Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ এপ্রিল ২০১৯

তথ্যবিবরণী - 12.04.2019

তথ্যবিবরণী                                                                  নম্বর : ১৪৮৯
 
২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে
                                     -- এলজিআরডি মন্ত্রী
 
মণিরামপুর (যশোর), ২৯ চৈত্র (১২ এপ্রিল) :
 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। 
 
মন্ত্রী আজ যশোর জেলার মণিরামপুর উপজেলা সম্প্রসারণ কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। 
 
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন এবং উন্নত দেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিপরিষদ ঐক্যবদ্ধভাবে কাজ করে চলেছে। তিনি মনিরামপুর পৌরসভাকে ‘খ’ শ্রেণি থেকে ‘ক’ শ্রেণিতে উন্নীতকরণের ঘোষণা দেন।
 
উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান বক্তৃতা করেন।
 
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বাংলার মানুষের ভাগ্য উন্নয়নে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। দেশ স্বাধীন হওয়ার পর যুদ্ধ বিধ্বস্ত দেশের উন্নয়নে তিনি মনোনিবেশ করেন। কিন্তু বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে দেশকে অন্ধাকারের দিকে ঠেলে দেয়া হয়েছিলো। দীর্ঘ ২১ বছর পর ৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের ভাগ্যোন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করে। 
 
এলজিআরডি মন্ত্রী বলেন, ২০০৮ সালে পুনরায় আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার, বীজ, কীটনাশক কৃষকের দোরগড়ায় পৌঁছে দেয়। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। তিনি বিদ্যুৎ, গ্যাস উৎপাদনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেশে এখন ২২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। 
 
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আওয়ামী লীগ এবং তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুধিজন উপস্থিত ছিলেন।
 
#
 
হাসান/এনায়েত/মোশারফ/সেলিম/২০১৯/২২৩০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                  নম্বর : ১৪৮৮
 
মানব সেবার মতো মহৎ কাজ আর নেই
                             -- তথ্যমন্ত্রী
 
চট্টগ্রাম, ২৯ চৈত্র (১২ এপ্রিল) :
 
বাংলাদেশে মোবাইল ব্যাংকিংয়ের ব্যবহারে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ।
 
মন্ত্রী আজ চট্টগ্রাম নেভী কনভেনশন সেন্টারে  লায়ন্স ক্লাব  আয়োজিত ২২তম আন্তর্জাতিক জেলা কনভেনশনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
 
        তথ্যমন্ত্রী বলেন, বহু বছর ধরে দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে লায়ন্স ক্লাব। এটি আরো প্রসারিত করতে হবে। জীবনের শেষ দিন পর্যন্ত নিজেকে মানব সেবায় নিয়োজিত রাখতে হবে। মনে রাখতে হবে মানবসেবার মতো মহৎ কাজ আর নেই। তিনি বলেন, ব¯ুÍগত উন্নয়নের পাশাপাশি তাত্ত্বিক উন্ন্য়ন প্রয়োজন। মেধার সাথে মূল্যবোধ ও দেশাত্মবোধ থাকতে হবে। তাহলে আমরা উন্নত দেশ গঠনের পাশাপাশি উন্নত জাতি গঠন করতে পারব।
 
অনুষ্ঠানে লায়ন্স কাজী আকরাম উদ্দিন, এম আই খান, শফিউর রহমান, নুরুল ইসলাম, শাহাবুদ্দিন বাবু, কামরুন মালেক, মনজুরুল আলম এবং আবদুল মালেক বক্তৃতা করেন। 
 
#
 
বশার/মাহমুদ/এনায়েত/মোশারফ/সেলিম/২০১৯/২০৪৫ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                  নম্বর : ১৪৮৭
 
চট্টগ্রাম থেকে ইমপোর্ট পারমিট হওয়া প্রয়োজন
                                     -- তথ্যমন্ত্রী
 
চট্টগ্রাম, ২৯ চৈত্র (১২ এপ্রিল) :
 
বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে ব্যবসাবান্ধব নগরী গড়ে তোলার জন্য চট্টগ্রাম বন্দরের আরো কাজ করতে হবে। ব্যবসায়ীদের ইমপোর্ট পারমিট নেওয়ার জন্য ঢাকা যাওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ।
 
মন্ত্রী আজ চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বার আয়োজিত ২৭তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
        তথ্যমন্ত্রী বলেন, চট্টগ্রাম অথবা মংলা থেকে ইমপোর্ট পারমিট হওয়া প্রয়োজন। ঢাকায় হলে ব্যবসায়িক কাজে বিলম্ব হওয়ার সম্ভাবনা থাকে। দেশের সব দপ্তরেই দাপ্তরিক কাজ দ্রুত করার ব্যবস্থা নিয়েছে সরকার। দেশের উন্নয়নের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, যদি উপর থেকে আখতারুজ্জামান ফ্লাইওভার দেখা হয়, সন্ধ্যার পর হাতিরঝিলে বসলে মনে হবে না আমরা বাংলাদেশে আছি। মনে হবে সিঙ্গাপুর বা অন্য কোনো উন্নত রাষ্ট্রে আছি। খাদ্য ঘাটতির দেশ এখন খাদ্যে উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে কোনো জাদুর স্পর্শে নয়, সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরী ও দক্ষ নেতৃত্বের কারণে।
 
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোঃ মাহাবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সিএমপি কমিশনার মাহাবুবুর রহমান, ভারতের সহকারী হাইকমিশনার অনিন্দ ব্যানার্জী ও মেলা কমিটির কো-চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন বক্তৃতা করেন। 
 
#
 
বশার/মাহমুদ/এনায়েত/মোশারফ/সেলিম/২০১৯/২০৪০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                  নম্বর : ১৪৮৬
 
বাংলাদেশ অন্য দেশের ভাষা ও সংস্কৃতিকে মর্যাদা দেয়
     -- নৌপরিবহন প্রতিমন্ত্রী
 
ঢাকা, ২৯ চৈত্র (১২ এপ্রিল) :
 
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ অন্য দেশের ভাষা ও সংস্কৃতিকে মর্যাদা দেয়। বাংলাদেশের ভাষা ও সংস্কৃতির ঐতিহ্য রয়েছে। বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন দেশ দিয়েছেন। বঙ্গবন্ধু সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা  প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তি ও সম্প্রীতির  মানবতার পতাকা উড়িয়ে বিশ্বে প্রশংসিত হয়েছেন।
 
প্রতিমন্ত্রী আজ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ইরানি নওরোয (নববর্ষ) ও বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
প্রতিমন্ত্রী বলেন, সংস্কৃতিকে লালন করে আমাদের জ্ঞানার্জনকে বিকশিত করতে পারলে বিজ্ঞান সমৃদ্ধ হবে, মানব জাতি উপকৃত হবে। আলোর পথে দৃষ্টি প্রসারিত করে মানুষের কল্যাণে কাজ করতে হবে।
 
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের ইরানি ভিজিটিং প্রফেসর ড. কাজেম কাহদুয়ী, বিশিষ্ট নাট্য অভিনেতা ও পরিচালক মামুনুর রশীদ এবং ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর ড. মাহদী হোসেইনী ফায়েক।
 
পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি  ভাষা ও সাহিত্য বিভাগের সাংস্কৃতিক দল অংশগ্রহণ করে।
 
#
 
জাহাঙ্গীর/মাহমুদ/এনায়েত/মোশারফ/সেলিম/২০১৯/১৯২০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                  নম্বর :  ১৪৮৫
 
নুসরাত হত্যার ঘটনা আমাদেরকে ব্যথিত করেছে
                         -- পরিবেশ মন্ত্রী
 
সিলেট, ২৯ চৈত্র (১২ এপ্রিল) :
 
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, ফেনীর নুসরাত হত্যার ঘটনা আমাদেরকে ব্যথিত করেছে। আমরা এ হত্যার বিচার চাই। আমাদেরকে সামাজিকভাবে এ ধরনের ঘটনা প্রতিহত করতে হবে। সমাজের প্রতিটা মানুষ যদি সচেতন হয় তাহলে এ ধরনের ঘটনা  থেকে আমরা পরিত্রাণ পাবো এবং দেশ আরো এগিয়ে যাবে।
 
মন্ত্রী আজ সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগের ২০ বছর পূর্তি উপলক্ষে দু’দিনব্যাপী পুনর্মিলনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
পরিবেশের ওপর আলোকপাত করে মন্ত্রী বলেন, পলিথিন পরিবেশ বিপর্যয়ের একটি অন্যতম কারণ। পলিথিনের পরিবর্তে পাটের তৈরি ব্যাগ ব্যবহারে আমাদেরকে সচেতন হতে হবে। আমরা আবারও আমাদের সোনালি আঁশের সেই দিনে ফিরে যেতে চাই। পাটের তৈরি সোনালি ব্যাগ উৎপাদনের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ইতোমধ্যে একটি প্রকল্পে জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বাংলাদেশ পাটকল কর্পোরেশন এই প্রকল্প বাস্তবায়ন করবে। 
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, স্কুল অভ্ ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মোছাদ্দেক আহমেদ চৌধুরী, ব্যবসায় প্রশাসন এলামনাই এসোসিয়েশনের সভাপতি তানভির আহমেদ শাকিল, সাধারণ স¤পাদক মনির আহমেদ চৌধুরী বক্তৃতা করেন।
 
দু’দিনব্যাপী এ পুনর্মিলনীতে বিভিন্ন ব্যাচের সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে কর্মরত সাবেক শিক্ষার্থীরা তাদের এ প্রাণের ক্যা¤পাসে এসে আবেগাপ্লুত হয়ে পড়েন।
 
এর আগে সকালে বিভাগের শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ক্যা¤পাসে একটি আনন্দ র‌্যালি বের করা হয়।
 
#
 
পাশা/মাহমুদ/এনায়েত/মোশারফ/সেলিম/২০১৯/১৯৪০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                  নম্বর : ১৪৮৪
বাংলাদেশি হজযাত্রীদের সৌদি পর্বের ইমিগ্রেশন কার্যক্রম বাংলাদেশেই সম্পন্ন করা হবে
                                                                             -- ধর্ম প্রতিমন্ত্রী
ঢাকা, ২৯ চৈত্র (১২ এপ্রিল) :
ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ বলেছেন, এ বছর থেকেই বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরব অংশের ইমিগ্রেশন কার্যক্রম বাংলাদেশে সম্পন্ন করা হবে। এতে করে হজযাত্রীদের জেদ্দা বিমানবন্দরে ৬-৭ ঘণ্টা অপেক্ষার সময় ও কষ্ট লাঘব করা সম্ভব হবে।
ধর্ম প্রতিমন্ত্রী আজ সকালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভা কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘হজ ব্যবস্থাপনার সার্বিক উন্নতি সাধনের লক্ষ্যে রাজকীয় সৌদি সরকারের আমন্ত্রণে আমার নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌদি আরব সফরকালে সেদেশের কর্তৃপক্ষকে সৌদি আরবের পরিবর্তে হজযাত্রীদের বাংলাদেশেই প্রি-এরাইভাল ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ করি। একই ধারাবাহিকতায় সৌদি আরবের ডাইরেক্টর জেনারেল (পাসপোর্ট) মেজর জেনারেল সোলাইমান আব্দুল আজিজ ইয়াহ ইয়াহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত ৯ এপ্রিল ২০১৯ বাংলাদেশ সফরে এসে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন এবং বিভিন্ন ভেন্যু সরেজমিনে পরিদর্শন করেন।’ 
প্রতিমন্ত্রী জানান, সফরকারী প্রতিনিধিদলটি তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশি হজযাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম সৌদি আরবের পরিবর্তে বাংলাদেশে সম্পন্ন করার বিষয়ে সম্মতি জ্ঞাপন করেন এবং উভয় দেশের কর্তৃপক্ষ এ বিষয়ে পারস্পরিক সর্বাত্মক সহযোগিতার বিষয়ে ঐকমত্য পোষণ করেন। উভয় পক্ষের সিদ্ধান্ত অনুসারে, আসন্ন পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাবেন। মোট হজযাত্রীর শতকরা ৫০ ভাগ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও অবশিষ্ট ৫০ ভাগ সৌদি এয়ারলাইন্স পরিবহন করবে। প্রচলিত রীতি অনুসারে আসন্ন হজে বাংলাদেশ বিমানের যাত্রীরা আশকোনা হজ ক্যাম্পে ও সৌদি এয়ারলাইন্সের যাত্রীরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ অংশের ইমিগ্রেশন সম্পন্ন করবেন। এরপর উভয় বিমানের হজযাত্রীদেরকে শাহজালাল বিমানবন্দরের একটি এক্সক্লুসিভ জোনে নিয়ে যাওয়া হবে। সেখানে সৌদি আরব অংশের ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করে হজযাত্রীরা নিজ নিজ বিমানে আরোহণ করবেন। এক্সক্লুসিভ জোনের সব কার্যক্রম থাকবে সৌদি আরব নিয়োজিত টেকনিক্যাল দলের হাতে। তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আসন্ন  হজ মৌসুমে হজ ভিসার জন্য এম্বেসিতে পাসপোর্ট জমা দেয়ার আগেই দেশের আট বিভাগে প্রত্যেক হজযাত্রীর দশ আঙুলের হাতের ছাপ সংগ্রহ করা হবে। 
প্রতিমন্ত্রী জানান, সরকারি হজযাত্রীদের বাড়িভাড়া সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটি ইতোমধ্যে হজযাত্রীদের জন্য বাড়িভাড়ার কাজ সম্পন্ন করেছেন। 
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভা-ারী, ধর্ম সচিব মোঃ আনিছুর রহমান, অতিরিক্ত সচিব ড. মোয়াজ্জেম হোসেন, কাউন্সেলর (হজ) জেদ্দা মোঃ মাকসুদুর রহমান, যুগ্মসচিব (হজ) এবিএম আমিন উল্লাহ নূরী প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
#
আনোয়ার/মাহমুদ/রাহাত/এনায়েত/মোশারফ/সেলিম/২০১৯/১৭৪৫ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৪৮৩
আইএলও এর শতবার্ষিকী
সম্মানজনক কাজ নিশ্চিতে জোর দিয়েছে সরকার 
                               -মাসুদ বিন মোমেন
 
নিউইয়র্ক, ১২ এপ্রিল ২০১৯ :
জাতিসংঘ নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেছেন, বাংলাদেশ এখন এলডিসি ক্যাটেগরি থেকে উত্তরণের পথে। গুরুত্বপূর্ণ এই সময়ে জনগণকে ক্ষমতায়িত করা এবং সমতা ও সামগ্রিকতা নিশ্চিত করার মূখ্য নিয়ামক হিসেবে সকলের জন্য সম্মানজনক কাজ নিশ্চিতে জোর দিয়েছে শেখ হাসিনা সরকার। তিনি আজ জাতিসংঘ সদরদপ্তরে আইএলও এর শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘কাজের ভবিষ্যৎ’ বিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় বক্তৃতাকালে একথা বলেন 
বাংলাদেশের শ্রম আইনের মূলনীতি তুলে ধরে স্থায়ী প্রতিনিধি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষণ ও বৈষম্য মুক্ত এবং সামাজিক ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন যা জাতীয় শ্রমনীতিতে প্রতিভাত হয়েছে। কাজের অনানুষ্ঠানিকতা হ্রাস, ভালো মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিতে বাংলাদেশ সরকার উন্নয়ন পরিকল্পনা, নীতি ও পদক্ষেপসমূহ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে।
 বর্তমান সরকার তৈরি পোশাক খাতের শ্রমিকদের নূন্যতম মজুরি নিয়মিতভাবে পর্যালোচনা করছে এবং নারী, প্রতিবন্ধী, অরক্ষিত ও পিছিয়েপড়া জনগোষ্ঠীর জন্য কাজের অধিক সুযোগ সৃষ্টিতেও পদক্ষেপ গ্রহণ করেছে। স্থায়ী প্রতিনিধি বলেন, শেখ হাসিনা সরকার ২০৩০ সালের মধ্যে প্রায় দশ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একশ নতুন বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজে হাত দিয়েছে। পাশাপাশি সরকার এসএমই খাতকেও উৎসাহিত করছে যাতে বিশেষ করে নারী ও যুবদের জন্য সম্মানজনক কাজের সুযোগ সৃষ্টি হয়। কর্মসৃজনের ভবিষ্যৎ প্লাটফর্ম হিসেবে ‘ডিজিটাল বাংলাদেশ’ পদক্ষেপের কথাও উল্লেখ করেন রাষ্ট্রদূত মাসুদ।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি মারিয়া ফার্নান্দা এস্পিনোসা গার্সেজ আইএলও এর শতবর্ষ উপলক্ষে বিশেষায়িত এই সেশন আহ্বান করেন। বিশেষায়িত এই সেশনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ এবং আইএলও এর মহাপরিচালক গাই রাইডার বক্তব্য রাখেন। সদস্য দেশসমূহের মন্ত্রী, রাষ্ট্রদূত, প্রতিনিধি এবং আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন ও মালিক সমিতির প্রতিনিধিগণ সেশনে উপস্থিত ছিলেন। 
 
#
অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৯/১৫৩৭ ঘণ্টা 
 
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৪৮৩
আইএলও এর শতবার্ষিকী
সম্মানজনক কাজ নিশ্চিতে জোর দিয়েছে সরকার 
                               -মাসুদ বিন মোমেন
 
নিউইয়র্ক, ১২ এপ্রিল ২০১৯ :
জাতিসংঘ নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেছেন, বাংলাদেশ এখন এলডিসি ক্যাটেগরি থেকে উত্তরণের পথে। গুরুত্বপূর্ণ এই সময়ে জনগণকে ক্ষমতায়িত করা এবং সমতা ও সামগ্রিকতা নিশ্চিত করার মূখ্য নিয়ামক হিসেবে সকলের জন্য সম্মানজনক কাজ নিশ্চিতে জোর দিয়েছে শেখ হাসিনা সরকার। তিনি আজ জাতিসংঘ সদরদপ্তরে আইএলও এর শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘কাজের ভবিষ্যৎ’ বিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় বক্তৃতাকালে একথা বলেন 
বাংলাদেশের শ্রম আইনের মূলনীতি তুলে ধরে স্থায়ী প্রতিনিধি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষণ ও বৈষম্য মুক্ত এবং সামাজিক ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন যা জাতীয় শ্রমনীতিতে প্রতিভাত হয়েছে। কাজের অনানুষ্ঠানিকতা হ্রাস, ভালো মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিতে বাংলাদেশ সরকার উন্নয়ন পরিকল্পনা, নীতি ও পদক্ষেপসমূহ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে।
 বর্তমান সরকার তৈরি পোশাক খাতের শ্রমিকদের নূন্যতম মজুরি নিয়মিতভাবে পর্যালোচনা করছে এবং নারী, প্রতিবন্ধী, অরক্ষিত ও পিছিয়েপড়া জনগোষ্ঠীর জন্য কাজের অধিক সুযোগ সৃষ্টিতেও পদক্ষেপ গ্রহণ করেছে। স্থায়ী প্রতিনিধি বলেন, শেখ হাসিনা সরকার ২০৩০ সালের মধ্যে প্রায় দশ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একশ নতুন বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজে হাত দিয়েছে। পাশাপাশি সরকার এসএমই খাতকেও উৎসাহিত করছে যাতে বিশেষ করে নারী ও যুবদের জন্য সম্মানজনক কাজের সুযোগ সৃষ্টি হয়। কর্মসৃজনের ভবিষ্যৎ প্লাটফর্ম হিসেবে ‘ডিজিটাল বাংলাদেশ’ পদক্ষেপের কথাও উল্লেখ করেন রাষ্ট্রদূত মাসুদ।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি মারিয়া ফার্নান্দা এস্পিনোসা গার্সেজ আইএলও এর শতবর্ষ উপলক্ষে বিশেষায়িত এই সেশন আহ্বান করেন। বিশেষায়িত এই সেশনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ এবং আইএলও এর মহাপরিচালক গাই রাইডার বক্তব্য রাখেন। সদস্য দেশসমূহের মন্ত্রী, রাষ্ট্রদূত, প্রতিনিধি এবং আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন ও মালিক সমিতির প্রতিনিধিগণ সেশনে উপস্থিত ছিলেন। 
 
#
অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৯/১৫৩৭ ঘণ্টা 
Todays handout (4).docx Todays handout (4).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon