Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ জুলাই ২০১৫

তথ্যবিবরণী 04/07/2015

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯০০

মেহনতি মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার
                                                  -- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজশাহী, ২০ আষাঢ় (৪ জুলাই) :

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শ্রমজীবী এবং মেহনতি মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

    প্রতিমন্ত্রী আজ রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ মিলনায়তনে ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন এবং নির্বাচনী সহিংসতার শিকার ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তৃতায় একথা বলেন। 

    প্রতিমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রম এবং যুগান্তকারী পদক্ষেপের  ফলে দেশে দারিদ্র্যতার হার ৪০ ভাগ থেকে ২৪ ভাগে কমিয়ে  আনা সম্ভব হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের পাশে রয়েছে এবং জনগণের পাশে থাকবে। তিনি বলেন, দেশের তৃণমূল পর্যায়ে গরিব দু:খী মানুষকে খুঁজে বের করে তাদের মাঝে  দ্রুত ত্রাণ পৌঁছানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ত্রাণের অর্থ যারা পাওয়ার যোগ্য তাদের হাতেই পৌঁছাতে হবে, এতে কারো দুর্নীতি ধরা পড়লে তাদেরকে ছাড় দেয়া হবে না। 

#

সাইফুল্লাহ/নবী/সেলিম/২০১৫/২০৩০ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৯৯

কৃষিবিদ ইনস্টিটিউশনের ইফতার মাহফিলে মৎস্য প্রতিমন্ত্রী
বিভিন্ন সম্প্রদায়ের মানুষ দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে

খুলনা, ২০ আষাঢ় (৪ জুলাই) :
                                               
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বাংলাদেশে বসবাস করছে।    

প্রতিমন্ত্রী আজ খুলনার স্থানীয় একটি হোটেলে খুলনা কৃষিবিদ ইনস্টিটিউশন আয়োজিত ইফতার ও আলোচনাসভায়  প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
প্রতিমন্ত্রী বলেন, রমজান মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ মাস। এ মাস সমস্ত অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখার শিক্ষা দেয়।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ নিম্ন মধ্যমআয়ের দেশে পরিণত হয়েছে এবং আগামী তিন বছরের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং ইতোমধ্যে উন্নয়নের মডেলে রূপ নিয়েছে। তিনি দেশকে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে  সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
খুলনা কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি কৃষিবিদ প্রফুল¬ কুমার সরকার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপংকর বিশ্বাস এবং ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ ডাঃ অরুণ কান্তি মন্ডল উপস্থিত ছিলেন।

#

সাইফুল্লাহ/নবী/সেলিম/২০১৫/২০৩০ ঘণ্টা
 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৮৯৮

নাজিরহাট রুটে কমিউটার ট্রেন উদ্বোধনকালে রেলমন্ত্রী
চট্টগ্রাম-ঘুনধুম রেললাইন নির্মাণ কাজ অচিরেই শুরু হবে

ঢাকা, ২০ আষাঢ় (৪ জুলাই) :
    আজ থেকে চট্টগ্রাম-নাজিরহাট রুটে কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে।
    রেলপথমন্ত্রী মোঃ মুজিবুল হক চট্টগ্রাম স্টেশনে আজ আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম-নাজির হাট ডেমু ট্রেন সার্ভিস উদ্বোধন করেন।
    উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, সংসদ সদস্য মাঈনুদ্দিন খান বাদল, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমল কৃষ্ণ ভট্টাচার্য, রেল অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেন এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন বক্তৃতা করেন।
    রেলপথমন্ত্রী বলেন, নতুন এ রুটের পাশাপাশি চট্টগ্রাম-দোহাজারী রুটেও কমিউটার ট্রেন চালু করা হবে, তাছাড়া চট্টগ্রাম-কক্সবাজার-ঘুনধুম রেললাইনের নির্মাণ ও সংস্কার কাজ অচিরেই শুরু হবে।

#

সাইফুল/সাইফুল্লাহ/নবী/রেজাউল/২০১৫/২০২৬ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৯৭

দেশে ৯৩তম আন্তর্জাতিক সমবায় দিবস উদযাপিত

ঢাকা, ২০ আষাঢ় (৪ জুলাই) :

    বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আজ ৯৩তম আন্তর্জাতিক সমবায় দিবস-২০১৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সমবায় অধিদপ্তর ও বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়ন লিঃ যৌথ উদ্যোগে সমবায়ী সমাবেশ আয়োজনসহ জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন কর্মসূচি পালন করে। এ বছর দিবসের প্রতিপাদ্য ছিল “ইক্যুয়ালিটি”। 

    আজ রাজধানীর আগারগাঁওস্থ সমবায় অধিদপ্তর সম্মেলনকক্ষে বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি শেখ নাদির হোসেন লিপু এর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য 
মোঃ ইসরাফিল আলম এবং সমবায় অধিদপ্তর এর নিবন্ধক মোঃ মফিজুল ইসলাম। 

    বক্তাগণ বলেন, সমবায়ের নামে প্লট, ফ্লাট, পণ্য বিপণন, স্বাস্থ্য ও শিক্ষার নামে যত্রতত্র ব্যবসায়িক প্রকল্প বন্ধ করতে হবে। তাঁরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধোত্তর বাংলাদেশ পুনর্বাসনে সমবায় খাতকে যেভাবে কাজে লাগিয়েছিল ঠিক একইভাবে বর্তমান সরকারের স্বপ্ন মধ্যম আয়ের দেশে রূপান্তরে সমবায় খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। 

    বক্তাগণ বলেন, সমবায় খাত থেকে ভূঁইফোড় ও ষড়যন্ত্রকারীদেরকে বিতাড়িত করে প্রকৃত সমবায়ীদের জীবনমান উন্নয়নে নিবেদিত প্রাণ সমবায়ী নেতাদের এগিয়ে আসতে হবে। তাঁরা সমবায় বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও সমবায়ী সদস্যদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে স্ব স্ব দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।  
#

আহসান/সাইফুল্লাহ/নবী/জসীম/সেলিম/২০১৫/১৯৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৯৬

 

অটো ভনের স্মরণ সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যাল বিশ্বের জন্য এক রোল মডেল

 

ঢাকা, ২০ আষাঢ় (৪ জুলাই) :

 

          মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যাল এ্যাক্ট, ১৯৭৩ এ অপরাধীদের সর্বোচ্চ সুযোগ দিয়ে বিচারকার্য পরিচালনা করা হচ্ছে। যুদ্ধাপরাধ নিয়ে এর পূর্বে প্রতিষ্ঠিত নুরেমবার্গ বা টোকিও ট্রাইবুন্যালে এমনকি বর্তমানে চালু কোন ট্রাইবুন্যালেও অভিযুক্তদের এত সুযোগ দেয়া হয়নি। তিনি বলেন, আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যাল বিশ্বের জন্য এক রোল মডেল।

 

          আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যাল এ্যাক্ট, ১৯৭৩- এর খসড়া তৈরিতে বিদেশী সহায়তাকারী প্রফেসর অটো ভন ট্রিফটেরার (চৎড়ভবংংড়ৎ ঙঃঃড় ঠড়হ ঞৎরভভঃবৎবৎ) স্মরণে আজ ঢাকার ধানমন্ডিতে বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন এবং ন্যাশনাল সিকিউরিটি এন্ড কাউন্টার টেররইজম এর অফিসে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এ মন্তব্য করেন।

 

          উল্লেখ্য, আইসিটি অ্যাক্ট প্রণয়নে সহায়তাকারী জার্মান নাগরিক প্রফেসর অটো ভন ট্রিফটেরার গত ১ জুন মৃত্যুবরণ করেন।

 

          মন্ত্রী বলেন, মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষীদের নিরাপত্তার বিষয়ে আরও গুরুত্ব দিতে হবে। এজন্য প্রয়োজনে আইন করার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।এছাড়া মানবতা বিরোধী অপরাধে জড়িতদের সমস্ত  সম্পদ বাজেয়াপ্ত করা উচিৎ বলে তিনি উল্লেখ করেন।

 

          মন্ত্রী আরো বলেন, শুধু ১৯৭১ এ নয় এর পরেও গোলাম আজমের সাথে পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করে যারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছিল তাদেরও ট্রাইবুন্যালে বিচার করতে হবে।

          সাবেক সচিব ওয়ালি-উর-রহমানের সভাপতিত্বে স্মরণসভায় অন্যান্যের মধ্যে ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা শাহরিয়ার কবির, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক এবং আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যালের প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী উপস্থিত ছিলেন।

 

         

#

 

মারুফ/সাইফুল্লাহ/নবী/জসীম/সেলিম/২০১৫/১৮৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৯৫

 

হাসপাতালে চিকিৎসাধীন হুইপ শাহাব উদ্দিনকে দেখতে যান ডেপুটি স্পিকার

 

ঢাকা, ২০ আষাঢ় (৪ জুলাই) :

 

          জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট মোঃ ফজলে রাব্বী মিয়া আজ ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিনকে দেখতে যান। মোঃ শাহাব উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

 

          ডেপুটি স্পিকার অসুস্থ হুইপের সাথে কথা বলেন এবং তাঁর শারীরিক অবস্থার কথা জানতে চান। এসময় তিনি হুইপের পাশে কিছু সময় কাটান এবং কর্তব্যরত চিকিৎসকের কাছে তাঁর চিকিৎসার খোঁজখবর নেন। হুইপ মোঃ শাহাব উদ্দিন এর শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

 

          ডেপুটি স্পিকার হুইপ মোঃ শাহাব উদ্দিনের আশু আরোগ্য কামনা করেন।

 

#

 

স¦পন/সাইফুল্লাহ/নবী/জসীম/সেলিম/২০১৫/১৮৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৯৩

 

আইএমও অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন নৌমন্ত্রী

 

ঢাকা, ২০ আষাঢ় (৪ জুলাই) :

 

নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) ১১৪তম কাউন্সিল অধিবেশনে যোগদান শেষে আজ দেশে ফিরেছেন। 

 

কাউন্সিল অধিবেশনে মন্ত্রী চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলে ছিলেন সমুদ্র পরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এম জাকিউর রহমান ভূইয়া এবং সমুদ্র পরিবহণ অধিদপ্তরের ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার এস এম নাজমুল হক। 

 

 আইএমও’র ১১৪তম কাউন্সিল অধিবেশনে যোগদানের লক্ষ্যে মন্ত্রী ২৭ জুন লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। 

#

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৯৪

 

উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে ভূমিমন্ত্রী

অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সরকার বদ্ধপরিকর

 

ঈশ্বরদী, ২০ আষাঢ় (৪ জুলাই) :

 

          ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দারিদ্র্যবিমোচনসহ দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বদ্ধপরিকর।

 

          মন্ত্রী আজ ঈশ্বরদী উপজেলায় সরকারের উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে একথা বলেন।

 

ভূমিমন্ত্রী বলেন, সরকার দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মোট জাতীয় উৎপাদন, মোট অভ্যন্তরীণ উৎপাদন, মজুরির ভারসাম্যতা অর্জনে অভূতপূর্ব সফলতা এনেছে। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ২০২১ সালের আগেই বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। মন্ত্রী তাঁর বক্তৃতায় শেখ হাসিনার হাতকে সুদৃঢ় করতে দেশের উন্নয়নে একযোগে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

#

 

রেজুয়ান/জাহাঙ্গীর/সাইফুল্লাহ/জসীম/সেলিম/২০১৫/১৬৫০ ঘণ্টা

Todays handout (5).doc Todays handout (5).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon