Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ মে ২০১৬

তথ্যবিবরণী 19/05/16

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৬৮৬

বিদেশের বন্ড মার্কেটে পাওয়ার বন্ড ছাড়ার উদ্যোগ

ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে): 

    বিদ্যুৎ বিভাগ বিদেশের বন্ড মার্কেটে পাওয়ার বন্ড ছাড়ার উদ্যোগ নিচ্ছে। আজ বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরম্নল হামিদের সভাপতিত্বে একটি পর্যালোচনা অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি ব্যাংক ও সিটি ব্যাংক পৃথকভাবে পাওয়ার বন্ড সম্পর্কিত বিষয় পাওয়ার পয়েন্টে উপস'াপন করে।  

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা 
ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বীর বিক্রম বলেন, প্রাথমিকভাবে বিদেশি বন্ড মার্কেট হতে ৫০০ মিলিয়ন ডলার পিডিবির জন্য নেয়া হতে পারে। পরে অন্যান্য কোম্পানিকে বন্ড মার্কেটে আনা হবে। আশুগঞ্জ পাওয়ার কোম্পানি লিঃ দেশীয় বাজার হতে ৫০০-৮০০ কোটি টাকা নিচ্ছে। এ নিয়ে ইতোমধ্যে ইনভেস্টমেন্ট কোম্পানি অভ্‌ বাংলাদেশ (ওঈই) কাজ শুরম্ন করে দিয়েছে। 

    বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরম্নল হামিদ বলেন, বাংলাদেশে এক সেকেন্ডের জন্যও বিদ্যুৎ যাবে না-বাংলাদেশকে আমরা সেরূপ অবস'ায় নিতে চাই। তিনি বলেন, আমাদের বিদ্যমান পরিকল্পনা বাসত্মবায়ন করতে প্রায় ৩০ বিলিয়ন ডলার প্রয়োজন। সরকারের বা দাতা সংস'ার টাকা না নিয়ে স্টক মার্কেট হতে এ অর্থ নেয়া যেতে পারে। প্রক্রিয়াটিও তুলনামূলকভাবে কম সময়সাপেড়্গ। বিদেশের বন্ড মার্কেটে বিদ্যুৎ কোম্পানিগুলোকে প্রবেশ করাতে পারলে এর সড়্গমতা ও স্বচ্ছতা আরো বৃদ্ধি পাবে। সর্বোপরি বাংলাদেশেরও ব্র্রান্ডিং হবে এবং বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে। 

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম বক্তব্য রাখেন। 

#

আসলাম/মাহমুদ/মোশারফ/এস. জামান/২০১৬/১৭৩০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৬৮৫

আসন্ন রমজানে বিদ্যুৎ পরিসি'তি নিয়ে সভা
ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে): 

    চলতি গ্রীষ্ম ও আসন্ন রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ পরিসি'তির সার্বিক বিষয় নিয়ে আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরম্নল হামিদের সভাপতিত্বে বিদ্যুৎভবনে একটি সভা অনুষ্ঠিত হয়। 
    প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বীর বিক্রম বলেন, ইফতারের পর মার্কেটসমূহে এসি বন্ধ রাখতে পারলে বিদ্যুৎ সাশ্রয় হবে। তিনি যত্রতত্র মেলায় বিদ্যুৎ সংযোগ দেয়ার ব্যাপারে সংশিস্নষ্টদের আরো সতর্ক থাকার পরামর্শ দেন। 
    প্রতিমন্ত্রী নসরম্নল হামিদ বলেন, বিদ্যুৎ পরিসি'তি স্বাভাবিক রাখতে ১৫ রমজান পর্যনত্ম মার্কেট ও বিপণী বিতানসমূহ রাত ৮টা পর্যনত্ম খোলা এবং ১৫ রমজানের পর থেকে ঈদ পর্যনত্ম মার্কেটগুলো প্রয়োজন মতো খোলা রাখতে পারবে। তিনি ঈদ উপলড়্গে মার্কেটগুলোতে অযথা আলোকসজ্জা না করার অনুরোধ জানান। 
    সভায় দোকান মালিক সমিতির নেতৃবৃন্দসহ স্বরাষ্ট্র, বাণিজ্য, কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ উপসি'ত ছিলেন। দোকান মালিক সমিতির সভাপতি রমজানে মার্কেট আগে বন্ধের বা বিদ্যুৎ বন্ধের কোন কার্যক্রম না নেয়ার জন্য অনুরোধ জানান। এ সময় পিক আওয়ারে রি-রোলিং মিল, ওয়েল্ডিং মেশিন, ওভেন, ইস্ত্রির দোকানসহ অধিক বিদ্যুৎ ব্যবহারকারী সরঞ্জামাদির ব্যবহার বন্ধ রাখা; গ্রীষ্মের সময় ও রমজান মাসে রাত ৮টার মধ্যে দোকানপাট ও বিপণী বিতানসমূহ বন্ধ রাখা; কোন এলাকায় লোডশেডিং করতে হলে গ্রাহককে পূর্বেই অবহিত করা; সুপার মার্কেট, পেট্রোল পাম্প ও সিএনজি গ্যাস স্টেশনে প্রয়োজনের বেশি বাতি ব্যবহার বন্ধ করা; ইফতার ও তারাবির সময় এসির সাশ্রয়ী ব্যবহার করা; তারাবি নামাজের সময় লোডশেডিং না করা; বিদ্যুতের অপচয় রোধে সিএফএল বাল্বের পরিবর্তে এলইডি বাল্ব প্রতিস'াপনের ব্যবস'া গ্রহণ করা; হলিডে স্ট্যাগারিং কার্যক্রম জোরদার করা; চলতি গ্রীষ্ম ও আসন্ন রমজান মাসে বিদ্যুৎ পরিসি'তি স্বাভাবিক রাখার জন্য গ্যাস সরবরাহ বৃদ্ধি করা; পিকআওয়ারে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় ব্যবস'া গ্রহণ করার বিষয়ে আলোচনা হয়। 
#

আসলাম/মাহমুদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৯৪০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৬৮৪

পঞ্চম ও ষষ্ঠ পর্যায়ের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংশিস্নষ্ট এলাকায় সাধারণ ছুটি

ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে): 

    ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬ এর ৫ম পর্যায়ে ৭৩৩টি ইউনিয়নে আগামী ২৮ মে এবং ৬ষ্ঠ পর্যায়ে ৭২৪টি ইউনিয়নে আগামী ৪ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

    এ উপলড়্গে সংশিস্নষ্ট নির্বাচনী এলাকাসমূহে ঐদিন সাধারণ ছুটি  ঘোষণা করা হয়েছে। তবে ঐ দিন  কোনো পাবলিক পরীড়্গার তারিখ থাকলে পরীড়্গার  কেন্দ্রসমূহ ও সংশিস্নষ্ট শিড়্গক/কর্মচারীবৃন্দ এ সাধারণ ছুটির আওতার বাইরে থাকবে।

#

আলমগীর/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৬/১৯৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৬৮৩

শ্রেষ্ঠ দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ

ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে) :
    দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ঢাকা শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মাঝে আজ পুরস্কার বিতরণ করা হয়।
কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যক্রমের মাধ্যমে তৃণমূল পর্যায়ে মূল্যবোধ সৃষ্টি হচ্ছে। মূল্যবোধ ও দেশপ্রেম দিয়ে যদি দুর্নীতি প্রতিরোধ করা যায় তবে সেটা অধিকতর কার্যকর হবে। তিনি বলেন, দুর্নীতি দমনের কার্যক্রমে যারা জড়িত আছেন, তাদের নৈতিকতা ও মূল্যবোধ থাকলে কমিশনের প্রতি জনগণের আস্থা অটুট থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম বলেন, কমিশন দৃঢ় ও কঠোরতার সাথে দুর্নীতি প্রতিরোধ কমিটিসহ সকল স্তরের আলোকিত মানুষদের সাথে নিয়ে দুর্নীতিমুক্ত দেশ গঠনে ভূমিকা রাখবে। তিনি উল্লেখ করেন, দুর্নীতি দমন কমিশনের ভেতরে যদি কোনো দুর্নীতিবাজ থাকে তবে তাকেও রেহাই দেওয়া হবে না।
    সভাপতির বক্তব্যে কমিশনের চেয়ারম্যান বলেন, আমরা যেটা বিশ্বাস করি সেটা বলি না, যেটা বলি সেটা বিশ্বাস করি না-এখানেই দুর্নীতির অন্তর্নিহিত কারণ। তিনি আরো বলেন, বর্তমান ও আগামী প্রজন্মের জন্য ও সার্বিকভাবে দেশের জন্য দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতেই হবে। দেশের আপামর জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে যাতে দুর্নীতি না হয়।
    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিশনের সচিব আবু মো. মোস্তফা কামাল, মহাপরিচালক ড. শামসুল আরেফিন এবং ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
    অনুষ্ঠানে শ্রেষ্ঠ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি হিসেবে নরসিংদী, ময়মনসিংহ ও সিলেট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের এবং শ্রেষ্ঠ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি হিসেবে রাজৈর, সাভার, সোনারগাঁও, গফরগাঁও, মুন্সীগঞ্জ, সরিষাবাড়ি, জুড়ী, ছাতক ও আজমিরিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট বিতরণ করা হয়। মোট ১১৭ জন এ পুরস্কার গ্রহণ করেন।
#
প্রণব/মাহমুদ/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৬/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৬৮২
দেশী শিল্পের ক্ষতি হয় এমন পদক্ষেপ নেয়া হবে না
                                       -- বাণিজ্যমন্ত্রী

ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে) :
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সরকার দেশীয় শিল্পকে রক্ষা করতে সব ধরনের উদ্যোগ গ্রহন করেছে। দেশীয় শিল্পের ক্ষতি হয় এমন কোন পদক্ষেপ নেয়া হবে না। দেশে শিল্প বিকাশের জন্য সরকার সবধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। তিনি বলেন, ব্যবসায়ীদের ওপর ভ্যাট ও ট্যাক্স আরোপের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সরকার সচেতন রয়েছে।
    মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে এফবিসিসিআই-এর পরিচালক শেখ ফজলে ফাহিমের নেতৃত্বে বাংলাদেশ অটো-রি-রোলিং এন্ড স্টিল মিলস্ এসোসিয়েশন, বাংলাদেশ রি-রোলিং মিলস্ এসোসিয়েশন, বাংলাদেশ স্টিল মিল ওনার্স এসোসিয়েশন এবং বাংলাদেশ শিপ ব্রেকার্স এসোসিয়েশন-এর প্রতিনিধি দলের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন।
    প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. মনোয়ার হোসেন, বাংলাদেশ অটো-রি-রোলিং এন্ড স্টিল মিলস্ এসোসিয়েশনের চেয়ারম্যান শেখ মাসাদুল আলম মাসুদ, বাংলাদেশ বি-রোলিং মিলস এসোসিয়েমনের চেয়ারম্যান মোহাম্মদ আলী, বাংলাদেশ স্টিল মিল ওনার্স এসোসিয়েশনের চেয়ারম্যান শেখ ফজলুর রহমান বকুল, বাংলাদেশ শিপ ব্রেকার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. আবু তাহের, বিএসআরএম -এর জেনালের ম্যানেজার আনোয়ার হোসেন, জিপিএইচ ইস্পাতের এমডি মো. জাহাঙ্গীর আলম, অটো-রি-রোলিং এন্ড স্টিল মিলস্ এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি আবুল কাশেম মজুমদার এবং মেঘনাম স্টিলের ম্যানেজিং ডিরেক্টর মো. জাহিদুল হক।
#

লতিফ/মাহমুদ/সেলিম/জয়নুল/২০১৬/১৯২০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৬৮১

তরম্নণ উদ্যোক্তাদের জোরালো কণ্ঠে নিজেদের প্রত্যাশা জানাতে হবে
                                                     -- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে): 
    
    পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্‌রিয়ার আলম বলেছেন, তরম্নণ উদ্যোক্তাদের ব্যবসায় ও উৎপাদন ড়্গেত্রে নিজেদের প্রয়োজন এবং প্রত্যাশাসমূহ আরো জোরালো কণ্ঠে সরকারসহ সকলের নিকট তুলে ধরতে হবে। তরম্নণরা যে কোনো পরিবর্তনের প্রধান নিয়ামক। তাই সহযোগী শক্তি হিসেবে তরম্নণ উদ্যোক্তাদের পেলে সরকারের কাজগুলো সহজ হবে। 

প্রতিমন্ত্রী আজ ঢাকায় এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ইয়ুথ এন্টারপ্রেনরশীপ ডেভেলপমেন্ট এর উদ্যোগে এফবিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত ‘তরম্নণ উদ্যোক্তাদের বাজেট ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তরম্নণ উদ্যোক্তাবান্ধব বাজেট তৈরির বিষয়ে দাবি উত্থাপন ও সচেতনতা সৃষ্টির জন্য জাতীয় বাজেট উপস'াপনের পূর্বে শুধু একটি বা দু’টি সেমিনারই যথেষ্ট নয় বরং এর জন্য বছরব্যাপী কাজ করতে হবে। তরম্নণ উদ্যোক্তা নেতৃবৃন্দ যদি পরিকল্পনামাফিক প্রতি মাসে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান যেমন আর্থিক, কর, কাস্টমস, ভ্যাটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ এবং আলোচনা অব্যাহত রাখেন তবে তা অবশ্যই ফলদায়ক হবে বলে তিনি মত প্রকাশ করেন। 

    সেমিনারে মূলপ্রবন্ধ উপস'াপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের সহ-সভাপতি মার্ক ব্রায়ান লিম, বেঙ্গল গ্রম্নপের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন এবং আয়োজক সংগঠনের চেয়ারম্যান আমজাদ হোসেন।        
#

খালেদা/মাহমুদ/সেলিম/মোশারফ/এস. জামান/২০১৬/১৮৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ১৬৮০
সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির বৈঠক
ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে): 
জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স'ায়ী কমিটির ৪৯তম বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য মো. আব্দুস শহীদ, পঞ্চানন বিশ্বাস, মো. আফসারম্নল আমীন, বেগম রেবেকা মমিন, মো. শামসুল হক টুকু, মইন উদ্দীন খান বাদল এবং মো. রম্নসত্মম আলী ফরাজী  বৈঠকে অংশগ্রহণ করেন।  
বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ২০০৭-০৮ ও ২০০৮-২০০৯ অর্থবছরের হিসাবের ওপর বাংলাদেশের  মহাহিসাব নিরীড়্গক ও নিয়ন্ত্রকের বার্ষিক  অডিট রিপোর্ট ২০০৮-২০০৯ এর অডিট আপত্তির ওপর ১২তম বৈঠকে গৃহীত সিদ্ধানত্মসমূহের বাসত্মবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস'াপন করা হয় এবং এ বিষয়ে বিসত্মারিত আলোচনাশেষে গৃহীত সিদ্ধানেত্মর আলোকে বিষয়গুলো দ্রম্নত নিষ্পত্তির সুপারিশ করা হয়। 
বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ২০০৭-০৮ ও ২০০৮-২০০৯ অর্থবছরের হিসাবের ওপর বাংলাদেশের  মহাহিসাব নিরীড়্গক ও নিয়ন্ত্রকের বার্ষিক  অডিট রিপোর্ট ২০০৮-২০০৯ এর অডিট আপত্তি/মনত্মব্যের অনুচ্ছেদ নং:  ২, ৩, ৫, ৬, ৭, ৮ ও ৯ সর্বমোট ৭টি অডিট আপত্তির বিপরীতে জড়িত ১৮ কোটি ৫৪ লাখ ১০ হাজার ৮ শত ২৬ টাকা ০৬ পয়সা আপত্তি  নিয়ে আলোচনা হয় এবং আপত্তিগুলো কমিটি কর্তৃক প্রদত্ত নির্দেশনার আলোকে দ্রম্নত নিষ্পত্তির সুপারিশ করা হয়। 
বৈঠকে বিভিন্ন সংস'া এবং ব্যক্তির নিকট টেলিফোনের বকেয়া বিল বাবদ ২ কোটি ৭০ লাখ ৭২ হাজার ৩ টাকা অনাদায়ী মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেড়্গিতে কমিটি অনাদায়ী টাকা আদায়ে গণদাবি আইন ১৯১৩ প্রয়োগ করার এবং মামলার অগ্রগতি সম্পর্কে তদারকি জোরদার করার সুপারিশ করে। 
 ভূগর্ভস' কেবল মেরামত ও রড়্গণাবেড়্গণ কাজের নামে বহিরাগত শ্রমিকের মজুরি পরিশোধ করায়  ২৩ লাখ ৭৮ হাজার ৫ শত ৫৬ টাকা আর্থিক ড়্গতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেড়্গিতে কমিটির সচিব বিষয়টি পরীড়্গা করবেন বলে জানানো হয়। এ বিষয়ে ত্রিপড়্গীয় সভা করে অনধিক ১৫ দিনের মধ্যে আপত্তিটি নিষ্পত্তি করার এবং বহিরাগত শ্রমিক নিয়োগের প্রক্রিয়াটি নিবিড় তদারকির মাধ্যমে সম্পন্ন করার  পাশাপাশি আউট সোর্সিংয়ের মাধ্যমে শ্রমিক নিয়োগের মাধ্যমে কার্যক্রম সম্পাদন করার বিষয়ে  বৈঠকে সুপারিশ করা হয়। 
প্রকল্পের আমদানিকৃত যন্ত্রাংশের মূল্যের ওপর ইন্স্যুরেন্স বাবদ অগ্রিম পরিশোধিত ৮ কোটি ৭০ লাখ ৩২ হাজার ৬ শত ৩ টাকা অসমন্বিত মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেড়্গিতে কমিটি প্রিমিয়াম বাবদ প্রদত্ত অগ্রিমের অবশিষ্ট টাকা আদায় না হওয়ার কারণ ৩০ দিনের মধ্যে অডিট অফিসের মাধ্যমে কমিটিকে জানানোর সুপারিশ করে।
ঠিকাদার /সরবরাহকারী প্রতিষ্ঠানকে ক্রস চেকের পরিবর্তে নগদে ৬২ লাখ ৭৮ হাজার ৮ শত ৭৩ টাকা অনিয়মিতভাবে পরিশোধ মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেড়্গিতে কমিটি চেকের পরিবর্তে নগদে পরিশোধিত অর্থ দায়িত্ব নির্ধারণপূর্বক স্ব স্ব কর্মকর্তার নিকট থেকে আদায় করে রাষ্ট্রভা-ারে জমা দেয়ার বিষয়ে  বৈঠকে সুপারিশ করা হয়। 
বৈঠকে মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় না করায় ১০ লাখ ৯৩ হাজার ৮৮ টাকা রাজস্ব ড়্গতি এবং বৈদেশিক মালামাল ছাড়করণের নিমিত্ত অগ্রিম প্রদত্ত ভ্যাটের উদ্বৃত্ত ৬ কোটি ২ লাখ ৮১ হাজার ৯ শত ৮ টাকা ফেরত না আনায় আর্থিক ড়্গতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেড়্গিতে কমিটি আপত্তি দু’টি নিষ্পত্তির সুপারিশ করে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরীসহ অডিট অফিসের কর্মকর্তাগণ,  সংশিস্নষ্ট মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশিস্নষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপসি'ত ছিলেন।
#
নূরম্নল/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৬/১৭৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৬৭৯

প্রকল্পে সময়ক্ষেপণ ও অপচয় বন্ধ করতে হবে
                      -- এলজিআরডি প্রতিমন্ত্রী

ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে) :
পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগের গৃহীত প্রকল্পসমূহে শূন্যপদে জনবল পূরণের নামে যাতে সময়ক্ষেপণ ও অর্থ অপচয় না হয় তার ব্যবস্থা নেয়া হচ্ছে। রাজস্ব খাতের বিদ্যমান জনবল প্রেষণে নিয়োগ দিয়ে প্রকল্প কাজ চালাতে হবে। এতে করে বেকারদের কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচন কর্মসূচি ত্বরান্বিত হবে।
আজ স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন প্রকল্পের পর্যালোচনা সভায় সভাপতির বক্তৃতায় এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা এসব দিকনির্দেশনা দেন। এ সময় বিভাগের ভারপ্রাপ্ত সচিব ড. প্রশান্ত কুমার রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন প্রকল্প ও সংস্থা হতে একই ব্যক্তি বিভিন্ন উপায়ে ঋণ গ্রহণ ও উপকরণ পেয়ে থাকে। এতে করে দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর একটা অংশ উপকৃত হতে পারছে না। এটা প্রতিরোধে বিশেষ ডাটাবেজ তৈরি করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি মিল্ক ভিটার আধুনিকায়ন কাজের মন্থর গতিতে অসন্তোষ প্রকাশ করে তা দ্রুত ও স্বচ্ছতার সাথে সম্পন্ন করার নির্দেশনা দেন।
#
আহসান/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৬/১৮৫০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৬৭৮

তৃণমূল জনগণের সাথে মিশে দায়িত্ব পালন করুন
                                       -- তথ্যসচিব

ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে):

    জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত তথ্য মন্ত্রণালয়ের অধীন দপ্তরসমূহের প্রথম শ্রেণির কর্মকর্তাদের (৯ম-৬ষ্ঠ গ্রেড) ১২ সপ্তাহব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ পাঠ্যধারার সমাপন ও সনদ বিতরণ আজ ইনস্টিটিউটের  সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। তথ্যসচিব মরতুজা আহমদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    তথ্যসচিব বলেন, কর্মকর্তাদের দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে সরকার এ প্রশিক্ষণের আয়োজন করেছে।  সে লক্ষ্য পূরণে প্রশিক্ষণার্থীরা তাদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে স¦ স¦ অবস্থান  থেকে দেশকে এগিয়ে নিয়ে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তৃণমূলের জনগণের সাথে মিশে গিয়ে দায়িত্ব পালনের জন্য তিনি কর্মকর্তাদের আহ্বান জানান।

    অনুষ্ঠানে চৌকস কর্মকর্তা হিসেবে তথ্যসচিবের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন বাংলাদেশ  টেলিভিশনের বার্তা প্রযোজক মো. মনির হোসেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক শচীন্দ্রনাথ হালদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

#

হান্নান/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৬/১৭৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                     নম্বর : ১৬৭৭

রাশিয়ান ফেডারেশনের স্পিকারের
 সাথে ড.শিরীন শারমিন চৌধুরীর বৈঠক

সেন্ট পিটার্সবার্গ (রাশিয়া), ১৯ মে :   
    বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড.শিরীন শারমিন চৌধুরী আজ সেন্ট পিটার্সবার্গের তাভরিস্কি (ঞধা ৎরপযবংশরু) প্যালেসে রাশিয়ান ফেডারেশনের ফেডারেল এসেম্বলির স্পিকার ও ইন্টার পার্লামেন্টারি এসেম্বলি অভ্ দি কমনওয়েলথ অভ্ ইন্ডিপেন্ডেন্ট স্টেট (ওচঅ ঈওঝ ) এর চেয়ারপার্সন ভ্যালেনটিনা ম্যাটভিয়েনকো (ঠধষবহঃরহধ গধঃারবহশড় ) এর সাথে বৈঠকে মিলিত হন।  
    স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঐতিহাসিক। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রাশিয়ার সহায়তার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে বিদ্যুৎ-জ¦ালানীসহ অন্যান্য ক্ষেত্রে রাশিয়ার আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে। এসকল অর্থনৈতিক অঞ্চলের গ্যাস ও বিদ্যুতের বর্ধিত চাহিদা পূরণে রাশিয়ার সহযোগিতা একান্ত প্রয়োজন।
    তিনি আরো বলেন, রাশিয়ার সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র বর্তমানে অনেক সম্প্রসারিত হয়েছে। তিনি বাংলাদেশের গ্যাস ক্ষেত্র আবিস্কার ও উত্তোলনে রাশিয়ার সহযোগিতা বৃদ্ধির আহবার জানান। একইসাথে তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য রাশিয়ার শিক্ষাবৃত্তির সংখ্যা বৃদ্ধিরও আহবান জানান। তিনি দু‘দেশের সংসদীয় কার্যক্রমকে গতিশীল করার জন্য সংসদীয় প্রতিনিধি বিনিময়ের উপরও গুরুত¦ারোপ করেন।
    রাশিয়ার স্পিকার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাশিয়া সফরের মাধ্যমে দু’দেশের আর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক অনেক বৃদ্ধি পেয়েছে। তিনি গত ডিসেম্বরে রাশিয়া ও বাংলাদেশের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন চুক্তির উল্লেখ করে বলেন, এর ফলে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের অগ্রগতি সাধিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বৈঠকে উপস্থিত ছিলেন।
#
মোতাহের/মাহমুদ/সেলিম/আব্বাস/২০১৬/১৭৪৪ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ১৬৭৬

শীঘ্রই সরকারি মাধ্যমিক স্কুলসমূহে ২ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে
                                  ----শিক্ষামন্ত্রী

ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে)  :   

    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের সরকারি মাধ্যমিক স্কুলসমূহে শীঘ্রই ২ হাজার ১২৫ জন সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে।

    শিক্ষামন্ত্রী আজ ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দেশের ৩৩৫টি সরকারি মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের দেশব্যাপী সম্মেলন ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

    শিক্ষামন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, সরকারি মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষকদের পদমর্যাদা বৃদ্ধির প্রেক্ষিতে নিয়োগবিধি সংশোধন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সংশোধিত নিয়োগবিধির অধীনে শীঘ্রই সরকারি মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষকের সকল শূন্যপদ পূরণ করা হবে।

    তিনি বলেন, সরকার শিক্ষকদের স্বার্থ ও মানমর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। শিক্ষকদের অসম্মান হয় এমন কোন কাজকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষকদের মানমর্যাদার প্রতি সবসময় অত্যন্ত সংবেদনশীল। বিগত সাড়ে ৭ বছরে সরকার তা প্রমাণ করেছে। কেন্দ্রীয়ভাবে এমপিও শিক্ষক নিয়োগের উদ্যোগ সমাজে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

    জনাব নাহিদ বলেন, সরকারের বিভিন্ন শিক্ষা সহায়ক কর্মসূচির ফলে শিক্ষাক্ষেত্রে সংখ্যাগত সাফল্য অর্জিত হলেও শিক্ষার মানের দিক থেকে আমাদের এখনো অনেক দূর যেতে হবে। শিক্ষা প্রসারের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে নিবেদিতপ্রাণে দায়িত্ব পালনের জন্য তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
 
    মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইনও বক্তৃতা করেন।

#
সাইফুল্লাহ/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৬/১৭৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ১৬৭৫

পর্যটন শিল্পখাত বিকাশে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে
                                              -- শিল্পমন্ত্রী

ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে) :
টেকসই পর্যটন শিল্পখাত গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার প্রণীত জাতীয় শিল্পনীতি-২০১৬তে এ শিল্পকে অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, বাংলাদেশে বিরাজমান পর্যটন শিল্পের অপার সম্ভাবনা কাজে লাগাতে সরকার এ শিল্পখাত বিকাশের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ শিল্পের জন্য জাতীয় বাজেটে আলাদা বরাদ্দ দেয়ার পাশাপাশি হোটেল-মোটেল, রিসোর্ট, ট্যুর এন্ড ট্রাভেলস্সহ পর্যটন শিল্পে ব্যবহৃত যন্ত্রপাতি ও উপকরণ আমদানির ক্ষেত্রে শুল্ক ছাড় দেয়া হচ্ছে।
    শিল্পমন্ত্রী আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ আন্তর্জাতিক পর্যটন মেলা-২০১৬’ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্ট (বিএফটিডি) এ মেলার আয়োজন করে।
    বিএফটিডি’র প্রেসিডেন্ট এ এস এম আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকার, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী, বিএফটিডি’র সাবেক প্রেসিডেন্ট হাকিম আলী, নির্বাহী পরিচালক রেজাউল ইকরামসহ বাংলাদেশে নিযুক্ত মিয়ানমার এবং শ্রীলংকার হাইকমিশনার বক্তব্য রাখেন।
    শিল্পমন্ত্রী বলেন, পর্যটন শিল্পের প্রসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালকে ‘পর্যটন বছর’ হিসেবে ঘোষণা করেছেন। বিশ্ববাসীর কাছে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরার প্রস্তুতি হিসেবে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের কাজ চলছে। কক্সবাজার থেকে টেকনাফের সাবরাং পর্যন্ত প্রায় ৫৬ কিলোমিটার মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ করা হচ্ছে। এ উদ্যোগ আগামী দিনে কক্সবাজারকে দক্ষিণ এশিয়ার জনপ্রিয় পর্যটন নগরিতে পরিণত করবে। তিনি সুন্দরবন, সিলেটসহ বিভিন্ন জেলার চা বাগানসহ প্রাকৃতিক সৌন্দর্যম-িত অন্যান্য পর্যটন স্পটের পরিচিতি বাড়াতে ব্যাপক প্রচারণা চালানোর পরামর্শ দেন।
    অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পর্যটন শিল্পের বিশাল সম্ভাবনা থাকলেও এখনও তা যথাযথভাবে কাজে লাগানো সম্ভব হয়নি। এ লক্ষ্যে সম্মিলিতভাবে উদ্যোগ নিলে প্রতিবেশী দেশগুলো লাভবান হবে। তারা পর্যটন শিল্পের সম্ভাবনা কাজে লাগাতে পারস্পরিক সফর বিনিময়, ভিসা প্রক্রিয়া সহজকরণ এবং সরাসরি বিমান ফ্লাইট চালুর পরিমাণ বাড়ানোর সুপারিশ করেন। তারা বিদেশি পর্যটক আকর্ষণের জন্য বাংলাদেশের সুন্দরবন, কক্সবাজার, জাতীয় সংসদ ভবনের মত স্পটকে পর্যটনের ‘আইকন’ হিসেবে উন্নত বিশ্বের ভ্রমণপ্রিয় মানুষের কাজে পরিচয় করিয়ে দেয়ার পরামর্শ দেন।
    তিন দিনব্যাপী আয়োজিত আন্তর্জাতিক এ পর্যটন মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, নেপাল, ভুটান, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, সিঙ্গাপুর, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রের ১শ’ ১০টি স্টলে প্রায় ৫শ’ পর্যটন শিল্প উদ্যোক্তা অংশ নিচ্ছেন।
#
জলিল/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৬/১৭৪০ঘণ্টা

Handout                                                                                                             Number : 1674

First visit of Jordanian Foreign Secretary in Bangladesh

Dhaka, May 19:

Secretary General of the Ministry of Foreign Affairs and Expatriate Affairs of the Hashemite Kingdom of Jordan, Mohammad Tayseer Bani Yaseen will pay an official visit to Bangladesh on 20-22 May 2016.

It may be noted that this will be the first ever official visit from Jordan side at the level of Foreign Secretary to Bangladesh. During the visit Jordanian Secretary General will be accompanied by the Director of Asia and Oceania Affairs of Jordanian Foreign Ministry.

During the visit, official talks is expected to be held between Bangladesh and Jordan where the whole gamut of bilateral relations will be discussed.  Jordanian Secretary General is also expected to pay courtesy calls on the State Minister for Foreign Affairs and Acting Foreign Secretary.

#

Kamruzzaman/Mobassera/Khadiza/Rezzakul/Asma/2016/1610 hours

 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১৬৭৩

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১৯ মে (৫ জ্যৈষ্ঠ) :  
    জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠক আজ কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
    রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক, মো. মোসলেম উদ্দীন, মুহাম্মদ মিজানুর রহমান, মো. সিরাজুল ইসলাম মোল্লা এবং ইয়াসিন আলী বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে রেলওয়ের জমিতে অব্যবহৃত সিএনজি স্টেশন ও চট্টগ্রামের মতিঝর্নার উদ্ধারকৃত জায়গার ব্যবহার, গাজীপুর জেলার ধীরাশ্রমে আইসিডি নির্মাণ প্রকল্প, রেলওয়ের জায়গার পিপিপি’র অধীন হাসপাতাল, হোটেল, শিক্ষাপ্রতিষ্ঠান, বাণিজ্যিক ভবন ও কন্টেনার ইয়ার্ড নির্মাণ অগ্রগতি ও রেলপথ মন্ত্রণালয়ের জমিতে যে সকল মার্কেট ঢাকা সিটি কর্পোরেশনকে ভাড়া বা চুক্তিতে দেয়া হ

Todays handout (8).doc Todays handout (8).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon