Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ সেপ্টেম্বর ২০২১

তথ্যবিবরণী ২৪ সেপ্টেম্বর ২০২১

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ৪৫৩৮

 

পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধতা পৃথিবীকে বাঁচাবে

                    -- তথ্য ও সম্প্রচার মন্ত্রী

 

ঢাকা,  ৯ আশ্বিন (২৪ সেপ্টেম্বর) :

 

          পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধতা পৃথিবীকে আরো বেশি দিন বাঁচিয়ে রাখতে সহায়ক হবে বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং পরিবেশ গবেষক ড. হাছান মাহ্‌মুদ।

 

          আজ রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে রোটারি ইন্টারন্যাশনাল এবং ট্রিপল নাইন গ্লোবাল সংস্থা দু'টির যৌথ আয়োজনে ফ্রেন্ডস অভ্‌ আর্থ এবং মিস আর্থ বাংলাদেশ দু’টি পরিবেশবান্ধবতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।

 

          মন্ত্রী এ সময় আয়োজকদের ধন্যবাদ এবং সম্মাননায় ভূষিতদের অভিনন্দন জানান এবং বলেন, মানব সম্প্রদায়ের একমাত্র ধারক এই পৃথিবী গ্রহকে বাঁচিয়ে রাখতে তার প্রকৃতি ও পরিবেশ রক্ষার বিকল্প নেই। এই কাজে প্রয়োজন সকলের সম্মিলিত উদ্যোগ।

 

          ড. হাছান বলেন, উন্নয়নশীল বিশ্বে নারীরা সরাসরি প্রকৃতি ও পরিবেশের সাথে সম্পৃক্ত। পরিবেশের ক্ষতিতে তারা সরাসরি ক্ষতিগ্রস্ত হন। তাই এক্ষেত্রে নারীদের সচেতনভাবে এগিয়ে আসার  বিকল্প নেই।

 

          রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর মোতাসিম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে মিস আর্থ বাংলাদেশ এর ন্যাশনাল ডিরেক্টর নায়লা বারী ও প্রধান উপদেষ্টা নোমান রবিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ গবেষক ড. এ আতিক রহমান।

 

          অনুষ্ঠানে পাটের আঁশ থেকে পলিথিনের বিকল্প আবিষ্কারক ড. মোবারক আহমেদ খান, প্রকৃতি ও জীবন সংগঠনের কর্ণধার আব্দুল মুকিত মজুমদার, আবদুল্লাহ আবু সাঈদ, রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর মোতাসিম বিল্লাহ ফারুকী, পরিবেশরক্ষা সংগঠক নায়লা বারী এবং ড. এস আই খানকে ফ্রেন্ডস অভ নেচার এবং উম্মে জমিলাতুন নাইমাকে প্রথম মিস আর্থ বাংলাদেশ ২০২০ সম্মানে ভূষিত করেন অতিথি ও আয়োজকবৃন্দ।

 

#

 

আকরাম/সাহেলা/রেজুয়ান/এনায়েত/রফিকুল/সেলিম/২০২১/২১৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ৪৫৩৭

 

বাংলায় স্ক্র্যাচ প্রোগ্রামিং শিশুদের প্রোগ্রামিং শেখার জন্য গুরুত্বপুর্ণ একটি কাজ

                                                                  -- টেলিযোগাযোগ মন্ত্রী

 

ঢাকা,  ৯ আশ্বিন (২৪ সেপ্টেম্বর) :

 

          ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল প্রযুক্তি শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষার চেয়ে ভালো কিছু হতে পারে না। বাংলায় স্ক্র্যাচ প্রোগ্রামিং টুলস উদ্ভাবন শিশুদের  প্রোগ্রামিং শেখার জন্য অত্যন্ত গুরুত্বপুর্ণ একটি কাজ। তিনি বলেন, ছোটদের জন্য প্রোগ্রামিং শিক্ষার সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে স্ক্র্যাচ। তিনি এ ব্যাপারে প্রযুক্তিবিদ, শিক্ষাবিদ, সরকার ও ট্রেডবডিসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে  আসার আহ্বান জানান।

 

          মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক আয়োজিত স্ক্র্যাচ প্রোগ্রামের বাংলা সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 

          মন্ত্রী একটি ডিজিটাল প্রযুক্তিনির্ভর জাতি বিনির্মাণে শৈশব থেকেই প্রোগ্রামিং শেখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রাথমিক স্তরে প্রোগ্রামিং শুরু করতে পারলে উচ্চ শিক্ষায় তার ভালো সুফল পাওয়া সম্ভব। সবাইকে কম্পিউটার প্রোগ্রামার হতে হবে সেটি নয়, কিন্তু  স্ক্র্যাচ শিক্ষার্থীদের জন্য সকল ক্ষেত্রেই একটি ভিত্তি হিসেবে কাজ  করে বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি বাংলা ভাষায় প্রকৌশল-বিজ্ঞানসহ প্রাক প্রাথমিক থেকে উচ্চশিক্ষায় শিক্ষাদান ও কম্পিউটারের টুলসগুলোকে মাতৃভাষায় রূপান্তরের আহ্বান জানান। তিনি প্রাসঙ্গিকভাবে ডিজিটাল প্রযুক্তি বাংলায় ব্যবহার করার জন্য যারা অবদান রেখেছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানান এবং সকলকেই ডিজিটাল যুগটাকেও বাংলা ভাষার যুগে রূপান্তর করার আহ্বান জানান।

         

#

 

শেফায়েত/সাহেলা/রেজুয়ান/এনায়েত/সঞ্জীব/সেলিম/২০২১/২০০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ৪৫৩৬

 

গ্রামীণ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ তাল পিঠা

                                     ----খাদ্যমন্ত্রী

 

নিয়ামতপুর (নওগাঁ), ৯ আশ্বিন (২৪ সেপ্টেম্বর) :

 

          খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের সংস্কৃতির অন্যতম উপাদান গ্রামীণ সংস্কৃতির পিঠাপুলি। সেই গ্রামীণ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ তাল পিঠা। ঘুঘুডাঙ্গার দৃষ্টিনন্দন তাল গাছের নিচে তাল পিঠা উৎসব সবাইকে সেই সংস্কৃতির শেকড়ের কথা মনে করিয়ে দেয়।

          আজ নওগাঁর নিয়ামতপুরের হাজিনগর ইউনিয়নের ঘুঘুডাঙ্গায় প্রথমবারের মতো আয়োজিত ‘তাল পিঠা উৎসব’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

          মন্ত্রী বলেন, এক সময় বরেন্দ্র অঞ্চলে তালগাছ উজাড় হয়ে যাচ্ছিলো। ফলে হারিয়ে যেতে বসে কচি তালের মিষ্টি শাঁস (তালকুর), পাকা তালের মধুর রস। গ্রামীণ তাল পিঠায় রয়েছে স্বাদ ও ঐতিহ্য। তাই এসব ঐতিহ্য রক্ষায় তালগাছ রোপণের উদ্যোগ গ্রহণ করি। গাছ রোপণের কার্যক্রম প্রথমেই শুরু হয়েছিলো ঘুঘুডাঙ্গায়। এখন সেই গাছগুলো অনেক বড়। সৌন্দর্য ও ছাঁয়া বিলিয়ে দিচ্ছে।

          মন্ত্রী বলেন, ঘুঘুডাঙ্গার তাল গাছ এখন দেশের সম্পদে পরিণত হয়েছে। তালের রস থেকে তাল মিছরি প্রক্রিয়াকরণ করা গেলে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান হবে। এ অঞ্চলের অর্থনীতিতে যোগ হবে নতুনমাত্রা। এসময় তিনি প্রতিবছর ২৪ সেপ্টেম্বর তাল সড়কে তাল পিঠা উৎসব আয়োজন করতে আয়োজকদের প্রতি আহ্বান জানান।

 

#

 

কামাল/সাহেলা/রেজুয়ান/সঞ্জীব/আব্বাস/২০২১/১৯:৩১ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ৪৫৩৫

 

সরকার সুস্থ ধর্মচর্চায় বিশ্বাস করে

               ---জনপ্রশাসন প্রতিমন্ত্রী

 

মেহেরপুর, ৯ আশ্বিন (২৪ সেপ্টেম্বর) :

          জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার সুস্থ ধর্মচর্চায় বিশ্বাস করে। প্রতিটি ধর্ম ও সম্প্রদায়ের মানুষ তাদের নিজ নিজ ধর্ম স্বাধীন ও সুন্দরভাবে পালন করে।

          আজ মেহেরপুরে জেলা পূজা উদ্‌যাপন পরিষদের বার্ষিক সাধারণ সভা-২০২১ এ প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

          প্রতিমন্ত্রী বলেন, এদেশের মানুষ হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে বসবাস করে যাচ্ছে। এই সম্প্রীতি যেন কেউ নষ্ট না করতে পারে সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে। যেকোনো ধরনের ধর্মীয় কুসংস্কার, উগ্রবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকলকে একযোগে কাজ করতে হবে।

          অনুষ্ঠানে মেহেরপুরের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য সহ পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

#

 

শিবলী/সাহেলা/সঞ্জীব/আব্বাস/২০২১/১৯:০০ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ৪৫৩৪

 

ঢাকাকে আধুনিক-দৃষ্টিনন্দন শহরে রূপান্তরিত করতে নতুন প্রকল্পের কাজ শুরু হয়েছে

                                                                         ---স্থানীয় সরকার মন্ত্রী

 

ঢাকা, ৯ আশ্বিন (২৪ সেপ্টেম্বর) :

 

          ঢাকাকে আধুনিক-দৃষ্টিনন্দন শহরে রূপান্তরিত করতে নতুন নতুন প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু হয়েছে, জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

          আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগে আয়োজিত ‘ঢাকা শহরের জলাবদ্ধতা: সমস্যা ও প্রতিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

          মন্ত্রী বলেন, রাজধানী ঢাকাসহ সকল নগর-মহানগর এমনকি গ্রামকেও পরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য ব্যাপক কার্যক্রম শুরু হয়েছে।

          মন্ত্রী আরো বলেন, ঢাকা শহরের প্রত্যেকটি খালের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। খালের দুই পাড়ে বাঁধ দিয়ে ওয়াকওয়ে তৈরি করা হবে। একইসঙ্গে গণপূর্ত মন্ত্রণালয়ের আওতায় থাকা খালগুলো দ্রুত সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হবে।

          বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রফেসর ড. মোঃ হোসেন মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম।

 

#

হায়দার/সাহেলা/সঞ্জীব/আব্বাস/২০২১/১৮:৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৪৫৩৩

 

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

 

ঢাকা, ৯ আশ্বিন (২৪ সেপ্টেম্বর) :

 

          স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ২৭ হাজার ১৪১ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ২৩৩ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ
৪৯ হাজার ৫৫৩ জন। 

 

          গত ২৪ ঘণ্টায় ৩১ জন-সহ এ পর্যন্ত ২৭ হাজার ৩৬৮ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন।

 

          করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৯ হাজার ২০২ জন।

 

#

 

দলিল/সাহেলা/আব্বাস/২০২১/১৮:০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                                  নম্বর : ৪৫৩২

 

জনগণের ভোট ও রায়ের ওপর নির্ভরকারীদের জন্য নির্বাচন বর্জন আত্মহননমূলক

                                                                   ---তথ্য  ও সম্প্রচার মন্ত্রী

খুলনা, ৯ আশ্বিন (২৪ সেপ্টেম্বর) :

            আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, রাজনীতিতে যারা জনগণের ভোট ও রায়ের ওপর নির্ভর করে, তাদের জন্য নির্বাচন বর্জন আত্মহননমূলক  সিদ্ধান্ত, কিন্তু যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়, তারা নির্বাচন বর্জন করতে পারে।  

 

            আজ খুলনা ডিসি অফিস সভাকক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ড. হাছান বলেন, 'পত্রিকায় দেখলাম বিএনপি না কি সিদ্ধান্ত নিয়েছে, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না। ২০১৪ সালে বিএনপি নির্বাচনে যায়নি, কিন্তু নির্বাচন হয়েছে এবং দেশে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রয়েছে। ২০১৮ সালেও বিএনপি নির্বাচনে যাবে-যাবে না করে গাধার জল ঘোলা করে খাওয়ার মতো শেষে গেছে। তাই তাদের এ সিদ্ধান্তই থাকবে কি না, জানি না, কিন্তু বিএনপি'র জন্য এ সিদ্ধান্ত আত্মহননমূলক। অবশ্য বিএনপি'র সবসময় পেছনের দরজাটাই পছন্দ।'

 

            খুলনার ডেপুটি কমিশনার মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আবদুল খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি  শেখ হারুনুর রশীদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোল্লা জালাল এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি কুদ্দুস আফ্রাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

 

            এর আগে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. হাছান মাহ্‌মুদ বলেন, 'বিএনপির রাজনীতি মিথ্যাচার আর ষড়যন্ত্রের ওপর প্রতিষ্ঠিত। গত সাড়ে ১২ বছর ধরে তাদের রাজনীতিটা ছিল জনগণের বিপক্ষে।' 

 

            মন্ত্রী বলেন, 'জনগণের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ করা, হরতাল-অবরোধের নামে জনগণকে বন্দী করে রাখা এসবের মধ্যেই বিএনপির রাজনীতিটা সীমাবদ্ধ ছিল। একারণেই প্রতিনিয়ত তারা জনগণ থেকে দূরে সরে গেছে এবং এই প্রেক্ষাপটে তারা সিরিজ বৈঠক করেছে। তাদের উচিত জনগণের সাথে বৈরিতার রাজনীতি থেকে বেরিয়ে আসা।'

 

            তাছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেতারের খুলনা কেন্দ্রে পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এসময় বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মেদ কামরুজ্জমান উপস্থিত ছিলেন। এর আগে খুলনা সার্কিট হাউজে জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন মন্ত্রী।

 

খুলনায় বিটিভি কেন্দ্র, তথ্য কমপ্লেক্সে হবে

 

            সাংবাদিকদের মাঝে চেক বিতরণকালে মানুষের মনে আশা জাগানিয়া সংবাদ পরিবেশনে সাংবাদিকদের উৎসাহ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সেইসাথে তিনি জানান, শিগগিরই খুলনাসহ আরো ৬টি বিভাগীয় শহরে বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ কেন্দ্র স্থাপিত হবে। অন্যান্য জেলাসহ সেখানেও সিনেপ্লেক্সসহ তথ্য কমপ্লেক্স হবে। বঙ্গবন্ধুর হাত ধরে দেশে যে চলচ্চিত্র শিল্পের যাত্রা শুরু, তাকে নতুন জীবন দিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে, জানান হাছান মাহ্‌মুদ। বন্ধ হয়ে যাওয়া খুলনা নিউজপ্রিন্ট কারখানাটি এ অঞ্চলের পত্রিকাগুলোর স্বার্থে  আবার চালু করার জন্য নিজস্ব প্রচেষ্টার কথাও বলেন মন্ত্রী। 

 

#

আকরাম/সাহেলা/আব্বাস/২০২১/১৭২৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ৪৫৩১

 

২৫ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘে বঙ্গবন্ধুর প্রথম বাংলায় ভাষণ দেওয়ার ৪৭তম বার্ষিকী স্মরণে

জাতীয় বাস্তবায়ন কমিটির একটি ই-পোস্টার প্রকাশ

 

ঢাকা, ৯ আশ্বিন (২৪ সেপ্টেম্বর) :

          ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ বছর ২৫ সেপ্টেম্বর সেই ভাষণ প্রদানের ৪৭তম বার্ষিকী উদ্‌যাপনে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় প্রচারের জন্য একটি ই-পোস্টার প্রকাশ করা হয়েছে।

          উক্ত ই-পোস্টারটি জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল, অনলাইন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ হতে অনুরোধ জানানো হয়েছে।

#

নাসরীন/মেহেদী/জুলফিকার/রেজ্জাকুল/শামীম/২০২১/১৬০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                  নম্বর : ৪৫৩০

বর্তমান সরকার মানুষের সম-অধিকার নিশ্চিত করছে

                                                     -খাদ্যমন্ত্রী

নওগাঁ, ৯ আশ্বিন (২৪ সেপ্টেম্বর) :

          খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাহাত্তরের সংবিধানে ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সকলের সমান অধিকার অন্তর্ভুক্ত করেছিলেন। তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা সরকার সেটাই নিশ্চিত করে চলেছে। উন্নয়নের ছোঁয়া সবখানে পৌঁছে গেছে বলে তিনি উল্লেখ করেন ।

          মন্ত্রী আজ নওগাঁর  নিয়ামতপুর উপজেলার স্থায়ী মঞ্চে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

          খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা প্রয়োজনীয় প্রণোদনা দিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের মাদকমুক্ত থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, মাদক ও বাল্যবিবাহ সমাজ উন্নয়নের অন্তরায়। এটা থেকে দূরে থাকতে হবে।  

          তিনি বলেন, বর্তমান সরকার কৃষকদের বিভিন্ন খাতে প্রণোদনা দিচ্ছে। সারের অভাব নেই। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়ার পাশাপাশি বীজ ও কৃষি উপকরণ দিচ্ছে। এর ফলে আমাদের কৃষিতে বিপ্লব ঘটেছে।

          অনুষ্ঠানে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৭০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা অনুদান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩’শ কৃষককে প্রণোদনার চেক এবং ২৪ জন দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

          পরে মন্ত্রী পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যাংক, নিয়ামতপুর শাখার দ্বিতল ভবনের উদ্বোধন করেন।

          উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারিয়া পেরেরার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

#

কামাল/মেহেদী/জুলফিকার/রেজ্জাকুল/শামীম/২০২১/১৬৩১ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                  নম্বর : ৪৫২৯

মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা

                                           -নৌপ্রতিমন্ত্রী

কক্সবাজার, ৯ আশ্বিন (২৪ সেপ্টেম্বর) :

          নৌপরিবহন  প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশ নয়; সমগ্র পৃথিবী নিয়ে ভাবতেন। তিনি স্বাধীনতাকামী এবং অধিকারহারা মানুষের কথা ভাবতেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনকে পছন্দ করেন বলেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানগণ বাণী দিয়েছেন। আঞ্চলিক নেতারা জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে এসেছেন।

          প্রতিমন্ত্রী আজ কক্সবাজার জেলা সাংস্কৃতিক কেন্দ্রে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষ‍্যে ‘বিশ্বজুড়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ উৎসব’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

          প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত‍্যার পর স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশকে বঙ্গবন্ধুর আদর্শ থেকে দুরে ঠেলে দিয়েছে। ২১ বছর তারা দেশের উন্নয়নে কোন কাজ করেনি। জিয়া, এরশাদ, খালেদা জিয়ারা বঙ্গবন্ধুকে কিভাবে খাটো করা যায়; তার পরিবারে কালিমা লেপন করা যায় সে চেষ্টা করেছে। কিন্তু তারা সেটি পারেনি। তিনি বলেন, বঙ্গবন্ধুর দৃষ্টিভঙ্গি ছিল সুদুরপ্রসারি। তিনি সোনার বাংলা সাজানোর কর্মসূচি দিয়েছিলেন। এখন বাংলাদেশ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শের ওপর দাঁড়িয়ে আছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন।

          প্রতিমন্ত্রী বলেন, একটি চক্র জিয়াউর রহমানকে মহানায়ক বানাতে চায়! তার স্ত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রীর বদান‍্যতায় কারাগারের বাইরে আছেন। এক ছেলে দুর্নীতির দায়ে বিদেশে পলাতক, আরেক ছেলে মাদকাসক্ত হয়ে মারা গেছেন।

          'পদক্ষেপ বাংলাদেশ' এর সভাপতি বাদল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব‍্য রাখেন সংসদ সদস‍্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম‍্যান শ‍্যামসুন্দর সিকদার।

#

জাহাঙ্গীর/মেহেদী/জুলফিকার/রেজ্জাকুল/শামীম/২০২১/১৬৩৬ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                                  নম্বর : ৪৫২৮

 

বাঙালি জাতির কলঙ্কমোচনে জিয়ার বিচার অবশ্যম্ভাবী

                                     -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

কানাডা (টরেন্টোর),  ২৪ সেপ্টেম্বর :

          তথ‍্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা: মোঃ মুরাদ হাসান বলেছেন, জাতিকে পরিপূর্ণভাবে কলঙ্কমুক্ত করতে খুনি জিয়ার মরণোত্তর বিচার করা হবে। বাঙালি জাতির  কলঙ্কের দাগ ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে ১৫ আগস্ট হত্যার প্রধান কুশীলব খুনি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার অবশ্যম্ভাবী।

          আজ কানাডার টরেন্টোয় অন্টারিও আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

          তথ্য প্রতিমন্ত্রী বলেন, যারা বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে বাঙালি জাতির ইতিহাস মুছে ফেলার গভীর ষড়যন্ত্র করে দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, সেই অপশক্তি এখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তারা বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্নে এখনো বিভোর।

          ডা. মুরাদ বলেন, বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ ও তথ্য-উপাত্তে এসেছে খুনি জিয়াউর রহমান সর্বাত্মকভাবে বঙ্গবন্ধু হত্যা ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল। যারা বঙ্গবন্ধু হত্যা মামলায় সাক্ষ্য প্রদান করেছেন, তারাও সাক্ষ্য দিয়েছেন। পলাতক খুনিদের ফিরিয়ে দিতে কানাডা সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

          মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক লিটন মাসুদ।

#

গিয়াস/মেহেদী/জুলফিকার/রেজ্জাকুল/শামীম/২০২১/১৬২৬ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                  নম্বর : ২৫২৭

কাশফুলের শুভ্রতা ও সাদা মেঘের ভেলা শরতের আগমনের জানান দেয়

-সংস্কৃতি প্রতিমন্ত্রী


ঢাকা, ৯ আশ্বিন (২৪ সেপ্টেম্বর) :

        সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বর্ষার পর প্রকৃতিতে একটি স্নিগ্ধ রূপ আবির্ভূত হয়। নদীর দু'পাড়ে বিস্তীর্ণ দিগন্তে শুভ্র কাশফুলের দোলা, গাঢ় নীল আকাশে সাদা মেঘের ভেলা, ঘরের আঙ্গিনায় শিউলী ফুলের ঝরে পড়া, খালি পায়ে শিশিরে সিক্ত হওয়া- এসব শরতের আগমনের জানান দেয়। 

          প্রতিমন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির কফি হাউজ উন্মুক্ত মঞ্চে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী আয়োজিত 'শরৎ উৎসব-১৪২৮' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

          কে এম খালিদ বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে মূলত চারটি ঋতু অনুভূত হলেও বাংলাদেশে ছয়টি ঋতু দেখা যায়। যদিও জলবায়ু পরিবর্তনজনিত কারণে ষড়ঋতুর বাংলাদেশে অতীতের ন্যায় ছয়টি ঋতু স্পষ্টভাবে এখন আর দৃশ্যমান হয় না। তিনি বলেন, ঋতু বৈচিত্র্যের এ দেশে মানুষের উৎসবপ্রিয়তার কারণে এখানকার সংস্কৃতিতে বিভিন্ন সময় নানা উপাদান যুক্ত হয়েছে। যার মধ্যে অন্যতম হলো এসব ঋতুভিত্তিক উৎসব।

          সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি লেখক ও গবেষক অধ্যাপক ড. নিগার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্যাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট। 

#

ফয়সল/মেহেদী/জুলফিকার/রেজ্জাকুল/শামীম/২০২১/১২২৬ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                  নম্বর : ৪৫২৬

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশকে এগিয়ে নিবে

-খাদ্যমন্ত্রী

নওগাঁ, ৯ আশ্বিন (২৪ সেপ্টেম্বর) :

          খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সাংবাদিক সমাজ জাতির বিবেক। সঠিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশকে এগিয়ে নিতে সাহায্য করে।

          মন্ত্রী গতকাল নওগাঁয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রেস ইনস্টিটিউট অভ বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিকতায় অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

          মন্ত্রী বলেন, যথাসময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের মধ্যে প্রতিযোগিতা থাকা উচিত। উন্নয়নমূলক সংবাদ প্রচারের মাধ্যমে নওগাঁকে সামনে এগিয়ে নিতে সাংবাদিকগণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

          খাদ্যমন্ত্রী আরো বলেন, করোনাকালে সাংবাদিকগণ সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করছেন। মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করছেন, যা সত্যিকার অর্থে প্রশংসনীয়। এসময় মন্ত্রী নওগাঁ জেলার যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান জানান। পরে তিনি অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ তুলে দেন। তিন দিনব্যাপী প্রশিক্ষণে জেলার ৩৫ জন সাংবাদিক অংশ নেন।

          অনুষ্ঠানে জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, পিআইবির পরিচালক (প্রশাসন) আফরাজুর রহমান, প্রশিক্ষক পারভীন সুলতানা, টিটিসি নওগাঁর অধ্যক্ষ ওহিদুল ইসলাম এবং সাংবাদিক আনোয়ার হোসেন বক্তব্য রাখেন।

#

কামাল/মেহেদী/জুলফিকার/রেজ্জাকুল/শামীম/২০২১/১২৫৫ঘণ্টা

2021-09-24-18-48-f45568a1dcfc07d04976cd83743c0e81.doc 2021-09-24-18-48-f45568a1dcfc07d04976cd83743c0e81.doc