Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ জানুয়ারি ২০১৬

তথ্যবিবরণী ২৫/১/২০১৬


তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৭৭

বাজার তদারকি  
৩০ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা

ঢাকা, ১২ মাঘ (২৫ জানুয়ারি) :
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় আজ ঢাকা, খুলনা, ফরিদপুর, নওগাঁ, রংপুর ও ভোলায় বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৩০টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা করা হয়।
    মহানগরীর বনানী এলাকায় জাতীয় ভোক্তা অভিযোগ কেন্দ্রে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে সাকিবস অল রাউন্ডার ডাইনিংকে ১০ হাজার টাকা, চষধঃঃবৎ কে ১৫ হাজার টাকা অনংড়ষঁঃব ঞযধর কে ১০ হাজার টাকা জরিমানা এবং অভিযোগকারীদেরকে জরিমানার শতকরা ২৫ ভাগ হিসেবে ৮ হাজার ৭৫০ টাকা তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়। মহানগরীর বনানী এলাকায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে পেইনগুঈনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অভিযোগ কেন্দ্রে প্রাপ্ত অভিযোগ শুনানির মাধ্যমে জিংজিয়ান রেস্টুুরেন্টকে ৫ হাজার টাকা, কাবাব ফ্যাক্টরিকে ২ হাজারা টাকা, বিক্রমপুর ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা, নবাবী ভোজনকে ২ হাজার টাকা ও শর্মা হাউজকে ৪ হাজার টাকা জরিমানা এবং অভিযোগকারীদেরকে জরিমানার ২৫ হিসাবে ৩ হাজার ৭৫০ টাকা তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়।
    অপরদিকে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মূল্যেরতালিকা প্রদর্শন না করা, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে খুলনার রূপসা উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার ৫শ’ টাকা, নওগাঁ সদর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা, ফরিদপুরের সদরপুর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার ৫শ’ টাকা, ভোলা সদর উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা এবং রংপুর সদর উপজেলায় ৮টি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট জেলা প্রশাসন, মহানগর ও জেলা পুলিশ, উপজেলা মৎস্য কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তর, শিল্প ও বনিক সমিতি, বাজার কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর ও ক্যাব এসব তদারকি কার্যে সহায়তা করে। তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।
#

আফরোজা/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৬/১৯৫৫ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৭৬

ধামরাইয়ে হস্ত ও কারুশিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে
                                                            -- শিল্পমন্ত্রী
ঢাকা, ১২ মাঘ (২৫ জানুয়ারি) :
হস্ত ও কারুশিল্পীদের জন্য একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের লক্ষ্যে ধামরাই বিসিক শিল্পনগরিতে জায়গা বরাদ্দ দেয়ার ঘোষণা দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, এ জন্য ঢাকা জেলার ধামরাইয়ে দশ কাঠা জায়গায় একটি আধুনিক ইনস্টিটিউট গড়ে তোলা হবে। এ ইনস্টিটিউটে প্রশিক্ষণের পাশাপাশি হস্ত ও কারুশিল্প পণ্য বৈচিত্রকরণ ও গুণগত মানোন্নয়নের ওপর গবেষণার সুযোগ থাকবে।
আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘হস্ত ও কারুশিল্প নীতিমালা-২০১৫ এর বাস্তবায়ন কৌশল নির্ধারণ’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ ঘোষণা দেন। বাংলাদেশ হস্তশিল্প        প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বাংলাক্রফ্ট) এ অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাক্রফ্ট এর প্রেসিডেন্ট আশরাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘হস্ত ও কারুশিল্প নীতিমালা-২০১৫’ এর বিভিন্ন দিক তুলে ধরেন সংগঠনের সাবেক সভাপতি মালেকা খান। এতে অন্যদের মধ্যে বিসিকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরুল ইসলাম, নাসিবের প্রেসিডেন্ট মির্জা নুরুল গণি শোভন, বাংলাক্রফ্ট এর সাবেক চেয়ারম্যান এস ইউ হায়দার বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে প্রায় ৫০ লাখ হস্ত ও কারুশিল্পী বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করছে। গ্রামভিত্তিক অর্থনীতি জোরদারে এ শিল্পীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তারা হস্ত ও কারুশিল্প পণ্য রপ্তানির ক্ষেত্রে শতকরা ২০ ভাগ নগদ প্রণোদনা প্রদানের দাবি জানান। একই সাথে তারা এ শিল্পখাতের উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ চালুর তাগিদ দেন। তারা হস্ত ও কারুশিল্প নীতিমালা-২০১৫ এর আলোকে দ্রুত এ শিল্পের ম্যাপিং তৈরি, উদ্যোক্তাদের নৈপূণ্য বিকাশে প্রশিক্ষণ এবং পৃথক কারুপল্লি গড়ে তুলতে শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
শিল্পমন্ত্রী বলেন, শিল্প সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য অর্জনে বর্তমান সরকার হস্ত ও কারুশিল্পখাতের উদ্যোক্তাদের সম্ভব সবধরনের নীতি সহায়তা দেবে। এ শিল্পখাতের উদ্যোক্তাদেরকে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে ঋণ সহায়তা দেয়া হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক থেকে বিশেষ ঋণ সুবিধা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে। তিনি বিশ্ব বাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশি হস্ত ও কারুশিল্প পণ্যে গুণগত মানোন্নয়নের পরামর্শ দেন। এর পাশাপাশি তিনি উৎপাদিত পণ্যমূল্য সাশ্রয়ী করতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।
#

জলিল/আফরাজ/জসীম/জয়নুল/২০১৬/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৭৫

দক্ষ জনসম্পদ গড়া ও সমাজসেবায় এগিয়ে
আসতে প্রবাসীদের প্রতি তথ্যমন্ত্রীর আহ্বান

ঢাকা, ১২ মাঘ (২৫ জানুয়ারি) :    

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দেশের মানুষকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনসম্পদে পরিণত করা ও সমাজসেবামূলক কাজে এগিয়ে আসতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

    মন্ত্রী আজ ঢাকায় ধানমন্ডির ইএমকে সেন্টারে বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ইউএসএ’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

    মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি কৃষক, পোশাকশ্রমিক ও প্রবাসী-এই তিন মূলস্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। এই তিন ক্ষেত্রের উন্নয়নের মধ্যেই দেশের বৈষম্যহীন সমৃদ্ধি নিহিত।

    তথ্যমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের ‘স্বর্ণপ্রবাসী’ হিসেবে অভিহিত করে বলেন, তারা কষ্টার্জিত অর্থ দেশে পাঠান, আমাদের উচিত দেশে থাকা তাদের পরিবারের প্রতি খেয়াল রাখা। কারণ তাদের পাঠানো অর্থ দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে ভূমিকা রাখে।

    অনুষ্ঠানে ফাউন্ডেশনের উদ্বোধন ঘোষণা করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট পীরজাদা নুরুল আবেদীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন শুভেচ্ছা বক্তব্য রাখেন।

    যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিবন্ধিত বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ইউএসএ স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ে দেশের জনগণের সাথে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মেলবন্ধন গড়ে তোলার লক্ষ্যে যাত্রা শুরু করেছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

#
আকরাম/আফরাজ/মিজান/জসীম/আব্বাস/২০১৬/১৯০২ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৭৪

যুবশক্তিকে যথাযথ ব্যবহারের জন্য কারিগরি শিক্ষার ওপর জোর দেয়া হচ্ছে
                                                                     -- শিক্ষামন্ত্রী

ঢাকা, ১২ মাঘ (২৫ জানুয়ারি) :
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, যুগোপযোগী শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে সম্পদে পরিণত করার মধ্যেই দেশের অগ্রগতি নিহিত। দেশের উন্নয়নে যুবশক্তিকে যথাযথ ব্যবহারের জন্য সরকার কারিগরি শিক্ষার ওপর জোর দিচ্ছে।
    মন্ত্রী আজ ঢাকার ফার্মগেটের খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে জাতীয় যুব অধিকার এসেম্বলির সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
    নতুন যুব সংগঠন জাতীয় যুব এসেম্বলির উদ্বোধন উপলক্ষে দুই দিনব্যাপী এ যুব সমাবেশের আয়োজন করা হয়।
    জাতীয় যুব এসেম্বলির প্রধান উপদেষ্টা ড. কাজী খলীকুজ্জামান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক ড.বিনায়ক সেন।
    জনাব নাহিদ বলেন, বাংলাদেশকে উন্নত বিশে^র কাতারে নিয়ে যেতে হলে অর্ধেকের বেশি শিক্ষার্থীকে কারিগরি শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার সেলক্ষ্যে কাজ করে যাচ্ছে। ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দায়িত্ব গ্রহণের সময় দেশের মোট শিক্ষার্থীর শতকরা এক ভাগের কম কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতো। বর্তমানে শতকরা ১০ ভাগের বেশি শিক্ষার্থী বিভিন্ন কারিগরি বিষয়ে অধ্যয়ন করছে। দেশের বিশাল যুবশক্তি বিশ^মানের প্রযুক্তি রপ্ত করে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠলে দেশ উন্নত হবে বলে তিনি উল্লেখ করেন।
#
সাইফুল্লাহ/আফরাজ/মিজান/রফিকুল/জয়নুল/২০১৬/১৮৪০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৭৩

বস্ত্র ও পাট মন্ত্রীর সাথে নেপালের ব্যবসায়ী প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ১২ মাঘ (২৫ জানুয়ারি) :   

    বস্ত্র ও পাট মন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিকের সাথে আজ সচিবালয়ে তার অফিস কক্ষে নেপালের ব্যবসায়ী প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, বিজেএমসি চেয়ারম্যান মেজর জেনারেল হুমায়ূন খালেদ, পাট অধিদপ্তরের মহাপরিচালক মোয়াজ্জেম হোসেন এবং বিটিএমসি’র চেয়ারম্যান বায়জিত সারোয়ার উপস্থিত ছিলেন।

    নেপাল প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নেপালের  চার্জ দ্য অ্যাফেয়ার সুশীল কুমার লম্সাল (ঝঁংযরষ খধসংধষ), জুট এসোসিয়েশনের প্রেসিডেন্ট রাজ কুমার গোলছা (জধল শঁসধৎ এড়ষপযযধ),  গড়ৎধহম ঈযধসনবৎ ড়ভ ওহফঁংঃৎরবং এর ঋরৎংঃ ারপব চৎবংরফবহঃ মুকেশ উপ্যাধ্যায়া (গঁশবংয টঢ়ধফযধুধুধ), ঠরপব চৎবংরফবহঃ ড়ভ গড়ৎধহম গবৎপযধহঃ অংংড়পরধঃরড়হ -এর রমেশ রাঠি (জধসবংয জধঃযর) এবং নেপাল দূতাবাসের ২য় সচিব উরষর চৎধংধফ অপযধৎুধ.      

    সাক্ষাৎকালে তাঁরা দু’দেশের বস্ত্র ও পাট শিল্পের দ্বিপাক্ষিক বাণিজ্য ও এর অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
 
    পাটমন্ত্রী জানান, বাংলাদেশে সরকার পাটশিল্পের উন্নয়নে জোরদার পদক্ষেপ নিয়েছে। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন- ২০১০ বাস্তবায়ন শুরু হয়েছে । ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি এ ছয়টি পণ্য যেকোনো পরিমাণ সংরক্ষণ ও পরিবহণে বাধ্যতামূলক পাটের বস্তা ব্যবহারের নির্দেশনা জারি করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

    নেপালের চার্জ দ্য অ্যাফেয়ার বলেন, বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বের সম্পর্ক ঐতিহাসিক। নেপাল আন্তরিকভাবে বিশ্বাস করে  বাংলাদেশ তাদের বন্ধুপ্রতিম দেশ।  দু’দেশের নিয়মিত বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে এ সম্পর্ক আরো জোরদার হচ্ছে। সেজন্য তাঁরা বস্ত্র ও পাটখাতে বাংলাদেশের সাথে ব্যবসায়বাণিজ্য সম্প্রসারণ ঘটাতে চায় ।

    
#
সৈকত/আফরাজ/রফিকুল/আব্বাস/২০১৬/১৯১৫ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৭২

জাতীয় মনিটরিং কমিটির সভায় শিক্ষামন্ত্রী
পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ

ঢাকা, ১২ মাঘ (২৫ জানুয়ারি) :
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পাবলিক পরীক্ষার সময় প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
    মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০১৬ সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আয়োজিত জাতীয় মনিটরিং কমিটির সভায় সভাপতিত্বকালে এ নির্দেশ দেন।
    জনাব নাহিদ বলেন একটি স্বার্থান্বেষী মহল সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করতে পাবলিক পরীক্ষার সময় প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ায়। এ ধরণের দুষ্টচক্র নিজেদের বানানো প্রশ্নপত্র ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করে, তাদের মনোবল নষ্ট করে দিয়ে পরীক্ষা প্রস্তুতিতে ব্যাঘাত ঘটায়। এসব অশুভ চক্রের পরীক্ষার পরিবেশ ব্যাঘাতকারী প্রচারণায় বিভ্রান্ত না হতে শিক্ষামন্ত্রী পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
    মন্ত্রী একইসাথে কোচিং সেন্টারসহ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা চালাতে পারে এমন সব চক্রকে কঠোর নজরদারিতে রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্দেশনা প্রদান করেন।
    শিক্ষা সচিবের দায়িত্ব পালনরত অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও যুগ্মসচিববৃন্দ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানগণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবর্গ সভায় অংশগ্রহণ করেন।
    সভায় জানানো হয়, বিভিন্ন শিক্ষাবোর্ডের অধীনে ১ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় ৩ হাজার ২০৩টি কেন্দ্রে ১৬ লাখ ৬৯ হাজার ৩১৭ জন পরীক্ষার্থী অংশ নেবে।
    উল্লেখ্য, প্রত্যেকটি বিষয়ে পরীক্ষায় পরীক্ষার দিন প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মাঝে ১০ মিনিট সময়ের ব্যবধান থাকবে।
#
সাইফুল্লাহ/আফরাজ/মিজান/রফিকুল/জয়নুল/২০১৬/১৮১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ২৭১

জাতীয় বিশ্ববিদ্যালয়
প্রথম বর্ষ স্নাতক (সম্মান) এ ভর্তি নিশ্চায়নের সময় বৃদ্ধি

ঢাকা, ১২ মাঘ (২৫ জানুয়ারি) :   
 
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপের মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজ কর্তৃক ভর্তি নিশ্চায়নের সময় ২৬ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।  

    ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং ওয়েবসাইটে জানা যাবে।

#
ফয়জুল/আফরাজ/জসীম/আব্বাস/২০১৬/১৭২৮ ঘণ্টা  

 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৭০

ভূমিকম্প মোকাবিলায় উদ্ধার-যন্ত্রপাতির বিষয়ে তুরস্কের সহযোগিতা কামনা

ঢাকা, ১২ মাঘ (২৫ জানুয়ারি) :

    ভূমিকম্প মোকাবিলায় পরস্পরের অভিজ্ঞতা বিনিময় এবং উদ্ধার-যন্ত্রপাতির সরবরাহের বিষয়ে তুরস্কের কাছে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
    আজ সচিবালয়ের বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদুত ডেবরিম অস্টার্ক (উবনৎরস ঙুঃঁৎশ) দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম, এমপির সাথে সাক্ষাৎ করতে এলে এ সহযোগিতা চাওয়া হয়। মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামাল এসময় উপস্থিত ছিলেন।
    মন্ত্রী দুর্যোগব্যবস্থাপনায় বাংলাদেশের পলিসি সাপোর্ট ও সরকারের গৃহীত পদক্ষেপসম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি জানান, বাংলাদেশ ৩০ হাজার নাগরিককে স্বেচ্ছাসেবক ও ৫০ হাজার গ্রামীণ স্বেচ্ছাসেবক তৈরি করেছে। এদের আধুনিক প্রশিক্ষণে মন্ত্রী তুরস্কের অভিজ্ঞতা ও সহযোগিতা কামনা করেন। তিনি বাংলাদেশের শহুরে অবকাঠামোর টেকসইঅবস্থা এবং ভূমিকম্পে এসব রক্ষার বিষয়ে বাংলাদেশের অগ্রাধিকারের কথা উল্লেখ করেন।
    তিনি বলেন, ভূমিকম্পপরবর্তী উদ্ধারতৎপরতায় আরও সক্ষমতা অর্জনের চেষ্টা করছে বাংলাদেশ। এজন্য বাংলাদেশ প্রয়োজনীয় ভারীযন্ত্রপাতি সংগ্রহ করবে। তুরস্ক এবিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশের নির্মিতব্য ন্যাশনাল ইমারজেন্সি অপারেশন সেন্টারনির্মাণে তুরস্কের অভিজ্ঞতা বিনিময়েও তিনি তার অভিপ্রায় ব্যক্ত করেন।
    রাষ্ট্রদূত এসময় তুরস্কে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান সামিট ২০১৬তে মন্ত্রীকে আমন্ত্রণ জানান।
#

ওমর ফারুক/আলম/খাদীজা/আসমা/২০১৬/১৫৪৫ ঘণ্টা
 

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৬৯

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ১২ মাঘ (২৫ জানুয়ারি) :  


    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :  
    “বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি শুল্কবিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী, সেবাগ্রহীতাসহ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
    সরকারের ন্যায়সঙ্গত রাজস্ব আহরণ, দেশীয় শিল্পের সুরক্ষা নিশ্চিত করা, আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অংশগ্রহণ, বিশ্বব্যাপী বাংলাদেশি পণ্যের প্রসার, বৈদেশিক বিনিয়োগবৃদ্ধিসহ অর্থনৈতিক প্রবৃদ্ধিঅর্জনের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন আমদানি-রপ্তানি কার্যক্রমের কোন বিকল্প নেই। এ কার্যক্রমের মূল সীমান্তপ্রহরী কাস্টমস বিভাগ। আমদানি ও রপ্তানিকার্যক্রমকে সহজ, স্বচ্ছ ও গতিশীল করার জন্য বাংলাদেশ কাস্টমস-এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থা এবং ব্যবসায়ীসম্প্রদায়ের সুসংহত যোগাযোগস্থাপন অপরিহার্য। তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমেই তা সহজে অর্জন করা সম্ভব।  এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক কাস্টমস দিবসের এবারের প্রতিপাদ্য ঃ 'উরমরঃধষ ঈঁংঃড়সং: চৎড়মৎবংংরাব ঊহমধমবসবহঃ' অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।
    বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে সরকার দেশের শুল্কআদায় কার্যক্রমকে আধুনিক ও গতিশীল করতে বিভিন্নমুখী কর্মসূচি বাস্তবায়ন করেছে। কাস্টমস ব্যবস্থাপনায় এ্যাসাইকুডা ওয়ার্ল্ডসহ অন্যান্য অটোমেশন ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে। এই নেটওয়ার্কে ক্রমান্বয়ে অন্যান্য স্টেকহোল্ডারদের সম্পৃক্ত করে  দেশের সামগ্রিক কাস্টমস ব্যবস্থাপনাকে একটি কেন্দ্র হতে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনার কার্যক্রম চলমান রয়েছে। আমরা রাজস্বপ্রশাসনে ব্যাপক জনবল নিয়োগ দিয়েছি। শুল্কভবনগুলো আধুনিক তথ্যপ্রযুক্তির আওতায় আনা হয়েছে। আমাদের সময়োচিত পদক্ষেপের ফলে অভ্যন্তরীণ রাজস্বসংগ্রহ বেড়েছে। আমদানি-রপ্তানিবাণিজ্যে অসাধুতৎপরতা বন্ধ হয়েছে। বিশ্বব্যাপী পণ্যচলাচল ও সরবরাহব্যবস্থা সহজ হয়েছে।
    আমি আশা করি, জাতীয় রাজস্ব বোর্ড দেশের আমদানি-রপ্তানিবাণিজ্যের কাস্টমস আনুষ্ঠানিকতায় ডিজিটাল পদ্ধতি ও আন্তর্জাতিক রীতিনীতির সর্বোচ্চ বাস্তবায়নে আরও তৎপর হবে। রাজস্বআদায়ে গতিশীলতাবৃদ্ধি, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে রাজস্ব বোর্ড এখাতে সরকারের রূপকল্প-২০২১ ও রূপকল্প-২০৪১ বাস্তবায়নে নিবেদিত হবে।
    আমি ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০১৬’ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#

নুরএলাহি/আলম/খাদীজা/আসমা/২০১৬/১১৪৫ ঘণ্টা  

 
 

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৬৮
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী    

ঢাকা, ১২ মাঘ (২৫ জানুয়ারি) :  

    রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
    “বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১৬ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এবছর দিবসটির প্রতিপাদ্য 'উরমরঃধষ ঈঁংঃড়সং: চৎড়মৎবংংরাব ঊহমধমবসবহঃ' বাংলাদেশের প্রেক্ষাপটে সময়োপযোগী বলে আমি মনে করি।
    ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ বাংলাদেশ সরকারের অগ্রাধিকারমূলক উন্নয়ন কৌশল। এ লক্ষ্যে সরকার তথ্যপ্রযুক্তির ব্যাপকভিত্তিক ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করছে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সরকারের সামগ্রিক কর্মকা-ের ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন-আনয়নসহ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সর্বোপরি আমদানি-রপ্তানিবাণিজ্যের সাথে সংশ্লিষ্ট কাস্টমস বিধি-বিধান ও আনুষ্ঠানিকতা  সহজিকরণের লক্ষ্যে বাংলাদেশ কাস্টমস বিভাগ নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমদানিপণ্যের সাথে সংশ্লিষ্ট জনস্বাস্থ্যের ঝুঁকিপরিহার এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার মাধ্যমে জাতীয় নিরাপত্তা সুসংহত করার ক্ষেত্রেও বাংলাদেশ কাস্টমস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জনগুরুত্বপূর্ণ এসব কর্মকা- সমন্বিতভাবে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের সহায়তায় দক্ষতার সাথে কমখরচে ও স্বল্পসময়ে সফলভাবে সম্পাদনের জন্য উরমরঃধষ ঈঁংঃড়সং এর বিকল্প নেই।     
    বিশ্ব কাস্টমস সংস্থার সদস্য হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড দেশে ডিজিটাল-কাস্টমসের পরিবেশতৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমদানি ও রপ্তানিকার্যক্রম দ্রুত অনলাইনে ঘোষণা প্রদান ও শুল্কায়নের সুবিধার্থে আধুনিক ওয়েবভিত্তিক এ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম চালু করা হয়েছে। এ সিস্টেমের পূর্ণাঙ্গ সফলতার জন্য ঘধঃরড়হধষ ঝরহমষব ডরহফড়ি (ঘঝড) বাস্তবায়নের কার্যক্রমও প্রক্রিয়াধীন আছে। কাস্টমস এর সামগ্রিক কার্যক্রম ডিজিটালাইজেশনের মাধ্যমে রাজস্ব ও বাণিজ্যবান্ধব পরিবেশ নিশ্চিত হবে - এটাই সকলের প্রত্যাশা।   
    আমি ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১৬’ এর সার্বিক সাফল্য কামনা করি এবং বাংলাদেশ কাস্টমস এর সকল কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
হাসান/আলম/খাদীজা/আসমা/২০১৬/১১৪৫ ঘণ্টা  

 
 

 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৬৭
পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ১২ মাঘ (২৫ জানুয়ারি) :

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহ উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :   
    “প্রতিবছরের ন্যায় এবারও উৎসাহ ও উদ্দীপনার সাথে পুলিশ সপ্তাহ-২০১৬ উদ্যাপন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি বাংলাদেশ পুলিশের বর্তমান ও প্রাক্তন সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
    সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে পুলিশ বাহিনী মহান মুক্তিযুদ্ধে সর্বপ্রথম ঢাকার রাজারবাগে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। দেশকে স্বাধীন করায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। পুলিশ বাহিনীর বীরসদস্যগণ যাঁরা দেশমাতৃকার স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাঁদের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই।
    দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলারক্ষা, উন্নয়ন, প্রগতি, জননিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে আধুনিক পুলিশ বাহিনীর কোন বিকল্প নেই। বাংলাদেশ আওয়ামী লীগ যখনই দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে পুলিশ বাহিনীর দক্ষতাবৃদ্ধি এবং আধুনিকায়নে পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন প্রযুক্তি, প্রশিক্ষণ এবং জনবলবৃদ্ধির মাধ্যমে পুলিশকে আরও বেশি জনবান্ধব এবং পুলিশি সেবাকে দেশের মানুষের জন্য আরও সহজলভ্য ও কার্যকর করতে আমাদের সরকার বাংলাদেশ পুলিশের উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে, যার সুফল ইতোমধ্যে দেশের জনগণ পেতে শুরু করেছেন।
    জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসিত হয়েছে। দেশের সকল প্রয়োজন ও সঙ্কটকালে বাংলাদেশ পুলিশ জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তাবিধানে দেশপ্রেম, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও পুলিশের সাফল্য ও গৌরবোজ্জ্বল ভূমিকা বাংলাদেশকে বৈশ্বিক পরিম-লে  অনন্যমর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে।
    আমি আশা করি, দুষ্টের দমন ও শিষ্টের পালন- এ মূলমন্ত্রে উদ্দীপ্ত হয়ে জননিরাপত্তাবিধান এবং জনবান্ধব পুলিশিব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য আন্তরিকতার সাথে কাজ করে যাবেন। সেবাপ্রত্যাশী মানুষকে স্বল্পতম সময়ে কাক্সিক্ষত সেবা প্রদান করে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করবেন। সরকারের অঙ্গীকার ‘রূপকল্প-২০২১’ এবং ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নের অন্যতম নিয়ামক শক্তি হিসেবে কাজ করবেন।  
    মহান মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে দেশপ্রেম ও জনসেবার মহান আদর্শকে সমুন্নত রেখে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য পেশাদারিত্বের সাথে নিরলসভাবে দায়িত্ব পালন করবেন- এটাই জাতির প্রত্যাশা।
    আমি পুলিশ সপ্তাহ-২০১৬ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
নুরএলাহি/আলম/খাদীজা/আসমা/২০১৬/১১৪৫ ঘণ্টা


                  
 


তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৬৬
পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতির বাণী    

ঢাকা, ১২ মাঘ (২৫ জানুয়ারি) :  

    রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ পুলিশ সপ্তাহ উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
    “পুলিশ সপ্তাহ ২০১৬ উপলক্ষে বাংলাদেশ বর্তমান ও প্রাক্তন সকল সদস্যকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
    বাঙালি জাতির গৌরবময় শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে স্বাধীনতাযুদ্ধের সূচনালগ্নে রাজারবাগ পুলিশ লাইনস্-এ পাকহানাদারের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন বীরপুলিশ সদস্যরা। আমি মহান মুুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধের গৌরবময় অধ্যায়ের সূচনাকারী পুলিশ সদস্যগণকে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং যাঁরা দেশমাতৃকার জন্য নিজেদের প্রাণ অকাতরে বিলিয়ে দিয়েছেন তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি।
    দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন-শৃঙ্খলারক্ষার দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ পুলিশ। শতাব্দীর ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তাবিধান, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে যা সর্বমহলে প্রশংসিত। ‘শৃঙ্খলা-নিরাপত্তা-প্রগতি’ এ মূলমন্ত্রে দীক্ষিত হয়ে বাংলাদেশ পুলিশ জনসেবা প্রদান ও জননিরাপত্তাবিধানে আরো পেশাদার এবং আন্তরিক হবে-এ আমার দৃঢ় বিশ্বাস।  
    জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও দক্ষতা ও পেশাদারীত্বে অনন্যস্বাক্ষর রেখে বাংলাদেশ পুলিশ আন্তর্জাতিক পরিম-লে সুনাম অর্জন করেছে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ইতিবাচক অবদান রাখছে। বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দাপ্তরিক দায়িত্বপালনের মাধ্যমে নিজেদের জনগণের বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস।  
    বর্তমান সরকার পুলিশকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। মুক্তিযুদ্ধের চেতনা ও সেবার মহান ব্রতে উজ্জীবিত হয়ে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য নিবিড় জনসম্পৃক্ততার মাধ্যমে আন্তরিকভাবে কাজ করে জনগণের প্রত্যাশাপূরণে সক্ষম হবেন- এটাই সকলের প্র

Todays handout (4).doc Todays handout (4).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon