Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ সেপ্টেম্বর ২০১৮

তথ্যবিবরণী ৮ সেপ্টেম্বর ২০১৮

তথ্যবিবরণী                                                                     নম্বর : ২৪৭৪
 
‘জাতীয় জীবপ্রযুক্তি মেলা ২০১৮’ এর পুরস্কার বিতরণ
 
ঢাকা, ২৪ ভাদ্র (৮ সেপ্টেম্বর) :
 
জীবপ্রযুক্তি বিষয়ক শিক্ষা, গবেষণা ও জীবপ্রযুক্তিভিত্তিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং জীবপ্রযুক্তি বিষয়ে জনসচেতনতা সৃষ্টির  উদ্দেশ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে জীবপ্রযুক্তি বিষয়ক বিশেষায়িত গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অভ্ বায়োটেকনোলজি (এনআইবি) এর ব্যবস্থাপনায় দেশে প্রথম বারের মতো আয়োজিত দু’দিনব্যাপী ‘জাতীয় জীবপ্রযুক্তি মেলা ২০১৮’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ আজ ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। 
 
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশের পথে এগিয়ে চলেছে। বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির স্পর্শে সারা দেশ বদলে গেছে। মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের সম্ভাবনা অফুরান। জীবপ্রযুক্তির জ্ঞানকে চর্চা করতে হবে, কাজে লাগাতে হবে। নতুবা আমরা পিছিয়ে পড়ব।
 
  পরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী প্রদর্শনী স্টলে ৩টি ক্যাটাগরিতে ৯ জন, পোস্টার প্রতিযোগিতায় ২টি ক্যাটাগরিতে ৬ জন, বিজনেস আইডিয়া প্রতিযোগিতায় ৩ জন এবং ৩ মিনিটে থিসিস প্রেজেন্টেশন ক্যাটাগরিতে ৩ জনসহ মোট ২১ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করেন। 
 
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) মোঃ আবুল কালাম আজাদ, কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ নাসিরুজ্জামান এবং ন্যাশনাল ইনস্টিটিউট অভ্ বায়োটেকনোলজির মহাপরিচালক ড. মোঃ সলিমুল্লাহ।
 
#
 
কামরুল/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৮/১৯২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                               নম্বর : ২৪৭৩
 
উন্নত বিশে^র সাথে প্রতিযোগিতা করে বাণিজ্য করতে বাংলাদেশ সক্ষম
                               -- বাণিজ্যমন্ত্রী
 
ঢাকা, ২৪ ভাদ্র (৮ সেপ্টেম্বর) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, উন্নত বিশে^র সাথে প্রতিযোগিতা করে বাণিজ্য করতে বাংলাদেশ সক্ষমতা অর্জন করেছে। তিনটি শর্ত পূরণ করে বাংলাদেশ ইতোমধ্যে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে প্রবেশের প্রথম ধাপ সফলভাবে অতিক্রম করেছে। ২০২৪ সালে বাংলাদেশ পরিপূর্ণভাবে উন্নয়নশীল দেশে পরিণত হবে। ২০২৭ সালের পর বাংলাদেশ আর এলডিসিভুক্ত দেশের বাণিজ্য সুবিধা পাবে না। বিশ^ বাণিজ্যে প্রতিযোগিতা করে এগিয়ে যাবে বাংলাদেশ। এ জন্য বাংলাদেশ প্রস্তুতি শুরু করেছে, নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করবে। 
বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় মাইডাস সেন্টারে মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট এসিস্টেন্স এন্ড সার্ভিস এর ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। বাংলাদেশের রপ্তানি ৩৪৮ মিলিয়ন ডলার থেকে গত বছর মোট রপ্তানি দাঁড়িয়েছে ৪১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারে। রপ্তানি দিন দিন বাড়ছে। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলি টানেল, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের মতো বৃহৎ প্রকল্পগুলো বাংলাদেশ বাস্তবায়ন করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন ২০২১ অর্জিত হয়েছে। 
অনুষ্ঠানে মাইডাসের সহযোগিতায় ব্যবসায় বিভিন্ন ক্ষেত্রে অসামান্য কৃতিত্ব অর্জনের জন্য আটজন বিশিষ্ট উদ্যোক্তাকে মাইডাসের পরিচালনা পরিষদ ‘মাইডাস উদ্যোক্তা পুরস্কার-২০১৮’ প্রদান করে। বাণিজ্যমন্ত্রী তাদের হাতে ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেন। 
মাইডাস পরিচালনা পর্ষদের সভাপতি পারভীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত এইচ হেরি ভারউইজি, ইউএসএইড এর বাংলাদেশ মিশন পরিচালক ডেরিক এস ব্রাউন, পাম নেদারল্যান্ডের সিনিয়র বিশেষজ্ঞ আকি ওকমা, মাইডাস পরিচালনা পর্ষদের পরিচালক রোকেয়া এ রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক ড. এ এস এম মশিউর রহমান।
 
#
 
বকসী/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৮/১৮৪০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ২৪৭২
 
ট্রান্সফরমারস রোড শো শুরু হয়েছে ঢাকায় 
 
ঢাকা, ২৪ ভাদ্র (৮ সেপ্টেম্বর):
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) আয়োজিত বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী বিষয়ক প্রতিযোগিতা ‘ট্রান্সফরমারস রোড শো’ আজ ঢাকায় হোটেল রেডিসনের বলরুমে শুরু হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট ড. বান্দার এমএইচ হাজ্জার উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন। 
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, স্বাধীনতার পরপরই যুদ্ধবিধ্বস্ত এদেশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে জ্ঞান ও বিজ্ঞানভিত্তিক সমাজ গঠনে উদ্যোগী হয়েছিলেন। এর মাধ্যমে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ ‘সোনার বাংলা’ নির্মাণে উদ্যোগ গ্রহণ করেছিলেন। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার মতোই বিজ্ঞান এবং তথ্যপ্রযুক্তিকে উন্নয়নের অন্যতম হাতিয়ার হিসেবে গ্রহণ করেছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে।
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ড. বান্দার এমএইচ হাজ্জার বলেন, বাংলাদেশের সাথে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সম্পর্ক অত্যন্ত নিবিড়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আইএসডিবি বাংলাদেশকে সবসময় সহযোগিতা প্রদান করে যাবে। 
দিনব্যাপী এ প্রতিযোগিতায় ২০টি দল তাদের আইডিয়া ও উদ্ভাবনী নিয়ে অংশগ্রহণ করছে। দিনশেষে এদের মধ্য থেকে তিনজন বিজয়ীকে বেছে নেয়া হবে। প্রতি বিজয়ীকে ৩ হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার প্রদান করা হবে এবং তারা আগামী ডিসেম্বরে আইএসডিবির বার্ষিক বিজ্ঞান ও উদ্বাবন সম্মেলনে অংশগ্রহণের সুযোগ পাবে। 
 
#
 
কামরুল/সেলিম/সঞ্জীন/রেজাউল/২০১৮/১৮৩৭ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৪৭১
 
জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার
                      -- জনপ্রশাসন প্রতিমন্ত্রী
 
কেশবপুর (যশোর), ২৪ ভাদ্র (৮ সেপ্টেম্বর) :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে আর তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগোপযোগী দিকনির্দেশনায় সরকার মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করছে। সরকার জনগণের ভাগ্য উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ যশোরের কেশবপুরে সাগরদাঁড়ি ইউনিয়নে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অনুষ্ঠানে ২শ ৩৭ জনকে বয়স্ক ভাতা, ৭২ জনকে বিধবা ভাতা ও ৭২ জনকে প্রতিবন্ধী ভাতার বই প্রদান করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, সরকার সামাজিক নিরাপত্তা খাতকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছে। প্রতি বছর এই খাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে। তিনি বলেন, কেশবপুরে প্রতি ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। যারা বিদ্যুৎ সংযোগ নিতে পারেননি তাদের জন্য সৌরবিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। প্রতিমন্ত্রী এ সময় মেয়েদের বাল্যবিবাহ না দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
#
 
মাসুম/সেলিম/মোশারফ/রেজাউল/২০১৮/১৮০৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                                   নম্বর : ২৪৭০
 
অসাম্প্রদায়িক চেতনার বিকাশে সুফিবাদ গুরুত্বপূর্ণ 
 -- শিক্ষামন্ত্রী
 
ঢাকা, ২৪ ভাদ্র (৮ সেপ্টেম্বর) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মানবতাবোধ ও অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির বিকাশে সুফিবাদ প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ। উগ্রবাদ ও হানাহানি দূর করতে এবং বর্তমান যুগের নানা সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলায় সুফি চিন্তাধারা থেকে শিক্ষা লাভ করা যায়। 
মন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফ্ফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে বাংলার রুমি সৈয়দ আহমদুল হকের জন্মশত ও সপ্তম ওফাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ এ সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে।
মন্ত্রী বলেন, সুফিবাদে মানুষের প্রতি ভালবাসার যে কথা বলা হয়েছে, এই মূল্যবোধ ধারণ ও চর্চা করতে হবে। সকলের মধ্যে তা জাগিয়ে তুলতে হবে। তাহলেই বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ় হবে। জঙ্গিবাদ, উগ্রবাদ, হানাহানি দূর করতে এই চিন্তাগুলো কাজে লাগাতে হবে। শিক্ষামন্ত্রী আরো বলেন, নতুন প্রজন্মকে জঙ্গিবাদ ও উগ্রবাদ থেকে রক্ষা করতে হবে। এজন্য তাদেরকে সুফিবাদের মানবতাবোধ ও অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির সাথে পরিচয় করিয়ে দিতে হবে। 
সাবেক রাষ্ট্রদূত লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশে ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভায়েজি দেহনাভি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. সাদেকা হালিম এবং আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ-এর সভাপতি মোঃ আব্দুল করিম। 
সেমিনারে ‘সুফি আধ্যাত্মবাদের অনন্য বৈশিষ্ট্যসমূহ এবং বাংলার রুমি সৈয়দ আহমদুল হক’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তফা আবুলউলায়ী, ‘উপমহাদেশে সমন্বয়ী সংস্কৃতি ও উদার মানবতাবাদী ধারায় বাংলার রুমি সৈয়দ আহমদুল হক’ শীর্ষক প্রবন্ধ তুলে ধরেন পশ্চিমবঙ্গের কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. অমিত দে এবং ‘সুফি আধ্যাত্মবাদ ও মানবতাবাদ’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দর্শন ও ধর্ম বিভাগের অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. কাজী নুরুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধাপক ড. মোঃ ময়নুল হক এবং আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ-এর সহ-সভাপতি মোঃ শওকত আলী ওয়ারেছী। 
#
আফরাজ/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৮/১৭৪০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৪৬৯ 
 
পায়রায় ৩ হাজার ৬শ’ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে যৌথ উন্নয়ন চুক্তি স্বাক্ষর
 
ঢাকা, ২৪ ভাদ্র (৮ সেপ্টেম্বর) :
বাংলাদেশের নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিউপিজিসিএল) ও জার্মানির সিমেন্স এজি পায়রায় ৩ হাজার ৬শ’ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে গতকাল ঢাকার একটি হোটেলে যৌথ উন্নয়ন চুক্তি স্বাক্ষর করে। চুক্তিতে এনডব্লিউপিজিসিএল-এর পক্ষে কোম্পানির সচিব দীপক কুমার ঢালি ও সিমেন্সের পক্ষে সিমেন্সের প্রেসিডেন্ট (গ্যাস এন্ড পাওয়ার) রিচার্ড ক্লেটন রেজিগ (জরপযধৎফ ঈষধুঃড়হ জবরংরম) স্বাক্ষর করেছেন। এ উন্নয়ন চুক্তির আওতায় পূর্ণাঙ্গ সমীক্ষা, প্রকল্প প্রস্তাবনা চূড়ান্ত, বিদ্যুৎ ক্রয় চুক্তি, ঠিকাদার নিয়োগ ও পরিচালনা এবং রক্ষাণাবেক্ষণ কার্য সম্পাদন করা হবে। এছাড়া ঋণ সংগ্রহের কাজও করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস বলেন, ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জনের জন্য আলোক উৎসব হচ্ছে। ভিশন ২০৪১ বাস্তবায়নে বিদ্যুৎ অভূতপূর্ব অবদান রাখবে। দ্রুততার সাথে মেগাপ্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে এনডব্লিউপিজিসিএল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এ এম খোরশেদুল আলম, পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ, জার্মান দূতাবাসের ডেপুটি হেড অভ্ মিশন মাইকেল সুলথাইস (গরপযধবষ ঝপযঁষঃযবরংং) ও সিমেন্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রবাল বোস (চৎধনধষ ইড়ংব) বক্তব্য রাখেন।
 
#
 
আসলাম/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৮/১৭৩২ ঘণ্টা
Todays handout (5).docx