Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ August ২০১৫

তথ্যবিবরণী 13/8/2015

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২২৬৫

সাঘাটায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের উদ্বোধন করলেন  ডেপুটি স্পিকার

সাঘাটা (গাইবান্ধা), ২৯ শ্রাবণ (১৩ আগস্ট):

    গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় প্রথমবারের মতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন করা হয়েছে। আজ ‘অনিরুদ্ধ’ নামের এই ভাস্কর্যের উদ্বোধন করেন ডেপুটি স্পিকার 
মোঃ ফজলে রাব্বী মিয়া। 

    স্থানীয় সংসদ সদস্য ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়ার নিজস্ব অর্থায়নে উপজেলা পরিষদ চত্বরে এই ভাস্কার্যটি স্থাপন করা হয়েছে। ৩ ফুট লম্বা এই ভাস্কর্যটির মূল নকশা করেছেন রাজধানীর ভারভী কমিউনিকেশনের ভাস্কর সঞ্জয় পাল। ভাস্কর্যটি তৈরিতে উন্নতমানের ফাইবার ব্যবহার করা হয়েছে। 

    ভাস্কর্যের উদ্বোধন উপলক্ষে জনসমাবেশে ডেপুটি স্পিকার শোককে শক্তিতে পরিণত করার আহ্বান জানিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের  জন্ম না হলে বাংলাদেশ হতো না। বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলাই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। কিন্তু দেশি বিদেশি চক্রান্তে ১৫ আগস্ট তাঁকে সপরিবারে হত্যা করে তাঁর স্বপ্ন সফল হতে দেয়া হয়নি। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে  সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    জেলা প্রশাসক আব্দুস সামাদ, উপজেলা চেয়ারম্যান এ এইচ এম গোলাম শহীদ রন্জু এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    ডেপুটি স্পিকার সাঘাটা দারুস সালাম মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং হলদিয়া ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের নতুন ভবনেরও উদ্বোধন করেন।

#

স¦পন/মিজান/মোশারফ/সেলিম/২০১৫/২১৫০ ঘণ্টা     
 
তথ্যবিবরণী                                                                                 নম্বর : ২২৬৪

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রকল্প পরিচালক নিয়োগ দেয়া হবে
                                     -- পরিকল্পনা মন্ত্রী

ঢাকা, ২৯ শ্রাবণ (১৩ আগস্ট):

    পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এখন থেকে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রকল্প পরিচালক নিয়োগ দেয়া হবে। তিনি আজ ঢাকায় পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় উন্নয়ন ও উন্নয়ন একাডেমি (এনএডিপি) এর ৩৩তম বোর্ড অভ্ গভর্নরসের সভায় চেয়ারম্যানের  বক্তব্যে একথা বলেন।

    পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রকল্প পরিচালক নিয়োগে এখন থেকে ইন্টারভিউয়ের ব্যবস্থা করা  হবে। সংশ্লিষ্ট প্রকল্পের সাথে কোনো কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণ আছে কিনা তা খতিয়ে দেখা হবে। বিষয়টি নিয়ে গতকাল (মঙ্গলবার) জ্বালানি ও খনিজসম্পদ সচিবের সাথে আমার বিস্তারিত আলোচনা হয়েছে’।

    তিনি বলেন, আইএমইডিসহ পরিকল্পনা কমিশনের প্রত্যেকে প্রকল্প তৈরি, মূল্যায়ন ও পরিবীক্ষণ বিষয়ে ধারাবাহিক প্রশিক্ষণ দিতে হবে। এসব কর্মকর্তাদের সক্ষমতা না বাড়ালে প্রকল্প তৈরি, মূল্যায়ন ও পরিবীক্ষণ  ভালোভাবে হবে না। ফলে প্রকল্প বাস্তবায়ন ক্ষতিগ্রস্ত হবে।
    
    উন্নয়ন পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএডিপি) কে নির্দেশ দিয়ে পরিকল্পনামন্ত্রী এসময় বলেন, এনএডিপি একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের উচিত প্রকল্প বাস্তবায়ন যাতে শতভাগ সম্পন্ন হয় সে উপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করা। এজন্য প্রকল্প পরিচালক থেকে শুরু করে সংশ্লিষ্ট সবার সক্ষমতা বৃদ্ধিতে  আরো প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে।

    এনএডিপির মহাপরিচালক কে এম মোজাম্মেল হকের সঞ্চালনায় সভায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব  মোহাম্মদ  মেজবাহ উদ্দিন, অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ ও শিক্ষা সচিব মোঃ নজরুল ইসলাম খান বক্তব্য রাখেন। আইএমইডির সচিব, পরিকল্পনা কমিশনের বিভিন্ন সদস্যবৃন্দ, আইসিএবিএর সভাপতি এবং বিআইডিএস’র মহাপরিচালক উপস্থিত ছিলেন।

#

তাপস/মিজান/মোশাররফ/মোশারফ/সেলিম/২০১৫/২১৩০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২২৬৩

স্পিকার  দেশে ফিরেছেন

ঢাকা, ২৯ শ্রাবণ (১৩ আগস্ট):

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী  কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের ৪৬তম আফ্রিকান আঞ্চলিক কনফারেন্সে অংশগ্রহণ শেষে আজ ঢাকায় ফিরেছেন।

জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্পিকারকে স্বাগত জানান। 

#

হুদা/মিজান/রফিকুল/সেলিম/২০১৫/২১৫০ ঘণ্টা         

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২২৬২

বাজার তদারকি
৩৬ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪১ হাজার টাকা জরিমানা

ঢাকা, ২৯ শ্রাবণ (১৩ আগস্ট) :
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় চট্টগ্রাম, কুমিল্লা, কুষ্টিয়া, নওগাঁ, ঠাকুরগাঁও ও হবিগঞ্জে আজ বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৩৬টি প্রতিষ্ঠানকে এক লাখ ৪১ হাজার টাকা জরিমানা করা হয়।
    পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরি, মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে চট্টগ্রামের কোতয়ালী ও কুলশী এলাকায় ৬টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা, কুমিল্লা সদরে ৮টি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা, কুষ্টিয়া সদরে ৬টি প্রতিষ্ঠানকে ৭ হাজার ৫শ’ টাকা, নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা এবং হবিগঞ্জের সদর ও মাধবপুর উপজেলায় ৮টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার ৮শ’ টাকা  জরিমানা করা হয়।   
#
মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/২১১৫ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২২৬০

১৫ আগস্টে জাতীয় শোকদিবসের অনুষ্ঠান 
বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে

ঢাকা, ২৯ শ্রাবণ (১৩ আগস্ট) :

    আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে সকাল ৬টা ৩০ মিনিটে ঢাকার ধানমন্ডি ৩২ নম¦র রোডের বঙ্গবন্ধু স¥ৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ, সশস্ত্রবাহিনী কর্তৃক অনার গার্ড প্রদান, সকাল ১০টায় গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের ধারাবিবরণী বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্র বিটিসিএল লাইনের মাধ্যমে ঢাকা-ক অর্থাৎ ৬৯৩ কিলোহার্জ, এফ এম ১০৬ মেগাহার্জ এবং ক্ষুদ্র তরঙ্গ ৪৭৫০ কিলোহার্জে সরাসরি সম্প্রচার করবে।

    বাংলাদেশ বেতারের অন্যান্য আঞ্চলিক কেন্দ্র্রসমূহের মধ্যম তরঙ্গ ও কেন্দ্রগুলোর সংশ্লিষ্ট  এফ এম ব্যান্ড থেকে ঢাকা থেকে বিটিসিএল লাইনের মাধ্যমে ধারাবিবরণী একযোগে রিলে করা হবে।

#
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২২৬১

জাতীয় বিশ্ববিদ্যালয়
মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) ভর্তির ২য় রিলিজসিøপের আবেদন শুরু ১৮ আগস্ট

ঢাকা, ২৯ শ্রাবণ (১৩ আগস্ট) :

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) ভর্তি কার্যক্রমে যে সকল শিক্ষার্থী মেধা বা ১ম রিলিজসিøপ তালিকায় স্থান পায়নি, মেধা বা ১ম রিলিজ তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি অথবা ভর্তি বাতিল করেছে সে সকল শিক্ষার্থী আগামী ১৮ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত ২য় রিলিজসিøপের জন্য আবেদন করতে পারবে। 

    এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং এবং িি.িধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ থেকে জানা যাবে।

#

মিজান/মোশাররফ/মোশারফ/জয়নুল/২০১৫/২১২৫ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২২৫৯

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ২৯ শ্রাবণ (১৩ আগস্ট):

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্রিয়ার আলমের সাথে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বার্নিকাট জিএসপি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে  বিস্তারিত অবহিত করেন। তিনি বলেন, জিএসপি পুনর্বিবেচনা তালিকায় বাংলাদেশের অন্তর্ভুক্ত না হওয়া কোনো রাজনৈতিক বিষয় নয়। বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র প্রদত্ত জিএসপি সুবিধা বর্তমানে স্থগিত রয়েছে। তবে পরবর্তীতে বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনার মাধ্যমে এ বিষয়ে নতুন সিদ্ধান্ত গৃহীত হবে বলে তিনি জানান। বাংলাদেশের পোশাকশিল্পের বিভিন্ন কারখানা পরিদর্শনের অভিজ্ঞতা হতে মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে  অবহিত করেন যে, এসব কারখানাসমূহে নিরাপত্তাসহ অন্যান্য অবস্থার যথেষ্ট উন্নতি সাধিত হয়েছে যা তিনি তাঁর কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করবেন।

সাক্ষাৎকালে শাহ্রিয়ার আলম যুক্তরাষ্ট্রে অবস্থানরত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কর্তৃক দ-প্রাপ্ত আসামী আশরাফুজ্জামান খানকে বাংলাদেশে ফেরত পাঠানোর  বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের মাধ্যমে  সেদেশের সরকারের প্রতি অনুরোধ জানান। এ ব্যাপারে রাষ্ট্রদূত তাঁর পক্ষ হতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

    মিয়ানমারের অনিবন্ধিত নাগরিকদের বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের উদ্যোগকে রাষ্ট্রদূত বার্নিকাট সাধুবাদ জানান। 

#

খালেদা/মিজান/মোশাররফ/রফিকুল/সেলিম/২০১৫/২০৩০ ঘণ্টা     
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২২৫৮

দারিদ্র্যের হার কমানোর লক্ষ্য অর্জনে সকলকে 
এগিয়ে আসার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

ঢাকা, ২৯ শ্রাবণ (১৩ আগস্ট):

    স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকার দেশের দারিদ্র্যের হার শতকরা ৪৫ থেকে ১৫ ভাগে নামিয়ে আনতে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। এ লক্ষ্য অর্জনে উন্নয়ন সহযোগী ও বেসরকারি উন্নয়ন সংস্থাসহ সংশ্লিষ্ট সকলকে তিনি এগিয়ে আসার আহ্বান জানান। 

    মন্ত্রী আজ রাজধানীর রেডিসন হোটেলে ইউএসএআইডি’র উদ্যোগে ‘ইউএসএআইডি ফুড ফর পিস গ্রোগ্রাম ইন বাংলাদেশ ২০১০-১৫ এর সাফল্য ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    ইউএসএআইডি’র বাংলাদেশে মিশন ডাইরেক্টর জেনিনা জেরোজেলস্কি (ঔধহরহধ ঔধৎুঁবষংশর) এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট (গধৎপরধ ঝঃবঢ়যবহং ইষড়ড়স ইবৎহরপধঃ), এলজিআরডি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবদুল মালেক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শাহ কামাল উপস্থিত ছিলেন। 

    এলজিআরডি মন্ত্রী বলেন, খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও বাংলাদেশ এখন পর্যন্ত নিরাপদ ও পুষ্টিকর খাদ্য চাহিদার স্থিতিশীল অবস্থা নিশ্চিত করতে পারেনি। বাংলাদেশে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কিছুটা হলেও কমেছে তবে সার্বিক পরিস্থিতির উন্নয়নে সরকার খাদ্য নিরাপত্তা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির ওপর অগ্রাধিকার দিয়েছে। এ ব্যাপারে উন্নয়ন সহযোগী ও বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের ভূমিকা প্রশংসনীয় বলে তিনি উল্লেখ করেন। 

    মন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি ইউএসএআইডি’র গৃহীত কর্মসূচিসমূহ দেশের খাদ্য নিরাপত্তা অর্জন বিশেষ করে দরিদ্র ও অতি দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের খাদ্য নিরাপত্তা উন্নয়নের যে ধারা সূচিত হয়েছে তা ধরে রাখতে বর্তমান সরকার উন্নয়ন সহযোগী ও নাগরিক সমাজের সাথে যৌথভাবে কাজ করে যাবে বলে তিনি উল্লেখ করেন। 

    অনুষ্ঠানে খাদ্য নিরাপত্তা ও পুষ্টিমান উন্নয়নের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়।  
#

শহিদুল/মিজান/মোশাররফ/রফিকুল/সেলিম/২০১৫/২০২০ ঘণ্টা     
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২২৫৭

শোক দিবসের আলোচনা সভায় প্রযুক্তি মন্ত্রী
বঙ্গবন্ধুর আদর্শকে কাজের মাধ্যমে স্মরণ করার আহ্বান

ঢাকা, ২৯ শ্রাবণ (১৩ আগস্ট) :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে কথায় নয়, কাজের মাধ্যমে স্মরণ করতে সকলের প্রতি আহ্বান জানিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্র্রষ্টা ও স্থপতি। তাঁর কারণেই আজ আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, পেয়েছি স্বাধীনতা। তিনি বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময়ই বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের কথা চিন্তা করতেন। এরই ফলে আজ আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের দ্বারপ্রান্তে। বর্তমান সরকার  বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছে। 
মন্ত্রী আজ ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ  পরমাণু  শক্তি  কমিশন মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে বাংলাদেশ  পরমাণু  শক্তি  কমিশন (বাপশক) আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
কমিশনের চেয়ারম্যান প্রকৌঃ মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান অধ্যাপক ড. নঈম চৌধুরী, বাপশকের  সদস্য (পরিকল্পনা) প্রকৌশলী মোঃ আলী জুলকারনাইন এবং পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান (এইআরই) এর মহাপরিচালক ড. মোবারক আহমেদ খান। 
#

কামরুল/মিজান/মোশারফ/জয়নুল/২০১৫/২০৫৫ঘণ্টা

    তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২২৫৬

বাঙালি জাতির অন্তর থেকে জাতির পিতা  শেখ মুজিবকে মুছে ফেলা যায়নি
                                                       -- স্থানীয় সরকার মন্ত্রী

ঢাকা, ২৯ শ্রাবণ (১৩ আগস্ট):

    স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্যদিয়ে জাতির স্বপ্নকে মুছে ফেলতে চেয়েছিল ঘাতকচক্র। ’৭৫এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করলেও বাঙালি জাতির অন্তর থেকে জাতির পিতাকে মুছে ফেলা যায়নি। 

    মন্ত্রী আজ ঢাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে অধিদপ্তর আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
 
    জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এলজিআরডি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবদুল মালেক উপস্থিত ছিলেন। 

    মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ছিলেন মহান মুক্তিযুদ্ধের স্থপতি, স্বাধীনতার অবিসংবাদিত নেতা ও মহান  স্বাধীনতার ঘোষক। তাঁর মহান আদর্শের চেতনা জাতিকে অনন্তকাল পথ দেখাবে। বাঙালির রাজনীতি, সংস্কৃতি, অসাম্প্রদায়িক চেতনার অবিসংবাদিত প্রাণপুরুষ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। তিনি বলেন, জাতির পিতার আজীবন লালিত স্বপ্ন ছিল সুখী সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। 

#

শহিদুল/মিজান/মোশারফ/সেলিম/২০১৫/১৯২০ ঘণ্টা     
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২২৫৫

জাতীয় শোক দিবসের আলোচনাসভায় শিল্পমন্ত্রী
স্বাধীনতাবিরোধী অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ঢাকা, ২৯ শ্রাবণ (১৩ আগস্ট):

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। বর্তমানে বাংলাদেশ বিশ্ব দরবারে আত্মমর্যাদাশীল দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। জনগণের গড় আয়ু বৃদ্ধির পাশাপাশি ধারাবাহিকভাবে ৬ শতাংশেরও বেশি প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছে। খাদ্যঘাটতি মোকাবিলা করে এখন বাংলাদেশ খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও  দারিদ্র্যবিমোচনে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে গেছে। তিনি শোককে শক্তিতে পরিণত করে স্বাধীনতাবিরোধী অপশক্তির যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। 

মন্ত্রী আজ  রাজধানীর বিসিআইসি মিলনায়তনে শিল্প মন্ত্রণালয় আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবসের আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
 
শিল্পসচিব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুষেণ চন্দ্র দাস, বিসিক চেয়ারম্যান আহমদ হোসেন খান, বিসিআইসি’র চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জামাল আবদুল নাছের চৌধুরী বক্তৃতা করেন। 

শিল্পমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে হত্যা করে বাংলাদেশে বিজাতীয় ভাবধারা চালুর উদ্দেশ্যেই একাত্তরের পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। বঙ্গবন্ধু হত্যাকা- কোনো ব্যক্তির হত্যাকা- নয়, এটি ছিল একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। ১৫ আগস্ট হত্যাকা-ের পরবর্তীতে জাতীয় চার নেতা হত্যা, সংবিধান থেকে জাতীয় চার মূলনীতি ছেঁটে ফেলা, গোলাম আজমকে রাজনীতির সুযোগদান, বেতারের নাম বদলিয়ে রেডিও বাংলাদেশ করাসহ ষড়যন্ত্রকারীদের মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ধারাবাহিক কর্মকা- এর প্রমাণ করে। 

শিল্পমন্ত্রী বলেন, জনগণের সমর্থনেই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ঘাতকচক্রের উদ্দেশ্যকে ব্যর্থ করে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিকভাবে দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক মূল্যায়নে বাংলাদেশ  নি¤œ মধ্যমআয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বলে তিনি উল্লেখ করেন। 
#
জলিল/মিজান/মোশাররফ/রফিকুল/সেলিম/২০১৫/১৯০০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২২৫৪

সরকারের প্রকল্পগুলো নিয়ে উন্নয়ন বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে
                                         -- এলজিআরডি প্রতিমন্ত্রী

পাবনা, ২৯ শ্রাবণ (১৩ আগস্ট):

এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, দেশের দারিদ্র্যবিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের চলমান একটি বাড়ি একটি খামার প্রকল্পসহ সফল প্রকল্পগুলো নিয়ে উন্নয়ন বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে। 

প্রতিমন্ত্রী আজ পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে একটি বাড়ি একটি খামার, সমবায় ও বিআরডিবি’র চলমান প্রকল্পগুলো নিয়ে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে পর্যালোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 

জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রশাসক সাইদুল হক চুন্নু এবং সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন বক্তব্য রাখেন । 
    
    প্রতিমন্ত্রী বলেন, এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বাড়ি একটি খামার প্রকল্পের কাজ প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত পরিদর্শন করা হচ্ছে। পরিদর্শনকালে চলমান সমস্যাবলি তাৎক্ষণিকভাবে সমাধান করা হচ্ছে। ২০২১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধিশালী জাতিতে রূপান্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রকল্পটির সফল বাস্তবায়নে প্রকল্পসংশ্লিষ্টদের ও উপকারভোগীদের সচেষ্ট থাকতে হবে। সকলকে লোভ-লালসার ঊর্ধ্বে উঠে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার পরিচয় দিতে হবে। 
    
    সভায় জানানো হয়, পাবনা জেলার ৯টি উপজেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের মোট উপকারভোগীর সংখ্যা প্রায় ৪০ হাজার।
    
    পরে প্রতিমন্ত্রী  পাবনা ডায়াবেটিক সমিতির কার্যক্রম পরিদর্শন করেন এবং সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেন। এসময় সমিতির সভাপতি বেবী ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রতিমন্ত্রী সমিতির কার্যক্রমকে এগিয়ে নিতে একটি মেডিকেল কলেজ স্থাপনে সহায়তার আশ্বাস দেন। তিনি সুস্থ ও নিরোগ জাতি গঠনে সমিতির সদস্যদের প্রতি আরো আন্তরিকভাবে কাজ করার পরামর্শ দেন। 

#

আহসান/মিজান/মোশারফ/রফিকুল/সেলিম/২০১৫/১৮৩০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২২৫৩

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা ২ অক্টোবর

ঢাকা, ২৯ শ্রাবণ (১৩ আগস্ট) :
২০১৫-১৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ২ অক্টোবর অনুষ্ঠিত হবে। আজ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এর সভাপতিত্বে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যান্যের মধ্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অধ্যাপক ডাঃ সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোঃ নুরুল হক, বিএমএ’র সভাপতি অধ্যাপক ডাঃ মাহমুদ হাসানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

জাতীয় শোক দিবসে চার ঘণ্টা বিনামূল্যে চিকিৎসা দেওয়ার নির্দেশ

জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট শনিবার সারাদেশের সকল সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালসহ জেলা, উপজেলা হাসপাতালে এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। 
ঐদিন সরকারি ছুটি সত্ত্বেও সব ধরনের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে দরিদ্র ও দুঃস্থ মানুষকে চিকিৎসাসেবা প্রদানের জন্য চিকিৎসকদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছে। গ্রাম পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলোতেও হেলথ কেয়ার প্রোভাইডাররা উপস্থিত থেকে সাধারণ মানুষকে সেবা দেবেন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে আজ এ আদেশ জারী করা হয়। 

#

পরীক্ষিৎ/মিজান/মোশারফ/জয়নুল/২০১৫/১৮৩০ঘণ্টা

 

 
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ২২৫২ 


বঙ্গবন্ধুকে একটি গোষ্ঠী সীমাবদ্ধ করতে সচেষ্ট
       -- ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী

ঢাকা, ২৯ শ্রাবণ (১৩ আগস্ট) :
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, বঙ্গবন্ধুকে একটি গোষ্ঠী বরাবরই সীমাবদ্ধ করতে সচেষ্ট। তারা যখন ক্ষমতায় থাকে, তখন বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলে। পৃথিবীর কোনো দেশে জাতির পিতার ছবি নামানো হয় না। তারা যখন ক্ষমতায় যান, তখন বঙ্গবন্ধুর নামও উচ্চারণ করা হয় না। পৃথিবীর কোনো দেশে এমন চর্চা নেই। বঙ্গবন্ধুকে বর্তমান সরকার সার্বজনীন করেছে, যারা নিতে পারেনি এটা তাদেরই সংকীর্ণতা, তাদেরই সীমাবদ্ধতা। 
আজ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন। 
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কোনো দলের নয়, তিনি আমাদের সকলের। তিনি আমাদের জাতির পিতা। তাঁকে যথাযথ সম্মান দিলে তবেই তাঁর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা হয়। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, ঋণ করা টাকায় দেশ কখনো অগ্রসর হতে পারে না। আজ আমরা তারই প্রতিফলন দেখছি। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করছি, হাতিরঝিল প্রকল্প করেছি, আমরা তাঁরই দেখানো পথে ছিটমহল বিনিময়ে সফল হয়েছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, প্রয়োজনে তিনি দেশের মানুষের জন্য জীবন বিসর্জন দেবেন এবং সত্যিই তিনি দেশের মানুষের জন্য জীবন বিসর্জন দিয়েছেন। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে সঠিকভাবে উপস্থাপন না করে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। কারণ তাঁর দেশপ্রেম, ভালোবাসার কাছে ষড়যন্ত্রকারীরা অসহায় ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু পর্যায়ক্রমে দেশ পুর্নগঠন করে আমাদের অর্থনীতিকে দাঁড় করিয়ে গেছেন। তাঁর উদ্যোগেই ১৯৭৪ সালে বাংলাদেশ আইটিইউ’র সদস্যপদ লাভ করে। আইটিইউ’র সদস্যপদ লাভের পর বাংলাদেশ দু’বার কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছে। 
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা আমাদেরকে উন্নত জীবনদানে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আজ যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণ হতে চলেছে, তা বঙ্গবন্ধুর স্বপ্নেরই ধারাবাহিকতা । বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বেই আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব। 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিটিআরসি’র চেয়ারম্যান সুনীল কান্তি বোস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. ফয়জুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ১৫ আগস্টে বঙ্গবন্ধু  ও তাঁর পরিবারের নিহত সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালিত হয়।
#

নাছের/মিজান/মোশারফ/রফিকুল/জয়নুল/২০১৫/১৮৩০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২২৫১

সচিবালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

ঢাকা, ২৯ শ্রাবণ (১৩ আগস্ট) :
জাতীয় শোক দিবস উপলক্ষে আজ ঢাকার সচিবালয় ক্লিনিক প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী এ কর্মসূচির উদ্বোধন করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এ কর্মসূচিতে সচিবালয়ে অবস্থিত সকল মন্ত্রণালয় ও বিভাগসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারিগণ অংশগ্রহণ করেন। কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় সংগৃহীত এ রক্ত থ্যালাসেমিয়া রোগীসহ অন্যান্য রোগীদের দেয়া হবে।

সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ব্যক্তি মুজিব মরলেও  তাঁর চেতনা মরেনি। বাঙালির সাহস, শক্তি ও আকাক্সক্ষার উৎস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের মহিমার প্রতি সম্মান দেখিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে নবীন প্রজন্ম উদ্বুদ্ধ হবে এবং অনেক অসুস্থ মানুষ সুস্থ হওয়ার সুযোগ পাবেন।

রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিব, অতিরিক্ত সচিবসহ বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

#

তৌহিদুল/অনসূয়া/শাহআলম/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১৩২০ ঘণ্টা

 

Todays handout (5).doc Todays handout (5).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon