তথ্যবিবরণী নম্বর: ২৫৯০
তিতাসের অভিযানে ৮শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ১.৫ লাখ টাকা জরিমানা আদায়
ঢাকা, ২০ মাঘ (৩ ফেব্রুয়ারি):
তিতাস গ্যাসের আওতাধীন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা-সহ ডেমরা, কেরাণীগঞ্জ, কামরাঙ্গীরচর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে আজ রূপগঞ্জের রূপসি এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪টি স্পটে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালত ‘কাবাব ঘর রেস্টুরেন্ট’-এর মালিককে ২০ হাজার টাকা এবং ‘নিউ আল-মদিনা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি লিমিটেড’-এর মালিককে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমান করে এবং প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ্যের বিতরণ লাইন ও ৫শ’টি বাড়ির ৮শ’টি অবৈধ আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ সময় ২ ইঞ্চি ডায়াবিশিষ্ট এবং ৩/৪ ইঞ্চি ডায়াবিশিষ্ট ১৫০ ফুট পাইপের সম্পূর্ণ অংশ এক্সকাভেটরের মাধ্যমে অপসারণ করে জব্দ করা হয় এবং প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট হতে কিলিং ও ক্যাপিং করা হয়।
উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে ৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৭২টি শিল্প, ৯৮টি বাণিজ্যিক ও ২২ হাজার ৩১২টি আবাসিক-সহ মোট ২২ হাজার ৫৮২টি অবৈধ গ্যাস সংযোগ ও ৫০ হাজার ৩০৫টি বার্নার বিচ্ছিন্ন করা হয়। উক্ত অভিযানসমূহে ১১০ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়।
#
শফিউল্লাহ/মেহেদী/রানা/রফিকুল/আব্বাস/২০২৫/২২১৭ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৫৮৯
জনদুর্ভোগ সৃষ্টি না করে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের
ক্যাম্পাসে দাবি-দাওয়া পেশ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
ঢাকা, ২০ মাঘ (৩ ফেব্রুয়ারি):
রেললাইন অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করে ক্যাম্পাসে ফিরে গিয়ে কর্তৃপক্ষের কাছে দাবি-দাওয়া পেশের জন্য তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
উপদেষ্টা আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে 'শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫' সুষ্ঠুভাবে উদ্যাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত সভা এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন৷
উপদেষ্টা বলেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য ক্রমাগত আন্দোলন নিয়ে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। তিনি বলেন, জনগণের ভোগান্তি না ঘটিয়ে কীভাবে সমস্যার সমাধান করা যায়-সেটা খুঁজে বের করা উচিত। রাস্তা বন্ধ করে জনগণের দুর্ভোগ সৃষ্টি করে আন্দোলন করা সমীচীন নয়। এ ব্যাপারে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলা জরুরি। তিনি এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
জাহাঙ্গীর আলম বলেন, এ আন্দোলনের পিছনে কারা জড়িত আছে এটাও কিন্তু আপনারা জানেন৷ তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা উন্নত হয়েছে, তবে আরো উন্নতির অবকাশ রয়েছে।
ব্রিফিংয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেন, আলাদাভাবে তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবির যৌক্তিকতা প্রমাণ করতে হবে। দেশে এমন আরো কলেজ রয়েছে। এখন পর্যন্ত তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবির যৌক্তিকতা নেই৷ তিনি বলেন, এ বিষয় নিয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে৷ কমিটির প্রতিবেদন পাবার আগে এসব নিয়ে কথা বলার কিছু নেই৷
এ সময় প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ (অব.), স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রমুখ উপস্থিত ছিলেন।
#
ফয়সল/মেহেদী/পবন/রানা/ফেরদৌস/রফিকুল/আব্বাস/২০২৫/২২০২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৫৮৮
গর্ভবর্তী মায়েদের পুষ্টির চাহিদা পূরণের ওপর জোর দিতে হবে
----উপদেষ্টা শারমীন এস মুরশিদ
ঢাকা, ২০ মাঘ (৩ ফেব্রুয়ারি):
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি দরিদ্র, অসহায় ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেবার হাতিয়ার। দারিদ্র্যের সূচকে বাংলাদেশের উন্নতি ঘটেছে কিন্তু পুষ্টিমানে আমরা অনেক পিছিয়ে আছি। দরিদ্র শিশুদের বেড়ে ওঠা ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ও পুষ্টির চাহিদা পূরণের ওপর জোর দিতে হবে।
আজ ঢাকায় একটি হোটেলে নিউট্রিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড আয়োজিত ‘বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরো পুষ্টি সংবেদনশীল করে তোলা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, গ্রামীণ দরিদ্র গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ও পুষ্টির চাহিদা পূরণের জন্য প্রতি মাসে ৮০০ টাকা হারে ৩৬ মাস ভাতা দেওয়া হয়, যা দিয়ে দারিদ্র্যকে অপমান করা হয়। পুষ্টি চাল নিয়ে যেহেতু কোনো গবেষণা নেই তাই এই চাল পুষ্টির ঘাটতি কতটা পূরণ করে তা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ফর্টিফাইড রাইসের বিশাল বাজেট। কোনো রিসার্চ ডকুমেন্ট পাওয়া যায়নি, এই ফর্টিফাইড রাইস নিয়ে। পর্যাপ্ত মনিটরিং রিপোর্ট ও রিসার্চ নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমার দেশের খাবার মানুষের পুষ্টির চাহিদা পূরণ করতে পারে। রিসার্চ ছাড়া কোনো নিউট্রিশন বা ফুড রিলেটেড প্রজেক্ট লঞ্চ করা যাবে না।
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা আরো বলেন, ইউনিসেফ ডাটা বলছে ১০০ জনের মধ্যে ৪৬ জনকে ভুল সার্ভিস দেওয়া হচ্ছে অর্থাৎ চাল বা ভাত যার কাছে যাওয়ার কথা সেখানে যাচ্ছে না। আমাদের কোনো টার্গেটিং স্ট্রাটেজি ভালো নেই, এজন্য মন্ত্রণালয়গুলোর দায় নিতে হবে। তিনি বলেন, রিভিউ করতে হবে এবং নতুন লিস্ট তৈরি করতে হবে। একটা ডেটাবেইজড ডিজিটালি আপলোড করতে হবে যাতে যাদের পাওয়া উচিত তাদের কাছে পৌঁছবে।
গোলটেবিল বৈঠকে নিউট্রিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আসফিয়া আজিমের সঞ্চালনায় বৈঠকে অন্যান্যের মধ্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় শাখার অতিরিক্ত সচিব মোঃ খালেদ হাসান, নিউট্রিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাইকা সিরাজ, ডব্লিউএফপির সামাজিক সুরক্ষার মোহাম্মদ মামুনুর রশিদ, বিশ্বব্যাংকের সিনিয়র স্বাস্থ্য বিশেষজ্ঞ ওয়াসেক এ রেজা, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার স্বাস্থ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ডাক্তার মোমেনা খাতুন, মানুষের জন্য ফাউন্ডেশন’র সিনিয়র সমন্বয়ক মোঃ জিয়াউল করিম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র পলিসি অ্যাডভাইজার ওসমান হারুনী এবং বিএনসিসির মহাপরিচালক ডাক্তার মোঃ মাহবুবুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।
#
রফিকুল/মেহেদী/পবন/রানা/ফেরদৌস/রফিকুল/আব্বাস/২০২৫/২২১১ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৫৮৭
শ্রম মন্ত্রণালয়াধীন প্রতিষ্ঠানের ২১০ কর্মকর্তা-কর্মচারীকে বদলি
ঢাকা, ২০ মাঘ (৩ ফেব্রুয়ারি):
শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন মাঠ পর্যায়ে শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদপ্তরের বিভিন্ন মাঠপর্যায়ের কর্মকর্তার-কর্মচারীর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে দাপ্তরিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে কর্তৃপক্ষকে কঠোর ববস্থা গ্রহণের আহ্বান জানান। এছাড়া একই কর্মস্থলে যারা দীর্ঘদিন ধরে কর্মরত রয়েছে তাদেরকে অন্যত্র বদলি করার নির্দেশ প্রদান করেন।
উপদেষ্টার নির্দেশনায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক ১১৮ জন, উপমহাপরিদর্শক ৭ জন, যুগ্ম মহাপরিদর্শক ৩ জন, সহকারী মহাপরিদর্শক ১ জন, উচ্চমান সহকারী ১ জন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৯ জনকে বদলি করা হয়েছে।
এছাড়া, শ্রম অধিদপ্তরের ২৭ জন ১ম শ্রেণির কর্মকর্তা, ১৬ জন দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা এবং ২৮ জন তৃতীয় শ্রেণি ও চতুর্থ শ্রেণি কর্মচারীকেও বদলি করা হয়েছে।
আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
#
মালেক/মেহেদী/পবন/রানা/রফিকুল/জয়নুল/২০২৫/২১২০ঘণ্টা
Handout Number: 2586
40 Lakh Taka Fines Imposed,
11 Illegal Brick Kilns Shut Down in Anti-Pollution Drive
Dhaka, 3 February:
Under the special directives of the Ministry of Environment, Forest and Climate Change, the Department of Environment (DoE) conducted mobile court operations across various districts today to take action against air pollution caused by illegal brick kilns, vehicles, and construction activities. A total fine of 40 lakh Taka was imposed during the nationwide drive.
In Meherpur, Magura, Tangail, Madaripur, Manikganj, Khulna, Jhenaidah, and Gazipur, 11 mobile courts conducted operations, filing 25 cases and collecting fines totaling 39 lakhs 70 thousand 7 lakh Taka. Additionally, 11 illegal brick kilns were demolished and their operations halted. In Khulna, approximately two lakh unbaked bricks were destroyed, and fires at four kilns were extinguished with the assistance of the fire service. One more kiln was ordered to cease operations.
In Dhaka’s Jurain area, a mobile court was conducted against vehicles emitting excessive black smoke. Four cases were filed, leading to fines of 7 thousand 500 Taka, while six drivers were warned.
To control air pollution from construction materials, two mobile court operations were carried out in Adabor and Mohammadpur. Four cases resulted in fines of 19 thousand Taka, and several business owners were cautioned.
Another mobile court in Mirpur-1 Kacha Bazar targeted the illegal production and sale of banned polythene. Five cases were filed, imposing fines of 6 thousand 500 Taka.
Additionally, approximately 10 kg of banned polythene was seized across the country, and traders were warned against producing and selling it.
#
Dipankar/Paban/Ferdows/Rafiqul/Joynul/2025/2000Hrs.
তথ্যবিবরণী নম্বর: ২৫৮৫
বায়ুদূষণ ও নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে ৪০ লাখ টাকা জরিমানা, ১১ ইটভাটা বন্ধ
ঢাকা, ২০ মাঘ (৩ ফেব্রুয়ারি):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় আজ পরিবেশ অধিদপ্তর বিভিন্ন জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে বায়ুদূষণকারী ইটভাটা, যানবাহন ও নির্মাণ কাজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আজ সারাদেশে এ অভিযানে ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মেহেরপুর, মাগুরা, টাঙ্গাইল, মাদারীপুর, মানিকগঞ্জ, খুলনা, ঝিনাইদহ ও গাজীপুরে ১১টি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ২৫টি মামলায় মোট ৩৯ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ১১টি ইটভাটার কিলন ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়। খুলনায় চারটি ইটভাটায় দুই লাখ কাঁচা ইট ধ্বংস করা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানো হয়। এছাড়া একটি ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়।
ঢাকা মহানগরের জুরাইনে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৪টি মামলায় ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৬ জন চালককে সতর্ক করা হয়।
নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে আদাবর ও মোহাম্মদপুরে ২টি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৪টি মামলায় ১৯ হাজার টাকা জরিমানা আদায় করে। সংশ্লিষ্ট কয়েকজন প্রতিষ্ঠান মালিককে সতর্ক করা হয়।
মিরপুর-১ কাঁচাবাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রয়ের দায়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৫টি মামলায় ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। সারা দেশে প্রায় ১০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং ব্যবসায়ীদের এ বিষয়ে সতর্ক করা হয়।
#
দীপংকর/পবন/মোশারফ/জয়নুল/২০২৫/১৯২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৫৮৪
কুয়েতকে আরো বেশি জনশক্তি নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
ঢাকা, ২০ মাঘ (৩ ফেব্রুয়ারি):
বাংলাদেশ থেকে কুয়েতকে আরো বেশি জনশক্তি নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
উপদেষ্টার সঙ্গে আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত Ali Th A Q Hamadah সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, ঐতিহাসিকভাবে বাংলাদেশ ও কুয়েতের গভীর বন্ধুত্ব রয়েছে। কুয়েতে প্রায় ২ লাখ ৮০ হাজার বাংলাদেশি কর্মরত রয়েছে। বাংলাদেশ থেকে আরো বেশি জনশক্তি নেওয়ার জন্য কুয়েত সরকারকে আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, কুয়েত বাংলাদেশ থেকে আরো নারী গৃহকর্মী নিতে আগ্রহী। উপদেষ্টা নারীর পাশাপাশি পুরুষ কর্মী নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশ থেকে জনশক্তি আমদানি বৃদ্ধির প্রতিশ্রুতি জানিয়ে রাষ্ট্রদূত বলেন, কুয়েত মুসলিম ও এশিয়ান মিত্র হিসেবে সবসময় বাংলাদেশের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশও ইরাক-কুয়েত যুদ্ধ পরবর্তী পুনর্বাসন ও মাইন অপসারণে কুয়েতকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলো। স্থলমাইন অপসারণে ২৭০ জন বাংলাদেশি সৈন্য নিহত ও ৫৬ জন আহত হয়েছিলো। তিনি বলেন, বাংলাদেশ ও কুয়েতের মধ্যে জনশক্তি আমদানি-রপ্তানি সংক্রান্ত কোনো চুক্তি নেই। এ ধরনের চুক্তি দ্রুত করা দরকার।
বৈঠকে দু'দেশের মধ্যে জনশক্তি রপ্তানি, মিলিটারি ও নিরাপত্তা ইস্যু, রোহিঙ্গাদের সহায়তা, আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা-সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতে উপদেষ্টা রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, কুয়েত বাংলাদেশের উন্নয়নে অন্যতম অংশীদার। রোহিঙ্গা ইস্যু-সহ বিভিন্ন সেক্টরে কুয়েত সহযোগিতা করে আসছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইউএস-এইড এর মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা বন্ধ করে দেয়, সেক্ষেত্রে যেন কুয়েত রোহিঙ্গাদের উন্নয়ন ও পুনর্বাসনে আরো বেশি মাত্রায় সহযোগিতা করে। জবাবে রাষ্ট্রদূত বলেন, ২০১৭ সালে রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে কুয়েত সহায়তা করেছিলো। ভবিষ্যতেও তাদের এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রদূত জানতে চাইলে উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ৫ আগস্ট পরবর্তী সময়ের চেয়ে অনেক উন্নতি হয়েছে। ক্রমান্বয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো হচ্ছে। রাষ্ট্রদূত এসময় কুয়েত দূতাবাস-সহ বারিধারা ডিপ্লোমেটিক এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা বিধান করায় উপদেষ্টাকে ধন্যবাদ জানান।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও আইসিটি অনুবিভাগ) খন্দকার মোঃ মাহবুবুর রহমান ও যুগ্মসচিব (রাজনৈতিক-১ অধিশাখা) মুঃ জসীম উদ্দিন খান উপস্থিত ছিলেন।
#
ফয়সল/পবন/মোশারফ/জয়নুল/২০২৫/১৮০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫৮৩
ভূমি অধিগ্রহণে সামাজিক বনায়নের গাছ না কেটে উপকারভোগীদের মূল্য দেওয়া যেতে পারে
- ভূমি উপদেষ্টা
ঢাকা, ২০ মাঘ (৩ ফেব্রুয়ারি) :
ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ভূমি অধিগ্রহণে সামাজিক বনায়নের গাছ মেয়াদপূর্ণ হলেই না কেটে এর মূল্য নির্ধারণ করে উপকারভোগীদের দেওয়া যেতে পারে। সড়কের পাশের গাছ রোপণ ও পরিচর্যায় স্থানীয়দের আন্তরিকতা প্রয়োজন।
উপদেষ্টা আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ১৪৫তম কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির সভায় এসব কথা বলেন।
ভূমি উপদেষ্টা বলেন, ঢাকা শহর বাঁচাতে পাতাল রেল অত্যন্ত প্রয়োজন। পাতাল রেল ঢাকার যানজট হ্রাস করে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলবে। এটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত। তিনি আরো বলেন, জনস্বার্থে তাৎক্ষণিক প্রয়োজনে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমি অধিগ্রহণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। ভূমি অধিগ্রহণ কার্যক্রমে ভূমি মালিকেরা যেনো ক্ষতিগ্রস্ত ও হয়রানির শিকার না হয়, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।
সভায় ছয়টি প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে রয়েছে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলাধীন ‘গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ৩টি সড়ক প্রশস্তকরণের নিমিত্তে মোট ৮টি মৌজার ২৭ দশমিক ৮০৯৭ একর ভূমি অধিগ্রহণ।
রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন ‘মাদানী এভিনিউ হতে বালু নদী পর্যন্ত প্রশস্তকরণ এবং বালু নদী হতে শীতলক্ষ্যা নদী পর্যন্ত সড়ক নির্মাণ’ শীর্ষক প্রকল্পের জন্য রূপগঞ্জ উপজেলাধীন রূপগঞ্জ ও নাওড়া মৌজায় বিভিন্ন দাগে শূন্য দশমিক ৯৮৯৬১ একর ভূমি অধিগ্রহণ। ইতপূর্বে এই প্রকল্পে ৩৪ দশমিক ৮৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বাস্তবায়নাধীন ‘ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট’ এর আওতায় ‘আফতাবনগর ও বাড্ডা পাতাল মেট্রোরেল স্টেশনের Entry-Exit, Fair Exit, Ventilation Duct ও Line-5: Southern Route এর সাথে সংযোগ করিডর নির্মাণ’ এর জন্য ২ দশমিক ৪৪৬২ একর ভূমি অধিগ্রহণ প্রস্তাব রয়েছে।
‘সাতক্ষীরা সড়ক ও সিটি বাইপাস সড়ককে সংযুক্ত করে সংযোগ সড়কসহ তিনটি লিংক রোড নির্মাণ’ শীর্ষক প্রকল্পে। ইতমধ্যে ৩০ দশমিক ৭৯ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত শূন্য দশমিক ১৮২৩৫ একর ভূমি অধিগ্রহণের প্রস্তাব গৃহীত হয়।
বিশ্বমানের পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার লক্ষ্যে গাজীপুর সদরে ‘কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন Accelerating and strengthening skill for Economic Transformation (ASSET)’ শীর্ষক প্রকল্পের আওতায় ১৪ দশমিক ৪৯১ একর ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, কৃষি সচিব ড. মুহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড.খ ম কবিরুল ইসলাম, রাজউক এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) মো: সিদ্দিকুর রহমান, ঢাকা বিভাগীয় কমিশনার, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ প্রকল্পের প্রকল্প পরিচালকগণ এবং অনলাইনে যুক্ত ছিলেন ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাতক্ষীরার জেলা প্রশাসকগণ। এছাড়াও প্রত্যাশিত অন্যান্য মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
গিয়াস/শাহিদা/রমজান/আলী/আসমা/২০২৫/১৬৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৫৮২
পদকপ্রাপ্তদের গ্রুপ ফটোসেশনের রেওয়াজ পরিবর্তন হচ্ছে
-সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা
ঢাকা, ২০ মাঘ (৩ ফেব্রুয়ারি):
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, এবছরের একুশে পদক প্রদান অনুষ্ঠান থেকে গ্রুপ ফটোসেশনের প্রচলিত রীতি বাদ দেওয়া হবে। একুশে পদকপ্রাপ্ত গুণিজনদের জন্য গ্রুপ ফটোসেশন আরো সম্মানজনক এবং যুক্তিসঙ্গতভাবে আয়োজন নিয়ে কাজ করছে মন্ত্ৰণালয়।
উপদেষ্টা আরো বলেন, গতকাল থেকে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত গুণিজনদের গ্রুপ ফটোসেশন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। প্রচলিত রীতি অনুযায়ী সরকার বা পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে পুরস্কারপ্রাপ্তদের একটি আনুষ্ঠানিক গ্রুপ ফটোসেশন আয়োজন করা হয়ে থাকে। পূর্বে এ বিষয়ে তেমন কোনো দ্বিমত বা আপত্তি শোনা যায়নি।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, বর্তমান সরকার সংস্কার ও আধুনিকায়নের পথেই অগ্রসর হচ্ছে, তাই যেকোনো প্রচলিত রীতি নতুন করে ভাবার সুযোগ রয়েছে।
#
মনিরুজ্জামান/তৌহিদ/শাহিদা/রমজান/আলী/মাসুম/২০২৫/১৫০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৫৮১
জুলাই বিপ্লবের চেতনা সবার মাঝে জাগ্রত রাখতে বললেন পার্বত্য উপদেষ্টা
ঢাকা, ২০ মাঘ (৩ ফেব্রুয়ারি):
জুলাই বিপ্লবের চেতনা সবার মাঝে জাগ্রত রাখতে বললেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তাহলেই এদেশের পরিবর্তন সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
উপদেষ্টা আজ রাজধানীর বেইলী রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে সরস্বতী পূজা উপলক্ষ্যে বাণী অর্চনা অনুষ্ঠানে এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, স্বাধীনভাবে যার যার ধর্ম পালনের অধিকার সকলেরই রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার সকল ধর্মের মানুষকে স্বাধীনভাবে কাজ করার উৎসাহ জুগিয়ে যাচ্ছে। সরকারের উন্নয়ন কাজে ধর্ম, বর্ণ ও গোত্রের সকলকে সহযোগিতার হাত বাড়াতে হবে। তিনি আরো বলেন, মানুষের মঙ্গল ও কল্যাণে সবাইকে কাজ করতে হবে।
এছাড়া, অনুষ্ঠানে মঙ্গলালোক স্মরণিকা উন্মোচন করা হয়। পরে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন ও জুলাই বিপ্লবে শহিদ পরিবারের সদস্যদের নিকট চেক হস্তান্তর করা হয়।
#
রেজুয়ান/ তৌহিদ/শাহিদা/রমজান/আলী/মাসুম/২০২৫/১৪২৯ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৫৮০
অবৈধ বিদেশি নাগরিকদের বিষয়ে করণীয় নির্ধারণে টাস্কফোর্স গঠন
ঢাকা, ২০ মাঘ (৩ ফেব্রুয়ারি):
বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে করণীয় নির্ধারণে ১১ সদস্যের টাস্কফোর্স গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (নিরাপত্তা ও বহিরাগমন) টাস্কফোর্সের আহ্বায়ক ও বহিরাগমন-২ অধিশাখার যুগ্মসচিব কমিটির সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার), জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপুলিশ মহাপরিদর্শক (ইমিগ্রেশন), ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন), বর্ডার গার্ড বাংলাদেশ এর পরিচালক (অপারেশন উইং), প্রধান উপদেষ্টার কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক (বহিঃসম্পর্ক সংযোগ উইং) এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের পরিচালক (এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড লিয়াঁজো ব্যুরো)।
টাস্কফোর্স বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে গৃহীত সার্বিক কার্যক্রমের সমন্বয় সাধন ও পরামর্শ প্রদান করবে। কমিটি এ সংক্রান্ত বিষয়াদির ওপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান ও প্রয়োজনবোধে সুপারিশ প্রণয়ন করতে পারবে। এছাড়া, কমিটি প্রয়োজনে যেকোনো কর্মকর্তা বা ব্যক্তিকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাতে পারবে এবং প্রয়োজনে কো-অপ্ট করতে পারবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন-২ শাখার উপসচিব মোঃ কামরুজজামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে আজ এ টাস্কফোর্স গঠন করা হয়েছে।
#
ফয়সল/তৌহিদ/শাহিদা/রমজান/আলী/মাসুম/২০২৫/১৪২৯ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৫৭৯
জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন করলেন তথ্য ও সম্প্রচার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা
ঢাকা, ২০ মাঘ (৩ ফেব্রুয়ারি):
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
মোঃ নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনকালে তাঁরা হিন্দু সম্প্রদায়ের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পূজা উদ্যাপন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জগন্নাথ হলের মূল পূজামণ্ডপের বাইরে ঢাকা বিশ্বিবদ্যালয়ের বিভিন্ন বিভাগে আরো ৭২টি পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে।
#
মামুন/তৌহিদ/শাহিদা/রমজান/আলী/মাসুম/২০২৫/৯৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫৭৮
বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে প্রায় ৬৫ কোটি টাকার অনুদান সহায়তা চুক্তি স্বাক্ষর
ঢাকা, ২০ মাঘ (৩ ফেব্রুয়ারি) :
জাপান সরকার বাংলাদেশকে ৮৩৫ মিলিয়ন জাপানিজ ইয়েন (সমপরিমাণ আনুমানিক ৬৪ দশমিক ৮৭ কোটি টাকা বা ৫ দশমিক ৪৫ মিলিয়ন ইউএস ডলার) অনুদান সহায়তা প্রদান করবে। এ বিষয়ে আজ বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে ‘বিনিময় নোট’ ও ‘অনুদান চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতায় পরিবেশ অধিদপ্তর বাস্তবায়িতব্য ‘Project for the Improvement of Equipment for Air Pollution Monitoring’ শীর্ষক প্রকল্পের অনুকূলে অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোঃ শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী এবং জাপান সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত SAIDA Shinichi ‘বিনিময় নোট’ ও ঢাকায় নিযুক্ত জাইকা’র চিফ রিপ্রেজেন্টেটিভ ICHIGUCHI Tomohide ‘অনুদান চুক্তি’ স্বাক্ষর করেন। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাপানের Parliamentary Vice Minister for Foreign Affairs, IKUINA Akiko এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ঢাকা ও চট্টগ্রামে যানবাহন থেকে নির্গত দূষিত বায়ুর প্রভাব বিশ্লেষণের জন্য Continuous Air Monitoring Stations (CAMS) স্থাপন এবং বায়ু দূষণকারী উপাদান পরিমাপ ও বিশ্লেষণ করা। পরিবেশ অধিদপ্তর মার্চ ২০২৫ থেকে জুন ২০২৮ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
দ্বিপাক্ষিক পর্যায়ে জাপান বাংলাদেশের একক বৃহত্তম উন্নয়ন সহযোগী দেশ। স্বাধীনতার পর থেকে এ যাবৎ জাপান সরকার ৩২ দশমিক ৬১ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতি প্রদান করেছে। বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে জাপান গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। নমনীয় ঋণ ছাড়াও জাপান বিভিন্ন প্রকল্পে অনুদান ও কারিগরি সহায়তা প্রদান করছে, যার মধ্যে মানবসম্পদ উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষা বিশেষভাবে উল্লেখযোগ্য।
অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আজ এ তথ্য জানানো হয়েছে।
#
মাহমুদুল/তৌহিদ/শাহিদা/রমজান/আলী/আসমা/২০২৫/১২৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী &nbs