Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd নভেম্বর ২০১৫

তথ্যবিবরণী -23/11/2015

তথ্যবিবরণী                                                                    নম্বর : ৩৪১৬ 

কোস্টগার্ড পূর্বজোন চট্টগ্রাম কর্তৃক ১ লাখ ২০ হাজার পিস
 ইয়াবা ট্যাবলেট ও একটি স্পিডবোট আটক

ঢাকা, ৯ অগ্রহায়ণ (২৩ নভেম্বর) : 
 
     চট্টগ্রাম পূর্বজোন কোস্টগার্ডের শাহ্পরী আউটপোস্টের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শাহ্পরী ও সেন্টমার্টিন এর মাঝামাঝি নাকুন্দি চর এলাকা থেকে একটি স্পিডবোট ও 
১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।  

    উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ছয় কোটি টাকা এবং স্পিডবোট এর আনুমানিক মূল্য দশ লাখ টাকা। আটককৃত ইয়াবা ও স্পিডবোট আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। 


কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কর্তৃক বিপুল পরিমাণ কারেন্ট জাল আটক
 
    কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের একটি অপারেশন দল গতরাতে মেঘনা নদীর মোহনায় অভিযান চালিয়ে ‘এমভি রনদূত প্যাস’ হতে ২ লাখ ৭৪ হাজার ৪০০ মিটার কারেন্ট জাল জব্দ করে। 

    আটককৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য ৫৪ লাখ ৮৮ হাজার টাকা। কারেন্ট জাল মৎস্য কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়। 

#
আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৫/২১০৭ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                           নম্বর : ৩৪১৪ 

পরিবেশের ভারসাম্য রক্ষায় পাটজাত পণ্য  ব্যবহারের বিকল্প নেই
                                                   --- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
ঢাকা, ৯ অগ্রহায়ণ (২৩ নভেম্বর) : 

    বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, পরিবেশগত ভারসাম্য রক্ষার স্বার্থে পাট ও পাটজাত পণ্য  ব্যবহারের কোন বিকল্প নেই।
    প্রতিমন্ত্রী আজ রাজশাহীতে বিভাগীয় কমিশনার কার্যালয়ে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর বাস্তবায়নে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
    মির্জা আজম বলেন, শুধু বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীর তলদেশে ২০ কোটিরও বেশি পলিথিন ও প্লাস্টিক ব্যাগ জমা হয়েছে। এতে নদী দুটির নাব্যতা হ্রাস পেয়েছে। এদের  অস্তিত্বই এখন হুমকির সম্মুখীন । এছাড়া অন্যান্য নদী, খালবিল, নালানদর্মাও পরিবেশ বিধ্বংসী পলিথিন ও প্লাস্টিকের কারণে ভরাট হয়ে যাচ্ছে। কাজেই পলিথিন ও প্লাস্টিক বর্জন করে পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্যের ব্যবহার নিশ্চিত করার এখনই উৎকৃষ্ট সময়। 
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ রক্ষায় নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর এ প্রচেষ্টা তাঁকে ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ খেতাব এনে দিয়েছে। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে বাসযোগ্য করতে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে। ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি এ ছয়টি পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণে পাটের তৈরি বস্তার ব্যবহার নিশ্চিত করার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। প্রতিমন্ত্রী পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও ব্যবহার বাড়িয়ে এর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। 
মির্জা আজম বলেন, সরকারি ও বেসরকারি পাটকলগুলো প্রয়োজন অনুযায়ী বস্তা সরবরাহ করতে সক্ষম। বিজেএমসি থেকে বছরে ৫৫ কোটি ব্যাগ সরবরাহ করা সম্ভব বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।  তিনি বলেন, চালকল মালিকদের সুবিধার্থে পাটজাত দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে শতকরা ১০ ভাগ হারে ডিসকাউন্ট প্রদান করা হবে। তিনি ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হবার নির্দেশ দেন। 
    সভায় বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদের  সভাপতিত্বে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, বিজেএমসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হুমায়ুন খালেদ, পাট অধিদপ্তরের মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন, জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, রাজশাহী চেম্বার অভ্ কমার্সের সভাপতি মো. মনিরুজ্জামানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
    এর আগে প্রতিমন্ত্রী বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের রাজশাহী কার্যালয় এবং জুটমিল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
#
নাফেয়ালা/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৫/১১৯০০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৪১৩ 

সচিবালয় প্রাঙ্গণে ভূমিমন্ত্রীর ফুলের চারা রোপণ
                    
ঢাকা, ৯ অগ্রহায়ণ (২৩ নভেম্বর) :  

    ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ আজ নিজ উদ্যোগে বাংলাদেশ সচিবালয়ে চার নম্বর ভবনের সামনে কনকচাঁপার দু’টি চারা রোপণ করেন। 

    মন্ত্রী বলেন, সৌন্দর্যবর্ধন ও মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহ জোগানোর জন্যই এ চারা দু’টি রোপণ করা হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।  

#
রেজুয়ান/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৫/১৮১৭ ঘণ্টা 
 
ঐধহফড়ঁঃ                                                                                       ঘঁসনবৎ: ৩৪১১


ঋগ ষবধফং ঈড়সসড়হবিধষঃয ঐবধফং ড়ভ এড়াবৎহসবহঃ গববঃরহম


উযধশধ, ২৩ ঘড়াবসনবৎ :  

ঋড়ৎবরমহ গরহরংঃবৎ অনঁষ ঐধংংধহ গধযসড়ড়ফ অষর রং ষবধফরহম ঃযব ইধহমষধফবংয ফবষবমধঃরড়হ ঃড় ঃযব ঈড়সসড়হবিধষঃয ঐবধফং ড়ভ এড়াবৎহসবহঃ গববঃরহম (ঈঐঙএগ ২০১৫) ঃড় নব যবষফ রহ গধষঃধ ড়হ ২৭-২৯ ঘড়াবসনবৎ. ঐব রিষষ ধষংড় নব ধঃঃবহফরহম ঃযব চৎব-ঈঐঙএগ ঈড়সসড়হবিধষঃয ঋড়ৎবরমহ অভভধরৎং গরহরংঃবৎং গববঃরহম ধহফ ড়ঃযবৎ বাবহঃং ঃড় নব যবষফ ড়হ ২৫-২৬ ঘড়াবসনবৎ. 

ঋড়ৎবরমহ গরহরংঃবৎং ভৎড়স ৫২ সবসনবৎ-ংঃধঃবং রিষষ ফরংপঁংং মষড়নধষ ঢ়ড়ষরঃরপধষ ধহফ বপড়হড়সরপ ফবাবষড়ঢ়সবহঃং ধহফ রংংঁবং ড়ভ পড়সসড়হ রহঃবৎবংঃ ংঁপয ধং রসঢ়ষবসবহঃধঃরড়হ ড়ভ ঝউএং, সরমৎধঃরড়হ, পষরসধঃব পযধহমব বঃপ. ঞযবু রিষষ ধষংড় ৎবারবি ঃযব ৎবঢ়ড়ৎঃং ঃড় নব ংঁনসরঃঃবফ ঃড় ঃযব ঐবধফং ড়ভ এড়াবৎহসবহঃ ফঁৎরহম ঈঐঙএগ ভৎড়স ঃযব ঈড়সসড়হবিধষঃয ঝবপৎবঃধৎু এবহবৎধষ ধহফ ফরভভবৎবহঃ ঈড়সসড়হবিধষঃয নড়ফরবং ধং বিষষ ধং াধৎরড়ঁং ঈড়সসড়হবিধষঃয অংংড়পরধঃবফ ধহফ ঈরারষ ঝড়পরবঃু ড়ৎমধহরুধঃরড়হং. 

ঞযব ঋড়ৎবরমহ গরহরংঃবৎ সধু ধষংড় যধাব নরষধঃবৎধষ সববঃরহমং রিঃয যরং পড়ঁহঃবৎঢ়ধৎঃং ভৎড়স ঃযব ঈড়সসড়হবিধষঃয সবসনবৎ-ংঃধঃবং ধঃ ঃযব ংরফবষরহবং ড়ভ ঈঐঙএগ.


#
কধসৎুুঁধসধহ/অভৎধু/তধংযরস/অননধং/২০১৫/১৭৫৩ ঐড়ঁৎং
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৪১২ 

চিকিৎসা সেবায় মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দিতে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ

ঢাকা, ৯ অগ্রহায়ণ (২৩ নভেম্বর) :   

সরকারি হাসপাতালে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানে অগ্রাধিকার দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। 

আজ সকালে সচিবালয়ে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবা সংক্রান্ত এক বৈঠকে মন্ত্রী এ নির্দেশ দেন।

বৈঠকে মন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে কোনো মুক্তিযোদ্ধা রোগী গেলে তাঁর চিকিৎসা প্রদানে অগ্রাধিকার দিতে হবে। এই চিকিৎসা হবে সম্পূর্ণ বিনামূল্যে। এমনকি প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষাও বিনামূল্যে করানো হবে। তিনি বলেন, এপ্রসঙ্গে একটি নির্দেশনা পূর্বেও ছিল। কিন্তু এ নিয়ে জনগণের মধ্যে সচেতনতা কম ছিল। মন্ত্রী মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের বিষয়টি নিয়ে জনসচেতনতা বাড়াতে সকল হাসপাতাল পরিচালককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। 

তিনি বলেন, দেশের বীরসন্তান মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও হাসপাতালে ভর্তিসহ যেকোনো প্রয়োজনীয় সেবা দেয়ার ক্ষেত্রে চিকিৎসকদেরকে বিশেষ মনোযোগ দিতে হবে। 

বৈঠকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মন্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক উপস্থিত ছিলেন। 

#
পরীক্ষিৎ/আফরাজ/জসীম/আব্বাস/২০১৫/১৭২৫ ঘণ্টা 
 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৪১০ 

গোলাম আকবর চৌধুরীর মৃত্যুতে মন্ত্রীবর্গের শোক

ঢাকা, ৯ অগ্রহায়ণ (২৩ নভেম্বর) : 

    সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর স¦ামী 
ভাষা সৈনিক, বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজসেবক গোলাম আকবর চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স¦াস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান  মেনন, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া-বীরবিক্রম, খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।  

    পৃথক শোকবার্তায় মন্ত্রীবর্গ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

    উল্লেখ্য, রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৩ নভেম্বর  সোমবার গোলাম আকবর চৌধুরী মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি.........রাজিউন)।  

#
আফরাজ/মোশাররফ/জসীম/আব্বাস/২০১৫/১৮৫২ ঘণ্টা 

 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩৪০৯

বাল্যবিবাহ রোধে এমপিদের জনগণকে সাথে নিয়ে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের 


ঢাকা, ৯ অগ্রহায়ণ (২৩ নভেম্বর) :  
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি  বলেছেন, শুধুমাত্র আইন করে একা সরকারের পক্ষে দেশের বাল্যবিবাহ রোধ করা সম্ভব নয়। এর পাশাপাশি দেশের প্রতিটি নির্বাচনি এলাকায় সংসদ সদস্যদের জনগণকে সঙ্গে নিয়ে তাদের মধ্যে সচেতনতার আলো ছড়িয়ে দিতে হবে।  তাহলেই বাল্যবিবাহের মত সামাজিক ব্যাধি সমাজ থেকে নির্মূল করা সম্ভব হবে।   
তিনি আজ জাতীয় সংসদের শপথকক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ এবং ওহঃবৎ–চধৎষরধসবহঃধৎু টহরড়হ (আইপিইউ) এর যৌথ উদ্যোগে ঈধঢ়ধপরঃু ইঁরষফরহম ভড়ৎ অফফৎবংংরহম ঈযরষফ গধৎৎরধমব ধহফ ইরৎঃয ্ গধৎৎরধমব জবমরংঃৎধঃরড়হ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।  
ডেপুটি স্পিকার বলেন, এমডিজি (সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা) অর্জনে বাংলাদেশ অভাবনীয় সাফল্য দেখিয়েছে এবং এখন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) অর্জনের জন্য বাংলাদেশ প্রস্তুত। এসডিজি অর্জনের ক্ষেত্রে বাল্যবিবাহসহ অন্যান্য যেসব সামাজিক প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো চিহ্নিত করে নির্মূল করতে হবে। তিনি বলেন, প্রতিটি নাগরিকের জন্ম নিবন্ধন সনদ থাকা প্রয়োজন। বিবাহের সময় জন্ম নিবন্ধন সনদ দেখে বর-কনের সঠিক বয়স নিরূপণ করে বিবাহ রেজিস্ট্রেশন করলে বাল্যবিবাহের হার অনেকাংশে কমে যাবে। 
এসময় ডেপুটি স্পিকার বাল্যবিবাহ রোধ করতে সরকারের পাশাপাশি এনজিওসহ সুশীল সমাজের সকল নাগরিকদের একযোগে কাজ করার আহ্বান জানান।
    বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুলের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর মো. হাবিবে মিল্লাত এমপি এবং আইপিইউ এর কনসালটেন্ট ব্র্রিজিত ফিলিয়ন (ইৎরমরঃঃব ভরষরড়হ)। অনুষ্ঠানে হুইপ মো. শাহাব উদ্দিন, সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মতাগণ এবং আইপিইউ এর প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন। 
#

স্বপন/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৫০০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩৪০৮

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক 


ঢাকা, ৯ অগ্রহায়ণ (২৩ নভেম্বর) :  
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক গোলাম আকবর চৌধুরী’র মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন।
আজ এক শোকবাণীতে প্রধানমন্ত্রী বলেন, মরহুম গোলাম আকবর চৌধুরী ছিলেন জাতির পিতার অত্যন্ত ঘনিষ্ঠ। বায়ান্ন’র ভাষা আন্দোলনে তাঁর সভাপতিত্বে চট্টগ্রামে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। তিনি মুক্তিযুদ্ধচলাকালীন মুজিবনগর সরকারের পরিকল্পনা সেলের অবৈতনিক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 
 প্রধানমন্ত্রী আরও বলেন, সপরিবারে বঙ্গবন্ধু হত্যাপরবর্তী দুঃসময়ে বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রকৃত শুভাকাক্সক্ষী হিসেবে তিনি সাহসিকতাপূর্ণ ভূমিকা রাখেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হওয়ার পর আমার স্বদেশ প্রত্যাবর্তনকালীন সময়েও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক নাগরিককে হারালো। ব্যক্তিগতভাবে আমি একজন সুহৃদকে হারালাম।
প্রধানমন্ত্রী মরহুম গোলাম আকবর চৌধুরী’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
#
নুরএলাহি/অনসূয়া/আলম/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৩৩০ ঘণ্টা 


 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৪০৭ 


ভাষা সৈনিক গোলাম আকবর চৌধুরীর মৃত্যুতে স্পিকারের শোক


ঢাকা, ৯ অগ্রহায়ণ (২৩ নভেম্বর) :  
    সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী বিশিষ্ট ভাষা সৈনিক ও মুজিবনগর সরকারের প্ল্যানিং সেলের সদস্য গোলাম আকবর চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোকপ্রকাশ করেছেন।
    এক শোকবার্তায় স্পিকার বলেন, গোলাম আকবর চৌধুরী ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক, সমাজসেবককে হারালো। এ দেশের জন্য তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। 
    স্পিকার মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
    বীর মুক্তিযোদ্ধা গোলাম আকবর চৌধুরীর মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ আ স ম ফিরোজও গভীর শোকপ্রকাশ করেছেন। 
#

শিবলী/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৩৩০ ঘণ্টা 


        
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৪০৬

৩৯টি জেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা, ৯ অগ্রহায়ণ (২৩ নভেম্বর) :  
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪’-এর ৩৯টি জেলার লিখিত পরীক্ষার ফল ২২ নভেম্বর প্রকাশ করা হয়েছে। এ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ২৮ হাজার ৯৮২ জন। এ পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৫ লাখ ৯৩ হাজার ৯৯১ জন।
জেলাগুলো হলো চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, জামালপুর, নেত্রকোনা, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, চাঁদপুর, নোয়াখালী, পটুয়াখালী, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঠাকুরগাঁও, নীলফামারি ও লালমনিরহাট, বগুড়া, নওগাঁ, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, যশোর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, টাংগাইল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা । দুটি পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৬ অক্টোবর ২০১৫ তারিখে ২২টি ও ৩০ অক্টোবর ২০১৫ তারিখে ১৭টি জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের লক্ষ্যে তাদের রোল নম্বরের তালিকা ইতোমধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণ করা হয়েছে। এসব প্রার্থীর জেলাওয়ারী রোল নম্বরের তালিকা সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ডে প্রদর্শনের ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (িি.িফঢ়ব.মড়া.নফ) লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের জেলাওয়ারী রোল নম্বর পাওয়া যাবে।
    উত্তীর্ণ প্রার্থীগণ অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি, আবেদনের কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, নাগরিকত্ব সনদ এবং শিক্ষাগত যোগ্যতার সনদসহ প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ, মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক সনদ, এতিম সংক্রান্ত সনদ, প্রতিবন্ধী সংক্রান্ত সনদ, পোষ্য সনদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা সনদ, উপজাতি সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ১ম শ্রেণি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আগামী ২৬ নভেম্বর ২০১৫ তারিখের মধ্যে (অফিস চলাকালীন সময়ে) স্ব স্ব জেলায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবশ্যিকভাবে জমা পূর্বক প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ২৬ নভেম্বর ২০১৫ তারিখে কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে এবং সে কারণে তাদের নামে মৌখিক পরীক্ষার কার্ড ইস্যু করা না হলে কর্তৃপক্ষ দায়ী থাকবেনা। মৌখিক পরীক্ষা বোর্ডে প্রদর্শনের জন্য জমাদানকৃত সনদপত্র, প্রাপ্তি স্বীকারপত্র ও অন্যান্য কাগজপত্রের মূল কপি প্রার্থীকে সঙ্গে আনার জন্য অনুরোধ জানানো হয়েছে।
    মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাসময়ে প্রার্থীকে জানানো হবে।
#
রবীন্দ্রনাথ/অনসূয়া/খাদীজা/মিজান/আসমা/২০১৫/১১০০ ঘণ্টা 

Todays handout.doc Todays handout.doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon