Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ এপ্রিল ২০১৭

তথ্যবিবরণী ১৩ এপ্রিল ২০১৭

Handout                                                                                                          Number : 1029

 

Foreign Ministers of Bangladesh and Russian

Federation agree to pursue shared goals

 

Moscow (Russia), April 13:

 

            Foreign Minister A H Mahmood Ali held officials talks with Russian Foreign Minister Sergey Lavrov in Moscow today. This was the first official visit by a Bangladesh Foreign Minister to Russia since the then USSR recognized Bangladesh as an independent country in January 1972. The visit also coincided with 45 years of diplomatic relations between the two countries. Both ministers agreed to pursue to achieve shared goals for the mutual benefits of the two peoples.

 

            Foreign Minister Lavrov termed Bangladesh as a ‘reliable partner’ and highly appreciated the upward trajectory of bilateral relations. He expressed high satisfaction at the regular political dialogue/interactions at the Foreign Ministers, Deputy Minister/Foreign Secretary and senior official level. He also expressed happiness at the volume increase in two-way trade, that crossed $ 1.5 billion in 2015-2016 and hope that economic cooperation would be further intensified in the future.

 

            Foreign Minister Ali recalled with deep gratitude the tremendous support that was extended by the people and Government of Russia (then USSR) during our War of Liberation in 1971. He also recalled with deep sense of appreciation the supreme sacrifice made by some of the Russian servicemen while clearing mines in the port of Chittagong, as part of the post-war reconstruction and rehabilitation efforts in Bangladesh. In recognition of that Dhaka bestowed “Bangladesh Liberation War Honour” and the “Friends of Bangladesh Honour” to those Russian friends in 2012.

 

            Minister Ali handed over a personal letter from Prime Minister Sheikh Hasina addressed to Prime Minister Dmitry Medvedev, to Foreign Minister Lavrov, inviting her counterpart to visit Bangladesh. In her letter, Bangladesh Prime Minister expressed confidence that Prime Minister Medvedev’s visit would be a milestone in marking the 45th anniversary of diplomatic relations between the two countries, including laying the foundation to take it to the next level.

 

            Both the ministers expressed satisfaction at the signing/ratification of two important agreements in the recent past, respectively, Agreement on the Establishment of Intergovernmental Commission on Trade, Economic and Scientific and Technical Cooperation and Agreement on Visa-free Travel for Holders of Diplomatic and Official Passports. They opined that these instruments would enhance people to people contact. In the above context, Mahmood Ali emphasized on early operationalization of the recently established Intergovernmental Commission on trade, economic and scientific and technical cooperation and offered Bangladesh’s readiness to host the first meeting in Dhaka in 2017.

 

          Mahmood Ali sought support of Foreign Minister Lavrov for duty-free quota-free access of Bangladesh’s exports in Russian market and also in the member states of Russia-led Eurasian Economic Union. He also invited Russian investors/companies for entering into joint-ventures or 100% owned business venture in the 100 special economic zones, those are currently under implementation. Minister Lavrov indicated that Russian companies may be interested to be engaged in ICT projects in Bangladesh and in that context suggested for appropriate proposals/invitations from Bangladesh side.

 

            At the end of bilateral official talks, both the minister attended a joint press conference, followed by lunch. Mahmood Ali invited Foreign Minister Lavrov to visit Bangladesh at an early date. Minister Lavrov warmly accepted the invitation.

 

            Later in the afternoon, Foreign Minister Ali visited the Russian Ministry of Telecom and Mass Communications and held a meeting with the minister in charge Mr. Nicoli A. Nikiforov. He then witnessed signing of two Memoranda of Understanding namely MoU between the Ministry of Telecom and Mass Communications of the Russian Federation and Ministry of Information of Bangladesh on cooperation in the field of mass communications, and MoU on cooperation between the ITAR TASS News Agency (of the Russian Federation) and Bangladesh Sangbad Sangstha (BSS). Foreign Minister Ali expressed happiness at the signing of these MoUs and requested both the Russian minister to consider reviving the Bengali Service of Radio Moscow.

 

#

 

Khaleda/Mahmud/Mosharaf/Selimuzzaman/2017/2120 Hrs

 

 

Handout                                                                                                Number : 1028

 

Bangladesh-Russia sign two MoU on mass comm & news exchange

 

Dhaka, April 13:

 

            Information ministry extends country’s international cooperation in the fields of mass communications and news exchange as Bangladesh delegation to  Russia signed two Memoranda of Understanding (MoU) on Thursday in Moscow.

 

            Russian Minister Nikolay Nikiforov and Bangladesh Information Secretary Martuza Ahmed signed the MoU between Ministry of Information, Bangladesh and the Ministry of Telecom and Mass Communications of the Russian Federation on cooperation in the field of Mass Communications.

 

            The other MoU between Bangladesh Sangbad Sangstha (BSS) and Russian News Agency Itar-Tass on news exchange cooperation was signed by Chief News Editor of BSS Mohammad Anisur Rahman and Marat Abdulkhatin, Deputy Chief News Editor of Itar-Tass.

 

            Foreign minister Abul Hassan Mahmood Ali and Bangladesh Ambassador in Moscow Dr. S.M. Saiful Hoque observed the signing ceremonies taking  place at the Ministry of Telecom and Mass Communications in Russian capital followed by a meeting between Minister A H Mahmood Ali and his Russian counterpart Sergey Lavrov at the Russian Foreign Ministry. Minister Ali, along with other bilateral issues, requested Russian leaders for reviving Bengali Service of Radio Moscow.

 

            Information Secretary Martuza Ahmed, when contacted over telephone,  commented that these two MoU would enhance the close relations between the two nations through exchange of information on history, traditions, culture and current affairs. Sharing of expertise in media, film and related sectors and reciprocal visits of journalists and media delegates would open new gates of cooperation with Russia, Bangladesh’s trusted friend, said Martuza Ahmed.

 

            Bangladesh delegation left Dhaka on Wednesday and is scheduled to return on Saturday, 15 April. 

 

#

 

Akram/Mahmud/Mosharaf/Selimuzzaman/2017/2045 Hrs

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১০২৭

রাজশাহীর চারঘাটে গণহত্যা দিবস উপলড়্গে আলোচনা সভা অনুষ্ঠিত
                                
রাজশাহী, ৩০ চৈত্র (১৩ এপ্রিল) :

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ১৯৭১ সালের ১৩ এপ্রিল চারঘাট উপজেলার থানাপাড়া গ্রামে পাকসেনারা গণহত্যা চালায়। বিশেষ করে প্রাপ্তবয়স্ক পুরম্নষদের ধরে  নিয়ে পুঠিয়া বিড়ালদহ বানেশ্বর হয়ে সারদা পদ্মা নদীর তীরে সারিবদ্ধভাবে দাঁড়ানো অবস'ায় পেট্রোল ঢেলে ক্রসফায়ারের মাধ্যমে মৃত্যু নিশ্চিত করে। এতে ১৩৬ জন শহীদ হন। গ্রামটি পুরম্নষশূন্য হয়ে যায়।

    তিনি আজ রাজশাহীর চারঘাট উপজেলার ‘থানাপাড়া সোয়ালজ’ আয়োজিত ১৩ এপ্রিল গণহত্যা দিবস উপলড়্গে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন। অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

    প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালে যারা এদেশের মানুষের সাথে বেইমানি করেছে তারাই আজ দেশের উন্নয়নে বাধার সৃষ্টি করছে। যতই ষড়যন্ত্র করা হোক না কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই সোনার বাংলা গড়ে তোলা হবে। তিনি প্রতিটি শহীদ  পরিবারের একজনকে কর্মসংস'ানের ব্যবস'া ও লেখাপড়ায় সহযোগিতা করার আশ্বাস দেন।

    সোয়ালজ ডিএস এর নির্বাহী পরিচালক রায়হান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল নাজিব উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরম্নল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা আলী হায়দার,  আওয়ামী লীগ নেতা একরামুল হক, থানা যুবলীগ সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপসি'ত ছিলেন।

#

হালিম/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২০৪৫ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১০২৬
 
জঙ্গি ও সন্ত্রাসবাদ  ঘটিয়ে দেশের উন্নয়ন থামানো যাবে না
                                         --- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজশাহী, ৩০ চৈত্র (১৩ এপ্রিল) :
    পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম বলেছেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ  ঘটিয়ে দেশের উন্নয়ন থামানো যাবে না। যারা ইসলামী মূল্যবোধের অপব্যাখ্যা দিয়ে চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করতে দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ সৃষ্টি করছে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে।
তিনি আজ রাজশাহীর চারঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও  গ্রামের  ছিন্নমূল পরিবারের মধ্যে ঢেউটিন ও মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মোট ৪০ জনকে পাঁচ হাজার  করে দুই লাখ টাকার চেক এবং ২০১৭ অর্থ বছরে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে ২১টি পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন প্রদান করা হয়। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হক ও নিমপাড়া ইউপি চেয়ারম্যান মনির হোসেন বক্তৃতা করেন। 
বিকেলে প্রতিমন্ত্রী বাঘা উপজেলার শাহদৌলা ডিগ্রি কলেজের নবীন-বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে এবং এশিয়াটিক ইএক্সপি আয়োজিত আলপনায় বাংলাদেশ ১৪২৪ শীর্ষক আলপনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
#

হালিম/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/২১০০ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১০২৫

মেধার চর্চা তরম্নণ সমাজকে যোগ্য করে গড়ে তুলবে
                                   -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ৩০ চৈত্র (১৩ এপ্রিল) :

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরম্নল হামিদ বলেছেন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও মেধার চর্চা তরম্নণ সমাজকে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য ও দড়্গ করে গড়ে তুলবে। পাঠ্য বইয়ের বাইরে প্রতিনিয়ত পড়াশুনা করা প্রয়োজন - এতে জানার পরিধি বাড়বে; নেতৃত্ব দিতে সহযোগিতা করবে।

    তিনি আজ ঢাকায় বাংলাদেশ ছাত্রলীগের সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    তিনি বলেন, ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ধারাবাহিকতায় আগামী প্রজন্মের গুণগত পরিবর্তন প্রয়োজন। ছাত্র-ছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশে ছাত্রলীগের কাজ করার সুযোগ রয়েছে। সাংস্কৃতিক কর্মকা-ে তরম্নণ সমাজকে উদ্বুদ্ধ করতেও তারা ভুমিকা রাখতে পারে। প্রতিটি এলাকায় সামাজিক আন্দোলনে জনসচেতনতা বাড়াতে এ সংগঠনটির অতীতের ন্যায় বলিষ্ঠ অবদান রাখা উচিত। নিজেদের অনুকরণীয় হিসেবে তুলে ধরতে পারলেই নতুনরা অনুসরণ করবে; দলের কলেবর বাড়বে।

    সরকারি শহীদ সোহ্‌রাওয়ার্দী কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি কামরম্নজ্জামান হিমু’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে সরকারি শহীদ সোহ্‌রাওয়ার্দী কলেজের অধ্যড়্গ প্রফেসর শেখ আব্দুল কুদ্দুস, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য এডভোকেট কাজী নজিবুলস্নাহ হিরম্ন, ঢাকা মহানগর আওয়ামী লীগ (দড়্গিণ)-এর সদস্য মোঃ বাচ্চু মিয়া, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসাইন ও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুর রহমান সোহাগ বক্তব্য রাখেন।  

#

আসলাম/মাহমুদ/আলী/সেলিমুজ্জামান/২০১৭/১৯০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১০২৪

চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো
নির্মাণ দ্রম্নত শুরম্নর নির্দেশ স্বাস'্যমন্ত্রীর

ঢাকা, ৩০ চৈত্র (১৩ এপ্রিল) :

    চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য দুটি পৃথক অবকাঠামো নির্মাণ কাজ দ্রম্নত শুরম্ন করতে সংশিস্নষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস'্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। এলড়্গ্যে ভূমি বরাদ্দ ও প্রকল্প প্রসত্মাব প্রণয়নের কাজ শীঘ্রই সম্পন্ন করার জন্যেও তিনি এসময় নির্দেশনা প্রদান করেন।

    আজ সচিবালয়ে চট্টগ্রাম ও মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ সংক্রানত্ম এক সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশ দেন। সভায় অন্যান্যের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, স্বাস'্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস'্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যিালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মাসুম হাবিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপসি'ত ছিলেন।

    প্রাথমিক পর্যায়ে ঢাকায় দু’টি লিয়াজো অফিস স'াপন করে প্রশাসনিক কাজ শুরম্ন করার জন্য সভায় সিদ্ধানত্ম গৃহীত হয়।

    পরে বাংলাদেশ কলেজ অভ্‌ ফিজিশিয়ানস ও সার্জনস (বিসিপিএস) এর প্রতিনিধিদল স্বাস'্য মন্ত্রীর সাথে সাড়্গাৎ করলে মন্ত্রী চিকিৎসা শাস্ত্রের উচ্চতর ডিগ্রিসমূহের মধ্যে সমন্বয় সাধনের লড়্গ্যে একটি সুনির্দিষ্ট কাঠামো প্রণয়নের উপর গুরম্নত্বারোপ করেন। বিসিপিএস প্রতিনিধিদল দেশের চিকিৎসকদের উচ্চতর শিড়্গার বিকাশের লড়্গ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের গৃহীত পদড়্গেপগুলোর প্রশংসা করে তা বাসত্মবায়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় মন্ত্রী বিসিপিএস এর ভবন সম্প্রসারণের কাজের অগ্রগতি সম্পর্কেও খোঁজখবর নেন। বিসিপিএস এর সভাপতি অধ্যাপক ডা. কনক কানিত্ম বড়-য়া, ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. নূরম্নল আমিন, অধ্যাপক ডা. এবিএম মাকসুদুল আলম সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

    এছাড়া এদিন বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এর এক প্রতিনিধিদল মোহাম্মদ নাসিমের সাথে সাড়্গাৎ করে। এসময় মন্ত্রী চিকিৎসকদের পদোন্নতি নীতিমালার সংশোধনী প্রণয়নের কাজ দ্রম্নত শেষ করার তাগিদ দেন। আট সদস্যের প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে বিএমডিসি সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুলস্নাহ্‌ ও অধ্যাপক ডা. ইকবাল আর্সলান এবং অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ এসময় উপসি'ত ছিলেন।
#

পরীড়্গিৎ/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৮০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১০২৩
 
কক্সবাজারে সরকারি কর্মকর্তাদের সাথে প্রতিমন্ত্রী রাঙ্গাঁর মতবিনিময় 

কক্সবাজার, ৩০ চৈত্র (১৩ এপ্রিল) :
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী ও পল্লীবাসীর ভাগ্য উন্নয়নের মাধ্যমে দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরের কাজ সহজ হবে। 
তিনি আজ কক্সবাজার সার্কিট হাউজে তাঁর মন্ত্রণালয়ের আওতাধীন জেলার বিভিন্ন দপ্তর, সংস্থা ও প্রকল্প কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ ইলিয়াস, এমপি ও খোরশেদ আরা হক, এমপি।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, বিদ্যুৎ, পরিবেশ ও ভৌত অবকাঠামো খাতে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি কর্ম-পরিকল্পনা বাস্তবায়ন করছে। এসব প্রকল্পের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জনপ্রতিনিধিদের পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অধিকতর সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের কর্মসূচি ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মাধ্যমে প্রতিটি গ্রামভিত্তিক গঠিত সমবায় সমিতি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ক্ষুদ্র সঞ্চয়ে উদ্বুদ্ধ করছে। এতে করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক তাদের সঞ্চয় ও প্রকল্প অনুদানের অর্থ দিয়ে দেশকে এগিয়ে নিতে সহায়তা করছে। তিনি কক্সবাজার জেলায় তাঁর মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলো সফলভাবে এগিয়ে নিতে সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন। এতে করে জনকল্যাণ নিশ্চিত হবে।
পরে প্রতিমন্ত্রী বান্দরবান জেলা সার্কিট হাউজে তাঁর মন্ত্রণালয়ের আওতাধীন জেলার বিভিন্ন দপ্তর, সংস্থা ও প্রকল্প কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
#

আহসান/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৮৪০ঘণ্টা  

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১০২২

সুপ্রিম কোর্টের অবকাশ
হাসান ফয়েজ সিদ্দিকী চেম্বার বিচারপতি মনোনীত

ঢাকা, ৩০ চৈত্র (১৩ এপ্রিল) :

    প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্‌হা আগামী ১৬ এপ্রিল থেকে ৪ মে পর্যনত্ম সাপ্তাহিক ছুটি ও বাংলাদেশ সরকারের  ঘোষিত ছুটিসহ কোর্টের অবকাশকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মামলা সংক্রানত্ম জরম্নরি বিষয় নিষ্পত্তির জন্য  চেম্বার বিচারপতি হিসেবে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে মনোনীত করেছেন।

    বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আগামী ১৮ এপ্রিল, ২৫ এপ্রিল ও ২ মে সকাল ১১টা থেকে  চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।

#

অরম্নণাভ/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৮২০ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ১০২১

বাংলা নববর্ষের শুভেচ্ছায় তথ্যমন্ত্রী
জাতির নিজস্ব সংস্কৃতি পালন দেশপ্রেম, আর দেশপ্রেম ঈমানের অঙ্গ

ঢাকা, ৩০ চৈত্র (১৩ এপ্রিল) :

    বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষে গণমাধ্যমকর্মীসহ দেশে ও বিদেশে বসবাসরত সকল বাংলা ভাষাভাষীকে শুভেচ্ছা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

    বাংলা নববর্ষ বরণকে বাঙালির সার্বজনীন উৎসব হিসেবে বর্ণনা করে তথ্যমন্ত্রী তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, “পৃথিবীর সকল ভাষাভিত্তিক জাতির নিজস্ব সার্বজনীন উৎসব-পার্বণ রয়েছে। চীনাদের ‘চীনা নববর্ষ’, ইরান থেকে মধ্য এশিয়া পর্যনত্ম ‘নওরোজ’, ইংরেজি ভাষাভাষীদের ‘ইংরেজি নববর্ষ’, ঠিক তেমনই পয়লা বৈশাখ বাংলা ভাষাভাষী জাতি ও জনগোষ্ঠীর সার্বজনীন উৎসব।”

    তিনি বলেন, ‘জাতির নিজস্ব সংস্কৃতি ঐতিহ্য লালন, ধারণ ও পালন দেশপ্রেমের অঙ্গ। আর দেশপ্রেম ঈমানের অঙ্গ। যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে পয়লা বৈশাখ বা নববর্ষ পালনের বিরম্নদ্ধাচরণ করেন, তারা দেশপ্রেমিকও নন, প্রকৃত ধার্মিকও নন।’

    ‘দেশের গণমাধ্যমের সাথে সংশিস্ন্লষ্টজনদের এবং দেশে ও বিদেশে বসবাসরত সকল বাংলা ভাষাভাষী সকলকে এ উপলক্ষে আমার আনত্মরিক শুভেচ্ছা জানাচ্ছি। বর্ষবরণের উৎসব হোক নিজস্ব সংস্কৃতি আর আনন্দের রূপকার’, বলেন তথ্যমন্ত্রী।

#

আকরাম/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৭৪০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১০২০
 
বিমান বন্দরের কার্গো ব্যবস্থাপনায় মন্ত্রীর অসন্তোষ
তিন দিনের মধ্যে কার্গো পণ্য  কমপ্লেক্সের পেলেটে সাজিয়ে রাখার নির্দেশ

ঢাকা, ৩০ চৈত্র (১৩ এপ্রিল) :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ব্যবস্থাপনার উন্নয়নে আগামী  তিন দিনের মধ্যে খোলা আকাশের নিচে যত্রতত্রভাবে থাকা মালামালসমূহ কার্গো কমপ্লেক্সের পেলেটে সাজিয়ে রাখার নির্দেশ প্রদান করেছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এছাড়া বিমান থেকে কার্গো কমপ্লেক্স পর্যন্ত পণ্য পরিবহণে প্রয়োজনীয় ফর্কলিফট সংগ্রহ ও এর দক্ষ চালকের শূন্যতা পূরণ করার নির্দেশ দেন তিনি।  
আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ব্যবস্থাপনা উন্নয়নে জরুরি সভায় এ নির্দেশনা দেন তিনি।  
পণ্য ডেলিভারির সুবিধার্থে এখন থেকে শনিবার কাস্টম হাউস ও ব্যাংক খোলা থাকবে মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। অন্যান্য দিন কাস্টম হাউস ৫টার পরিবর্তে ৭টা পর্যন্ত খোলা থাকবে। পণ্য পরিবহণে গতি আনতে এখন থেকে বন্দরের ৩নং গেট খোলা থাকবে। দ্রুত বারকোড লাগানো নিশ্চিত করা হবে। 
সভায় বিমান বন্দরের কার্গো ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী ও সচিব এস এম গোলাম ফারুক।  কার্গো কমপ্লেক্সে পেলেট  স্থাপনের পরও মালামালসমূহ খোলা আকাশের নিচে পড়ে থাকার কারণ সংশ্লিষ্টদের কাছে জানতে চেয়ে তারা এ জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান। মন্ত্রী বলেন, কার্গো ব্যবস্থাপনার উন্নয়ন বিমানবন্দরের সৌন্দর্য, নিরাপত্তা ও স্বাভাবিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত তাই এর ব্যত্যয় হলে বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনাকে এটি ক্ষতিগ্রস্ত করে। অন্যদিকে খোলা আকাশের নিচে মালামালসমূহ পড়ে থাকায় একদিকে মালামালসমূহ নষ্ট হয়, অন্যদিকে সময়মত পণ্য ডেলিভারি না পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়, দেশের আমদানি ও রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ে। সর্বোপরি দেশের ইমেজ ক্ষুণœ হয়। এ অবস্থা উত্তরণে মন্ত্রণালয় অঙ্গীকারবদ্ধ। 
উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়াললাইন্স লি. বাংলাদেশের বিমানবন্দরসমূহের গ্রাউন্ড হ্যান্ডলিং এবং কার্গো হ্যান্ডলিংয়ের দায়িত্ব পালন করে থাকে। এ ক্ষেত্রে বিমান কর্তৃপক্ষ বিমানে বহনকৃত মালামাল ছাড়াও একমাত্র সেবাদানকারী (হ্যান্ডলিং এজেন্ট) প্রতিষ্ঠান হিসেবে অন্যান্য এয়ারলাইন্স কর্তৃক বহনকৃত মালামাল গ্রহণ ও ডেলিভারি প্রদান করে থাকে। 
সভায় অন্যান্যের মধ্যে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি, অতিরিক্ত সচিব এএইচএম জিয়াউল হক, বিমানের এমডি মোসাদ্দেক আহমেদ, বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমানসহ কাস্টমস, কুরিয়ার, ব্যাংকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
#
মাহবুবুর/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৮০০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১০১৯
 
গ্রীসে প্রবাসী কর্মীদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময় 

ঢাকা, ৩০ চৈত্র (১৩ এপ্রিল) :       
    গত ১১ এপ্রিল সন্ধ্যায় গ্রীসের এথেন্সে অবস্থিত দূতাবাস চত্বরে বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত প্রবাসী কর্মীদের সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি মতবিনিময় করেন। তিনি বলেন, বর্তমান সরকার প্রবাসী কর্মীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকার  প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণের জন্য সর্বাত্মকভাবে তাদের পাশে থাকার চেষ্টা করছে। তিনি প্রবাসীদের ‘সোনার ছেলে’ হিসেবে আখ্যায়িত করে রেমিটেন্স প্রেরণে তাদের অবদানের কথা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করেন। 
    মন্ত্রী তাঁর বক্তব্যে প্রবাসীদের কল্যাণে বর্তমান সরকারের গৃহীত কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, বিমান বন্দরে প্রবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সুবিধার্থে প্রবাসী কল্যাণ ডেস্ক স্থাপন, বিমান বন্দরে এম্বুলেন্স সার্ভিস চালু,  প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রবাসী সন্তান কোটায় ভর্তির সুযোগ সৃষ্টি করা হয়েছে। তিনি  প্রবাসী কর্মীদের বীমার আওতায় আনাসহ  প্রবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণে ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল স্থাপনের উদ্যোগ গ্রহণ করার কথা বলেন। তিনি আরও বলেন, প্রবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের আবাসন সুবিধার্থে যে সকল জেলায় কর্মী গমন সংখ্যা বেশি সে সব জেলায় পর্যায়ক্রমে আবাসন প্রকল্প করার পরিকল্পনা সরকারের রয়েছে।
    মতবিনিময় সভা শেষে বাংলাদেশ দূতাবাস প্রবাসী কর্মীদের বৈধ পথে রেমিটেন্স প্রেরণে উদ্বুদ্ধ করতে একটি নাটিকা (ভিডিও) প্রদর্শন করে। উল্লেখ্য, এথেন্সে বাংলাদেশ দূতাবাস গত ১৮ ডিসেম্বর ২০১৬ তারিখে আন্তর্জাতিক অভিবাসী দিবসে প্রথমবারের মতো রেমিটেন্স সম্মাননা প্রদান করেন। সভায় মন্ত্রী রেমিটেন্স সম্মাননাপ্রাপ্ত প্রবাসীদের সাথে পরিচিত হন। 
    গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জসমি উদ্দিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীস এর নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠন, বিভিন্ন জেলা ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মতবিনিময় সভায় সমাপনী ধন্যবাদ জ্ঞাপন করেন গ্রীসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) ড. সৈয়দা ফারহানা নূর চৌধুরী।
#

জাহাঙ্গীর/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৭৪০ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১০১৮ 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রাইভেট রেজিস্ট্রেশন ১৯ এপ্রিল 
ঢাকা, ৩০ চৈত্র (১৩ এপ্রিল) : 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রাইভেট) রেজিস্ট্রেশনের জন্যে অনলাইনে আবেদন ১৯ এপ্রিল বিকাল ৪টা থেকে শুরু করে ২ মে রাত ১২টা পর্যন্ত করা যাবে। 
এ সংক্রন্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ অথবা হঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং থেকে জানা যাবে।  
#
ফয়জুল/নুসরাত/গিয়াস/আসমা/২০১৭/১৫৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১০১৭

পয়লা বৈশাখ সার্বজনীন ও অসাম্প্রদায়িক উৎসব
                                         - পর্যটন মন্ত্রী

ঢাকা, ৩০ চৈত্র (১৩ এপ্রিল) : 

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, একটি মহল বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ভাষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। চট্টগ্রামে বাঙ্গালির লোকজ ঐতিহ্যের দেয়ালচিত্র পোড়া মবিলের কালো আবরণে ঢেকে দেয়া, সন্ধ্যার আগেই নববর্ষের উৎসব শেষ করতে বলা, এসব ঘটনাপ্রবাহ এবং হেফাজতের সঙ্গে আপোশ অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনাবোধকে ক্ষতিগ্রস্ত করবে। প্রগতিশীল শক্তির হাত সংকুচিত করবে। এর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। 

মন্ত্রী আজ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে ‘ঢাকাবাসী’ আয়োজিত চৈত্র সংক্রান্তি উৎসব উপলক্ষে র‌্যালির উদ্বোধনকালে একথা বলেন।   
মন্ত্রী বলেন, পয়লা বৈশাখ নিয়ে যা কিছু হচ্ছে, তা অশনিসংকেত। এটি সার্বজনীন ও অসাম্প্রদায়িক উৎসব। যারা এর বিরুদ্ধে কথা বলছে তারা সম্প্রীতির শত্রু। এরা আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চায়, নারীর এগিয়ে চলার পথ রুদ্ধ করতে চায়, অগ্রগতির পথে ব্যারিকেড দিতে চায়। তাই এদেরকে রুখে দাঁড়ানো ছাড়া আর কোনো পথ নেই। 
#
মাহবুবুর/নুসরাত/গিয়াস/আসমা/২০১৭/১৫০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১০১৬

জেলা পরিষদ সদস্য’র শপথ গ্রহণ
ঢাকা, ৩০ চৈত্র (১৩ এপ্রিল) :

আজ পাবনা জেলা পরিষদের ৭নং সাধারণ ওয়ার্ডের নির্বাচিত সদস্য মো. আব্দুল মান্নান এবং যশোর জেলা পরিষদের ২নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নির্বাচিত মহিলা সদস্য মোছা. শ্যায়লা জেসমিনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন তার অফিসকক্ষে শপথ বাক্য পাঠ করান।
এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি দেশের ৮টি বিভাগের ৬১টি জেলা পরিষদের নির্বাচিত ১ হাজার ১ শত ৬৯ জন সদস্যের শপথ গ্রহণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
#
জাকির/নুসরাত/গিয়াস/আসমা/২০১৭/১৪৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১০১৪ 

বাংলা নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতির বাণী  
ঢাকা, ৩০ চৈত্র (১৩ এপ্রিল) :       

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বাংলা নববর্ষ উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন : 

আজ পহেলা বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ। শুভ নববর্ষ। হাজার বছরের বাংলা সংস্কৃতির উৎসবমুখর এই দিনে আমি দেশবাসীসহ প্রবাসে বসবাসরত বাঙালিদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বাংলা নববর্ষ বাঙালি জাতির আবহমানকালের সর্বজনীন ও অসাম্প্রদায়িক সাংস্কৃতিক উৎসব। এর মধ্যে নিহিত রয়েছে বাঙালির আত্মপরিচয়, উত্থান এবং জাতিসত্তা বিকাশের শেকড়। স্বাধীনতা পূর্বকালে আমাদের সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনাবোধের ওপর বারবার আঘাত এসেছে। নিজস্ব ভাষা ও সংস্কৃতিকে ভিন্নধারায় প্রবাহিত করতে চাপিয়ে দেয়া হয়েছে ভিনদেশি সংস্কৃতি। কিন্তু বাঙালি জাতি তা কখনো মেনে নেয়নি। তাইতো প্রতিবছর পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতি ও জাতিসত্তা বিকাশের প্রবল শক্তি নিয়ে উপস্থিত হয়। সর্বজনীন এই উৎসবটি বাঙালির জীবনাচার, চিন্তা-চেতনা, সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে মিশে আছে একাকার হয়ে। বাংলা নববর্ষ তাই কেবল আনুষ্ঠানিকতানির্ভর কোনো উৎসব নয়; তা বাঙালির ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িক চেতনা, শেকড় সন্ধানের মহান চেতনাবাহী দিন। 
বাঙালির লোকসংস্কৃতির সাথে বাংলা নববর্ষ ওতপ্রোতভাবে জড়িত। পহেলা বৈশাখকে কেন্দ্র করে বাংলার লোকজ-সংস্কৃতির মূল্যবান অনুষঙ্গ যেমন- যাত্রাগান, পালাগান, পুতুলনাচ, হালখাতা, অঞ্চলভিত্তিক লোকসংগীত, খেলাধুলাসহ গ্রামীণ মেলা যেমন প্রাণ ফিরে পায়, তেমনি বাংলার ক্ষুদ্র ও কুটির শিল্প হয়ে ওঠে উজ্জীবিত। ব্যবসা বাণিজ্যেও এর ইতিবাচক প্রভাব তাৎপর্যপূর্ণ। বাংলা নববর্ষের এই বর্ণিল উদ্যাপন মানুষের মাঝে অনাবিল আনন্দ, উৎসাহ-উদ্দীপনা আর সম্প্রীতির বার্তা নিয়ে আসে। 
আমাদের বর্ণাঢ্য সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বকীয়তা আজ আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত। পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা ২০১৬ সালে জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে, যা বাঙালি হিসেবে বিশ্বের বুকে আমাদের মর্যা

Todays handout (10).docx Todays handout (10).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon