Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st জানুয়ারি ২০১৮

তথ্যবিবরণী ৩১ জানুয়ারি ২০১৮

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৬৪

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বান্দরবান, ১৮ মাঘ (৩১ জানুয়ারি) :

    বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৮ এর সমাপনী ও পুরস্কার বিতরণ আজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক  প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের শারীরিক ও মানষিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিতে সাফল্য তাদেরকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে পরিচিত  এবং আর্থিকভাবে সচ্ছল করে তোলে।

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  স্কুল ও কলেজ  পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,  ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লেঃ কর্নেল মোঃ রেজাউল ইসলাম, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী এবং জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস।

    পরে প্রতিমন্ত্রী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৭৬ লাখ টাকা ব্যয়ে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের কনফারেন্স রুমের উদ্বোধন করেন।

#

জুলফিকার/সেলিম/সেলিমুজ্জামান/২০১৮/২১৪০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                   নম্বর :  ৩৬৩

সংস্কৃতিপ্রেমীর সংখ্যা বাড়লে দেশ সামগ্রিকভাবে উন্নত হবে
                                              -- সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

ঢাকা, ১৮ মাঘ (৩১ জানুয়ারি) :

    সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, আমাদের দেশের সাংস্কৃতিক অঙ্গনের দর্শক-শ্রোতা একটি নির্দিষ্ট গ-ির মধ্যে সীমাবদ্ধ। কিন্তু উন্নত দেশে সংস্কৃতিপ্রেমী একটি বড় শ্রেণি রয়েছে যারা নিয়মিত শিল্প-সংস্কৃতির বোদ্ধা। ফলে তাঁদের থিয়েটারসহ সংস্কৃতিচর্চার বিভিন্ন অনুষ্ঠানে উপচেপড়া ভিড় দেখা যায়। কোন শো’র টিকিট পেতে কয়েকমাস আগে বুকিং দিতে হয়। আমাদের দেশে এ সংস্কৃতিপ্রেমীদের সংখ্যা বাড়াতে হবে। তাতে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মানুষের নৈতিকতা ও মানবিকতার উন্নয়ন ঘটবে;  ফলে দেশ সামগ্রিকভাবে উন্নত হবে।

    মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ‘সঙ্গীতাঙ্গন’ আয়োজিত বাংলাদেশ বেতার, টেলিভিশন ও মঞ্চের বিশিষ্ট শিল্পী নজিবুল হক নজিবের একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে  আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আতিকুল ইসলাম, বিশিষ্ট সংগীত পরিচালক শেখ সাদী খান ও সঙ্গীতাঙ্গনের প্রধান সম্পাদক ও প্রকাশক আহসানুল হক।

    মন্ত্রী বলেন, চাইলেই সবাই গায়ক, কবি শিল্পী হতে পারে না। এজন্য প্রয়োজন ভেতরের শক্তির পাশাপাশি চেষ্টা, শ্রম, সাধনা ও নিষ্ঠা। তিনি বলেন, নজিব একজন নিভৃতচারী শিল্পী। মন্ত্রী এধরনের শিল্পীকে সবার সম্মুখে নিয়ে আসার জন্য সঙ্গীতাঙ্গনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

#

ফয়সল/সেলিম/সঞ্জীব/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/২১২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর :  ৩৬১
জাতীয় সংগীতচর্চাকে অনুপ্রাণিত করতে
মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত কমিটির সভা অনুষ্ঠিত
ঢাকা, ১৮ মাঘ (৩১ জানুয়ারি) :
    শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীতচর্চাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে  দেশব্যাপী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর অংশগ্রহণে দলগত জাতীয় সংগীত  পরিবেশন প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে অনুষ্ঠিত  কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব এন এম জিয়াউল আলম এতে সভাপতিত্ব করেন।
    সভায় বিস্তারিত আলোচনা শেষে নি¤œরূপ সিদ্ধান্ত গৃহীত হয়- মন্ত্রিপরিষদ বিভাগ  থেকে ১১-০১-২০১৮ তারিখে জারিকৃত পরিপত্র অনুযায়ী  জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে কিনা  জেলা ও মাঠপ্রশাসন অনুবিভাগ তা নিয়মিত পরিবীক্ষণ করবে এবং মাঠ পর্যায়ে গৃহীত কাজের অগ্রগতি সভাপতিকে অবহিত করবে।
    শিল্পকলা একাডেমি থেকে জাতীয় সংগীতের অনুমোদিত ভার্সন সংগ্রহ করে মন্ত্রিপরিষদ বিভাগ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপলোড করতে হবে। উক্ত অনুমোদিত ভার্সন অনুসরণের জন্য সকলকে অবহিত করতে হবে।
    তথ্য মন্ত্রণালয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় জাতীয় সংগীত শুদ্ধভাবে গাওয়া ও প্রতিযোগিতার কর্মসূচি আরো ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা করবে।
    জাতীয় সংগীত শুদ্ধভাবে পরিবেশন প্রতিযোগিতায় প্রতিটি স্তরে প্রত্যেক দলে সদস্য সংখ্যা ১০ জন হবে।
    উক্ত প্রতিযোগিতা আয়োজনে প্রয়োজনীয় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়/বিভাগ তাদের মাঠ পর্যায়ে দপ্তরসমূহকে অবিলম্বে প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করে মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ তাদের মাঠ পর্যায়ে দপ্তরসমূহে গৃহীত কাজে অগ্রগতি পর্যবেক্ষণ করবে এবং অগ্রগতি প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে  প্রেরণ করবে।
    দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলেও যাতে শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া ও পরিবেশন প্রতিযোগিতার কর্মসূচি যথাযথভাবে পরিচালিত হয় সে বিষয় বিভাগীয় কমিশনারগণ নিশ্চিত করবেন।
     কেন্দ্রীয় কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠপ্রশাসন), বাংলাদেশ  টেলিভিশনের মহাপরিচালক, ঢাকা বিভাগের কমিশনার এবং  ঢাকার জেলা প্রশাসককে সদস্য হিসেবে কো-অপ্ট করতে হবে।
    উপজেলা,  জেলা ও বিভাগ পর্যায়ের প্রতিটি স্তরের  শ্রেষ্ঠ দলকে পুরস্কৃত করা হবে। প্রতিটি বিভাগ থেকে প্রত্যেক স্তরের শ্রেষ্ঠ দল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। জাতীয় পর্যায়ের প্রতিটি স্তরের একটি করে  মোটি তিনটি শ্রেষ্ঠ দলকে পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতার মান যাচাইয়ের জন্য প্রতিটি পর্যায়ে গঠিত সংশ্লিষ্ট কমিটি বিচারক নিয়োগ করবে।
    ২৬ মার্চ ২০১৮ তারিখ বঙ্গবন্ধু জাতীয়  স্টেডিয়াম থেকে জাতীয় সংগীত পরিবেশনকালে সারাদেশ ও  দেশের বাইরে যাতে একযোগে জাতীয় সংগীত গাওয়া হয় সে বিষয়টি সমন¦য়পূর্বক পূর্বেই সকলকে জানিয়ে দিতে হবে।
    জাতীয় পর্যায়ে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠানে বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সকল দায়িত্ব পালন করবে। ২৬ মার্চ ২০১৮ তারিখে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচির দায়িত্ব ঢাকার  জেলা প্রশাসককে প্রদান করা হয়।    জাতীয় পর্যায়ে জাতীয় সংগীত আয়োজনের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে আহ্বায়ক করে ১২ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
#
সাইদুর/সেলিম/সঞ্জীব/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/১৮৫০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                    নম্বর : ৩৬২
 
সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সাথে বাসসাসের প্রতিনিধিদলের মতবিনিময়
 
ঢাকা, ১৮ মাঘ (৩১ জানুয়ারি) :
আজ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সাথে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সামাজিক জোট (বাসসাস) এর ৪ সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশ সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় করে। প্রতিনিধিদলে অংশগ্রহণ করেন চেতনা পরিষদের কেন্দ্রীয় নীতিনির্ধারকম-লীর সদস্য ও তামাক-মাদক এবং জঙ্গিবাদ বিরোধীজোট ক্যাটের সভাপতি আলী নিয়ামত, বাংলাদেশ স্বেচ্ছাসেবী সামাজিক জোট (বাসসাস) এর সাধারণ সম্পাদক ও চেতনা পরিষদ-চেতনায় বাংলাদেশের সভাপতি জাহিদ সোহেল, বাসসাস ঢাকা জেলার আহ্বায়ক ও প্রাইমারি হেলথ এন্ড ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট (ফেড) এর চেয়ারম্যান লোকমান হাসান ফরহাদ এবং সাস্কের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি নাহিদ হাসান নয়ন। 
এসময় প্রতিমন্ত্রী বাসসাসের অগ্রযাত্রা ও কর্মকা-ের ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য সারাদেশে ছড়িয়ে থাকা সরকারের নিবন্ধিত সংগঠনসমূহের এজোটের গঠন ও বিস্তারে প্রতিমন্ত্রী প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১১ই এপ্রিল, ২০১৭ জাতীয় সমাজকল্যাণ পরিষদে এজোট গঠিত হয়। এজোটের সভাপতির দায়িত্ব পালন করছেন যুগ্মসচিব মোহাম্মদ ইব্রাহিম খলিল। আগামী ২ ফেব্রুয়ারি  ঢাকায় আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে জোটের বিভাগীয় ও জেলা কমিটি গঠন এবং সেমিনার অনুষ্ঠিত হবে। 
#
 
মাইদুল/সেলিম/সঞ্জীব/পারভেজ/জয়নুল/২০১৮/২০৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৬০ 
 
মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে
 
উখিয়া (কক্সবাজার), ১৮ মাঘ (৩১ জানুয়ারি) : 
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ছয়টি কেন্দ্র্রের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে। 
 
আজ কুতুপালং-১ ক্যা¤েপ ১ শত ৭১ জন পুরুষ, ১ শত ৬১ জন নারী মিলে ৩ শত ৩২ জন, কুতুপালং-২ ক্যাম্পে ২ শত ৭০ জন পুরুষ, ৩ শত ১ জন নারী মিলে ৫ শত ৭১ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৮০ জন পুরুষ, ১ শত ১৫ জন নারী মিলে ১ শত ৯৫ জন, থাইংখালী-১ ক্যাম্পে ৭৭ জন পুরুষ, ৬৭ জন নারী মিলে ১ শত ৪৪ জন, থাইংখালী-২ ক্যাম্পে ৬৪ জন পুরুষ, ১ শত ৩ জন নারী মিলে ১ শত ৬৭ জন, বালুখালী ক্যাম্পে ১ শত ৬৮ জন পুরুষ, ১ শত ৬৩ জন নারী মিলে ৩ শত ৩১ জন এবং পুরোদিনে ছয়টি কেন্দ্রে মোট ১ হাজার ৭ শত ৪০ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে। 
 
আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ১০ লাখ ৫৪ হাজার ৫ শত ৮৩ জনের নিবন্ধন করা হয়েছে। 
 
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আজ পর্যন্ত  ৩৬ হাজার ৩ শত ৭৩ জন এতিম শিশু শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৭ হাজার ৩ শত ৯৫ জন ছেলে এবং ১৮ হাজার ৯ শত ৭৮ জন মেয়ে। বাবা-মা কেউ নেই এমন এতিম শিশুর সংখ্যা ৭ হাজার ৭ শত ৭১ জন। 
 
উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক ৩০ জানুয়ারি  পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকের সংখ্যা ৬ লাখ ৮৮ হাজার ৩ শত ৫০ জন। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে। ২৫ আগস্ট ২০১৭ এর পূর্বে আগত মিয়ানমার নাগরিকের সংখ্যা ২ লাখ ৪ হাজার ৬০ জন।
 
#
সাইফুল/সেলিম/ফারহানা/সঞ্জীব/রেজাউল/২০১৮/১৯০৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর :  ৩৫৮

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ১৮ মাঘ (৩১ জানুয়ারি) :

    দশম জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৫তম বৈঠক আজ কমিটি সভাপতি মোঃ জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে  সংসদভবনে অনুষ্ঠিত হয়।
 
    কমিটির সদস্য যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, এ এম নাইমুর রহমান, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, মোঃ নুরুল ইসলাম তালুকদার ও আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।
 
    বৈঠকে ‘শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট বিল, ২০১৮’, মানিকগঞ্জ জেলায় ‘শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ’ শীর্ষক প্রকল্পের সর্বশেষ অগ্রগতি, পূর্বাচলে ‘শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট কমপ্লেক্স’ প্রকল্পের অগ্রগতি প্রতিবেদনের ওপর আলোচনা করা হয়।
 
    দেশের যুবসমাজের জন্য ্একটি আধুনিক মানসম্পন্ন গবেষণা, উচ্চ শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত শেখ হাসিনা জাতীয় যুবকেন্দ্রকে ‘শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট’ এ রূপান্তরের জন্য ‘শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট বিল, ২০১৮’ সংসদে আনা হয়।
 
    কমিটি বিলটির প্রত্যেকটি ধারা উপধারা নিয়ে বিস্তারিত আলোচনা করে এবং বিলের ধারা ৭(১) এ উল্লিখিত নির্বাহী কাউন্সিল গঠন, ধারা ২৬(৩) এ উল্লেখিত বর্তমানে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের ভবিষ্যৎ চাকরির শর্তাবলি সম্পর্কে আরো পরীক্ষানিরীক্ষার প্রয়োজন বিধায় চূড়ান্ত রিপোর্ট দেওয়ার জন্য ১৫ দিন সময় বর্ধিত করার সুপারিশ করে।     
 
    মানিকগঞ্জ জেলায় ‘শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ’ শীর্ষক প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি দ্রুতগতিতে সম্পন্ন করার সুপারিশ করা হয়।
 
    যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিস্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

#

মিজানুর/ফারহানা/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/১৮৫০ ঘণ্টা

 

 
তথ্যবিবরণী                                                                                    নম্বর : ৩৫৭
 
শিক্ষামন্ত্রীর নির্দেশে এনসিটিবি’র দুই কর্মকর্তা ওএসডি
 
ঢাকা, ১৮ মাঘ (৩১ জানুয়ারি) :
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-তে প্রেষণে বিশেষজ্ঞ হিসেবে কর্মরত প্রাণিবিদ্যা বিষয়ের সহযোগী অধ্যাপক ড. আবদুল আজিজ ফয়সাল এবং কারিকুলাম বিশেষজ্ঞ হিসেবে প্রেষণে কর্মরত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপক ড. তৌফিকা আক্তারকে অসদাচরণের দায়ে ওএসডি করা হয়েছে। 
আজ শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ দু’জন কর্মকর্তাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হয়েছে। 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নির্দেশে তাদেরকে ওএসডি করা হয়। তারা তাৎক্ষণিকভাবে এনসিটিবি থেকে অবমুক্ত বলে গণ্য হবেন।
#
 
আফরাজুর/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৮৫০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                    নম্বর : ৩৫৬
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
 
ঢাকা, ১৮ মাঘ (৩১ জানুয়ারি) :
 দশম জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২০তম বৈঠক আজ কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। 
 কমিটির সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, আ ফ ম রুহুল হক, মোঃ আব্দুল ওদুদ, মোঃ ইউনুস আলী সরকার, নিজাম উদ্দিন হাজারী, শরিফুল ইসলাম জিন্নাহ এবং সেলিনা বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।
  বৈঠকে গবেষণা কার্যক্রম ও মানসম্মত চিকিৎসার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় স্থান অধিকারকরণ, বিশ^বিদ্যালয় গবেষণা দিবস চালুকরণ এবং তরুণ শিক্ষকদের স্বর্ণপদক দেওয়া হচ্ছে মর্মে বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে কমিটিকে অবহিত করা হয়।
কমিটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে কোরিয়ান ফান্ডে নতুন ভবন নির্মাণ ও যন্ত্রপাতি ক্রয়ের কার্যক্রম দ্রুত শুরু করার সুপারিশ করে। বৈঠকে এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) গোপালগঞ্জ প্রজেক্টের (ওহলবপঃ-ধনষব গধহঁভধপঃঁৎরহম গধপযরহবৎু) কার্যক্রম ত্বরান্বিত করা সুপারিশ করা হয়।
বৈঠকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
 
নরুল আবছার/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৮৪০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                    নম্বর : ৩৫৫
 
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে অংশ নেওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
 
ঢাকা, ১৮ মাঘ (৩১ জানুয়ারি) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ আমাদের সবার। দেশটাকে আমরা সবাই মিলে এগিয়ে নিতে চাই। সবাইকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন আর কোন সংলাপের প্রয়োজন নেই। দেশে স্বাধীন নির্বাচন কমিশন রয়েছে। দেশের সংবিধান মোতাবেক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আশাকরি সব রাজনৈতিক দল এ নির্বাচনে অংশগ্রহণ করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অংশগ্রহণমূলক, অবাধ ও নিরপেক্ষ। 
বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যান্যুফেকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন আয়োজিত ৪ দিনব্যাপী ‘১৩তম বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্লাস্টিক প্যাকেজিং এন্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার (আইপিএফ)-২০১৮’ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, প্লাস্টিক বাংলাদেশের সম্ভাবনাময় শিল্প। সরকার ২০২১ সালে দেশের রপ্তানি ৬০ বিলিয়ন মার্কিন ডলার লক্ষ্যমাত্রা অর্জনে চলতি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় যে ক’টি পণ্য রপ্তানি বৃদ্ধি করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে প্লাস্টিক তার মধ্যে একটি। বাংলাদেশ এখন ১৬ কোটির বেশি মানুষের দেশ। আমাদের অভ্যন্তরীণ বাজার অনেক বড়, দেশে এখন প্রায় ২৫ হাজার কোটি টাকার প্লাস্টিক পণ্য ব্যবহৃত হয়। দেশের চাহিদাপূরণ করে এখন মার্কিন যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে প্রায় তিন হাজার কোটি টাকা মূল্যের প্লাস্টিক পণ্য রপ্তানি করা হচ্ছে। প্লাস্টিক শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য সরকার রপ্তানিক্ষেত্রে ১০ ভাগ হারে আর্থিক সহায়তা প্রদান করছে। যেমন তৈরিপোশাক খাতকে নগদ আর্থিক সহায়তা প্রদানের কারণে বাংলাদেশ আজ বিশে^র মধ্যে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ। প্লাস্টিক শিল্পেও আমরা এগিয়ে যাবো।
উল্লেখ্য, মেলায় চীন, ভারত, তাইওয়ান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, ইতালি, যুক্তরাজ্যসহ বিশে^র ১৬টি দেশের ৩৬০টি কোম্পানির ৬৮০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। মেলা দর্শনার্থীদের জন্য প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে। বিনামূল্যে দর্শনার্থীগণ এসময় মেলা পরিদর্শন করতে পারবেন। মেলায় প্লাস্টিকপণ্য এবং প্লাস্টিকপণ্য তৈরির মেশিন প্রর্দশিত হচ্ছে।
বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যান্যুফেকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। অনুষ্ঠানে মেলার সহযোগী প্রতিষ্ঠান তাইওয়ানের  ইয়োর্কাস ট্রেড এন্ড মার্কেটিং কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট জুডি ইয়াং বক্তব্য রাখেন।
#
 
বকসী/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৮৫০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৩৫৪
কোনো অপতৎপরতা তৈরিপোশাক শিল্পের অগ্রগতি ব্যাহত করতে পারবে না
                                                                     --- শিল্পমন্ত্রী
 
ঢাকা, ১৮ মাঘ (৩১ জানুয়ারি) :
বহির্বিশ্বে স্বার্থান্বেষী মহলের নেতিবাচক প্রচারণা সত্ত্বেও বাংলাদেশের তৈরিপোশাক শিল্পখাতে ইতিবাচক প্রবৃদ্ধির ধারা বজায় রয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, বাংলাদেশের তৈরিপোশাক শিল্প নিয়ে অতীতে আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, এখনও আছে। এখাতে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি ঠেকাতে প্রতিযোগীরা তৎপর রয়েছে। তবে কোনো অপতৎপরতা বাংলাদেশের তৈরিপোশাক শিল্পের অগ্রগতি ব্যাহত করতে পারবে না। 
শিল্পমন্ত্রী আজ রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ‘১৩তম ঢাকা আন্তর্জাতিক সুতা ও বস্ত্র প্রদর্শনী (১৩ঃয উযধশধ ওহঃবৎহধঃরড়হধষ ণধৎহ ধহফ ঋধনৎরপ ঝযড়)ি’ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। আন্তর্জাতিক আয়োজক সংস্থা ‘সেমস্ গ্লোবাল’ এবং গণচীনের সাবকাউন্সিল অভ্ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ (সিসিপিআইটি) যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করে। অনুষ্ঠানে একই সাথে ‘২য় ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো’ এবং ‘৩০তম ডাইক্যাম বাংলাদেশ এক্সপো ২০১৮’ এর উদ্বোধন করা হয়।  
অনুষ্ঠানে বাংলাদেশে চীনা দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্স মি. চিন উই (গৎ. ঈযবহ ডবর), বিজিএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ ফারুক হাসান, বিকেএমইএ’র ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ মনসুর আহমেদ, সিইবিএআই’র প্রেসিডেন্ট মোঃ আতিকুল ইসলাম, সেমস্ গ্লোবালের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম ও সিসিপিআইটি’র সেক্রেটারি জেনারেল ঝ্যাঁং টাও ( গৎ. তযধহম ঞধড়) বক্তব্য রাখেন।  
শিল্পমন্ত্রী বলেন, তৈরিপোশাক শিল্পের ধারাবাহিক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে গার্মেন্টস্ শিল্পের কর্মপরিবেশ উন্নয়ন, শ্রমিকদের নিরাপত্তা জোরদার, ন্যূনতম মজুরি নির্ধারণ, শিল্পকারখানা পরিদর্শন ও মনিটরিং জোরদার করা হয়েছে। পাশাপাশি ২০১৩ সালেই শ্রম আইন সংশোধন এবং জাতীয়ভাবে কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক নীতিমালা প্রণীত হয়েছে। সরকার ও উদ্যোক্তাদের যৌথ প্রচেষ্টায় এশিল্পের শ্রমিকদের কর্ম পরিবেশ ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার ফলে দেশের তৈরিপোশাক শিল্পে ব্যাপকহারে গুণগত পরিবর্তন এসেছে। এশিল্পে অর্জিত দক্ষতা ও সুনামের জন্য কেনিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে  বাংলাদেশি জনবল দিয়ে তৈরিপোশাক কারখানা স্থাপনের প্রস্তাব দিয়েছে বলে তিনি জানান। 
চারদিনব্যাপী আয়োজিত ত্রিমাত্রিক এই প্রদর্শনীতে বিশ্বে ২১টি দেশের ৩শ’ ৫০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন প্রকার সুতা, ডেনিম, নিটেড ফেব্রিক্স, ফ্লিস্, ইয়ার্ন অ্যান্ড ফাইবার, আর্টিফিসিয়াল লেদার, এমব্রোয়ডারি, বাটন, জিপার, লিনেন ব্লেন্ডসহ অ্যাপারেল পণ্য প্রদর্শন করছে। এটি বাংলাদেশের টেক্সটাইল ও তৈরিপোশাক শিল্পখাতে অত্যাধুনিক প্রযুক্তি স্থানান্তরে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। প্রবেশমূল্য ব্যতীত প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল সাড়ে ১০ টা থেকে রাত সাড়ে সাত টা পর্যন্ত। 
#
 
জলিল/ফারহানা/সঞ্জীব/পারভেজ/জয়নুল/২০১৮/১৮৫৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৫৩  
 
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের পুরাতন স্থাপনা ভেঙ্গে  অত্যাধুনিক 
টাওয়ারভবন নির্মাণ করবে আইইবি
ঢাকা, ১৮ মাঘ (৩১ জানুয়ারি) :
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনের মিলনায়তনসহ সকল পুরাতন স্থাপনা ভেঙ্গে ফেলা হবে। এর পরিবর্তে পুরো এলাকা জুড়ে অত্যাধুনিক কনভেনশন সেন্টার, সেমিনার কক্ষসহ ষোলতলা টাওয়ারভবন নির্মাণ করা হবে। এর স্থ্াপত্য শৈলী হবে সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা পার্কের সবুজের সাথে সামঞ্জস্যপূর্ণ।
গতকাল প্রস্তাবিত এ ভবনের নকশা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এতথ্য জানানো হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার বাবদ অর্থ ও সনদ তুলে দেন। 
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ব্যতীত ঢাকা শহরে বড় কোনো কনভেনশন সেন্টার নেই। সে দৃষ্টিকোণ থেকে এ কনভেনশন সেন্টারের প্রয়োজন রয়েছে। রমনা-সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে একটি সাংস্কৃতিক বলয় গড়ে তোলার বিষয়ে প্রধানমন্ত্রীর একটি নির্দেশনা রয়েছে। সোহারাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক গুরুত্বকে সমুন্নত রাখতে এর সংস্কার ও সৌন্দর্য বৃদ্ধি করতে ২৫০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। রমনা পার্কেরও সৌন্দর্য বৃদ্ধি করা হচ্ছে। সোহারাওয়ার্দী উদ্যানে ৭ মার্চের ভাষণের স্থান এবং পাকিস্তানিদের আত্মসমর্পনের স্থানসমূহ পরিকল্পিতভাবে নষ্ট করা হয়েছে। 
আইইবি’র প্রেসিডেন্ট কবির আহমেদ ভূইয়ার সভাপতিত্বে জুরি বোর্ডের প্রধান অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী এবং অন্যান্য সদস্যগণ অনুষ্ঠানে বক্তৃতা করেন।
প্রতিযোগিতায় মোট ৫৪টি নকশা জমা পড়ে। একটি জুরি বোর্ড এসব নকশা যাচাই বাছাই, পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে আটটি নকশাকে চূড়ান্তভাবে নির্বাচন করে। ‘এ প্লাস এম আর্কিটেক্ট’ প্রতিষ্ঠান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। তাদেরকে সাত লাখ টাকা ও একটি সনদ প্রদান করা হয়।
 
#
 
কিবরিয়া/রিফাত/রেজ্জাকুল/রফিকুল/শামীম/২০১৮/ ১৬২০ ঘণ্টা 
 
 
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৫২
  
৭ম ইকোসক ইয়ুথ ফোরামে ক্রীড়া প্রতিমন্ত্রী 
সকল উন্নয়নের সামনের সারিতে রয়েছে বাংলাদেশের যুবসমাজ
 
নিউইয়র্ক, (৩১ জানুয়ারি) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গৃহীত সকল উন্নয়ন প্রচেষ্টায় সামনের সারিতে রয়েছে বাংলাদেশের যুবসমাজ। তিনি বলেন, বাংলাদেশে রয়েছে বিপুল সংখ্যক যুব জনসংখ্যা। এজেন্ডা ২০৩০ কে সামনে রেখে এই বিপুল যুব জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ পরবর্তী দশকগুলোতে জনমিতিক লভ্যাংশ উঠিয়ে আনতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। 
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন সিকদার ৩০ জানুয়ারি জাতিসংঘ সদরদপ্তরে অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ঊঈঙঝঙঈ) আয়োজিত ৭ম ইকোসক ইয়ুথ ফোরামে বক্তৃতাকালে একথা বলেন। 
বীরেন সিকদার বলেন, সামাজিকভাবে এবং ব্যক্তিপর্যায়ে যুবদের সক্ষমতা বৃদ্ধি করতে সরকার ডিজিটিাল বাংলাদেশ কর্মসূচির আওতায় যুবদের জ্ঞান, উদ্ভাবনী ক্ষমতা ও দক্ষতা উন্নয়নে বিশেষভাবে জোর দিয়েছে। আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি নির্ভর ও উদ্ভাবনীমূলক কর্মসংস্থান যেমন মোবাইল ব্যাংকিং, ই-কর্মাস ও আউট সোর্সিং কে উৎসাহিত করা হচ্ছে। এর ফলে দেশের যুবরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, প্রযুক্তিগত বৈষম্য কাটিয়ে উঠছে। 
মন্ত্রী বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এসডিজির ৮ দশমিক ৬ অর্জনে লিড মিনিস্ট্রি হিসেবে কাজ করছে। বাংলাদেশের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণবিহীন যুবসংখ্যার হার বর্তমানের ২৮ দশমিক ৮৮ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশে কমিয়ে আনা। 
যুবসংগঠন ও সংস্থাগুলোর সাথে অংশীদারিত্ব বিনির্মাণে তিনি এ ফোরামে ৫টি গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবগুলো হচ্ছে : স্বল্পোন্নোত দেশসমূহকে উন্নত দেশগুলোর প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহযোগিতা প্রদান করতে হবে, যাতে উন্নয়নশীল দেশগুলো এসডিজি’র যুব সংশ্লিষ্ট লক্ষ্যসমূহ অর্জন করতে পারে; যুব উন্নয়নকে ফোকাস করে উত্তর-দক্ষিণ, দক্ষিণ-দক্ষিণ এবং ট্রায়াঙ্গুলার পার্টনারশিপসমূহকে আরো বেশি উন্মোচন করা; দেশসমূহের মধ্যে পারস্পরিক জ্ঞান, প্রযুক্তি এবং দক্ষতা বিনিময় করতে হবে, যাতে যুবদের বিদ্যমান চ্যালেঞ্জ ও ব্যবধানগুলো কমে আসে এবং যুবরা পরস্পরের কাছাকাছি আসার মাধ্যমে বৈশ্বিক যুব সম্প্রদায় গড়ে তুলতে পারে। জাতিসংঘের সংস্থাসমূহের সদস্য দেশগুলোর সাথে আরো বেশি অংশীদারিত্ব বজায় রেখে বেশি বেশি যুব উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা, যাতে এসডিজি’র আলোকে যুব ক্ষমতায়ন ত্বরান্বিত হয় এবং বিভিন্ন দেশের যুব আন্দোলনকে উচ্চশিক্ষা, জ্ঞান ও দক্ষতার মাধ্যমে এগিয়ে নেওয়া এবং উৎসাহিত ও যুক্ত করা যায়। 
ইয়ুথ ফোরামের মূল প্রতিপাদ্য, ‘টেকসই ও সক্ষমতাপূর্ণ নগর ও গ্রাম সম্প্রদায় গড়ে তুলতে যুবদের ভূমিকা’। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি গরৎড়ংষধা খধলčপ্সশ এবং অর্থনৈতিক ও সামাজিক কমিশনের সভাপতি গধৎরব ঈযধঃধৎফড়াপ্স সভায় বক্তৃতা করেন। জাতিসংঘ সদর দপ্তরে ৩০ ও ৩১ জানুয়ারি দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক ফোরাম অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন দেশের প্রায় ৩৪ জন মন্ত্রী, ৫২ জন সরকারি প্রতিনিধি এবং ৭শ’ জন যুব সংগঠনের প্রতিনিধি এ ফোরামে অংশগ্রহণ করছেন।
একই দিনে প্রতিমন্ত্রী নেপালের যুব ও ক্রীড়া মন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এসময় দু’দেশের যুব সমাজের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি বিশেষ করে ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে যুবদে
Todays handout (8).docx Todays handout (8).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon