Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ জুলাই ২০১৮

তথ্যবিবরণী 28/7/2018

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১০২
 
বাবুল আখতারের সংগ্রামী মন ছিল
             ---সংস্কৃতি মন্ত্রী 
 
ঢাকা, ১৩ শ্রাবণ (২৮ জুলাই) :    
 
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, শব্দ সৈনিক বাবুল আখতার মানুষকে ভালোবাসতেন। প্রত্যেকের জন্য তাঁর মঙ্গল চিন্তা ছিল। বাবুল আখতারের সঙ্গে মিশে তাঁর সুন্দর ও সংগ্রামী মনের পরিচয় পেয়েছিলাম। শব্দ সৈনিকদের সংগঠিত করা ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তিনি অত্যন্ত সোচ্চার ছিলেন।
 
মন্ত্রী আজ বিকালে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বাবুল আখতার স্মৃতি পরিষদ আয়োজিত ‘বাবুল আখতার স্মারকগ্রন্থ হƒৎ-অর্ঘ্য এর প্রকাশনা উৎসব’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, যেখানে মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও জাতির পিতা বঙ্গবন্ধুকে সঠিকভাবে ফুটিয়ে তোলার প্রচেষ্টা নেওয়া হয়েছে, সেখানেই বাবুল আখতার সক্রিয ভূমিকা পালন করেছেন। তিনি আন্দোলন-সংগ্রামে আমাদের সহযাত্রী ছিলেন। 
 
বাবুল আখতার স্মৃতি পরিষদের সভাপতি মাসুদ কাদের মনার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক কামাল লোহানী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক আশরাফুল আলম, কবি জাহিদুল হক, ড. নীরু শামসুন্নাহার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শহীদ আখতার হোসাইন প্রমুখ।
 
#
ফয়সল/সেলিম/পারভেজ/আবব্াস/২০১৮/২০৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২১০১
 
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারকে উৎসাহিত করতে নেট মিটারিং নির্দেশিকা উদ্বোধন
 
ঢাকা, ১৩ শ্রাবণ (২৮ জুলাই) :   
 
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারকে উৎসাহিত করতে আজ ঢাকায় বিদ্যুৎ ভবনে নেট মিটারিং নির্দেশিকা ২০১৮ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী বীর বিক্রম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস, বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের রেক্টর মোঃ মাহবুব-উল-আলম ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন।
 
নেট মিটারিংয়ের আওতায় বিদ্যুৎ গ্রাহক নিজ স্থাপনায় স্থাপিত নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক সিস্টেমে উৎপাদিত বিদ্যুৎ নিজে ব্যবহার করে উদ্বৃত্ত বিদ্যুৎ বিতরণ গ্রিডে সরবরাহ করতে পারবেন। এভাবে সরবরাহকৃত বিদ্যুতের জন্য সংশ্লিষ্ট গ্রাহকের বিদ্যুৎ বিল পরবর্তী মাসের সাথে সমন্বয় করা হয়। ফলে গ্রাহকের বিদ্যুৎ খরচের সাশ্রয় হয়। ভারত, শ্রীলংকাসহ বিশ্বের পঞ্চাশটিরও অধিক দেশে নেট মিটারিং প্রদ্ধতির প্রচলন রয়েছে।
 
 
#
আসলাম/সেলিম/পারভেজ/আবব্াস/২০১৮/২০০৭ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২১০০
 
আইনমন্ত্রীর বোনের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
ঢাকা, ১৩ শ্রাবণ (২৮ জুলাই) :  
 
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের বড় বোন মরহুমা সায়মা ইসলামের রুহের মাগফিরাত কামনা করে আজ শনিবার বাদ আছর ঢাকার গুলশান আজাদ মসজিদে এক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 
অনুষ্ঠানে আইনমন্ত্রী ও তাঁর আত্মীয়-স্বজন ছাড়াও স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী, হাইকোর্ট বিভাগের বিচারপতি তারিক উল হাকিম, বিচারপতি কামরুল ইসলাম মোল্লা ও বিচারপতি মামনুন রহমান, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, আইন সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক, পররাষ্ট্র সচিব মোঃ শহিদুল হক, আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা, অধস্তন আদালতের বিচারক, ডাচ্ বাংলা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন আহমেদ, কসবা ও আখাউড়া পৌরসভার মেয়রসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, শিল্পপতি, ব্যবসায়ী, আইনজীবী, শিক্ষকসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।  
#
রেজাউল/সেলিম/পারভেজ/আবব্াস/২০১৮/১৯৫৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২০৯৮
 
গণতন্ত্র, গণমাধ্যম ও সাইবার জগতের সুস্থ বিকাশের পক্ষে থাকুন
---তথ্যমন্ত্রী
                                                                           
ঢাকা, ১৩ শ্রাবণ (২৮ জুলাই) :  
 
গণতন্ত্রের পাশে থেকে সাইবার অপরাধ রোধ ও মুক্ত গণমাধ্যমকে আরো বিকশিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরা আইসিসিবিতে নিউজ টোয়েন্টিফোর টিভি চ্যানেলের দুই বছর পূর্তি উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২০৯৯
 
চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন প্রজন্মকে ডিজিটাল শিল্পবিপ্লবের উপযোগী করে গড়ে তুলুন 
    ---তথ্যপ্রযুক্তি মন্ত্রী                                                                           
ঢাকা, ১৩ শ্রাবণ (২৮ জুলাই) :  
 
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে ডিজিটাল শিল্পবিপ্লবের চলমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন প্রজন্মকে উপযোগী করে গড়ে তোলার বিকল্প নেই। এ জন্য প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় রূপান্তর অপরিহার্য।
মন্ত্রী আজ ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বার্ষিক সম্মেলন, দুস্থ শ্রমিকদের মধ্যে চেক বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ নেতা,  সাবেক সচিব হুমায়ুন খালিদ, খাদ্য ও চিনি শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান দেলোয়ার হোসেন এবং  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি মন্ত্রণালয়ের  অতিরিক্ত সচিব সাকিমুন্নেছা অনুষ্ঠানে বক্তৃতা করেন। অনুষ্ঠানে নৌপরিবহন সচিব আবদুস সামাদ এবং দুদক সচিব শামসুল আরেফিন উপস্থিত ছিলেন।
বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার শিক্ষা, সাংস্কৃতি এবং রাজনীতিতে বৃহত্তর ময়মনসিংহের  গৌরবোজ্জ¦ল বিভিন্ন দিকে তুলে ধরে বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে উপনীত করার যে রূপকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন তা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের নামে বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের উদ্যোগে একটি ট্রাস্ট গঠনের ঘোষণার প্রশংসা করে বলেন, সৈয়দ নজরুল ইসলাম বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন, তাঁর স্মৃতিকে ভাস্বর করে রাখার চেষ্টা থাকবে। 
মন্ত্রী বৃহত্তর ময়মনসিংহকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের ঘাঁটি উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা গত সাড়ে ৯ বছরে বাংলাদেশকে বিশ্বে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। উন্নয়নের প্রতিটি সূচকে বাংলাদেশের অভাবনীয় সফলতা বিশ্বে আজ বিস্ময়ের বিস্ময়। ডিজিটাল দুনিয়ায় বাংলাদেশ আজ নেতৃত্বদানকারী দেশের কাতারে উপনীত হয়েছে। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে অতীতের মতো আগামীতেও শেখ হাসিনার হাতকে সুসংহত করতে কাজ করে যাওয়ার জন্য মন্ত্রী সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে মন্ত্রী কৃতী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি এবং দুস্থ শ্রমিকদের মধ্যে অনুদানের চেক হস্তান্তর করেন।
#
শেফায়েত/সেলিম/মোশারফ/আবব্াস/২০১৮/১৯৫০ ঘণ্টা
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও নিউজ টোয়েন্টিফোরের স্বত্বাধিকারী আহমেদ আকবর সোবহান, ইস্ট ওয়েস্ট মিডিয়া ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান, নিউজ টোয়েন্টিফোরের প্রধান নির্বাহী নঈম নিজাম, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, চ্যানেলটির নির্বাহী পরিচালক হাসনাইন খুরশিদসহ গণমাধ্যমকর্মীবৃন্দের সাথে অনুষ্ঠানে কেক কাটেন তথ্যমন্ত্রী।
 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু চ্যানেলটির সকল কলাকুশলী ও কর্মকর্তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বলেন, খুব অল্প সময়েই চ্যানেলটি জনপ্রিয়তা পেয়েছে। তিনি বলেন, ২০০৯ সাল থেকে প্রায় ১০ বছর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে বিষ্ময়কর পরিবর্তন হয়েছে। অর্থনীতিতে ঈর্ষণীয় উন্নতি হয়েছে। এটাকে টেকসই করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। এ সময় প্রতিষ্ঠানটিকে শুভেচ্ছা জানাতে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
 
স্বাধীন বাংলা ফুটবল দলকে সম্মাননা জানানোর মধ্য দিয়ে শুরু হওয়া নিউজ টোয়েন্টিফোরের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের হাতে সম্মানসূচক ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
 
#
আকরাম/সেলিম/পারভেজ/আবব্াস/২০১৮/১৯৩৩ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২০৯৭
 
ঝুঁকিপূর্ণ কাজে নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার বাধ্যতামূলক করতে হবে
  ---শ্রম প্রতিমন্ত্রী
                                                                        
চট্টগ্রাম, ১৩ শ্রাবণ (২৮ জুলাই) :  
                                                                                                                                
           শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক বলেছেন, জাহাজ ভাঙ্গা শিল্পসহ সকল ঝুঁকিপূর্ণ কাজে শ্রমিকদের নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। তিনি ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুদের প্রত্যাহারে সমাজের সকল স্তরের মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানান। 
            প্রতিমন্ত্রী আজ চট্টগ্রাম ক্লাব সম্মেলন কক্ষে  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ঝুঁকিপূর্ণ শিশু শ্রম নিরসন এবং গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ বাস্তবায়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
প্রতিমন্ত্রী বলেন, এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে ২০২৫ সালের মধ্যে দেশ  থেকে সকল প্রকার শিশু শ্রম নিরসনে জনসচেতনতা সৃষ্টির জন্য দেশব্যাপী প্রচারণা চালানো হচ্ছে। গৃহকর্মী সুরক্ষায় নীতিমালা করা হয়েছে, এখন আইন করবে সরকার। তিনি আরো বলেন, বিভাগীয় শহরগুলোতে এক লাখ শিশুকে চিহ্নিত করা হয়েছে, ঝুঁকিপূর্ণ শিশু শ্রম নিরসন প্রকল্পের আওতায় এসকল শিশুকে কারিগরি প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী হতে সহায়তা করা হবে। জেলা প্রশাসকগণকে স¦ স¦ জেলায় কোন খাতে কি পরিমাণ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে তার একটি তালিকা শ্রম মন্ত্রণালয়ে প্রেরণের আহ্বান জানান। যাতে তাদের প্রশিক্ষণ দেয়া যায়। 
         অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য মাহজাবীন মোরশেদ, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোঃ শামসুজ্জামান ভুঁইয়া, অতিরিক্ত সচিব খোন্দকার মোস্তান হোসেন বক্তৃতা করেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ আল মামুন । 
কর্মশালায় জানানো হয় চট্টগ্রাম জেলার এগারটি উপজেলাতে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম নিরসন বিষয়ক কমিটি গঠন করা হয়েছে। সকল উপজেলা চেয়ারম্যান, নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সরকারি-বেসরকারি সংস্থাসমূহের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। 
পরে প্রতিমন্ত্রী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল  থেকে  পাঁচ জন অসুস্থ , দুর্ঘটনায় নিহত, পঙ্গু শ্রমিক এবং মাতৃত্বকালীন নারী  শ্রমিকের সহায়তা হিসেবে  দুই লাখ ষাট হাজার টাকার চেক প্রদান করেন। 
#
আকতার/সেলিম/পারভেজ/আবব্াস/২০১৮/১৯২৭ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২০৯৬
 
আগামী দিনের চাহিদা মেটাতে প্রশিক্ষণের উপর গুরুত্ব দিতে হবে
                                                    ---বিদ্যুৎ প্রতিমন্ত্রী
                                                                           
ঢাকা, ১৩ শ্রাবণ (২৮ জুলাই) :  
 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী দিনের চাহিদা মেটাতে উপযুক্ত প্রশিক্ষণের উপর গুরুত্ব দিতে হবে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করার সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। প্রশিক্ষণ শুধু কাজের সাথে পরিচয়ই করিয়ে দিবে না বরং কাজটি দ্রুত বাস্তবায়ন করতেও সহায়তা করবে।
 
প্রতিমন্ত্রী আজ বিদ্যুৎ ভবনে ‘বিদ্যুৎ খাতের প্রশিক্ষণ নীতিমালা’ শীর্ষক কর্মশালার বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন, আগামী পাঁচ বছরে দেশে বিপুল বিনিয়োগ আসবে। অনেক কর্মসংস্থানের সুযোগ হবে । তাই প্রয়োজন আন্তর্জাতিক মানের একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট আগামী দিনের চাহিদা ও প্রয়োজনীয়তা বিবেচনা করে নতুন নতুন প্রশিক্ষণ কোর্স প্রচলন করে দক্ষ মানব সম্পদ গড়তে কার্যকর অবদান রাখবে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী, বীর বিক্রম বলেছেন, বিভিন্ন সমস্যার নতুন নতুন সমাধান খুঁজে বের করতে হবে। প্রয়োজনের তাগিদেই বাংলাদেশের মানুষ ইজিবাইক নামক যানবাহন খুঁজে বের করেছে। এটি পরিবেশবান্ধব ও বৈদ্যুতিক। 
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ, বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস ও বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনিস্টিটিউটের রেক্টর 
মোঃ মাহবুব-উল-আলম বক্তব্য রাখেন।
 
#
আসলাম/সেলিম/পারভেজ/আবব্াস/২০১৮/১৮৪১ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২০৯৫
 
বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের ২৮তম বার্ষিক সভা অনুষ্ঠিত
                                                                           
ঢাকা, ১৩ শ্রাবণ (২৮ জুলাই) :  
 
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, সমবায় খাতের বেহাত সম্পদ উদ্ধার এবং দুর্নীতিবাজদের বিতাড়নের জন্য বিশেষ অভিযান শুরু হয়েছে। এ অভিযানের মাধ্যমে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক সমবায়ীদের প্রতিষ্ঠিত করা হবে। এতে সমবায় অঙ্গন বিকশিত হবে এবং দেশের আর্থ- সামাজিক উন্নয়নে অবদান রাখবে।
 
প্রতিমন্ত্রী আজ রাজধানীর হোটেল ৭১ মিলনায়তনে বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স লিমিটেডের ২৮তম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু,  সমবায় নিবন্ধক মোঃ আবদুল মজিদ, অতিরিক্ত নিবন্ধক আহসান কবির, ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম সিদ্দিকী প্রমুখ।
 
প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় খাতকে কাজে লাগান। তিনি বলেন, লাখ লাখ সমবায়ীদের কল্যাণ ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায় সমিতি আইন যুগোপযোগী করা হচ্ছে। সমবায় উন্নয়ন তহবিল হতে প্রশিক্ষণের নামে কোন জনপ্রতিনিধি বা সরকারি কর্মকর্তাদের বিদেশে পাঠানো বন্ধ করা হয়েছে। এ তহবিল থেকে শুধু সমবায়ীদের দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
 
#
আহসান/সেলিম/পারভেজ/আবব্াস/২০১৮/১৮২২ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২০৯৪
 
বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
                                                                           
ঢাকা, ১৩ শ্রাবণ (২৮ জুলাই) :  
 
বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ২০১৮ আজ ঢাকায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান তথ্য অফিসার ও এসোসিয়েশনের সভাপতি কামরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য কাজী রোজী, সাবেক সচিব সৈয়দ সুজাউদ্দিন আহমেদ, সাবেক অতিরিক্ত সচিব মোরশেদুল আলম, রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক শচীন্দ্র নাথ হালদার, বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জাকির হোসেন এবং এসোসিয়েশনের মহাসচিব ফায়জুল হক বক্তব্য রাখেন।
 
বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন এসোসিয়েশনের কোষাধ্যক্ষ প্রণব কুমার ভট্টাচার্য। সভায় সরকারের উন্নয়ন প্রচারসহ সরকার ও জনগণের সেতুবন্ধ তৈরির কাজ জোরদার করতে এসোসিয়েশনের সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়।
 
#
রিফাত/সেলিম/পারভেজ/আবব্াস/২০১৮/১৮১০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২০৯৩
 
বৃষ্টির পানি সঞ্চয় করতে নৌপরিবহন মন্ত্রীর আহ্বান
                                                                           
ঢাকা, ১৩ শ্রাবণ (২৮ জুলাই) :  
 
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রকৃতির এ পরিবর্তনে শুধু বাংলাদেশই নয়, সারা বিশ্বের মানুষও ক্ষতিগ্রস্থ হচ্ছে। প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষাকল্পে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ভূগর্ভস্থ পানি হ্রাসের ফলে মানবিক বিপর্যয় যাতে দেখা না দেয় সেজন্য মন্ত্রী সকলকে বৃষ্টির পানি সঞ্চয় করার আহ্বান জানান।
 
মন্ত্রী আজ ঢাকায় সেগুনবাগিচাস্থ স্বাধীনতা হলে ‘ভূগর্ভস্থ পানি হ্রাস এবং ভূগর্ভস্থ পানির পরিপূরণে বৃষ্টির পানি সঞ্চয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এই আহবান জানান। সাউথ এশিয়ান পিপলস্ ফোরাম এই সেমিনারের আয়োজন করে। ফোরামের সভাপতি লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ সদস্য হাজেরা সুলতানা ও পানি বিশেষজ্ঞ এনামুল হক।
 
শাজাহান খান বলেন, দক্ষিণ এশিয়ার সড়কপথ, রেলপথ ও নৌপথে যোগাযোগ ব্যবস্থা সুগম করার লক্ষে কাজ করা হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে সড়কপথ চালু হয়েছে। নৌপথে বাংলাদেশ-ভারতের মধ্যে জাহাজ চলাচল করছে। তিনি আরো বলেন, দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক নদীগুলোর ন্যায্য হিস্যা আদায়ে সরকার কাজ করছে। 
 
 
#
জাহাঙ্গীর/সেলিম/পারভেজ/আবব্াস/২০১৮/১৭৪৮ ঘণ্টা
Todays handout (10).docx Todays handout (10).docx