে অংশগ্রহণ করেন। এইচএসবিসি ব্যাংকের প্রতিনিধি শাদাব হোসেন ওয়েবিনারে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকিং খাতের কার্যক্রম  এবং পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন।

#

মাসুম/রেজুয়ান/মোশারফ/সেলিম/২০২১/২০৫০ ঘণ্টা   

 

 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর :  ২৭৯১

 

রংপুরে প্রাণিসম্পদ প্রদর্শনীতে বাণিজ্যমন্ত্রী

সরকারের উদ্যোগে দেশ আজ প্রাণিসম্পদে স্বয়ংসম্পন্ন

 

পীরগাছা (রংপুর), ২ আষাঢ় (১৬ জুন) :  

 

          বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা ঘুরে গেছে। আমরা আজ উন্নয়নের সবগুলো সূচকে পাকিস্তানের চেয়ে এগিয়ে।  ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বড় বড় পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ফলে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তিনি বলেন, সরকার পরিকল্পনা নিয়েছে প্রাণিসম্পদে স্বয়ংসম্পন্ন হবার। অন্য দেশ থেকে পশু আমদানি বন্ধ রয়েছে। আমাদের উৎপাদিত পশু দেশের চাহিদা মেটাচ্ছে। আগামীতে দেশের চাহিদা মিটিয়ে আমরা এ সম্পদ রপ্তানি করতে পারবো।

 

          বাণিজ্যমন্ত্রী আজ রংপুরের পীরগাছা উপজেলায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ এর সমাপনী  এবং পুরষ্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 

          প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সিরাজুল হক,  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শামছুজ্জামান। অনুষ্ঠানে খামারিদের মাঝে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

 

          এর আগে বাণিজ্যমন্ত্রী দেউতি স্কুল এন্ড কলেজের মুনশি অডিটরিয়ামে বাংলাদেশ আওয়ামী লীগ পীরগাছা উপজেলা শাখা কার্যকরী কমিটির সভায় যোগদান করেন। পরে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্লাবের সদস্যদের মধ্যে ক্রীড়াসামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ করেন।

 

#

 

বকসী/মাসুম/রেজুয়ান/মোশারফ/সেলিম/২০২১/২১২০ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                                    নম্বর :  ২৭৯০

 

করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে

                                                        -- জনপ্রশাসন প্রতিমন্ত্রী

 

খুলনা, ২ আষাঢ় (১৬ জুন) :  

 

          জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, যেখানেই করোনা সংক্রমণ বৃদ্ধি পাবে, সেখানেই দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

 

          আজ খুলনা জেলা প্রশাসন আয়োজিত টেকসই উন্নয়ন অভীষ্ট-৩ অর্জনের নিমিত্ত খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে শতভাগ উপজেলায় করোনাকালীন এবং করোনাপরবর্তী সময়ে অক্সিজেন সরবরাহ নিশ্চিতকল্পে অক্সিজেন সিলিন্ডার ব্যাংক, হাইফ্লো ন্যাসাল ক্যানুলা ও ২০ শয্যা বিশিষ্ট আইসিইউ সুবিধার ভিত্তিমূল নিশ্চিতকরণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী একথা বলেন।

 

          প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতিক সময়ে বিভিন্ন মহানগরীর বাইরে বিশেষ করে সীমান্তবর্তী জেলাসমূহে করোনা সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে যেখানে সংক্রমণের হার বৃদ্ধি পাবে, সেখানে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। যে সমস্ত এলাকা উচ্চঝুঁকিসম্পন্ন সেসব এলাকায় জেলা প্রশাসকগণ স্থানীয় জনপ্রতিনিধিসহ কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে সংক্রমণ রোধে লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

 

          প্রতিমন্ত্রী আরো বলেন, করোনা সংক্রমণ সঠিকভাবে মোকাবেলায় সরকারি কর্মচারীরা প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছেন। চলমান পরিস্থিতিতেও তাদেরকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যেতে হবে। যে সকল এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেসব এলাকার জনগণ যেন দুর্ভোগের শিকার না হয় সে জন্য  সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহায়তা প্রদান করা হয়েছে। তাই, জনগণ যেন অযথা স্বাস্থ্যবিধি ভঙ্গ না করে কিংবা জনসমাবেশ না ঘটায় সে বিষয়টি কঠোরভাবে বাস্তবায়ন করতে প্রশাসনকে তৎপর থাকতে হবে।

 

          খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মোঃ কামাল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

 

#

 

শিবলী/মাসুম/রেজুয়ান/মোশারফ/সেলিম/২০২১/২০৫০ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                                    নম্বর :  ২৭৮৯

 

যুব ও ক্রীড়ার উন্নয়নে তুরস্কের সাথে এমওইউ  স্বাক্ষরিত হবে

                                                     -- ক্রীড়া প্রতিমন্ত্রী

 

ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন) :  

 

          তুরস্কের  সাথে যুব ও ক্রীড়া বিষয়ক এমওইউ স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।  আজ সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।  এর পূর্বে প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতের সাথে স্বেচ্ছাসেবী  যুব সংগঠন  ব্ল্যাডম্যানের আয়োজনে তরুণদের অংশগ্রহণে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি ‘গ্রিনজেন মুভমেন্ট’ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

 

          যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন,  তুরস্কের রাষ্ট্রদূত আমাদের  সাথে যুব ও ক্রীড়া বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব দিয়েছেন। অচিরেই এ বিষয়ে উভয় দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক  কার্যক্রম শুরু করা হবে। এ সমঝোতা স্মারকের মধ্য দিয়ে উভয় দেশের যুব বিনিময় কার্যক্রম গ্রহণ করা হবে এবং  উভয় দেশের অভিজ্ঞ কোচের মাধ্যমে খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ প্রদান করা হবে, যা বন্ধুপ্রতীম দু’রাষ্ট্রের মধ্যে এক নবদিগন্তের সূচনা করবে।

 

          তুরস্ক  সরকার  বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ সরকারকে সার্বিক সহযোগিতা  করবে এবং বাংলাদেশ থেকে আরো বেশি দক্ষ জনশক্তি তুরস্কের শ্রমবাজারে নিয়োগ করবে বলে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন। প্রতিমন্ত্রী এ সময় Dhaka OIC Youth Capital 2020 নির্বাচনে  তুরস্কের অকুন্ঠ সমর্থন ও সহযোগিতা প্রদানের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 

          তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির ভূয়সী প্রশংসা করে বলেন,  মিয়ানমার থেকে বাস্তুচ্যুত নির্যাতিত অসহায়  রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ সরকার সারা বিশ্বে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্হাপন করেছে। রোহিঙ্গা ইস্যুতে পূর্বের ন্যায় ভবিষ্যতেও তুরস্ক বাংলাদেশের পাশেই থাকবে বলে তিনি জানান।

 

          বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ  উপস্থিত ছিলেন।

 

#

 

আরিফ/মাসুম/রেজুয়ান/মোশারফ/সেলিম/২০২১/২০৪০ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                                    নম্বর :  ২৭৮৮

এ বছরই আইএলও কনভেনশন-১৩৮ অনুস্বাক্ষর করবে বাংলাদেশ

                                                                                       -- শ্রম প্রতিমন্ত্রী

ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন) :  

          শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, এ বছরের মধ্যে চাকরির সর্বনিম্ন বয়স সংক্রান্ত আইএলও কনভেনশন- ১৩৮ অনুস্বাক্ষর করবে বাংলাদেশ। এ কনভেনশন অনুস্বাক্ষরের মাধ্যমে আইএলও এর ৮টি কোর কনভেনশনই অনুস্বাক্ষরকারী দেশ হবে বাংলাদেশ।

          আজ সন্ধ্যায় আন্তর্জাতিক শ্রম সম্মেলনের ১০৯তম অধিবেশনের প্ল্যানারি সেশনে ভার্চুয়ালি বক্তৃতায় প্রতিমন্ত্রী এ এসব কথা বলেন।

          শ্রম প্রতিমন্ত্রী বলেন, সরকার শ্রমমান উন্নয়ন এবং শ্রমিকদের কর্মস্থলের নিরাপত্তার বিষয়ে আইএলও এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের মালিক এবং শ্রমিকদের সংগঠনের সাথে পরামর্শ করে একটি সময়োপযোগী এবং যথোপোযুক্ত রোডম্যাপ তৈরি করছে। শ্রম অভিযোগ এবং শিল্প বিরোধ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আরো চারটি শ্রম আদালত প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। গত বছর তিনটি নতুন শ্রম আদালত প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানান।

          শ্রম প্রতিমন্ত্রী তাঁর বক্তৃতায় করোনা মহামারি মোকাবেলা করে দেশের জনগণের জীবনমান বজায় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা নির্দেশনাসহ সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, সরকার কোভিড-১৯ করোনা ভাইরাস মোকাবিলা এবং অর্থনীতি পুনরুদ্ধার প্যাকেজের আওতায় ১৫ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে। এর মধ্যে শ্রমিকদের বেতন ভাতা নিশ্চিতে বরাদ্দ দেয়া হয়েছে এক বিলিয়ন ডলার। এছাড়া এ বছর সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ১২ দশমিক ৬৭ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের কথা উল্লেখ করেন। করোনা মহামারি থেকে অন্তর্ভুক্তিমূলক, স্থিতিশীল এবং টেকসই পুনরুদ্ধারে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

          শ্রম প্রতিমন্ত্রী বলেন, করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে শ্রম মন্ত্রণালয় সারা দেশে মাঠ পর্যায়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তা, মালিক এবং শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে ২৩টি বিশেষ ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি গঠন করে। কমিটির সদস্যগণ আইএলও এর সহযোগিতায় তৈরি করা পেশাগত স্বাস্থ্য সুরক্ষা নির্দেশিকা এবং সচেতনতা বৃদ্ধিমূলক পোস্টার কারখানা পর্যায়ে বিলি করেছে। শ্রমিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এ অধিদপ্তরের চিকিৎসকগণের মাধ্যমে টেলিমেডিসিন সেবা প্রদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

          প্রতিমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি সম্প্রতি ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং ফিলিস্তিনিদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং টেকসই ফিলিস্তিন প্রতিষ্ঠায় বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

#

আকতারুল/মাসুম/রেজুয়ান/মোশারফ/সেলিম/২০২১/২০২০ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                                    নম্বর :  ২৭৮৭

সচেতনতা ও  প্রস্তুতিই পারে ভূমিকম্পের ক্ষতি কমিয়ে আনতে

                                                      -- ত্রাণ প্রতিমন্ত্রী

ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন) :  

          দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান বলেছেন, দেশে বড় মাত্রার ভূমিকম্প মোকাবেলা ও প্রস্তুতিতে সরকার কাজ করছে।  এ ব্যাপারে জাইকার সাথে শিগগিরই চুক্তি করতে যাচ্ছে সরকার। চুক্তি অনুযায়ী ন্যাশনাল বিল্ডিং কোড অনুসরণপূর্বক ভবন নির্মাণসহ অন্যান্য ইস্যুতে কাজ করবে সরকার।

          তিনি বলেন, ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যার পূর্বাভাস দেয়ার উপায় এখনো বের হয়নি। বড় ধরনের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কতটা নিয়ন্ত্রণে রাখা যাবে তা বলা মুশকিল, তবে জনসচেতনতা ও পূর্বপ্রস্তুতি থাকলে মোকাবিলা করতে সুবিধা হবে এবং জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সে কাজটাই করে যাচ্ছে। এ জন্য দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

          প্রতিমন্ত্রী আজ ঢাকায় দৈনিক কালের কণ্ঠের সম্মেলন কক্ষে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন।

          দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোহসীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এ এস. এম মাকসুদ কামাল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের  মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ  সাজ্জাদ হোসাইন, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দীন আহমেদ, ব্র্যাক হিউম্যানিট্যারিয়ান কর্মসূচির পরিচালক সাজেদুল হাসানসহ সংশ্লিষ্ট বিষয়ে  বিশেষজ্ঞগণ ।

          আলোচনায় অংশগ্রহণকারী বিশেষজ্ঞদের কাছ থেকে বেশ কয়েকটি সুপারিশ উঠে আসে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যেসকল ঝুঁকিপূর্ণ ভবন আছে সেগুলো দ্রুত চিহ্নিত করা ও সেগুলো বিল্ডিং কোড মেনে মেরামতের ব্যবস্থা করা, ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজ সহজ করতে আধুনিক যন্ত্রপাতি ক্রয় করা, ভবন নির্মাণে বিল্ডিং কোড মেনে চলা, ভূমিকম্প পরবর্তী উদ্ধার তৎপরতা দ্রুত করতে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় যেসব স্বেচ্ছাসেবক কাজ করেন তাদের উপযুক্ত ও ধারাবাহিক প্রশিক্ষণের ব্যবস্থা করা, ভূমিকম্পের পর আহত মানুষকে দ্রুত স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থা করা, যারা বেঁচে থাকবে তাদের উদ্ধারে সর্বোচ্চ আগাম প্রস্তুতি নিয়ে রাখা ইত্যাদি ।

          বক্তাগণ ভূমিকম্পের সময় করণীয় নিয়ে বেশ কয়েকটি পরামর্শ তুলে ধরেন । পরামর্শ সমূহের  মধ্যে রয়েছে ভূমিকম্পের সময়  আতঙ্কে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে না নামা, ছাদ থেকে বা জানালা দিয়ে  লাফিয়ে না পড়া, ভবনের পিলারের কাছে অবস্থান করা, প্রাথমিকভাবে টেবিল বা খাটের নীচে অবস্থান করা, ওই সময়  ভবন থেকে নামতে লিফট ব্যবহার না করা, প্রথম ঝাঁকুনির পর দ্বিতীয় ঝাঁকুনির সম্ভাবনা থাকায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুনরায় ভবনে প্রবেশ না করা ইত্যাদি।

#

সেলিম/মাসুম/রেজুয়ান/মোশারফ/সেলিমুজ্জামান/২০২১/১৯৫০ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                                    নম্বর :  ২৭৮৬

 

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

 

ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন) :  

 

 ‌                  স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ২৩ হাজার ৮০৭ জনের নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৯৫৬ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৮ লাখ ৩৭ হাজার ২৪৭ জন। 

 

          গত ২৪ ঘণ্টায় ৬০ জন-সহ এ পর্যন্ত ১৩ হাজার ২৮২ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন।

 

          করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৩ হাজার ৭৫২ জন।

 

#

 

দলিল/মাসুম/রেজুয়ান/মোশারফ/সেলিম/২০২১/১৯০০ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                                           নম্বর : ২৭৮৫

কোভিড-১৯ এর বিস্তার রোধে বিধিনিষেধ আরোপের সময়সীমা ১৫ জুলাই পর্যন্ত বৃদ্ধি

 

ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন) :  

 

          করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বের সকল বিধি-নিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় মন্ত্রিপরিষদ বিভাগের ১২, ১৩, ২০ ও ২৮ এপ্রিল; ৫, ১৬, ২৩ ও   ৩০ মে এবং ৬ জুন ২০২১ এর নির্দ

2021-06-16-17-08-7294cb643b12da2dd42061e591b4c7a8.docx 2021-06-16-17-08-7294cb643b12da2dd42061e591b4c7a8.docx