Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ ফেব্রুয়ারি ২০১৮

তথ্যবিবরণী ১৬ ফেব্রুয়ারি ২০১৮

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৫২০
৮ম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডে শিক্ষামন্ত্রী
বিজ্ঞানের মৌলিক বিষয়গুলোর চর্চা বাড়াতে হবে
ঢাকা, ৪ ফাল্গুন (১৬ ফেব্রুয়ারি) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার বিজ্ঞান শিক্ষায় গুরুত্ব দিচ্ছে। বিজ্ঞানের মৌলিক বিষয়গুলোতে আরো বেশি সংখ্যক শিক্ষার্থীকে পড়াশোনা করতে হবে। দেশের উন্নয়নে বিজ্ঞানচর্চার সাথে প্রযুক্তির সমন্বয় ঘটাতে হবে। 
শিক্ষামন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ৮ম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের  পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
মন্ত্রী নাহিদ বলেন, প্রতি বছরই বিজ্ঞানে শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। ভাল শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় এগিয়ে আসতে হবে। রসায়নকে আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে তিনি বলেন, আজকের প্রজন্ম রসায়ন এবং বিজ্ঞানচর্চার মাধ্যমেই দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে। 
বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি ও সাবেক মুখ্যসচিব মোঃ আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান আরাস্তু খান, সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আফতাব আলী শেখ এবং অলিম্পিয়াডের আহ্বায়ক ড. মোঃ ওয়াহাব খান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ২০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। প্রথম স্থান অধিকার করে নটরডেম কলেজের দীপ্ত আকাশ বিশ্বাস। খুলনার সরকারি এম এম সিটি কলেজের ছাত্র মোঃ তামজিদ হোসেন তানিম দ্বিতীয় এবং ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের অনিক মজুমদার তৃতীয় স্থান অর্জন করে।
#
আফরাজ/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৮/ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৫১৯
১৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র জমাদিউস সানি মাস গণনা শুরু
ঢাকা, ৪ ফাল্গুন (১৬ ফেব্রুয়ারি) :
বাংলাদেশের আকাশে আজ ১৪৩৯ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ১৭ ফেব্রুয়ারি  পবিত্র জমাদিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ১৮ ফেব্রুয়ারি  রোববার থেকে পবিত্র জমাদিউস সানি মাস গণনা শুরু হবে।
আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ হাফিজুর রহমান।
সভায় অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফজলে রাব্বী, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ মিজান-উল-আলম, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোঃ শাফায়াত মাহবুব চৌধুরী, ঢাকা জেলার এনডিসি কাজী হাফিজুল আমিন, ওয়াক্ফ উপপ্রশাসক (প্রশাসন) দেওয়ান মোঃ আব্দুস সামাদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মোঃ শাখাওয়াত হোসেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মোঃ আবদুর রহমান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান ও লালবাগ শাহী জামে মসজিদের খতিব আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।  
#
শারমীন/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৮/১৯২০ ঘণ্টা
তথ্যববিরণী    নম্বর : ৫১৮
বএিনপ’ির নর্বিাচনে অংশ নতিে বাধা নইে 
                                             -- তথ্যমন্ত্রী
ঢাকা, ৪ ফাল্গুন (১৬ ফব্রেুয়ার)ি : 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলছেনে, ‘খালদো জয়িার ভবষ্যিৎ আদালত নর্ধিারণ করবে এবং বএিনপ’ির নর্বিাচনে অংশ নতিে কোনো বাধা নইে। কন্তিু বএিনপি সাজাপ্রাপ্ত খালদো জয়িার মুক্তরি দাবকিে র্পূবর্শত করে নর্বিাচন থকেে সরে আসার ফন্দফিকিরি ও পাঁয়তারা করছ।ে’
আজ ঢাকায় মরিপুররে মাজার রোডে মুক্তযিোদ্ধা কবরস্থানে মুক্তযিুদ্ধরে অন্যতম সংগঠক ও জাসদ নতো কাজী আরফে আহমদেরে ১৯তম শাহাদতর্বাষকিীতে তার কবরে শ্রদ্ধাজ্ঞাপন উত্তর সভায় মন্ত্রী একথা বলনে।
জাসদ সভাপতি ইনু এসময় কাজী আরফেরে প্রতি গভীর শ্রদ্ধা জানয়িে বলনে, জাসদরে মূলমন্ত্র জঙ্গ-ির্দুনীত-িদারদ্র্যি নর্মিূলে কাজী আরফেরে অসমাপ্ত কাজ করবে তার দল।
জাসদ মহানগর পশ্চমিরে সভাপতি মাইনুর রহমানরে সভাপতত্বিে বশিষে অতথিি হসিবেে দলরে সাধারণ সম্পাদক শরিনি আখতার, সহসভাপতি নূরুল আখতার, জাসদ উত্তর সভাপতি বীরমুক্তযিোদ্ধা শফউিদ্দনি মোল্লা, কাজী আরফে ফাউন্ডশেনরে সভাপতি কাজী মাসুদ আহমদে, শ্রমকি জোট সাধারণ সম্পাদক নাঈমুল আহসান জুয়লে, বাংলাদশে ছাত্রলীগ সভাপতি শামছুল ইসলাম সুমন স্মরণসভায় বক্তব্য রাখনে। 
#
আকরাম/মাহমুদ/রজোউল/২০১৮/১৮১২ ঘণ্টা
তথ্যববিরণী    নম্বর: ৫১৭
ইতহিাসকে নতুনভাবে আবষ্কিার করতে হবে
                             -- আসাদুজ্জামান নূর
ঢাকা, ৪ ফাল্গুন (১৬ ফব্রেুয়ার)ি: 
সংস্কৃতি বষিয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলছেনে, বাংলাদশেরে ইতহিাসকে নতুনভাবে আবষ্কিার করতে হব।ে নতুনভাবে আবষ্কিার করতে হবে মহান মুক্তযিুদ্ধে ঢাকা বশ্বিবদ্যিালয়রে ছাত্র-শক্ষিক-র্কমচারীদরে অবদান। ইতহিাসরে বাস্তবতায় এটি একটি অত্যন্ত জরুরি কাজ। এ কাজে সচতেন নাগরকি ও ইতহিাসবদিরে ভূমকিা থাকা দরকার।
মন্ত্রী আজ রাজধানীর ঢাকা বশ্বিবদ্যিালয়রে বটতলায় সন্টোর ফর জনেোসাইড স্টাডজি আয়োজতি “চলমান জাদুঘর : ৭১ এর ঢাকা বশ্বিবদ্যিালয় ও জনেোসাইড” এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতথিরি বক্তৃতায় এসব কথা বলনে। অনুষ্ঠানে সভাপতত্বি করনে ঢাকা বশ্বিবদ্যিালয়রে উপ-উপার্চায প্রফসের ড. নাসরীন আহমদে। স্বাগত বক্তব্য রাখনে ঢাকা বশ্বিবদ্যিালয়রে সন্টোর ফর জনেোসাইড স্টাডজিরে পরচিালক প্রফসের ড. ইমতয়িাজ আহমদে।
আসাদুজ্জামান নূর বলনে, মুক্তযিুদ্ধরে ইতহিাস ও বাঙালি জাতরি আত্মত্যাগরে ইতহিাস কবেল একটি ফ্রমে বা ক্যানভাসে ফুটয়িে তোলা সম্ভব নয়। কনেনা, মুক্তযিুদ্ধরে ঘটনা ও স্মৃতচিহ্নি সারাদশেে ছড়য়িে ছটিয়িে রয়ছে।ে মুক্তযিুদ্ধে ঢাকা বশ্বিবদ্যিালয়রে ছাত্র-শক্ষিক-র্কমচারীদরে আত্মত্যাগরে কথা স্মরণ করে মন্ত্রী বলনে, ঢাকা বশ্বিবদ্যিালয়রে শক্ষর্িাথীদরে র্গব করার মত আলোকোজ্জ্বল ইতহিাস রয়ছে।ে মুক্তযিুদ্ধে র্সবর্পযায়রে শক্ষর্িাথীদরে অংশগ্রহণ ও আন্দোলনরে কন্দ্রেবন্দিু ছলি এ বশ্বিবদ্যিালয়।
উল্লখ্যে, ঢাকা বশ্বিবদ্যিালয়রে বটতলা, মধুর ক্যান্টনি, জগন্নাথ মাঠরে গণকবর, কাঁটাবন, নীলক্ষতে এলাকা প্রভৃতি মহান মুক্তযিুদ্ধরে স্মৃতবিজিড়তি ও স্মৃতচিহ্নি বহন করে আছ।ে মুক্তযিুদ্ধরে এ স্মৃতচিহ্নিসমূহ সংরক্ষণ ও ঢাকা বশ্বিবদ্যিালয়রে নবীন শক্ষর্িাথীদরে হঁেটে হঁেটে দখোনোর মাধ্যমে মহান মুক্তযিুদ্ধে ঢাকা বশ্বিবদ্যিালয়রে ভূমকিা জানাতইে এ “ডধষশরহম গঁংবঁস” তথা চলমান জাদুঘর প্রতষ্ঠিার উদ্দশ্যে।
#
ফয়সল/মাহমুদ/রজোউল/২০১৮/১৮১০ ঘণ্টা
তথ্যববিরণী   নম্বর : ৫১৬ 
বাংলা ভাষা সমেনিারে তথ্যমন্ত্রী
শুদ্ধ উচ্চারণ ও বানানে সকল দপ্তরে বাংলা
ঢাকা, ৪ ফাল্গুন (১৬ ফব্রেুয়ার)ি: 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শুদ্ধ উচ্চারণ ও সঠকি বানানে সকল দপ্তরে বাংলা চালু রাখার আহ্বান জানয়িছেনে। আজ ঢাকায় নায়মে মলিনায়তনে বাংলা ভাষা শক্ষিক র্পষদ আয়োজতি 'বঁেচে থাকি বাংলা ভাষায়’ সমেনিারে প্রধান অতথিরি বক্তৃতায় তনিি এ আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলনে, সাংস্কৃতকি ঘাটতি পূরণে পরচিয় সঙ্কট থকেে বরেয়িে আসতে হব।ে আর সজেন্য ভাষার ওপর শক্তভাবে দাঁড়াতে হব।ে বঙ্গবন্ধুকে উদ্ধৃত করে তনিি বলনে, মনে রাখতে হবে আমরা প্রথমে মানুষ, তারপর বাঙাল,ি তারপর র্ধমীয় পরচিয়। জঙ্গ-িসাম্প্রদায়কি চক্র ভাষাকে সাম্প্রদায়কি রূপ দয়োর যে চক্রান্তে লপ্তি, সে বষিয়ওে সজাগ থাকতে হব।ে
ভাষামশ্রিণ বা 'বাংলশি'ের অশ্লীলতা পরহিার করে বাঙালয়িানা র্চচা করুন, সকল গণমাধ্যম বশিষে করে এফএম বতোর কন্দ্রেগুলোর উদ্দশেে বলনে ইনু। ঢাকার অদূরে উয়ারী-বটশ্বেরে পাওয়া চার হাজার বছররে সভ্যতাসমৃদ্ধ আমাদরে বাঙালত্বি অনকে গভীরে প্রোথতি। হজিাব-লহেঙ্গো-ঘাগরা বাঙালত্বি ঢাকতে পারনো, বলনে তনি।ি সইেসাথে তনিি স্মরণ করয়িে দনে টপি, ঘোমটা বা টুপরি কোনো র্ধমীয় পরচিয় নইে। নানা র্ধমরে মানুষরে এ বশেবাস সাংস্কৃতকি, র্ধমীয় নয়।
আয়োজক র্পষদ সভাপতি ড. আয়শো বগেমরে সভাপতত্বিে বশিষে অতথিি হসিবেে অধ্যাপক পান্না কায়সার, ড. অজয় দাশগুপ্ত, জাপানি লখেক নাওমি ওয়াতানাবে এবং আলোচক অধ্যাপক ড. রতন সদ্দিকিী সমেনিারে বাংলা ভাষার বকিাশে সকলকে মমতা নয়িে কাজ করার আহ্বান জানান। 
#
আকরাম/মাহমুদ/রজোউল/২০১৮/১৮০৫ ঘণ্টা
Todays handout (65).docx Todays handout (65).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon