Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd জুন ২০১৯

তথ্যবিবরণী - 2/6/2019

তথ্যবিবরণী                                                                               নম্বর : ২১৩৮
 
ভাষাসৈনিক, নাট্যকার ও অভিনেতা মমতাজ উদ্দীন আহমদের মৃত্যুতে মন্ত্রীদের শোক
                                                
ঢাকা, ১৯ জ্যৈষ্ঠ (২ জুন) :   
একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক, বরেণ্য নাট্যকার, অভিনেতা ও শিক্ষাবিদ অধ্যাপক মমতাজউদদীন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক, পররাষ্ট্র মন্ত্রী 
ড. এ কে আব্দুল মোমেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী 
মোঃ শাহাব উদ্দিন ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং  সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
আজ পৃথক পৃথক শোক বার্তায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
 
#
শাহেদ/ইসরাত/রাহাত/মোশারফ/আব্বাস/২০১৯/২০১০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                               নম্বর : ২১৩৭
 
ধনবাড়ীতে ভিজিএফের চাল বিতরণ করলেন কৃষিমন্ত্রী
                                           
টাঙ্গাইল, ১৯ জ্যৈষ্ঠ (২ জুন) :  
ঈদকে সামনে রেখে ধনবাড়ী উপজেলা চত্বরে দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করেছেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক।
 
মন্ত্রী আজ টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৬টি ইউনিয়নের দুস্থ পরিবারের মধ্যে ১৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করেন। ঈদ উপলক্ষে এই বিশেষ ভিজিএফ চাল বিতরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান মির ফরুক আহমেদ ফরিদ, পৌরসভার মেয়র মনজুরুল ইসলাম তপন ও ইউএনও আরিফা সিদ্দীকা এ সময় উপস্থিত ছিলেন।
 
পরে মন্ত্রী ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
 
#
গিয়াস/ইসরাত/রাহাত/মোশারফ/আব্বাস/২০১৯/২০০৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                               নম্বর : ২১৩৬
 
আগামী বাজেটে মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কল্যাণকর ঘোষণা আসছে 
                                                ---মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
 
ঢাকা, ১৯ জ্যৈষ্ঠ (২ জুন) :  
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে বহুবিধ কাজ করে যাচ্ছে। আগামী অর্থবছরের বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কল্যাণমূলক ঘোষণা আসছে। তিনি বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের জন্য কল্যাণকর সম্ভাব্য সবকিছু করবে। মন্ত্রী বলেন, বর্তমান প্রজন্ম যাতে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে এবং চেতনায় উদ্বুদ্ধ হয় সে লক্ষ্যে কাজ করছে সরকার।
আজ সচিবালয় লিংক রোডের সরকারি পরিবহন পুল ভবনে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের মাঝে ঈদের উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব একথা বলেন। 
মন্ত্রী বলেন, বর্তমান সরকার শুধু বীর মুক্তিযোদ্ধাদের জন্যই নয়, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সফলতার সাথে কাজ করে যাচ্ছে। অদূর ভবিষ্যতে উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছে যাবে বাংলাদেশ। বীর মুক্তিযোদ্ধাসহ সকল মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষ মানুষের জন্য। মানুষকেই মানুষের জন্য কাজ করতে হবে। 
ন্যাশনাল এফএফ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এস এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদের উপহার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির আহ্বায়ক রাশেদুল আলমসহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। 
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের নিকট ঈদের উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়।
#
দীপংকর/ইসরাত/রাহাত/মোশারফ/আব্বাস/২০১৯/১৭৩৪ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                               নম্বর : ২১৩৫
 
ঘরমুখো যাত্রীদের চাপ সামাল দেওয়ার সক্ষমতা নৌপরিবহন মন্ত্রণালয়ের রয়েছে
          ---নৌপরিবহন প্রতিমন্ত্রী
 
 
শিমুলিয়াঘাট (মুন্সিগঞ্জ), ১৯ জ্যৈষ্ঠ (২ জুন) :  
 নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, শুধু নৌ যোগাযোগ নয়; সড়ক, রেল ও আকাশ পথে যোগাযোগ মসৃণ করতে সরকার সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে। এর ফলাফল জনগণ ভোগ করছে। আনন্দঘন পরিবেশে যাত্রীরা নিজ নিজ এলাকায় যেতে পারছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায় দেশের জনগণ সুবিধা পাচ্ছে। যোগাযোগ ব্যবস্থাসহ সকল ক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে। আগামীতে আরো বেশি সুবিধা পাওয়া যাবে। ঈদ ব্যবস্থাপনা কার্যক্রম সন্তোষজনক। সরকার বাংলার মানুষকে আনন্দের ঈদ উপহার দিতে চায়।
 
প্রতিমন্ত্রী আজ মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট ও ঈদ ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন। 
 
এ সময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব উল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।
 
প্রায় দু’মাস আগে ঈদ ব্যবস্থাপনা বিষয়ক বৈঠক করে নৌপরিবহন মন্ত্রণালয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান প্রতিমন্ত্রী। যাত্রী হয়রানি বন্ধ এবং পারাপার নির্বিঘœ করতে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামীকাল থেকে ঘরমুখো যাত্রীদের চাপ বাড়লেও তা সামাল দেওয়ার সক্ষমতা নৌপরিবহন মন্ত্রণালয়ের রয়েছে। উল্লেখ্য, শিমুলিয়া ঘাটে যানবাহন ও যাত্রী পারাপারে ছোট-বড় ১৮টি ফেরি সচল রয়েছে। এছাড়া লঞ্চ ও স্পিডবোটে যাত্রী পারাপারেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দুপুরে তিনি ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল ও ঈদ ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন।
 
#
জাহাঙ্গীর/ইসরাত/রাহাত/মোশারফ/আব্বাস/২০১৯/১৬৫৮ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                          নম্বর :২১৩৪ 
 
শাস্তিপ্রাপ্ত অপরাধীর বিষয়ে সিদ্ধান্ত দিতে পারেন আদালত
                    ---তথ্যমন্ত্রী
 
ঢাকা, ১৯ জ্যৈষ্ঠ (২ জুন) : 
 
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহ্মুদ বলেছেন, ঈদের আগে বা পরে কখনোই আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তি সম্ভব না, শাস্তিপ্রাপ্ত অপরাধীর বিষয়ে আদালতই সিদ্ধান্ত দেবে, সরকারের কিছু করার নেই।
আজ রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে প্রচার উপকমিটির সভার প্রাক্কালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
শাস্তিপ্রাপ্ত কোনো অপরাধীকে মুক্তি দেওয়ার বিষয়ে সরকারের কিছু করার নেই, আদালতই সিদ্ধান্ত দেবে বলে জানান মন্ত্রী। তাই বেগম জিয়ার মুক্তি আন্দোলনের মাধ্যমে সম্ভব না।
এ কে খন্দকার তার লেখা গ্রন্থে ভুলের জন্য জাতি ও জাতির পিতা বঙ্গবন্ধুর আত্মার কাছে ক্ষমা চেয়েছেন, তার এ বোধোদয়ের জন্য ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী। এ কে খন্দকার তার এ ভুলের জন্য যাদের দায়ী করেছেন সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তার অভিযোগ গুরুতর। তিনি আদালতে উত্থাপনের মাধ্যমেই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। 
প্রধানমন্ত্রী বিদেশ সফরে থাকলেও নিয়মিত দেশের সাথে যোগাযোগ রাখছেন উল্লেখ করে ড. হাছান বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে জাপান ও ওআইসি সম্মেলনে যোগদান করতে দেশের বাইরে থাকলেও নিয়মিত মন্ত্রিসভা সদস্য ও সরকারি কর্মকর্তাদের সাথে যোগাযোগের মাধ্যমে দেশের সকল খবরাদি রাখছেন ও প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।
পণ্যের যথেষ্ট মজুদ ও ব্যবসায়ীদের সাথে আলাপের মাধ্যমে এবার রমজানে পণ্যমূল্য বৃদ্ধি না পাওয়া, খাদ্যে ভেজালরোধ এবং ঈদযাত্রা নির্বিঘœ করতে সরকারের সক্ষমতা প্রশংসাযোগ্য বর্ণনা করে 
ড. হাছান মাহ্মুদ বলেন, গত ১০ বছরে যোগাযোগ ক্ষেত্রে বিপুল উন্নয়ন করেছে সরকার। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীত করায় এবার ঈদে মানুষ স্বস্তিতে বাড়ি যেতে পারছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকল গণমাধ্যমকর্মীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানান তথ্যমন্ত্রী।
 
#
আকরাম/ইসরাত/রাহাত/মোশারফ/আব্বাস/২০১৯/১৬৫৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                               নম্বর : ২১৩৩ 
 
ঈদে স্বাচ্ছন্দ্য যাতায়াতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে
                              ---মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
 
ঢাকা, ১৯ জ্যৈষ্ঠ (২ জুন) : 
 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্ঝঞ্ঝাট করতে সরকার সকল ব্যবস্থা গ্রহণ করেছে। যাত্রাপথে ছিনতাই, চাঁদাবাজিসহ অন্যান্য বেআইনি কার্যক্রম কঠোরভাবে দমন করার জন্য আইন প্রয়োগকারী সংস্থাসমূহকেও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে । 
 
আজ ঈদ ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণের অংশ হিসেবে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। 
 
মন্ত্রী বলেন, নৌদুর্ঘটনা রোধে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ডুবুরি, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সকল বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। টার্মিনাল পরিদর্শন শেষে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় তিনি ঝুঁকিপূর্ণভাবে লঞ্চ না চালাতে লঞ্চ মালিকদের প্রতি আহ্বান জানান। অধিক লাভের আশায় সাধারণ যাত্রীদের জীবন ঝুঁকিপূর্ণ না করার অনুরোধ করেন। 
 
এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করা অসম্ভব হলেও মোকাবিলা করার যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে। অতিরিক্ত যাত্রী বোঝাই লঞ্চ না ছাড়তে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।  
 
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে নৌপরিবহন সচিব ও বিআইডব্লিউটিএ এবং সদরঘাট লঞ্চ টার্মিনালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 
এর পূর্বে আজ মন্ত্রী কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। কিশোরগঞ্জগামী সকল শ্রেণির যাত্রীর সাথে কথা বলেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শন পরবর্তী সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার রেল ব্যবস্থার উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। নতুন রেললাইন নির্মাণ, রেলের বগি এবং ইঞ্জিন সংগ্রহের লক্ষ্যে পর্যাপ্ত বরাদ্দ দিয়েছে। উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী জানান, ৫৫টি ট্রেনের মধ্যে শুধু দূরপাল্লার তিনটি ট্রেন বিলম্বে আসা-যাওয়া করছে। আগামী দুই দিনের মধ্যে এই বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন । 
 
#
দীপংকর/ইসরাত/রাহাত/মোশারফ/আব্বাস/২০১৯/১৬৪৯ ঘণ্টা
Todays handout (6).docx Todays handout (6).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon