Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ মার্চ ২০১৯

তথ্যবিবরণী ১৮/০৩/২০১৯

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১০৭৯
 
বহুমুখী পাটপণ্য উদ্যোক্তাদের সব দাবি পূরণের প্রত্যয় বস্ত্র ও পাট মন্ত্রীর
 
ঢাকা, ৪ চৈত্র (১৮ মার্চ) :  
 
নিজেদের দাবী-দাওয়া আদায়ে পাট খাতের উদ্যোক্তাদের আরো বেশি সরব হওয়ার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। উদ্যোক্তাদের জন্য নিজের দরজা খোলা রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাকে বিরক্ত করবেন, আমি আপনাদের সঙ্গে কথা বলতে প্রস্তুত। আপনারা বস্ত্র পাট মন্ত্রণালয় আসবেন। আপনাদের দাবি দাওয়া পূরণে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সদা প্রস্তুত।’
আজ ঢাকা চেম্বার অডিটোরিয়ামে ‘পাট শিল্পের উন্নয়নে এর বহুমুখীকরণ: সম্ভাবনা ও প্রতিবন্ধকতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা চেম্বার অভ্ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এই সেমিনারের আয়োজন করে। চেম্বারের শীর্ষ নেতৃবৃন্দসহ পাট শিল্পের সঙ্গে সম্পৃক্ত সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ‘বাজেটে যাতে পাটের প্রত্যেকটি সেক্টর উপকৃত হয়, সে লক্ষ্যে আমি চেষ্টা চালিয়ে যাবো। পাটকে নিয়ে প্রচার-প্রচারণা চালাতে হবে। পাটের উন্নয়নে সরকার সব করতে বদ্ধপরিকর।’
বিশ্বব্যাপী প্লাস্টিক বর্জনের কারণে পাটের বাজার আবারও বড় হতে শুরু করেছে জানিয়ে মন্ত্রী বলেন, পাটের ভবিষ্যৎ আছে। প্লাস্টিক বর্জনের কারণে বিশ্বব্যাপী বাজার প্রতিনিয়ত বাড়ছে। যদি দ্রুত ওই মার্কেটে ঢুকতে না পারি অন্যরা তাদের ন্যাচারাল পণ্য দিয়ে ওই মার্কেট দখল করবে। এমন একদিন আসবে কেউ আর কাঁচামাল রফতানি করবে না। আমাদের অভ্যন্তরীণ বাজারও ধরতে হবে।
‘প্লাস্টিক আসার পরই পাটের স্বর্ণযুগ নি¤œদিকে নেমে আসে। আদমজী জুট মিল যদি বন্ধ হয়ে যেত তাহলে দেশে পাট চাষও বন্ধ হয়ে যেত। মিলগুলোকে ভর্তুকি দেয়া মানে পরোক্ষভাবে পাটচাষীকে ভর্তুকী দেয়া হবে বলেন মন্ত্রী।
মন্ত্রী আরো বলেন, ‘উদ্যোক্তাদের বড় অংশ নারী। তাদের জন্য বিক্রয় কেন্দ্র স্থাপনের চেষ্টা চলছে। মতিঝিলে একটি সেলস সেন্টার স্থাপন করা হবে। সেন্টারটি স্থাপন হলে সেখানে সারা বছর পাটপণ্যের মেলা করা যাবে। দেশের বিভিন্ন জেলায়ও পর্যায়ক্রমে সেল্স সেন্টার স্থাপন করা হবে।’
ডিসিসিআই সভাপতি ওসামা তাসীরের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থান করেন সংগঠনটির পরিচালক রাশেদুল করিম মুন্না। এতে আরও বক্তব্য রাখেন তত্ত¦াবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজনুর রহমান, এসিআই এগ্রোবিজনেস’র ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারী, পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) মহাপরিচালক ড. মো আসাদ্জ্জুামান, জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) নির্বাহী পরিচালক রীনা পারভীন, বাংলাদেশ পাটকল করপোরেশনের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ নাছিম প্রমুখ।
মুক্ত আলোচনায় অংশ নিয়ে উদ্যোক্তার বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরে বলেন, বহুমুখী পাটপণ্যের ক্ষেত্রে উপকরণই প্রধান সমস্যা। এর প্রাপ্তি যেমন কম, তেমনি দামও বেশি। উদ্যোক্তার জন্য নেই কোন ইটিপি। কেবলমাত্র অফিস টাইমে সেলস সেন্টার খোলা রাখায় প্রতিবন্ধকতার কথাও তুলে ধরেন উদ্যোক্তারা।
#
সৈকত/রাহাত/শহীদ/সঞ্জীব/আব্বাস/২০১৯/ ২৩১৫ ঘণ্টা
 
 
 
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ১০৭৮
বাংলাদেশের হজযাত্রীদের সুবিধা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করছে সরকার
          ---ধর্ম প্রতিমন্ত্রী
গোপালগঞ্জ, ৪ চৈত্র (১৮ মার্চ) :   
 
ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশের হজযাত্রীদের সব ধরনের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রতিমন্ত্রী আজ ইসলামিক ফাউন্ডেশন, গোপালগঞ্জ কার্যালয়ে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী উদ্যাপন ও গোপালগঞ্জ জেলার প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের সম্মেলন -২০১৯ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের হজ ব্যবস্থাপনাকে আরো উন্নত করার লক্ষ্যে আমি ইতোমধ্যে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত গ্রহণ করেছি। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে মিনা আরাফায় বাংলাদেশি হাজীদের খাবারের মান বৃদ্ধি, বাংলাদেশি বয়স্ক ও মহিলা হাজীদের কথা চিন্তা করে মিনায় দ্বিতল খাট ব্যবহার বাধ্যতামূলক না করতে, হজ এজেন্সি প্রতি হজযাত্রীর কোটা ১৫০ থেকে কমিয়ে ১০০ জন করার বিষয়ে রাজি করাতে সক্ষম হয়েছি। এ ছাড়া জেদ্দা বিমান বন্দরে বাংলাদেশি হাজিদের দীর্ঘ সময় অপেক্ষার ভোগান্তি কমানোর লক্ষ্যে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার হাজিদের ন্যায় বাংলাদেশি হাজিদের জন্য 
প্রি-এরাইভ্যাল ইমিগ্রেশন করার অনুরোধ করেছি। আমাদের অনুরোধে সাড়া দিয়ে এই বিষয়ে সৌদি আরবের একটি কারিগরি দল আগামী বুধবার বাংলাদেশে আসবেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনায় অনিয়মের কারণে কোন হজযাত্রীর চোখে পানি ফেলবে আমি তা হতে দেব না।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা এহরাম পড়া অবস্থায় কোন হাজির চোখের জল দেখতে চান না। আমি প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।
এর আগে অনুষ্ঠানে ইমামদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে ২২ মার্চ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা, স্বাধীনতার পর সর্বপ্রথম বাংলাদেশি হজযাত্রীদের জন্য জাহাজ ক্রয়, তাবলীগ জামাতের জন্য জায়গা প্রদানসহ নানাবিধ কাজ করেছেন। ঘাতকের বুলেটের আঘাতে বঙ্গবন্ধু শহীদ হয়ে যাওয়ার পর শত্রুরা ইসলাম এর জন্য তাঁর সকল অবদানের কথা ভুলিয়ে দিতে চেয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসায় নানা কাজের মাধ্যমে প্রমাণিত হয়েছে এই দল ইসলাম এর পক্ষের দল, আলেম ওলামাদের কল্যাণে নিবেদিত দল। বাংলাদেশ আওয়ামী লীগ ইসলাম ও মুসলমানদের কল্যাণে এদেশে সবচেয়ে বেশি কাজ করেছে।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী যাকাত ফান্ডের আওতায় দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আহমেদ, ইসলামিক ফাউন্ডেশন, গোপালগঞ্জ এর উপপরিচালক আবু ওবায়দা মাসুদুল হক প্রমুখ।
#
 
আনোয়ার/রাহাত/সঞ্জীব/আব্বাস/২০১৯/ ২৩২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ১০৭৭
 
বাঘাইছড়িতে ভোটগ্রহণ কর্মকর্তা  ও 
আনসার সদস্যদের নিহতের ঘটনায় নির্বাচন কমিশনের নিন্দা ও শোক 
 
ঢাকা, ৪ চৈত্র (১৮ মার্চ) :  
 
উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে আজ দায়িত্বরত অবস্থায় রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় দুর্বৃত্তের হামলায় ভোটগ্রহণ কর্মকর্তা ও আনসার সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন। এছাড়া কয়েকজন আহত হয়েছেন। তারা ভোটগ্রহণ শেষে নির্বাচনি ফলাফল ও মালামালসহ উপজেলা সদরে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে ফিরছিলেন।
 
নির্বাচন কমিশন জাতীয় দায়িত্বপালনরত ভোটগ্রহণ কর্মকর্তাদের উপর এরূপ কাপুরুষোচিত বর্বর হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। নির্বাচন কমিশন নিহতদের প্রতি গভীর শোক এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন আহতদের সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেছে। নির্বাচন কমিশন যে কোনো পরিস্থিতিতে নিহতদের পরিবারের এবং আহতদের পাশে আছে এবং থাকবে।
#
 
আসাদুজ্জামান/রাহাত/সঞ্জীব/আব্বাস/২০১৯/২২৪৯ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                     নম্বর : ১০৭৬ 
 
  সরকার চায় সুষ্ঠু নির্বাচন 
                    ---নৌপরিবহন প্রতিমন্ত্রী
 
দিনাজপুর, ৪ চৈত্র (১৮ মার্চ) :  
 
নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করার লক্ষ্যে এবং স্থানীয় পর্যায়ে জনগণের সুযোগ-সুবিধা ও অধিকার প্রতিষ্ঠা করতে উপজেলা পরিষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপুর্ণ। তিনি বলেন, সরকার চায় সুষ্ঠুভাবে নির্বাচনের মাধ্যমে উপজেলা পরিষদে জনগণ তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচন করুক।  
 
প্রতিমন্ত্রী আজ দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলার ধনতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
 
সকাল সাড়ে ৮টায় প্রতিমন্ত্রী নিজ কেন্দ্রে এসে তার ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, দিনাজপুরের ১২টি উপজেলার ৬৬৩টি ভোটকেন্দ্রে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই ১২টি উপজেলায় চেয়ারম্যান পদে ৩০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য দিনাজপুরের ১২টি উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১১ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল দিচ্ছে বিজিবি। দায়িত্বে রয়েছেন ৩১ জন ম্যাজিস্ট্রেট।
 
#
জাহাঙ্গীর/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৯/২০৪৯ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১০৭৫
 
বীরাঙ্গনারা সকলের মাতৃতুল্য
         ---সমাজকল্যাণমন্ত্রী 
ঢাকা, ৪ চৈত্র (১৮ মার্চ) :
সমাজকল্যাণমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ বলেছেন, মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি আমাদের বীরাঙ্গনা মা বোনের নাম, তাদের ত্যাগ বাঙালি জাতীর ইতিহাসে আজীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রতিটি বীরাঙ্গনা এদেশের প্রতিটি বাঙালির কাছে মাতৃতুল্য। নিজ মাকে যেমন শ্রদ্ধার সাথে দেখতে হয় আমাদের প্রতিটি বীরাঙ্গনা মাকেও সেই শ্রদ্ধা নিয়ে দেখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সকল মুক্তিযোদ্ধার পাশাপাশি প্রতিটি বীরাঙ্গনা মায়ের প্রতি যত্মশীল। সমাজকল্যাণ মন্ত্রণালয় বীরাঙ্গনা মায়েদের সম্ভাব্য সব ধরনের সুবিধা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ।
আজ রাজধানীর ঢাকা ক্লাবে ‘চেষ্টা’ আয়োজিত বীরাঙ্গনা নারীদের সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী। অনুষ্ঠানে পাঁচ জন বীরাঙ্গনা ব্রাহ্মণবাড়িয়ার রিজিয়া বেগম, নরসিংদীর রাজিয়া বেগম, বরিশালের লুৎফা বেগম, কুমিল্লার নুরজাহান বেগম এবং হবিগঞ্জের সন্ধ্যারাণীকে সম্মাননা স্মারকের পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করা হয়। 
‘চেষ্টা’ এর সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, সাবেক সেনা প্রধান লে. জেনারেল এম হারুন-অর-রশিদ (বীর প্রতীক), ‘চেষ্টা’র সাধারণ সম্পাদক লায়লা নাজনীন হারুন।
#
মাইদুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/২১৫৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১০৭৪
 
সরকার শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও কর্মমুখী করতে চায় 
                                                 ---শিক্ষামন্ত্রী
মাদারীপুর, ৪ চৈত্র (১৮ মার্চ) :
শিক্ষামন্ত্রী ডাঃ  দীপু মনি বলেছেন, শিক্ষার ওপর আমাদের জাতির অস্তিত্ব নির্ভরশীল। যেভাবে বিশ্ব এগিয়ে চলেছে, আমরা যদি সেভাবে শিক্ষিত না হই, তাহলে আমরা অনেক পিছিয়ে যাবো। তাই আমি শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে, বিশেষ করে, শিক্ষক ও শিক্ষাবিদদের শিক্ষার উন্নয়নে অবদান রাখার আহ্বান জানাই। সরকার শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে বদ্ধপরিকর। শিক্ষার মান উন্নয়নে, যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনে প্রয়োজনীয় পরিবর্তন ও সংযোজন করতে সরকার প্রস্তুত রয়েছে। 
মন্ত্রী আজ মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানায় সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজ ও ডি. কে. সৈয়দ আতাহার আলী একাডেমী এন্ড বিশ্ববিদ্যালয় কলেজের আয়োজনে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন ২০১৯ এ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
মাদারীপুরের জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে এ সম্মেলনে আরো  উপস্থিত  ছিলেন কলকাতার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক রঞ্জন চক্রবর্তী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম আব্দুস সোবহান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন রশীদ খান, সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি, সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মাদারীপুরের জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম।
মন্ত্রী বলেন, আজকের এই আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনের মাধ্যমে যে সকল সুপারিশ আসবে তা বাস্তবায়নে সরকার আন্তরিক থাকবে। তিনি আরো বলেন, একটি জাতির উন্নতি ও সমৃদ্ধি নির্ভর করে তাঁর শিক্ষা ব্যবস্থার ওপর। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, ‘সোনার দেশ গড়তে সোনার মানুষ চাই।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শিক্ষাই মানব সম্পদ উন্নয়নের চাবিকাঠি।’ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিগত দশ বছরে শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশে অনেক উন্নয়ন সাধিত হয়েছে। এখন সময় এসেছে শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করার। সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নে সচেষ্ট রয়েছে পাশাপাশি উচ্চ শিক্ষা ও গবেষণাধর্মী শিক্ষার ওপর জোর দিয়েছে। গবেষণাকে উৎসাহিত করতে সরকার বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং প্রধানমন্ত্রী ফেলোশিপ প্রবর্তন করেছে।
অধ্যাপক রঞ্জন চক্রবর্তী প্রত্যেক নাগরিকের নৈতিক শিক্ষা এবং আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার প্রতি গুরুত্বারোপ করেন। 
#
খায়ের/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/২১১০ঘণ্টা
 
 
তথ্যবিবরণী                                                                                 নম্বর : ১০৭২ 
 
বঙ্গবন্ধু ক্ষণজন্মা মহাপুরুষ
       ---মৎস্য প্রতিমন্ত্রী
 
ঢাকা, ৪ চৈত্র (১৮ মার্চ) :  
 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় মৎস্য প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু বঙ্গবন্ধুকে ‘বহুমুখী প্রতিভাধর ক্ষণজন্মা মহাপুরুষ’ উল্লেখ করে তাঁর পদাঙ্ক অনুসরণের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের অস্তিত্ব থাকতো না এবং বাঙালি জাতির জন্ম হতো না বলে তিনি মন্তব্য করেন। 
 
বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি শেখ শাহ আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন।  
 
বক্তারা বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু তাঁর জীবনে কোনো হঠকারী সিদ্ধান্ত কখনোই নেননি এবং ’৪৮ থেকে ’৭১ সাল পর্যন্ত তিনি পরিকল্পিতভাবে বাঙালি জাতির কল্যাণেই কাজ করে গেছেন। 
 
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 
 
#
শাহ আলম/মাহমুদ/রফিকুল/আব্বাস/২০১৯/২০৪৯ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ১০৭১ 
 
যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে  খেলাধুলার চর্চা দরকার
                                          ---যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
 
ঢাকা, ৪ চৈত্র (১৮ মার্চ) :  
 
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বলেছেন, শরীরকে সুন্দর, সুস্থ, সবল  রাখতে  খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই প্রত্যেক শিক্ষার্থীর উচিত লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করা। কেবল সুস্থ শরীরই পারে সুস্থ-সুন্দর জীবন গড়তে। বর্তমানে মরণ নেশা মাদকের ভয়াল ছোবলে আমাদের যুব সমাজ বিপথগামী হচ্ছে। ভবিষ্যৎ যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে বেশি বেশি খেলাধুলার চর্চা দরকার। 
 
প্রতিমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ ভলিবল ফেডারেশন আয়োজিত ঢাকা মহানগরী স্কুল ভলিবল (বালক/ বালিকা) প্রতিযোগিতা ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন।
 
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার যুববান্ধব ও ক্রীড়াবান্ধব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও একজন ক্রীড়ানুরাগী। তিনি সুযোগ পেলেই খেলার মাঠে ছুটে যান। তিনি সব সময় সকল পর্যায়ের খেলাধুলাকে উৎসাহ প্রদান করে থাকেন। প্রধানমন্ত্রীর সার্বিক পৃষ্ঠপোষকতায় ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়। 
 
অনুষ্ঠানে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহসভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক আশিকুর রহমান  মিকু, পানামা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক  অমল পোদ্দার সহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।
 
#
আরিফ/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৯/২১০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১০৭০  
 
তরুণদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে সরকার আন্তরিক
---কৃষিমন্ত্রী
 
 
ঢাকা, ৪ চৈত্র (১৮ মার্চ) :  
 
তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি, এই তারুণ্যের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে সরকার শতভাগ আন্তরিক। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে বাংলাদেশ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের যাত্রায় যুক্ত করা হবে তরুণদের।
 
আজ কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক রাজধানীর খামার বাড়ির কেআইবি অডিটোরিয়ামে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার সমাপ্তি মূল্যায়ন প্রতিবেদন অবহিতকরণ সভায় এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, বর্তমান সরকার ২০০৮ সালে নির্বাচনের ইশতেহারে দারিদ্র্য দূরীকরণ, খাদ্যে স¦য়ংসম্পূর্ণতা অর্জনসহ শিক্ষা স্বাস্থ্য নানা বিষয় এবং ভিশন ২০২১ ও ডিজিটাল বাংলাদেশ ঘোষনা করে , যার অধিকাংশ অর্জন সম্ভব হয়েছে। তেমনি ২০১০-২০১৫ পর্যন্ত ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা ঘোষণা করে এর কিছু অর্জিত হয়েছে কিছু হয়নি। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের বড় অন্তরায় ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে 
২০১৩-২০১৪ সালের রাজনীতির নামে নারকীয় অগ্নিসন্ত্রাস, অন্যথায় ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার অধিকাংশ সূচক অর্জিত হতো। প্রবৃদ্ধি অর্জনের মূল শর্ত হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকা।
 
কৃষি মন্ত্রী আরো বলেন, আমাদের অর্জন অনেক বেশি। এমডিজির অধিকাংশ সূচক আমরা অর্জন করেছি। বর্তমানে বাংলাদেশের সক্ষমতা অনেক বেশি। দেশে আইনশৃঙ্খলা রক্ষাসহ বিনিয়োগের যথেষ্ট অনুকূল পরিবেশ রয়েছে। এছাড়া দেশে বিনিয়োগের পরিবেশ ও ক্ষেত্র উভয়ই রয়েছে। বাংলাদেশ আগামী দুই এক বছরের মধ্যে  বিদেশি বিনিয়োগ বাড়বে এক নতুন কর্মচাঞ্চল সৃষ্টি হবে সবক্ষেত্রে, বাড়বে কর্মসংস্থান, ঘটবে স্বাস্থ্য, মানসম্মত শিক্ষার প্রসার ও কর্মসংস্থান।
 
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম।
 
গিয়াস/মাহমুদ/রাহাত/রফিকুল/আব্বাস/২০১৯/২০৫৪ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১০৬৯

জাপানের ইয়ানমার বাংলাদেশের কৃষিতে যান্ত্রিকীকরণে কাজ করবে 

ঢাকা, ৪ চৈত্র (১৮ মার্চ) :
বাংলাদেশে কৃষিতে যান্ত্রিকীকরণে সহযোগিতা করতে আগ্রহী জাপানি প্রতিষ্ঠান ণধহসধৎ (ইয়ানমার)। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে পাশে থাকা জাপানের শত বছরের পুরাতন এই প্রতিষ্ঠানটি কৃষি উন্নয়নেও কাজ করতে চায়।
  আজ কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাকের সাথে রাজধানীর ন্যাম ভবনে বৈঠকে জাপানি প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ঞধশবংযর অহফড় এসব কথা বলেন।
সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানকে সাথে নিয়ে কৃষি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে নিরলসভাবে। বাংলাদেশের কৃষির বড় চ্যালেঞ্জ হচ্ছে সংরক্ষণ, প্রক্রিয়াজাত ও বাজারজাত। যথাযথ প্রক্রিয়া ও বাজারজাত ব্যবস্থা না থাকায় কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না, রাষ্ট্রও বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমানে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোন সময়ের চেয়ে ভালো এবং বিনিয়োগের উপযোগী পরিবেশ বিদ্যমান। কৃষিক্ষেত্রে বিনিয়োগ ও বাণিজ্যিক কৃষির জন্য সহযোগিতা চায় বাংলাদেশ। টেকসই কৃষি উন্নয়ন তথা বিভিন্ন ফসল ও শস্য বহির্ভূত কৃষিখাতের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি যান্ত্রিকীকরণ এখন সময়ের দাবি, উল্লেখ করেন কৃষিমন্ত্রী।
মন্ত্রী বলেন, কৃষি জমির পরিমাণ দিন দিন কমছে, কৃষি শ্রমিক শহরমুখী হয়ে অন্য কাজে সম্পৃক্ত হচ্ছে, সে ক্ষেত্রে শুধু উন্নত জাত ও সার ব্যবহার করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখা সম্ভব হবে না। সেজন্য ফসল উৎপাদন, ধান কাটা ও কর্তন-পরবর্তী কাজগুলোয় সঠিক যন্ত্র ব্যবহারের মাধ্যমে অপচয় রোধ করে বাংলাদেশের জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। খাদ্যনিরাপত্তা নিশ্চিতে কৃষি যন্ত্রায়ণ বর্তমান সরকারের অগ্রগণ্য বিষয়। অন্যদিকে বাংলাদেশের মানুষের পুষ্টিনিরাপত্তা নিশ্চিতে সবজি উৎপাদন, মৎস্য চাষ ও পশুপালনেও উন্নত প্রযুক্তির ব্যবহারের দিকে বিশেষভাবে গুরুত্ব রয়েছে সরকারের।
ঞধশবংযর অহফড় বলেন, কৃষক পর্যায়ে দক্ষতা অর্জনের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাসহ ভবিষ্যতে বাংলাদেশের বাজারে রিমোট সেন্সিং টেকনোলজি সম্পন্ন পণ্য নিয়ে আসতে চায় ইয়ানমার। 
প্রতিনিধিদলে আরো ছিলেন জুড়ংঁশব ণধসধমঁপযর, ঝযড়মড় উধঃব, ঝঁনৎধঃধ জধহলধহ উধং, কযধরৎঁষ অযংধহ ও ণবধংরৎ ওনহব অংযধফ.
#
গিয়াস/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/২১০০ঘণ্টা  

 
                                                                                            
তথ্যবিবরণী                                                                                                                নম্বর : ১০৬৮  
আগামীকাল ঐতিহাসিক প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস
গাজীপুরে দিনব্যাপী ব্যাপক আয়োজন  
 
ঢাকা, ৪ চৈত্র (১৮ মার্চ) :  
আগামীকাল ১৯ শে মার্চ ঐতিহাসিক প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে গাজীপুরের (তৎকালীন জয়দেবপুর) বীর জনতা গর্জে উঠেছিল এবং সম্মুখযুদ্ধে অবতীর্ণ হয়েছিল । প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস  উদ্যাপন উপলক্ষে গাজীপুরে আগামীকাল দিনব্যাপী ব্যাপক আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধের বীরদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া সকাল ১০ টায় বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।  
সে দিনের ঘটনা প্রসঙ্গে সে সময়ের জয়দেবপুরের সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক, বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক  আজ ঢাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দপ্তরে স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ১৯৭১ সালের ১৭ মার্চ  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে লাখ লাখ জনতার ঢল নেমেছিল ৩২ নম্বরে বঙ্গবন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। এ সময় কুর্মিটোলা (ঢাকা) ক্যান্টনমেন্টে অস্ত্রের মজুত কমে গেছে অজুহাতে জয়দেবপুরে ২য় ইস্টবেঙ্গল রেজিমেন্টকে নিরস্ত্র করে ২য় ইস্টবেঙ্গল রেজিমেন্টে রক্ষিত অস্ত্র আনার পাকিস্তানি সেনাবাহিনীর ষড়যন্ত্রের সংবাদ বঙ্গবন্ধুকে জানাই। এ অবস্থায় আমাদের কি করণীয় জানতে চাইলে বঙ্গবন্ধু বাঘের মতো গর্জে উঠে বললেন, “তুই একটা আহম্মক, কি শিখেছিস যে বলে দিতে হবে”। একটু পায়চারী করে রাগতস্বরে বললেন, “বাঙালি সৈন্যদের নিরস্ত্র করতে দেয়া যাবে না। জবংরংঃ ধঃ ঃযব পড়ংঃ ড়ভ ধহুঃযরহম” । নেতার হুকুম পেয়ে গেলাম। ১৯শে মার্চ শুক্রবার আকস্মিকভাবে পাকিস্তানি ব্রিগেডিয়ার জাহান জেবের নেতৃত্বে পাকিস্তানি রেজিমেন্ট জয়বেদপুরস্থ (গাজীপুর) ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে নিরস্ত্র করার জন্য পৌঁছে যায়। এ সময় মেশিন টুলস ফ্যাক্টরি, ডিজেল প্লান্ট ও সমরাস্ত্র কারখানার শ্রমিক জনতা চারিদিক থেকে লাঠিসোটা, দা, দোনলা বন্দুকসহ জয়দেবপুর উপস্থিত হয়। জয়দেবপুর রেল গেইটে মালগাড়ির বগি, রেলের অকেজো রেললাইন, স্লিপারসহ বড় বড় গাছের গুঁড়ি, কাঠ, বাঁশ, ইট ইত্যাদি যে যেভাবে পেরেছে তা দিয়ে এক বিশাল বেরিকেড দেয়া হয়। জয়দেবপুর থেকে চৌরাস্তা পর্যন্ত আরো ৫টি বেরিকেড দেয়া হয় যাতে পাকিস্তানি বাহিনী অস্ত্র নিয়ে ফিরে যেতে না পারে। ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন-কমান্ড মেজর কে এম শফিউল্লাহকে (পরবর্তীকালে প্রধান সেনাপতি) জনতার উপর গুলি বর্ষণের আদেশ দেয়া হয়। বেঙ্গল রেজিমেন্টের সৈন্যরা জনতার উপর গুলি না করে আকাশের দিকে গুলি ছুঁড়ে সামনে আসতে থাকলে আমরা বর্তমান গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের উপরে অবস্থান নিয়ে বন্দুক ও চাইনিজ রাইফেল দিয়ে সেনাবাহিনীর উপর পালাক্রমে গুলি বর্ষণ করি।
মন্ত্রী জানান, আমরা যখন বেরিকেড দিচ্ছিলাম তখন টাঙ্গাইল থেকে রেশন নিয়ে একটি কনভয় জয়দেবপুর আসছিল। সে রেশনের গাড়ীকে জনতা আটকে দেয়। সে কনভয়ে থাকা ৫জন সৈন্যের চাইনিজ রাইফেল ও এলএমজি তাদের নিকট থেকে কেড়ে নেয়া হয়। এদিকে রেল গেইটের বেরিকেড সরানোর জন্য ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে ব্রিগেডিয়ার জাহান জেব আদেশ দেয়। পাক হানাদার বাহিনীর গুলিতে জয়দেবপুরে কয়েকজন শহীদ হন, আহত হন শত শত বীর জনতা। বর্তমানে সেই স্থানে চৌরাস্তার মোড়ে ‘জাগ্রত চৌরঙ্গী’ নামে ভাস্কর্য স্থাপিত হয়েছে।
পরদিন বঙ্গবন্ধু আলোচনা চলাকালে পাক বহিনীর আক্রমনে ১৯ মার্চের নিহতের কথা উল্লেখ করলে জেনারেল ইয়াহিয়া খান উল্লেখ করে যে, জয়দেবপুরের জনতা পাক বাহিনীর উপর আধুনিক অস্ত্র ও চাইনিজ রাইফেল দিয়ে আক্রমণ করেছে এবং এতে পাকিস্তানি বাহিনীর অনেক সৈন্য আহত হয়েছে।
১৯ মার্চের পর সারা বাংলাদেশে স্লোগান উঠে “জয়দেবপুরের পথ ধর - বাংলাদেশ স্বাধীন কর, জয়দেবপুরের পথ ধর - সশস্ত্র যুদ্ধ শুরু কর”।
মন্ত্রী জানান, ১৯ মার্চের সশস্ত্র যুদ্ধ মুক্তিযুদ্ধের ইতিহাসে এক মাইলফলক। ১৯ শে মার্চ মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতীয় জীবনে এক স্মরণীয় দিন। তাই জাতীয়ভাবে এই দিবসটি পালিত হলে মুক্তিযুদ্ধের মূল্যায়ন যথার্থভাবে হবে বলে আমি মনে করি।
#
দীপংকর/মাহমুদ/রাহাত/সঞ্জীব/আব্বাস/২০১৯/২০৪৭ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১০৬৭
 
ক্যান্সার সচেতনতা বিষয়ক আলোচনায় শিল্প প্রতিমন্ত্রী
দরিদ্র জনগণের জন্য ক্যান্সার চিকিৎসা নিশ্চিত করতে সরকার আন্তরিক
 
ঢাকা, ৪ চৈত্র (১৮ মার্চ) :
বাংলাদেশে প্রতিবছর দেড় লাখেরও বেশি মানুষ ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছে এবং প্রায় ৯১ হাজার বিভিন্ন ধরনের ক্যান্সারে মারা যাচ্ছে। ক্যান্সার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা এষড়নড়পধহ-এর সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমান বাংলাদেশে ক্যান্সার রোগীর সংখ্যা ১৩ থেকে ১৫ লাখ। 
আজ রাজধানীর মিরপুরের রূপনগরে মনিপুর স্কুল ও কলেজে ‘সচেতনতায় জীবন বাঁচায়’ শীর্ষক ক্যান্সার সচেতনতামূলক এক আলোচনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনায় ঈধহপবৎ অধিৎবহবংং ঋড়ঁহফধঃরড়হ ড়ভ ইধহমষধফবংয-এর প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ মাসুমুল হক একথা বলেন। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 
সভায় জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে ২০৩০ সালের মধ্যে বিভিন্ন প্রকার ক্যান্সারে মৃত্যুর সংখ্যা প্রায় দ্বিগুণ হতে পারে যার মূল ভুক্তভোগী হবে নিম্ন ও মধ্যম আয়ের দেশের জনগণ। বর্তমানে দেশের গড়ে প্রায় ৪ কোটি পূর্ণবয়স্ক মানুষ বিভিন্ন উপায়ে তামাক ব্যবহার করে। শুধু ধূমপান বর্জন করলে ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকি ৩৩ ভাগ পর্যন্ত হ্রাস করা সম্ভব। বর্তমানে বাংলাদেশের পুরুষদের মধ্যে প্রধান তিনটি ক্যান্সার হলো ফুসফুসের ক্যন্সার, মুখ ও মুখগহ্বরের ক্যান্সার এবং খাদ্যনালী ও পাকস্থলীর ক্যান্সার। মহিলাদে
Todays handout (10).docx Todays handout (10).docx