Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ ডিসেম্বর ২০২০

তথ্যবিবরণী ১৮ ডিসেম্বর ২০২০

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৪৯৪২

 

দক্ষিণ আফ্রিকায় বঙ্গবন্ধু সেন্টার উদ্বোধন

 

দক্ষিণ আফ্রিকা, ১৮ ডিসেম্বর :

 

          দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় ১৬ ডিসেম্বর বাংলাদেশ হাইকমিশনে ‘বঙ্গবন্ধু সেন্টার’ উদ্বোধন করা হয়েছে। মহান বিজয় দিবসের ৪৯তম বার্ষিকী উদ্‌যাপনকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশ সম্প্রদায়ের ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই বঙ্গবন্ধু সেন্টার উদ্বোধন করা হয়। এটি মূলত একটি লাইব্রেরি।

 

          সদ্য প্রতিষ্ঠিত এ লাইব্রেরিতে বঙ্গবন্ধুর বর্ণময় জীবন, বিশেষ করে রাজনৈতিক সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি, পর্যটনসহ নানা বিষয়ে বাংলা ও ইংরেজিতে রচিত চার শতাধিক বই রয়েছে।

 

          এছাড়া আছে একটি অডিও-ভিজ্যুয়াল সেন্টার যেখানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণসহ আরো বিভিন্ন ভাষণ এবং স্থির চিত্র দেখানোর ব্যবস্থা রয়েছে।  

 

#

 

হেলাল/সাহেলা/রফিকুল/আব্বাস/২০২০/২০০৬ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৪৯৪১

 

কোভিড ১৯ এর পিক টাইমে বাংলাদেশের বিচার বিভাগ অভাবনীয় সাফল্য দেখিয়েছে

                                                                                       -- আইনমন্ত্রী

 

ঢাকা, ৩ পৌষ (১৮ ডিসেম্বর) :

 

          আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, কোভিড ১৯ এর পিক টাইমে প্রধান বিচারপতির নেতৃত্বে বাংলাদেশের বিচার বিভাগ অভাবনীয় সাফল্য দেখিয়েছে। এ সময় বিচারকগণ অত্যন্ত দক্ষতার সঙ্গে ভার্চুয়াল কোর্ট পরিচালনা করে দেশে বিচারকাজ চালু রেখেছেন, যা সারা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। এর মাধ্যমে গোটা বিচার বিভাগের দক্ষতা ও সক্ষমতারও পরিচয় ফুঠে উঠেছে। বিচার বিভাগের আজকের অবস্থানের পিছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানও অনস্বীকার্য।

 

          আজ ‘বাংলাদেশ সুপ্রীম কোর্ট দিবস’ উপলক্ষে সুপ্রীম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী।

 

          মন্ত্রী বলেন, সুপ্রীম কোর্টের বিগত ৪৮ বছরের পথচলায় আইনের শাসন প্রতিষ্ঠায় বহু উল্লেখযোগ্য অবদান রয়েছে। দেরিতে হলেও ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল, বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেলহত্যা মামলার বিচার এবং ১৯৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে সুপ্রীম কোর্টের অবদান ভুলবার নয়। দেশে বিচারহীনতার যে সংষ্কৃতি তৈরি হয়েছিল তা থেকে বাঙালি জাতিকে কলঙ্কমুক্ত করতে এসব হত্যাকাণ্ডের বিচারের কথা জাতি আজীবন স্মরণ রাখবেন। সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিলের রায় একদিকে যেমন অবৈধ ও অগণতান্ত্রিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখলকারীদের বারিত করেছে অন্যদিকে বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তিকে সুদৃঢ় করেছে।

 

          প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি এম ইনায়েতুর রহিম, অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন ও সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বক্তৃতা করেন।

 

#

 

রেজাউল/সাহেলা/রফিকুল/সেলিম/২০২০/১৮০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৪৯৪০

 

কোভিড-১৯ (করোনা ভাইরাসসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

 

ঢাকা, ৩ পৌষ (১৮ ডিসেম্বর) :

 

 ‌                  স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ৩৩৬ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ৩১৮ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৪ লাখ ৯৮ হাজার ২৯৩ জন।

 

          গত ২৪ ঘণ্টায় ২৫ জন-সহ এ পর্যন্ত ৭ হাজার ২১৭ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন।

 

          করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৩ হাজার ৬১৪ জন।

 

#

 

হাবিবুর/সাহেলা/রফিকুল/সেলিম/২০২০/১৭৩০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৪৯৩৯

 

শেখ হাসিনার কাছেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ নিরাপদ

                             -- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

 

পিরোজপুর, ৩ পৌষ (১৮ ডিসেম্বর) :      

 

          মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনার কাছেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ নিরাপদ। মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার ক্ষেত্রে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তিনি ছিলেন বিধায় যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। তিনি আছেন বিধায় মুক্তিযোদ্ধারা স্যালুট পাচ্ছেন, নিয়মিত ভাতা পাচ্ছেন। তিনি আছেন বিধায় হাসপাতালে মুক্তিযোদ্ধাদের জন্য বিনামূল্যে কেবিন থাকে। সরকারি যানবাহনে মুক্তিযোদ্ধারা বিনা ভাড়ায় চলতে পারেন। তাঁর জন্যই মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে।

 

          আজ পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে ‘মহান বিজয় দিবস ২০২০’ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

 

          এ সময় তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠলে তাদেরকে সকলে মিলে প্রতিহত করতে হবে। তাদের অস্তিত্ব বিনাশ করে দিতে হবে। সাম্প্রদায়িক শক্তিকে কোনোভাবে বিকশিত হতে দেয়া হবে না। এই ব্যাপারে কঠোর অবস্থান নেয়া হবে। স্বাধীনতাবিরোধীদের শেকড় এদেশ থেকে উপড়ে ফেলা হবে।

 

          এদিন পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধের শহিদদের স্মরণে নবনির্মিত মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ উদ্বোধন করেন মন্ত্রী।

 

          পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও  পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, পিরোজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মাসুম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের পিরোজপুর জেলা ইউনিট কমান্ডের সাবেক জেলা কমান্ডার গৌতম নারায়ন রায় চৌধুরী, সাবেক জেলা কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু ও  সাবেক জেলা কমান্ডার মোঃ ফজলুল হক সেন্টু।

 

#

 

ইফতেখার/সাহেলা/রফিকুল/সেলিম/২০২০/১৬৪০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৪৯৩৮

 

আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত সকল প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন বন্ধ থাকবে

 

ঢাকা, ৩ পৌষ (১৮ ডিসেম্বর) :      

 

          করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আগামী ১৬ জানুয়ারি ২০২১ পর্যন্ত সকল  সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন বন্ধ থাকবে। এ সময়ে নিজেদের এবং অন্যদের করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীগণ নিজ নিজ বাসস্থানে অবস্থান করবে।

 

          প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক সময়ে সময়ে জারিকৃত নির্দেশনা ও অনুশাসনসমূহ শিক্ষার্থীদের মেনে চলতে হবে। শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকবৃন্দ নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পরিবীক্ষণ করবেন। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ তাঁদের নিজ নিজ শিক্ষার্থীগণ যাতে বাসস্থানে অবস্থান করে নিজ নিজ পাঠ্যবই অধ্যয়ন করে সে বিষয়টি সংশ্লিষ্ট অভিভাবকদের মাধ্যমে নিশ্চিত করবেন।

 

#

 

রবীন্দ্রনাথ/সাহেলা/রফিকুল/সেলিম/২০২০/১৬২০ ঘণ্টা

 

তথ্যববিরণী                                                                                                                নম্বর : ৪৯৩৭

মুসল্লিদের মাস্ক পরিধানে শিল্প প্রতিমন্ত্রীর আহ্বান

ঢাকা, ৩ পৌষ (১৮ ডিসেম্বর) :      

          মাস্ক পরিধান করে মসজিদে আসার জন্য মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। করোনা হতে মুক্ত থাকার জন্য সবসময় সচেতন থাকার পাশাপাশি মহান আল্লাহর নিকট কায়মনোবাক্যে প্রার্থনা করারও আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী।

          প্রতিমন্ত্রী আজ রাজধানীর মিরপুর ১৩ নম্বরে অবস্থিত কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর মাতা দেলবাহার বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে এ আহ্বান জানান।

          এ সময় শিল্প প্রতিমন্ত্রী বলেন, করোনা হতে নিজেকে ও পরিবারের সদস্যদের মুক্ত রাখতে ঘরের বাইরে অবস্থানকালে মাস্ক পরিধানের কোন বিকল্প নেই। পাশাপাশি শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সবসময় সচেতন থাকতে হবে। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সফলতার পরিচয় দিয়েছে বলে তিনি উল্লেখ করেন। 

#

মাসুম/জুলফিকার/রেজ্জাকুল/শামীম/২০২০/১৫১৭ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                                নম্বর : ৪৯৩৬ 

আগামী ২০ ডিসেম্বর বিজিবি দিবস

 

ঢাকা, ৩ পৌষ (১৮ ডিসেম্বর):

          আগামী ২০ ডিসেম্বর ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০২০’ উদ্‌যাপন উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসের কর্মসূচি অনুযায়ী রাজধানীর পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম সকাল ৯:০০ টায় আনুষ্ঠানিকভাবে বিজিবি’র রেজিমেন্টাল পতাকা উত্তোলন করবেন এবং সকাল ৯:১৫ টায় পিলখানাস্থ ‘সীমান্ত গৌরব’ এ মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করবেন। 

          বিজিবি দিবস উদযাপনের অংশ হিসেবে সকাল ১০:০০ টায় মহাপরিচালকের বিশেষ দরবার অনুষ্ঠিত হবে। করোনা ভাইরাস সংক্রমণজনিত স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় ভার্চুয়ালি বিজিবি দিবস-২০২০ এর বিশেষ দরবার অনুষ্ঠিত হবে যেখানে বাংলাদেশের সকল প্রান্ত হতে বিজিবি সদস্যগণ যুক্ত থাকবে।

 

#

 

শরিফুল/জুলফিকার/রেজ্জাকুল/খোরশেদ/২০২০/১৫০ ঘণ্টা 

 

 

তথ্যবিবরণী                                                                                                               নম্বর : ৪৯৩৫ 

২০২২ সাল থেকে পদ্মা সেতুর উপর দিয়ে যানবাহন চলবে

                                                        - সেতুমন্ত্রী

 

ঢাকা, ৩ পৌষ (১৮ ডিসেম্বর):

          সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মা বহুমুখী সেতু নির্মাণে সচ্ছতার সামান্যতম ঘাটতি ছিল না। ২০২২ সাল থেকে এ সেতুর উপর দিয়ে যানবাহন চলবে।

          মন্ত্রী আজ বনানীস্থ সেতু ভবনে মহান বিজয় দিবস উদ্‌যাপন এবং মুজিবশতবর্ষে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ’ কর্ণার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

          মন্ত্রী আরো বলেন, বিজয়ের চেতনা ধারণ করে মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নে জাতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। এসময় তিনি বিজয়ের এ মাসে সাম্প্রদায়িকতার মূলোৎপাটনের মাধ্যমে একটি ক্ষুধা, দারিদ্র্যমুক্ত এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহবান জানান।

          সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন-এর সভাপতিত্বে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

 

#

 

ওয়ালিদ/জুলফিকার/রেজ্জাকুল/খোরশেদ/২০২০/১৫০ ঘণ্টা 

 

 

তথ্যবিবরণী                                                                                                                        নম্বর : ৪৯৩৪

 

তৃণমূল হতেই মেধাবী খেলোয়াড় সৃজনের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে

                                                                 -বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ৩ পৌষ (১৮ ডিসেম্বর) :

          বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তৃণমূল হতেই মেধাবী খেলোয়ার সৃজনের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। জেলা-উপজেলা পর্যায় নিয়মিত খেলাধুলা আয়োজন করা প্রয়োজন। বিদ্যালয় হতেই নানা প্রতিযোগিতার মাধ্যমে প্রতিশ্রুতিশীল খেলোয়ার অন্বেষণ করতে হবে।

          প্রতিমন্ত্রী গতকাল বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন আয়োজিত ‘৪৯তম বিজয় দিবস উদযাপন’ উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, খেলাধুলায় শুটিং প্রথম আন্তর্জাতিক পুরুস্কার এনে দিলেও এর প্রসার কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। বিভাগীয় ও জেলা পর্যায়ে শুটিং ক্লাব থাকা প্রয়োজন।

          আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

          বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন এর সভাপতি লে. জে. আতাউল হাকিম সারওয়ার হাসান ও মহাসচিব ইন্তেখাবুল হামিদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

#

 

আসলাম/জুলফিকার/রেজ্জাকুল/শামীম/২০২০/১৫২২ ঘণ্টা

 

 

তথ্যববিরণী                                                                                                                নম্বর : ৪৯৩৩

 

‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’

গতকালের বিজয়ীদের তালিকা

 

ঢাকা, ৩ পৌষ (১৮ ডিসেম্বর) :      

 

 

          জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষ্যে আয়োজিত অনলাইনভিত্তিক ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতার গতকালের কুইজে স্মার্টফোন বিজয়ী পাঁচ জন হলেন: মোহাম্মদ সাকির হোসেন, অরিন্দম তালুকদার, রিয়াদ এসকে, আরমান ও রতন আলম ।

 

          গতকালের কুইজে ৮০ হাজার ৮০৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

 

          স্মার্টফোন বিজয়ী পাঁচজনসহ ১০০ জিবি মোবাইল ডাটা বিজয়ী ১০০ জনের ছবিযুক্ত নামের তালিকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির ওয়েবসাইট https://mujib100.gov.bd অথবা https://quiz.priyo.com থেকে জানা যাবে। 

 

#

 

মোহসিন/জুলফিকার/রেজ্জাকুল/শামীম/২০২০/১৫১৭ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                                নম্বর : ৪৯৩২ 

শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়লো

ঢাকা, ৩ পৌষ (১৮ ডিসেম্বর):

          করোনা মহামারির কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের (কওমি ছাড়া) চলমান ছুটি আগামী ১৬ জানুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।

          প্রসঙ্গত, বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি ছিল, যা এবার ১৬ জানুয়ারি, ২০২১ পর্যন্ত বাড়ানো হয়েছে।

#

 

খায়ের/জুলফিকার/রেজ্জাকুল/খোরশেদ/২০২০/১৪৩০ ঘণ্টা 


 

Handout                                                                                                                                Number: 4931

 

 

Mohammed Abdul Hye appointed as new Ambassador to Thailand

 

 

Dhaka, 18 December :

 

The Government appointed Mohammed Abdul Hye, currently serving as the Ambassador of Bangladesh to Algeria, as the next Ambassador of Bangladesh to Thailand.

Mohammed Abdul Hye is a career foreign service officer belonging to 1986 batch of Bangladesh Civil Service (BCS) Foreign Affairs cadre. In his distinguished diplomatic career, he served in Bangladesh Missions in Manama, Moscow, Bangkok and Dubai. Prior to his present assignment, he served as High Commissioner of Bangladesh to Brunei. At the Headquarters, he worked in various capacities including as Director General (Administration). 

Abdul Hye obtained his BSc in Civil Engineering from BUET.

#

 

Khadiza/Zulfikar/Rezzakul/Khorshad/2020/1130 hours

 

 

Handout                                                                                                                              Number: 4930

 

 

Muhammad Zulqar Nain appointed as new Ambassador to Algeria

 

 

Dhaka, 18 December :

 

The Government appointed Muhammad Zulqar Nain, currently serving as the Deputy High Commissioner at Bangladesh High Commission in London, as the new Ambassador of Bangladesh to Algeria.

Ambassador designate Muhammad Zulqar Nain is a career foreign service officer belonging to the 17th batch of Bangladesh Civil Service (BCS) Foreign Affairs cadre. In his distinguished diplomatic career, Zulqar Nain served in various capacities in Bangladesh Missions in Washington DC, Seoul and Birmingham. At the headquarters, he worked in various capacities in different Wings.

Muhammad Zulqar Nain obtained his Masters in Diplomacy and Trade from Monash University.

#

 

Khadiza /Zulfikar/Rezzakul/Khorshad/2020/1130 hours

 

তথ্যবিবরণী                                                                                                                         নম্বর : ৪৯২৯

 

ব্রাজিলে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার উদ্বোধন

ব্রাসিলিয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠার ঘোষণা

 

ব্রাসিলিয়া, ১৮ ডিসেম্বর :

          যথাযথ শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে ১৬ ডিসেম্বর ব্রাজিলে বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস
উদ্‌যাপন করা হয়। বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার উদ্বোধন ও ব্রাসিলিয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠার ঘোষণা দেয়া হয়।

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জুলফিকার রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পবিত্র কোরান থেকে পাঠ এবং সকল শহীদের শ্রদ্ধা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়। এরপর মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা  প্রদর্শন করা হয়।

মহান বিজয় দিবস পালনের প্রাক্কালে মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে দূতাবাসে ‘বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার’-এবং  ‘বঙ্গবন্ধু কর্ণার’ উন্মোচন করেন রাষ্ট্রদূত। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশকে ব্রাজিলসহ লাতিন আমেরিকান অঞ্চলে সামগ্রিকভাবে তুলে ধরার এ প্রয়াস বাংলাদেশ ও এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সম্পর্কোন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। জনগণের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার অবদান রাখবে।

দূতাবাসের উদ্যোগে ব্রাসিলিয়া বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিভাগে একটি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়ার’ প্রতিষ্ঠার বিষয়ে সম্প্রতি নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ব্রাজিলিয়ান পর্তুগীজ ভাষায় অনুবাদ করবেন।

প্রবাসী বাংলাদেশি ছাড়াও বহু ব্রাজিলিয়ান সংবাদকর্মী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিদ্যালয়ের শিক্ষকগণ, ব্রাজিলের পরারষ্ট্র মন্ত্রণালয়, ব্রাসিলিয়া সরকারের প্রতিনিধিবৃন্দ এবং ব্রাসিলিয়াস্থ কূটনৈতিক কোরের সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

#

 

জুলফিকার/রেজ্জাকুল/শামীম/২০২০/১২২৫ ঘণ্টা

 

2020-12-18-21-18-5d3229a6c9bb87f2af13345faccfac62.docx 2020-12-18-21-18-5d3229a6c9bb87f2af13345faccfac62.docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon