Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd এপ্রিল ২০১৭

তথ্যবিবরণী ২১ এপ্রিল ২০১৭

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১১০৩

প্রখ্যাত কণ্ঠশিল্পী লাকী আখন্দের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

ঢাকা, ৮ বৈশাখ (২১ এপ্রিল) :

    প্রখ্যাত কণ্ঠশিল্পী লাকী আখন্দের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

    মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, তাঁর মৃত্যুতে দেশ একজন মহান শিল্পীকে হারালো। লাকী আখন্দের সংগীতের মূর্ছনা এদেশের মানুষকে অনাগতকাল মুগ্ধ করে রাখবে। তিনি  লাকী আখন্দের আত্মার শানিত্ম কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।  

    উলেস্নখ্য, দূরারোগ্য ক্যান্সারে আক্রানত্ম কণ্ঠশিল্পী লাকী আখন্দকে দেখতে কয়েকবার হাসপাতালে যান মন্ত্রী।

#

আকরাম/মাহমুদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২২১০ ঘণ্টা  

 

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১১০২

বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের সম্মেলনে তথ্যমন্ত্রী
সংবিধানের চারনীতিতে অটল থাকুন

ঢাকা, ৮ বৈশাখ (২১ এপ্রিল) :

    সংবিধানের চার মূলনীতি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতায় অটল থেকে দেশসেবায় আত্মনিয়োগে বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

    তিনি আজ রাজধানীর প্রেস ইনস্টিটিউটে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ নির্দেশনা দেন। এসোসিয়েশনের বিদায়ী সভাপতি ও রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ক্যাডারের সাবেক কর্মকর্তা কাজী রোজী এমপি ও তথ্য সচিব মরতুজা আহমদ।

    তথ্যমন্ত্রী তাঁর বক্তৃতায় দেশ ও সংবিধানের প্রতি আনুগত্যের পাশাপাশি রাজাকার, যুদ্ধাপরাধী, জঙ্গি ও তাদের দোসরদের বর্জন করার আহ্বান জানিয়ে বলেন, দেশের শত্রম্নদের চিনতে হবে এবং তাদের থেকে দূরে থাকার কোন বিকল্প নেই।

    বর্তমান যুগকে ‘তথ্য যুগ’ বলে অভিহিত করে তথ্য সচিব মরতুজা আহমদ বলেন, তথ্যই শক্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করার মাধ্যমে স্বচ্ছ, প্রাজ্ঞ ও প্রযুক্তিনির্ভর সমাজ গড়ে তুলছেন। তথ্য ক্যাডারের কর্মকর্তাদের ব্যাপক ভূমিকা এ কাজকে ত্বরান্বিত করবে।

    সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসোসিয়েশনের নতুন সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত প্রধান তথ্য অফিসার কারুন নাহার, নতুন মহাসচিব ফায়জুল হক, বিদায়ী মহাসচিব স ম গোলাম কিবরিয়া। ১৯ সদস্যের নতুন পরিষদে অন্যান্যের মধ্যে মোহাম্মদ ইসতাক হোসেন ও মো. আকতার হোসেন সহসভাপতি, মো. জসীম উদ্দিন ও মুন্সী জালাল উদ্দিন যুগ্মমহাসচিব ও প্রণব কুমার ভট্টাচার্য কোষাধ্যক্ষের দায়িত্বলাভ করেন।

    মন্ত্রী হাসানুল হক ইনু এবং সচিব মরতুজা আহমদ অনুষ্ঠানে নতুন পরিষদ সদস্যদের ফুল দিয়ে বরণ করেন ও ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।
#

আকরাম/মাহমুদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২২১০ ঘণ্টা  

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১১০১

মালেকা বেগমের মৃত্যুতে আইন মন্ত্রীর শোক

ঢাকা, ৮ বৈশাখ (২১ এপ্রিল) :

আইন মন্ত্রীর একানত্ম সচিব এম মাসুমের মাতা মালেকা বেগমের মৃত্যুতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শানিত্ম কামনা করেন এবং তাঁর শোকসনত্মপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উলেস্নখ্য, আইন মন্ত্রীর একানত্ম সচিব এম মাসুমের মাতা মালেকা বেগম আজ শুক্রবার সকালে দিনাজপুরে তাঁর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইনেত্মকাল করেন (ইন্না লিলস্নাহি .................রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

#

রেজাউল/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২০৪০ ঘণ্টা  

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১১০০

আইন মন্ত্রীর ভাইয়ের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা, ৮ বৈশাখ (২১ এপ্রিল) :

    আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের ছোট ভাই মরহুম আরিফুল হক রনির স্মরণে আজ ঢাকার গুলশান আজাদ মসজিদে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইনমন্ত্রী ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুলস্নাহ, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হকসহ সুধীজনরা উপসি'ত ছিলেন। সভায় আইন মন্ত্রীসহ প্রয়াত রনির বন্ধু-বান্ধবরা তার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন।

    সভায় আইন মন্ত্রী বলেন, ছোট ভাই রনির অকাল মৃত্যুতে আমার পরিবারে দুঃসময় নেমে এসেছিল। পরিবারের এ দুঃসময়ে বহু শুভানুধ্যায়ী, আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধব আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং সমবেদনা জানিয়েছেন। ওই কঠিন দুঃসময়ে তাঁদের এই সমবেদনা ও সহমর্মিতা আমার পরিবারের দুঃসহ বেদনা সহ্য করার শক্তি যুুগিয়েছে। আমরা সেই জন্য কৃতজ্ঞ।

    আইন মন্ত্রী বলেন, আরিফুল হক রনি ছিলেন অত্যনত্ম সৎ ও স্পষ্টবাদী। তিনি যা ভাল মনে করতেন তাই করতেন। তার কাছে কোন পরামর্শ চাইলে তিনি চিনত্মা করে পরামর্শ দিতেন। একইসঙ্গে তিনি ভাল-মন্দ দিকগুলো তুলে ধরতেন। তার এ মৃত্যুতে আমি একজন পরামর্শদাতাকে হারিয়েছি। এ সময় তিনি অনুষ্ঠানে আগতদের ধন্যবাদ জানান।

    স্মৃতিচারণ শেষে মরহুম আরিফুল হক রনির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

    বাংলাদেশ  সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ও বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান আইনজীবী অ্যাডভোকেট মরহুম সিরাজুল হকের কনিষ্ঠ পুত্র ও বর্তমান আইন মন্ত্রী আনিসুল হকের একমাত্র ছোট ভাই আরিফুল হক রনি গত ১০ মার্চ যুক্তরাষ্ট্রের ডালাসে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস'ায় মারা যান। ১৪ মার্চ যুক্তরাষ্ট্রে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর এবং তিনি স্ত্রীসহ দুই পুত্র ও এক কন্যা রেখে গেছেন। আরিফুল হক রনি বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান-কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমস লিমিটেড এর চেয়ারম্যান ছিলেন।

#

রেজাউল/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২০২০ ঘণ্টা  

 

Handout                                                                                                         Number : 1099

State Minister Shahriar Alam calls on his Polish counterpart in Warsaw

Warsaw (Poland), 21 April :

State Minister for Foreign Affairs Md. Shahriar Alam held bilateral talks with his Polish counterpart  Joanna Wronecka,  Deputy Minister (Undersecretary of State) for Development Cooperation, Africa and Middle-East, Asia and Pacific, Economic Diplomacy and Human Rights at the Ministry of Foreign Affairs in Warsaw, Poland yesterday.

Recalling the significant contribution and support of Poland in our Liberation War in 1971, the State Minister expressed gratitude and emphasized on enhanced bilateral cooperation between the two time-tested friendly countries.

State Minister shared that Bangladesh and Poland have many similarities in a variety of fields. He mentioned that many European countries are showing keen interest to invest and do business in Bangladesh, an increasingly geostrategic regional economic and logistics hub. Pointing out the demographic dividend, competitive and skilled labour force and congenial business environment, Bangladesh could be a lucrative destination for the Polish businesses in many priority areas like shipbuilding, pharmaceuticals, leather and footwear, agro-processing. He emphasized on opening of resident Polish Mission in Dhaka soon to tap the opportunities of deepening and widening of bilateral relations on economic, trade and investment, education, agriculture, knowledge and innovation - in the coming days. State Minister urged for easing of visas for Bangladeshi students, who are interested in availing study opportunities at the world class Polish universities. Polish Deputy Minister assured that they will take necessary steps to facilitate visas for Bangladeshi students. State Minister also sought support of his Polish counterpart for scholarships for Bangladeshi students.

The Polish Deputy Minister emphasized on regular dialogue at the senior level to further strengthen bilateral ties. She also sought Bangladesh’s support for Polish candidatures in different international bodies. Thanking Bangladesh for successfully arranging the 136th IPU Assembly in April 2017 in Dhaka, she expressed satisfaction at the growing high level visits and contacts between the two countries.  She further mentioned that balance of trade between two countries is heavily in favour of Bangladesh and they would like to reduce that gap by offering to transfer state-of-the-art Polish technology for extraction of mineral resources, including coal, in Bangladesh.

State Minister meets Undersecretary of Economic Development

Earlier State Minister met Polish Deputy Minister (Undersecretary of State) for Economic Development TadeusezKoscinski at the Ministry of Economic Development of Poland, along with a 10-member Bangladesh business delegation. In the meeting, two Ministers agreed to exchange business delegation on regular basis and exchanged views on opportunities for deeper economic cooperation. They expressed keen interest to work together to identify mutually beneficial economic opportunities.

In the afternoon, State Minister attended a Business Seminar at the Polish National Chamber of Commerce, where business delegations of the two countries exchanged views and held B2B meetings to explore areas for mutually beneficial trade and investment opportunities.

#

 

Khaleda/Mahmud/Mosharof/Selimuzzaman/2017/1800 Hrs

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১০৯৮

দড়্গিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে অভিন্ন পর্যটন পস্ন্যাটফর্ম গড়তে হবে
                                                    -- বিমান ও পর্যটন মন্ত্রী

ঢাকা, ৮ বৈশাখ (২১ এপ্রিল) :

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দড়্গিণ এশিয়ার দেশগুলোর  মধ্যে প্রাকৃতিক ও সাংস্কৃতিক অভিন্নতা রয়েছে, তাই পর্যটকদের গনত্মব্যের অভিন্ন পস্ন্যাটফর্ম হিসেবে এ অঞ্চলকে গড়ে তুলতে নিরবচ্ছিন্ন প্রচারাভিযান চালাতে হবে। এ জন্য বৈদেশিক নীতি, ভিসা প্রক্রিয়া যেমন পর্যটকবান্ধব হতে হবে তেমনি স্বল্প খরচে, স্বাচ্ছন্দ্যে  নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে হবে। বিশ্ব অর্থনীতিতে পর্যটনের গুরম্নত্ব বিবেচনায় এখনই সময় এ উদ্যোগ গ্রহণের।

তিনি আজ রাজধানীর বঙ্গবন্ধু আনত্মর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ, ভারতে, ভুটান, নেপাল, শ্রীলংকা ও মিয়ানমার সমন্বয়ে গঠিত পর্যটন সংস'া 'ডব অংরধ' এর কার্যক্রম শুরম্ন উপলড়্গে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, এ অঞ্চলের মানুষ অভিন্ন আবেগ, অনুভূতিকে ধারণ করে, রাজনৈতিক সীমানা এ আবেগকে আটকাতে পারে না। সারা বিশ্ব এখন এক ও অখ-, তাই এ অঞ্চলের দেশগুলোকে যে কোন সফল উদ্যোগ বাসত্মবায়নে একসাথে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বক্তৃতা করেন টোয়াব সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ, জার্নপস্নাসের তৌফিক রহমান, উই এশিয়ার পশ্চিমবঙ্গের প্রতিনিধি সত্য প্রদ দেব প্রমুখ।
    
#

মাহবুবুর/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৭৩০ ঘণ্টা  

 

Todays handout (5).docx Todays handout (5).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon