Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ সেপ্টেম্বর ২০২০

তথ্যবিবরণী ৭ সেপ্টেম্বর ২০২০

তথ্যবিবরণী                                                                                                               নম্বর : ৩৪২২

এডভোকেট এমদাদুল বারীর মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

ঢাকা, ২৩ ভাদ্র (৭ সেপ্টেম্বর) :

            মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গণপরিষদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট সৈয়দ একেএম এমদাদুল বারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

            আজ এক শোকবার্তায় আইনমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

            শোকবার্তায় মন্ত্রী বলেন, তাঁর পিতা এডভোকেট সিরাজুল হকের ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন এডভোকেট এমদাদুল বারী। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা) আসন থেকে এডভোকেট সিরাজুল হক পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য (এমএনএ) এবং এডভোকেট এমদাদুল বারী প্রাদেশিক পরিষদ সদস্য (এমপিএ) নির্বাচিত হয়েছিলেন। সৈয়দ এমদাদুল বারী ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক এবং কসবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

            উল্লেখ্য, আজ সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।

#

রেজাউল/রাহাত/রফিকুল/জয়নুল/২০২০/২২৩০ঘণ্টা

Handout                                                                                                             Number : 3421

Next High Commissioner of Bangladesh to Malaysia is Golam Sarwar

Dhaka, 7 September :

            The Government has decided to appoint Mr. Md. Golam Sarwar, currently serving as the Ambassador of Bangladesh to Oman, as the next High Commissioner of Bangladesh to Malaysia.

            Mr. Sarwar is a career Diplomat belonging to 10th batch of Bangladesh Civil Service (BCS) Foreign Affairs Cadre. In his distinguished diplomatic career, he served in Bangladesh Missions in Yangon, Kuala Lumpur, Kathmandu, Washington DC and Jeddah. Prior to his present assignment, he served as Ambassador of Bangladesh to Sweden with concurrently accredited to Norway, Denmark, Finland and Iceland. At the Headquarters, he worked in various capacities including as Director General (South East Asia).

            Mr. Md. Golam Sarwar obtained his Master of Commerce in Accounting from Dhaka University and completed his Articleship under the Institute of Chartered Accountants of Bangladesh (ICAB). He had advanced Diplomatic training in Germany and Senior Executive Course in Near East-South Asia Center for Strategic Studies (NESA) in U S A.

            He is married and blessed with two sons.

#

Khadiza/Nice/Sanjib/Joynul/2019/2020hours

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ৩৪২০

স্থলবন্দরগুলোতে পর্যাপ্ত অগ্নিনির্বাপনের ব্যবস্থা রাখার নির্দেশ নৌপরিবহন প্রতিমন্ত্রীর

ঢাকা, ২৩ ভাদ্র (৭ সেপ্টেম্বর) :

          নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী বলেছেন, বর্তমানে স্থলবন্দর কর্তৃপক্ষের সক্ষমতা বেড়েছে। সেবার মাধ্যমে বন্দরের আয় বৃদ্ধির লক্ষ্য হওয়া উচিত। বেনাপোল স্থলবন্দরকে আরো যাত্রীবান্ধব উপযোগী করে তোলা হবে।

          নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক, আর্থিক ও উন্নয়নমূলক কার্যক্রম সংক্রান্ত বৈঠকে এসব কথা বলেন।

          প্রতিমন্ত্রী স্থলবন্দরগুলোতে পর্যাপ্ত অগ্নিনির্বাপনের ব্যবস্থা রাখার নির্দেশ দেন। গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলোতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের বিষয়টি খতিয়ে দেখার পরামর্শ দেন।

          বৈঠকে জানানো হয়, বেনাপোল ও ভোমরা স্থলবন্দরে ফায়ার হাইড্রেন্ট সিস্টেম স্থাপন করা হয়েছে এবং অন্যান্য বন্দরে অগ্নিনির্বাপনের জন্য ফায়ার এক্সটিনগুইসার চালু রয়েছে।

          মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এবংবাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কে এম তারিকুল ইসলাম এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

          উল্লেখ্য, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ঘোষিত স্থলবন্দর রয়েছে ২৪টি। এর মধ্যে ১২টি বন্দর চালু রয়েছে। ১২টির মধ্যে বেনাপোল, বুড়িমারী, আখাউড়া, ভোমরা, নাকুগাঁও, তামাবিল ও সোনাহাট নিজস্ব ব্যবস্থাপনায় এবং সোনামসজিদ, হিলি, বাংলাবান্ধা, টেকনাফ ও বিবিরবাজর স্থলবন্দর বিওটি ভিত্তিতে চালু আছে। বিরল স্থলবন্দর বিওটি ভিত্তিতে দেয়া হলেও এখনো সেটি চালু হয়নি।

#

জাহাঙ্গীর/নাইচ/রফিকুল/জয়নুল/২০২০/২০০০ঘণ্টা   

 

তথ্যবিবরণী                                                                                                  নম্বর :  ৩৪১৯

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলীর মৃত্যুতে বিজ্ঞান ও প্রযু্ক্তি মন্ত্রীর শোক

ঢাকা, ২৩ ভাদ্র (৭ সেপ্টেম্বর) :

          মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

          মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘরকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার ক্ষেত্রে অসামান্য ভূমিকা রেখেছেন জিয়াউদ্দিন তারিক আলী। তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আমৃত্যু কাজ করেছেন। তাঁর মতো অসাম্প্রদায়িক, সংস্কৃতিমনা  এবং মুক্তিযুদ্ধের চেতনার প্রতি নিবেদিতপ্রাণ  ব্যক্তিত্বের চলে যাওয়া  জাতির জন্য অপূরণীয় ক্ষতি ।

          মন্ত্রী মরহুম জিয়াউদ্দিন তারিক আলীর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

#

বিবেকানন্দ/নাইচ/রফিকুল/রেজাউল/২০২০/১৯৪৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ৩৪১৮

পরিবেশ দূষণ বিরোধী অভিযানে ৫৩ হাজার টাকা জরিমানা

ঢাকা, ২৩ ভাদ্র (৭ সেপ্টেম্বর) :

          রাস্তা ও ফুটপাতে খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী রেখে পরিবেশ দূষণ এবং গাড়ি হতে মাত্রাতিরিক্ত ক্ষতিকর ধোঁয়া নিঃসরণ দ্বারা পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে আজ আজ ঢাকার মিরপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে মোট তিপ্পান্ন হাজার টাকা জরিমানা করেন।

          পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে জনস্বার্থে পরিচালিত অভিযান করে রাস্তা ও ফুটপাতে  নির্মাণ সামগ্রী তথা ইট, বালু, পাথর, পরিত্যক্ত কংক্রিট ইত্যাদি খোলা অবস্থায় রেখে পরিবেশ দূষণের দায়ে রানার প্রোপারটিজের ম্যানেজার কিরন পাঠান,  উত্তর পীরের বাগের মোঃ মিজানুর রহমান, পশ্চিম মনিপুর মিরপুরের মোঃ মতিউর রহমান, পশ্চিম আগারগাও এর মোঃ শাকিল কে মোট ৪৫ হাজার টাকা জরিমানা ধার্য করেন।

          এছাড়া উক্ত মোবাইল কোর্ট ইসলামী ফাউন্ডেশন মোড়, আগারগাঁও ঢাকায় গাড়ি হতে নিঃসরিত ধোঁয়ার মাত্রা পরীক্ষা করে মাত্রাতিরিক্ত ক্ষতিকর ধোঁয়া দ্বারা পরিবেশ দূষণের দায়ে ৪টি গাড়িকে মোট ৮ হাজার টাকা জরিমানা ধার্য করে।

          উল্লেখ্য, নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এনফোর্সমেন্ট উইং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন্ স্থানে বায়ু তথা পরিবেশ দূষণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।

#

দীপংকর/নাইচ/রফিকুল/জয়নুল/২০২০/১৯৫০ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৩৪১৭

আগামী ২ মাসের মধ্যে সকল অবৈধ গ্যাস লাইন অপসারণ করতে হবে

                                          -- জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

ঢাকা, ২৩ ভাদ্র (৭ সেপ্টেম্বর) :

          বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী ২ মাসের মধ্যে সকল অবৈধ গ্যাস লাইন অপসারণ করতে হবে। পরিকল্পিত এলাকার বাইরে বিদ্যুৎ-জ্বালানি সংযোগ দেয়া যাবে না। অকোপ্যান্সি সার্টিফিকেট অনুসারে সংযোগ না নিলে দ্রুত সংযোগ বিচ্ছিন্ন করুন।

          প্রতিমন্ত্রী আজ গ্যাস বিতরণ সংস্থাসমূহের কার্যক্রম নিয়ে আলোচনাকালে এসব কথা বলেন। তিনি বলেন, কর্মকর্তাদের দুর্নীতি ও অসদাচারণের জন্যই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। কোন্ বিভাগের কোন্ কোন্ কর্মকর্তা অবৈধ কার্যক্রমের সাথে জড়িত তাদের তালিকা করা হচ্ছে। কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আসলে প্রথমে সাময়িকভাবে বরখাস্ত করে পরে অভিযোগ তদন্তের ব্যবস্থা নিন। ট্রান্সমিশন লাইনের উপর কোন বিল্ডিং বা স্থাপনা থাকলে দ্রুত অপসারণ করতে হবে। গ্যাসের বকেয়া বিল সংগ্রহের টাইমলাইন নির্ধারণ করুন। এ সময় বিল খেলাপীদের তালিকা হালনাগাদ করে মন্ত্রণালয়ে প্রেরণের নির্দেশ দেন।

          প্রতিমন্ত্রী এ সময় আরো বলেন, ইভিসি মিটার এবং প্রি-পেইড মিটার সকল গ্রাহকের জন্য স্থাপন করতে হবে। অটোমেশন করার প্রক্রিয়াও ধীরগতিতে চলছে, যা কাক্সিক্ষত নয়। ট্রাস্কফোর্সের কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে। নারায়ণগঞ্জের দুঃখজনক ঘটনার জন্য তিনি মর্মাহত হন। এ সময় তিনি বলেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফতুল্লা এলাকায় যারা দায়িত্বে নিয়োজিত ছিল তারা যথাযথভাবে দয়িত্ব পালন করে নাই। তাদেরকে শাস্তির আওতায়  আনা প্রয়োজন।

          উল্লেখ্য, নারায়ণগঞ্জ সালাত মসজিদে দুর্ঘটনার প্রেক্ষিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-এর ফতুল্লা অফিসের নিম্নোক্ত ৮ জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়- ১. ব্যবস্থাপক প্রকৌ. মোহাম্মদ সিরাজুল ইসলাম, ২. উপব্যবস্থাপক প্রকৌ. মাহমুদুর রহমান রাব্বী, ৩. সহকারী প্রকৌশলী প্রকৌ. এস এম হাসান শাহরিয়ার, ৪. সহকারী প্রকৌশলী প্রকৌ. মানিক মিয়া, ৫. সিনিয়র সুপারভাইজার মোঃ মনিবুর রহমান চৌধুরী, ৬. সিনিয়র উন্নয়নকারী মোঃ আইউব আলী, ৭. সাহায্যকারী মোঃ হানিফ মিয়া এবং ৮. প্রকর্মী মোঃ ইসমাইল প্রধান। 

          ভার্চুয়াল এই আলোচনা সভায় অন্যান্যের মাঝে জ্বালানি বিভাগের সিনিয়র সচিব মোঃ আনিছুর রহমান, পেট্রোবাংলার চেয়ারম্যান এবিএম আবদুল ফাত্তাহ্ ও বিতরণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

#

আসলাম/নাইচ/সঞ্জীব/জয়নুল/২০২০/১৯২০ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ৩৪১৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৫ হাজার ৯৯৫ মেট্রিক টন চাল বরাদ্দ

ঢাকা, ২৩ ভাদ্র (৭ সেপ্টেম্বর) :

       শারদীয় দুর্গাপূজা আনন্দঘন পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে দেশের ৬৪ জেলার ৩১ হাজার ৯৮৯ টি পূজামণ্ডপে বিতরণের জন্য ১৫ হাজার ৯৯৪ দশমিক ৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। পূজামণ্ডপে আগত ভক্তদের আহার্য বাবদ বিতরণের জন্য জেলা প্রশাসকদের অনুকূলে আজ এ বরাদ্দ দেয়া হয়। প্রতিটি পূজামণ্ডপের জন্য ৫শ’ কেজি হারে চাল বরাদ্দ দেয়া হয়েছে।

      এছাড়া প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা) উদ্যাপন উপলক্ষে দেশের ২১টি জেলা নারায়ণগঞ্জ, দিনাজপুর, চট্টগ্রাম, নোয়াখালী, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, নওগাঁ, সিলেট, রংপুর, ফেনী, বরগুনা, ঢাকা, পটুয়াখালী, রাঙ্গামাটি, কুমিল্লা, সিরাজগঞ্জ, জয়পুরহাট, ঠাকুরগাঁও, বরিশাল ও হবিগঞ্জের ২ হাজার ৭০১টি বৌদ্ধ মন্দিরে বিতরণের লক্ষ্যে এক হাজার ৩৫০ দশমিক ৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে আজ এ বরাদ্দ দেয়া হয়।

       নারায়ণগঞ্জ জেলার তল্লা এলাকায় মসজিদে সংঘটিত গত ৫ সেপ্টেম্বর তারিখের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের অনুকূলে আজ আট লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

#

সেলিম/নাইচ/সঞ্জীব/জয়নুল/২০২০/১৯০০ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                                   নম্বর :  ৩৪১৫

কোভিড-১৯ (করোনা ভাইরাসসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ২৩ ভাদ্র (৭ সেপ্টেম্বর) :

 ‌                  স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৪১২ জনের নমুনা পরীক্ষা করে ২ হাজার ২০২ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৩ লাখ ২৭ হাজার ৩৫৯ জন।

          গত ২৪ ঘণ্টায় ৩৭ জন-সহ এ পর্যন্ত ৪ হাজার ৫১৬ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন।

          করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ২৪ হাজার ৫৭৩ জন।

#

দলিল উদ্দিন/নাইচ/সঞ্জীব/রেজাউল/২০২০/১৮০৪ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                নম্বর: ৩৪১৪

ফেসবুক কর্তৃপক্ষকে বাংলাদেশের আইন ও বিধি বিধান মানতে হবে

                                                 -- টেলিযোগাযোগ মন্ত্রী

ঢাকা, ২৩ ভাদ্র (৭ সেপ্টেম্বর) : 

            ফেসবুক কর্তৃপক্ষকে বাংলাদেশের আইন ও বিধি বিধান মেনে চলতে হবে। দেশ ও দেশের বাইরে থেকে রাষ্ট্রীয়, সামাজিক এবং ব্যক্তিগত নিরাপত্তা ও সম্মান হানিকর মিথ্যা ও গুজব বা অপপ্রচারমূলক উপাত্ত প্রচার ছাড়াও সন্ত্রাস,  জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, রাষ্ট্রদ্রোহিতা, পর্নোগ্রাফি ও বাংলাদেশের সামাজিক- সাংস্কৃতিক মূল্যবোধবিরোধী উপাত্ত প্রচার না করতে ফেসবুক কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

            মন্ত্রী আজ ফেসবুকের আঞ্চলিক সদর দপ্তর সিঙ্গাপুরের সাথে ডিজিটাল বৈঠকে এই আহ্বান জানান।

            মন্ত্রী বলেন, বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনসহ বাংলাদেশের সংশ্লিষ্ট সকল প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলা ফেসবুকের দায়িত্ব। রিসেলার নিয়োগ, জাতীয় রাজস্ব বোর্ডকে কর প্রদানে প্রতিনিধি নিয়োগ এবং বাংলা ভাষার সঠিক অনুবাদ ও প্রয়োগের প্রয়োজনীয়তার ওপর মন্ত্রী গুরুত্বারোপ করেন।

            মন্ত্রী বাংলাদেশের মূল্যবোধ এবং নিয়মনীতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, বাংলাদেশে আইন আছে, সেই আইন মোতাবেক ফেসবুককে কনটেন্ট এবং অন্যান্য বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে। ফেসবুক কর্তৃপক্ষ বিষয়গুলো গুরুত্বের সাথে দেখার বিষয়ে মন্ত্রীকে আশ্বাস প্রদান করেন এবং ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮, কর ও ভ্যাট বিষয়ক আইন মেনে চলার আশ্বাসও প্রদান করেন।

            কনটেন্ট বিষয়ে বিদ্যমান যে কোনো সমস্যা দ্রুত সমাধানসহ বাংলাদেশের অংশ দেখাশোনার জন্য একজন বাংলাদেশি বাংলাভাষীকে নিয়োগ দেওয়া হয়েছে বলে বৈঠকে জানানো হয়। মন্ত্রী এই পদক্ষেপ গ্রহণকে একটি ফলপ্রসূ উদ্যোগ বলে ফেসবুককে ধন্যবাদ জানান।

            বৈঠকে ফেসবুকের হেড অব সেফটি বিক্রম সেনগ, ফেসবুক পাবলিক পলিসি বিষয়ক পরিচালক অশ্বিনী রানা, ফেসবুকের নবনিযুক্ত বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা সাবনাজ রশিদ দিয়া এবং ফেসবুক মোবাইল পার্টনার বিভাগের ইরাম ইকবাল আলোচনায় অংশগ্রহণ করেন।

#

শেফায়েত/নাইচ/সঞ্জীব/রেজাউল/২০২০/১৭৫৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                              নম্বর: ৩৪১৩

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তদের ক্রেস্ট প্রদান

ঢাকা, ২৩ ভাদ্র (৭ সেপ্টেম্বর) :  

          প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০১৯-২০২০ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীতদের মাঝে সম্মাননা ক্রেস্ট, সনদ ও চেক প্রদান করেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

          সোনার বাংলা গড়ার প্রত্যয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ শামসুল আলম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) আহমদ কবীর এবং মন্ত্রণালয়ের অফিস সহায়ক মোঃ ইকলাছ উদ্দিন এ বছর শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।

#

রাশেদুজ্জামান/নাইচ/সঞ্জীব/রেজাউল/২০২০/১৭৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                              নম্বর: ৩৪১২

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলীর মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর শোক

ঢাকা, ২৩ ভাদ্র (৭ সেপ্টেম্বর) :  

          মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন  তারিক আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

          মন্ত্রী আজ  এক শোকবার্তায়   বলেন,   মুক্তিযুদ্ধ জাদুঘরকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া  এবং দৃষ্টিনন্দন করার অন্যতম কারিগর ছিলেন জিয়াউদ্দিন তারিক আলী। তিনি শুধু মহান মুক্তিযুদ্ধেই ভূমিকা  রাখেননি,  মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আমৃত্যু কাজ করেছেন। তাঁর মতো আপাদমস্তক অসাম্প্রদায়িক সংস্কৃতিমনা এবং মুক্তিযুদ্ধের চেতনার প্রতি নিবেদিতপ্রাণ ব্যক্তিত্বের চলে যাওয়া  জাতির জন্য অপূরণীয় ক্ষতি ।

          মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

#

মারুফ/নাইচ/সঞ্জীব/রেজাউল/২০২০/১৭৪২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                              নম্বর: ৩৪১১

এস জয়শঙ্করের সাথে ড. মোমেনের টেলিফোনে আলাপ

ঢাকা, ২৩ ভাদ্র (৭ সেপ্টেম্বর) :  

          পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে টেলিফোনে আলাপ করেন।

          এ সময় মন্ত্রী পর্যায়ের ৬ষ্ঠ জয়েন্ট কনসালটেটিভ কমিশন (জেসিসি) এর সভা ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে তাঁরা নীতিগতভাবে সম্মত হয়েছেন। এই সভা এ মাসের শেষে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

          করোনার কারণে ভারতের আন্তর্জাতিক ভ্রমণের নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর সর্বপ্রথম বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন এস জয়শঙ্কর।

#

 

তৌহিদুল/নাইচ/সঞ্জীব/রেজাউল/২০২০/১৭২৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৩৪১০

আজিজ আহম্মদ চৌধুরীর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

ঢাকা, ২৩ ভাদ্র (৭ সেপ্টেম্বর) :

          ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ আজিজ আহম্মদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। 

          প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

          উল্লেখ্য, বর্ষীয়ান রাজনীতিবিদ আজিজ আহম্মদ চৌধুরী (৮১) সোমবার ফেনী ডায়াবেটিক হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  

#

ফয়সল/অনসূয়া/জসীম/মাসুম/২০২০/ ১৫৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩৪০৯

 আজিজ আহম্মদ চৌধুরীর মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক

ঢাকা, ২৩ ভাদ্র (৭ সেপ্টেম্বর):

          ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ আজিজ আহম্মদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

          মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, আজিজ আহমেদের মৃত্যুতে ফেনী জেলা আওয়ামী লীগ একজন একনিষ্ঠ অনুসারীকে হারালো। স্থানীয় আওয়ামী লীগে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

          মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

#

দীপংকর/অনসূয়া/রেজ্জাকুল/মাসুম/২০২০/ ১৫৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩৪০৮

টিসিবি অবিলম্বে পেঁয়াজ বিক্রয় শুরু করবে
 

ঢাকা, ২৩ ভাদ্র (৭ সেপ্টেম্বর):

          করোনা পরিস্থিতি মোকাবিলায় বাণিজ্য মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স কমিটির বৈঠকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে সভায় পর্যালোচনা করা হয়। সভায় জানানো হয়, দেশে পর্যাপ্ত পেঁয়াজ মজুত রয়েছে, আমদানি স্বাভাবিক রয়েছে। পেঁয়াজের সংকট বা মূল্য বৃদ্ধির কোন সংগত কারণ নেই। পেঁয়াজের অবৈধ মজুত বা কৃত্তিম সংকট সৃষ্টির মাধ্যমে মূল্য বৃদ্ধির চেষ্টা করা হলে সরকার আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

          গতকাল বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।  

          বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বাজার মনিটরিং আরো জোরদার করেছে। পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অভ্ বাংলাদেশ-টিসিবি অবিলম্বে খোলা বাজারে ট্রাক সেলের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ বিক্রয় শুরু করবে, নতুন পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত তা অব্যাহত রাখবে। এছাড়া, পেঁয়াজ আমদানিকারকদের আবেদনের প্রেক্ষিতে শুল্কহার পুননির্ধারণের জন্য জাতীয় রাজস্ব বোর্ড বরাবর পত্র প্রেরণ করার সিদ্ধান্ত নেয়া হয়।

          করোনা পরিস্থিতি মোকাবিলায় বাণিজ্য মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এবং বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন। বাণিজ্য মন্ত্রণালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা, টিসিবি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসানসহ টাস্ক ফোর্স কমিটির সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন।

#

বকসী/অনসূয়া/পরীক্ষিৎ/জসীম/মাসুম/২০২০/ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৩৪০৭

শিল্পকারখানায় জিরো পলিউশন নীতি গ্রহণ করেছে সরকার

                                                            -শিল্পমন্ত্রী

ঢাকা, ২৩ ভাদ্র (৭ সেপ্টেম্বর):

          টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) অর্জনে বর্তমান সরকার শিল্পকারখানায় জিরো এক্সিডেন্ট ও জিরো পলিউশন নীতি গ্রহণ করেছে। এ লক্ষ্যে সরকার বয়লারের নিরাপদ ব্যবহার ও সংরক্ষণের মাধ্যমে শিল্প দুর্ঘটনারোধে প্রয়োজনীয় উদ্যোগ ও গ্রহণ করেছে।

          শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আজ প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় থেকে প্রকাশিত ‘বয়লার ব্যবহার ও পরিদর্শন সহায়িকা’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

          শিল্পমন্ত্রী আরো বলেন, দেশে ক্রমবর্ধমান শিল্পায়নের প্রেক্ষাপটে ইতোমধ্যে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও জনবল বৃদ্ধি করা হয়েছে।

          শিল্প দুর্ঘটনা প্রতিরোধে গ্রন্থটির গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, পুস্তিকাটিতে বয়লার পরিচালনা ও পরিদর্শন সংক্রান্ত যাবতীয় তথ্য অত্যন্ত সহজভাবে তুলে ধরা হয়েছে। এটি বয়লার সংরক্ষণে কার্যকর গাইডলাইন হিসেবে বিবেচিত হবে এবং আগামী দিনে বয়লার দুর্ঘটনা প্রতিরোধে অবদান রাখবে। এ গ্রন্থে সংযুক্ত বিভিন্ন চেকলিস্ট বয়লার পরিদর্শক/প্রকৌশলীদের পরিদর্শনকালে বয়লার ব্যবহারের বৈধতা ও গুণগতমান সম্পর্কে সম্যক ধারণা দেবে। এর ফলে শিল্পখাতের জন্য নির্ধারিত টেকসই উন্নয়ন অভিষ্টের ৭, ৮, ৯ এবং ১২ নম্বর লক্ষ্য অর্জন সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

          শিল্পসচিব কে এম আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: হেলাল উদ্দিন এনডিসি। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর প্রধান এবং প্রধান বয়লার পরিদর্শক মোহাম্মদ আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

#

জলিল/অনসূয়া/জসীম/রেজ্জাকুল/মাসুম/২০২০/১৩৩০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৩৪০৬

বঙ্গবন্ধু রচিত বইগুলো রেকর্ড সংখ্যক ভাষায় অনূদিত হওয়া প্রয়োজন

                                                             - সংস্কৃতি প্রতিমন্ত্রী  

ঢাকা, ২৩ ভাদ্র (৭ সেপ্টেম্বর) :

          সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবল বাংলাদেশ কিংবা ভারতীয় উপমহাদেশের একজন সুমহান রাজনীতি

2020-09-07-22-36-7f4d2134c7470c37ad419930f75381cb.docx 2020-09-07-22-36-7f4d2134c7470c37ad419930f75381cb.docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon