Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ মে ২০১৭

তথ্যবিবরণী ৪ মে ২০১৭

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১২২৪

উপজেলা সমবায় সমিতিগুলোকে ১ হাজার কোটি টাকা ঋণ দেয়ার চিনত্মা চলছে
                                                                -- প্রতিমন্ত্রী রাঙ্গাঁ

ঢাকা, ২১ বৈশাখ (৪ মে):

পলস্নী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, সমবায় খাতকে শক্তিশালী করতে সমিতির প্রায় ১২ হাজার কোটি টাকা নিজস্ব মূলধনের অতিরিক্ত ১ হাজার কোটি টাকা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতিগুলোকে (ইউসিসিএ) আবর্তক ঋণ দেয়ার চিনত্মা-ভাবনা চলছে। দেশে ১ লাখ ৮৮ হাজার সমবায় সমিতির ১ কোটির বেশি সদস্য দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখছে।

তিনি আজ আইইবি মিলনায়তনে বাংলাদেশ জাতীয় পলস্নী উন্নয়ন সমবায় ফেডারেশন আয়োজিত ৩২তম বার্ষিক সম্মেলন উপলড়্গে ‘টেকসই উন্নয়নে সমবায়ের বৈশ্বিক ও স্বদেশী ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ফেডারেশনের সভাপতি মো. ইসরাফিল আলম, এমপি এর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পলস্নী উন্নয়ন ও সমবায় বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব আনন্দ চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ পলস্নী উন্নয়ন বোর্ড, সমবায় অধিদপ্তর ও পলস্নী উন্নয়ন একাডেমি, বগুড়া এর মহাপরিচালকবৃন্দ যথাক্রমে মোহাম্মদ আবদুল কাইয়ুম, মোঃ আবদুল মজিদ ও এম এ মতিন, ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার বিপস্নব মাহমুদ উজ্জ্বল ও কর্মচারী নেতা নুরম্নল হক।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করতে বিপুল পরিমাণ সম্পদ সমবায় সেক্টরে হসত্মানত্মর করেছিলেন। সমবায় ব্যবস'ায় বৈশ্বিক অগ্রগতির সাথে সমন্বয় রেখে বাংলাদেশের সমবায়ীদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোন মূল্যে দেশ থেকে দারিদ্র্য হটাবেন। এ লড়্গ্যে তিনি সমবায় খাতকে শক্তিশালী করার পাশাপাশি ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প বাসত্মবায়ন করছেন। এ প্রকল্পের মাধ্যমে ৪০ হাজার সমবায় সমিতির অধীন ২২ লাখ সদস্যসহ তাদের পরিবার উপকৃত হয়েছে।

#

আহসান/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৭৩০ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২২৩

ডিজিটাল গণমাধ্যমের ঝুঁকি কাটানোর জন্য অভিজ্ঞদের ভূমিকা পালন করতে হবে
                                                                       ---  পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা, ২১ বৈশাখ (৪ মে) :
ডিজিটাল গণমাধ্যমের দুর্বলতা ও ঝুঁকি কাটিয়ে ওঠার জন্য অভিজ্ঞ গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলড়্গে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্‌রিয়ার আলম আজ এ কথা বলেন। গতকাল ৩ মে ছিল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।
কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন (সিজিএ) বাংলাদেশ চ্যাপ্টার এবং সিজিএ ভারত চ্যাপ্টার যৌথভাবে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ইন্দো বাংলা কনফারেন্স অন ডিজিটাল মিডিয়া : থ্রেটস্‌্‌ এন্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করে ।
ডিজিটাল সাংবাদিকতার চ্যালেঞ্জ সম্পর্কে মনত্মব্য করতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী  বলেন, ডিজিটাল জগতের প্রতিনিধিত্ব করে প্রধানত তরম্নণরা। অনেক সময় তরম্নণদের দায়িত্বজ্ঞান ও অভিজ্ঞতার অভাবে এর ইতিবাচক দিকটি ঝুঁকির মুখে পড়ে। তাই, সনাতনী গণমাধ্যম হতে ডিজিটাল গণমাধ্যমে সহজতর উপায়ে উত্তরণের জন্য নেতৃস'ানীয় গণমাধ্যমের অভিজ্ঞ সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের মহাসচিব শ্যামল দত্তের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান এবং সিজেএ’র সভাপতি ভারতীয় সাংবাদিক মহেন্দ্র বেদ। শুরম্নতে, বাংলাদেশ সফ্‌টওয়্যার এন্ড ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি মোসত্মফা জাব্বার এ বিষয়ে একটি প্রবন্ধ উপস'াপন করেন।
#

খালেদা/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৮০০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১২২২

পররাষ্ট্রমন্ত্রী ৬-৮ মে কাতার সফর করবেন

ঢাকা, ২১ বৈশাখ (৪ মে):

    পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আব্দুর রহমান বিন জাসেম আল থানী-এর আমন্ত্রণে আগামী ৬-৮ মে কাতারে সরকারি সফর করবেন। তাঁর এ সফরকালে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাড়্গিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশিস্নষ্ট বিষয়াবলী, আনত্মর্জাতিক পরিসি'তি এবং দু’দেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করার বিষয়ে আলোচনা হবে। আরো যে সকল বিষয় প্রাধান্য পাবে সেগুলো হচ্ছে সামগ্রিক অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্যের প্রসার, বিনিয়োগ বৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়ন ইত্যাদি।

    সফরকালে পররাষ্ট্রমন্ত্রী কাতারের শ্রমমন্ত্রী, জ্বালানি ও শিল্পমন্ত্রী এবং কাতারের শীর্ষস'ানীয় ব্যবসায়ী সংগঠন কাতার চেম্বারের নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন। তিনি এ সফরকালে সে দেশে আরো দড়্গ ও প্রশিড়্গণপ্রাপ্ত বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য কাতার সরকারকে অনুরোধ জানাবেন। তিনি কাতার সফরকালে  শিড়্গা, সংস্কৃতি ইত্যাদি ড়্গেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা করবেন। এছাড়া তিনি দোহাস' বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটি স্কুলের কার্যক্রম পরিদর্শন করবেন।

    উলেস্নখ্য, প্রধানমন্ত্রী ২০০৯ সালে কাতারে দ্বিপাড়্গিক সফর এবং ২০১২ সালে আনত্মর্জাতিক সভায় অংশগ্রহণের জন্য কাতার সফর করেন যা দু’দেশের সম্পর্কের ড়্গেত্রে নতুন দিগনেত্মর উন্মেষ ঘটায়। আশা করা যাচ্ছে পররাষ্ট্রমন্ত্রীর এ সফরের মাধ্যমে দু’দেশের সম্পর্ক আরো জোরদার ও সম্প্রসারিত হবে ।

#

মাহমুদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৭২০ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১২২১

হাওর অঞ্চলে কৃষকদের পাশাপাশি জেলেদেরকেও ভিজিএফ দেয়া হবে
                                                                  - ত্রাণমন্ত্রী

ঢাকা, ২১ বৈশাখ (৪ মে) :

    দুর্যোগ ব্যবস'াপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, হাওর অঞ্চলে কৃষকদের পাশাপাশি জেলেরাও কর্মহীন হয়ে পড়েছে। তাই এলাকায় ৫০ হাজার জেলেকেও ভিজিএফ দেয়া হবে। একই সাথে তাদের বিকল্প কর্মসংস'ান করা হবে। ইতোমধ্যে বিকল্প কর্মসংস'ানের জন্য জেলাভেদে ১০-১৫ কোটি টাকা ছাড় করা হয়েছে।
    মন্ত্রী আজ ত্রাণ মন্ত্রণালয়ের সভাকড়্গে হাওর অঞ্চলের চলমান বন্যা পরিসি'তি নিয়ে আনত্মঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস'াপনা সমন্বয় কমিটির সভায় এতথ্য জানান।
    মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে হাওর অঞ্চলের ৩ লাখ ৩০ হাজার প্রানিত্মক দরিদ্র লোককে ভিজিএফ সহায়তা দেয়া হবে। এ সংখ্যা বাড়তে থাকলে বাড়তি লোকদেরও সহায়তা করা হবে। এর পাশাপাশি সুলভ মূল্য ও ওএমএস কার্যক্রম চলমান থাকবে। সকল ড়্গতিগ্রসত্ম লোককে খাদ্য সহায়তার আওতায় আনার লড়্গ্যে জিআর, ভিজিডি, ভিজিএফ, সুলভ মূল্যের চাল ও ওএমএস চাল বিতরণে সমন্বয় সাধনের জন্য সভায় খাদ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়। চাল বিতরণে যে কোনো ধরণের অনিয়ম বরদাসত্ম করা হবেনা বলে সভায় সিদ্ধানত্ম নেয়া হয়। ড়্গয়ড়্গতির রিপোর্ট চূড়ানত্ম করতে প্রত্যেক মন্ত্রণালয় থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা প্রেরণের নির্দেশ দেয়া হয়। এছাড়া ড়্গতিগ্রসত্ম হাওরবাসীর পুনর্বাসনে দ্রম্নত সময়ের মধ্যে কার্যকর ও বাসত্মবমুখী পদড়্গেপ নিতে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়।
    সভায় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, অর্থসচিব হেদায়েত আল মামুন, দুর্যোগ ব্যবস'াপনা ও ত্রাণ সচিব মো. শাহ্‌ কামাল, দুর্যোগ ব্যবস'াপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহাম্মদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপসি'ত ছিলেন।  
#
ওমর ফারম্নক/নুসরাত/গিয়াস/রফিকুল/আসমা/২০১৭/১৫৪০ ঘণ্টা


তথ্যবিবরণী                                              নম্বর : ১২১৯

এনইউ এর লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স প্রোগ্রামে ভর্তির আবেদন শুরম্ন ৯ মে  
ঢাকা, ২১ বৈশাখ (৪ মে ):
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিড়্গাবর্ষে ১ বছর মেয়াদী অন-ক্যাম্পাস পোস্ট গ্রাজুয়েট ডিপেস্নামা (পিজিডি) ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স প্রোগ্রামে অনলাইনে ভর্তির আবেদন ৯ মে বিকাল ৪ টা থেকে ৩ জুন রাত ১২ টা পর্যনত্ম চলবে।
       ভর্তি সংক্রানত্ম বিসত্মারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ  অথবা  হঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং  থেকে জানা যাবে।

তথ্যবিবরণী                                              নম্বর : ১২২০

এন ইউ’র মাস্টার্স ভর্তির আবেদন শুরম্ন ৯ মে

              জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে চলমান শিড়্গাবর্ষ অনুযায়ী এল এল বি ১ম পর্ব/পোস্ট গ্রাজুয়েট ডিপেস্নামা ইন জার্নালিজম/পোস্ট গ্রাজুয়েট ডিপেস্নামা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/মাস্টার অভ্‌ বিজনেস্‌ অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)/এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং/মাস্টার্স ইন অ্যাপস্নাইড ক্রিমিনোলজি এন্ড পুলিশ ম্যানেজমেন্ট/পোস্ট গ্রাজুয়েট ডিপেস্নামা ইন স্পোর্টস সায়েন্স/পোস্ট গ্রাজুয়েট ডিপেস্নামা ইন ফটোগ্রাফি/পোস্ট গ্রাজুয়েট ডিপেস্নামা ইন মিউজিক কোর্সে অনলাইন ভর্তির আবেদন ৯ মে বিকাল ৪টা থেকে ৩ জুন রাত ১২টা পর্যনত্ম চলবে।

        ভর্তি সংক্রানত্ম বিসত্মারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ অথবা হঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং থেকে জানা যাবে।

#
ফয়জুল/নুসরাত/গিয়াস/শহিদ/রফিকুল/শামীম/২০১৭/১৫৩০ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১২১৮

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলড়্গে গৃহীত কর্মসূচি

ঢাকা, ২১ বৈশাখ (৪ মে) :

    আগামী ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী। জাতীয় পর্যায়ে কবিগুরম্নর জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলড়্গে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার।  
    এ বছর জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান হবে রবীন্দ্র স্মৃতিবিজড়িত নওগাঁর পতিসরে। ৮ মে বেলা ২.৩০টায় নওগাঁর পতিসরে রবীন্দ্র কাচারি বাড়ির দেবেন্দ্র মঞ্চে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসি'ত থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
    এবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী উদ্‌যাপনের প্রতিপাদ্য ‘মানুষের ধর্ম: রবীন্দ্রনাথ ও সমকালীন প্রাসঙ্গিকতা’।
    কবিগুরম্নর স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাহজাদপুর এবং খুলনার দড়্গিণডিহি ও পিঠাভোগসহ ঢাকায় যথাযোগ্য মর্যাদায় তাঁর জন্মবার্ষিকী উদ্‌যাপন করা হবে। এ উপলড়্গে রবীন্দ্রমেলা, রবীন্দ্রবিষয়ক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি তিনদিনব্যাপী কবির চিত্রশিল্প প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করবে।
    সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলা একাডেমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারম্নকলা অনুষদের সহযোগিতায় পতিসরের আলোকে কবিগুরম্নর জন্মবার্ষিকীর স্মরণিকা ও পোস্টার মুদ্রণ করবে।
    ঢাকাসহ দেশের সকল শিড়্গাপ্রতিষ্ঠানে কবিগুরম্নর জন্মবার্ষিকী যথাযোগ্যভাবে উদ্‌যাপন করা হবে। বিদেশে অবসি'ত বাংলাদেশ দূতাবাসসমূহ এ উপলড়্গে কর্মসূচি গ্রহণ করবে।
    জাতীয় পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠান ও অন্যান্য অনুষ্ঠানমালা বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি গণমাধ্যমসমূহ সম্প্রচার করবে।
#

কুতুবুদ-দ্বীন/নুসরাত/সাহেলা/গিয়াস/আশরোফা/রফিকুল/আসমা/২০১৭/১৪৫০ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১২১৭

বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের সভা ৭ মে

ঢাকা, ২১ বৈশাখ (৪ মে) :

বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের সভা ৭ মে রবিবার সন্ধ্যা ৭.৩০ টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকড়্গে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।
বাংলাদেশ আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী দলের সকল সংসদ-সদস্যকে যথাসময়ে সভায় উপসি'ত থাকতে অনুরোধ জানিয়েছেন।
#

নূরম্নল/নুসরাত/গিয়াস/সুবর্ণা/রফিকুল/আসমা/২০১৭/১২৪৭ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১২১৬
আনত্মর্জাতিক মিডওয়াইফ দিবসে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ২১ বৈশাখ (৪ মে) :
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ মে আনত্মর্জাতিক মিডওয়াইফ দিবস উপলড়্গে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
    “বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ৫ মে ২০১৭ ‘আনত্মর্জাতিক মিডওয়াইফ দিবস’ উদ্‌যাপন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলড়্গে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল মিডওয়াইফদের আনত্মরিক শুভেচ্ছা জানাই।
    দিবসটির এবারের প্রতিপাদ্য ‘গরফরিাবং, গড়ঃযবৎং ধহফ ঋধসরষরবং: চধৎঃহবৎ ভড়ৎ খরভব’ (ধাত্রী, মা ও পরিবার: জীবনের অংশ) তাৎপর্যপূর্ণ ও সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।      
    আওয়ামী লীগ সরকার জনগণের দোরগোড়ায় স্বাস'্যসেবা পৌঁছে দিতে ব্যাপক কর্মসূচি বাসত্মবায়ন করে যাচ্ছে। আমরা নতুন নতুন হাসপাতাল প্রতিষ্ঠা, শয্যা সংখ্যা বৃদ্ধি, বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছি। প্রত্যনত্ম অঞ্চলে স্বাস'্যসেবা প্রদানের লড়্গ্যে আমরা ১৮ হাজার ৩৭টি কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস'্যকেন্দ্র চালু করেছি। এর ফলে মা ও শিশু স্বাস'্যসেবায় উলেস্নখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে রোগীদের ৩০ প্রকারের ঔষধ সরবরাহ করা হচ্ছে।    
    মা ও শিশু মৃত্যু হ্রাসে ধারাবাহিক সাফল্য অর্জনের ড়্গেত্রে মিডওয়াইফগণ গুরম্নত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এ লড়্গ্যে তিন হাজার মিডওয়াইফ পদসৃষ্টিসহ মিডওয়াইফ শিড়্গাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা নানা উদ্যোগ গ্রহণ করেছি।
    আমরা মাতৃমৃত্যু, শিশু পরিচর্যা ও নিরাপদ প্রসব নিশ্চিত করার লড়্গ্যে ৬০০ এডভান্সড সার্টিফাইড মিডওয়াইফকে বিভিন্ন উপজেলা স্বাস'্য কমপেস্নক্স ও ইউনিয়ন সাব-সেন্টারে নিয়োগ প্রদান করেছি। সম্প্রতি ৫৮৯ জন মিডওয়াইফ নিয়োগ চূড়ানত্ম করা হয়েছে। মা ও শিশুর স্বাস'্যসেবা নিশ্চিত করতে সকল জেলায় পর্যায়ক্রমে মিডওয়াইফ নিয়োগ দেয়া হবে। বর্তমানে সরকারি ৩৮টি নার্সিং শিড়্গা প্রতিষ্ঠানে এবং বেসরকারি ১৬টি নার্সিং শিড়্গা প্রতিষ্ঠানে ৩ বৎসর মেয়াদি ডিপেস্নামা ইন মিডওয়াইফারি কোর্স চালু আছে। ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে। নার্সিং শিড়্গা, প্রশাসন ও সেবা প্রদান আরো গতিশীল করার লড়্গ্যে এ পেশায় নিয়োজিত কর্মচারীদের পদোন্নতির সোপান প্রণয়ন ও বাসত্মবায়ন করা হচ্ছে।
    আমি আশা করি, প্রত্যনত্ম অঞ্চলে মা ও শিশু স্বাস'্যসেবা পৌঁছে দেয়ার লড়্গ্যে মিডওয়াইফগণ গুরম্নত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। একজন মিডওয়াইফ আমাদের প্রত্যেকের জীবনে মা ও পরিবারের মতো জীবনের অংশ হয়ে উঠবেন।
    আমি ‘মিডওয়াইফ দিবস ২০১৭’ উপলড়্গে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।      
      জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
      বাংলাদেশ চিরজীবী হোক।”
#
ইমরম্নল/নুসরাত/গিয়াস/শহিদ/সুবর্ণা/রফিকুল/আসমা/২০১৭/১১০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                              নম্বর : ১২১৫

 আনত্মর্জাতিক মিডওয়াইফ দিবসে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ২১ বৈশাখ (৪ মে ):
         রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ৫ মে আনত্মর্জাতিক মিডওয়াইফ দিবস উপলড়্গে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
    “বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘আনত্মর্জাতিক মিডওয়াইফ দিবস’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। আমি এ উদ্যোগকে স্বাগত জানাই।
    নিরাপদ মাতৃত্ব ও শিশু মৃত্যুহার হ্রাসে প্রশিড়্গিত মিডওয়াইফ উলেস্নখযোগ্য ভূমিকা রাখে। সরকার মিডওয়াইফদের উন্নয়নে বিভিন্ন পদড়্গেপ গ্রহণ করেছে। মা ও শিশুর স্বাস'্যসেবা প্রদানের পাশাপাশি দেশের প্রায় ১৬ কোটি মানুষের দোরগোড়ায় স্বাস'্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। সে লড়্গ্যে সরকার মা ও শিশুর স্বাস'্যসেবা উন্নয়নে নানামুখী কর্মসূচি বাসত্মবায়ন করছে। মাতৃমৃত্যু হ্রাস ও শিশু স্বাসে'্যর উন্নয়নে উলেস্নখযোগ্য অবদান রাখায় জাতিসংঘ ও আনত্মর্জাতিক সংস'া বাংলাদেশকে পুরস্কৃত করেছে।
    প্রশিড়্গিত মিডওয়াইফ, শিড়্গিত মা ও পরিবারের সদস্যদের ভূমিকা শিশু মৃত্যুহার হ্রাসে গুরম্নত্বপূর্ণ অবদান রাখে। এ পরিপ্রেড়্গিতে আনত্মর্জাতিক মিডওয়াইফ দিবসের এবারের প্রতিপাদ্য 'গরফরিাবং, গড়ঃযবৎং ধহফ ঋধসরষরবং: চধৎঃহবৎং ভড়ৎ খরভব (ধাত্রী, মা ও পরিবার: জীবনের অংশ) সময়োপযোগী বলে আমি মনে করি। মা ও শিশু মৃত্যুহার কাঙিড়্গত পর্যায়ে নামিয়ে আনার জন্য এদেশে আরো অধিক সংখ্যক প্রশিড়্গিত ও দড়্গ মিডওয়াইফ গড়ে তোলা প্রয়োজন। জনগণের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টির পাশাপাশি দড়্গ মিডওয়াইফদের মাধ্যমে মাতৃ ও শিশুমৃত্যু হার বহুলাংশে হ্রাস করা সম্ভব বলে আমি বিশ্বাস করি।
    আমি আনত্মর্জাতিক মিডওয়াইফ দিবসের সফলতা কামনা করি।
    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
আজাদ/নুসরাত/গিয়াস/জসীম/সুবর্ণা/রফিকুল/শামীম/২০১৭/১১০৬ ঘণ্টা

 

 

 

 

 

Todays handout.docx Todays handout.docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon