Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ জুন ২০১৬

তথ্যবিবরণী ১৬ জুন ২০১৬

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৯৩

আশুগঞ্জে ট্রান্সশিপমেন্ট কার্যক্রম উদ্বোধন


আশুগঞ্জ (ব্রাক্ষ্মণবাড়িয়া), ২ আষাঢ় (১৬ জুন) :
    বাংলাদেশ-ভারত নৌ-প্রটোকল এর আওতায় ট্রান্সশিপমেন্ট কার্যক্রম আজ আনুষ্ঠানিকভাবে শুরম্ন হয়েছে।

    নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান আজ আশুগঞ্জে বিআইডবিস্নউটিএ এর কার্গোঘাট সংলগ্ন জেটিতে ট্রান্সশিপমেন্ট কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সংসদ সদস্য এডভোকেট মো. জিয়াউল হক মৃধা, এনবিআর এর চেয়ারম্যান মো. নজিবুর রহমান, নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, বিআইডবিস্নউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক এবং বাংলদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা উপসি'ত ছিলেন।

    ট্রান্সশিপমেন্ট উপলড়্গে নৌপথে কলকাতা থেকে আশুগঞ্জে এসেছে এক হাজার টন স্টিলশিট। আশুগঞ্জ থেকে সড়কপথে ট্রাকযোগে আখাউড়া হয়ে সেগুলো যাবে আগরতলায়। এজন্য বাংলাদেশ টনপ্রতি ১৯২ টাকা হারে মাশুল পাবে। এর মধ্যে বিআইডবিস্নউটিএ ১০ টাকা, সড়ক বিভাগ ৫২ এবং শুল্ক বিভাগ পাবে ১৩০ টাকা। 

    মন্ত্রী বলেন ট্রান্সশিপ পণ্য পরিবহণের মাধ্যমে বাংলাদেশি নৌযান ট্রাক এবং ট্রেইলর মালিক-শ্রমিকরা লাভবান হবে। এতে কর্মসংস'ানের সুযোগ সৃষ্টি হবে এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। আশুগঞ্জ বন্দর হয়ে উঠবে কর্মচঞ্চল।

#
জাহাঙ্গীর/মাহমুদ/সেলিম/মোশারফ/আব্‌বাস/২০১৬/২১০৫ ঘণ্টা    

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৯৯২                                 

সরকারি কর্মচারীদের চলতি মাসের বেতন ২৬ জুন

ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন):

    পবিত্র ঈদুল ফিতর উপলড়্গে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড কর্মকর্তা ও কর্মচারীদের জুন মাসের  বেতন-ভাতা এবং সকল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর জুন মাসের  পেনশনের অর্থ ২৬ জুন তারিখে প্রদান করা হবে।

    আজ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ট্রেজারি ব্যবস'াপনা অধিশাখা হতে এ বিষয়ে আদেশ জারি করা হয়। 

#

হায়দার/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৮২০ ঘণ্টা    

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৯৯১                                 

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে থাইল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাড়্গাৎ

ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন):

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরম্নল হামিদের সাথে বাংলাদেশে  থাইল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূত পানপিমন সুয়ান্নাপনংস (চধহঢ়রসড়হ ঝঁধিহহধঢ়ড়হমংব) আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিসকড়্গে সৌজন্য সাড়্গাৎ করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশিস্নষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। 

    থাইল্যান্ডের রাষ্ট্রদূত বাংলাদেশ ও থাইল্যান্ডের পারস্পরিক সহযোগিতার ওপর গুরম্নত্বারোপ করে বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে থাইল্যান্ড বাংলাদেশের সাথে একযোগে কাজ করতে আগ্রহী। গভীর সমুদ্র বন্দর, প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট, এলপিজি, এলএনজি, বেসরকারি বিনিয়োগ, ট্যুরিজম, হসপিটালিটি ও হোটেল ম্যানেজমেন্ট, নবায়নযোগ্য জ্বালানি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়।   

    প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বলেন, আমরা পারস্পরিক সহযোগিতাকে বিশেষ গুরম্নত্ব্ব দেই। তিনি রাষ্ট্রদূতকে জানান, থাইল্যান্ডের কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশে এলএনজি, এলপিজি ইত্যাদি জ্বালানি খাতে যৌথ বিনিয়োগে কাজ করতে আগ্রহী। বাংলাদেশে বিনিয়োগ করলে দ্রম্নত লাভ পাওয়া যায় এবং ট্যাক্স হলিডেসহ নানা সুবিধা প্রদান করা হয় মর্মে তিনি রাষ্ট্রদূতকে অবহিত করেন।      

    সাড়্গাতে অন্যান্যের মধ্যে থাই দূতাবাসের কাউন্সিলর ওরানাস ওয়াথায়ন (ঙৎধহঁং ডধঃঃযধুধহড়হ) উপসি'ত ছিলেন।  

#

আসলাম/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৮০০ ঘণ্টা    

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৯৯০                                 

দেশের চাহিদা মিটিয়ে ফল রপ্তানি করা সম্ভব 
                    -- বাণিজ্যমন্ত্রী

ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন):

    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিদেশে বাংলাদেশের উৎপাদিত ফলের প্রচুর চাহিদা রয়েছে। দেশের অভ্যনত্মরীণ চাহিদা মিটিয়ে অনেক ফল বিদেশে রপ্তানি করা সম্ভব। এ জন্য ফল প্রক্রিয়াকরণ করতে হবে। সরকারের ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মোতাবেক রপ্তানি পণ্যসংখ্যা বৃদ্ধি ও রপ্তানি বাজার সম্প্রসারণ করা হচ্ছে। প্রচলিত রপ্তানি পণ্যের পাশাপাশি অপ্রচলিত পণ্য রপ্তানি বৃদ্ধি করতে সরকার উৎসাহ প্রদান করে যাচ্ছে। অপ্রচলিত পণ্য হিসেবে বাংলাদেশে ফল রপ্তানি লাভজনক হবে। 

    মন্ত্রী আজ ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউট অডিটরিয়ামে কৃষি মন্ত্রণালয় আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় ফলদ বৃড়্গ রোপণ পড়্গ ২০১৬ ও জাতীয় ফল প্রদর্শনীর উদ্বোধন করে ‘অর্থ পুষ্টি স্বাস'্য চান দেশি ফল বেশি খান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 

    মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশের চাহিদা মিটিয়ে বাংলাদেশ এখন চাল রপ্তানি করছে। যুদ্ধবিধ্বসত্ম স্বাধীন বাংলাদেশের হাল ধরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুজলা. সুফলা একটি সুন্দর দেশ গড়ার ঘোষণা দিয়েছিলেন। আজ তাঁরই যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী পরিকল্পনা ও দড়্গ ব্যবস'াপনার মাধ্যমে বঙ্গবন্ধুর সেই স্বপ্নের বাসত্মবায়ন হয়েছে। এখন ৩০ থেকে ৪০ লাখ মেট্রিক টন চাল রপ্তানি করতে পারবে বাংলাদেশ। 

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ফলেও বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হতে যাচ্ছে। আগের চেয়ে এখন অনেক বেশি ফল বাংলাদেশে উৎপাদিত হচ্ছে। এখন বিজ্ঞানীদের আনত্মর্জাতিক চাহিদা মোতাবেক ফলের জাত উদ্ভাবন করতে হবে। ফল প্রক্রিয়াকরণ আধুনিক করতে হবে। বাংলাদেশের ফল রপ্তানিযোগ্য করে তুলতে হবে। 

    কৃষি সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুলস্নাহ্‌ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় সংসদে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. আবুল কালাম আযাদ বক্তব্য রাখেন। সেমিনারে মূলপ্রবন্ধ উপস'াপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মাহববুর রহমান।
#

বকসী/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৭৩০ ঘণ্টা    

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ১৯৮৯
 
বেতার ও টিভি সংবাদে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির খবর যোগ করুন
                                              ----তথ্যমন্ত্রী
ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন) :
    বেতার ও টেলিভিশনের সংবাদ বুলেটিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক খবর আলাদা শিরোনামে পরিবেশনের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মন্ত্রী বলেন, জাতীয়, আন্তর্জাতিক, ব্যবসা-বাণিজ্য ও খেলাধুলার সংবাদের সাথে সাথে যুগের চাহিদা এবং ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রার সাথে মিল রেখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক খবর গুরুত্ব সহকারে প্রচারের দাবি রাখে।
    আজ রাজধানীর দারুস সালামে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের নবনির্মিত ‘রাসেল মিলনায়তন’ উদ্বোধনের পর ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তির হালচাল তুলে ধরতে বেতার ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাণে গণমাধ্যমকর্মীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী সংবাদ সম্প্রচারের পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক তথ্যনির্ভর অনুষ্ঠান নির্মাণ ও প্রচারের জন্যও দেশের সকল গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।
    তথ্যমন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আশির্বাদকে বাংলাদেশে সফলভাবে প্রয়োগ এবং জঙ্গি-সন্ত্রাস নির্মূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগকে এগিয়ে নিতে গণমাধ্যম অগ্রণী ভূমিকা পালন করতে পারে। কারণ এ মুহুর্তে সরকার কিভাবে তথ্যপ্রযুক্তির আশির্বাদকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিচ্ছে ও জঙ্গি-সন্ত্রাস থেকে  দেশকে রক্ষা করছে, জনগণের  তা জানার অধিকার রয়েছে।
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধির গুণকে কাজে লাগিয়ে ‘ডিজিটাল মানুষ, ‘ডিজিটাল সমাজ’ ও ‘ডিজিটাল প্রশাসন’ গড়ে তোলার মাধ্যমে বৈষম্য কমানো, নারীর ক্ষমতায়ন, সুশাসন, দক্ষ জনসম্পদ গড়া, পরিবেশ সুরক্ষা ও জনগণ-সরকারের ঘনিষ্ঠতা বৃদ্ধি করে চলেছেন উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, এ নতুন বিপ্লবের তথ্য মানুষের কাছে পৌঁছে দেয়া গণমাধ্যমেরই দায়িত্ব ।
    জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মো. নূরুল ইসলামের সভাপতিত্বে তথ্য সচিব মরতুজা আহমদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের পরিচালক কবীর বিন আনোয়ার কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
    প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী, বাংলাদেশ বেতারের মহাপরিচালক একেএম নেছার উদ্দিন ভূঁইয়া, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বেগম কামরুন নাহার, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ লিয়াকত আলী খান, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা মালেক, নিমকো’র অতিরিক্ত মহাপরিচালক শচীন্দ্রনাথ হালদার, কর্মশালা উপদেষ্টা মো. ওয়ালিউর রহমান, রেডিও টুডে’র উপদেষ্টা মো. মনিরুজ্জামান খান, এবিসি রেডি’র উপদেষ্টা মনোরঞ্জন দাশ, বিএনএনআরসি’র প্রধান নির্বাহী এ এইচ এম বজলুর রহমান, এটিএন বাংলার উপদেষ্টা নওয়াজেস আলী খান, এটিএন নিউজের বার্তা প্রধান মুন্নী সাহা, এসএ টিভি’র উপদেষ্টা খ ম হারুন, চ্যানেল টুয়েন্টি ফোর এর সম্পাদক রাহুল রাহা, পরীক্ষাধীন নিউজ টুয়েন্টি ফোর এর প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নী ও কর্মশালা পরিচালক নিতাই কুমার চ্যানেল নাইন এর বার্তা সম্পাদক শংকর মৈত্রের সঞ্চালনায় কর্মশালায় মতামত ব্যক্ত করেন।
#
আকরাম/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৬/১৭৫২ ঘণ্টা    

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৮৮
 
শিশুশ্রম নিরসনে কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে
                                         -- শ্রম প্রতিমন্ত্রী

ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন):
    শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, ২০২১ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সরকারি-বেসরকারি পর্যায়ে কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে সরকার।
    তিনি আজ ঢাকায় সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম আয়োজিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে শিশুশ্রম নিরসনে পথ নির্দেশনা (রোডম্যাপ) তৈরি বিষয়ক জাতীয় পরামর্শক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
    প্রতিমন্ত্রী বলেন, শিশুশ্রম নিরসনে বিভিন্ন মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট নির্ধারণ করে সমনি¦ত উদ্যোগ গ্রহণ করা হবে। শিশুশ্রম নিরসনে আমাদের মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে এবং মানসিকতার পরিবর্তন আনতে হবে। এ বিষয়ে কাজ করার এখনই উপযুক্ত সময়।
    শিশুশ্রম নিরসনে মন্ত্রণালয়, বিভাগ, বেসরকারি সংস্থা এবং গণমাধ্যম একসাথে কাজ করলে জাতিসংঘের নির্ধারিত উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে ২০২৫ সালের মধ্যে শিশুশ্রম নিরসনে বাংলাদেশ সফল হবে বলে শ্রম প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
    বাংলাদেশ শিশু অধিকার ফোরামের চেয়ারপারসন মো. এমরানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন খালিদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব খন্দকার মোস্তান হোসেন এবং বাংলাদেশ শিশু অধিকার ফোরামের পরিচালক আব্দুস শহীদ মাহমুদ সভায় বক্তৃতা করেন।
#

আকতারুল/মাহমুদ/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৬/১৭৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৮৭
 
প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সম্পর্কে উঠান বৈঠক অনুষ্ঠিত

রূপসা,(খুলনা), ২ আষাঢ় (১৬ জুন):
২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগের প্রচার কাজের অংশ হিসেবে খুলনা জেলা তথ্য অফিস আজ সকালে রূপসা উপজেলার কাজদিয়া সাহাপাড়া মন্দির প্রাঙ্গণে উঠান বৈঠকের আয়োজন করে।
    উঠান বৈঠকে বক্তব্য রাখেন রূপসা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন এবং ইউনিসেফ প্রতিনিধি সুফিয়া আক্তার ও রূপসা সদর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার দাশ। স্বাগত বক্তৃতা করেন খুলনা জেলা তথ্য অফিসের উপপরিচালক ম. জাভেদ ইকবাল।
    শেখ হাসিনার বিশেষ ১০ উদ্যোগ জনসাধারণের মাঝে পরিচিত করানোর লক্ষ্যেই খুলনা জেলা তথ্য অফিস এ উঠান বৈঠকের আয়োজন করে। ১০টি বিশেষ উদ্যোগের মধ্যে আছে একটি বাড়ি একটি খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা।
    উঠান বৈঠকে বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি তুলে ধরে বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করে মধ্যম আয়ের দেশে পরিণত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।
#

সুলতান/মাহমুদ/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৬/১৭১০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৯৮৬                                  

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন):

    জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪তম বৈঠক আজ কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়।

    কমিটির সদস্য রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক, মো. মোসলেম উদ্দীন, খালিদ মাহমুদ চৌধুরী,
মো. আলী আজগর, মুহাম্মদ মিজানুর রহমান, মো. সিরাজুল ইসলাম মোল্লা, মোহাম্মদ নোমান, ইয়াসিন আলী এবং ফাতেমা জোহরা রানী বৈঠকে অংশগ্রহণ করেন।

    বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের রাজস্ব আয় বৃদ্ধির জন্য রেলওয়ের অব্যবহৃত জমি বিদ্যমান নীতিমালা অনুযায়ী বরাদ্দের বিষয়ে, রেলওয়ের জমি সুষ্ঠু ব্যবহারের লক্ষ্যে ল্যান্ড সার্ভে রিপোর্টের এবং লিজকৃত জমির বকেয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে, রেলওয়ের বরাদ্দকৃত জমি শর্তভঙ্গ এবং জমির শ্রেণি পরিবর্তন সম্পর্কে, রেলওয়ের জমিতে অবৈধ সাবলেট ও বিদ্যুৎ সংযোগকারীদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা সম্পর্কে এবং রেলওয়ের সকল উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।

    বৈঠকে রেলওয়ের সম্পত্তি আইন, ২০১৬ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এবং চলতি অধিবেশনে বিলের রিপোর্ট উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটি পিপিপি এর আওতায় চলমান প্রকল্প দ্রুত সম্পন্ন করতে সুপারিশ করে।

    বৈঠকে আরো উল্লেখ করা হয় যে, অবৈধ দখল রোধ, রাজস্ব আয় বৃদ্ধি, ভূমির মালিকানা স্বত্ব বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের জমিজমা ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালার আওতায় অব্যবহৃত রেলভূমি লাইসেন্স প্রদান করা হচ্ছে।

    রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক এবং মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
                                                            
#

সাব্বির/মাহমুদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৬০০ ঘণ্টা    
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৮৫
 
সাময়িক বন্ধকৃত তিন মেডিকেল কলেজ
বর্তমান শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে

ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন):
সাময়িক বন্ধকৃত তিন মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের লেখাপড়া ও ভবিষ্যতের কথা বিবেচনা করে কলেজগুলোতে বর্তমান ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষার্থীদের মানবিক দিক ও জনস্বার্থ বিবেচনা করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে পূর্ব সিদ্ধান্তের এই সংশোধনী আনা হয়েছে। তবে বেসরকারি মেডিকেল কলেজ পরিচালনা নীতিমালার শর্ত পূরণ না করায় আগামী ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে ঐ তিন কলেজে নতুন শিক্ষার্থী ভর্তির স্থগিতাদেশ যথারীতি বহাল থাকবে।
গত ১২ জুন সচিবালয়ে অনুষ্ঠিত বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম পর্যালোচনা সভায় আশুলিয়ার নাইটিঙ্গেল মেডিকেল কলেজ, রংপুরের নর্দান মেডিকেল কলেজ এবং গাজীপুরের সিটি মেডিকেল কলেজের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়। পরবর্তীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষায় যেন কোনো ব্যাঘাত না ঘটে সে লক্ষ্যে এই সিদ্ধান্ত সংশোধন করে চলমান শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার সুযোগ দেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
তবে ঐদিনের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রামের সাউদার্ন মেডিকেল কলেজ এর উপর ২০১৬-১৭ শিক্ষাবর্ষে নতুন ছাত্রছাত্রী ভর্তির নিষেধাজ্ঞা এবং একই জেলায় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের আসন সংখ্যা ১২৫ থেকে ৭৫ এ কমিয়ে আনার সিদ্ধান্ত বলবৎ থাকবে।  
সার্বিক শিক্ষার পরিবেশ, হাসপাতালের শয্যা ও রোগীর সংখ্যা এবং সেবা কার্যক্রমসহ বেসরকারি মেডিকেল কলেজ নীতিমালার বিভিন্ন শর্ত পূরণ সন্তোষজনক না হওয়ায় সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
#

পরীক্ষিৎ/মাহমুদ/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৬/১৬৩০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৯৮৪                                  

খেলাধুলার প্রসার ও ক্রীড়া অবকাঠামোর ওপর কর্মশালা

ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন):
‘বাংলাদেশে তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার : বর্তমান প্রেক্ষাপট ও করণীয় এবং দেশব্যাপী বিদ্যমান ক্রীড়া অবকাঠামোর পূর্ণ ব্যবহার, চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
 
কর্মশালায় ক্রীড়াখাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি  এবং জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া কর্মকা-ে আরো গতিশীলতা আনয়ন এবং ক্রীড়া ফেডারেশনগুলোর কার্যক্রমকে আরো গতিশীল রাখার ওপর গুরুত্ব দেয়া হয়। এছাড়া যুগোপযোগী একটি ক্রীড়া নীতিমালা প্রণয়নের ওপর মতামত ব্যক্ত করা হয়।

দেশের বিদ্যমান ক্রীড়া স্থাপনাগুলোকে সচল রাখার জন্য নিয়মিতভাবে খেলাধুলা আয়োজনের মাধ্যমে অবকাঠামোগুলোর সঠিক ব্যবহারের ওপর মতামত প্রদান করা হয়।
 
কর্মশালায় একটি সমন্বিত ক্রীড়া কর্মসূচির মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ে নিবিড় প্রশিক্ষণ ও প্রতিযোগিতা আয়োজন এবং ক্রীড়া প্রতিভা অন্বেষণপূর্বক ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করে জাতীয় ও আন্তর্জাতিকমানের খেলোয়াড় সৃষ্টিতে কার্যকরী ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেয়া হয়।

যুব ও ক্রীড়া সচিব কাজী আখতার উদ্দিন আহমদের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাদল রায় ও আসাদুজ্জামান কোহিনুরসহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন ফেডারেশনের প্রতিনিধিগণ ও ক্রীড়া সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

#
শফিকুল/মাহমুদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৫৪৫ ঘণ্টা     
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১৯৮৩
 
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে অভিবাসন বিষয়ে বিশেষ সভা


নিউইয়র্ক, ১৬ জুন :                 

    নিউইয়র্কস্থ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে ১৫ জুন আন্তর্জাতিক অভিবাসন বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি পিটার সাদারল্যান্ডের সাথে ‘ফ্রেন্ডস অভ্ মাইগ্রেশন’ গ্রুপের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধিদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ‘ফ্রেন্ডস অব মাইগ্রেশন’ গ্রুপের অন্যতম কো-চেয়ার হিসেবে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এই সভা আয়োজন করে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন উক্ত সভায় সভাপতিত্ব করেন এবং প্রধান সঞ্চালকের ভূমিকা পালন করেন।
    সভায় সমসাময়িক অভিবাসন কেন্দ্রিক বৈশ্বিক ইস্যুতে পিটার সাদারল্যান্ড গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে অভিবাসীদের অধিকার সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে বৈশ্বিক অভিবাসন ব্যবস্থাপনাকে আরো নিরাপদ, নিয়মতান্ত্রিক, নিয়মিত ও দায়িত্বশীলকরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাছাড়া, আসন্ন ১৯ সেপ্টেম্বর ২০১৬ তারিখে জাতিসংঘে অনুষ্ঠিতব্য ‘ঐরময ষবাবষ সববঃরহম ড়ভ ঃযব ঢ়ষবহধৎু ড়ভ ঃযব এবহবৎধষ অংংবসনষু ঃড় ধফফৎবংং ষধৎমব সড়াবসবহঃং ড়ভ ৎবভঁমববং ধহফ সরমৎধহঃং’ থেকে অভিবাসীদের বিভিন্ন সমস্যা নিরসনে একটি যুগোপযোগী ‘এষড়নধষ ঈড়সঢ়ধপঃ’ প্রণয়নের বিষয়ে বিশ্বনেতৃবৃন্দের পক্ষ থেকে প্রাথমিক নির্দেশনা লাভের উপরেও তিনি গুরুত্ব আরোপ করেন। সাদারল্যান্ড ‘এষড়নধষ ঋড়ৎঁস ভড়ৎ গরমৎধঃরড়হ ধহফ উবাবষড়ঢ়সবহঃ (এঋগউ)’ এর চেয়ার হিসেবে অভিবাসন বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচালিত কূটনীতিক প্রচেষ্টারও ভূয়সী প্রশংসা করেন।    
    গ্রুপভুক্ত ৩৩টি দেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত, উপস্থায়ী প্রতিনিধি এবং উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কূটনীতিকবৃন্দ এই সভায় উপস্থিত ছিলেন।
#

মোবাস্বেরা/নুসরাত/গিয়াস/আসমা/২০১৬/১৩৪০ ঘণ্টা  
 তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৯৮২                                   


জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আব্দুর রাজ্জাক খানের মৃত্যুতে স্পিকারের শোক

ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন):
বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও ৩য় ও ৪র্থ জাতীয় সংসদে জাতীয় পার্টি থেকে নির্বাচিত পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুর রাজ্জাক খান ১৬ জুন বৃহস্পতিবার ঢাকার শেরে বাংলানগর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মুত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি-ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ শোক জানিয়েছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা  প্রকাশ করেন।
 সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুর রাজ্জাক খানের নামাজে জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়।
ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ আতিউর রহমান আতিক, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য গুণগ্রাহী জানাজায় শরিক হন।
জানাজা শেষে স্পিকারের পক্ষে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ ও হুইপবৃন্দ এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির পক্ষে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া জাতীয় পার্টি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এর আগে মরহুমের রাজনৈতিক সহকর্মীবৃন্দ ও পরিবারের পক্ষ থেকে তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
#
হুদা/মোবাস্বেরা/খাদীজা/গিয়াস/রফিকুল/কামাল/২০১৬/১৩১০ ঘণ্টা    
 
তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৯৮১                                    
বাজার তদারকি
৪৯ প্রতিষ্ঠানকে ২ লাখ ১৯ হাজার টাকা জরিমানা

ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন):
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয় বিভাগীয় ও জেলা কার্যালয় ১৪ জুন ঢাকা মহানগর, ভোলা, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, যশোর, গোপালগঞ্জ ও পটুয়াখালীতে বাজার তদারকি করে। তদারকিকালে ৪৯টি প্রতিষ্ঠানকে ২ লাখ ১৯ হাজার ৭শ’ টাকা জরিমানা করা হয়।
    ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে মিলিনিয়াম চাইনিজকে ১০ হাজার টাকা, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে তালুকদার বেকারিকে ৩ হাজার টাকা, ঈধৎব ফ্যামিলিকে ১০ হাজার টাকা এবং পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে রাজধানী মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা, মতিঝিল এলাকায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে খানা বাসমতিকে ৮ হাজার টাকা এবং অভিযোগের ভিত্তিতে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে খানা বাসমতিকে ২ হাজার টাকা ও নিউ ক্যাফে মিলকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং ২ জন অভিযোগকারীকে জরিমানার শতকরা ২৫ হিসাবে ১ হাজার ৫শ’ টাকা প্রদান করা হয়।
    পল্টন এলাকায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রে কারচুপির অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ২০ হাজার ৫শ’ টাকা,    নিউ মার্কেট এলাকায় পরিমাপে কারচুপির অপরাধে মহাদেবের মাছের দোকানকে ১ হাজার টাকা, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে সোবহান স্টোরকে ১ হাজার টাকা ও হাজী ইউসুপ আলীর মাছের দোকানকে ২ হাজার টাকা, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রে কারচুপির অপরাধে নূরুলের সবজির দোকানকে ৫শ’ টাকা ও আব্দুল জব্বারের মাংসের দোকানকে ১ হাজার টাকা, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে নূরানী হোটেলকে ৪০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়ের অপরাধে লাইফ কেয়ারকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
    এছাড়া ভোলা সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা, মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ১০টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার ৭শ’ টাকা, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ৮টি প্রতিষ্ঠানকে ৬১ হাজার টাকা, যশোর সদর উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫শ’ টাকা, গোপালগঞ্জ সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫শ’ টাকা এবং পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।  
    তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও মহানগর পুলিশ, ক্যাব, মৎস্য কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, স্যানিটারি ইন্সপেক্টর ও ঢাকা সিটি কর্পোরেশনের প্রতিনিধি তদারকি কার্যে সহায়তা করে।
#
আফরোজা/মোবাস্বেরা/নুসরাত/খাদীজা/রফিকুল/কামাল/২০১৬/১৩০০ ঘণ্টা

Handout                                                                                                                  Number :1980 

Dhaka, Washington working closely to climinate violent extremism

Washington, DC, 16 June :

            Bangladesh Ambassador to the USA Mohammad Ziauddin Wednesday said Bangladesh is closely working with the United States, its neighbors and other friendly countries to root out

Todays handout (7).doc Todays handout (7).doc