Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ ফেব্রুয়ারি ২০১৮

তথ্যবিবরণী ০৬/০২/২০১৮

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৪১৯
 
মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে
 
উখিয়া (কক্সবাজার), ২৪ মাঘ (৬ ফেব্রুয়ারি) :
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৪টি কেন্দ্র্রের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে। 
আজ কুতুপালং ক্যা¤েপ ৪৬ জন পুরুষ, ৪৫জন নারী মিলে ৯১ জন, নোয়াপাড়া ক্যাম্পে ২৫ জন পুরুষ, ৪৫ জন নারী মিলে ৭০ জন, থাইংখালী ক্যাম্পে ৯১ জন পুরুষ, ১ শত ১৯ জন নারী মিলে ২ শত ১০ জন, বালুখালী ক্যাম্পে ৮৪ জন পুরুষ, ৯৩ জন নারী মিলে ১ শত ৭৭ জন এবং পুরোদিনে ৪টি কেন্দ্রে মোট ৫ শত ৪৮ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে। 
আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ১০ লাখ ৬০ হাজার ১ শত ৭০ জনের নিবন্ধন করা হয়েছে। 
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আজ পর্যন্ত ৩৬ হাজার ৩ শত ৭৩ জন এতিম শিশু শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৭ হাজার ৩ শত ৯৫ জন ছেলে এবং ১৮ হাজার ৯ শত ৭৮ জন মেয়ে। বাবা-মা কেউ নেই এমন এতিম শিশুর সংখ্যা ৭ হাজার ৭ শত ৭১ জন। 
উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক ৫ ফেব্রুয়ারি  পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকের সংখ্যা ৬ লাখ ৮৯ হাজার ৪০ জন ।  অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে। ২৫ আগস্ট, ২০১৭ এর পূর্র্বে আগত মিয়ানমার নাগরিকের সংখ্যা ২ লাখ ৪ হাজার ৬০ জন।
#
 
বশার/মাহমুদ/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯৫০ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                    নম্বর : ৪১৮
 
স্পিকার দেশে ফিরেছেন
 
ঢাকা, ২৪ মাঘ (৬ ফেব্রুয়ারি) :
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী  জাতিসংঘ সদর দপ্তরে ‘কমিশন ফর স্যোসাল ডেভেলপমেন্ট’ এর ৫৬তম অধিবেশন উপলক্ষে ‘বয়স্ক জনগোষ্ঠীর জন্য ২০০২ সালে গৃহীত মাদ্রিদ ইন্টারন্যাশনাল প্ল্যান অভ্ অ্যাকশান এর তৃতীয় রিভিউ ও এপরাইজালের আঞ্চলিক ফলাফলের উপর গ্লোবাল রিভিউ (ঞযব মষড়নধষ ৎবারবি ড়ভ ঃযব ড়ঁঃপড়সবং ড়ভ ঃযব ঃযরৎফ ৎবারবি ধহফ ধঢ়ঢ়ৎধরংধষ ড়ভ ঃযব গধফৎরফ ওহঃবৎহধঃরড়হধষ চষধহ ড়ভ অপঃরড়হ ড়হ অমবরহম, ২০০২)’ সংক্রান্ত উচ্চ পর্যায়ের আলোচনাসভায় অংশগ্রহণ শেষে আজ দেশে ফিরেছেন।  উচ্চ পর্যায়ের এই আলোচনাসভায় তিনি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিনিধিত্ব করেন।
সফরকালে তিনি জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিভাগ (ডেসা)- এর আন্ডার সেক্রেটারি জেনারেল জেনমিন লিউ’র (তযবহসরহ খরঁ) সাথে বৈঠক করেন।
স্পিকারকে অভ্যর্থনা জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবদুর রব হাওলাদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
#
 
তারিক/মাহমুদ/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৭/ ১৯৪০ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                      নম্বর :  ৪১৭

টিভি মালিকদের তথ্যমন্ত্রী
সম্প্রচারের মন্ত্র শান্তি, উন্নয়ন ও অসাম্প্রদায়িকতা

ঢাকা, ২৪ মাঘ (৬ ফেব্রুয়ারি) :
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘দেশপ্রেম বুকে নিয়ে শান্তি, উন্নয়ন ও অসাম্প্রদায়িকতার মন্ত্রে উজ্জীবিত সম্প্রচার দেশ ও জনগণের কল্যাণ বয়ে আনবে। জঙ্গি উস্কানি ও ভাষাবিকৃতি পরিহার করে দেশজ সংস্কৃতির লালন ও বিকাশে কাজ করা দেশের টেলিভিশনগুলোর নৈতিক দায়িত্ব।’
    আজ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এসোসিয়েশন অভ্ টেলিভিশন চ্যানেল ওনার্স (এটকো) প্রতিনিধিদের সাথে বৈঠকে সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, প্রধানমন্ত্রীর শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা ও এটকো’র সভাপতি সালমান এফ রহমান এবং তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।
    মন্ত্রী বলেন, ‘সংবিধানের চার মূলনীতি, জাতির পিতার স¦াধীনতার ঘোষণা, ত্রিশ লক্ষ শহীদ, একাত্তরের গণহত্যার মতো মীমাংসিত বিষয়কে বিতর্কিত করবেন না। মনে রাখতে হবে, মুক্তিযোদ্ধা ও রাজাকারকে একপাল্লায় মাপা যায় না।’
    সভাশেষে ডিজিটাল প্রযুক্তি আইনের ৩২ ধারা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আইনটি সংসদীয় কমিটির বিবেচনার জন্য যাবে। প্রস্তাবিত আইনটির বিষয়ে কারো কোনো উদ্বেগ, উৎকণ্ঠা বা পরামর্শ থাকলে তা তথ্য মন্ত্রণালয়ে জানালে মন্ত্রণালয় সে প্রস্তাবগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে অগ্রায়ণ করবে।
    বৈঠকে কেবল অপারেটরদেরকে দেশি টিভি চ্যানেলগুলো প্রদর্শনক্রমের প্রথমে রাখার জন্য মন্ত্রণালয় থেকে দেয়া পূর্বের নির্দেশ যথাযথভাবে পালিত হচ্ছে কি না তা পরিবীক্ষণের সিদ্ধান্ত হয়। সেই সাথে টেলিভিশন চ্যানেলগুলোর ব্যয় কমানো ও আয় বৃদ্ধির বিভিন্ন আইনগত দিক নিয়েও সভায় আলোচনা হয়।
    তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ, প্রধান তথ্য অফিসার কামরুন নাহার, অতিরিক্ত সচিব (সম্প্রচার) মোঃ মোশাররফ হোসেন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন অর রশীদ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের, দীপ্ত টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, দেশ টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান এবং বাংলাভিশনের পরিচালক মোঃ আশরাফ উদ্দিন আহমেদ সভায় অংশ নেন।  
#

আকরাম/মাহমুদ/ফারহানা/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৮/১৯৪০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                    নম্বর :  ৪১৬
 
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক 
 
ঢাকা, ২৪ মাঘ (৬ ফেব্রুয়ারি) :
 
দশম জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠক কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলামের সভাপতিত্বে আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। 
 
কমিটির সদস্য কামাল আহমেদ মজুমদার, মোঃ জাহিদ আহসান রাসেল, এ কে এম ফজলুল হক, মোঃ আবু জাহির, আবু সালেহ মোহাম্মদ সাঈদ (দুলাল), বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরী এবং নূরজাহান বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।
 
পরবর্তী বৈঠকে প্রধান প্রকৌশলী উপস্থিত থেকে ন্যামভবন থেকে সংসদভবন যাওয়ার আন্ডারপাস নির্মাণ কাজের অগ্রগতির বিষয়ে কমিটিকে অবহিত করবেন মর্মে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়।  
 
বৈঠকে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০০-১৪২ তলাবিশিষ্ট আইকনিক বহুতল টাওয়ার নির্মাণকল্পে জমি নিলাম কার্যক্রম প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
 
কমিটি ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৮’ এবং ‘খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৮’ নিয়ে আলোচনার জন্য আলাদা বৈঠক করার সুপারিশ করে।
 
বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, রাজউকের চেয়ারম্যান, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
#
 
আবছার/মাহমুদ/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৫০ ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ৪১৫
 
সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ২৪ মাঘ (৬ ফেব্রুয়ারি) :
দশম জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৭৮তম বৈঠক আজ জাতীয় সংসদের কেবিনেটকক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর  বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য  মোঃ আব্দুস শহীদ, মোঃ মোসলেম উদ্দিন, পঞ্চানন বিশ্বাস, মোঃ রুস্তম আলী ফরাজী, 
মোঃ শামসুল হক টুকু, রেবেকা মমিন এবং বেগম ওয়াসিকা আয়েশা খান বৈঠকে অংশগ্রহণ করেন।
 বৈঠকে  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের ২০১২-১৩ অর্থবছরের বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প সম্পর্কিত  মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের  বার্ষিক অডিট রিপোর্ট ২০১৩-১৪ এর অডিট আপত্তির অনুচ্ছেদ ৬,৭,৮,১০,১১,১২ ও ১৩ নিয়ে আলোচনা হয় এবং অডিট আপত্তিগুলো কমিটি কর্তৃক প্রদত্ত নির্দেশনার আলোকে নিষ্পত্তির সুপারিশ করা হয়।
বৈঠকে ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রে পুনর্বাসন ও আধুনিকায়ন প্রকল্পের প্রকল্প সমাপ্তির পর অব্যয়িত অর্থ, অব্যয়িত সিডি ভ্যাট এবং ব্যাংক সুদ বাবদ সর্বমোট ৫১ লাখ ৯৭ হাজার ৫শত ৮৬ টাকা সরকারি কোষাগারে জমা হয়নি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে আপত্তিটি অডিট অফিসের সন্তুষ্টি সাপেক্ষে নিষ্পত্তির সুপারিশ করা হয়। এছাড়া পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ লিমিটেড কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান/ঠিকাদারের বিলের বিপরীতে আয়কর ও ভ্যাট বাবদ ৫ কোটি ৫৫ লাখ ২৬ হাজার ৬ শত ১৪ টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়নি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে আপত্তিটি অডিট অফিসের সন্তুষ্টি সাপেক্ষে নিষ্পত্তির সুপারিশ করা হয়।
 বৈঠকে  বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত প্রকল্পে সরবরাহকারীর বিল থেকে ভ্যাট বাবদ ২১ কোটি ৬২ লাখ ২৮ হাজার ৬ শত ৭৮ টাকা ৯০ পয়সা আদায় করা হয়নি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি আপত্তিটি  নিষ্পত্তির সুপারিশ করে।
মর্ডানাইজেশন অভ্ সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপ বাস্তবায়িত প্রকল্পে পিপিআর-২০০৮ অনুযায়ী দরপত্রের বৈধতার মেয়াদকালীন সময়ের মধ্যে কারিগরি মূল্যায়ন কমিটি(টিইসি) কর্তৃক দরপত্রের কারিগরি মূল্যায়ন না করায় প্রকল্পের ১২ কোটি ৬৫ লাখ ২৬ হাজার ৪শত ৭২ টাকা ৪০ পয়সা অতিরিক্ত ব্যয় মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি আপত্তিটি নিষ্পত্তির সুপারিশ করে। এছাড়া বাংলাদেশ রেলওয়ের রাজশাহী পশ্চিম কার্যালয়ে বাস্তবায়িত প্রকল্পে ঠিকাদারকে অসম্পূর্ণ কাজের জন্য ৬৬ লাখ  ৫০ হাজার ৪ শত ৬০ টাকা  এবং কোন কাজ না করা সত্ত্বেও ৭৯ লাখ ৬৫ হাজার ৫শত ৪০ টাকা সর্বমোট ১ কোটি ৪৬ লাখ ১৬ হাজার টাকা পরিশোধ করায়  সরকারি স্বার্থ প্রশ্নবিদ্ধ মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি আপত্তিটি নিষ্পত্তির সুপারিশ করে। বাংলাদেশ রেলওয়ের রাজশাহী পশ্চিম কার্যালয়ে বাস্তবায়িত প্রকল্পে কাজ সম্পন্ন না করেই অনিয়মিত পরিশোধ ৯ কোটি ৬১ লাখ  টাকা  মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি আপত্তিটি নিষ্পত্তির সুপারিশ করে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোফাজ্জেল হোসেন এবং  বাংলাদেশ জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।  
#
 
নূরুল হুদা/মাহমুদ/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৪৫  ঘণ্টা  

তথ্যবিবরণী ০৬/০২/২০১৮                                                                                  নম্বর : ৪১৪

৩২ ধারা অনুসন্ধানী সাংবাদিকতার পথে অন্তরায় হবে না
                                              --- আইনমন্ত্রী
ঢাকা, ২৪ মাঘ (৬ ফেব্রুয়ারি) :
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল সিকিউরিটি আইনের ৩২ ধারা অনুসন্ধানী সাংবাদিকতার পথে অন্তরায় হবে না। তিনি বলেন, সত্য ঘটনা অনুসন্ধান করলে সাংবাদিকদের কেউ ডিজিটাল নিরাপত্তা আইনে ফেলতে পারবে না। এ আইন সাংবাদিকদের সাজা দিতে করা হয়নি। তিনি বলেন, প্রয়োজনে ৩২  ধারার সাথে একটি উপধারা যোগ করা যেতে পারে।
আজ রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ল’ রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন,  আইসিটি আইনের ৫৭ ধারাতে বিভিন্ন অপরাধে সাত থেকে চৌদ্দ বছর মেয়াদে সাজার বিধান ছিল। তাছাড়া ওই আইনে অপরাধগুলো স্পষ্ট ছিল না। ডিজিটাল সিকিউরিটি আইনে অপরাধগুলো স্পষ্ট করা হয়েছে। ছোট অপরাধ করলে ছোট সাজা ও বড় অপরাধ করলে বড় সাজা প্রদানের বিধান রয়েছে।
আইনমন্ত্রী বলেন, ৩২ ধারায় যে সকল অপরাধের উল্লেখ রয়েছে সেগুলো পেনাল কোডেও রয়েছে। কিন্তু  ডিজিটাল ডিভাইসের মাধ্যমে কেউ ওই অপরাধগুলো করলে পেনাল কোড মামলায় অপরাধীদের শাস্তি দেয়া যেত না। এ কারণে ওই আইন করা হয়েছে।
আনিসুল হক বলেন, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে যদি গুপ্তচরবৃত্তি হয় সেক্ষেত্রেই এই ধারা প্রযোজ্য। যেমন, রিজার্ভ ব্যাংকের টাকা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে লুট করা হয়েছে। এসব ক্ষেত্রে বিচারের জন্যই এই ধারা রাখা হয়েছে।
ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) এর সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক সভাপতি এম বদি-উজ-জামান, সহসভাপতি মাশহুদুল হক, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম পান্নু ও কোষাধ্যক্ষ আহমেদ সরোয়ার হোসেন ভূঁঞাও উপস্থিত ছিলেন।
#
রেজাউল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭২৫ঘণ্টা  

Todays handout (3).docx Todays handout (3).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon