Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ August ২০১৬

তথ্যবিবরণী 29 August 2016

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৭৭৭

বাজার তদারকি  
৫০ প্রতিষ্ঠানকে ৩ লাখ ১৭ হাজার টাকা জরিমানা

ঢাকা, ১৪ই ভাদ্র (২৯শে আগস্ট):
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় গতকাল ঢাকা মহানগর, ভোলা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়ীয়া, ঠাকুরগাঁও, ফেনী, কুড়িগ্রাম, সাতক্ষীরা, নওগাঁ, গোপালগঞ্জ, পাবনা, ময়মনসিংহ ও টাঙ্গাইলে বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৫০টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
    ঢাকা মহানগরীর শেরেবাংলা নগর এলাকায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে কাশবন নার্সারী, কৃষিবিদ উপকরণ নার্সারী এবং হরটার্স এইচ নার্সারীকে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা,    কলাবাগান এলাকায় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে স্পেশাল কেয়ার ফার্মেসি ও পাঠান ফার্মেসিকে যথাক্রমে ১২ হাজার টাকা ও ২০ হাজার টাকা, রামপুরা এলাকায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে মেসার্স বাবুল স্টোর, মেসার্স পারভীন ট্রেডার্স, জাহানারা ¯œ্যাকস এন্ড কনফেকশনারি, সিনথিয়া ফাস্ট ফুড এবং দারুছুন্নাত কনফেকশনারিকে যথাক্রমে ৫ হাজার টাকা, ৫ হাজার টাকা, ৫ হাজার টাকা, ৩ হাজার টাকা ও ২০ হাজার জরিমানা করা হয়।
    অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করা, সেবার মূল্যের তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, ভেজাল পণ্য বা ঔষধ বিক্রয়, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণের অপরাধে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫শ’ টাকা, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার ৫শ’ টাকা, ব্রাহ্মণবাড়ীয়ার নাছিরনগর উপজেলায় ৭টি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা, ঠাকুরগাঁও এর হরিপুর উপজেলায় ৬টি প্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা, ফেনী সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা,  কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা, সাতক্ষীরা সদর উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা, নওগাঁ এর মান্দা উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা, গোপালগঞ্জের টুঙ্গীপাড়া এলাকায় ১টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা, পাবনার চাটমোহর উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা, ময়মনসিংহ সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা এবং টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়
    
#
ফাহমিনা/আফরাজ/সঞ্জীব/জয়নুল/আব্বাস/২০১৬/২২০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৭৭৬
বিষবৃক্ষ উপড়ে ফেলতে হবে
                 -- তথ্যমন্ত্রী

ঢাকা, ১৪ই ভাদ্র (২৯শে আগস্ট):
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জাতির পিতার প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানাতে জঙ্গি-সন্ত্রাস নির্মূল করার কোন বিকল্প নেই এবং এই কাজ সম্পূর্ণ করতে শুধু সন্ত্রাসীদের ডালপালা ছাঁটলে হবে না, এদের আশ্রয়দাতা রাজনীতির বিষবৃক্ষও উপড়ে ফেলতে হবে।
    মন্ত্রী আজ ঢাকার তোপখানা রোডে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
    বক্তৃতার শুরুতেই জাতির পিতার প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদন করে তথ্যমন্ত্রী বলেন, এ সময়ের জঙ্গিরা পঁচাত্তরের খুনিদেরই পরিবারভুক্ত। বয়সে তরুণ হলেও তারা একই গোত্রের। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে তারা জাতির হৃদয়ে ছুরি চালিয়েছিল এবং সামরিকতন্ত্র, রাজাকারতন্ত্র, সাম্প্রদায়িকতা ও রাজনীতির বিষবৃক্ষ একটি দল -এই চার অভিশাপের জন্ম দিয়েছিল। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন ও চার অভিশাপ থেকে জাতির মুক্তি ঘটছে। এই অভিশাপমুক্তি, জঙ্গিদমন ও উন্নয়নের যুদ্ধে সকলকে শামিল হতে হবে।
    প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন তথ্যসচিব মরতুজা আহমদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান এবং বাংলাদেশ সংবাদ সংস্থার অনলাইন ইন-চার্জ ও প্রেস কাউন্সিল সদস্য ড. উৎপল কুমার সরকার।
    তথ্যসচিব মরতুজা আহমদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ১৯৪০ এর দশকে দৈনিক ইত্তেহাদ পত্রিকার তৎকালীন পূর্বপাকিস্তান প্রতিনিধি হিসেবে কাজ করেছেন, তাই তিনি একজন সাংবাদিকও। বঙ্গবন্ধু শুধু একজন মহান নেতাই নন, বঙ্গবন্ধু একটি দর্শন ও ইতিহাসের নাম।
#

আকরাম/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২১৩৫ঘণ্টা

 

তথ্যবিবরণী                                        নম্বর : ২৭৭৫
ধর্মনিরপেক্ষতার অর্থ ধর্মহীনতা নয়
              ---তথ্যমন্ত্রী
ঢাকা, ১৪ই ভাদ্র (২৯শে আগস্ট):
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সংবিধানের অন্যতম মূলনীতি ধর্মনিরপেক্ষতার অর্থ কখনোই নাস্তিকতা বা ধর্মহীনতা নয়। বরং এটি সকল ধর্মের সহাবস্থান ও ধর্মচর্চার অধিকারের স্বীকৃতি দেয়।

    মন্ত্র্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কালেক্টিভ (আরডিসি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত দু’দিনব্যাপী ‘দক্ষিণ এশিয়ায় ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও নারী-পুরুষ সমতা (ঝবপঁষধৎরংস, উবসড়পৎধপু ধহফ এবহফবৎ চধৎরঃু রহ ঝড়ঁঃয অংরধ)’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    দক্ষিণ এশিয়া বর্তমানে দারিদ্র্য ও সাম্প্রদায়িক সন্ত্রাস মোকাবিলায় যুদ্ধরত উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সন্ত্রাসীরা রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করে তাদের মনগড়া ব্যবস্থা চাপিয়ে দিতে চায়। ধর্মের মূলনীতি শান্তি ও সহাবস্থান মানে না, নারীকে সম্মান করে না। তাই শান্তি, সমৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সাম্প্রদায়িক সন্ত্রাস নির্মূল করার বিকল্প নেই।

    বাংলাদেশ ও ভারতের বন্ধনকে ‘মুক্তিযুদ্ধের রক্তের বন্ধন’ আখ্যা দিয়ে তিনি বলেন, আমাদের দু’দেশের মাথায়ই শহিদের রক্তের ঋণ এবং গঙ্গা-পদ্মায় প্রবাহিত এ রক্ত আমাদের বন্ধুত্বের অটুট বন্ধনে বেঁধেছে। শান্তি ও উন্নয়নের জন্য বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ এশিয়ার সকল দেশকে সম্মিলিতভাবে সন্ত্রাস নির্মূল করতে হবে।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. নাসরিন আহমাদের সভাপতিত্বে নয়াদিল্লির ন্যাশনাল ইউনিভার্সিটি অভ্ এডুকেশনাল প্লানিং এন্ড এডমিনিস্ট্রেশনের অধ্যাপক ড. সৈয়দ ইরফান হাবিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. আবুল বারাকাত, নয়াদিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ার ইতিহাস ও সংস্কৃতির অধ্যাপক ড. রিজওয়ান কায়সার এবং আরডিসি’র প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ড. মেসবাহ্ কামাল বক্তব্য রাখেন। বক্তাগণ ধর্মনিরপেক্ষভাবে সকল ধর্মের সমঅধিকার ও জঙ্গিদমনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বরোপ করেন।

#
আকরাম/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/২০৫৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৭৭৪
জঙ্গি সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু
                  -- নৌপরিবহণ মন্ত্রী

ঢাকা, ১৪ই ভাদ্র (২৯শে আগস্ট):
    নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেছেন, জঙ্গি ও সন্ত্রাস সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু। তাদেরকে নির্মূল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
    মন্ত্রী আজ ঢাকায় অডিট অফিস চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী কর্মচারী সমাবেশে একথা বলেন। বাংলাদেশ অডিট এন্ড একাউন্টস ডিপার্টমেন্ট এ সমাবেশের আয়োজন করে।
    মন্ত্রী বলেন, বিএনপি তার পথ হারিয়ে ফেলেছে, তারা এখন অন্ধকারে ঘুরপাক খাচ্ছে। তাদের আন্দোলনের নিজস¦ কোন ইস্যু নেই, তারা সুন্দরবন রক্ষা কমিটির ইস্যুকে নিয়ে আন্দোলন করতে চায়।
    তিনি বলেন, জঙ্গিদের বিরুদ্ধে আন্দোলন, সারা দেশের মানুষের আন্দোলন। যারা সন্ত্রাস ও ফ্যাসাদ সৃষ্টি করে মানুষ হত্যায় লিপ্ত হবে তাদেরকে বিচারের আওতায় আনা হবে।
    বাংলাদেশ অডিটরস ওয়েলফেয়ার এসোসিয়েশন ও সিজিএ কর্মচারী সমিতির সভাপতি একেএম শাহজালাল মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কবির আহম্মেদ খান, নাট্যব্যক্তিত্ব রোকেয়া প্রাচী, সরকারি কর্মচারী ইউনিয়ন নেতা মান্নান বিশ্বাস, অডিটরস ওয়েলফেয়ার এসোসিয়েশনের মহাসচিব মো. মালিক গাজী এবং সিজিএ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সভাপতি মো. মতিউর রহমান।
#

জাহাঙ্গীর/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০১০ঘণ্টা

Handout                                                                         Number : 2773

Bangladesh condoles death

of former President of Germany

Dhaka, 29 August:

          On behalf of the  Government and the people of  Bangladesh  Foreign Minister Abul Hassan Mahmood Ali has written this condolence message during signing the Condolence Book at German Embassy in Dhaka today.

          “On behalf of the Government and the people of Bangladesh, I express deep shock and heartfelt condolences at the sad demise of former President of the Federal Republic of Germany Walter Scheel.

          On this sad day, we recall with deep appreciation the significant contribution of  President Walter Scheel in shaping the future of Germany. He will also be remembered for his work to humanise his country’s image abroad, helping to dispel national stereotypes.

 

          On this sorrowful occasion, we pray for salvation of the departed soul and convey deep sympathy to the bereaved family and the friendly people of the Federal Republic of Germany.”

 

#

Khaleda/Afraz/Sanjib/Abbas/2016/Hours

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৭৭২

বাজার তদারকি  
৪৬ প্রতিষ্ঠানকে ২ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা

ঢাকা, ১৪ই ভাদ্র (২৯শে আগস্ট):
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় গতকাল ঢাকা মহানগর, চট্টগ্রাম, বরিশাল, শরীয়তপুর, ঝালকাঠি, দিনাজপুর, বাগেরহাট, ঠাকুরগাঁও, পাবনা ও নড়াইলে বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৪৬টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।
    ঢাকা মহানগরীর তেজগাঁও এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে প্রিন্স রেস্তোরা ও ভর্তা ভাত রেস্তোরাকে যথাক্রমে ২০ হাজার টাকা ও ৫০ হাজার টাকাসহ মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
    অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করা, ওজনে কারচুপি, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণের অপরাধে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ৬টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৪৫ হাজার টাকা, বরিশাল সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা, বরিশাল সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫ হাজার টাকা, শরীয়তপুর সদর উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ১ হাজার ৫শ’ টাকা,  ঝালকাঠির নলছিটি উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫শ’ টাকা, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা, বাগেরহাট সদর উপজেলায় ৮টি প্রতিষ্ঠানকে ২০ হাজার ৫শ’ টাকা, ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গি উপজেলায় ১০টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা, পাবনার আতাইকুলা থানায় ৫টি প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫শ’ টাকা এবং সদর উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
    অন্যদিকে পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ এস এম মাসুম-উদ দৌল্যা কর্তৃক অভিযোগ শুনানির মাধ্যমে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে সাদ্দাম বেকারিকে ২ হাজার টাকা জরিমানা আদায় এবং অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ৫শ’ টাকা প্রদান করা হয়।
#
ফাহমিনা/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯১০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৭৭১

 শ্রমিকদের ন্যায্য অধিকার দিতে সরকার বদ্ধপরিকর
                                      -- পাট প্রতিমন্ত্রী

ঢাকা, ১৪ই ভাদ্র (২৯শে আগস্ট):
    বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  মির্জা আজম বলেছেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। শ্রমিকদের ন্যায্য অধিকার দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তাই সরকার যেমন শ্রমিকদের অধিকার সম্পর্কে সচেতন তেমনি শ্রমিকদেরও তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন ও যতœশীল হতে হবে।
    প্রতিমন্ত্রী আজ ঢাকায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ - নন সিবিএ ঐক্য পরিষদ খুলনা ও যশোর অঞ্চলের শ্রমিক প্রতিনিধিদের সাথে এক সভায় এ কথা বলেন ।
    প্রতিমন্ত্রী বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন- ২০১০ প্রায় শতভাগ বাস্তবায়ন হওয়ায় পাটের বস্তার চাহিদা বৃদ্ধি পেয়েছে। এখন বিভিন্ন ধরনের অনিয়মগুলো বন্ধ করা গেলে পাটকলসমূহ দ্রুতই লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। এজন্য শ্রমিকদের কাজের ব্যাপারে আরো সচেতন হওয়া দরকার। এছাড়াও পুরাতন মেশিনের পরিবর্তে আধুনিক মেশিন যুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে বিজেএমসির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব হবে।
    তিনি আরো বলেন, বিজেএমসি কর্মকর্তা-কর্মচারীসহ মিলের শ্রমিকরা সবাই পাট পরিবারের সদস্য। সোনালী আঁশ পাটের উৎপাদন ও বহুমুখী ব্যবহার উৎসাহিত এবং জনপ্রিয় করে পাট চাষিদের সোনালী স্বপ্নপূরণে সবাইকে কার্যকর ভূমিকা রাখতে হবে ।
    সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব এম এ কাদের সরকার, বিজেএমসির চেয়ারম্যান ড. মো. মাহমুদুল হাসানসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সভায় উপস্থিত ছিলেন ।
#

সৈকত/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৭৭০

শিক্ষার উন্নয়নে রোল মডেল বিবেচিত হচ্ছে বাংলাদেশ
                                             -- শিক্ষামন্ত্রী

ঢাকা, ১৪ই ভাদ্র (২৯শে আগস্ট):
    শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশে বাস্তবায়নাধীন উপবৃত্তি, বিনামূল্যে পাঠ্যপুস্তকের মতো বিভিন্ন শিক্ষাবান্ধব কর্মসূচি সারা বিশ্বে শিক্ষার উন্নয়নে রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।
    মন্ত্রী আজ ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্পের স্টাইপেন্ড ডাটা ম্যানেজমেন্ট সফ্টওয়্যার বিষয়ে ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
    মন্ত্রী বলেন, উপবৃত্তি বিতরণ ব্যবস্থায় তথ্যপ্রযুক্তির ব্যাপক ব্যবহার স্বচ্ছতা বৃদ্ধির পাশাপাশি বিতরণ ব্যবস্থাকে অনেক সহজ করেছে। তিনি বলেন, এখন অতি সহজে মোবাইলে মুহুর্তের মধ্যে দরিদ্র শিক্ষার্থীর উপবৃৃত্তির টাকা পৌঁছে দেয়া হচ্ছে। নারীর ক্ষমতায়ন ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ধরে রাখতে উপবৃত্তি কার্যকর ভূমিকা বিবেচনা করে সরকার এ ধরনের প্রকল্প আরো প্রসারিত করার কথা বিবেচনা করছে বলে শিক্ষামন্ত্রী জানান।
    উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্পের প্রকল্প পরিচালক শ্যামা প্রসাদ বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামানও বক্তৃতা করেন। দিনব্যাপী এ ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভায় সারাদেশের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ অংশ নেন।
#

সাইফুল্লাহ/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                        নম্বর : ২৭৬৯
বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের আলোচনাসভা

ঢাকা, ১৪ই ভাদ্র (২৯শে আগস্ট):

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনাসভা আজ ঢাকায় ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

    বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সচিব প্রণয় কান্তি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস আলোচনায় অংশগ্রহণ করেন।   
 
    সভায় বক্তারা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের দুস্থ ক্রীড়াবিদদের উন্নয়নে এ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।

    আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের নিহত সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

#
শফিকুল/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৮৩৪ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                        নম্বর : ২৭৬৮
১ সেপ্টেম্বর কোলকাতায় শুরু হচ্ছে বাংলাদেশ বইমেলা

ঢাকা, ১৪ই ভাদ্র (২৯শে আগস্ট):
    আগামী ১ সেপ্টেম্বর  থেকে কোলকাতায় শুরু হচ্ছে বাংলাদেশ বইমেলা। এ বইমেলা চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।
    জাতীয় গ্রন্থকেন্দ্র ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় এবং কোলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের ব্যবস্থাপনায় এ বইমেলার আয়োজন করছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।
    এ উপলক্ষে আজ সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে সংস্কৃতিসচিব আক্তারী মমতাজ বইমেলার তথ্য-উপাত্ত, লক্ষ্য, উদ্দেশ্যসহ যাবতীয় বিষয়াদি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মো. আক্তারুজ্জামান, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গণি ও সহসভাপতি মাজহারুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।
    সংস্কৃতি সচিব বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় একটি জ্ঞানভিত্তিক, মানবিক, রুচিশীল, সংস্কৃতিমনা অসাম্প্রদায়িক দেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।  এর মধ্যে দেশব্যাপী ও দেশের বাইরে বইমেলা আয়োজন এবং সরকারি ও বেসরকারি লাইব্রেরিকে পৃষ্ঠপোষকতা প্রদান অন্যতম।  
    তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধন সুদৃঢ়। কোলকাতায় বাংলদেশ বইমেলা আয়োজনের মাধ্যমে ভারতের জনগণের কাছে এদেশের  সমৃদ্ধ সাহিত্যভা-ার ও লেখকদের ব্যাপকভাবে তুলে ধরা সম্ভব হবে। এ প্রক্রিয়ায় একদিকে যেমন আমাদের প্রকাশনা শিল্পের প্রসার ঘটবে অন্যদিকে দু’দেশের বন্ধন আরো শক্তিশালী হবে।
    আক্তারী মমতাজ বলেন, দেশের সাহিত্যকে বহির্বিশ্বের কাছে পৌঁছে দিতে অনুবাদের কোন বিকল্প নেই। এ লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করছে এবং বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানকে প্রনোদনা দিচ্ছে। কোলকাতা ছাড়াও ফ্রাঙ্কফুট ও লন্ডন বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করে তিনি আগামীতে আরো বেশি আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
    গত পাঁচ বছর ধরে কোলকাতায় বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রথম তিন বছর এ মেলাটি অনুষ্ঠিত হয় গণকেন্দ্র শিল্প সংগ্রহশালায়। গত দুই বছর এটি রবীন্দ্র সদনের উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ধারাবাহিকভাবে এবছরও বইমেলা এ উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
    ১ সেপ্টেম্বর বিকেল ৫ টায় ‘বাংলাদেশ বইমেলা কোলকাতা-২০১৬’ এর উদ্বোধন করবেন এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। প্রধান অতিথি হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী ড. পার্থ চট্টোপাধ্যায় ও অতিথি হিসেবে বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক শঙ্খ ঘোষ উপস্থিত থাকবেন।
    এবারের মেলায় বাংলাদেশের মোট ৫০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। শনি ও রবিবারের সময়সূচি হবে বিকেল ৩টা থেকে রাত ৮টা।
#
কুতুব/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৭৫২ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                        নম্বর : ২৭৬৭
শিল্পমন্ত্রীর সাথে ঝালকাঠীর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বৈঠকে নাসিম
সেপ্টেম্বরের মধ্যেই দশ হাজার নার্স নিয়োগ দেয়া হবে

ঢাকা, ১৪ই ভাদ্র (২৯শে আগস্ট):
ঝালকাঠীসহ দেশের সকল জেলায় স্বাস্থ্যসেবা জোরদারের লক্ষ্যে চলতি বছরের সেপ্টেম্বর মাসের মধ্যেই দশ হাজার নার্স নিয়োগ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ঝালকাঠী সদর হাসপাতালকে আড়াইশ’ শয্যাবিশিষ্ট হাসপাতালে পরিণত করতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। দক্ষ সেবিকা তৈরি করতে এ জেলায় একটি নার্সিং কলেজ স্থাপনের কাজ চলছে বলে তিনি জানান।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে ঝালকাঠীর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সংক্রান্ত এক বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আজ একথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ঝালকাঠী জেলার স্বাস্থ্যসেবার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এসময় জেলা সদর হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের শূন্য পদ পূরণ, চিকিৎসা যন্ত্রপাতির সংরক্ষণ, কমিউনিটি ক্লিনিকগুলোর সংস্কার, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নিয়মিত তদারকিসহ অন্যান্য বিষয় আলোচনায় স্থান পায়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার একসাথে ছয় হাজার তিনশ’ ডাক্তার নিয়োগ দিয়েছে। নিয়োগকৃত ডাক্তাররা বাধ্যতামূলকভাবে ন্যূনতম দু’বছর কর্মস্থলে থেকে সেবা দিচ্ছেন। এর ফলে গ্রামীণ স্বাস্থ্যসেবা খাতে ইতিবাচক পরিবর্তন এসেছে। তিনি স্বাস্থ্যসেবা জোরদারের লক্ষ্যে সরকার প্রদত্ত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। কমিউনিটি ক্লিনিকগুলোতে সেবার মান বাড়াতে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সশরীরে পরিদর্শন ও মনিটরিং কার্যক্রম জোরদারের পরামর্শ দেন।
শিল্পমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে শিল্প সমৃদ্ধ মধ্যম আয়ের এবং ২০৪১ সাল নাগাদ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জনে দেশে সুস্থ ও মেধাবী জনগোষ্ঠী গড়ে তুলতে হবে। তিনি ঝালকাঠী জেলার স্বাস্থ্যসেবার গুণগত মানোন্নয়নে স্বাস্থ্যমন্ত্রীর সহায়তা কামনা করেন। ঝালকাঠীর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে আইড়াশ’ শয্যায় রূপান্তর, নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং জেলার স্বাস্থ্যসেবা খাতে কর্মরত প্রতিষ্ঠানগুলোতে শূন্য পদে দ্রুত জনবল নিয়োগ দিতে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন।
আমির হোসেন আমু আরো বলেন, শীঘ্রই সিরাজগঞ্জ শিল্পপার্ক প্রকল্পের কাজ শুরু হবে। ইতোমধ্যে এ প্রকল্পের প্রস্তাবনা চূড়ান্ত করা হয়েছে। আগামী একনেক বৈঠকে অনুমোদনের পরপরই প্রকল্পের বাস্তবায়ন শুরু হবে বলে তিনি জানান।
বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি, স্বাস্থ্য সচিব সৈয়দ মন্জুরুল ইসলামসহ শিল্প ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।
#
জলিল/মোবাস্বেরা/রফিকুল/কামাল/২০১৬/১৬১২ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                       নম্বর : ২৭৬৬
    রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত অনুদানের চেক হস্তান্তর

ঢাকা, ১৪ই ভাদ্র (২৯শে আগস্ট):        
    প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী আজ তথ্য অধিদফতরের ৩ জন কর্মচারীর মাঝে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত ৩টি অনুদানের চেক হস্তান্তর করেন।
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে তথ্য অধিদফতরের কর্মচারী সোলাইমানকে চিকিৎসার জন্য ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন। অধিদফতরের কর্মচারী মো. মোশাররফ হোসেন ও মো. সানি রহমানকে রাষ্ট্রপতির ঐচ্ছিক তহবিল থেকে তাদের নিজ ও পরিবারের চিকিৎসা ব্যয় মেটানোর জন্য যথাক্রমে ২০,০০০/-(বিশ হাজার) এবং ১৫,০০০/-(পনের হাজার) টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
    প্রধান তথ্য অফিসার তথ্য অধিদফতরের পক্ষ থেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে উপস্থিত সবার উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সরকারি কর্মচারীদের প্রতি অত্যন্ত সদয় এবং তাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে সুখ-সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি, স্বল্প সময়ে পেনশন প্রাপ্তিসহ চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা এবং যাতায়াত  ভাতা প্রদানের বিষয়টি উল্লেখ করেন।
#
নুসরাত/মোবাস্বেরা/রেজ্জাকুল/কামাল/২০১৬/১৫৫০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                            নম্বর : ২৭৬৫

লন্ডনে পৌঁছেছেন রাষ্ট্রপতি
লন্ডন, ২৯শে আগস্ট :

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আজ মেডিকেল চেক আপের জন্য লন্ডনে পৌঁছেছেন। তাঁর সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী রাশিদা খানম এবং প্রেস সেক্রেটারি মো. জয়নাল আবেদীন সাথে রয়েছেন। তাঁকে  লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার খন্দকার এম তালহা হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান।
তিনি মেডিকেল ফলোআপ শেষে আগামী ৩রা সেপ্টেম্বর ঢাকার উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন।
#

নাদীম/মোবাস্বেরা/রফিকুল/আসমা/২০১৬/১৪৩০ ঘণ্টা

Todays handout (13).doc Todays handout (13).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon