Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ August ২০২৪

তথ্যবিবরণী ২৮ আগস্ট ২০২৪

তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ৬২৪

 

উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে শেষ করার পরামর্শ তথ্য উপদেষ্টার

ঢাকা, ১৩ ভাদ্র (২৮ আগস্ট):

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।

আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির জুন ২০২৪ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ পরামর্শ দেন।

তথ্য উপদেষ্টা বলেন, সরকারের উন্নয়ন প্রকল্পগুলোতে দুর্নীতি এবং অনিয়ম হয় বলে জনমনে ধারণা রয়েছে। জনগণের এই ধারণা পোষণ করে কারণ উন্নয়ন প্রকল্পগুলো নিয়েই সবচেয়ে বেশি দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ আসে। এজন্য আরো নির্ধারিত সময়ে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করার পরামর্শ দেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আপনারা সকলেই সচেতন থাকবেন যাতে প্রকল্পের কাজে স্বচ্ছতা থাকে এবং কোনো অভিযোগ না আসে। বিভিন্ন সময়ে কিছু অপ্রয়োজনীয় প্রকল্পের কথা শোনা যায়, যেগুলো মূলত দুর্নীতি করার জন্যই নে‌ওয়া হয়। এ ধরনের কোনো প্রকল্প যেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে না নেওয়া হয়। তিনি আরো জানান, অনেকগুলো প্রকল্প নির্ধারিত সময়ে শেষ হয়নি। এর নানা কারণ থাকতে পারে কিন্তু এটা ভালো বার্তা দেয় না। সেজন্য গৃহীত প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে সর্বোচ্চ চেষ্টা করার অনুরোধ করেন উপদেষ্টা।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পূর্বের এবং চলমান প্রকল্প যেগুলো নিয়ে অভিযোগ এসেছে তা তদন্ত করার জন্য তথ্য সচিবকে আগেই বলেছেন বলে উপদেষ্টা জানান।

তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের ২০২৪-২৫ অর্থবছরে মোট বিনিয়োগ প্রকল্প রয়েছে ১৪টি এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতাভুক্ত চলমান প্রকল্প ১৩টি এবং একটি প্রকল্প অনুনোমোদিত তালিকা হতে নতুনভাবে অনুমোদিত হয়েছে। চলমান প্রকল্পগুলোর জন্য মোট বরাদ্দ ২৫৬ কোটি ৪৪ লাখ টাকা। এর বিপরীতে অবমুক্ত হয়েছে ২০ কোটি ১৯ লাখ ৫৯ হাজার টাকা। মোট বরাদ্দের তুলনায় ব্যয়ের হার শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ । জুন ২০২৪ পর্যন্ত অগ্রগতি ৭৮ দশমিক ২৬ শতাংশ।

অনুষ্ঠানে তথ্য সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এবং মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।

#

 

আশরোফা/রানা/সঞ্জীব/রফিকুল/রেজাউল/২০২৪/২১৫৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ৬২৩

বন্যাদুর্গত এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

বিতরণ করেছে দেড় লাখ লিটার নিরাপদ পানি

 

 ঢাকা, ১৩ ভাদ্র (২৮ আগস্ট):

বন্যাদুর্গত এলাকায় নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনস্থ সকল দপ্তর, সংস্থা এবং প্রতিষ্ঠান। সারা দেশে ৮টি (ফেনী ৫টি, মৌলভীবাজার ১টি, নোয়াখালী ১টি ও কুমিল্লা ১টি) মোবাইল ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) এখন পর্যন্ত ১ লাখ ৪৮ হাজার ৯০৯ লিটার নিরাপদ খাবার পানি বিতরণ করেছে।

আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, সারা দেশের সড়ক যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখা এবং ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের প্রচেষ্টা চালাচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। বন্যা উপদ্রুত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ২৮ আগষ্ট ২০২৪ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বন্যাদুর্গত ১১টি জেলায় স্থানীয় সরকার বিভাগ হতে বিতরণ করা হয়েছে ৩৭ লাখ ২ হাজার পানিশোধন ট্যাবলেট; ২৩ হাজার ৮৮৭টি জেরিকেন। এছাড়া ইউনিসেফের সহায়তায় বিতরণ করা হয়েছে ৪ হাজার ১২৬টি হাইজিন কিট ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) হতে পাওয়া তথ্য মতে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ হাজার ৪৩৮ কিলোমিটার রাস্তা এবং ১ হাজার ৯৫টি ব্রিজ ও কালভার্ট। এ পর্যন্ত এলজিইডি কর্তৃক মেরামত করা হয়েছে ৫১ কিমি রাস্তা এবং ৯৬টি ব্রিজ ও কালভার্ট।

স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে আজ বন্যা উপদ্রুত এলাকায় ৬৫ হাজার ২৫৩ জনকে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৩২৮ জন মানুষ এবং ১ লাখ ৩৩ হাজার ৭৫ জনকে আশ্রয়কেন্দ্রে খাবার বিতরণ করা হয়েছে।

হবিগঞ্জ, খাগড়াছড়ি, ফেনী, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় পরিস্থিতির উন্নতি হলেও বন্যা অবনতি হয়েছে কুমিল্লা ও নোয়াখালী জেলায়। সুনামগঞ্জ, লক্ষ্মীপুর, এবং মৌলভীবাজার জেলায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

#

পবন/রানা/ফেরদৌস/সঞ্জীব/শামীম/২০২৪/২০১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ৬২২

ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে কোনো আপস নয়

                                       --- বাণিজ্য উপদেষ্টা

ঢাকা, ১৩ ভাদ্র (২৮ আগস্ট):

          বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে কোনো আপস নয়। সাম্প্রতিক বন্যায় নিত্যপণ্যে সরবরাহে সাময়িক অসুবিধা হলেও এখন সে সমস্যা আর নেই।

          আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের সার্বিক দ্রব্যমূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে উপদেষ্টা গণমাধ্যমকর্মীদের এ কথা জানান।

          ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে কি বিষয়ে আলোচনা হয়েছে এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন,  পোর্টের কিছু সমস্যা সমাধানে ব্যবসায়ীরা সহযোগীতা চেয়েছে। এ ব্যাপারে ব্যবসায়িদের আশ্বাস্ত করা হয়েছে বলে তিনি জানান।

          ব্যাংকে এলসি খোলার বিষয়ে জটিলতা আছে কি না এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এলসি খোলা একদমই কমে যায়নি। কিছু ব্যাংকের সমস্যা আছে, বিদেশের ব্যাংকও যুক্ত আছে। এ সমস্যা সমাধানে কাজ করছে বাংলাদেশ ব্যাংক।

          ডলার সংকটে নিত্যপণ্য আমদানি যাতে ব্যাহত না হয় সে ব্যাপারে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিত্য প্রয়োজনীয় সার, কীটনাশক, জ¦ালানি কিংবা খাদ্য কিছুই আটকে থাকছে না।

          এসময় বাণিজ্য সচিব সেলিম উদ্দিন, খাদ্য সচিব মোঃ ইসমাইল হোসেন, কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া-সহ বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও শীর্ষ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

#

কামাল/রানা/ফেরদৌস/রফিকুল/জয়নুল/২০২৪/২০৩০ঘণ্টা 

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ৬২১  

স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনের সাক্ষাৎ

ঢাকা, ১৩ ভাদ্র (২৮ আগস্ট):

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর সাথে আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে অস্ট্রেলিয়ার হাইকমিশনার (ভারপ্রাপ্ত) নারদিয়া সিম্পসন সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে সন্ত্রাস দমন, মানব পাচার প্রতিরোধ, পুলিশ সংস্কার, বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসন-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে উপদেষ্টা বলেন, চলমান বন্যায় বাংলাদেশের ২২টি জেলায় কৃষিখাত ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি কৃষি পুনর্বাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন। হাইকমিশনার বলেন, বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের অংশীদার। বন্যা পুনর্বাসনে আমরা ব্র্যাককে প্রয়োজনীয় তহবিল দিয়েছি। আশা করছি তারা দ্রুত কাজ শুরু করবে।

হাইকমিশনার বলেন, আমরা মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। অস্ট্রেলিয়া কাউন্টার-টেররিজম, ট্রান্সন্যাশানাল ক্রাইম, মানব পাচার প্রতিরোধ ইত্যাদি বিষয়ে ভবিষ্যতে বাংলাদেশের সাথে আরো নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী। তিনি বলেন, পুলিশ সংস্কারের অংশ হিসেবে পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোগিতা দিতে আমরা প্রস্তুত। এছাড়া অস্ট্রেলিয়া সাইবার সিকিউরিটি, ইমিগ্রেশন সেক্টরে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও আনুষঙ্গিক সহায়তা দিতে রাজি আছে। অস্ট্রেলিয়া আশা করে, মানবাধিকার সুরক্ষায় বর্তমান সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। উপদেষ্টা এক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বৈঠকে ঢাকাস্থ অস্ট্রেলিয়ান দূতাবাসের প্রথম সচিব (রাজনৈতিক) আনা পিটারসন-সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#

 

ফয়সল/রানা/ফেরদৌস/রফিকুল/শামীম/২০২৪/২০০৫ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ৬২০

পরিবর্তনের প্রত্যাশাকে অনুধাবন করতে হবে

    -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা

ঢাকা, ১৩ ভাদ্র (২৮ আগস্ট):

পরিবর্তনের প্রত্যাশাকে অনুধাবন করার আহ্বান জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, রাজপথের ভাষা বুঝতে না পারলে সকলের কি পরিণত হবে তা বুঝতে হবে। বর্তমান সরকারের পেছনে দর্শনটা বুঝে সেভাবেই সকলের আচরণ করতে হবে।

আজ পেট্রোবাংলায় ড. হাবিবুর রহমান অডিটোরিয়ামে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও এর আওতাধীন দপ্তর/সংস্থা/কোম্পানির কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় উপদেষ্টা এ আহ্বান জানান।

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, মানুষ কেন রাস্তায় নেমে এসেছিল, কেন রক্ত দিয়েছিল তা বুঝতে হবে এবং অনুধাবন করতে হবে।

সচিবদের আওতাধীন কোনো কোম্পানির চেয়ারম্যান হিসেবে তাঁদের থাকা উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, এতে স্বার্থের ব্যাঘাত ঘটে। ভবিষ্যতে কোনো সচিব যাতে তাদের আওতাধীন কোনো কোম্পানির চেয়ারম্যান না হয় সেদিকে লক্ষ্য রাখার হবে। কোম্পানিগুলোতে ছাত্র প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

ইতিমধ্যে জ্বালানি খাতে যে অনিয়ম হয়েছে তার ক্ষেত্রে কি করা হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যেহেতু এ ব্যাপারে চুক্তি আইনের প্রশ্ন জড়িত তাই এ ব্যাপারে ব্যবস্থা নিতে কিছুটা সময় লাগবে। প্রয়োজনে সাবেক বিচারপতির সমন্বয়ে কমিটি করে বিদ্যমান চুক্তির শর্তগুলো পুর্নর্বিবেচনা করার পদক্ষেপ নেওয়া হবে।

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের ব্যাপারে অপর এক প্রশ্নের উত্তরে ফাওজুল কবির খান বলেন, বেআইনি সংযোগ বিচ্ছিন্নের বিষয়ে তথ্য নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।

মতবিনিময় সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোঃ নূরুল আলম, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, বিপিসি'র চেয়ারম্যান মোঃ আমিন উল আহসান এবং বিভিন্ন দপ্তর প্রধান-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#

শফি/রানা/ফেরদৌস/রফিকুল/শামীম/২০২৪/১৯৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৬১৯ 

দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান নৌপরিবহন উপদেষ্টার

ঢাকা, ১৩ ভাদ্র (২৮ আগস্ট): 

দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে সততা ও দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে। দুর্নীতি ও অনিয়মকে এড়িয়ে মন্ত্রণালয়কে এগিয়ে নিতে হবে। মন্ত্রণালয়ের যেকোনো সমস্যা সমাধানে তিনি সচেষ্ট থাকবেন বলে উল্লেখ করেন। 

আজ নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। 

এসময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব সুরাইয়া পারভীন শেলী ও দেলোয়ারা বেগম-সহ বিভিন্ন বন্দর কর্তৃপক্ষের প্রধান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

#

আসিফ/রানা/ফেরদৌস/সঞ্জীব/রফিকুল/রেজাউল/২০২৪/২০৪৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ৬১৮

ছাত্র-জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করতে

জামায়াত নিষিদ্ধের ইস্যুটিকে ব্যবহার করেছিল আওয়ামী লীগ

        -- ড. আসিফ নজরুল

ঢাকা, ১৩ ভাদ্র (২৮ আগস্ট):

আইন, প্রবাসী কলাণ ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামায়াতকে নিষিদ্ধ করে নাই। আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের অংশ হিসেবে, ছাত্র-জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটিকে এইভাবে ব্যবহার করেছিল।

আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, স্বরাষ্ট্র  মন্ত্রণালয় পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছে, তারা (আওয়ামী লীগ)   জামায়াত-বিএনপিকে সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন  হিসেবে  আখ্যায়িত করেছিল এবং ওই ন্যারেটিভের অংশ হিসেবে হঠাৎ করে জামায়াতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করেছিল। যে ন্যারেটিভ দিয়ে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল, তা সত্যি না। সেটা ছাত্র-জনতার বিপ্লব ছিল। ছাত্র-জনতার বিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করে একটি দলের ওপর চাপিয়ে দিয়ে তাকে নিষিদ্ধ করা, আমরা এই মিথ্যা ন্যারেটিভের অংশ  হতে পারি না।  আমরা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পরাজিত ও প্রত্যাখ্যাত একটি দলের অন্যায় ন্যারেটিভের অংশ হতে পারি না।

উপদেষ্টা বলেন, জামায়াতকে আওয়ামী লীগ একটি বিশেষ সময়ে, একটি বিশেষ উদ্দেশ্যে নিষিদ্ধ করেছিল। সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করেছিল জামায়াতে ইসলামী। এই আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জামায়াতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত এসেছে। এটি মূলত আইন মন্ত্রণালয়ের কাছে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। ভেটিং মানে টেকনিক্যালিটিস দেখা। অর্থাৎ নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে কাগজটি এসেছে, তাতে শব্দচয়ন ঠিক আছে কি না,  ভাষাচয়ন ঠিক আছে কি না, আইন অনুযায়ী হয়েছে কি না তা পরীক্ষা-নিরীক্ষা করা। আইন মন্ত্রণালয়ের এক্ষেত্রে কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়া বা না নেওয়ার কোনো অবকাশ নেই।

আসিফ নজরুল স্মরণ করিয়ে দেন, আমাদের সমাজের কিছু মহল থেকে বহু বছর যাবৎ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবি উঠতো। আওয়ামী লীগ একটানা ১৫ বছর ক্ষমতায় ছিল কিন্তু তারা জামায়াতকে নিষিদ্ধ করেনি। তারা এমন একটি বিশেষ মুহূর্তে এটা করেছে, যখন ছাত্র-জনতার বিপ্লব চলছিল, গণঅভ্যুত্থান চলছিল। তারা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করে, এই গণঅভ্যুত্থানকে নির্মমভাবে দমন করার চেষ্টায় রত ছিল। এর বহু প্রমাণ আছে।

#

রেজাউল/রানা/সঞ্জীব/রফিকুল/রেজাউল/২০২৪/২০৫০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৬১৭

প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ

উপদেষ্টার ৩ কোটি ৯৫ লাখ টাকার ত্রাণের চেক গ্ৰহণ

ঢাকা, ১৩ ভাদ্র (২৮ আগস্ট):

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক আজ ঢাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থার কাছ থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুকূলে ৩ কোটি ৯৫ লাখ ৮৩ হাজার ৩০ টাকা গ্ৰহণ করেছেন।

এ তহবিলে সিটি ব্যাংক ১ কোটি টাকা, সীমান্ত ব্যাংক ২০ লাখ টাকা, ইউসেফ বাংলাদেশ ১০ লাখ টাকা, বাংলাদেশ অর্থনৈতিক সমিতি ১ লাখ টাকা, এনসিসি ব্যাংক পিএলসি ২ কোটি টাকা, র‌্যাব ফোর্সেস ৫৮ লাখ ৯১ হাজার ৫০৩ টাকা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ২ লাখ ৮১ হাজার ৫০০ টাকা, সেন্টার ফর ডিজএবেলিটি ইন ডেভলপমেন্ট (সিডিডি) ১ লাখ ৮৩ হাজার ৭১০ টাকা এবং মিডিয়াসফট ডাটা সিস্টেম লিমিটেড ১লাখ ২৬ হাজার ৩১৭ টাকা প্রদান করেছে।

উপদেষ্টা বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

#

এনায়েত/রানা/ফেরদৌস/সঞ্জীব/শামীম/২০২৪/১৯৩০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৬১৬

ভূমি জরিপ কার্যক্রমে দীর্ঘসূত্রিতার কারণে জনগণ প্রকৃত সুফল পাচ্ছেন না

                                                                                     --- ভূমি উপদেষ্টা

ঢাকা, ১৩ ভাদ্র (২৮ আগস্ট):

          স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি উপদেষ্টা হাসান আরিফ বলেছেন, ভূমি জরিপ কার্যক্রমে দীর্ঘসূত্রিতার কারণে জনগণ প্রকৃত সুফল পাচ্ছে না। এজন্য জরিপ কার্যক্রমকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি জরিপ কার্যক্রমকে আরো ফলপ্রসূ করতে ভারত, থাইল্যান্ড, ইন্দোনেশিয়ার জরিপ প্রথার তুলনামূলক বিশ্লেষণের আলোকে ভূমি মন্ত্রণালয় ও আওতাধীন সংশ্লিষ্ট সংস্থাকে জরুরি ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।

          ভূমি উপদেষ্টা আজ ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় এবং আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্বাগত বক্তব্যে ভূমি সচিব মোঃ খলিলুর রহমান মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম তুলে ধরেন।

          হাসান আরিফ বিগত ২০০৮ সালের তুলনায় ২০২৪ সালে ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমে ইতিবাচক অগ্রগতি ও অর্জনের কথা তুলে ধরে বলেন, এ অর্জনকে ধরে রাখতে হলে ভূমি জরিপ ব্যবস্থা হয়রানিমুক্ত ও ভূমি বিষয়ক অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, স্বচ্ছ, টেকসই ভূমি ব্যবস্থাপনা ও ভূমির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিত করতে হবে। প্রতি বছর জাল দলিলের মাধ্যমে অর্থ ও সময়ের অপচয়ের পাশাপাশি আদালতে মামলা জট সৃষ্টি হয়। এ ব্যপারে তিনি সুষ্ঠু ভূমি জোনিং ও কঠোর আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

          ভূমি উপদেষ্টা বলেন, যে সব প্রভাবশালী ব্যক্তি অসৎ উপায়ে দেশের বিভিন্ন স্থানে অসংখ্য জমি-জমা কিনেছে, তার সঠিক তথ্য দ্রুত নির্ণয়ে সমন্বিত ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। এতে করে ভূমি বিষয়ক দুর্নীতি অনেকাংশে হ্রাস পাবে।

#

আহসান/রানা/ফেরদৌস/রফিকুল/জয়নুল/২০২৪/২০৪০ঘণ্টা 

 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ৬১৫

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

ঢাকা, ১৩ ভাদ্র (২৮ আগস্ট):

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর সঙ্গে আজ রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স Helen LaFave-এর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশের নিরাপত্তা ও কৃষি খাতে সহযোগিতা, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন-সহ নানাবিধ বিষয়ে আলোচনা হয়। 

বৈঠকে উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়নে অন্যতম অংশীদার। তারা বাংলাদেশের বিভিন্ন খাতে সহযোগিতা করে যাচ্ছে। প্রশিক্ষণ ও আনুষঙ্গিক সহায়তা-সহ চলমান পুলিশ সংস্কারেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসময় চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, আমেরিকান দূতাবাস-সহ দূতাবাস পাড়ার নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলোর ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে দীর্ঘমেয়াদি জনকল্যাণের অংশ হিসেবে পুলিশ-সহ গোয়েন্দা সংস্থাসমূহের সংস্কার জরুরি। 

চার্জ দ্য অ্যাফেয়ার্স আনসারের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, তারা তাদের চাকরি জাতীয়করণের জন্য আন্দোলন করছিল। বাংলাদেশের বিদ্যমান আর্থিক সক্ষমতায় যে দাবি মেনে নেয়া দুরূহ। তবে সমস্যার সমাধান হয়েছে। তিনি বলেন, ৩ বছর পরপর আনসাররা যে ৬ মাসের জন্য বিশ্রামে যেত, আমরা তা বাতিলের উদ্যোগ নিয়েছি। এর ফলে তাদের বিশ্রামে যাওয়ার প্রয়োজন হবে না এবং ঐ সময়েও তারা বেতন-ভাতাদি প্রাপ্য হবেন।

উপদেষ্টা চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য যুক্তরাষ্ট্র সরকারের আর্থিক সহযোগিতা কামনা করেন। তিনি এসময় কৃষি পুনর্বাসনের লক্ষ্যে বীজ, সার-সহ অন্যান্য কৃষি উপকরণের চাহিদার কথা জানান। চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, বাংলাদেশের ৯টি সরকারি দপ্তরের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। তারা এক্ষেত্রে উপকরণ সরবরাহ-সহ সর্বাত্মক সহযোগিতা করবে বলে তিনি জানান।

আমেরিকান দূতাবাসের নিরাপত্তার স্বার্থে রেডিও ফ্রিকোয়েন্সিতে প্রবেশগম্যতার বিষয়টি চার্জ দ্য অ্যাফেয়ার্স Helen LaFave উপদেষ্টার নিকট তুলে ধরেন। উপদেষ্টা বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিটিআরসি ও সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার সমন্বয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান। চার্জ দ্য অ্যাফেয়ার্স এসময় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের আসন্ন বাংলাদেশ সফরে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন। 

বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের USAID মিশন পরিচালক Reed Aeschliman, পলিটিক্যাল কাউন্সেলর Eric Geelan, কৃষি বিষয়ক অ্যাটাচে Sarah Gilleski, ডিফেন্স অ্যাটাচে Lieutenant Colonel Michael DeMichiei, ল' এনফোর্সমেন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাটাচে Michael Hintz-সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

#

ফয়সল/রানা/সঞ্জীব/রফিকুল/রেজাউল/২০২৪/২০২১ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ৬১৪

 

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন

 

ঢাকা, ১৩ ভাদ্র (২৮ আগস্ট):

          সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ দল। এ সাফল্যে বাংলাদেশ দলের খেলোয়াড়-সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

          বয়সভিত্তিক এই টুর্নামেন্টে অনূর্ধ্ব-২০ ক্যাটেগরিতে এই প্রথম শিরোপা হাতে তুলেছে বাংলাদেশ। নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে আজ ৪-১ গোলে জয়লাভ করেছে লাল-সবুজের দল।

          বাংলাদেশের এমন সাফল্যে সন্তোষ প্রকাশ করে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ক্রীড়াঙ্গনে সফলতা দেশকে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। দুর্নীতির থাবা থেকে মুক্ত হলে যে কোনো ক্ষেত্রেই সাফল্য আসবে আরো বড় পরিসরে। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় দেশের ফুটবলের জন্য ইতিবাচক। ভবিষ্যতে ক্রীড়াঙ্গনের সকল পর্যায়ে এ জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

#

নূর আলম/রানা/সঞ্জীব/জয়নুল/২০২৪/১৯৫০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৬১৩

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে ড. মোঃ মোখলেস উর রহমানের যোগদান

 

ঢাকা, ১৩ ভাদ্র (২৮ আগস্ট):

          আজ অপরাহ্নে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে যোগদান করেছেন ড. মোঃ মোখলেস উর রহমান।

          জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে ড. মোঃ মোখলেস উর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

           যোগদানের পর সিনিয়র সচিব কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করতে হবে। দেশকে এখন দেওয়ার সময়। ব্যক্তিগত দাবি আনার আগে আয়নায় নিজেকে দেখে আত্মসমালোচনা করবেন আমি কি চাচ্ছি। তিনি ষোল বছরের অপশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতা যে বিপ্লব করেছে সে মূল্যবোধকে ধারণ করে জনপ্রশাসনের সকলকে কাজ করার আহ্বান জানান।

          উল্লেখ্য, ড. মোঃ মোখলেস উর রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২’ব্যাচের কর্মকর্তা। তিনি একজন হার্ভার্ড গ্রাজুয়েট। চাকুরি জীবনে তিনি জেলা প্রশাসক মৌলভীবাজার, বিভাগীয় কমিশনার চট্টগ্রাম, দুর্নীতি দমন কমিশনের সচিব এবং সরকারি কর্মকমিশনের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

#

জাকির/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/১৯৪৫ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ৬১২

নদীসমূহের পানি সমতলে দ্রুত হ্রাস সহ-বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত

                  - দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

 

 ঢাকা, ১৩ ভাদ্র (২৮ আগস্ট):

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতি বর্ষণের কারণে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১ জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫৮ লাখ ২২ হাজার ৭৩৪ জন মানুষ। এছাড়া বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন ৩১ জন। দুই জন নিখোঁজ রয়েছেন। নদীসমূহের পানি সমতলে দ্রুত হ্রাস পাচ্ছে এবং বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে।

আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আলী রেজা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

অতিরিক্ত সচিব বলেন, ৩১ জন মৃত ব্যক্তির মধ্যে কুমিল্লায় ১২, ফেনীতে ২, চট্টগ্রামে ৫, নোয়াখালীতে ৬, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১, কক্সবাজারে ৩ জন এবং খাগড়াছড়িতে ১ জন মারা গেছেন। মৌলভীবাজারে ২ জন নিখোঁজ রয়েছে।

নতুন করে আর কোনো জেলা বন্যায় আক্রান্ত হয়নি উল্লেখ করে আলী রেজা আরো জানান, ভারী বর্ষণ কমেছে। বন্যা পরিস্থিতির ক্রমেই উন্নতি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পরিস্থিতির আরো উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, বন্যাদুর্গত ১১ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের লক্ষ্যে মোট ৪ কোটি ৫২ লাখ টাকা, ২০ হাজার ৬৫০ মে. টন চাল এবং ১৫ হাজার প্যাকেট শুকনা ও অন্যান্য খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও শিশুর খাদ্য কেনার জন্য ৩৫ লাখ এবং গো-খাদ্য কেনার জন্য ৩৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছ। এ পর্যন্ত ৪ হাজার ৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ৫ লাখ ৪০ হাজার ৫১০ জনকে আশ্রয় দেয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রে গবাদি পশুর সংখ্যা ৩৯ হাজার ৫৩১টি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ কর্তৃক সংগৃহীত ৮৮ হাজার ৫ শত প্যাকেট শুকনা খাবার, কাপড় ও পানি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে বন্যা কবলিত এলাকায় প্রেরণ করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ৬১৯টি মেডিকেল টিম কাজ করছে জানিয়ে তিনি বলেন, ফেনীতে স্বাস্থ্যসেবা দিতে ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। সেনাবাহিনী ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসকবৃন্দের সেবা প্রদানের পাশাপাশি স্থানীয় ক্লিনিক, হাসপাতাল ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোকে বন্যার্তদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসকগণকে নির্দেশ প্রদান করা হয়েছে বলে তিনি জানান।

বন্যা উপদ্রুত এলাকায় সরকারি বেসরকারি-সহ সকল পর্যায় থেকে ত্রাণ বিত

2024-08-28-16-42-fe14e040a27f4ddb2ad6a387fc07ff39.docx