Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ August ২০১৬

তথ্যবিবরণী ১৪ই আগস্ট ২০১৬

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২৫৯৮
বঙ্গবন্ধু এবং বাংলাদেশ শব্দ দুটি অবিচ্ছেদ্য
                      --স্থানীয় সরকার মন্ত্রী

ঢাকা, ৩০শে শ্রাবণ (১৪ই আগস্ট):
স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ অবিচ্ছেদ্য দুটি শব্দ- একটি ছাড়া অপরটিকে কল্পনা করা যায় না। তিনি বলেন, ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতাবিরোধী চক্র বাংলাদেশের স্বাধীনতা ও জাতিসত্তাকে হরণ করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ তা হতে দেয়নি।
মন্ত্রী আজ বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলপূর্ব এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
আইইবি’র সভাপতি ইঞ্জিনিয়ার কবির আহমেদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মো. আবদুস সবুরসহ অন্য নেতৃবৃন্দ।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন নি¤œ মধ্যমআয়ের দেশে উন্নীত হয়েছে এবং এ দেশের উন্নয়ন যাত্রা যখন বিশ্বের কাছে রোল মডেল হিসেবে বিবেচিত হয়েছে তখন স্বাধীনতাবিরোধী পরাজিত শক্তি আবার জঙ্গি কার্যক্রমের মাধ্যমে এ উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার নীলনকশায় লিপ্ত রয়েছে। তবে বাঙালি জাতি তা কখনও হতে দেবে না।
তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে অবদান রাখতে সকলের প্রতি আহ্বান জানান।
#

শহিদুল/আফরাজ/মোশাররফ/মোশারফ/রেজাউল/২০১৬/২১০৬ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২৫৯৭
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা

ঢাকা, ৩০শে শ্রাবণ (১৪ই আগস্ট):
    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এক  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। যুব ও ক্রীড়া সচিব কাজী আখতার উদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক আনোয়ারুল করিমসহ মন্ত্রণালয়, অধীনস্থ সকল দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
    অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কমকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।  আলোচনাশেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

#

শফিকুল/আফরাজ/মোশাররফ/মোশারফ/রেজাউল/২০১৬/২০৪০ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৫৯৬

৪৫০ জনকে সহকারী শিক্ষক পদে সুপারিশ করেছে পিএসসি

ঢাকা, ৩০শে শ্রাবণ (১৪ই আগস্ট):
    বাংলাদেশ সরকারি কর্মকমিশন ৩৪তম বিসিএস পরীক্ষায় পদ স¦ল্পতার কারণে ক্যাডার পদে এবং নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের নন-ক্যাডার ২য় শ্রেণির পদে নিয়োগ প্রদানের বিষয়ে জারিকৃত নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা- ২০১০ এবং ১৬ জুন ২০১৪ তারিখে জারিকৃত সংশোধিত বিধি অনুসরণে সংশ্লিষ্ট পদের জন্য নির্ধারিত নিয়োগ বিধিতে উল্লিখিত বয়স এবং শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের মেধা ও প্রচলিত কোটা পদ্ধতি অনুসরণ করে নিয়োগের জন্য সরকারি কর্মকমিশন (পিএসসি) সাময়িকভাবে ৪৫০ জনকে সহকারী শিক্ষক এবং ৭ জনকে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক ও
৩ জনকে কেমিস্ট পদে সুপারিশ করেছে।
     প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সাথে প্রদত্ত তথ্য, ডকুমেন্টস, সনদ ইত্যাদি প্রার্থীর প্রদত্ত অঙ্গীকারনামার ভিত্তিতে সাময়িকভাবে প্রার্থীকে সুপারিশ করেছে যে, তার নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ প্রদান করবে।
    এ বিষয়ে প্রার্থীর পদের নাম ও রেজিস্ট্র্রেশন নাম¦ারসহ বিস্তারিত সরকারি কর্মকমিশনের িি.িনঢ়ংপ.মড়া.নফ ওয়েবসাইটে পাওয়া যাবে।
#
নেছার/আফরাজ/নবী/মোশারফ/জয়নুল২০১৬/২১০০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৫৯৫

শোককে শক্তিতে পরিণত করতে হবে
                -- আমির হোসেন আমু

ঢাকা, ৩০শে শ্রাবণ (১৪ই আগস্ট):
বঙ্গবন্ধুর আদর্শ ও অসমাপ্ত কাজ বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ পর্যন্ত ২১ বার হত্যার চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, বাঙালি জাতির সেবা ও উন্নয়নের জন্য মহান আল্লাহ্তায়ালা তাঁকে বাঁচিয়ে রেখেছেন। গোটা পৃথিবী যখন অর্থনৈতিক মন্দার শিকার, তখন বাংলাদেশে ৬ শতাংশেরও বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা অব্যাহত রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতৃবৃন্দকে তাক লাগিয়ে দিয়েছেন।  
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ মন্তব্য করেন। রাজধানীর বিসিআইসি মিলনায়তনে আজ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে ঘাতকচক্র এদেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে জনগণের মন থেকে মুছে দিতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু তাঁর কালজয়ী আদর্শ ও নেতৃত্বের জন্য ষোল কোটি মানুষের ঘরে ঘরে বেঁচে রয়েছেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত সবাইকে সুশৃঙ্খলভাবে অর্পিত দায়িত্ব পালনের পরামর্শ দেন।
    তিনি শোককে শক্তিতে পরিণত করে স্বাধীনতাবিরোধী ও উগ্র সাম্প্রদায়িক অপশক্তির যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সভাপতি লায়ন হামিদুল আলম সখার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এ ইউসুফ, বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক অসিম কুমার উকিল এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার বক্তব্য রাখেন।
#
জলিল/আফরাজ/মোশারফ/জয়নুল২০১৬/২০৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৫৯৪

প্রয়োজনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে জঙ্গিদের বিচার করা হবে
                                                 -- আইনমন্ত্রী

ঢাকা, ৩০শে শ্রাবণ (১৪ই আগস্ট):
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, জঙ্গি ও জঙ্গিবাদীদের বিচারের জন্য বাংলাদেশে যথেষ্ট আইন আছে। তাদের বিচারের জন্য নতুন কোনো আইন প্রণয়নের প্রয়োজন হবে না। তিনি জানান, এসব অপরাধীকে দেশে বিদ্যমান আইন, যেমন- সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন এবং পেনাল কোড অনুযায়ী বিচার করা হবে। জঙ্গিদের বিচারের ব্যাপারে বিশেষ ব্যবস্থা হিসেবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করা হবে বলেও তিনি জানান।
মন্ত্রী আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ৪১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় সরকারি শিশু পরিবারে পরিবেশিত খাবার পরিবেশন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের কানাডা ও যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনার অগ্রগতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, কানাডার আইন অনুসারে ফাঁসির দ-প্রাপ্ত আসামিদের ফিরিয়ে দেয়ার বিষয়ে জটিলতা রয়েছে। এ বিষয়ে তাঁদের সঙ্গে আলোচনা চলছে।
#

রেজাউল/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/২০৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২৫৯৩
বঙ্গবন্ধু ছিলেন হ্যামিলনের বাঁশিওয়ালা
            -- স্থপতি ইয়াফেস ওসমান

ঢাকা, ৩০শে শ্রাবণ (১৪ই আগস্ট):
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ের ড. আনোয়ার হোসেন মিলনায়তনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন হ্যামিলনের বাঁশিওয়ালার মতো। তাঁর  ডাকে বাঙালি জাতি স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তাঁর নির্দেশেই মুক্তিযুদ্ধ হয়েছিল। তাঁর কারণেই আজ আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, পেয়েছি স্বাধীনতা। আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। পঁচাত্তরের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা না করা হলে এদেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো।
তিনি বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময়ই বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের কথা চিন্তা করতেন। এরই ফলে আজ আমরা রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দ্বারপ্রান্তে। সরকার আজ তাঁর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছে।
অনুষ্ঠানে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আলী জুলকারনাইন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রফেসর ড. নঈম চৌধুরী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলীপ কুমার বসাক বঙ্গবন্ধুর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
এসময় কমিশনের বিজ্ঞানী, চিকিৎসক ও সকল স্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করেন।
#

কামরুল/আফরাজ/মোশারফ/রেজাউল/২০১৬/২০১৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২৫৯২

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রোভিসি নিয়োগ

ঢাকা, ৩০শে শ্রাবণ (১৪ই আগস্ট):
    রাষ্ট্রপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল বোটানি বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, একই বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মো. সেকেন্দার আলীকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর এবং পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগকে কোষাধ্যক্ষ পদে নিয়োগ প্রদান করেছেন।
    আজ শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগ আদেশ জারি করা হয়।
    স্ব স্ব পদে তাঁদের নিয়োগের মেয়াদ ৪ বছর হবে। এ নিয়োগাদেশ তাঁদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
#

আফরাজ/নবী/রেজাউল/২০১৬/১৯৩৮ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২৫৯১
হাসপাতালে নিরাপত্তা বৃদ্ধির সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের

ঢাকা, ৩০শে শ্রাবণ (১৪ই আগস্ট):
    দেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে নিরাপত্তা বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে দীর্ঘদিন অনুপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পর্কে খোঁজ নেয়ার জন্য কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হচ্ছে। এ সম্পর্কিত একটি দিক নির্দেশনা জারি করতে যাচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে হাসপাতালে নিরাপত্তা জোরদারকরণ সংক্রান্ত এক জরুরি সভায় এ নির্দেশনার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন ছাড়াও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারি ও বেসরকারি হাসপাতালের পরিচালকগণ সভায় উপস্থিত ছিলেন।

চলমান পরিস্থিতিতে হাসপাতালগুলোর নিরাপত্তা যেন কোনোভাবেই বিঘিœত না হয়, কোনোভাবেই যেন কোনো ধরনের অঘটন না ঘটে সেদিকে সতর্ক থাকার জন্য সভা থেকে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। সকল হাসপাতালে আর্চওয়ে, মেটাল ডিটেক্টর, সিসিটিভি স্থাপনের জন্যও হাসপাতালের পরিচালকদের বলা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী নিয়োগ দিতে বলা হয়েছে এবং সরকারি হাসপাতালগুলোতে পুলিশ ও আনসারের সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে। এছাড়াও সকল হাসপাতালেই রোগীর সঙ্গে আসা বা রোগীকে দেখতে আসা ভিজিটরদের প্রতি বাড়তি সতর্ক থাকার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।
#
পরীক্ষিৎ/আফরাজ/মোশাররফ/মোশারফ/রেজাউল/২০১৬/১৯২৬  ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৫৯০

টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা, ৩০শে শ্রাবণ (১৪ই আগস্ট):
    বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা আজ ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সাথে তাঁর সচিবালয়স্থ দফতরে সাক্ষাৎ করেন।
    সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় ভারত বাংলাদেশ থেকে আরো ব্যান্ডউইথ নেয়ার আগ্রহ প্রকাশ করলে প্রতিমন্ত্রী ভারতে ব্যান্ডউইথ রপ্তানির বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করেন। উল্লেখ্য, ভারতের ত্রিপুরা রাজ্যে ইতোমধ্যেই ১০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করেছে বাংলাদেশ।
    এছাড়াও তাঁরা সাইবার নিরাপত্তা এবং সার্ক স্যাটেলাইট বিষয়ে আলোচনা করেন এবং সাইবার নিরাপত্তা বিষয় একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
    ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. ফায়জুর রহমান চৌধুরী এ সময়  উপস্থিত ছিলেন।   
#

এনায়েত/আফরাজ/মোশারফ/জয়নুল২০১৬/১৯৫০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৫৮৯

জাতীয় শোক দিবস উপলক্ষে পিএসসিতে আলোচনাসভা

ঢাকা, ৩০শে শ্রাবণ (১৪ই আগস্ট):
    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ সরকারি কর্মকমিশনে (পিএসসি) আজ এক আলোচনাসভার আয়োজন করা হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএসসি’র চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। পিএসসি’র সচিব মো. নূরুন নবী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে কমিশনের সদস্যগণ আলোচনায় অংশ নেন। কমিশনের কর্মকর্তা ও কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
    ভাবগাম্ভীর্যপূর্ণ এবং শোকাবহ পরিবেশে আলোচনাসভায় স¦াধীন বাংলাদেশের মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোকপাত করা হয়। অনুষ্ঠানে স¦াধীন বাংলাদেশ সৃষ্টিতে মহান এ নেতার অবদান কৃতজ্ঞতাভরে স¥রণ করা হয় এবং ৭৫-এর বিয়োগান্তক ঘটনাকে ধিক্কার জানানো হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স¦প্নের সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
    পরে জোহরের নামাজের পর কমিশনে জাতির পিতা এবং ১৫ই আগস্টের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

#


আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৯৫৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৫৮৮

বঙ্গবন্ধুর জীবন ও ইতিহাস চর্চার বিকল্প নেই
                                   -- তথ্যমন্ত্রী

ঢাকা, ৩০শে শ্রাবণ (১৪ই আগস্ট):
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশকে তার নিজের পথে রাখতে বঙ্গবন্ধুর জীবন ও ইতিহাস চর্চার বিকল্প নেই।
    জাতীয় শোক দিবস উপলক্ষে আজ সচিবালয়ে তথ্য অধিদফতর আয়োজিত বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনকালে মন্ত্রী একথা বলেন।
    বাংলাদেশের সমাজ, ধর্ম এবং মূল্যবোধের সঙ্গে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ যায় না উল্লেখ করে মন্ত্রী বলেন, ইতিহাসের দিকে তাকালেই এর প্রমাণ মেলে। এ কারণে বঙ্গবন্ধুর জীবন এবং কর্মসহ ইতিহাস চর্চার বিকল্প নেই। আর ইতিহাস থেকে সংগৃহীত এ আলোকচিত্র প্রদর্শনী ইতিহাস চর্চারই অংশ।
    তিনি বলেন, একাত্তরে পরাজয়ের প্রতিশোধ নিতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। ১৯৭১ সালে পাকিস্তানিরা আমাদের উপর তাদের মনগড়া ব্যবস্থা চাপিয়ে দিতে চেয়েছিল। ১৯৭৫ সালেও ঘাতকরা পাকিস্তানি ধারার ব্যবস্থা চাপানোর চেষ্টা করেছিল। তাদের সে উদ্দেশ্য সফল হয়নি।
    মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশে চারটি অভিশাপের জন্ম হয়েছে। এগুলো হলো- সামরিকতন্ত্র, রাজাকারতন্ত্র, সাম্প্রদায়িকতা এবং বিএনপি নামক বিষবৃক্ষ। এখন বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবচেয়ে বড় কাজ হলো জঙ্গি এবং তাদের দোসরদের বাংলাদেশের মাটি থেকে উৎখাত করা। এই কাজে আমাদের সফল হতেই হবে।
    প্রধান তথ্য অফিসার একেএম শামীম চৌধুরীর সভাপতিত্বে পাঁচদিনব্যাপী এ আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএসএম মাহবুবুল আলম ও রোকসানা মালেক, গণযোগাযোগ অধিদপ্তরের মহপরিচালক কামরুন নাহারসহ তথ্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
#

আকরাম/আফরাজ/মোশারফ/জয়নুল২০১৬/১৮৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২৫৮৭

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন

ঢাকা, ৩০শে শ্রাবণ (১৪ই আগস্ট):
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা আজ ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে।
নতুন প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ। এরাই বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলবে। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ও বঙ্গবন্ধুর জীবনাদর্শে অনুপ্রাণিত করাই এই পরিদর্শনের মূল উদ্দেশ্য।
পরিদর্শনকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম খান,  যুগ্মসচিব শেখ আতাহার হোসেন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপপরিচালক শাহ সুফি মো. আলী রেজা উপস্থিত ছিলেন।
    শোক দিবস উপলক্ষে একটি র‌্যালির আয়োজন করা হয় এবং র‌্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
#

রবীন্দ্র/আফরাজ/মোশারফ/রেজাউল/২০১৬/১৮১২ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২৫৮৬

যুব মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ৩০শে শ্রাবণ (১৪ই আগস্ট):
    দশম জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠক আজ কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে  সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, উপমন্ত্রী আরিফ খান জয়, নাহিম রাজ্জাক এবং মো. নুরুল ইসলাম তালুকদার বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে বিগত ২১তম ও ২২তম বৈঠকে গৃহীত সুপারিশসমূহের বাস্তবায়ন অগ্রগতি এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধকল্পে যুব সমাবেশ, র‌্যালি, মানববন্ধন ও অন্যান্য কার্যক্রম গ্রহণ সম্পর্কে আলোচনা করা হয়।
    বিকেএসপির প্রশিক্ষণার্থীদের প্রতিকূল আবহাওয়ার মধ্যে ইনডোর প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে নির্মিত বেইলম্যান হ্যাঙ্গারটি নির্মাণে ডিজাইনগত ত্রুটি এবং প্রয়োজন অনুযায়ী উপকরণ ব্যবহার করা হয়েছে কিনা, কারা এর জন্য দায়ী তা অধিকতর তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার এবং দোষী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
    ক্রমবর্ধমান সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টির জন্য প্রত্যেক বিভাগে একটি করে যুব সমাবেশ করার পাশাপাশি জাতীয় পর্যায়ের আইকন খেলোয়াড়দের সম্পৃক্ত করে বিভিন্ন যুব সংগঠন ও ক্রীড়া সংস্থার অংশগ্রহণে ঢাকাসহ সারাদেশে জনসচেতনতামূলক র‌্যালি ও মানববন্ধন করার সুপারিশ করা হয়।
    ১লা নভেম্বর জাতীয় যুব দিবসকে সামনে রেখে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে ইয়ং বাংলা, সিআরআইসহ বিভিন্ন যুব সংগঠনের ভলান্টিয়ারদের একত্রিত করে ব্যপকভিত্তিক জঙ্গিবাদবিরোধী কর্মসূচি গ্রহণ করার সুপারিশ করা হয় বৈঠকে।
    যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

#

মিজানুর/আফরাজ/মোশারফ/রেজাউল/২০১৬/১৮১০ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৫৮৫

বাউল ভাবদর্শন পারে অন্ধকার রুখে দিতে
                 -- সংস্কৃতিমন্ত্রী
ঢাকা, ৩০শে শ্রাবণ (১৪ই আগস্ট):
    সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বাউল ভাবদর্শন পারে অন্ধকারের শক্তি রুখে দিতে।  বাউলের যে দর্শন তা আমাদের জীবনেরই দর্শন, যে দর্শন জাতি-ধর্ম-বর্ণ-গোত্র-পেশার মধ্যে ভেদাভেদ না করে সবাইকে মনুষ্যত্বের আহ্বানে একত্রিত করে। এটি সমগ্র মানবজাতির দর্শন, যার ছায়ায় সব ধর্ম-গোত্র-সম্প্রদায়ের মানুষ সমাবেত হতে পারে।
    মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় আয়োজিত এক বাউল সমাবেশে একথা বলেন।
    বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ১১ই আগস্ট থেকে জাতীয় চিত্রশালায় শুরু হয়েছে ‘জঙ্গিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক চারদিনব্যাপী লালন ভাবধারার ভাবশিষ্যদের নিয়ে ‘ভাবসঙ্গীত ও সম্মেলন’। এ আয়োজনের শেষদিনে আজ সকালে চিত্রশালায় বিষয়ভিত্তিক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি সচিব আক্তারী মমতাজ।
    মন্ত্রী বলেন, বর্তমানে অন্ধকারের শক্তিগুলো বাংলাদেশে তাদের অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। তারা ধর্মের নামে মুক্তমনা মানুষ, ব্লগার, লেখক-প্রকাশক, শিল্পী-কবি-সাহিত্যিক, পুরোহিত, ইমাম, বিদেশিসহ নিরীহ মানুষ হত্যা করছে। বিভিন্ন সময়ে দেশের নানা প্রান্তে বাউলদের উপর চালাচ্ছে নির্যাতন। এটি শুধু ব্যক্তি বা গোষ্ঠীর উপর হামলা নয়, আমাদের সবার উপর হামলা, মানব জাতির উপর হামলা, আমাদের সাংস্কৃতিক আন্দোলনের উপর হামলা। এ অপশক্তিগুলোর মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে। এক্ষেত্রে বাউল ভাবদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ এ ভাবদর্শন মানুষের অন্তরাত্মাকে আলোকিত করে, তাকে দেখায় আলো-অন্ধকারের পার্থক্য, তাকে শেখায় পাপ-পুণ্যের ভেদাভেদ।
    অনুষ্ঠানে বাউল সাধক নহির শাহ, বাউল পাগলা বাবুল ও বাউল হৃদয় সাধু বক্তব্য দেন। সারাদেশ থেকে আগত প্রায় ৩০০ জন বাউল এসময় উপস্থিত ছিলেন।
    পরে সংস্কৃতি মন্ত্রীর নেতৃত্বে জাতীয় চিত্রশালা হতে কেন্দ্রীয় শহিদ মিনার পর্যন্ত ‘জঙ্গিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক জাগরণ’ সংবলিত ব্যানার, একতারা, দোতারাসহ দেশীয় বাদ্যযন্ত্র নিয়ে লালন সাঁইয়ের গানের তালে তালে বাউলদের পদযাত্রা অনুষ্ঠিত হয়। সংস্কৃতি সচিব ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক এতে অংশগ্রহণ করেন।
#

কুতুবুদ-দ্বীন/আফরাজ/মোশারফ/রেজাউল/২০১৬/১৮০৮ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ২৫৮৪

জাতীয় শোক দিবসের কর্মসূচি

ঢাকা, ৩০শে শ্রাবণ (১৪ই আগস্ট)
    স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ১৫ই আগস্ট। দেশব্যাপী যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের সাথে দিবসটি পালনের উদ্দেশ্যে সরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
    ১৫ই আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসহ বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং আলোচনাসভার আয়োজন করা হবে। সকাল ৬.৩০ টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুুষ্পার্ঘ্য অর্পণ এবং সশস্ত্র বাহিনী গার্ড অভ্ অনার প্রদান করবেন। এছাড়া ফাতেহা পাঠ ও মোনাজাত অনুষ্ঠিত হবে। সকাল ৭.৩০ টায় ঢাকার বনানী কবরস্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার পরিবারের শাহাদত বরণকারী সদস্য ও অন্যান্য শহিদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং দোয়া করবেন। সকাল ১০টায় গোপালগঞ্জ জেলার টুংগীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়া সেখানে ফাতেহা পাঠ, সশস্ত্র বাহিনীর গার্ড অভ্ অনার প্রদান এবং মোনাজাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি সমাধিস্থলে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগ, অধিদপ্তর ও সংস্থা জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে স্ব স্ব কর্মসূচি পালন করবে।
    জাতীয় শোক দিবস উপলক্ষে সারাদেশে মসজিদসমূহে বাদ জোহর বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। জাতীয় দৈনিক ও সাময়িকীতে ক্রোড়পত্র প্রকাশ, পোস্টার মুদ্রণ ও বিতরণ এবং বঙ্গবন্ধুর ওপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রোথ সেন্টারসহ গুরুত্বপূর্ণ স্থানে জাতীয় শোক দিবসের পোস্টার স্থাপিত হবে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান, শিশু একাডেমি এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর জাতীয় শোকদিবস ও বঙ্গবন্ধুর জীবনভিত্তিক বক্তৃতার আয়োজন করবে।
         জেলা ও উপজেলা পর্যায়েও যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে তারা কর্মসূচি পালন করবে।        
         বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন টুংগীপাড়ায় জাতির পিতার সমাধিস্থলে এবং ঢাকায় ধানমন্ডি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা করবে।
         দেশের সকল সিটি কর্পোরেশন, জেল<

Todays handout (13).doc Todays handout (13).doc