Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ এপ্রিল ২০১৭

তথ্যবিবরণী ১৬ এপ্রিল ২০১৭

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১০৫৪
 
শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স পরিদর্শনে বিমান ও পর্যটন মন্ত্রী
১৫ দিনের মধ্যে বন্দর ব্যবস্থাপনায় দৃশ্যমান অগ্রগতি আনার নির্দেশ

ঢাকা, ৩  বৈশাখ (১৬ এপ্রিল) :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে মালামাল রাখার শৃঙ্খলা ও পণ্য ডেলিভারি প্রক্রিয়া ত্বরান্বিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি এবং ১৫ দিনের মধ্যে বন্দরের ব্যবস্থাপনায় দৃশ্যমান অগ্রগতি আনার নির্দেশ প্রদান করে আবারও বন্দর পরিদর্শনের কথা জানান তিনি। 
গত ১৩ এপ্রিল বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে তিন দিনের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছড়িয়ে থাকা পণ্যসমূহে কার্গো কমপ্লেক্সের পেলেটে সাজিয়ে রাখার নির্দেশের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে আজ বিকেলে মন্ত্রী বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি কমপ্লেক্সের নতুন সংযোজন পেলেট, বে থেকে কমপ্লেক্স পর্যন্ত মালামাল নিয়ে আসা ফর্কলিফটসহ কমপ্লেক্স্রের বিভিন্ন কার্যক্রম ও পণ্য ডেলভারি প্রক্রিয়া প্রত্যক্ষ করেন এবং কর্মরত শ্রমিক-কর্মকর্তাদের সাথে কথা বলেন। 
এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব এসএম গোলাম ফারুক, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী, বিমানের এমডি মোসাদ্দেক আহমেদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচ এম জিয়াউলহকসহ কাস্টমস, এপিবিএন, বিজিএমইএ, সিএন্ডএফসহ মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন ও বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 
#

মাহবুবুর/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/২০৪৫ঘণ্টা

Handout                                                                                                          Number: 1053

Bangladesh for Mass-communication Cooperation with

Luxembourg and Kyrgyzstan

Dhaka, 16 April:

            Visiting Honorary Consuls of Bangladesh, Thierry Reisch appointed in Luxembourg and Temirbek Erkinov, appointed in Kyrgyzstan met Information Minister Hasanul Haq Inu  Sunday afternoon at minister’s office in the Secretariat.

            During the meeting, the Consuls agreed in principle to proceed for memoranda of understanding to be signed on cooperation in the fields of news and mass-communication with Bangladesh respectively.

            Minister Hasanul Haq Inu briefed the Consuls on Bangladesh’s civilization dating back to about 4,000 years, country’s struggle for independence and the present yearly growth over 7% in the economy under the leadership of Prime Minister Sheikh Hasina.

#


Akram/Selim/Mosharf/Rezaul/2017/2014   hours

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১০৫২
 
ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০১৭ এর অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বেতার

ঢাকা, ৩  বৈশাখ (১৬ এপ্রিল) :
    ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০১৭ উপলক্ষে মেহেরপুর জেলার মুজিবনগরস্থ মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে আগামীকাল ১৭ এপ্রিল সকাল ৯টায় পুষ্পস্তবক অর্পণ, গার্ড অভ্ অনার প্রদান ও কুচকাওয়াজ এবং সকাল ১০টা ৩০ মিনিটে শেখ হাসিনা মঞ্চে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুষ্পস্তবক অর্পণ, গার্ড অভ্ অনার প্রদান ও কুচকাওয়াজ অনুষ্ঠানটি বিটিসিএল লাইনের মাধ্যমে বাংলাদেশ বেতার ঢাকা-ক ৬৯৩ কিলোহার্জে, এফ এম ৯০.০ মেগাহার্জে ও এফএম ১০৩.২ মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট িি.িনবঃধৎ.মড়া.নফ    থেকে সরাসরি সম্প্রচার করবে এবং বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফ এম ব্যান্ডে বিটিসিএল লাইনের মাধ্যমে বাংলাদেশ বেতারের জাতীয় ভবন থেকে একযোগে রিলে করবে বলে বেতারের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 
#

আবদুল হক/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/২০১৫ঘণ্টা

থ্যবিবরণী                                                                                           নম্বর : ১০৫০
 
বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সাথে লুক্সেমবার্গ 
ও কিরগিজিস্তানে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেলের বৈঠক

ঢাকা, ৩  বৈশাখ (১৬ এপ্রিল) :
আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর  নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম এর সাথে লুক্সেমবার্গে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল থিয়েরি রিস্চ ও কিরগিজিস্তানে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল তেমিরবেক এরকিনভ এর এক বৈঠক বিডা’র বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশসমূহে বাংলাদেশের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। বিডা’র নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশে বিনিয়োগ বিকাশে বিডা’র অবদান বর্তমান কর্মপরিধি এবং লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অনারারি কনসাল জেনারেলদ্বয়কে অবহিত করেন।
আমিনুল ইসলাম অনারারি কনসাল জেনারেলদ্বয়কে বাংলাদেশের বর্তমান অনুকূল ও বিনিয়োগবান্ধব পরিবেশ সম্পর্কে লুক্সেমবার্গ ও কিরগিজিস্তানের ব্যবসায়ী সমাজের মাঝে ব্যাপক প্রচারের অনুরোধ করেন।
বৈঠকে বাংলাদেশে কিরগিজিস্তানের বিনিয়োগের জন্য গার্মেন্টস, পার্টিকেল বোর্ড, সিরামিক, বাইসাইকেল, বলপেন প্রভৃতি এবং বাংলাদেশে লুক্সেমবার্গের বিনিয়োগের জন্য স্পেস মাইনিং, ব্যাংকিং প্রভৃতি ক্ষেত্র চিহ্নিত করা হয়। বৈঠকে গার্মেন্টস শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল তুলা কিরগিজিস্তান থেকে আমদানির বিষয়েও  নীতিগত সিদ্ধান্ত হয়।
বৈঠকে বিডা’র নির্বাহী সদস্য নাভাস চন্দ্র মন্ডল, সচিব অজিত কুমার পাল এফসিএ, পরিচালক তৌহিদুর রহমান খান, নওরীন আহসান ও আরিফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
#

ফয়সাল/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/১৯৩৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                              নম্বর : ১০৪৯

লুক্সেমবার্গ ও কিরগিজস্তানে নিযুক্ত অনারারি কনসালদের সাথে তথ্যমন্ত্রীর মতবিনিময়
ঢাকা, ৩  বৈশাখ (১৬ এপ্রিল) :
বাংলাদেশের অনারারি কনসাল হিসেবে লুক্সেমবার্গে নিযুক্ত থিয়েরি রেইশ (ঞযরবৎৎু জবরংপয) ও কিরগিজস্তানে নিযুক্ত তাইমিরবেক আরকিনভের (ঞবসরৎনবশ ঊৎশরহড়া) সাথে আজ মতবিনিময় করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। 
সচিবালয়ে নিজ দপ্তরে এ মতবিনিময়কালে সফররত কনসালদের কাছে প্রায় চার হাজার বছরের পুরনো এদেশের সভ্যতা, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বছরে শতকরা সাতে উন্নীত হবার সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন তিনি। 
আলোচনায় লুক্সেমবার্গ ও কিরগিস্তানের সাথে তথ্য ও গণমাধ্যম ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারকের বিষয়ে নীতিগতভাবে একমত হন তারা। পররাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
#
আকরাম/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/১৯২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                              নম্বর : ১০৪৮

দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধতা রক্ষা জনসংযোগ কর্মকর্তাদের পবিত্র দায়িত্ব
                                                                      --- তথ্যমন্ত্রী
ঢাকা, ৩  বৈশাখ (১৬ এপ্রিল) :
‘দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধতা রক্ষা জনসংযোগ কর্মকর্তাদের কাজের অবিচ্ছেদ্য ও পবিত্র অংশ’ বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ রাজধানীতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) সেমিনার হলে বাংলাদেশ জনসংযোগ সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী একথা বলেন। জনসংযোগ সমিতির সভাপতি মোঃ মোস্তফা ই. জামিল সভার শুরুতে সমিতির বার্ষিক প্রতিবেদন তথ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক মোঃ শাহ আলমগীর সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মূলত বেসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর জনসংযোগ কর্মকর্তাদের এ সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, নিজস্ব সংস্থার পক্ষে জনসংযোগ পরিচালনায় দেশ ও জনগণের স্বার্থ সবসময় অক্ষুণœ রাখতে হবে। 
হাসানুল হক ইনু বলেন, সমৃদ্ধ ও দক্ষ জনসংযোগের জন্য নিজের সংস্থা সম্পর্কে সম্যক ধারণা রাখা ও চলমান কার্যাবলি পূর্ণরূপে জানার কোনো বিকল্প নেই। কারণ, জনসংযোগ কর্মকর্তারা সংস্থার সুনাম তৈরি ও রক্ষার কাজেই নিয়োজিত। 
এ সময় সমিতির সদস্যবৃন্দ তাদের কাজের মান বৃদ্ধিতে সরকারি প্রশিক্ষণের জন্য যে দাবি উত্থাপন করেন, তথ্যমন্ত্রী সে বিষয়ে জোর প্রচেষ্টার আশ্বাস দেন। পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর তার প্রতিষ্ঠানের পক্ষ থেকেও জনসংযোগ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা নেবেন বলে সভায় জানান।
জনসংযোগ সমিতির কার্যকরী পরিষদের সদস্যবৃন্দের মধ্যে রওশন এ. রহমান, এ এস এম বজলুল হক, আজম খান, ড. সুস্মিতা দাস, এ এফ এম আসাদুজ্জামান, ওয়াহিদ মুরাদ, মোঃ আব্দুল খালেক, মোঃ হাবীবুর রহমান, লাবণ্য আহমেদ, মোঃ আবুল কাসেম শিখদার, মোঃ মুস্তাফিজুর রহমান, সুজন মাহমুদ, মোহাম্মদ শামীম হাসান, মাহবুব আরা, শ ম কামরুল ইসলাম খান, লিনা ফেরদৌস, সাইফুল হাসান চৌধুরী, মীর মোহাম্মদ মোরশেদ, মাহবুবা আফরোজ চৌধুরী, এম এ ওয়াদুদ, মোঃ আবদুর রহমান, মোঃ মিজানুর রহমান, মোঃ জমায়েত আলী, কাজী গোফরান আহমেদ সভায় অংশ নেন।

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১০৪৭ 
 
জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যবৃন্দের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 

ঢাকা, ৩  বৈশাখ (১৬ এপ্রিল) :
আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যবৃন্দের দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা ৩০ মিনিটে শুরু হয়ে বিকাল পর্যন্ত দুই পর্বে এ ওরিয়েন্টেশন সম্পন্ন হয়।
স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক-এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম পর্বে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী, অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলম, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতার উজ্জামান, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, কক্সবাজার জেলা পরিষদের ১৫ নং সাধারণ ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শফিক মিয়া ও সিলেট জেলা পরিষদের ০৫ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য বেগম সাজনা সুলতানা হক চৌধুরী।
স্থানীয় সরকার সচিব তাঁর বক্তব্যে বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা কেন্দ্রীয় সরকার ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। জনগণের কল্যাণে আরও বেশি সম্পৃক্ত করতে জেলা পরিষদকে আধুনিকায়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
সচিব বলেন, প্রাচীন এ প্রতিষ্ঠানটি এক সময় অনেক সমৃদ্ধ ছিল। প্রতিষ্ঠানটির অনেক সম্পদ রয়েছে যা ইতোমধ্যে অব্যবস্থাপনার কারণে বেদখল হয়ে গেছে। তিনি সম্পদসমূহ পুনরুদ্ধারে জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জেলা পরিষদের কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে জনবল তিন থেকে চার গুণ বাড়ানোর পরিকল্পনা সরকারের রয়েছে।
#

জাকির/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/১৮৫৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১০৪৬
 
সুনামগঞ্জ -২ আসনের সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান স্পিকার

ঢাকা, ৩  বৈশাখ (১৬ এপ্রিল) :
দশম জাতীয় সংসদের ২২৫ সুনামগঞ্জ -২ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য জয়া সেন গুপ্তা-এর শপথ গ্রহণ অনুষ্ঠান আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে তাঁর কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান।
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ,  হুইপ মোঃ আতিউর রহমান আতিক, হুইপ মোছাঃ মাহাবুব আরা বেগম গিনি, এস এম আবুল কালাম আজাদ এবং পংকজ নাথ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
 জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এ সময় সংসদ সদস্যের নির্বাচনী এলাকার নেতৃবৃন্দ ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। 
#

তারিক/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/১৮৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                              নম্বর : ১০৪৫

স্পিকারের সাথে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ৩ বৈশাখ (১৬ এপ্রিল):
স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে বাংলাদেশে নিযুক্ত সোস্যালিস্ট রিপাবলিক অভ্ ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্র্যান ভ্যান খোয়া (ঞৎধহ ইধহ কযড়ধ) আজ তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এ সময় তাঁরা নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতাকরণের জন্য নিজ নিজ দেশে গৃহীত কার্যক্রম এবং সংসদীয় রীতি-পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 
স্পিকার বলেন, ভিয়েতনাম বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র। ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়ায় তিনি ভিয়েতনাম সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 
সাক্ষাৎকালে স্পিকার রাষ্ট্রদূতকে ১-৫ এপ্রিল ২০১৭ তারিখে ঢাকায় অনুষ্ঠিত আইপিইউ সম্মেলন চলাকালীন তাঁদের দেশ থেকে আগত প্রতিনিধি দলের সাথে তাঁর সাক্ষাতের বিষয়টি তুলে ধরেন। এ সময় তিনি আইপিইউ সম্মেলনে প্রস্তুতি ও বাংলাদেশ কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রমের বিবরণ দেন। 
স্পিকার রাষ্ট্রদূতকে বাংলাদেশে দায়িত্ব পালনকালে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ আর্থসামাজিক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।  তিনি বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে ভবিষ্যতে সকল ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
রাষ্ট্রদূত বলেন, দু’দেশের সংসদের প্রতিনিধি দলের সফর বিনিময়ের মাধ্যমে বর্তমান সম্পর্ক আরো জোরদার করা সম্ভব। এছাড়া ব্যবসা-বাণিজ্য প্রসারেও দু’দেশের কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। 
সফলভাবে ১৩৬তম আইপিইউ এসেম্বলি সম্পন্ন করায় রাষ্ট্রদূত স্পিকারকে ধন্যবাদ জানান। এ সময় তিনি বাংলাদেশের নিরাপত্তা ও আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন। 
স্পিকার ভিয়েতনামের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশে তাঁর অবস্থান দু’দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

#

তারিক/সেলিম/মোশারফ/রেজাউল/২০১৭/১৮২৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১০৪৪
 
নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রয়োজন নিয়মিত অর্থযোগান
                                          -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সিলেট, ৩  বৈশাখ (১৬ এপ্রিল) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রয়োজন নিয়মিত অর্থযোগান। নবায়নযোগ্য জ্বালানি ব্যয়বহুল বিধায় প্রাথমিকভাবে স্বল্প সুদে বা বিনা সুদে অর্থায়ন প্রয়োজন। পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতে পারলে এসডিজি অর্জন সহজতর হবে। 
প্রতিমন্ত্রী, আজ সিলেটে ‘টেকসই জ্বালানি প্রসারে গ্রিন ব্যাংকিং এর ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির প্রসার, উৎপাদন ও ব্যবস্থাপনা এবং জ্বালানির দক্ষতা অর্জনে কাজ করছে। পরিবেশবান্ধব প্রযুক্তি বিস্তার করার জন্য পরিবেশবান্ধব অর্থায়ন বা গ্রিন ব্যাংকিং কার্যক্রম আরো বাড়ানো প্রয়োজন। বাংলাদেশ ব্যাংকের এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেয়া দরকার। বাংলাদেশে পরিবেশবান্ধব অর্থায়ন সহায়ক অবকাঠামো তৈরি শুধু টেকসই জ্বালানি উন্নয়নের জন্যই নয়, বরং সামগ্রিকভাবে পরিবেশ উন্নয়ন এবং পরিবেশবান্ধব ও টেকসই অর্থনীতির  দিকে দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 
জার্মান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জিআইজেড) টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অভ্ ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। এ উদ্যোগের  মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় ব্যাংক এবং আর্থিক সংস্থার প্রতিনিধিদের  প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সিলেটে অনুষ্ঠিত প্রশিক্ষণের মাধ্যমে টেকসই জ্বালানি উন্নয়নের প্রয়োজনীয়তা বিষয়ে অংশগ্রহণ-কারীদের সচেতনতা তৈরি ও তথ্য প্রদান এবং পরিবেশবান্ধব অর্থায়নের ক্ষেত্রে তাদের দক্ষতা বৃদ্ধির উপর জোর দেয়া হয়েছে। সরকারের গৃহীত গ্রিন ব্যাংকিং নীতিমালা ও বিভিন্ন কার্যক্রমের সাফল্য নিশ্চিত করা এবং দেশে পরিবেশবান্ধব অর্থায়নের উপযোগী অবকাঠামো তৈরির জন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অংশগ্রহণকারীরা মতামত প্রদান করেছেন। 
বিআইবিএম’র মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে  ¯্রডোর চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস.কে সুর চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার এবং বাংলাদেশে জার্মান দূতাবাসের ডেপুটি হেড অভ্ মিশন মাইকেল শুলখেই বক্তব্য রাখেন। 
#

আসলাম/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/১৮০০ঘণ্টা 

তথ্যবিবরণী                                              নম্বর : ১০৪৩

দশম জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন ২ মে

ঢাকা, ৩ বৈশাখ (১৬ এপ্রিল):
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ১৪২৪ বঙ্গাব্দের ১৯ বৈশাখ মোতাবেক ২০১৭ খ্রিস্টাব্দের ২ মে মঙ্গলবার বিকেল ৫টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দশম জাতীয় সংসদের পঞ্চদশ (২০১৭ খ্রিস্টাব্দের ২য়) অধিবেশন আহ্বান করেছেন। 
তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

#

মোতাহের/সেলিম/মোশারফ/রেজাউল/২০১৭/১৭২২ ঘণ্টা

তথ্যবিবরণী                                              নম্বর : ১০৪২

ত্রিদেশীয়  ফিজিক্যালি চ্যালেঞ্জড টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

ঢাকা, ৩ বৈশাখ (১৬ এপ্রিল):    
  ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল মাঠে আজ শুরু হয়েছে ত্রিদেশীয় ফিজিক্যালি চ্যালেঞ্জড টি-২০ ক্রিকেট টূর্নামেন্ট-২০১৭। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এ টুর্নামেন্ট উদ্বোধন করেন । 
স্বাগতিক বাংলাদেশ, ভারত ও শ্রীলংকার অংশগ্রহণে এই ক্রিকেট টুর্নামেন্টটি ১৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। 
বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জড এর সভাপতি ড. শেখ আবদুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শফিক সিদ্দিকী।  

#
শফিকুল/অনসূয়া/গিয়াস/জসীম/রফিকুল/শামীম/২০১৭/১৬০৮ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                নম্বর : ১০৪১

মুখ চিনে নয় যোগ্য ব্যক্তিকে ঋণ প্রদান করবেন  
                  -প্রবাসী কল্যাণ মন্ত্রী
ঢাকা, ৩ বৈশাখ (১৬ এপ্রিল):     
    প্রবাসী কর্মীদের কষ্টার্জিত রেমিটেন্স স্বল্প খরচ ও সহজে দেশে আনার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক-কে তফসিলী ব্যাংক হিসেবে রূপান্তর করা হয়েছে। প্রবাসীদের ঋণ বিতরণের ক্ষেত্রে  কারো মুখ চিনে নয় যোগ্য ব্যক্তিকে ঋণ প্রদান করবেন।   
    আজ ঢাকার ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রবাসী কল্যাণ ব্যাংক-কে তফশিলি ব্যাংকে রূপান্তর করতে পরিশোধিত মূলধন পুর্নগঠনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড হতে ৫০ কোটি টাকার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশ্যে একথা বলেন।
    মন্ত্রী আরো বলেন প্রবাসী কল্যাণ ব্যাংককে তফশিলি ব্যাংক-এ রুপান্তর কার্যক্রম শুরু হলে প্রবাসী কর্মীদের প্রেরিত রেমিটেন্স বৈধপথে আসবে এবং এর পরিমাণও বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন, প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণে প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে এ ব্যাংকের শাখা খোলা হবে। 
    মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব  জাবেদ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, এনডিসি ও প্রবাসী কল্যাণ ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক আ ন ম মাসরুরুল হুদা সিরাজী। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আজহারুল হক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লি (বোয়েসেল) এর ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তীসহ মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থাসমূহের ঊর্ব্ধতন কর্মকর্তাবৃন্দ । 

#
জাহাঙ্গীর/অনসূয়া/গিয়াস/জসীম/রফিকুল/শামীম/২০১৭/১৫২৫ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                      নম্বর : ১০৩৯

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা আগামীকাল শুরু
ঢাকা, ৩ বৈশাখ (১৬ এপ্রিল):
    জাতীয় বিশ^বিদ্যালয়ের অধীনে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ২০১৪ সালের মাস্টার্স শেষ পর্ব (শুধুমাত্র নিয়মিত) পরীক্ষা আগামীকাল ১৭ এপ্রিল থেকে শুরু হবে। সারাদেশের  ১৩০ টি কলেজের ১০৫টি কেন্দ্রে সর্বমোট ১ লাখ ২৮ হাজার ৩৪১ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে।
    পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ঠ কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণের সহযোগিতা কামনা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।
#
ফয়জুল/অনসূয়া/গিয়াস/সুবর্ণা/রফিকুল/শামীম/২০১৭/১৩০৫ ঘণ্টা 


তথ্যবিবরণী                                                  নম্বর : ১০৩৭

মুজিবনগর দিবসে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ৩ বৈশাখ (১৬ এপ্রিল):
         রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :    
    “ঐতিহাসিক ‘মুজিবনগর দিবস’ উপলক্ষে আমি দেশবাসী এবং প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্যাপন তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। 
    ‘মুজিবনগর দিবস’ আমাদের জাতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। আমি এ দিনে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রূপকার। স্মরণ করি জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন       এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামান-কে যাঁদের নেতৃত্বে মুজিবনগর সরকার পরিচালিত হয়। সশ্রদ্ধচিত্তে স্মরণ করি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদ, মুক্তিযুদ্ধের সমর্থক-সংগঠকসহ আপামর জনগণকে যাঁরা মাতৃভূমির স্বাধীনতার জন্য অসামান্য অবদান রেখেছেন। 
    আমাদের মহান মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের গুরুত্ব ও ভূমিকা অপরিসীম। ১৯৭১ সালের ১০ এপ্রিল নির্বাচিত জনপ্রতিনিধিগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ২৬ মার্চ ঘোষিত স্বাধীনতা দৃঢ়ভাবে সমর্থন ও অনুমোদন করেন এবং স্বাধীনতার ঘোষণাপত্র জারির মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করেন। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাননে মুজিবনগর সরকার শপথ নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যাত্রা শুরু করে। মহান মুক্তিযুদ্ধ পরিচালনাসহ বিশ্ব দরবারে সদ্য স্বাধীন বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টি, শরণার্থীদের ব্যবস্থাপনা, যুদ্ধবিধ্বস্ত দেশবাসীর পাশে দাঁড়ানোসহ মুক্তিযুদ্ধকালীন সরকার পরিচালনায় এ সরকার সার্বিক দায়িত্ব পালন করে। মুজিবনগর সরকারের যোগ্য নেতৃত্ব, সঠিক দিকনির্দেশনা ও রণকৌশল মুক্তিযুদ্ধকে সফল পরিসমাপ্তির দিকে এগিয়ে নিয়ে যায়। অবশেষে দীর্ঘ নয় মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে ১৯৭১ এর ১৬ ডিসেম্বর অর্জিত হয় আমাদের কাক্সিক্ষত বিজয়।    ১৭ এপ্রিল শপথ অনুষ্ঠান ও মুজিবনগর সরকার গঠন এবং সরকার পরিচালনায় যাঁরা সহযোগিতা করেছিলেন আমি তাঁদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
    মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি। বর্তমান সরকার সে লক্ষ্যে যুগোপযোগী কর্মপরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করছে। ইতোমধ্যে নারীর ক্ষমতায়ন, কৃষি, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্যপ্রযুক্তি, বেসরকারি খাতে উন্নয়নসহ জাতীয় জীবনে বিভিন্ন অগ্রগতি অর্জিত হয়েছে। নিজস্ব অর্থায়নে বৃহৎ প্রকল্প পদ্মা সেতু নির্মিত হচ্ছে। ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জনসহ মাথাপিছু আয় বাড়ছে, কমছে দারিদ্র্যর হার। সরকার বাংলাদেশকে সুখী-সমৃদ্ধ দেশে পরিণত করতে ‘রূপকল্প ২০২১’ ও ‘রূপকল্প ২০৪১’ ঘোষণা করেছে। এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে সক্ষম হব, ইনশা-আল্লাহ।
    বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা। স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাস তরুণ প্রজন্মের নিকট সঠিকভাবে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। দেশের তরুণ প্রজš§ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতি গঠনমূলক কাজে অবদান রাখবে ঐতিহাসিক মুজিবনগর দিবসে- এই প্রত্যাশা করি।
    আমি মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করি।
                
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
আজাদ/অনসূয়া/সুবর্ণা/রফিকুল/শামীম/২০১৭/১২৫৫ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১০৩৮
মুজিবনগর দিবসে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ৩ বৈশাখ (১৬ এপ্রিল):    
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
    “বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৭ এপ্রিল এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের ১০ এপ্রিল সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয় । 
     মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আ¤্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। পাশাপাশি এদিন স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদন করা হয়। সেদিন থেকে এ স্থানটি ‘মুজিবনগর’ নামে পরিচিতি লাভ করে। 
    ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দেন। তাঁর নির্দেশ অনুযায়ী শুরু হয় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ। ১৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্যদিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে । 
    স্বাধীনতার স্বপক্ষের রাজনৈতিক দলসমূহ, সশস্ত্রবাহিনী, পুলিশ ও তদানীন্তন ইপিআরসহ সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে এই সরকার দীর্ঘ নয় মাস দক্ষতার সঙ্গে মুক্তিযুদ্ধ পরিচালনা করে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর  মিত্রশক্তির সহায়তায় চূড়ান্ত বিজয় অর্জিত হয়। 
     স্বাধীনতার সাড়ে তিন বছরের মাথায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতাবিরোধী প্রতিক্রিয়াশীল শক্তি জাতির পিতাকে সপরিবারে হত্যা করে। আওয়ামী লীগ নেতৃত্বকে সমূলে ধ্বংস করার লক্ষ্যে আড়াই মাসের ব্যবধানে ৩ নভেম্বর জেলখানায় মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী চার জাতীয় নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয় । 
    জাতির পিতাকে হত্যার পর দীর্ঘ ২১ বছর বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না। আইনের শাসন ও জনগণের অধিকার সামরিক স্বৈরাচারের বুটের তলায় পিষ্ট হচ্ছিল। জনগণের ভোটে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর দেশে আবারও গণতন্ত্র  ফিরে আসে।   
    ঐতিহাসিক এ দিনে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ চার জাতীয় নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি। শ্রদ্ধা

Todays handout (13).docx Todays handout (13).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon