Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ জুন ২০২৩

তথ্যবিবরণী ১৯ জুন ২০২৩

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ২২০১

 

জাতীয় শিক্ষার সপ্তাহে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
 

ঢাকা, ৫ আষাঢ় (১৯ জুন):

 

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ট শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে। আজ  রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।       

জাতীয় প্রতিযোগিতায় রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, উচ্চাঙ্গ সংগীত, লোক সংগীত, জারি গান (দলভিত্তিক), উচ্চাঙ্গ নৃত্য, লোকনৃত্য, ইংরেজি রচনা ও ইংরজি বক্তৃতা এবং হামদ ও নাত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধীকারীদের সেরাদের পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়া বিএনসিসি, রোভার, স্কাউট, গার্ল গাইডস, রেঞ্জার প্রতিযোগিতা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসেবে নির্বাচিতদের পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থী, শ্রেণি শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান মিলিয়ে মোট ২২০ জন পুরস্কার দেওয়া হয়।              

প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিদ্যালয় ক্যাটেগরিতে সাভারের সেনা পাবলিক স্কুল ও কলেজ। কলেজ ক্যাটেগরিতে ঢাকা মহানগরীর মোহাম্মদপুরের রেসিডেনসিয়াল মডেল কলেজ ও কারিগরি ক্যাটেগরিতে রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিট্রিউট শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে এবং মাদ্রাসা ক্যাটেগরিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে বাগেরহাটের রামপালের ইসলামাবাদ ছিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা। 

 বিদ্যালয় ক্যাটেগরিতে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে টাঙ্গাইলের বিদ্যাসুন্দরী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ের শিক্ষার্থী সাবাহ বিনতে বায়েজিদ। কলেজ ক্যাটেগরিতে রাজশাহী কলেজের মোসা. আফরা মেহজাবিন। কারিগরি ক্যাটেগরিতে রংপুর আইডিয়াল ইনস্ট্রিটিউট অভ্ টেকনোলজির মো. রাগীব ইয়াসির রোহান ও মাদ্রাসা ক্যাটেগরিতে গোপালগঞ্জের গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী মো. রহমতুল্লাহ নির্বাচিত হয়েছেন । 

বিদ্যালয় ক্যাটেগরিতে ভোলার লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. হোসনে আরা। কলেজ ক্যাটেগরিতে ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের ড. মো. জুলফিকার হায়দার ও কারিগরি ক্যাটেগরিতে কুমিল্লার আফজল খান কারিগরি ও কমার্স কলেজের শিক্ষক মো. নিজামুদ্দীন এবং মাদ্রাসা ক্যাটেগরিতে রংপুরের ধাপ-সাতগাড়া বায়তুল মুকারম মডেল কামিল মাদ্রাসার মো. মিজানুর রহমান শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হয়েছেন । বিদ্যালয় ক্যাটেগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ঢাকার মিরপুরের মডেল অ্যাকাডেমির শুভাশীষ কুমার বিশ্বাস। কলেজ ক্যাটেগরিতে নির্বাচিত হয়েছেন। রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যাপক ড. জুবাইদা আয়েশা সিদ্দিকা। কারিগরি ক্যাটেগরিতে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটরে প্রকৌশলী মো. রুহুল আমিন এবং মাদ্রাসা ক্যাটেগরিতে কুষ্টিয়া সদরের আফসার উদ্দিন গার্লস ফাজিল মাদ্রাসার ড. হাফেজ মোহা. আব্দুল করিম শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন ।           

শ্রেষ্ট জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে রাজশাহী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাসির উদ্দীন এবং শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক অফিসার হিসেবে রাজবাড়ীর গোয়ালনন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান বিজয়ী হয়েছেন । অন্যান্য ক্যাটেগরিতে বিএনসিসি, রোভার, স্কাউট, গার্ল গাইডস, রেঞ্জার প্রতিযোগিতা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসেবে নির্বাচিত হয়েছেন তিনজন করে।

এছাড়া চারটি গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসেবে তিন জন করে রবীন্দ্র সংগীতে বিজয়ী হয়েছেন ১২ জন, নজরুল সংগীতে ১২ জন, উচ্চাঙ্গ সংগীতে ১২ জন, লোক সংগীতে ১২ জন, জারি গানে (দলভিত্তিক) ১২ জন, উচ্চাঙ্গ নৃত্যে ১২ জন, লোকনৃত্যে ১২ জন, ইংরেজি রচনা ও ইংরজি বক্তৃতায় ১২ জন, হামদ ও নাত পরিবেশনায় ১২ জন।
#

খায়ের/পাশা/রফিকুল/লিখন/২০২৩/২২২০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ২২০২

 

ওমান হতে জি-টু-জি ভিত্তিতে এলএনজি আমদানির দ্বিতীয় দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষর

                                                                                                                      

ঢাকা, ৫ আষাঢ় (১৯ জুন):

 

আজ ঢাকার সোনারগাঁও হোটেলে ওমান হতে জি-টু-জি ভিত্তিতে ১০ বছর মেয়াদি অতিরিক্ত শূন্য দশমিক ২৫ থেকে ১ দশমিক ৫ এমটিপিএ (মিলিয়ন টন পার এনাম) এলএনজি আমদানি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে পেট্রোবাংলার বোর্ড সচিব রুচিরা ইসলাম এবং ওমানের পক্ষে OQT এর নির্বাহী পরিচালক সাইদ আল মাওয়ালী (Said Al Maawali) চুক্তিতে স্বাক্ষর করেন।   

 

জি টু জি ভিত্তিতে ১০ বছর মেয়াদি ১ দশমিক ০ থেকে ১ দশমিক ৫ এমটিপিএ এলএনজি আমদানির লক্ষ্যে পেট্রোবাংলা ও Oman Trading International (বর্তমান নাম OQ Trading Limited-OQT) ৬ মে ২০১৮ তারিখে LNG’র Sale And Purchase Agreement (SPA) প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। স্বাক্ষরিত চুক্তির আলোকে OQT বর্তমানে বছরে ১ দশমিক ০ এমটিপি (১৬ কার্গো) এলএনজি সরবরাহ করছে।   জি-টু-জি ভিত্তিতে OQ Trading Limited (OQT) হতে ১০ বছর মেয়াদে (২০২৬ সালে ৪ কার্গো এলএনজি, ২০২৭ হতে ২০২৮ সাল পর্যন্ত প্রতিবছর ১৬ কার্গো এলএনজি এবং ২০২৯ হতে ২০৩৫ সাল পর্যন্ত প্রতিবছর ২৪ কার্গো এলএনজি যা কম বেশি ১ দশমিক ৫ এমটিপিএ এলএনজি’র সমতুল্য) আমদানির লক্ষ্যে আজ ১৯ জুন চুক্তি স্বাক্ষরিত হয়।

 

উল্লেখ্য ২৫ সেপ্টেম্বর ২০১৭ তারিখে Qatar Gas-এর সাথে ১৫ বছর মেয়াদি (২০১৮-২০২৩) ১.৮-২.৫ এমটিপিএ এলএনজি (বর্তমানে ২ দশমিক ৫ এমটিপিএ, ৪০ কার্গো এলএনজি) এবং গত ১ জুন Qatar Energy Trading LLC-এর সাথে ১৫ বছর মেয়াদি (২০২৬-২০৪০) দ্বিতীয় চুক্তিতে অতিরিক্ত ১ দশমিক ৫ এমটিপিএ এলএনজি আমদানির চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

 

বর্তমানে বিদ্যমান দু’টি চুক্তির আওতায় ৩ দশমিক ৫-৪ দশমিক ০ এমটিপিএ এলএনজি আমদানি করা হচ্ছে।   বিদ্যমান দু’টি FSRU এর মাধ্যমে সহজেই ৬ দশমিক ৫ এমটিপিএ এলএনজি গ্রহণের সুযোগ রয়েছে। সে হিসেবে আরো ২ দশমিক ৫-৩ এমটিপিএ এলএনজি আমদানি করা যেতে পারে। এছাড়া মহেশখালিতে ৩য় FSRUসহ পায়রায় একটি FSRU স্থাপনের বিষয়ে  নীতিগত অনুমোদন করা হয়েছে। 

 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই এলএনজি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। বাংলাদেশ গ্যাস অনুসন্ধান কাজ জোরদার করেছে । গভীর সমুদ্রে অনুসন্ধানের জন্য পিএসসিকে হালনাগাদ করা হচ্ছে। এ সময় তিনি ওমানসহ সংশ্লিষ্টদের আগত পিএসসিতে অংশগ্রহণ করার আহ্বান জানান।

 

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফ্‌ফার আলবুলুসি (Abdul Ghaffar Albulushi), পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, OQT এর নির্বাহী পরিচালক সাইদ আল মাওয়ালী (Said Al Maawali) বক্তব্য রাখেন। 

 

#

মোহাম্মদ/পাশা/রফিকুল/লিখন/২০২৩/২০৪৩ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                     নম্বর : ২২০০

পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে

আগামী ২৯ জুন ঈদুল আজহা

ঢাকা, ৫ আষাঢ় (১৯ জুন):

            আজ ১৪৪৪ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। ফলে আগামীকাল ২০ জুন মঙ্গলবার থেকে পবিত্র জিলহজ মাস গণনা করা হবে। পরিপ্রেক্ষিতে, আগামী ২৯ জুন বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

            আজ বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার। সভায় ১৪৪৪ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে আগামী ২৯ জুন  বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

            সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ নজরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোঃ মনিরুজ্জামান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন, সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা মোঃ আবদুল জলিল, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোঃ সাইফুল ইসলাম ভূইয়া, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ আজিজুর রহমান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, ঢাকা জেলা প্রশাসনে সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন, বাংলাদেশ টেলিভিশনের উপ-পরিচালক মোঃ জুলফিকার রহমান কোরাইশী, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নিয়ামতুল্লাহ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মুহাম্মাদ আবদুর রশীদ, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

#

শায়লা/পাশা/রফিকুল/জয়নুল/২০২৩/২১১৫ ঘণ্টা

 

Handout                                                                                                           Number: 2199

State Minister Shahriar Alam holds meeting with the

UK Minister of State Anne-Marie Trevelyan in London

Dhaka, 19 June 2023:

State Minister for Foreign Affairs Md. Shahriar Alam, held a meeting with Anne-Marie Trevelyan, Minister of State (Indo-Pacific) at the Foreign, Commonwealth and Development Office (FCDO) of the UK, today in London.

 

During the meeting, State Minister expressed happiness that Prime Minister Sheikh Hasina could attend the historic royal coronation of the Majesties King Charles III and Queen Camilla on 6 May 2023 in London. He also expressed satisfaction at the fruitful meeting between Prime Minister Sheikh Hasina and British Prime Minister Rishi Sunank at the Marlborough House on 5 May 2023 on the margins of the Commonwealth Leaders Event. The FCDO Minister of State (Indo-Pacific) conveyed British Government’s sincere appreciation for Prime Minister Sheikh Hasina’s attending the royal coronation. She expressed that British Prime Minister Rishi Sunak was pleased to meet Prime Minister Sheikh Hasina during the royal coronation. She further expressed satisfaction at the signing of the Joint Communique on Aviation Trade and Investment Partnership between Bangladesh and the UK governments during Prime Minister’s visit to the UK last month.

 

The State Minister thanked the British Government for their humanitarian support to the Rohingya camps and political support towards a safe, voluntary and sustainable repatriation of the Rohingyas to their homeland Myanmar. He also underscored that the Rohingya crisis must not go out of sight of the international community. The British Minister of State praised Bangladesh’s generosity in hosting the Rohingyas and echoed that the issue should get due attention from the international community.

 

The State Minister informed the British Minister of State that Bangladesh Cabinet decided last week to accede to the Hong Kong Convention on Ship Recycling paving the way for the Convention to come into effect. The British Minister of State thanked the Bangladesh government for its decision and expressed the desire to work together for green shipping and maritime security. 

 

The State Minister expressed Bangladesh government’s resolve to extend all possible support to the Election Commission to hold free and fair general elections. The British Minister of State assured that the British Government would continue to support democratic process in Bangladesh.

 

Both sides also shared their views on Commonwealth affairs, particularly on trade and investment issues and hoped that the upcoming Commonwealth Trade and Investment Forum in Dhaka will be a success.

 

Bangladesh High Commissioner to the UK Saida Muna Tasneem and Director General (West Europe & EU) of the Ministry of Foreign Affairs Kazi Russel Pervez were present at the meeting.

 

#

Reza/Pasha/Rahat/Likhon/2023/1928Hour

 

তথ্যবিবরণী                                                                                                              নম্বর : ২১৯৮

ভালো ঘটনা ও সাফল্যের সংবাদ এড়িয়ে যাওয়া বুদ্ধিবৃত্তিক অন্যায়

   --তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঢাকা, ৫ আষাঢ় (১৯ জুন) :    

‘রাষ্ট্র ও সমাজের ভালো ঘটনা ও সাফল্যের সংবাদ এড়িয়ে যাওয়া বুদ্ধিবৃত্তিক অন্যায়’ বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ। 

আজ রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সংবাদ সংস্থা আয়োজিত ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশ উদ্যোগ : বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার মাইলফলক’ গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন। 

সম্প্রচার মন্ত্রী বলেন, ‘আমাদের দুর্বলতা হচ্ছে আমরা আমাদের উন্নয়নটা চোখে দেখি না, দেখলে বলি না, বলতে অনেক সময় লজ্জা পাই এবং আমরা সমালোচনা পছন্দ করি।’

‘সমালোচনা অবশ্যই থাকবে’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সমালোচনাহীন “মনোটোনাস সোসাইটি” বা একঘেঁয়ে সমাজ নয়, আমরা একটি বহুমাত্রিক সোসাইটিতে বসবাস করি। সে জন্য সমালোচনা থাকতে হবে কিন্তু সমালোচনার পাশাপাশি দেশটা যে বদলে গেল, প্রতিটি মানুষের ভাগ্যের চাকা যে বদলে গেল -সে কথাটাও তো বলতে হবে। সেটি না হলে তো মানুষের সামনে ঠিক চিত্র পরিস্ফুটন করা হয় না এবং আমার বিবেচনায় সেটি এক ধরনের বুদ্ধিবৃত্তিক অপরাধ। আমরা যেন সেই অপরাধ না করি।’ 

হাছান মাহ্‌মুদ বলেন, ‘আমি সাংবাদিকদের অনুরোধ জানাবো- সমালোচনার পাশাপাশি সাফল্যটাও যেন উঠে আসে, আজকে দেশ যে বদলে গেছে সেই সত্য বিষয়টি যেন মানুষের সামনে আমরা তুলে ধরতে পারি।’

‘পৃথিবীর কোনো সরকার, সে আজ থেকে একশ’ কিংবা পাঁচশ’ বছর আগের হোক, বা আজ থেকে শত বছর পরের হোক, কোনো সরকার দাবি করতে পারবে না যে আমি শতভাগ নির্ভুল কাজ করেছি বা করবো’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘কাজ করলে ভুল হবে। সে ভুলের অবশ্যই সমালোচনা থাকতে হবে, সে ভুল শুধরে নেওয়ার জন্য প্রচেষ্টা থাকতে হবে। সেই ভুলটাকে অনেক বড় করে না দেখে সেটাকে তুলে ধরা এবং একইসাথে সাফল্যটাকেও তুলে ধরা দরকার।’

গোলটেবিল আলোচনার বিষয়ের গুরুত্বের ওপর আলোকপাত করে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা “কসমেটিক উন্নয়নে” বিশ্বাস করেন না। তিনি দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে টেকসই উন্নয়নে বিশ্বাস করেন। টেকসই উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি, বিষয়ভিত্তিক, ইস্যুভিত্তিক পরিকল্পনা প্রয়োজন। সে কারণেই তিনি দশ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।’

ড. হাছান বলেন, পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ, জলবায়ু পরিবর্তনের অভিঘাত যার নিত্যসঙ্গী, মাথাপিছু কৃষিজমি সর্বনিম্ন, আয়তনের দিক দিয়ে পৃথিবীর ৯২তম হওয়া সত্ত্বেও বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ আজ ধান ও মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্বে তৃতীয়, সবজি উৎপাদনে চতুর্থ, আলু উৎপাদনে সপ্তম এবং খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ। কোনো জাদুর কারণে নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণেই এসব অনন্য অর্জন সম্ভবপর হয়েছে। 

শতবর্ষী বদ্বীপ পরিকল্পনা-২১০০ প্রণয়ন, দেশব্যাপী ১০০ শিল্পাঞ্চল গড়ার পরিকল্পনা, স্বাধীনতার সময়ে দেশের জিডিপিতে শিল্পখাতের ৬ শতাংশ অবদানকে ৩৫ শতাংশে উন্নীত করা, সারাদেশে শতভাগ বিদ্যুৎ, গ্রামে গ্রামে ব্রডব্যান্ড ইন্টারনেট ও ডিশ এন্টেনার সংযোগ- এই বদলে যাওয়া বাংলাদেশের কথা সাংবাদিকরা তুলে ধরবেন -প্রত্যাশা ব্যক্ত করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। 

বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা সম্পাদক আনিসুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি ওমর ফারুক প্রধান বক্তা, জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন, বিদ্যুৎ বিভাগের পাওয়ার সেল মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, আশ্রায়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) যুগ্ম সচিব আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান বিশেষ অতিথি হিসেবে আলোচনায় দশ উদ্যোগভুক্ত আশ্রায়ন, শিক্ষা সহায়তা, আমার বাড়ি আমার খামার, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সবার জন্য বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ন বিষয়ে আলোচনায় অংশ নেন। 

বাসসের বিশেষ সংবাদদাতা মাহফুজা জেসমিনের সঞ্চালনায় দশ উদ্যোগ সংশ্লিষ্ট এটুআই প্রকল্পের এনালিস্ট উপসচিব মোহাম্মদ সালাহউদ্দিন, কমিউনিটি বেজড হেলথ কেয়ার প্রোগ্রাম ম্যানেজার ডা. আসিফ ইকবাল, নারী উদ্যোক্তা ফাহমিদা খান, আঁখি সিদ্দিকা, গণমাধ্যম প্রতিনিধি কাজী রফিক, মাঈনুল আলম, উম্মুল ওয়ারা সুইটি, রাজু আহমেদ, মোহসিনুল করিম লেবু, রাবেয়া বেবি, মরিয়ম মনি সেঁজুতি এবং বাসসের পক্ষে রুহুল গণি জ্যোতি, মধুসূদন মন্ডল, কানাই চক্রবর্তী, খায়রুজ্জামান কামাল প্রমুখ আলোচনায় অংশ নেন। 

#

আকরাম/পাশা/রাহাত/মোশারফ/রেজাউল/২০২৩/১৯০২ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ২১৯৭

সাংবাদিক হত্যার ঘটনায় জামালপুরের ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদুল আলম বাবু সাময়িক বরখাস্ত

ঢাকা, ৫ আষাঢ় (১৯ জুন):   

গত বুধবার জামালপুর জেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় বকশীগঞ্জ উপজেলার ৪নং সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে স্থানীয় সরকার বিভাগ আজ সাময়িক বরখাস্ত করেছে।

বর্বর হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় সরকার বিভাগ হতে তাকে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পত্র প্রাপ্তির ১০ কার্য দিবসের মধ্যে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক নথিতে স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম আজ স্বাক্ষর করেন।

উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে র‍্যাব গত শনিবার পঞ্চগড় জেলা থেকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার পরবর্তীতে র‍্যাবের সংবাদ সম্মেলনে অভিযুক্ত বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান সাংবাদিক হত্যায় জড়িত মর্মে জানা যায়। উক্ত চেয়ারম্যান বর্তমানে জেল হাজতে আছেন।

#

হেমায়েত/পাশা/রাহাত/মোশারফ/লিখন/২০২৩/১৮০৪ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ২১৯৬

যুব কল্যাণ তহবিল থেকে ২০২২-২৩ অর্থবছরে ৯০০টি

যুব সংগঠনকে ৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকার অনুদান

কা, ৫ আষাঢ় (১৯ জুন):

          যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব কল্যাণ তহবিল থেকে ২০২২-২৩ অর্থবছরে দেশব্যাপী ৯০০টি নির্বাচিত যুব সংগঠনকে ৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। প্রতিমন্ত্রী আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যুব কল্যাণ তহবিল হতে ২০২২-২৩ অর্থবছরে ঢাকা জেলার নির্বাচিত ৫ টি সংগঠনের প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন।

          অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, যুবশক্তি দেশের উন্নয়নের প্রধান হাতিয়ার। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য যুব সমাজের অমিত শক্তিকে কাজে লাগাতে হবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উন্নয়ন দর্শনের কেন্দ্রবিন্দুতেই ছিল দেশের যুবসমাজ। জাতীয় উন্নয়নে যুবশক্তির গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি যুবদের উন্নয়নে বহুবিধ পদক্ষেপ গ্রহণ করেছিলেন।

          প্রতিমন্ত্রী আরো বলেন, যুব সংগঠনগুলো বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে দেশের সামাজিক উন্নয়ন, বেকার সমস্যা থেকে উত্তরণ ও স্বাবলম্বী হয়ে নিজেদেরকে প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। তিনি বলেন, দেশের উন্নয়নের মূল স্রোতধারায় যুব সম্প্রদায়কে সম্পৃক্ত করা প্রয়োজন। এ লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এ বছরও যুবকল্যাণ তহবিল থেকে নির্বাচিত ৯০০টি যুব সংগঠনকে মোট ৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকার প্রকল্পভিত্তিক অনুদান প্রদান করা হচ্ছে। এ অর্থ যুব সংগঠনসমূহের কার্যক্রমকে আরো বেশি গতিশীল করবে এবং যুববান্ধব সমাজ বিনির্মাণে সহায়তা করবে। ভবিষ্যতে যুবকল্যাণ তহবিল থেকে প্রদত্ত এ অনুদানের পরিমাণ ও সংগঠনের সংখ্যা আরো বৃদ্ধি করার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

          উল্লেখ্য, যুব সংগঠনসমূহকে দেশ গঠনমূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক যুব কল্যাণ তহবিল হতে প্রতি বছর অনুদান প্রদান করা হয়।

          অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#

আরিফ/পাশা/রাহাত/মোশারফ/জয়নুল/২০২৩/১৯১০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর : ২১৯৫

প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক হস্তান্তর করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ঢাকা, ৫ আষাঢ় (১৯ জুন):

          আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ৫ জন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠককে চিকিৎসা সহায়তা হিসেবে প্রদত্ত ৯১ লাখ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

          প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তাপ্রাপ্ত ৫ জন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকের মধ্যে বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন সাঁতারু প্রিয়াংকা দাসকে ১০ লাখ টাকা, প্রাক্তন হ্যান্ডবল খেলোয়াড় ও সংগঠক মোঃ জাহিদ মাহমুদকে চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য ১০ লাখ টাকার চেক,  জাতীয় ক্রিকেট দলের আম্পায়ার সৈয়দ মোহাম্মদ সাইদুল হককে ২০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র ও ৫ লাখ টাকার চেক, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাইক্লিস্ট ফারহানা সুলতানা শিলার চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য ১ লাখ টাকার চেক ও ২০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র, সাবেক ফুটবলার এস কে বসির আহাম্মেদকে ১ লাখ টাকার চেক ও ২০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে।

           চেক বিতরণকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী অত্যন্ত ক্রীড়াবান্ধব। তিনি ক্রীড়াবিদদের সুখে-দুঃখে সবসময় ছায়ার মতো পাশে থাকেন। তিনি ক্রীড়াসেবকদের কল্যাণে জাতির পিতা বঙ্গবন্ধুর নিজ হাতে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনকে করোনাকালে ৫০ কোটি টাকাসহ মোট ৬০ কোটি টাকা সিডমানি প্রদান করেছেন।’

          প্রতিমন্ত্রী জানান, বর্তমানে প্রতিষ্ঠানটির সিডমানি সাড়ে সাতষট্টি কোটি টাকা। যার মুনাফা এবং প্রতি বছর সরকারের রাজস্ব বাজেট থেকে পাওয়া অর্থ দিয়ে অধিকসংখ্যক ক্রীড়াসেবীকে মাসিক ক্রীড়া ভাতা এবং এককালীন বিশেষ অনুদান ও চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়া বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

          এ সময় ক্রীড়াঙ্গনকে এভাবে এগিয়ে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রায় প্রতিমাসেই প্রধানমন্ত্রী অসহায়, অসচ্ছল ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীদের আর্থিক সহায়তা করে চলেছেন। আমরা প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

          অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#

আরিফ/পাশা/রাহাত/মোশারফ/জয়নুল/২০২৩/১৮৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ২১৯৪

 

তরুণ প্রজন্মকে স্বাধীনতার বিপক্ষের শক্তিকে ভোট না দেয়ার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর

                                                                                                   

ঢাকা, ৫ আষাঢ় (১৯ জুন):   

 

প্রথমবারের ভোটারসহ তরুণ প্রজন্মকে স্বাধীনতার বিপক্ষের শক্তিকে ভোট না দেয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

 

প্রতিমন্ত্রী আজ দুপুরে রাজধানীর উত্তরায় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অভ্ ক্রিয়েটিভ টেকনোলজি’র স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের স্প্রিং ও উইন্টার সেমিস্টার ২০২৩ -এ ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

 

প্রধান অতিথি বলেন, আপনারা কাকে ভোট দেবেন তা আপনাদের একান্ত নিজস্ব সিদ্ধান্ত। শুধু একটাই অনুরোধ, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে ভোট দেবেন না। ভোট দেয়ার ক্ষেত্রে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বেছে নিন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন ভাষা আন্দোলনের অগ্রসেনানী। বাঙালির ভাষা ও সংস্কৃতির ওপর আঘাত আসতে পারে তা জাতির পিতা ভারত-পাকিস্তান বিভক্তির আগেই অনুমান করতে পেরেছিলেন। তৎকালীন ভারতের ইত্তেহাদ পত্রিকার রিপোর্ট থেকে জানা যায়, ১৯৪৭ সালের ৭ জুলাই কলকাতায় এক সভায় বঙ্গবন্ধু এ আশঙ্কা প্রকাশ করেছিলেন। পরবর্তীতে তাঁর আশঙ্কাই সত্য বলে প্রমাণিত হয়।

 

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অভ্ ক্রিয়েটিভ টেকনোলজি’র উপাচার্য ড. মোঃ শাহ-ই-আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অভ্ ট্রাস্টিজের চেয়ারম্যান শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয়ের বোর্ড অভ্ ট্রাস্টিজের সদস্য ডাঃ আহসানুল কবীর, ট্রেজারার প্রফেসর শামসুন নাহার ও রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমানসহ বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

                                                                                                                                                                                                                                                                                           

মনোমুগ্ধকর বিভিন্ন সংগীত ও নৃত্যের মূর্ছনায় অনুষ্ঠান মাতিয়ে রাখে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ ও কালচারাল ফোরামের শিল্পীরা।

#

ফয়সল/পাশা/রাহাত/মোশারফ/লিখন/২০২৩/১৬৩২ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                নম্বর : ২১৯৩

কবি সুফিয়া কামালের জন্মদিনে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ৫ আষাঢ় (১৯ জুন) :    

          প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল কবি বেগম সুফিয়া কামালের ১১২তম জন্মদিন উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :

“গণতান্ত্রিক এবং নারীমুক্তি আন্দোলনের অন্যতম পথিকৃৎ কবি বেগম সুফিয়া কামালের ১১২তম জন্মদিন উপলক্ষ্যে আমি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।   

কবি বেগম সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন বরিশালে জন্মগ্রহণ করেন এবং ১৯৯৯ সালের ২০ নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। একদিকে তিনি ছিলেন আবহমান বাঙালি নারীর প্রতিকৃতি, অন্যদিকে বাংলার প্রতিটি আন্দোলন সংগ্রামে ছিল তাঁর আপসহীন এবং দৃপ্ত পদচারণা।

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার চিন্তাধারা ও প্রতিজ্ঞা কবি সুফিয়া কামালের জীবনে সঞ্চারিত হয় ও সুদূরপ্রসারী প্রভাব ফেলে। তাঁর দাবির পরিপ্রেক্ষিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রীনিবাসের নাম ‘রোকেয়া হ

2023-06-19-16-25-a8ab0fef8b14775d9eb74e2cf6501c90.docx 2023-06-19-16-25-a8ab0fef8b14775d9eb74e2cf6501c90.docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon