Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ August ২০১৫

তথ্যবিবরণী 05/8/2015

তথ্যবিবরণী                                                                                  নম্বর : ২১৭১

উন্নয়নে প্রতিবন্ধী ও প্রবীণদের অন্তর্ভুক্ত করলেই কেবল দারিদ্র্য উচ্ছেদ সম্ভব
                                                                       --তথ্যমন্ত্রী
ঢাকা, ২১ শ্রাবণ (৫ আগস্ট) :
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সকল উন্নয়নমূলক কাজে প্রতিবন্ধী ও প্রবীণদের অন্তর্ভুক্ত করলেই কেবল দারিদ্র্য উচ্ছেদ সম্ভব। কেউ অসমর্থ নয়, সমাজে ভূমিকা রাখার সক্ষমতা যাতে সবাই অর্জন করতে পারে সে লক্ষ্যে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।
    আজ রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ‘ঠড়রপবং ড়ভ ঃযব গধৎমরহধষরংবফ’ (প্রান্তিক জনগোষ্ঠীর কন্ঠস্বর) শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।
    সাইটসেভার্স, গণসাক্ষরতা অভিযান, হেল্পএজ ইন্টারন্যাশনাল, এলজিমার্স ডিজিজ ইন্টারন্যাশনাল এবং একশন অন ডিজএবিলিটি ডেভেলপমেন্ট (এডিডি) ইন্টারন্যাশনাল সমন্বিতভাবে এ সেমিনারের আয়োজন করে। গণসাক্ষরতা অভিযান এর নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী সেমিনারে সভাপতিত্ব করেন।
    সেমিনার আয়োজক সংস্থাগুলো দেশের ইনস্টিটিউট অভ্ ডেভেলপমেন্ট স্টাডিজ এর সহায়তায় ২০১৫ পরবর্তী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় প্রতিবন্ধী ও প্রবীণ জনগোষ্ঠীর অন্তর্ভুক্তির প্রয়োজনীতার ওপর ‘আমরাও পারি বদলে দিতে’ শিরোনামে যে গবেষণা কার্যক্রম চালিয়েছে তা এ সেমিনারে প্রকাশিত হয়।
    তথ্যমন্ত্রী বলেন, সর্বাগ্রে প্রয়োজন প্রতিবন্ধী ও প্রবীণদের তালিকার তথ্যভান্ডার তৈরি করা। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রতিবন্ধী ও প্রবীণবান্ধব সরকার। তাদের সামাজিক স্বীকৃতি, বৈষম্যনিরোধ আইন প্রণয়ন, উপযোগী শিক্ষা ও কর্মক্ষেত্র তৈরি এবং সবস্থানে অভিগম্যতা বা প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে একযোগে কাজ করতে হবে।    
    সেমিনারে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম, সাইটসেভার্সের এক্টিং কান্ট্রি ডিরেক্টর এএফএম মাঈন, হেল্পএজ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর নির্ঝরিনী হাসান, এডিডি ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর শফিকুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।
#
আকরাম/মিজান/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৫/২২০০ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                                             নম্বর : ২১৭০

শিক্ষামন্ত্রীর প্রেসব্রিফিং
স্কুল মাদ্রাসায় স্টুডেন্টস কেবিনেট হচ্ছে
ঢাকা, ২১ শ্রাবণ (৫ আগস্ট) :
    দেশের মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে গঠন করা হচ্ছে স্টুডেন্টস কেবিনেট। প্রথম পর্যায়ে আগামী ৮ আগস্ট এক হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে এ কেবিনেট গঠন করা হবে।
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেসব্রিফিংয়ে একথা জানান।
    শিক্ষামন্ত্রী প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের উদ্দেশ্য লক্ষ্যসহ বিস্তারিত তুলে ধরে বলেন, কিশোর বয়স থেকে শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল করার লক্ষ্যে ছাত্রছাত্রীদের মধ্যে সরাসরি নির্বাচনের মাধ্যমে স্টুডেন্টস কেবিনেট গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা ও শ্রদ্ধা প্রদর্শন শিখবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষণ কার্যক্রম আরো জোরদার হবে বলে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন। স্টুডেন্টস কেবিনেট স্কুলের পরিবেশ সংরক্ষণ, পুস্তক ও শিক্ষণসামগ্রী, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও সহপাঠ কার্যক্রম, বৃক্ষরোপণ,  বাগান তৈরি, জাতীয় দিবস পালন ও আইসিটি বিষয়ক কার্যক্রমে ভূমিকা রাখবে।  
    জনাব নাহিদ বলেন, পরীক্ষামূলকভাবে দেশের প্রত্যেক উপজেলা ও মহানগরে মাধ্যমিক পর্যায়ে ৩টি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা সরাসরি নির্বাচনের মাধ্যমে স্টুডেন্টস কেবিনেট গঠন করবে।
    শিক্ষামন্ত্রী বলেন, বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণিতে অধ্যয়নরত প্রত্যেক ছাত্রছাত্রী ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে। নির্বাচনি তফসিল অনুযায়ী ভোটার তালিকাভুক্ত যেকোনো শিক্ষার্থী নির্বাচনে প্রার্থী হতে পারবে। প্রত্যেক ভোটার প্রত্যেক শ্রেণিতে ১টি এবং সর্বোচ্চ ৩ টি শ্রেণিতে ২ টি করে মোট ৮টি ভোট প্রদান করতে পারবে। ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে একজন করে এবং ৮ম, ৯ম ও ১০ম শ্রেণিতে ২ জন করে মোট ৮ জন শিক্ষার্থী প্রতিনিধি নিয়ে স্টুডেন্টস কেবিনেট গঠিত হবে। তিনি আরো বলেন, এ নির্বাচন হবে সম্পূর্ণভাবে অরাজনৈতিকভাবে। এতে কোনো পোস্টার ছাপানো যাবে না, প্রার্থীদের কোনো প্রতীক থাকবে না। তবে প্রার্থীরা হাতে লেখা একাডেমিক ও শিক্ষা উন্নয়নমুখী স্লোগানসংবলিত পোস্টার ব্যবহার করতে পারবে। শিক্ষার্থীরা নিজেরাই নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ সবধরণের নির্বাচনি দায়িত্ব পালন করবে।
    শিক্ষামন্ত্রী বলেন, স্টুডেন্টস কেবিনেটে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হবে। প্রতি ছয়মাস অন্তর সাধারণ ছাত্রছাত্রীদের উপস্থিতিতে স্টুডেন্ট কেবিনেটের সাধারণসভা অনুষ্ঠিত হবে।
    মন্ত্রী বলেন, এবছর দেশের ৪৮৭টি উপজেলা ও ৮টি মহানগরে ১০৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৪৯৫ টি মাধ্যমিক বিদ্যালয়, ৪৮৭টি দাখিল মাদ্রাসা ও ৬১টি কারিগরি প্রতিষ্ঠান রয়েছে। এবারে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ২৪ হাজার ৫৩২ জন। নির্বাচনে ৮ হাজার ৩৪৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ১৫ হাজার ৮৪৩ জন।
    তিনি বলেন, শিশুকাল থেকে শিক্ষার্থীদের মনে গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে ২০১০ সাল থেকে প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।
    শিক্ষা সচিব মোঃ নজরুল ইসলাম খানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
#
সাইফুল্লাহ/মিজান/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৫/২২১০ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ২১৬৯

ধর্ম  বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ২১ শ্রাবণ (৫ আগস্ট) :
জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি বজলুল হক হারুন বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য সাধন চন্দ্র মজুমদার, এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান), সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মোহাম্মদ আমীর হোসেন এবং দিলারা বেগম বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে বিশেষ আমন্ত্রণে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান অংশ নেন।
বৈঠকে শোকের মাস আগস্ট উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত অন্য সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
১২তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন সভায় উপস্থাপন করা হয় এবং এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে আসন্ন হজ-২০১৫ এর কার্যক্রমে গতিশীলতা আনয়নের জন্য উপসচিব (হজ) মোঃ ফয়জুর রহমান ফারুকীকে সরিয়ে তদস্থলে জরুরিভিত্তিতে নতুন একজন উপসচিব (হজ) নিয়োগ প্রদানের সুপারিশ করা হয়।
বৈঠকে  ২০১৫ সালের হজের সার্বিক ব্যবস্থাপনা  নিয়ে আলোচনা হয় এবং যে সকল হজএজেন্সির কারণে বাংলাদেশ থেকে ওমরাহ করতে যাওয়ার কার্যক্রম বন্ধ হয়েছে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে তাদের বিরুদ্ধে মন্ত্রণালয়কে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।   
বৈঠকে আসন্ন হজ ২০১৫ এর সার্বিক কার্যক্রম মনিটর করার জন্য ইতোপূর্বে গঠিত স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুনকে আহ্বায়ক এবং সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান) সমন্বয়ে গঠিত সংসদীয় কমিটির মাধ্যমে হজের সকল কার্যক্রম পর্যবেক্ষণ করার সুপারিশ করা হয়।
বৈঠকে হজের সফলতার সাথে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় তথা সরকারের সফলতা নির্ভর করে বিধায় হজ নিয়ে যাতে কেউ প্রতারণা করতে না পারে সে বিষয়ে মন্ত্রণালয়কে সার্বক্ষণিক সতর্ক থাকার পরামর্শ প্রদান করা হয় এবং হজ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে হিন্দু কল্যাণ ট্রাস্টের কার্যক্রমে গতিশীলতা আনয়নে মন্ত্রণালয় থেকে মনিটরিং কার্যক্রম জোরদার করার সুপারিশ করা হয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. চৌধুরী মোঃ বাবুল হাসানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
হুদা/মিজান/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৫/২১২০ঘণ্টা  

 

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ২১৬৮

শিগগিরই দেশে তাঁত শুমারি করা হবে
ঢাকা, ২১ শ্রাবণ (৫ আগস্ট) :
                  গত বছর বস্ত্র ও পাট মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি এবং বাংলাদেশ তাঁত বোর্ডের সার্বিক কার্যক্রম নিয়ে একটি বিশেষ সভা আজ ঢাকার কাওরানবাজারে বাংলাদেশ তাঁত বোর্ড কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বস্ত্র ও পাট মন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক এবং প্রতিমন্ত্রী মির্জা আজম উপস্থিত ছিলেন।
        বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ঢাকার বাইরে খোলামেলা জায়গায় খুব দ্রুত বেনারসি তাঁতপল্লি স্থাপনের জন্য তাঁত বোর্ডকে তাগিদ দেয়া হয়। এ ছাড়া সুতা ও রং আমদানির ক্ষেত্রে তাঁতীদের শুল্কমুক্ত সুবিধা দেয়ার নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং প্রধানমন্ত্রীর এ নির্দেশনা দ্রুত বাস্তবায়ন করতে তাঁত বোর্ডকে তাগিদ দেয়া হয়।
                  সভায় জানানো হয়, ২০০৩ সালের পর দেশে আর কোন তাঁত শুমারি হয়নি। তাই শিগগিরই দেশে তাঁত শুমারি করা হবে এবং পার্বত্য এলাকার উন্নয়নে তাঁতবিষয়ক প্রকল্প গ্রহণ করা হবে। সভায় তাঁত বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতিও পর্যালোচনা করা হয়।
                সভায় বস্ত্র ও পাট মন্ত্রী তাঁতীদের ঋণ সুবিধা প্রদানে একটি তাঁত ব্যাংক স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি নিয়মিত তাঁত এলাকা পরিদর্শন করে তাঁতীদের বাস্তব অবস্থা পর্যবেক্ষণ এবং তাদের সার্বিক সহযোগিতা করার জন্য তাঁত বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দেন। যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে তিনি সকলের প্রতি পরামর্শ দেন।
                  সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বন্ধ তাঁতগুলো চালুকরার জন্য বাস্তবভিত্তিক প্রকল্প প্রণয়নের জন্য তাঁত বোর্ডকে পরামর্শ দেন। তিনি বলেন, সরকারের চলতি মেয়াদেই আমরা তাঁতশিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। মসলিন কাপড়কে আমরা ফিরে পেতে চাই। সে লক্ষ্যকে সামনে রেখে কাজ করতে হবে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ নজরুল আনোয়ার ও মোঃ মেসবাহুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, চেয়ারম্যান মোঃ এরসাদ হোসেনসহ তাঁত বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ বায়েজিদ সরোয়ার এবং বস্ত্র পরিদপ্তরের পরিচালক
মোঃ ইসমাইল হোসেন সভায় উপস্থিত ছিলেন।
#
রেজাউল/মিজান/মোশাররফ/জসীম/জয়নুল/২০১৫/২০৪৫ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৬৭
স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
 
ঢাকা, ২১ শ্রাবণ (৫ আগস্ট) :
দশম জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এক বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ্ এর সভাপতিত্বে কমিটির সদস্য স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রতিমন্ত্রী
মোঃ মসিউর রহমান রাঙ্গা, আলহাজ এডভোকেট মোঃ রহমত আলী, সাবের হোসেন চৌধুরী, এ কে এম মোস্তাফিজুর রহমান, ফজলে হোসেন বাদশা ও রহিমা আকতার বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে ঢাকা ওয়াসার প্রতিবেদন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সম্পর্কিত ১ নং তদন্ত কমিটির প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয়।

কমিটি ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রাজস্ব আদায়ে গাফিলতি ও রিপোর্ট গরমিলের অভিযোগে অভিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করে।

কমিটি ঢাকা ওয়াসার ১৩টি অভিযোগের মধ্যে ২টির সত্যতা প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করে।

বৈঠকে একজন গ্রাহকের বিদ্যুৎ, গ্যাস ও পানির লাইনের ক্ষেত্রে একটি হোল্ডিং নাম্বার রাখার সুপারিশ করা হয়।  

বৈঠকে রাজশাহী ওয়াসার ঈড়হংঃৎঁপঃরড়হ ড়ভ ঝঁৎভধপব ডধঃবৎ ঞৎবধঃসবহঃ চষধহঃ সম্পন্ন করতে  নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শুরু এবং অর্থ সংগ্রহ করে তা দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়।

স্থানীয় সরকার বিভাগের সচিবসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

#

হালিম/মিজান/মোশাররফ/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৯৫০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                             নম্বর : ২১৬৬

৩৪৬ চিকিৎসকের সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

ঢাকা, ২১ শ্রাবণ (৫ আগস্ট) :
৩৪৬ জন চিকিৎসককে আজ সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে এদের মধ্যে ২১৪ জনকে ঢাকার বাইরে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে পদায়ন করা হয়েছে।
আজ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এর সভাপতিত্বে এক সভায় পদোন্নতিপ্রাপ্তদের পদায়নের আদেশ অনুমোদিত হয়।
পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদেরকে আগামী সাত কর্মদিবসের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় ১৩ আগস্ট পূর্বাহ্নে তাঁদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। নতুন কর্মস্থলে যোগদানের ব্যর্থতায় সংশ্লিষ্ট কর্মকর্তার পদোন্নতি কার্যকর হবে না এবং তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পদোন্নতির আদেশপত্রে উল্লেখ করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত যে সকল কর্মকর্তা লিয়েন, শিক্ষাছুটি বা প্রেষণে রয়েছেন তাঁদের ক্ষেত্রে ছুটি বা প্রেষণ শেষে কর্মস্থলে যোগদানের পর এ পদোন্নতি কার্যকর হবে।
সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব সৈয়দ মন্জুুরুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মেডিকেল শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করে ক্লাসে যোগদানের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

মেডিকেল শিক্ষাব্যবস্থায় নতুন কারিকুলামে ‘ক্যারি অন পদ্ধতি’ পুনর্বহালের দাবি সরকার সহানুভূতির সাথে বিবেচনা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। মেডিকেল শিক্ষাব্যবস্থার প্রাতিষ্ঠানিক অবকাঠামোসহ অন্যান্য সমস্যা সমাধানের উদ্যোগও নেয়া হবে উল্লেখ করে তিনি চলমান আন্দোলন বন্ধ করে মেডিকেল শিক্ষার্থীদের ক্লাসে যোগদানের আহ্বান জানান। সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলোচনা করে শীঘ্রই একটি যৌক্তিক সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
আজ সচিবালয়ে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের প্রতিনিধিদলের সাথে মতবিনিময়সভায় সভাপতিত্বকালে তিনি এ আহ্বান জানান।
এসময় স্বাস্থ্য সচিব সৈয়দ মন্জুুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোঃ নূরুল হক, বিএমডিসি’র সভাপতি অধ্যাপক ডাঃ আবু শফি আহমেদ আমিন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ডাঃ ইকবাল আর্সলান, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, ঢাকা মেডিকেল কলেজ ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের ৮ সদস্যের এক প্রতিনিধিদল সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে। অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। তাঁরা বহুজাতিক কোম্পানি কর্তৃক উৎপাদিত জীবনরক্ষাকারী ঔষধসমূহ আমদানি ও বাজারজাতকরণে বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরে তা নিরসনে পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেন। স্বাস্থ্যমন্ত্রী তাদের সমস্যা ও প্রস্তাবনাগুলো বিবেচনার আশ্বাস দেন।
#
পরীক্ষিৎ/মিজান/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৫/২০১০ঘণ্টা   

 

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৬৫

বাজার তদারকি
১৮ প্রতিষ্ঠানকে ১ লাখ ১১ হাজার টাকা জরিমানা

ঢাকা, ২১ শ্রাবণ (৫ আগস্ট) :
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় আজ ঢাকা, বরিশাল, গাজীপুর ও টাঙ্গাইলে বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১৮টি প্রতিষ্ঠানকে এক লাখ ১১ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
    ঢাকা মহানগরীর রমনা এলাকায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয়ের অপরাধে খান মঞ্জিল এন্ড কনফেকশনারিকে ১০ হাজার টাকা, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে প্রিমিয়ার সুইটসকে ২০ হাজার টাকা এবং একই অপরাধে মধু ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
           
পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরি, মূল্যতালিকা প্রদর্শন না করা প্রভৃতি অপরাধে বরিশালের উজিরপুর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা, গাজীপুরের টঙ্গী এলাকায় ৪টি প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা ও টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় ৭টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
#
মিজান/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৯১০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৬৪

আগামীকাল তথ্যভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান স্থগিত

ঢাকা, ২১ শ্রাবণ (৫ আগস্ট) :
আগামীকাল ৬ আগস্ট রাজধানীর সার্কিট হাউজ রোডে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রাঙ্গণে তথ্যভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার
এ ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা ছিল।
#
মিজান/মোশাররফ/জসীম/জয়নুল/২০১৫/১৮৪৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১৬৩

আন্তঃমন্ত্রণালয় সভায় ধর্মমন্ত্রী
সফল হজ ব্যবস্থাপনার ধারাবাহিকতা রক্ষায় সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান


ঢাকা, ২১ শ্রাবণ (৫ আগস্ট) :
    ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, হজ ব্যবস্থাপনায় ২০১৪ সালে বাংলাদেশ প্রথম হয়েছে। এছাড়া তথ্যপ্রযু্িক্তর ব্যবহার, বিভিন্ন রকম সেবা বৃদ্ধি এবং সার্বিক তদারকি ব্যবস্থা উন্নতকরণের মাধ্যমে হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছে। এক্ষেত্রে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মূল দায়িত্ব পালন করলেও সংশ্লিষ্ট অনেকগুলো মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা ও সংগঠন এর সাথে জড়িত। সকলের সম্মিলিত প্রচেষ্টায় হজ ব্যবস্থাপনায় সফলতা এসেছে। সফল হজ ব্যবস্থাপনার এ ধারাবাহিকতা রক্ষায় সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
    মন্ত্রী আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে চলতি হজ-২০১৫ সালে সুষ্ঠু ও সুন্দর হজ ব্যবস্থাপনা নিশ্চিতকরণের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।
    সভায় মন্ত্রী জানান, আগামী ১৩ আগস্ট প্রধানমন্ত্রী আশকোনা হজক্যাম্পে হজ কার্যক্রম ২০১৫ উদ্বোধন এবং হজযাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। ১৬ আগস্ট হজের প্রথম ফ্লাইট শুরু হবে। এবছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজযাত্রী হজ পালন করবেন।
    মন্ত্রী বলেন, হাজী সাহেবগণ যাতে নির্বিঘেœ ও সুষ্ঠুভাবে হজ পালন করতে পারেন সে বিষয়ে বাংলাদেশ ও সৌদি আরব প্রান্তের সকল প্রস্তুতি কাজ শেষ পর্যায়ে। অবশিষ্ট কিছু প্রস্তুতিকাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে।
    সভায় ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে ৫ আগস্ট থেকে ঢাকা শহরের ৭টি কেন্দ্রসহ সারাদেশের সকল সিভিল সার্জন অফিসে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, টিকা ও স্বাস্থ্য সনদ প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। হজযাত্রীদের নির্বিঘœ যাতায়াত নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের প্রাথমিক ফ্লাইট শিডিউল ঘোষণা করা হয়েছে। এবছর বাংলাদেশ বিমান ও সাউদিয়া এয়ারলাইন্সের মাধ্যমে সকল হজযাত্রী পরিবহণ করা হবে।
    সভায় ধর্ম, অর্থ, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, স্থানীয় সরকার, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন, গৃহায়ন ও গণপূর্ত, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্যসহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. চৌধুরী মোঃ বাবুল হাসান।
#

আনোয়ার/মিজান/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৮৪০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১৬২

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২১ শ্রাবণ (৫ আগস্ট) :
জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৯ম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি টিপু মুন্শি’র সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, ওমর ফারুক চৌধুরী, মোঃ ফরিদুল হক খান, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ফখরুল ইমাম এবং কামরুন নাহার চৌধুরী উপস্থিত ছিলেন।
    বৈঠকে অবৈধ অস্ত্র উদ্ধার, জরাজীর্ণ থানা ভবন সংস্কার ও ঢাকা শহরের যানজট নিরসনের বিষয়ে আলোচনা হয়।
কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম জোরদার করার লক্ষ্যে গাড়ি ক্রয়ের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য অর্থ মন্ত্রণালয়কে সুপারিশ করে।
বৈঠকে ট্রাফিক আইন অমান্যকারীদের উচ্চহারে জরিমানা আরোপ এবং ট্রাফিক আইন সংশোধনের সুপারিশ করা হয়।
    বৈঠকে ঢাকা শহরের যানজট নিরসনে করণীয় বিষয়ে সুপারিশের লক্ষ্যে কমিটির সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে আহ্বায়ক এবং আবুল কালাম আজাদ ও ফখরুল ইমামকে সদস্য করে ৩ সদস্যবিশিষ্ট একটি সাবকমিটি গঠন করা হয় এবং সাবকমিটিকে আগামী ৩ মাসের মধ্যে রিপোর্ট প্রদানের সুপারিশ করা হয়।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইজিপি, ডিএমপি কমিশনারসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#

মৌমিতা/মিজান/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৭৫০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৬১

স্পিকারের সাথে ঢাকা সাব এডিটরস কাউন্সিলের কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ২১ শ্রাবণ (৫ আগস্ট) :
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল আজ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে সংসদভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎ করেন।  
সাক্ষাৎকালে প্রতিনিধিদল তাদের কার্যক্রম স্পিকারকে অবহিত করেন। নিজেদের পেশাগত দক্ষতা উন্নয়নে তাদের নিজস্ব প্রশিক্ষণ ও অন্যান্য প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
স্পিকার বলেন, সংসদীয় গণতন্ত্রে সংসদই সকল কর্মকা-ের কেন্দ্রবিন্দু।  তাই গণতন্ত্রকে সমুন্নত রাখতে সংবিধান, কার্যপ্রণালী বিধি ও সংসদসম্পর্কে যথাযথভাবে অবহিত হয়ে জনগণের কাছে সংবাদ পরিবেশনের আহবান জানান। এছাড়া তিনি যেকোন ধরনের বিভ্রান্তি এড়াতে সতর্কতার সাথে বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনেরও আহবান জানান। কর্মশালা ও প্রশিক্ষণের মাধ্যমে সংবিধান ও কার্যপ্রণালী বিধিসহ বিভিন্ন সংসদীয় রীতি-রেওয়াজসম্পর্কে বিশেষ জ্ঞানলাভের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
ঢাকা সাব এডিটরস কাউন্সিল কার্যনির্বাহী কমিটির সভাপতি নাছিমা আক্তার সোমা, সহসভাপতি কেএম শহীদুল হক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

#

মঞ্জুর/অনসূয়া/শাহআলম/খাদীজা/লাভলী/২০১৫/১৫৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৬০

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে লাফার্স সিমেন্ট কোম্পানি এর লভ্যাংশ প্রদান

ঢাকা, ২১ শ্রাবণ (৫ আগস্ট) :

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে লভ্যাংশের টাকা দিয়েছে লাফার্স সিমেন্ট কোম্পানি। লাফার্স সিমেন্ট কোম্পানির পক্ষ থেকে পরিচালক (অর্থ) মাসুদ খান ১ কোটি ২৮ লাখ টাকার চেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হকের কাছে আজ সচিবালয়ের অফিসকক্ষে হস্তান্তর করেন।
মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ডিজি যুগ্মসচিব ফয়জুর রহমান, এবং কোম্পানির পক্ষে পরিচালক মিজানুর রহমান, শামারুখ ফখরুদ্দীন এবং স্টকহোল্ডার্স রিলেশন ম্যানেজার মামুনুর রশিদ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শ্রম আইন ২০০৬ অনুযায়ী কোম্পানির নিট লভ্যাংশের শতকরা ৫ শতাংশ এর শতকরা ১০ শতাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা দিতে হয়।   
#
আরিফুজ্জামান/অনসূয়া/শাহআলম/খাদীজা/আসমা/২০১৫/১২৩০ ঘণ্টা  

 

Todays handout (5).doc Todays handout (5).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon