Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ মার্চ ২০১৬

তথ্যবিবরণী 5/3/2016

Handout                                                                                                          Number: 746

 

BD Ambassador presents his credentials to the President of Hungary

 

Vienna, 5 March:

 

Ambassador of Bangladesh (with his residence in Vienna) Md. Abu Zafar presented his letters of credence to the President of Hungary János Áder on 2nd March. After military honours performed by the guard of honour led by the Commander of Budapest Garrison outside the Sandor Palace, he was received by the President at the Hall of Mirror. On receiving the letters of credence, the President congratulated and welcomed Mr. Zafar as Bangladesh Ambassador to Hungary.

After the credentials presentation ceremony a short talk between the President of Hungry and the Ambassador took place in the Blue Salon of the Presidential Palace, during which they discussed the current state of bilateral cooperation between the two countries. The President appreciated the challenges facing Bangladesh from climate change impacts as well as ensuring safe drinking water and waste water management. He also expressed Hungary’s readiness to support Bangladesh on these issues both at bilateral and multilateral levels.

In his turn, Ambassador Abu Zafar conveyed to the Hungarian President the warmest greetings from the President of Bangladesh. Ambassador also recalled with gratitude the moral and political support Hungary extended to Bangladesh during the Liberation War in 1971 and also during the construction and re-building of the war-torn country in the years that followed. The Ambassador expressed his admiration to the Hungarian President for his concerns about the current challenges facing Bangladesh.

At the conclusion of the meeting, President Áder assured the Ambassador of his full support during his tenure as Bangladesh Ambassador to Hungary and wished him a successful tour of duty. The Ambassador thanked President Áder for his assurance of full support and cooperation, and expressed his confidence to further strengthen and broaden the friendly bilateral relations that exist between the two countries.

After this meeting, the Ambassador laid a floral wreath on the Monument of Hungarian Heroes with the guard of honor, to pay tribute to the Hungarian national heroes.

#

Ahmed/Afraz/Sanjib/Abbas/2016/2007 Hours

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৭৪৪

দক্ষিণ এশিয়ার দেশসমূহে নারী নেতৃত্ব অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে
                              ---স্পিকার
ঢাকা, ২২ ফাল্গুন (৫ মার্চ) :   

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশসমূহ নারী নেতৃত্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। নারীদের গতিশীল নেতৃত্বের মাধ্যমে দেশের উন্নতি সাধন করে দক্ষিণ এশিয়া সমগ্র বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারে।

    স্পিকার আজ দিল্লিতে ভারতের লোকসভা কর্তৃক আয়োজিত ভারতের মহিলা আইন প্রণেতাদের জাতীয় সম্মেলনের প্রথম প্লেনারি সেশনে চেয়ারপার্সনের বক্তৃতাকালে একথা বলেন। ভারতের বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ড. নাজমা এ হেপতুল্লা সেশনে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন।

    স্পিকার বলেন, বিশ্ব নারী দিবসকে সামনে রেখে ভারতের নারী নেত্রীদের এ সম্মেলন নারী অধিকার আদায়ে নতুন মাত্রা যোগ করবে। এই সম্মেলনের মাধ্যমে ভারতের নারী নেত্রীগণ আরো সমৃদ্ধ হয়ে ভারতের পুনর্জাগরণে ভূমিকা রাখতে সক্ষম হবেন।

    স্পিকার নারী নেতৃত্বকে সমাজ তথা দেশ পরিবর্তনের এজেন্ট হিসেবে উল্লেখ করে বলেন, নারীদের সিদ্ধান্ত গ্রহণ শিক্ষা, স্বাস্থ্য, মহিলা, শিশুসহ সমাজের সকল স্তরের মানুষের জন্য কল্যাণকর। পৃথিবীতে অনেক নারী নেতৃত্ব অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে মর্মে তিনি উল্লেখ করেন।

    স্পিকার বাংলাদেশের নারী নেতৃত্বের দৃষ্টান্ত তুলে ধরে বলেন, বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সংসদের বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা এবং সংসদের স্পিকার নারী। এই নারী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করেছে এবং দেশকে নি¤œআয়ের দেশ থেকে নি¤œ মধ্যমআয়ের দেশে উন্নীত করেছে।

এর আগে তিনি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

#
মোতাহের/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৯৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                            নম্বর :  ৭৪৩

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ভারতের বামপন্থীদের ভূমিকা শীর্ষক আলোচনায় পর্যটন মন্ত্রী
মুক্তিযুদ্ধে সবার ভূমিকার যথাযথ মূল্যায়ন হওয়া প্রয়োজন
ঢাকা, ২২ ফাল্গুন (৫  মার্চ) :
    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ জাতির ইতিহাসের এক গৌরব গাঁথা। এ যুদ্ধ পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষের চিরন্তন প্রেরণার উৎস, এ উৎসকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণে বামপন্থীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
    মন্ত্রী আজ রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে বাংলাদেশের ওয়ার্কাস পার্টি আয়োজিত ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ভারতের বামপন্থীদের ভূমিকা’ শীর্ষক আলোচনাসভায় সভাপতির বক্তৃতাকালে একথা বলেন।
    মন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে অহেতুক বিতর্ক করা হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো। মুক্তিযুদ্ধে বামপন্থীরাও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এ ভূমিকা ক্রমশই বিস্মৃতির আড়ালে চলে যাচ্ছে। ভারতীয় বামপন্থীরা মুক্তিযুদ্ধের বিভিন্ন পর্বে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কোনো প্রকার হস্তক্ষেপ না করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেভাবে সহযোগিতা করেছে কালের গর্ভ থেকে তা তুলে আনতে হবে। মুক্তিযুদ্ধ চলাকালে বামপন্থীরা মাওলানা ভাসানীর অনুপস্থিতিতে তাঁকে সভাপতি করে বাংলাদেশের মুক্তি সংগ্রামে জাতীয় সমন্বয় কমিটি গঠন করে। তিনি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে বিশেষ অবদানের জন্য  প্রয়াত কমরেড জ্যোতি বসু ও কমরেড অশোক ঘোষের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
    অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিএম) পলিটব্যুরো সদস্য ও পশ্চিমবঙ্গ বামফ্রন্টের চেয়ারম্যান কমরেড বিমান বসু।
    কমরেড বিমান বসু বলেন, বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রেক্ষাপট বাইরে থেকে কেউ নির্মাণ করে দেয়নি। এ দেশের সংগ্রামী জনতাই আন্দোলনের মাধ্যমে  পটভূমি  নির্মাণ করে স্বাধিকার সংগ্রামকে স্বাধীনতার যুদ্ধে রূপ দিয়েছে। এর আকাক্সক্ষা বহু আগেই তৈরি হয়েছে। ৫২তে ভাষা আন্দোলনে এর সলতে পাকানো হয়েছে ৭১এ মুক্তিযুদ্ধের মাধ্যমে এ প্রদীপ প্রজ্জ্বলিত হয়েছে।
    তিনি বলেন, ভারতের বামপন্থীরা শুরু থেকেই নিপীড়িত ও শোষিত বাঙালির প্রাণের দাবি মুক্তিযুদ্ধকে সর্বাত্মক সমর্থন দিয়েই দায়িত্ব শেষ করেনি, মুক্তিযোদ্ধাদের আশ্রয়, ট্রেনিং এবং অস্ত্র সরবরাহের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ ছাড়া ভারত জুড়ে মুক্তিযুদ্ধের সমর্থনে বিক্ষোভ করেছে। পিপলস রিলিফ কমিটি গঠন করে পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় আশ্রয় নেয়া মুক্তিযোদ্ধাদের শরণার্থী শিবিরের জন্য রসদসহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সরবরাহ করেছে।
    আলোচনাসভায় অন্যান্যের মধ্যে ভারতের কমিউনিস্ট পার্টি (এম) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড গৌতম দাস এবং বাংলাদেশের ওয়ার্কাস পাটি সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি বক্তৃতা করেন।
#
মাহবুবুর/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                      নম্বর :৭৪২  

জাতীয় বিশ্ববিদ্যালয়
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা ৬ মার্চ শুরু

ঢাকা, ২২ ফাল্গুন (৫ মার্চ) :   

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা (পুরাতন সিলেবাস অনুযায়ী) আগামী ৬ মার্চ শুরু হবে। এ পরীক্ষা প্রতিদিন দুপুর ২টা থেকে আরম্ভ হবে।

    সারাদেশের মোট ৩ লাখ ৬৯ হাজার ১৭২ জন পরীক্ষার্থী ১ হাজার ৬৭৮টি কলেজের ৬৮৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

    জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণের সহযোগিতা কামনা করেছে।


অনার্স ৩য়বর্ষ পরীক্ষার আংশিক সংশোধনী সময়সূচি

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্স (নিয়মিত, অনিয়মিত ও গ্রেডউন্নয়ন) ৩য়বর্ষের
৮ মার্চ অনুষ্ঠিতব্য পরীক্ষা অনিবার্যকারণে স্থগিত করা হয়েছে। স্থগিত এ পরীক্ষা আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।
#

ফয়জুল/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৮১৬ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                       নম্বর :  ৭৪১

বিদেশ থেকে চাল আমদানি অব্যাহতভাবে থাকবে তা হতে পারে না
                                                             -- ভূমিমন্ত্রী
ঈশ্বরদী (পাবনা), ২২ ফাল্গুন (৫  মার্চ) :    
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, বিদেশ থেকে চাল আমদানি অব্যাহতভাবে চলতে থাকবে আর দেশের চালকল মালিকদের ব্যবসা বন্ধ হবে তা হতে পারে না।
    মন্ত্রী আজ পাবনার ঈশ্বরদী উপজেলার বড়ইচারা জয়নগরে ঈশ্বরদী উপজেলা চালকল মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।
মন্ত্রী বলেন, নিরাপত্তাহীনতায় কোনো ব্যবসা প্রতিষ্ঠান এগুতে পারে না, সরকার ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি বলেন, মিলারদের মাধ্যমে সরকার ৩১ টাকা কেজি দরে কৃষকদের কাছ থেকে চাল সংগ্রহ করছে। বাজারে একই চাল ২২ টাকা থেকে ২৫ টাকা মূল্যে পাওয়া যাচ্ছে। মন্ত্রী বলেন, সরকার ভরতুকি দিচ্ছে কৃষক ও চালকল মিলারদের অর্থনৈতিক উন্নয়নের কথা ভেবেই। ধানের ফলন এবং মূল্য যাতে না পড়ে যায় সে ব্যাপারে সরকার সবসময়ই সচেষ্ট থাকে।
মন্ত্রী বলেন, ব্যবসা বাণিজ্যের যতো প্রসার হবে একটি এলাকার উন্নতি ততো বেশি হবে। ঈশ্বরদী চালকল মালিক গ্রুপে ১৫ হাজার শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। ঈশ্বরদী চালকল মালিক গ্রুপ ৬৪টি ট্রাক গাড়ির মালিক ছিলেন বর্তমানে তা ১৪ শতে দাঁড়িয়েছে। মন্ত্রী বলেন, ঈশ্বরদী ইপিজেডে সরকারি কোনো প্রতিষ্ঠান নেই, বেসরকারি ব্যক্তি উদ্যোগে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। তিনি বলেন, ঈশ্বরদী আণবিক প্রকল্প থেকে কম পয়সায় বিদ্যুৎ উৎপাদন শুরু হলে দেশের অর্থনৈতিক অবস্থার আরো ব্যাপক প্রসার ঘটবে। মন্ত্রী বাংলাদেশে বিনিয়োগকারী জার্মান ও রাশিয়ান প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান এবং নির্বিঘেœ তাদের ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
ঈশ্বরদী চালকল মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান মালিথার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ, জিআইজেডের সিনিয়র এডভাইজার এসএম জাহিদ হাসান, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, উপজেলা নির্বাহী অফিসার শাকিল মাহমুদ, ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু এবং রাইস মিল এসোসিয়েশনের নেতা এমদাদুল হক বক্তব্য রাখেন।
এর আগে ভূমিমন্ত্রী ঈশ্বরদীর ফতেমোহাম্মদপুরে সায়রুন-নেসা মল্লিক আইডিয়াল হাইস্কুল এবং গ্রিন জুয়েল কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
#
রেজুয়ান/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৭৪০

গণপূর্ত অধিদপ্তরের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

ঢাকা, ২২ ফাল্গুন (৫ মার্চ) :

    বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় (বুয়েট) মাঠে আজ গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।

    উদ্বোধন অনুষ্ঠানে গণপূর্ত মন্ত্রী বলেন, দেশের সরকারি অবকাঠামো নির্মাণের প্রধান প্রতিষ্ঠান হিসেবে গণপূর্ত অধিদপ্তর কাজ করে যাচ্ছে। অবকাঠামো নির্মাণের নিরস উপকরণ নিয়ে দিনমান ব্যস্ততার মাঝেও এ ধরণের ক্রীড়া প্রতিযোগিতা কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক কাজের প্রতি উৎসাহ বাড়াবে। একইসাথে এ ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধি পাবে, যা কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে প্রেরণা হিসেবে ভূমিকা রাখবে।

    তিনি বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে পিডব্লিউডি একসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে জাতীয় ফুটবলে পিডব্লিউডি প্রথম বিভাগে মর্যাদাপূর্ণ অবস্থানে থেকেছে দীর্ঘকাল। সেই হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে। নিয়মিতভাবে এ ধরণের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য তিনি গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

    এ ক্রীড়া প্রতিযোগিতায় কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি তাদের সন্তান ও পরিবারের সদস্যদের জন্যও বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মোট ৩৩টি ইভেন্টে চূড়ান্তপর্বে তিনশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।

    উদ্বোধন পর্বে জাতীয় পতাকা, অলিম্পিক পতাকা ও পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের পতাকা উত্তোলন করা হয়।

    পরে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পর্বের প্রধান অতিথি হিসেবে গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. মঈনউদ্দীন আবদুল্লাহ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

#

কিবরিয়া/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৭১০ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৭৩৯  

বাংলাদেশের অগ্রগতি অনুকরণীয় মডেল
                          ---পরিকল্পনামন্ত্রী
ঢাকা, ২২ ফাল্গুন (৫ মার্চ) :

    পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বৈশি^ক অর্থনীতিতে বাংলাদেশের অগ্রগতি অনুকরণীয় মডেল হিসেবে  প্রতিষ্ঠা পেয়েছে। অর্থনৈতিক অগ্রগতির এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ ২০৪০ সালের মধ্যে বিশে^র ২৩তম শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। তিনি বাংলাদেশের এ অর্জনকে আরো দ্রুত ও দক্ষতার সাথে  এগিয়ে নেয়ার পাশাপাশি টেকসই উন্নয়নের সৈনিক হিসেবে নিজেদের তৈরি  করার জন্য তরুণ সমাজের প্রতি আহ্বান জানান।
    মন্ত্রী গতকাল ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা সদরে দোহার নবাবগঞ্জ কলেজের ৫০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন ।
    দোহার নবাবগঞ্জ কলেজের পরিচালনা পরিষদের সভাপতি এডভোকেট সালমা ইসলাম এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী মো. নূর আলী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক  লিয়াকত আলী লাকী, কলেজ পরিচালনা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা আবদুল বাতেন মিয়া এবং কলেজের অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত বক্তৃতা করেন ।
    পরিকল্পনামন্ত্রী বলেন, বিশ^অথনীতি মন্দা সত্ত্বেও বাংলাদেশ অর্থনীতিতে অভাবনীয় সফলতা অর্জন করে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ ও গতিশীল নেতৃত্বের কারণে তা সম্ভব হচ্ছে। অগ্রগতির এ ধারা অব্যাহত থাকলে নিকট ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতি মালয়েশিয়া, থাইল্যান্ড কিংবা অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে যাবে। তিনি বলেন, শিক্ষা হচ্ছে একটি উত্তম বিনিয়োগ। সরকার শিক্ষার উন্নয়নে যুগান্তকারী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেছে। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা প্রতিটি ক্ষেত্রেই আমূল পরিবর্তন সূচিত হয়েছে।
#

শেফায়েত/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৭০৬ ঘণ্টা

 

Todays handout (6).doc Todays handout (6).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon