Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ মার্চ ২০১৯

তথ্যবিবরণী - 27/3/2019

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১২৪৩
বঙ্গবন্ধুর সঠিক মূল্যায়ন আমরা করতে পারিনি
                          --- মোস্তাফা জব্বার
 
ঢাকা, ১৩ চৈত্র (২৭ মার্চ) :
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, যে নেতৃত্বের হাত ধরে বাংলাদেশ তৈরি হয়েছে তাঁর মূল্যায়ন আমরা করতে পারিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন তার আধুনিকতম সংস্করণ হচ্ছে ভাষাভিত্তিক রাষ্ট্র হিসেবে এ দেশকে গড়ে তোলা। পাকিস্তানিরা বিভিন্ন সূচকে বাংলাদেশ থেকে পিছিয়ে উল্লেখ করে তিনি বলেন, এর কারণ হচ্ছে পাকিস্তান মৌলবাদকে প্রাধান্য দিয়েছে আর বাংলাদেশ সক্ষমতার সাথে মোকাবিলা করে একটি স্বাধীন সার্বভৌম ও অসম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। 
মন্ত্রী আজ আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারের বিসিসি’র মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ উদ্যাপন উপলক্ষে ‘মহান স্বাধীনতা দিবসের চেতনা বাস্তবায়নে আইসিটির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক।
মোস্তাফা জব্বার বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা আমাদের সন্তানদের বাসযোগ্য আবাসভূমি দিয়ে যেতে পেরেছি। আমাদের জন্য প্রতিটি মুক্তিযোদ্ধার জন্য এটি একটি গৌরবের বিষয়। আধুনিক বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশের কথা উঠলে সবার আগে আমাদের মন্ত্রণালয়ের তথা আইসিটি বিভাগের কথা আসে। তবে স্বাধীনতার ৪৯ বছরের কাছে এসেও আমরা স্বাধীনতার সঠিক মূল্যবোধ ধারণ করতে পারিনি বলে তিনি উল্লেখ করেন। 
বিশেষ অতিথির বক্তব্যে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বঙ্গবন্ধু এবং বাংলাদেশকে আলাদা করা যায় না। তারা এক ও অভিন্ন। বঙ্গবন্ধুর সাহসী নেতৃত্বের কারণেই দেশের মানুষ স্বাধীনতার জন্য প্রস্তুত হয়েছিল। বঙ্গবন্ধুকে জানলে বাংলাদেশকে জানা যাবে। স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছর সময়ের মধ্যে বঙ্গবন্ধু একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে সোনার বাংলায় পরিণত করতে রূপরেখা তৈরি করে কাজ শুরু করেন। তাঁর নেতৃত্বে ১৯৭৩ সালে বাংলাদেশ আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) এর সদস্য পদ লাভ করে। 
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীরপ্রতিক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্র্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এনডিসি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক এ বি এম আরশাদ হোসেন এবং বিসিসি’র নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব।
#
 
শহিদুল/মাহমুদ/এনায়েত/রফিকুল/জয়নুল/২০১৯/২১৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১২৪২
৬৫টি জলমহালের ইজারা প্রদানের প্রস্তাব উপস্থাপন
 
ঢাকা, ১৩ চৈত্র (২৭ মার্চ) :
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আজ ঢাকায় ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৫৩ তম সভা অনুষ্ঠিত হয়। ১৪২৬-১৪৩১ বাংলা সন মেয়াদে উন্নয়ন প্রকল্পে ইজারার জন্য চুয়াডাঙ্গায় ৪টি, রাজশাহীতে ১টি, ঝিনাইদহতে ৫টি, কিশোরগঞ্জে ১১টি, সুনামগঞ্জে ৩১টি, রংপুরে ২টি, জামালপুরে ৩টি, মেহেরপু রে ৩টি, খুলনাতে ৪টি এবং বরগুনাতে ১টি সহ মোট ৬৫টি জলমহাল ইজারা প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।
পরে ভূমিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)তে অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি সভায় চলতি অর্থবছরে ৮টি অনুমোদিত চলমান এবং ১০টি অননুমোদিত প্রকল্পের ওপর বিস্তারিত আলোচনা হয়। অনুমোদিত প্রকল্পসমুহের অনুকূলে এডিপি বরাদ্দ সর্বমোট ৭৩০১৪ কোটি টাকা যার মধ্যে চলতি বছরের  ফেব্রুয়ারি পর্যন্ত অবমুক্ত হয়েছে ৩২ হাজার ৮৮৮ কোটি এবং ব্যয় হয়েছে ১৮ হাজার ৫৬৬ কোটি টাকা।
ভূমি মন্ত্রণালয়ের কর্মকা-ের অগ্রগতি আরো কার্যকর করার জন্য সশ্লিষ্ট সকলকে মন্ত্রী এ সময় প্রয়োজনীয় নির্দেশনা দেন। সভায় ভূমি সচিব মাকছুদুর রহমান পাটোয়ারীসহ ভূমি মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
 
নাহিয়ান/মাহমুদ/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৯/১৯৫০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১২৪১
বিআইডব্লিউটিএ’র অভিযান
২৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, একটি খাল অবমুক্ত 
 
ঢাকা, ১৩ চৈত্র (২৭ মার্চ) :
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদীতীর দখলমুক্ত করতে আজ সাভার থানার কাউন্দিয়া এলাকায় তুরাগ নদীর উভয় তীরে একটি তিনতলা, চারটি দোতলা, ১২টি একতলা ভবন, সাতটি আধাপাকা ভবন এবং পাঁচটি টিনের ঘরসহ মোট ২৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। এছাড়া সংস্থাটি এক একর জায়গা ও একটি খাল অবমুক্ত করেছে। 
আগামীকাল ২৮ মার্চ সকাল ৯ থেকে মিরপুর বেড়িবাঁধের সিন্নিরটেক এলাকা হতে আপস্ট্রিমে তুরাগ নদীর উভয় তীরে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।
#
 
জাহাঙ্গীর/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৯৪০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৪০
বাংলাদেশে থাইল্যান্ডের এফডিএ বাড়ানো সম্ভব
                                      -বাণিজ্যমন্ত্রী
 
ঢাকা, ১৩ চৈত্র (২৭ মার্চ) : 
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন,  থাইল্যান্ডের সাথে বাংলাদেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। থাইল্যান্ডের অনেক পণ্যের বাংলাদেশে প্রচুর চাহিদা রয়েছে। বাংলাদেশেরও অনেক পণ্য থাইল্যান্ডে যায়। সংগত কারণেই দু‘দেশের বাণিজ্য ভারসাম্য থাইল্যান্ডের পক্ষে। বাংলাদেশে থাইল্যান্ডের  বৈদেশিক বিনিয়োগ (এফডিএ) বৃদ্ধির মাধ্যমে দু‘দেশের বাণিজ্য ব্যবধান কমানো সম্ভব। বাংলাদেশের বিভিন্ন এলাকায় ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ চলছে। বাংলাদেশ সরকার দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা ঘোষণা করেছে। থাইল্যান্ডের ব্যবসায়ীরা এ সুযোগ গ্রহণ করতে পারেন। 
বাণিজ্যমন্ত্রী আজ থাইল্যান্ড সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকায় প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে চারদিন ব্যাপী “থাইল্যান্ড ট্রেড ফেয়ার : টপ থাই ব্র্যান্ড-২০১৯” এর উদ্বোধন করে প্রধান অতিথির বক্তৃতায়  এসব কথা বলেন। 
মন্ত্রী বলেন, থাইল্যান্ডের মতো বাংলাদেশেও পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। ভিসা ও যাতায়াত সহজ হলে পর্যটন শিল্প বিকাশ লাভ করবে। সুযোগ সৃষ্টি করা হলে বাংলাদেশে প্রচুর পর্যটক আসবে। উভয় দেশের বাণিজ্য ও পর্যটন সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে জটিলতাগুলো দূর করা হলে বাণিজ্য আরো বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, এবারের থাইল্যান্ড ট্রেড ফেয়ার : টপ থাই ব্র্যান্ড-২০১৯ এ থাইল্যান্ড  ও বাংলাদেশের আমদানিকারকসহ মোট ৭৬টি প্রতিষ্ঠান মেলায় পণ্য প্রদর্শন করছে। মেলায় স্বাস্থ্য সেবা, প্রসাধনী, সৌন্দর্য ও সুস্থতা পণ্য, বেডিং, স্পা, বৈদ্যুতিক সরঞ্জাম, স্টেশনারি, গৃহস্থালি পণ্য, তাজা ফল, খাদ্যদ্রব্য,  টেক্সটাইল এবং ফেব্রিক, অলংকার ও শিশুপণ্য প্রদর্শন করা হচ্ছে। প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের বল রুমে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান কাজী এম. আমিনুল ইসলাম ও ঢাকাস্থ থাই অ্যাম্বাসির চার্জ ডি অ্যাফেয়ার্স ক্রাইচক অরুনপাইরোজকুল (কৎধরপযড়শ অৎঁহঢ়ধরৎড়লশঁষ) বক্তৃতা করেন।
 
#
 
বকসী/মাহমুদ/এনায়েত/রফিকুল/শামীম/২০১৯/২০৩৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৩৯
 
আইএলও ঘোষণাপত্রে ভবিষ্যৎ কাজের ঝুঁকি ও সম্ভাবনা বিষয়ে পরিষ্কার নির্দেশনা থাকতে হবে
                                                                                        -শ্রম প্রতিমন্ত্রী
ঢাকা, ১৩ চৈত্র (২৭ মার্চ) : 
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেছেন, বিশ্বব্যাপী কাজের ধরন দ্রুত পরিবর্তন হচ্ছে, এ অবস্থায় আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর শততম বার্ষিকীর শ্রম সম্মেলনের ঘোষণাপত্রে ভবিষ্যতের কাজের ঝুঁকি এবং সম্ভাবনা বিষয়ে পরিষ্কার নির্দেশনা থাকতে হবে।
প্রতিমন্ত্রী আজ জেনেভায় আইএলও সদর দপ্তরে গভর্নিং বডির সভায় আগামী জুনে অনুষ্ঠিতব্য সংস্থাটির প্রতিষ্ঠার শততম বার্ষিকীতে ১০৮ তম শ্রম সম্মেলনের ঘোষণাপত্রের খসড়া উপস্থাপনকালে এসব কথা বলেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, ঘোষণাপত্রে অবশ্যই ভবিষ্যতের কাজের জন্য কী কী দক্ষতার প্রয়োজন হবে এবং কোন পদ্ধতিতে এ দক্ষতা অর্জন করা যাবে তা উল্লেখ থাকতে হবে। এ দক্ষতা অর্জনের ক্ষেত্রে অদক্ষ শ্রমিক, মহিলা, যুবক এবং অভিবাসী শ্রমিকদের প্রাধান্য দিতে হবে। দক্ষতা অর্জনে এ সকল শ্রমিকদের অত্যাধুনিক এবং ভবিষ্যৎ প্রযুক্তির বিষয়ে তাদের মাথায় রাখতে হবে। অভিবাসী শ্রমিকদের নির্দিষ্ট কাজ দিয়ে নিতে হবে। নারী ও পুরুষ অভিবাসী কিভাবে নিরাপদ এবং নিয়মিত অভিবাসী হতে পারবেন তা এবারের সম্মেলনের ঘোষণাপত্রে নিশ্চিত করতে হবে।
মন্নুজান সুফিয়ান বলেন, ঘোষণাপত্রে জলবায়ু পরিবর্তনজনিত কারণে কর্মসংস্থান এবং শ্রম বাজারে কী ধরণের প্রভাব পড়বে সে বিষয়গুলোর উল্লেখ থাকতে হবে। প্রতিমন্ত্রী তাঁর বক্তৃতায় উন্নয়নশীল দেশগুলোতে সামাজিক সুরক্ষার ঘাটতি দূর করতে প্রযুক্তিগত সহযোগিতার গুরুত্ব রয়েছে উল্লেখ করে আইএলও -এর ঘোষণাপত্রের আলোচনায় বিষয়টি অন্তভুর্ক্তির আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রত্যেক বছরে ২০ লাখ লোক শ্রম বাজারে প্রবেশ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার সুন্দর কর্ম পরিবেশ সৃষ্টির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ডিজিটাল বাংলাদেশে অপ্রাতিষ্ঠানিক শ্রমিকের সংখ্যা কমবে, কর্মস্থল আরো নিরাপদ হবে, শ্রমিকরা ভালো মজুরি পাবে এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত হবে। তিনি বলেন, দেশে যে একশটি বিশেষ অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা হচ্ছে এখানে ২০৩০ সালের মধ্যে আরো ১০ কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে।
গভর্নিং বডির সভায় প্রতিমন্ত্রী ৮ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। সভায় শ্রম মন্ত্রণালয়ের সচিব উম্মুল হাছনা, অতিরিক্ত সচিব সৈয়দ আহম্মদসহ মন্ত্রণালয় এবং জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করছেন।
 #
আকতারুল/ফারহানা/সঞ্জীব/শামীম/২০১৯/১৯৪৬ ঘণ্টা 
 
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৩৮
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না 
                                       -বাণিজ্যমন্ত্রী 
ঢাকা, ১৩ চৈত্র (২৭ মার্চ) : 
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ ও মূল্য স্বাভাবিক রয়েছে। আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার তাই কোন সংগত কারন নেই। পণ্য পরিবহনে যাতে কোন ধরনের চাঁদাবাজি না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে কোন ছাড় দেয়া হবে না। জেলা প্রশাসন এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। মন্ত্রী নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন। 
 
বাণিজ্যমন্ত্রী আজ আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্থানীয় উৎপাদন, আমদানি, মজুত অবস্থা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন। 
 
টিপু মুনশি বলেন, পণ্যের উৎপাদনকারী ও আমদানিকারকগণ পণ্য বিক্রয়ের সময় রশিদ সরবরাহ করবে, পাইকারী ও খুচরা বিক্রেতাগণ সে মোতাবেক যৌক্তিক মূল্যে পণ্য বিক্রয় করবে। কৃত্রিম উপায়ে পণ্যের সংকট সৃষ্টি করার চেষ্টা করা হলে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 
অনুষ্ঠানে বাণিজ্য সচিব মোঃ মফিজুল ইসলাম, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান জ্যোতির্ময় দত্ত, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মোঃ মফিউল ইসলাম মহিউদ্দিন, টিসিবি এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মোঃ শফিকুল ইসলাম লস্কর, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, এনবিআর, কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জাতীয় গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসনের প্রতিনিধিগণ এবং বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। 
 
#
 
বকসী/মাহমুদ/সঞ্জীব/শামীম/২০১৯/১৯০৯ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ১২৩৭
 
পাকিস্তানে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্্যাপন 
 
ইসলামাবাদ (পাকিস্তান), ২৭ মার্চ :
যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসাহের মধ্য দিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্্যাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ইসলামাবাস্থ বাংলাদেশ হাইকমিশন গতকাল সন্ধ্যায় স্থানীয় পাঁচ তারকা হোটেল সেরিনায় এক সংবর্ধনার আয়োজন করে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার  তারিক আহসান ও তাঁর পতœী  দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে আগত অতিথিদের অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সচিব (এশিয়া ও প্যাসিফিক) ইমতিয়াজ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য সংখ্যক আইনপ্রণেতা, বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি, ছাত্র এবং প্রশিক্ষণরত সামরিক কর্মকর্তাবৃন্দ সপরিবারে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । 
অনুষ্ঠানের শুরুতেই  বাংলাদেশ ও পাকিস্তানের জাতীয় সংগীত পরপর বাজানো হয়। এরপর, বাংলাদেশের হ্ইাকমিশনার ও প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। হাইকমিশনার তাঁর বক্তব্যে দেশের স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি মন্তব্য করেন, দেশের প্রতিষ্ঠালগ্নের মূলনীতি অনুসরণের মাধ্যমে বাংলাদেশ সামাজিক উন্নয়ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। বাংলাদেশ এখন বিশ্বে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি দেশে পরিণত হয়েছে। আজ বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে শান্তি, উদারনৈতিক ও আন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির একটি কণ্ঠস্বর হিসেবে আবির্ভূত হয়েছে। বিশ্ব শান্তি, নিরাপদ অভিবাসন, জলবায়ু পরিবর্তন, জঙ্গি ও সন্ত্রাস বিরোধীতা, প্রতিবন্ধীদের  অধিকার সংরক্ষণ, ক্ষুদ্র-নৃতাত্ত্বি জাতিগোষ্ঠীর ভাষার অধিকার রক্ষাসহ বিভিন্ন বিষয়ে সোচ্চার ও নেতৃত্বপ্রদানকারী একটি দেশ হিসেবে আন্তর্জাতিক পরিম-লে বিবেচিত হচ্ছে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের সরকার ও ভাতৃপ্রতীম জনগণকে অভিনন্দন জানান এবং জনগণের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি নিপীড়িত-বাস্তুচ্যূত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দানের জন্য বাংলাদেশের  প্রশংসা করেন।
এরপর দিবসটি উপলক্ষে বাংলাদেশের হাইকমিশনার প্রধান অতিথি, কূটনৈতিক কোরের ডিন, সার্কভুক্ত দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ এবং বিশিষ্ট অতিথিদের সাথে নিয়ে বর্ষপূর্তি-কেক কাটেন। অনুষ্ঠান  চলাকালে একটি বর্ণাঢ্য নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। দেশাত্মবোধক ও লোকসংগীতের উপর ভিত্তি করে বাংলাদেশি শাড়ী পরিহিত নারীদের পরিবেশিত নৃত্য অতিথিদের বিমোহিত করে।
আমন্ত্রিত অতিথিদের বাংলাদেশি খাবারসহ নানা রকম সুস¦াদু খাবার দিয়ে আপ্যায়িত করা হয়।
এর আগে সকালে চান্্সারি প্রাঙ্গণে মিশনের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার তারিক আহসান। এসময় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়। পরে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়।
পরিশেষে, জাতির পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশের স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে  বিশেষ মোনাজাত করা হয়।  
#
 
ইকবাল/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৯১০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১২৩৬
খেলাধুলা মানুষকে বদভ্যাস হতে মুক্ত করে
                  -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
ঢাকা, ১৩ চৈত্র (২৭ মার্চ) : 
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন বলেছেন, খেলাধুলার মাধ্যমে শরীরচর্চার প্রতি আগ্রহ গড়ে ওঠে যা মানুষকে সকল প্রকার বদভ্যাস হতে মুক্ত করে মেধাদীপ্ত ও উদ্যমী করে তোলে।
আজ সকালে ঢাকা বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পর্যায়ের এ ধরনের ফুটবল আয়োজন শিশুদের মধ্যে প্রতিযোগী মনোভাব গড়ে তোলার পাশাপাশি সাহস ও আত্মবিশ^াস বাড়াবে। তিনি জানান, এই দুই টুর্নামেন্টে সব মিলিয়ে প্রায় ২২ লক্ষাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে যা যে কোন কলেবরে পৃথিবীর সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্ট হওয়ার দাবি রাখে। 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো: আকরাম-আল-হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির ছাড়াও মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
বঙ্গবন্ধু গোল্ডকাপের আজকের উদ্বোধনী খেলায় সকাল ১০ টায় ‘ক’ গ্রুপের ম্যাচে রংপুর বিভাগের নীলফামারী জেলার দক্ষিণ কানিয়ালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে ঢাকা বিভাগের ফরিদপুর জেলার চুমুরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অন্যদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপের আজকের খেলায় দুপুর ৩ টায় ‘ক’ গ্রুপের ম্যাচে রাজশাহী বিভাগের সোনাদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮-০ গোলে ঢাকা বিভাগের ফরিদপুর জেলার হাটগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অনুধাবন করেই প্রাথমিক পর্যায়ের সকল শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে সরকার ২০১০ সাল থেকে জাতীয়ভাবে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং ২০১১ সাল থেকে জাতির পিতার সহধর্মিণীর স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে আসছে। 
বঙ্গবন্ধু গোল্ডকাপের এটি ৯ম আসর এবং বঙ্গমাতা গোল্ডকাপের ৮ম আসর। জাতীয় পর্যায়ের খেলা আজ ২৭ মার্চ বুধবার হতে শুরু হয়ে ২ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত চলবে। এবারের টুর্নামেন্টে বঙ্গবন্ধু গোল্ডকাপে ৬৫ হাজার ৭৯৫টি বিদ্যালয়ের ১১ লাখ ১৮ হাজার ৫১৫ জন শিক্ষার্থী এবং বঙ্গমাতা গোল্ডকাপে ৬৫ হাজার ৭০০টি বিদ্যালয়ের ১১ লাখ ১৬ হাজার ৯০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। ৪ এপ্রিল বৃহস্পতিবার দু’টি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ঐদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের মাঝে ট্রফি বিতরণ করবেন।
#
শাহনেওয়াজ/মাহমুদ/রফিকুল/শামীম/২০১৯/১৮৪৪ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৩৫
বাংলাদেশ-ভারতের মধ্যে ক্রুজ শিপ চালু হচ্ছে 
 
ঢাকা, ১৩ চৈত্র (২৭ মার্চ) :
প্রায় ৭০ বছর পর বাংলাদেশ এবং ভারতের মধ্যে পুনরায় ক্রুজ শিপ চালু হতে যাচ্ছে। কোস্টাল ও প্রটোকল রুটে প্যাসেঞ্জার ও ক্রুজ সার্ভিস পরিচালনার জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত সমঝোতা স্মারকের আলোকে আগামী ২৯ মার্চ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ক্রুজ শিপ ‘এমভি মধুমতি’ ঢাকা হতে কলকাতার উদ্দেশে যাত্রা করবে। একই দিনে ভারতের ক্রুজ শিপ ‘মেসার্স আর ভি. বেঙ্গল গঙ্গা’ কলকাতা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। 
ক্রুজ শিপ যাত্রার ঐতিহাসিক মুহুর্তকে স্মরণীয় করে রাখতে ২৯ মার্চ বিকাল ৫ টায় ঢাকার সন্নিকটে নারায়ণগঞ্জের পাগলাস্থ ভিআইপি ঘাটে (মেরিএন্ডারসন) উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। 
জাহাজটি ২৯ মার্চ রওনা দিয়ে বরিশাল-মোংলা-সুন্দরবন-খুলনার আন্টিহারা-ভারতের হলদিয়া রুট হয়ে ৩১ মার্চ আনুমানিক দুপুর ১২ টায় কলকাতায় পৌঁছাবে। 
উল্লেখ্য, ২০১৫ সালের ১৬ নভেম্বর বাংলাদেশ এবং ভারতের মধ্যে কোস্টাল এবং প্রটোকল রুটে প্যাসেঞ্জার ও ক্রুজ সার্ভিস চালুর জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ২০১৮ সালের ২৫ অক্টোবর এ বিষয়ে স্ট্যান্ডার্ড অপারেটর প্রসিডিউর (এসওপি) স্বাক্ষরিত হয়।
#
 
জাহাঙ্গীর/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৮২০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৩৪  
 
পরিবেশ মন্ত্রীর সাথে উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের সাক্ষাৎ
 
ঢাকা, ১৩ চৈত্র (২৭ মার্চ) : 
বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিগণ আজ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিনের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাক্ষাতের সময় তাঁরা মন্ত্রীকে অভিনন্দন জানান এবং বর্তমানে চলমান উন্নয়ন প্রকল্পসমূহ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। পরিবেশ বিষয়ে বর্তমান সরকারের নানামুখী উদ্যোগ ও কার্যক্রমের প্রশংসা করে প্রতিনিধিদল বলেন, এ মন্ত্রণালয়ের কার্যক্রমের মাধ্যমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘চ্যাম্পিয়ন অভ্ দ্য আর্থ’ পুরস্কারে ভূষিত হয়েছেন। এ সময় তাঁরা প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান।
মন্ত্রী এ সময় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে উন্নয়ন সহযোগী সংস্থাসমূহের সহযোগিতার জন্য তাদের ধন্যবাদ জানান। রোহিঙ্গাদের উপস্থিতির কারণে বাংলাদেশের পরিবেশের যে ক্ষতি হচ্ছে তার জন্য জাতিসংঘ ও তার সহযোগী সংস্থাসমূহের সহায়তার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলায় আর্থিক সহায়তা জোরদার করার জন্য তিনি উন্নয়ন সহযোগীদের আহ্বান জানান। 
এ সময় পরিবেশ মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী ও অতিরিক্ত সচিব ড. মনজুরুল হান্নান খাঁন উপস্থিত ছিলেন। উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন এফএও-এর কান্ট্রি রিপ্রেজেন্টটিভ রবার্ট সিম্পসন (জড়নবৎঃ ঝরসঢ়ংড়হ), ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি খুরশীদ আলম, বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. বর্ধন জং রানা (উৎ. ইধৎফধহ ঔঁহম জধহধ), আইএলও-এর অফিসার ইনচার্জ ¯েœহাল সোনেজি (ঝহবযধষ ঝড়হবলর), ইউনেস্কোর প্রতিনিধি বিটরিস কলদুন (ইবধঃৎরপব কধষফঁহ), ইউএনআইও-এর প্রতিনিধি জাকি উজ্জামান, আইওএম-এর উপ-প্রধান শ্যারন ডিম্যান্সি (ঝযধৎড়হ উরসধহপযব), ইউএওপিএস-এর কান্ট্রি ম্যানেজার স্টিফেন কোলার (ঝঃবভধহ কড়যষবৎ), ইউএন কোঅরডিনেশন এনালিস্ট রুমানা খাঁন এবং সৌরভ সরকার।
#
মোস্তফা/মাহমুদ/ফারহানা/রফিকুল/শামীম/২০১৯/১৮২২ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১২৩৩  
 
বাংলাদেশ সরকার এবং জনগণ ভারতের অকৃত্রিম বন্ধু 
                                                    -প্রণব মুখার্জী
 
ঢাকা, ১৩ চৈত্র (২৭ মার্চ) : 
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে লেখা এক পত্রে বাংলাদেশ সরকার এবং জনগণকে ভারতের অকৃত্রিম বন্ধু, সহযোগী এবং হিতাকাক্সক্ষী বলে উল্লেখ করেছেন। পত্রটি আজ পররাষ্ট্রমন্ত্রীর হাতে পৌঁছেছে। 
 
প্রণব মুখার্জী পত্রে বলেন, মুক্তিযুদ্ধের সময় থেকে বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন এবং সেই সম্পর্ককে উত্তরোত্তর গভীরতার মধ্যে নিয়ে যাওয়াই ছিল তাঁর প্রয়াস। 
 
ভারতের সাবেক এই রাষ্ট্রপতি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় ড. মোমেনের প্রশংসা করে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী মনোনয়ন নিঃসন্দেহে যোগ্যতা, নিষ্ঠা এবং কর্মদক্ষতার পরিচায়ক। পররাষ্ট্রমন্ত্রীর ভাই সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল বলেও প্রণব মুখার্জী উল্লেখ করেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ও বাংলাদেশের সাধারণ মানুষকে তাঁর আন্তরিক শুভেচ্ছা জানান।
 
#
তৌহিদুল/মাহমুদ/রফিকুল/শামীম/২০১৯/১৮১৯ ঘণ্টা 
 
 
 
 
 
তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ১২৩২
আইনমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
 
ঢাকা, ১৩ চৈত্র (২৭ মার্চ) :
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, তারেক রহমান একজন সাজাপ্রাপ্ত আসামি। তার স্থান হওয়া দরকার কারাগারে। অথচ তিনি বিদেশে (ব্রিটেন) অবস্থান করছেন। তাই তাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার।
আইনমন্ত্রীর সাথে আজ রাজধানীর গুলশানে তাঁর বাসভবনে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার জড়নবৎঃ ঈযধঃঃবৎঃড়হ উরপশংড়হ (রবার্ট চ্যাটারটন ডিকসন) সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে আইনমন্ত্রী এসব কথা বলেন ।
মন্ত্রী বলেন, ‘দেশের আদালতের বিচারে তারেক রহমান দ-িত আসামি। দুটি কারণে আমরা তাকে ফেরত চাওয়ার কথা বলেছি। এক তারেক রহমানকে রাজনৈতিক আশ্রয় দিলে অন্য আসামিদের ক্ষেত্রেও তা দৃষ্টান্ত হিসেবে ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাবে এবং দুই দেশের আদালত তাকে শাস্তি দিয়েছে, তাই তার জায়গা হবে কারাগারে।’
আনিসুল হক বলেন, ইস্যুটি নিয়ে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আলোচনা করা হয়েছে, তিনি এখন এ বিষয়টি নিয়ে তাদের সরকারের সঙ্গে আলোচনা করবেন। আলোচনার ফলে একটি ইতিবাচক ফলাফল পাওয়ার আশা প্রকাশ করেন মন্ত্রী।
২৫ মার্চ গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, গণহত্যা দিবসকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সরকার সে অনুসারে একটি পরিকল্পনা তৈরি করছে। 
#
 
রেজাউল/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৮১৫ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১২৩১
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি সফল রাষ্ট্র 
                                                   --- তথ্যমন্ত্রী
ঢাকা, ১৩ চৈত্র (২৭ মার্চ) :
তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম সফল রাষ্ট্র।’ বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের ‘বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র’ মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। 
আজ রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস জেলা প্রতিনিধিদের দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, ‘মহান স্বাধীনতা দিবসে জনাব ফখরুল ইসলাম আলমগীরের এই কথা তার বেলায় সত্য। বিএনপি’র মহাসচিব হিসেবে তার যে দায়িত্ব পালন করার কথা ছিল, তিনি তা করতে ব্যর্থ হয়েছেন এবং বিএ
Todays handout (8).docx Todays handout (8).docx