Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ ফেব্রুয়ারি ২০১৬

তথ্যবিবরণী 05/02/2016

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩৮৮

দক্ষিণ-পশ্চিমাঞ্চল হবে বাংলাদেশের অর্থনৈতিক জোন
                                       -- মৎস্য প্রতিমন্ত্রী

ডুমুরিয়া (খুলনা), ২৩ মাঘ (৫ ফেব্রম্নয়ারি) :  

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চল হবে বাংলাদেশের অর্থনৈতিক জোন। দেশের প্রতিটি মানুষ যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করছে। বর্তমান সরকার দেশের সকল এলাকার উন্নয়ন করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী আজ খুলনায় ডুমুরিয়া বাজারে বায়তুন্নাজাত জামে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সমপ্রীতি অত্যনত্ম গর্বের ও গৌরবের। বর্তমান সরকার মসজিদ, মাদ্রাসা, মন্দির, স্কুল, কলেজ, রাসত্মাঘাট, স্বাস'্য ও বিদ্যুৎসহ প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নতি করছে। দেশের প্রত্যেক নাগরিক সততার সাথে কাজ করলে দেশের আরো উন্নয়ন ঘটবে। বর্তমান সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অঞ্চলের জনগণকে আত্মনির্ভরশীল দেখতে চান। এজন্য তিনি পদ্মাসেতু, খানজাহান আলী বিমানবন্দর, রেললাইনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছেন। 

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন মজবুত। প্রধানমন্ত্রীর সঠিক পদক্ষেপের কারণে দেশ এখন তলাবিহীন ঝুড়ি নয়। তিনি দলমত নির্বিশেষে সবাইকে একসাথে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

উদ্বোধন অনুষ্ঠানে মসজিদ কমিটির নেতৃবৃন্দ উপসি'ত ছিলেন। 

#

সুলতান/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/২০০০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                 নম্বর : ৩৮৭

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিয়োগ পরীড়্গায় ৭০ ভুয়া পরীড়্গার্থী দ-িত

ঢাকা, ২৩ মাঘ (৫ ফেব্রম্নয়ারি) :  

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির জনবল নিয়োগ পরীড়্গায় মোবাইলকোর্ট ৭০ ভুয়া পরীড়্গার্থীকে দ- প্রদান করেছে। পরীড়্গা চলাকালীন ভুয়া পরীড়্গার্থী সেজে পরীড়্গা দেয়ায় ৭৬ জন ধরা পড়ে। ৬ জন পরীড়্গার্থীর অপরাধ নিবিড় তদনেত্মর জন্য তাদেরকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

    কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১১টি ক্যাটাগরির এক হাজার ৫শ’ ৭৮টি শূন্যপদে নিয়োগের লিখিত পরীড়্গা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) এর পরিচালনায় ঢাকা মহানগরীর ২৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। 

     পরীড়্গা চলাকালীন সকল  কেন্দ্রের জন্য কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  যৌথ তদারকি টিম এবং  নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে একটি  মোবাইলকোর্ট দায়িত্ব পালন করে।

#

মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯৩০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                 নম্বর :  ৩৮৬

বাংলাদেশ যুব ক্রিকেট দলকে স্পিকারের অভিনন্দন

ঢাকা, ২৩ মাঘ (৫ ফেব্রম্নয়ারি) :   

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আইসিসি অনূর্ধ্ব- ১৯ যুব বিশ্বকাপে নেপালের বিপড়্গে কোয়ার্টার ফাইনালে জয়লাভ করে সেমিফাইনালে ওঠায় বাংলাদেশ যুব ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।

স্পিকার আজ এক অভিনন্দনবার্তায় বলেন, বাংলাদেশ যুব ক্রিকেট দলের এ বিজয় সমগ্র বাংলাদেশের বিজয়। এ বিজয় বাংলাদেশের যুব ক্রিকেটারদের জন্য একটি শুভবার্তা এবং এ বিজয় তাদের ফাইনালে ওঠার পথকে সুগম করেছে।

বাংলাদেশের এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

পৃথক অভিনন্দনবার্তায় নেপালের বিপড়্গে কোয়ার্টার ফাইনালে জয়ী হওয়ায় বাংলাদেশ  যুব ক্রিকেট দলকে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ অভিনন্দন জানিয়েছেন।

#

নুরম্নল/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮৩০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                 নম্বর : ৩৮৫

আগামীকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ অনার্স পরীক্ষা শুরম্ন 

ঢাকা, ২৩ মাঘ (৫ ফেব্রম্নয়ারি) :   

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিড়্গাবর্ষে নিয়মিত শিড়্গার্থীদের ২০১৫ সালের প্রথমবর্ষ অনার্র্র্স পরীক্ষা আগামীকাল ৬ ফেব্রম্নয়ারি বেলা ১টায় শুরম্ন হবে। সারাদেশের ৬৫৬টি কলেজের  ২১১টি কেন্দ্রে মোট ২ লাখ ৭৭ হাজার ২শ’ ৯২ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে। 

    পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস'তি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশিস্নষ্ট কলেজ শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণের সহযোগিতা কামনা করেছে।

#

ফয়জুল/মিজান/নবী/মোশারফ/সেলিম/২০১৬/১৭৩০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                      নম্বর :  ৩৮৪

হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন বিদ্যালয়টিতে 
শিক্ষার মান ফিরিয়ে আনতে ভূমিমন্ত্রীর আশ্বাস

ঈশ্বরদী (পাবনা), ২৩ মাঘ (৫ ফেব্রম্নয়ারি) :   

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন পাকশী নর্থ বেঙ্গল পেপার মিলস হাইস্কুলকে  পুনরায় একটি মডেল স্কুলে পরিণত করে এতে প্রাণবনত্ম পরিবেশ ও শিক্ষার মান ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন।

মন্ত্রী আজ পাবনায় ঈশ্বরদীর পাকশী নর্থ বেঙ্গল পেপার মিলস হাইস্কুলের ৪০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতাকালে এ আশ্বাস  দেন।

ভূমিমন্ত্রী বলেন, চারদলীয় জোট সরকার এদেশের অর্থনীতির উন্নয়ন ব্যাহত করতে দেশের গুরম্নত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিয়েছিল। কাঁচামাল আমদানি বন্ধের দোহাই দিয়ে ঐতিহ্যবাহী নর্থ বেঙ্গল পেপার মিলটি বন্ধ করা হয়। এদেশের অর্থনীতিকে ধ্বংস করতে তৎকালীন শিল্পমন্ত্রী নর্থ বেঙ্গল পেপার মিলের শ্রমিকদের বেতনভাতা বন্ধ করে দিয়েছিল। বর্তমান সরকার আনত্মরিকতার সাথে এ প্রতিষ্ঠানটি পুনরায় চালুর বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে বলে তিনি উলেস্নখ করেন। 

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিশাল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার ঘোষণা দিয়েছেন। তিনি সকলকে সরকারের রূপকল্প বাসত্মবায়নের মহান কর্মযজ্ঞে শামিল হওয়ার আহ্বান জানান। 

মন্ত্রী ছাত্রছাত্রী পরিবেশিত মনোজ্ঞ ক্রীড়াশৈলী উপভোগ করেন।

নর্থ বেঙ্গল পেপার মিলস লিমিটেডের ব্যবস'াপনা পরিচালক এ কে এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদসহ স'ানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপসি'ত ছিলেন।

#

রেজুয়ান/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭০০ ঘণ্টা  

Todays handout (3).doc Todays handout (3).doc