Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ ফেব্রুয়ারি ২০১৯

তথ্যবিবরণী 18/2/2019

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৬৮৯ 
 
সুশাসন ও  উন্নয়ন একসাথে হওয়া উচিত
    ---পরিকল্পনা মন্ত্রী
 
 
ঢাকা, ৬ ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি) :
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, সুশাসন ও উন্নয়ন দুটোই গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়ে এ দুটো বিষয় একসাথে হওয়া উচিত।
মন্ত্রী আজ ঢাকায় ব্র্যাক সেন্টারে ব্র্যাক ইনস্টিটিউট অভ্ গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) আয়োজিত ‘ইনোভেশনস ইন পাবলিক সার্ভিস ডেলিভারি’ বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সুশাসন ও উন্নয়ন পাশাপাশি হলেও উন্নয়ন যদি এক কদম আগে যায়, আমরা অখুশি হব না। কারণ অস্বীকার করার কোনো উপায় নেই এখনও আমাদের সমস্যা অনুন্নয়ন (আন্ডার ডেভেলপমেন্ট)। তবে বর্তমান সরকারের মেয়াদে দেশের মানুষ আজ উন্নয়নের রশি পেয়েছে আর আমাদের কাজ এটাকে শক্ত করে ধরা।’
মন্ত্রী আরো বলেন, এসডিজি বাস্তবায়নের তথ্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা তাই পরিসংখ্যান ব্যুরোকে শক্তিশালী করার চেষ্টা করছি, পাশাপাশি বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগকেও শক্তিশালী করা হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য নাহিম রাজ্জাক, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, এটুআই প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর মোস্তাফিজুর রহমান, বিশ্বব্যাংকের সিনিয়র প্রকিউরমেন্ট স্পেশালিস্ট ইশতিয়াক সিদ্দিক, ইউএনডিপির ন্যাশনাল প্রজেক্ট কোঅর্ডিনেটর সরদার এম আসাদুজ্জামান এবং বিআইজিডির কর্মকর্তা যথাক্রমে ড. ইমরাম মতিন ও ড. সুলতান হাফিজ রহমান।
#
শাহেদ/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৯/২০৫২ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ৬৮৮
 
জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ ১০-১৬ মার্চ 
 
ঢাকা, ৬ ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি) :
প্রতি বছরের ন্যায় এ বছরও ১০ থেকে ১৬ মার্চ পর্যন্ত ‘জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৯’ পালিত হবে ইলিশ-অধ্যুষিত ৩৭টি জেলায়। এবার সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হবে ভোলা জেলার চরফ্যাশনে। উদ্বোধনের পরই মৎস্য প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরুর নেতৃত্বে নদীতে অনুষ্ঠিত হবে বিশাল এক নৌ-র‌্যালি। 
জাটকা সংরক্ষণ সপ্তাহের এবারের সেøাগান নির্ধারিত হয়েছে ‘অবৈধ জাল ফেলবো না, জাটকা-ইলিশ ধরবো না।’ 
আজ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপনের লক্ষ্যে অনুষ্ঠিত ‘ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স’ এর এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। 
সভায় সাত দিনের বিস্তারিত কর্মসূচি নেয়া হয়। ১০ মার্চ মৎস্য অধিদফতরের সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রী সপ্তাহের বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলনে বক্তৃতা করবেন। এ দিন জাতীয় পত্রিকায় ক্রোড়পত্রও প্রকাশিত হবে। ১১ মার্চ  প্রতিমন্ত্রী ভোলা জেলার চরফ্যাশনে সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে নদীতে বর্ণাঢ্য নৌ-র‌্যালির নেতৃত্ব দেবেন। 
সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে সংশ্লিষ্ট ৩৭টি জেলাসহ উপজেলায় সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন, টিভি-রেডিওতে প্রচারণা, ঢাকায় বিভিন্ন স্থানে জাটকা সংরক্ষণ আইন প্রচারের পাশাপাশি পুলিশি অভিযান চালানোসহ সংশ্লিষ্ট এলাকাগুলোতেও ব্যাপক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। 
টাস্কফোর্স সভায় মৎস্য প্রতিমন্ত্রী দেশকে শুধু সম্পদশালী নয় বঙ্গবন্ধুর ‘মাছে-ভাতে বাঙালি’র স্বপ্ন বাস্তবায়নেও মাছের উৎপাদন আরো বাড়ানোর ওপর জোর দেন। তিনি জাটকাসহ অন্যান্য মাছের বংশ ধ্বংসকারী জালসমূহ সমূলে উৎপাটনের জন্য সকলের প্রতি আহ্বান জানান। অবৈধ জাল ব্যবহারকারীদের আটকের পর মুক্তির ব্যাপারে কোনো চাপের কাছেও মাথানত না করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।  
সভায় মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম ম-লসহ মন্ত্রণালয় ও বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং টাস্কফোর্সের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
#
 
শাহ আলম/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৯/১৯৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৬৮৭
শিল্প জোন গঠনের দাবি ব্যাটারি প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির


ঢাকা, ৬ ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি) :
ব্যাটারি উৎপাদন ও রিসাইক্লিংয়ের জন্য একটি শিল্প জোন গঠনের দাবি জানিয়েছে ব্যাটারি প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি। 

ব্যাটারি প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির নেতারা আজ শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে বৈঠককালে এ দাবি জানান। ঢাকায় শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মুনাওয়ার মিসবাহ্ মঈন, সাধারণ সম্পাদক শাহজাহান কবির, সহসভাপতি লোকমান হোসেনসহ শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।  

সমিতির নেতারা বলেন, দেশীয় শিল্প উদ্যোক্তারা পরিবেশবান্ধব ব্যাটারি উৎপাদন শিল্প গড়ে তুললেও চীনের উদ্যোক্তারা বেআইনি ও অপরিকল্পিতভাবে ব্যাটারি উৎপাদন ও রিসাইক্লিং কারখানা স্থাপন করছে। এর ফলে দেশীয় উদ্যোক্তাদের জন্য বাজারে অসম প্রতিযোগিতা তৈরি হচ্ছে। তারা বেআইনিভাবে গড়ে ওঠা ব্যাটারি শিল্প কারখানাগুলোকে আইনি কাঠামোর আওতায় আনার তাগিদ দেন।

বৈঠকে উদীয়মান ব্যাটারি শিল্পের সম্ভাবনা ও সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় জানানো হয়, বাংলাদেশের ব্যাটারি শিল্প ক্রমেই বিকশিত হচ্ছে। এ শিল্পখাতে ইতোমধ্যে ২৪টি দেশীয় উৎপাদনকারী কারখানা গড়ে ওঠেছে। এসব কারখানায় উৎপাদিত মানসম্পন্ন ব্যাটারি অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিশ্বের প্রায় ৬৯টি দেশে রপ্তানি হচ্ছে। এ শিল্পখাত থেকে প্রতিবছর প্রায় ৬০ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় হচ্ছে বলে তারা উল্লেখ করেন। 

বৈঠকে সমিতির নেতারা ব্যাটারি শিল্পের সুষম বিকাশে একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের তাগিদ দেন। তারা বলেন, এ নীতির আলোকে পরিকল্পিতভাবে ব্যাটারি শিল্প কারখানা গড়ে তুললে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষার প্রয়াস জোরদার হবে। এছাড়া ট্যাক্স, ভ্যাটসহ সরকারের রাজস্ব আয় বাড়বে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। তারা জাতীয় স্বার্থে অপরিকল্পিত ও বেআইনিভাবে গড়ে ওঠা কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। 

শিল্পমন্ত্রী বলেন, দেশীয় পরিবেশবান্ধব ব্যাটারি শিল্প কারখানার স্বার্থ রক্ষায় সরকার সর্বোচ্চ সহায়তা দেবে। পাশাপাশি বেআইনিভাবে গড়ে ওঠা ব্যাটারি উৎপাদনকারী কারখানাগুলোর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। সরকার ইতোমধ্যে এ শিল্পখাতের উদ্যোক্তাদেরকে রপ্তানির ক্ষেত্রে ১৫ শতাংশ নগদ প্রণোদনা দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন। 

শিল্পমন্ত্রী পরিকল্পিতভাবে ব্যাটারি উৎপাদন ও রিসাইক্লিংয়ের জন্য একটি জায়গা চিহ্নিত করে শিল্পজোন স্থাপনের বিষয়ে সুস্পষ্ট প্রস্তাব দিতে সমিতির নেতাদের পরামর্শ দেন। এর ভিত্তিতে শিল্প মন্ত্রণালয় প্রয়োজনীয় সহায়তা দেবে বলে তিনি আশ্বাস দেন। একই সাথে তিনি বেআইনিভাবে গড়ে ওঠা শিল্প কারখানাগুলোকে আইন মেনে চলতে এবং নিয়ম অনুযায়ী সরকারের রাজস্ব পরিশোধ করে ব্যবসা পরিচালনায় উদ্বুদ্ধ করতে সমিতির নেতাদের পরামর্শ দেন। 

#
জলিল/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৯/১৯১০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ৬৮৬
 
তথ্যপ্রযুক্তি খাতে মার্কিন বিনিয়োগের ওপর জোর দিলেন জুনাইদ আহমেদ পলক
 
ঢাকা, ৬ ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি) :
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশের  তথ্যপ্রযুক্তি খাত অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে মোবাইল ব্যাংকিংসহ অনলাইনভিত্তিক কার্যক্রম উল্লেখযোগ্য হারে বেড়ে চলেছে। দেশের বিশাল জনগোষ্ঠী ইন্টারনেটের সাথে সংযুক্ত। মোবাইল ফোন ব্যবহারে বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।
প্রতিমন্ত্রী গতকাল ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোর টেকভ্যালিতে অনিবাসী বাংলাদেশি কমিউনিটি (এনআরবি), বিনিয়োগকারী, প্রযুক্তি খাতের সিনিয়র এক্সিকিউটিভ ও উদ্যোক্তা প্রতিষ্ঠান সমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময়কালে এসব কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, আমাদের অত্যন্ত মেধাবী তরুণ প্রজন্ম রয়েছে। আইটি খাতে প্রতিভাবান কর্মী রয়েছ। তারা নিজেদের মেধা ও প্রযুক্তিকে সমন্বয় করে এগিয়ে যাচ্ছে। নিজস্ব উদ্যোগে কোম্পানি প্রতিষ্ঠা করে কাজ শুরু করেছে। তিনি সহযোগিতায় এগিয়ে আসতে আমেরিকাসহ বিদেশি আইটি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ সরকার তথ্যপ্রযুক্তি খাতের বিনিয়োগকারীদের  প্রণোদনা প্রদানসহ বিভিন্ন সহায়তা প্রদান করছে। তিনি এ সুযোগ কাজে লাগাতে মার্কিন বিনিয়োগকারীদের বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগে এগিয়ে আসার ওপর জোর দেন। 
#
 
শহিদুল/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৯১০ঘণ্টা
 
 
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ৬৮৫
 
১২০টি স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ
 
ঢাকা, ৬ ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি) :
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চতুর্থ পর্যায়ে আজ মোহাম্মদপুরের বসিলা (বুড়িগঙ্গা ও তুরাগের অংশ) এলাকায় অভিযান চালিয়ে ১২০টি পাকা ও আধাপাকা স্থাপনা উচ্ছেদ  করেছে। এগুলোর মধ্যে রয়েছে চারতলা ভবন একটি, তিনতলা ভবন ৮টি, দোতলা ভবন ১১টি, একতলা ভবন ৪২টি, আধাপাকা ভবন ৩৩টি এবং টিনের ও টংঘর ২৫টি। 
বিআইডব্লিউটিএ প্রথম ও দ্বিতীয় পর্যায়ে মোট ১,৫০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। 
নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বিআইডব্লিউটিএ দখলদারদের বিতাড়িত করার পরিকল্পনা নিয়ে নদী তীর উদ্ধারে উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছে। আগামীকাল বসিলা এলাকায় পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।
#
 
জাহাঙ্গীর/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৯০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ৬৮৪
 
প্রশিক্ষণকে কাজে লাগাতে হবে
                   --- শিক্ষামন্ত্রী
 
ঢাকা, ৬ ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি) :
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রশিক্ষণকে ভালভাবে কাজে লাগাতে হবে। নতুন নতুন উদ্ভাবনে প্রশিক্ষণের জ্ঞান ব্যবহার করতে হবে। শিক্ষার উদ্দেশ্য নৈতিকতাবোধসম্পন্ন ভাল মানুষ এবং ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে সচেতনতাবোধ তৈরি করা। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে এ সকল বিষয় শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে।
শিক্ষামন্ত্রী আজ ঢাকায় জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) অডিটোরিয়ামে বসন্তবরণ ও পিঠা উৎসব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। নায়েমে চলমান ১৫৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন,  বাংলাদেশ ছয় ঋতুর দেশ। ঋতু পরিবর্তনের সাথে শুধু প্রকৃতিতেই পরিবর্তন আসে না,  আমাদের পোশাক ও খাদ্যাভ্যাসেরও পরিবর্তন হয়। বিভিন্ন ঋতুতেই ভিন্ন ভিন্ন পিঠা তৈরি হয়। এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। তিনি আরো বলেন, নতুন প্রজন্মকে আমাদের ঐতিহ্য, উৎসব ও সংস্কৃতি সম্পর্কে সচেতন করতে হবে। আমাদের ভাষা ও ইতিহাস সম্পর্কেও সচেতনতার বিকাশ ঘটাতে হবে। প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ একটি স্বাস্থ্যকর জীবনবোধ তাদের মধ্যে গড়ে তুলতে হবে। এ জীবনবোধ তৈরিতে শিক্ষকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। 
নায়েমের মহাপরিচালক প্রফেসর আহাম্মেদ সাজ্জাদ রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোঃ সোহরাব হোসাইন এবং কোর্স পরিচালক নাসরিন সুলতানা।
#
 
আফরাজুর/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৮৫০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ৬৮৩
 
ডেনমার্কের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার হবে
                                                   --- কৃষিমন্ত্রী
 
ঢাকা, ৬ ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি) :
আজ কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাকের সাথে সচিবালয়ে তার অফিসকক্ষে ডেনমার্কের রাষ্ট্রদূত      ডরহহরব ঊংঃৎঁঢ় চবঃবৎংবহ সাক্ষাৎ করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দেশের কৃষি ও স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। এ সময় কৃষি সচিব মোঃ নাসিরুজ্জামান উপস্থিত ছিলেন।
  সাক্ষাতে ডেনমার্কের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে টেকসই ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের ও দ্বিপাক্ষিক বৈদেশিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। দুই দেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য, উন্নয়ন সহযোগিতাও অব্যাহত রয়েছে। এই সম্পর্ক অব্যাহত থাকবে বলেন রাষ্ট্রদূত। বাংলাদেশের কৃষির উন্নয়নে অংশীদার হতে চায় ডেনমার্ক। এছাড়া বাংলাদেশের উন্নয়নে সবসময় ডেনমার্কের সমর্থন অব্যাহত থাকবে।
মন্ত্রী বলেন, স¦াধীনতা-উত্তর সময়ে ডেনমার্ক বাংলাদেশের উন্নয়ন সহায়তায় অংশ নিয়েছে। দেশটি মৎস্য প্রযুক্তি ও কৃষিসহ বিভিন্ন খাতে সহায়তা করে। এছাড়া ডেনমার্কের সাথে ২০১৬ সালে কৃষি জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন খাতে চুক্তি স্বাক্ষরিত হয়। দেশটির সাথে কৃষি, পর্যটন ও নির্মাণ খাতের মতো বিভিন্ন ক্ষেত্রেও দু’টি দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার সুযোগ রয়েছে। দেশটির সাথে সম্পর্ক আরো জোরদার হবে।
  আব্দুর রাজ্জাক আরো বলেন, কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে উৎপাদন খরচ কমিয়ে এনে, উৎপাদিত শস্য সংরক্ষণ, প্রক্রিয়াজাত ও বাণিজ্যিকীকরণ একান্ত প্রয়োজন। যার ফলে কৃষকের আয় বৃদ্ধি পাবে, আরো কর্মসংস্থান সৃষ্টি হবে, বৈদেশিক মুদ্রা অর্জন হবে এবং জনগণের পুষ্টি ও নিরাপদ খাদ্য নিশ্চিত সম্ভব। এই শিল্পে দেশি বিদেশি বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করতে হবে। কৃষক যে ফসলে ভালো দাম পাবে সেই ফসলই ফলাবে। আমাদের কৃষি ও কৃষকদেরকে বাঁচাতে হলে প্রক্রিয়াজাত ও বাণিজ্যিকীকরণ অপরিহার্য, সর্বোপরি বিনিয়োগে আহ্বান জানান কৃষিমন্ত্রী। রাষ্ট্রদূত বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। 
ডেনমার্কের প্রতিনিধিদলে আরো ছিলেন ডেপুটি হেড অভ্ মিশন  জবভরশধ ঐধুঃধ.
এর আগে কৃষিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের (আইএফডিসি) এর প্রতিনিধি ইসরাত জাহান। দেশে প্রায় ৪০ বছর ধরে কাজ করছে সংস্থাটি। আইএফডিসি’র প্রতিনিধি কৃষিমন্ত্রীকে তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তারা কৃষি উন্নয়নে বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী। কৃষিমন্ত্রী কৃষি প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণের ওপর দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণের পরামর্শ দেন।
 
#
 
গিয়াস/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৮৫৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ৬৮২
 
শীঘ্রই পানগাঁও টার্মিনাল পুরোদমে পরিচালিত হবে
                           --- নৌপরিবহন প্রতিমন্ত্রী
 
কেরানীগঞ্জ (ঢাকা), ৬ ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি) :
 
‘অর্থনৈতিক ও সেবার বিষয়টি লক্ষ্য রেখেই পানগাঁও  অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল (আইসিটি) নির্মিত হয়েছে। ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা এর উপকার ভোগ করছে। পানগাঁও টার্মিনালকে কর্মচঞ্চল ও লাভজনক হিসেবে গড়ে তুলতে এর সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে। টার্মিনালকে সামনের দিকে এগিয়ে নিতে সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধান করা হবে। শীঘ্রই পানগাঁও টার্মিনাল পুরোদমে পরিচালিত হবে।’ 
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী আজ ঢাকার কেরানীগঞ্জে পানগাঁও আইসিটি পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আব্দুস কুদ্দুস খান, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, কাস্টমস কমিশনার ইসমাইল হোসেন সিরাজী, টার্মিনাল ম্যানেজার মোঃ সারওয়ার আলম, কমলাপুর আইসিডির ম্যানেজার আহমেদুল কবির উপস্থিত ছিলেন। 
মতবিনিময় অনুষ্ঠানে জানানো হয়, পানগাঁও আইসিটির কর্মচাঞ্চল্য বৃদ্ধির জন্য ট্যারিফ হ্রাস, জাহাজ ভাড়া হ্রাস, কমন ক্যারিয়ার এগ্রিমেন্ট, জাহাজের সিডিউল প্রণয়ন, ব্যাংকিং ব্যবস্থা, অভিন্ন ইনল্যান্ড হলেজ চার্জ নির্ধারণ, অনলাইনে ডেলিভারি ইত্যাদি সুযোগ-সবিধা বিদ্যমান রয়েছে। আরো জানানো হয়, পানগাঁও আইসিটি ২০১৪ সালে ৯৮৪ টিইইউস এবং ২০১৮ সালে ২২ হাজার ৫০৮ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং করছে। পানগাঁও আইসিটি ২০১৩-১৪ অর্থবছরে প্রায় ১১ লাখ এবং ২০১৮-১৯ অর্থবছরে জানুয়ারি ’১৯ পর্যন্ত চার কোটি ৮৮ লাখ টাকা আয় করেছে।  
উল্লেখ্য, পানগাঁও টার্মিনালটি ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন বুড়িগঙ্গা নদীর তীরে পানগাঁও নামক স্থানে প্রায় ৮৯ একর জমির উপর ২০১৩ সালে ৭ নভেম্বর উদ্বোধন করা হয়। টার্মিনালের জেটির দৈর্ঘ্য ১৮০ মিটার এবং প্রস্থ ২৬ মিটার। এর কন্টেইনার ধারণক্ষমতা ৩৫০০ টিইইউস (বিশ ফুট দৈর্ঘ্যরে কন্টেইনার)। দু’টি মোবাইল হারবার ক্রেন, দু’টি স্ট্র্যাডেল ক্যারিয়ার, দু’টি সাইড লিফটার, দু’টি ট্রাক্টর টেইলার, তিনটি কার্গো ক্রেন এবং ১২টি ফর্কলিফট দিয়ে টার্মিনালটি কন্টেইনার হ্যান্ডলিং করছে। 
পানগাঁও-চট্টগ্রাম-পানগাঁও রুটে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের চারটি কন্টেইনারবাহী জাহাজ চলাচল করছে। বিআইডব্লিউটিসি’র দু’টি জাহাজকে উক্ত রুটে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানের আরো একটি জাহাজ চলাচলের জন্য প্রস্তুত আছে। এছাড়া কলকাতা হতে সরাসরি পানগাঁও আইসিটি চলাচলের জন্য নৌকল্যাণ অধিদপ্তরের একটি জাহাজ ও মেরিন ট্রাস্টের কয়েকটি জাহাজ যাতায়াত করছে। 
#
 
জাহাঙ্গীর/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৭৫৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৬৮১

 

উত্তরা টেলিফোন এক্সচেঞ্জের ৭৯১এবং৭৯২গ্রুপের কিছু নম্বর পরিবর্তন

 

ঢাকা, ৬ ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি) :

উত্তরা টেলিফোন এক্সচেঞ্জে কারিগরি ত্রুটি দেখা দেয়ায় কিছু টেলিফোন নম্বর অচল হয়ে পড়ে-যা কারিগরিভাবে ত্রুটিমুক্ত করা সম্ভব হচ্ছে না।

এমতাবস্থায়, উত্তরার৭৯১গ্রুপ এর টেলিফোন নম্বর সমূহ৪৮৯৬গ্রুপ দ্বারা পরিবর্তিত হবে এবং শেষ চার ডিজিট অপরিবর্তিত থাকবে। নতুন নম্বর হবে আট ডিজিট সম্পন্ন।

উদাহরণস্বরূপ :-

পুরাতন সাত ডিজিটের নম্বর

আট ডিজিটের পরিবর্তিত নতুন নম্বর

৭৯১XXXX

৪৮৯৬XXXX

 

 

৭৯২০গ্রুপ (সেক্টর-১২) এর নম্বরসমূহ৫৫০৮গ্রুপের নম্বর দ্বারা রূপান্তর করা হচ্ছে। তবে শেষ চার ডিজিট অপরিবর্তিত রাখা সম্ভব হবে না।

গ্রাহকবৃন্দকে প্রতিটি নম্বর পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত নম্বর টেলিফোনে জানানো হবে। নম্বর পরিবর্তন সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে৭৯১গ্রুপের টেলিফোন নম্বরের জন্য ০১৫৫০১৫১৪১২ নম্বরে এবং৭৯২গ্রুপের টেলিফোন নম্বরের জন্য ০১৫৫০১৫১৩৮০ নম্বরে যোগাযোগ করতে গ্রাহকবৃন্দকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া, পুরাতন ও নতুন নম্বরের তালিকা বিটিসিএলের অফিসিয়াল ওয়েবসাইট (www.btcl.com.bd) এ দেয়া আছে।

নম্বর পরিবর্তনের কারণে গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

#

 

মোরশেদ/অনসূয়া/জসীম/আসমা/২০১৯/১৪৩০ ঘণ্টা

 

Todays handout (5).docx Todays handout (5).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon