Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st মার্চ ২০১৯

তথ্যবিবরণী 31/3/2019

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ১৩০১
 
বীর মুক্তিযোদ্ধা কামাল আহমেদ মজুমদার পেলেন
 ঢাকা কমার্স কলেজ স্বাধীনতা স্বর্ণপদক ২০১৯
 
ঢাকা, ১৭ চৈত্র (৩১ মার্চ) :
মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ¦ল ভূমিকা রাখার জন্য শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে ‘কমার্স কলেজ স্বাধীনতা স্বর্ণপদক ২০১৯’ প্রদান করা হয়। আজ রাজধানীর মিরপুরে অবস্থিত ঢাকা কমার্স কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ‘ঢাকা কমার্স কলেজ স্বাধীনতা স্বর্ণপদক ২০১৯’ প্রদান অনুষ্ঠানে তাঁকে এ পদক প্রদান করা হয়। 
শিল্প প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ বুকে ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে। যে স্বপ্ন নিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানীরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, তা বাস্তবায়নে  আমাদের কাজ করতে হবে। 
প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষকে ভালবেসে তাদের ভাগ্যোন্নয়নে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে। সেটিই হবে দেশপ্রেমের পরিচয়। নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। আগামী দিনে আন্তর্জাতিক পরিম-লে তারাই দেশের নেতৃত্ব দেবে। এদেশের জনগণ অনেক প্রত্যাশা নিয়ে তাদের দিকে চেয়ে আছে। কামাল আহমেদ মজুমদার বলেন, জঙ্গিবাদ, মাদকাসক্তির বিরুদ্ধে ছাত্রছাত্রীদের সবসময় সচেতন থাকতে হবে এবং এসব অপশক্তির বিরুদ্ধে সচেতনতা তৈরিতে সামাজিক আন্দোলনে কাজ করতে হবে।  
তিনি এ সময় নতুন প্রজন্মকে সৎ ও চরিত্রবান নাগরিক গড়ে তোলার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান।   
ঢাকা কমার্স কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মোঃ আসলামুল হক। 
#
 
মাসুম/নাইচ/মোশারফ/জয়নুল/২০১৯/২২১০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৩০০
 
বাংলাদেশ সচিবালয় মসজিদে 
মহান স¦াধীনতা ও গণহত্যা দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
 
ঢাকা, ১৭ চৈত্র (৩১ মার্চ) :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং গণহত্যা দিবস ২০১৯ উপলক্ষে বাংলাদেশ সচিবালয় কেন্দ্রীয় জামে মসজিদে আজ বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ¦ এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের ভারপ্রাপ্ত খতিব মুফতি মাওলানা হাফেজ মিজানুর রহমান। 
মিলাদ ও দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যগণ, মহান মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোন যারা দেশের জন্য সম্ভ্রম হারিয়েছেন এবং যারা ইন্তেকাল করেছেন তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে সাম্প্রতিক সময়ে দেশের বনানী ও চকবাজারের অগ্নি দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষভাবে দোয়া করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আনিছুর রহমান। সচিবালয়ের মুসল্লিগণ উক্ত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।  
#
 
 
আনোয়ার/নাইচ/মোশারফ/জয়নুল/২০১৯/২২২০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ১২৯৯
বাংলাদেশের অর্থনীতি যেভাবে এগুচ্ছে তা প্রশংসাযোগ্য
                                               --- অর্থমন্ত্রী
ঢাকা, ১৭ চৈত্র (৩১ মার্চ) :
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, নানা বাধা-বিঘœ সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি যেভাবে এগুচ্ছে তা প্রশংসাযোগ্য। বাংলাদেশের ডেব্ট টু জিডিপি পৃথিবীর মধ্যে অন্যতম কম। সরকারের অর্থনৈতিক স্থিতিশীলতাকে নির্দেশ করে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বাংলাদেশ গত ১০ বছরে সরকারের ধারাবাহিক সাফল্যে ৭ শতাংশের ওপরে প্রবৃদ্ধি অর্জনে সমর্থ হয়েছে এবং ২০১৮-১৯ অর্থবছরে ৭ দশমিক ৮৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। আমরা ২০১৯-২০ অর্থবছরে  ৮ দশমিক ২৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের প্রত্যাশা করছি। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ১৯০৯ মার্কিন ডলারে। আমরা এটা বিশ্বাস করি বাংলাদেশ অবকাঠামো খাতে যেভাবে এগুচ্ছে তা অচিরেই শিল্প বিনিয়োগকে আরো বেশি আকর্ষণ করবে। 
আজ শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মন্ত্রীর দপ্তরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আবাসিক প্রতিনিধি র‌্যাগনার গুডমুন্ডসন (জধমহবৎ এঁফসঁহফংংড়হ) সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।
  মন্ত্রী আইএমএফ প্রতিনিধিকে জানান, সরকার ২০২৫ সালের মধ্যে কর্মক্ষম জনগোষ্ঠীর শতভাগ কর্মসংস্থান নিশ্চিত করতে চাচ্ছে। সরকার আশা করছে উল্লিখিত পরিমাণ কর্মসংস্থান তৈরি হলে জাতীয় পর্যায়ে দারিদ্র্যের হার ১৬ ভাগে নেমে আসবে। এক্ষেত্রে কর্মসংস্থান তৈরিতে সরকার কারিগরিভাবে দক্ষ মানবসম্পদ গড়ে তুলবে। এছাড়াও প্রয়োজনীয় অবকাঠামো তৈরিতে সরকার ব্যয় বাড়াবে যাতে করে বেসরকারি খাত আরো বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রাখতে পারে। সরকার ফাস্ট ট্র্যাক প্রকল্পগুলো যথাসময়ে বাস্তবায়নে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে। সবশেষে যে কাজটি সরকার গুরুত্ব দিচ্ছে তা হলো অভ্যন্তরীণ সম্পদ অর্জনে দক্ষতা অর্জন করা। এটা ঠিক আমাদের ট্যাক্স-জিডিপি অনুপাত এখনও কাক্সিক্ষত পর্যায়ে পৌঁছায়নি। তবে আমরা এক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কারের ব্যবস্থা গ্রহণ করব।
অর্থমন্ত্রী ও আইএমএফের আবাসিক প্রতিনিধি র‌্যাগনার গুডমুন্ডসন রাজস্ব খাত সংস্কারে অটোমেশনের বিষয়ে এনবিআরের প্রকল্পটি নিয়ে আলাপ আলোচনা করেন। মন্ত্রী বলেন, আগামী ১ জুলাই থেকেই নতুন ভ্যাট আইন বাস্তবায়ন করবে সরকার। জুলাইয়ে বাস্তবায়ন হতে যাওয়া ভ্যাট আইনে একাধিক স্তর থাকবে, এক্ষেত্রে সিঙ্গেল রেটের পরিবর্তে সহনীয় মাল্টিপল রেট থাকবে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে কোনো ভ্যাট দিতে হবে না। এ আইনের আওতায় ভ্যাট আদায়ে ফাঁকি রোধে ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস বা ইএফডি ব্যবহার বাধ্যতামূলক করা হবে। 
বাংলাদেশের প্রবৃদ্ধি স্থিতিশীল ও শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করে আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) প্রতিনিধি বলেন, বাংলাদেশের সামাজিক সূচক উন্নত হয়েছে, মুদ্রাস্ফীতি কমেছে, বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। তবে রাজস্ব ঘাটতি এখনও মাঝারি পর্যায়ে রয়েছে। বাজেট প্রণয়ন এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া আরো উন্নত করার মাধ্যমে বাজেটের বিশ্বাসযোগ্যতা আরো সমৃদ্ধ করার সুযোগ রয়েছে। 
অর্থমন্ত্রী আইএমএফ এর কার্যক্রমের প্রশংসা করেন এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এর সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
#
 
তৌহিদুল/ফারহানা/রাহাত/মোশারফ/জয়নুল/২০১৯/২১৪০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১২৯৮
 
বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাথে বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সাক্ষাৎ
 
ঢাকা, ১৭ চৈত্র (৩১ মার্চ) :
আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)- এর নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলামের সাথে বিডা কার্যালয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত ছিলেন বিশ্বব্যাংকের উপদেষ্টা এন্ড্র এইচ ডব্লিও স্টোন (অহফৎবি ঐ. ড. ঝঃড়হব) এবং ওহফবঢ়বহফবহঃ ঊাধষঁধঃরড়হ এৎড়ঁঢ় -এর সিনিয়র কনসালট্যান্ট অমিতাভ ব্যানার্জী।
বৈঠকে প্রতিনিধিবৃন্দ দেশীয় ও বৈদেশিক বিনিয়োগে বিডা’র গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং বিডা’র বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন।
বিডা’র নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশ বিনিয়োগের জন্য অত্যন্ত সুবিধাজনক একটি দেশ। বিগত দশ বছরে এর বিদ্যুৎ ও জ্বালানি খাত, সড়ক পরিবহণ এবং অবকাঠামোগত খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে, ফলস্বরূপ বাংলাদেশ বর্তমানে বিশ্বে উন্নয়নের রোল মডেল। এছাড়া বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের প্রশংসা করে তিনি বলেন, ‘দেশের প্রায় অর্ধেক উদ্যোক্তা পঁচিশ বছরের কম বয়সী। এদের জন্য ব্যাংক ঋণের পাশাপাশি প্রয়োজন প্রকৃত মূলধন।’
কাজী মোঃ আমিনুল ইসলাম প্রতিনিধিবৃন্দের নিকট পরিবর্তিত বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত প্রযুক্তির প্রসার ও পণ্য বহুমুখীকরণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
#
 
 
শহীদুল/ফারহানা/রাহাত/রফিকুল/জয়নুল/২০১৯/২০৫৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ১২৯৭
 
বান্দরবানে কোয়ান্টাম জিমনেসিয়ামের যাত্রা শুরু
 
বান্দরবান, ১৭ চৈত্র (৩১ মার্চ) :
 
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। আর স্বাস্থ্যকে সুস্থ, সুন্দর ও সবল রাখতে খেলাধুলা অপরিহার্য। যে কোনো খেলাধুলা মানুষের শরীর ও মনকে সুস্থ, সবল রাখে। তাই প্রত্যেক শিক্ষার্থীর উচিত লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করা। কেবল সুস্থ শরীরই পারে সুস্থ, সুন্দর জীবন গড়তে।
 
আজ বান্দরবানের লামায় কোয়ান্টাম জিমনেসিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
 
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে মরণ নেশা মাদকের ভয়াল ছোবলে আমাদের যুব সমাজ বিপদগামী হচ্ছে। আমাদের ভবিষ্যৎ যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে আরো বেশি বেশি খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা দরকার। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের লেখাপড়ার সাথে সাথে খেলাধুলার প্রতি আরো বেশি যতœবান হতে হবে।
 
কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ কর্তৃক নির্মিত আন্তর্জাতিকমানের এই জিমনেসিয়ামটি দেশের ক্রীড়াঙ্গনে এক নবদিগন্ত সূচনা করেছে বলে প্রতিমন্ত্রী জানান। তিনি বলেন, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমাদের দেশের অ্যাথলেটরা আরো ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে।
 
অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতিসহ শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
#
 
আরিফ/ফারহানা/মোশারফ/রেজাউল/২০১৯/২০৫০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ১২৯৬
 
সরকার দক্ষ মানব স¤পদ উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে
                                     -- শিক্ষামন্ত্রী
চট্টগ্রাম, ১৭ চৈত্র (৩১ মার্চ) :
 
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জনসংখ্যাতাত্ত্বিক মুনাফার (উবসড়মৎধঢ়যরপ উরারফবহফ) সুবিধা নিতে সরকার দক্ষ মানব স¤পদ উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে সরকার যুগোপযোগী ও মানসম্মত শিক্ষার ওপর গুরুত্বারোপ করেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়কে দায়িত্বশীলতার সাথে সুশিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার মানকে দিতে হবে সর্বোচ্চ অগ্রাধিকার। 
 
শিক্ষামন্ত্রী আজ চট্টগ্রামে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, পানি স¤পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। সমাবর্তন বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক নুরাল আনোয়ার।
 
মন্ত্রী বলেন, ক্যাম্পাসে গঠনমূলক পরিবেশ, সহশিক্ষা কার্যক্রম ও সাংস্কৃতিক কর্মকা-ের মাধ্যমে সুযোগ্য নাগরিক ও আলোকিত মানুষ তৈরি করাই হোক বিশ্ববিদ্যালয়গুলোর ব্রত। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ সহায়তা থাকবে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদেরও পড়াশোনা ও গবেষণার মাধ্যমে গড়ে উঠতে হবে সুনিপুণ দক্ষতায়। শিক্ষকদের দায়িত্ব হবে অভিভাবকের মতোই বা তারও বেশি। 
 
এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও গুজব ছড়ানোর বিষয়ে মন্ত্রী বলেন, সাম্প্রতিক এসএসসি পরীক্ষার মতো এইচএসসি পরীক্ষাও সুষ্ঠুভাবে স¤পাদিত হবে। প্রশ্ন ফাঁস বিষয়ে প্রতারক চক্র বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করতে গুজব ছড়ায়। গুজবে কান না দিতে এবং অনৈতিক কোনো লেনদেন না করতে তিনি পরীক্ষার্থী ও অভিভাবকদের আহ্বান জানান। তিনি বলেন, যারা এই রকমের অনৈতিক কাজের সাথে জড়িত থাকবে তাদের কঠিন শাস্তির আওতায় আনা হবে। 
 
উল্লেখ্য, আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে।
 
#
 
খায়ের/ফারহানা/রাহাত/রফিকুল/রেজাউল/২০১৯/১৯ ঘণ্টা
 
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১২৯৫
   
সকল ভবনকে বিল্ডিং কোডের আওতায় আনতে ব্যবস্থা গ্রহণ করা হবে
                                             --- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
 
ঢাকা, ১৭ চৈত্র (৩১ মার্চ) :
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, ‘রাজউকের ২৪টি টিম করা হয়েছে। প্রথমে বহুতল ভবন, দ্বিতীয় দফায় সকল ভবন পরিদর্শন করে সবগুলোকে বিল্ডিং কোডের আওতায় আনার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করবো। বিল্ডিং কোডের অধীনে সকল শর্ত পালন না করলে বিল্ডিং ব্যবহার করতে দেয়া হবে না। অনুমোদনহীন বিল্ডিং ভেঙে ফেলা হবে। অনুমোদনের বাইরে কোনো অবকাঠামো থাকার কোনো সুযোগ নেই’।
আজ রাজউক অডিটোরিয়ামে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে এফ আর টাওয়ারে অগ্নিকা-ের ঘটনা এবং ঢাকা শহরের বিদ্যমান ভবনগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক সভা পরবর্তী ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বনানীতে অনাকাক্সিক্ষত অগ্নিকা-ের ঘটনা সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এ ঘটনা তদারকি করেছেন। তাঁর নির্দেশনায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজউক, স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সিভিল ডিফেন্স ও ফায়ার, ঢাকা সিটি কর্পোরেশন সকলে একসাথে কাজ করছে।
রেজাউল করিম আরো বলেন, ‘আমাদের মন্ত্রণালয় এবং রাজউক স্বল্প সময়ে তদন্ত প্রতিবেদন দেবে। প্রতিবেদনে বিল্ডিংয়ের অনুমোদন থেকে শুরু করে বিল্ডিং ঊর্ধ্বমুখী হলো কিসের ভিত্তিতে, সে সময় কারা দায়িত্বে ছিলেন, যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা, সিঁড়ি পযাপ্ত প্রশস্ত ছিল কিনা, একটা দুর্ঘটনা হলে দ্রুতগতিতে মানুষ বেরিয়ে আসার মতো অবস্থা ছিলো কিনা-এ সমগ্র বিষয় তদন্ত কমিটি নির্ধারণ করবে’। 
মন্ত্রী বলেন, নগরবাসীর সকল ভবন মালিকের নির্মাণ প্রতিষ্ঠানসহ সকলে সহযোগিতা না করলে সমন্বিতভাবে কাজ করা সম্ভব হবে না। তিনি বলেন, ‘অগ্নিনির্বাপণ ব্যবস্থা বিল্ডিংয়ে পর্যাপ্ত না থাকলে অকুপেন্সি সনদ দেয়া হবে না। এছাড়া বিল্ডিং ব্যবহারের পূর্বে হোল্ডিং নম্বর থাকতে হবে। যে সকল বিষয় সন্নিবেশিত থাকলে বিল্ডিংটি নিরাপদ, বাস উপযোগী, ব্যবহার উপযোগী, পরিবেশসম্মত থাকবে, এর একটি শর্ত পূরণ না হওয়া পযন্ত অকুপেন্সি সার্টিফিকেট ইস্যু করা হবে না’।
আলোচনা সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইয়াকুব আলী পাটওয়ারী ও রাজউকের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান উপস্থিত ছিলেন।
#
 
///
ইফতেখার/ফারহানা/রাহাত/সঞ্জীব/জয়নুল/২০১৯/২০৫০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১২৯৪
 
৩৭ তম বিসিএস (স্বাস্থ্য)
 নব নিয়োগপ্রাপ্তদের ৭ এপ্রিল স¦াস্থ্য অধিদপ্তরে উপস্থিত হওয়ার আহ্বান
 
ঢাকা, ১৭ চৈত্র (৩১ মার্চ) :
৩৭ তম বিসিএস এ স্বাস্থ্য ক্যাডারের নব নিয়োগপ্রাপ্ত সহকারী সার্জন এবং ডেন্টাল সার্জনদের যোগদানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী ৭ এপ্রিল সকাল ১০টায় ঢাকায় মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন স্বাস্থ্য ভবনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট িি.িফমযং.মড়া.নফ -এ জানা যাবে। 
এছাড়াও নতুন স্বাস্থ্য ক্যাডারদের তথ্য সংগ্রহের জন্য একটি ফর্ম ওয়েব সাইটে দেয়া হয়েছে, যা আগামী 
২ এপ্রিলের মধ্যে পূরণ করে অনলাইনে জমা দিতে বলা হয়েছে।
স¦াস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আজ এ তথ্য জানানো হয়।
#
 
 
আক্কাস/ফারহানা/রাহাত/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৯৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১২৯৩
   
বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল
প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত                                                     
 
ঢাকা, ১৭ চৈত্র (৩১ মার্চ) :
আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে রংপুর বিভাগের নীলফামারী জেলার দক্ষিণ কানিয়ালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে হারিয়েছে রাজশাহী বিভাগের পাবনা জেলার ২৫ নং পি শংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। 
একই মাঠে বিকেল তিনটায় অনুষ্ঠিত বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে রাজশাহী বিভাগের প্রতিনিধিত্ব করা সোনাদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-০ গোলে পরাজিত করে ফাইনালে পৌঁছে গেছে রংপুর বিভাগের টেপুরগাড়ি বি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আগামীকাল একই মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে খুলনা বিভাগ মোকাবিলা করবে সিলেট বিভাগের। আর বিকেলে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ময়মনসিংহ বিভাগ মোকাবিলা করবে চট্টগ্রাম বিভাগের।
উল্লেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০১০ সাল থেকে জাতীয়ভাবে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং ২০১১ সাল থেকে জাতির পিতার সহধর্মিণীর স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আসছে।
#
 
শাহনেওয়াজ/ফারহানা/রাহাত/রফিকুল/জয়নুল/২০১৯/১৯৪৫ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১২৯২
   
 
আগামী জুনের মধ্যে দেশে ই-নামজারি ব্যবস্থা চালু করা হবে
                                                   --- ভূমিমন্ত্রী
ঢাকা, ১৭ চৈত্র (৩১ মার্চ) :
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, আগামী জুনের মধ্যেই সমগ্র দেশে ই-নামজারি ব্যবস্থা চালু করা হবে। নামজারি সম্পন্ন করার সময়কাল ২৮ দিনে নামিয়ে আনা হয়েছে, এছাড়া অনিবাসী বাংলাদেশিদের জন্য সময়কাল আরো কমিয়ে আনার ব্যবস্থা চলছে। 
 
আজ ভূমি সংস্কার বোর্ডের উদ্যোগে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত ‘ভূমি সেবায় অধিকতর গতিশীলতা আনয়নে ই-নামজারির ভূমিকা’ শীর্ষক এক দিনের কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মুনশী শাহাবুদ্দীন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সচিব মোঃ মাক্ছুদুর রহমান পাটওয়ারী।
মন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের অনেকেরই সম্যক ধারণা বেশ কম, যদিও সবার জীবন এবং পরিবারের সাথে বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। ভূমি সম্পর্কে জনগণকে সচেতন করতে আগামী ১০ এপ্রিল, সারা দেশে ভূমি সপ্তাহ এবং ভূমি উন্নয়ন কর মেলা পালন করা হবে।
সেবাগ্রহীতাগণের সুবিধার্থে অভিযোগ কেন্দ্র গঠনের জন্য হটলাইন, সরকারের সাথে ভূমি সম্পর্কিত বিভিন্ন লেনদেনের জন্য ই-পেমেন্ট ব্যবস্থা চালুকরণের জন্য একটি পেমেন্ট গেটওয়ে স্থাপন, অনিবাসী বাংলাদেশিদের সেবা দেওয়ার জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু এবং ল্যান্ড ব্যাংক করার বিষয়গুলো প্রক্রিয়াধীন বলে মন্ত্রী এসময় জানান। 
মন্ত্রী বলেন, ‘দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে ভূমি ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করা সম্ভব। সুশাসন নিশ্চিত করতে পারলে আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পৌঁছতে পারবো।  ভূমি ব্যবস্থাপনায় উন্নয়ন যেন টেকসই হয় সেজন্যে আমরা বদ্ধপরিকর’। 
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ঢাকা মহানগরসহ সমগ্র ঢাকা জেলায় শতভাগ ই-নামজারি চালু কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
#
 
 
নাহিয়ান/ফারহানা/রাহাত/রফিকুল/জয়নুল/২০১৯/১৯৪০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর :  ১২৯১
 
বাংলাদেশ উজ্জ¦ল সম্ভাবনাময় অর্থনীতির দেশ
                                  --- অর্থমন্ত্রী
 
ঢাকা, ১৭ চৈত্র (৩১ মার্চ) :
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বর্তমানে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, জিডিপির ধারাবাহিক প্রবৃদ্ধি এবং বিনিয়োগ পরিস্থিতি বিশেষ করে উন্নয়নশীল দেশের প্রাথমিক স্বীকৃতি পাওয়ার পর বিদেশি উদ্যোক্তাদের আস্থার জায়গা এখন বাংলাদেশ। বাংলাদেশ উজ্জ¦ল সম্ভাবনাময় অর্থনীতির দেশ। বাংলাদেশের সক্ষমতা অনেক বেড়েছে এখন ঋণ প্রদানকারীর সাথে দরকষাকষি করে তাদের শর্তপূরণ করার সক্ষমতা বাংলাদেশ রাখে। তাই এখন বিশ্বব্যাংকসহ সবাই ঋণ দিতে আগ্রহী। 
আজ শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর বব সাউমসহ বিশ্বব্যাংক প্রতিনিধিদল অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন। 
মন্ত্রী আরো বলেন, বর্তমানে ঢাকাতে বিশ্বব্যাংকের যে টিম আছে তারা বাংলাদেশের চাহিদা বোঝেন। ভবিষ্যতে বাংলাদেশের সকল ধরনের উন্নয়ন প্রকল্পের ঋণ সহায়তাসহ সকল ধরণের সহায়তা বাড়াবে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর বব সাউম বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, নারীদের কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নের প্রশংসা করেন এবং আগামীতে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আশা ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে তারা আগামী ১২-১৪ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বসন্তকালীন সভা নিয়ে আলোচনা করেন। সভায় বাংলাদেশের বিনিয়োগ খাত, জনশক্তির সম্ভাবনা, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও রোহিঙ্গা সমস্যাসহ বিভিন্ন বিষয় তুলে ধরার বিষয়ে আলোচনা করেন।
#
 
 
তৌহিদুল/ফারহানা/রাহাত/রফিকুল/জয়নুল/২০১৯/১৯০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৯০

মানসম্মত ও দৃষ্টিনন্দন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর স্থাপন করা হবে

                                                        -- বিজ্ঞান ও প্রযুক্তি সচিব

ঢাকা, ১৭ চৈত্র (৩১ মার্চ);

          আজ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে  প্রধানমন্ত্রী  শেখ হাসিনার প্রতিশ্রুতি ও নির্দেশনা বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন সভায় সভাপতিত্ব করেন।

          সভায় আধুনিক মানসম্মত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর স্থাপন বিষয়ে আলোচনা হয়। সচিব বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্ত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিদ্যমান পুরাতন এবং ঊর্ধ্বমুখী সম্প্রসারণের  অনুপযোগী  ভবন অপসারণ করে একটি আধুনিক, মানসম্মত ও দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করে বিশ্বমানের বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর স্থাপন করা হবে। তিনি বলেন, সেই ধারাবাহিকতায় ভবনটি স্থাপনের লক্ষ্যে প্রণীত ডিপিপিটি অনুমোদনের বিষয়ে পরিকল্পনা কমিশনের সাথে আলোচনা চলছে।

            বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, মন্ত্রণালয়ের প্রশাসনাধীন সংস্থা প্রধান এবং প্রকল্প পরিচালকগণ সভায় উপস্থিত ছিলেন।

#
বিবেকানন্দ/ফারহানা/রফিকুল/রেজাউল/২০১৯/১৮৪৫  ঘণ্টা
তথ্যবিবরণী                                            নম্বর : ১২৮৯
গত দশ বছরে যে অভাবনীয় সাফল্য এসেছে তা বিশ্বকে জানাতে হবে
                              -- পররাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ১৭ চৈত্র (৩১ মার্চ) :
 
পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেন, গত দশ বছরে যে অভাবনীয় সাফল্য এসেছে সেগুলো বিশ্বকে জানাতে হবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশে-বিদেশে দু’বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এ বিষয় জনগণকে জানানো হবে। এ বিষয়ে দূতাবাসসমূহকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। জনগণকে সম্পৃক্ত করে এ ধরনের কর্মসূচি পালন করা হবে। বঙ্গবন্ধুকে জানলে দেশকে জানা হবে, দেশের ইতিহাসকে জানা যাবে।
 
মন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিশেষ বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে Secret Documents of Intelligence Branch on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman  vol-1 and 2 বই বিতরণ করা হয়।
 
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আগেই তাঁর খুনিদের দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। মন্ত্রী জানান, এ বিষয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশের বৈদেশিক মিশনসমূহ গত ১৭ মার্চ থেকে ২০২০ সালের ১৭ মার্চ পর্যন্ত সারাবছর ওয়ার্কশপ, সেমিনার ও সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মদিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে। 
 
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ ২৪ বছরের নির্যাতন ও সংগ্রামের মাধ্যমে জনগণের মধ্যে স্বাধীনতার চেতনা সৃষ্টি হয়েছে। আর সেই সৃষ্টির নায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর বড় কীর্তি হচ্ছে বাংলাদেশ প্রতিষ্ঠা। বাংলাদেশ যতদিন টিকে থাকবে, বঙ্গবন্ধু ততদিন টিকে থাকবে। তিনি সারা জীবন ন্যায়, নির্যাতিত ও শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন। ড. মোমেন বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে ন্যায় ও জনগণের মঙ্গল প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের কাজ করা এবং বঙ্গবন্ধুর বিভিন্ন দিক নিয়ে গবেষণা করার আহ্বান জানান।
 
#
 
তৌহিদুল/ফারহানা/রফিকুল/রেজাউল/২০১৯/১৮১৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                 নম্বর : ১২৮৮

বিএনপিকে তথ্যমন্ত্রী

দুর্ঘটনা নিয়ে রাজনীতি না করে নিজ দলের নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিন

ঢাকা, ১৭ চৈত্র (৩১ মার্চ):

 &

Todays handout (8).docx Todays handout (8).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon