Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ জানুয়ারি ২০১৬

তথ্যবিবরণী ২৯ জানুয়ারি ‘১৬

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩১৯

ডেনিশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
 
ডেনমার্ক, ২৯ জানুয়ারি :   
       
ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত আজ ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়ান ইয়েনসেন (কৎরংঃরধহ ঔবহংবহ) এর সাথে ডেনিশ পররাষ্ট্র দপ্তরে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে বিদ্যমান দ্বিপাড়্গিক সম্পর্ক এবং দু’দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ড়্গেত্রে ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্রমন্ত্রী ইয়েনসেন ডেনমার্কে বাংলাদেশ দূতাবাস খোলার সিদ্ধানত্মকে স্বাগত জানিয়ে বলেন, এর মাধ্যমে দু’দেশের সুসম্পর্ক আরো বৃদ্ধি পাবে। রাষ্ট্রদূত মুহিত বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের অভিযোজন কার্যক্রমে ডেনমার্কের সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন।
    
রাষ্ট্রদূত মুহিত দু’দেশের মধ্যে বাণিজ্য প্রসার ছাড়াও নবায়নযোগ্য জ্বালানিখাতে ডেনমার্কের বিনিয়োগ বৃদ্ধি ও পরিচ্ছন্ন প্রযুক্তি ও কারিগরি জ্ঞান হসত্মানত্মরের ওপর গুরম্নত্বারোপ করেন। রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে জানান, সবুজ-উন্নয়ন বাংলাদেশ সরকারের অগ্রাধিকার খাত হওয়ায় সরকারি, বেসরকারি পর্যায়ে এখাত ডেনিশ বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারে। ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী এখাতে সহযোগিতা বৃদ্ধির আশ্বাস প্রদান করেন।

    বৈঠকে ডেনিশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে এশিয়া, ল্যাটিন আমেরিকা, ওশেনিয়া বিভাগের প্রধান এম্বাসেডর এরিক লারসেন (ঊৎরশ খধঁৎংবহ) এবং শাখা প্রধান উলরিখ সোরেনসেরন (টষৎরপয ঝড়ৎবহংবহ) উপসি'ত ছিলেন। 

#

মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/২১০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর :  ৩১৮

চার কোটি ৬৪ লাখ মিটার কারেন্টজালসহ ৩ ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড  
 
ঢাকা, ১৬ মাঘ (২৯ জানুয়ারি) :   

    আজ বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোনের গজারিয়া স্টেশনের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জের চরকিশোরগঞ্জ এলাকায় একটি ট্রলারসহ ৩ ব্যক্তি এবং অবৈধ ৪ কোটি ৬৪ লাখ মিটার  কারেন্টজাল আটক করেছে। 

    আটককৃত কারেন্টজালের মূল্য প্রায় ৯২ কোটি ৮০ লাখ টাকা। আটককৃত কারেন্টজাল মৎস্য কর্মকর্তার উপসি'তিতে আগুনে পোড়ানো হয়। 

#

মারম্নফ/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/২০০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩১৭

স্কলাসটিকার বিজ্ঞানমেলায় শিড়্গামন্ত্রী
সরকারের পদড়্গেপের ফলে বিজ্ঞান শিড়্গার্থীর সংখ্যা বাড়ছে 
ঢাকা, ১৬ মাঘ (২৯ জানুয়ারি) :   
    শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ বলেছেন, সরকারের পদড়্গেপের ফলে  দেশে বিজ্ঞান বিভাগে পড়-য়া শিড়্গার্থীসংখ্যা হ্রাস পাওয়া  ঠেকানো  সম্ভব হয়েছে। অনগ্রসর এলাকায় বিজ্ঞানের বিশেষজ্ঞ শিড়্গক নিয়োগের পাশাপাশি সারাদেশে শিড়্গা প্রতিষ্ঠানসমূহের বিজ্ঞান গবেষণাগার উন্নয়ন, তথ্যপ্রযুক্তির ব্যাপক প্রসার, যুগোপযোগী পাঠ্যপুসত্মক বিনামূল্যে প্রদান, মাল্টিমিডিয়াসহ আকর্ষণীয় ক্লাসরম্নম গড়ে  তোলা, বিপুলসংখ্যক  মেধাবৃত্তি ও উপবৃত্তি প্রদানের কর্মসূচি বিজ্ঞান শিড়্গার্থী বৃদ্ধির  ড়্গেত্রে ভূমিকা রেখেছে। গত চারবছরে  এসএসসি পর্যায়ে বিজ্ঞান শিড়্গার্থীর সংখ্যা উলেস্নখযোগ্য হারে বৃদ্ধি  পেয়েছে বলে তিনি উলেস্নখ করেন।
    মন্ত্রী আজ ঢাকার উত্তরায় স্কলাসটিকা স্কুলে দু’দিনব্যাপী আনত্মঃস্কুল বিজ্ঞানমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। সারাদেশ  থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমের ৪৫টি শিড়্গাপ্রতিষ্ঠানের ৫শ’ শিড়্গার্থীর অংশগ্রহণে এ বিজ্ঞানমেলার আয়োজনে সহযোগিতা করছে দৈনিক সমকাল পত্রিকা এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন।  
    শিড়্গামন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, সরকারের অগ্রাধিকার খাত কারিগরি ও প্রযুক্তিমুখী শিড়্গার ড়্গেত্র তৈরির জন্য বিজ্ঞান বিভাগে শিড়্গার্থীদের আকৃষ্ট করতে পদড়্গেপ  নেয়া হয়েছে। দেশের অনগ্রসর এলাকায় দরিদ্র শিড়্গার্থীদের অংক, বিজ্ঞান ও ইংরেজি ভীতি দূর করতে  সেকায়েপ প্রকল্পের আওতায় অস'ায়ীভিত্তিতে বিশেষজ্ঞ শিড়্গক নিয়োগ দেয়া হয়েছে। 
    জনাব নাহিদ বলেন, প্রথম দিকে ক্লাসের সংখ্যা অনুযায়ী পারিশ্রমিক  দেয়া হলেও প্রকল্পের সফলতা বিবেচনা করে বর্তমানে এসব শিড়্গক সম্মানজনক হারে মাসিক বেতন পাচ্ছেন। সারাদেশে যেসব স্কুলের  অংক, বিজ্ঞান ও ইংরেজির বিশেষজ্ঞ শিড়্গককে  বেতন  দেয়ার সামর্থ্য নেই, সেসব স্কুলকে সরকার এ সুবিধা দিচ্ছে। এতে দরিদ্র অভিভাবকগণ সনত্মানকে প্রাইভেট পড়ানোর চাপ থেকে স্বসিত্ম পাচ্ছেন। শিড়্গার্থী পর্যায়ে ধনী দরিদ্র ব্যবধান দূর করতেও সরকারের এ অস'ায়ী শিড়্গক নিয়োগ কার্যক্রম ভূমিকা রাখছে। 
    জনাব নাহিদ বলেন, বিজ্ঞান শিড়্গার্থী বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে মোট শিড়্গার্থীর অর্ধেকের  বেশি কারিগরি ও প্রযুক্তিমুখী শিড়্গার আওতায় নিয়ে আসা সম্ভব হবে, যা ২০৪১ সাল নাগাদ উন্নত বাংলাদেশ গড়ে  তোলার ড়্গেত্রে পূর্বশর্ত হিসেবে বিবেচিত।
    স্কলাসটিকা স্কুলের উত্তরা শাখার অধ্যড়্গ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাওসার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেবা ইসলাম সিরাজ,  দৈনিক সমকালের নির্বাহী সম্পাদক মুসত্মাফিজ শফি, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান  চৌধুরী এবং এসিআই’র বিজনেস ডিরেক্টর কামরম্নল হাসান বক্তব্য রাখেন।
    উদ্বোধন শেষে শিড়্গামন্ত্রী বিজ্ঞানমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
#
সাইফুলস্নাহ/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮০০ ঘণ্টা

Todays handout (2).doc Todays handout (2).doc