Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ মার্চ ২০১৯

তথ্যবিবরণী 15/03/2019

তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ১০৩৬
 
টাকা দিয়ে উকিল মুন্সী বানানো যায় না
                     -- মোস্তাফা জব্বার
 
 
নেত্রকোনা, ১ চৈত্র (১৫ মার্চ) :
 
উকিল মুন্সী মানুষের সাথে থেকে মানুষের মতোই মাটির সাথে মিশে থেকেছেন মন্তব্য করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, টাকা দিয়ে উকিল মুন্সী বানানো যায় না।
 
মন্ত্রী আজ নেত্রকোনার মোহনগঞ্জে উকিল মুন্সী স্মরণে অনুষ্ঠিত বাউল উৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তৃতায় এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, শুধু উকিল মুন্সী নন জালাল খাঁ, আব্দুল করিম ও হাছন রাজা, তারা যে সৃজনশীলতার পরিচয় দিয়েছেন তা অর্থ কিংবা অস্ত্র দিয়ে কেনা যায় না। উকিল মুন্সী, জালাল খাঁ কোনো দালানে জন্ম নেয় না। তাদের মতো গুণী মানুষ হিসেবে জন্ম নিতে হলে হাওরে আসতে হবে। খোলা আকাশ দেখতে হবে। খোলা আকাশ থেকে মুক্ত সৃজনশীল মানুষগুলোর জন্ম হয়।
 
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স¦রাষ্ট্র মন্ত্রণালয়ের  সেবা ও সুরক্ষা বিভাগের সচিব ড. তরুণ কান্তি সিকদার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারি বিভিন্ন দফতরের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 
#
 
শহিদুল/মাহমুদ/এনায়েত/মোশারফ/সেলিম/২০১৯/২০০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ১০৩৫
 
 
ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের তীব্র নিন্দা ও শোক
 
 
ঢাকা, ১ চৈত্র (১৫ মার্চ) : 
 
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও শোক জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ,  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান।     
 
মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা তাঁদের বার্তায় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।  
 
#
শাহেদ/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৯/২০২৯ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                            নম্বর :  ১০৩৪
 
নভেম্বর থেকে জুন পর্যন্ত ১০ ইঞ্চির ছোট জাটকা ধরা নিষিদ্ধ
ঢাকা, ১ চৈত্র (১৫ মার্চ) :
জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষে আজ সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু ইলিশকে ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই পণ্য) উল্লেখ করে বলেন, ‘ইলিশ আহরণে সরাসরি উপকূলীয় মৎস্যজীবী প্রায় ৫ লাখ এবং পরিবহন, বিক্রয়, জাল ও নৌকা তৈরি, বরফ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন, রপ্তানি ইত্যাদি কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ২৫ লাখ লোক জড়িত রয়েছে। নভেম্বর থেকে জুন পর্যন্ত একটানা ৬ মাস ২৫ সেন্টিমিটার বা ১০ ইঞ্চির ছোট জাটকা ধরা নিষিদ্ধ করা হয়েছে। পৃথিবীর আরো ১৩টি দেশে ইলিশ পাওয়া গেলেও আমাদের সংস্কৃতি ও অর্থনীতিতে ইলিশের রয়েছে বিরাট অবদান। দেশের জিডিপিতে ইলিশের অবদান ১ শতাংশ, যা দেশের মোট মৎস্য উৎপাদনের ১২ শতাংশ। তাই ইলিশ আমাদের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।’
ইলিশ সম্পদ রক্ষা এবং এর ক্রমবর্ধমান উন্নয়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রমের বর্ণনা দিয়ে তিনি বলেন, প্রতিবছর নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা ধরা নিষিদ্ধকালে মৎস্য সংরক্ষণ আইনের আওতায় নদী, মাছঘাট, মৎস্যআড়ত ও বাজারে অভিযানসহ মোবাইল কোর্ট পরিচালনা, এ সময়ে জেলেরা যাতে ক্ষুধায় কষ্ট না পায়, সেজন্য ভিজিএফ খাদ্য সহায়তা প্রদান, জাটকা আহরণে বিরত অতিদরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, পদ্মা, মেঘনা, আন্ধারমানিক ও তেঁতুলিয়াসহ অন্যান্য উপকূলীয় নদীতে জাটকার বিচরণক্ষেত্রে ইলিশের অভয়াশ্রম স্থাপন, মা-ইলিশ রক্ষায় প্রধান প্রজনন মৌসুমে মোট ২২দিন (আশ্বিন মাসের প্রথম উদিত চাঁদের পূর্ণিমার ৪দিন আগে, ১৭দিন পরে ও পূর্ণিমার দিনসহ মোট ২২দিনের নিষেধাজ্ঞা জারী করা হয়) প্রজনন এলাকাসহ দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, পরিবহন ও ক্রয়-বিক্রয় বন্ধে জনসচেতনতা সৃষ্টি, মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা এবং জেলেদের ভিজিএফ খাদ্য সহায়তা প্রদান, উপকূলীয় এলাকায় জাটকাসহ অন্যান্য মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল নির্মূলে ‘সম্মিলিত বিশেষ অভিযান’ পরিচালনা ছাড়াও প্রতি বছর জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হয়ে থাকে।
তিনি জানান বিগত ২০০৮-০৯ অর্থবছরে যেখানে ইলিশের উৎপাদন ছিল ২ লাখ ৯৯ হাজার মে. টন সেখানে ২০১৭-১৮ অর্থবছরে তা বৃদ্ধি পেয়ে ৫ লাখ ১৭ হাজার মে. টনে উন্নীত হয়েছে। মা-ইলিশ রক্ষা পাচ্ছে এবং নিরাপদে ডিম ছাড়তে পারছে বলেই মেঘনা হতে ‘জাটকা’ আজ পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, সুরমায় বিস্তৃতি লাভ করেছে। পদ্মা নদীর দুই পাড়ের জেলাসমূহ যেমন-ফরিদপুর, রাজবাড়ী, পাবনা, কুষ্টিয়া, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং যমুনা নদীর তীরবর্তী জেলা সিরাজগঞ্জ, গাইবান্ধা ও কুড়িগ্রামে প্রচুর ইলিশ ধরা পড়েছে। জাটকা ও মা-ইলিশ রক্ষায় চলমান কার্যক্রমসমূহ বাস্তবায়ন করা গেলে সারা বছর ইলিশের প্রাপ্যতা নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জাটকা রক্ষার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এ বছরও ১৬-২২ মার্চ পর্যন্ত ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৯’ পালনে সর্বস্তরের জনগণের সহায়তা কামনা করে তিনি বলেন, বর্তমান সরকার জাটকা আহরণ নিষিদ্ধকালে জেলেদের ভিজিএফ খাদ্য সহায়তার পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি করে ২০১৮-১৯ অর্থবছরে ২ লাখ ৪৮ হাজার ৬৭৪টি জেলে পরিবারের জন্য ৪০ কেজি হারে মোট ৩৯ হাজার ৭৮৮ মে. টন চাল বরাদ্দ প্রদান করেছে। এ বছর উপকূলীয় জেলা ছাড়াও জাটকার সম্প্রসারিত নদী তীরবর্তী ১৩টি জেলার ৫১ উপজেলায় মোট ৪৭ হাজার ৪৮০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। উল্লেখ্য যে, ২০০৮-০৯ হতে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত ১১ বছরে মোট ৩ লাখ ৮৪ হাজার ৫২ মে. টন খাদ্য সহায়তা দেয়া হলেও ২০০৪-০৫ হতে ২০০৭-০৮ অর্থবছর পর্যন্ত এ সহায়তার পরিমাণ ছিল মোট ৬ হাজার ৯০৬ মে. টন। 
#
শাহআলম/মাহমুদ/রাহাত/মোশারফ/সেলিম/২০১৯/১৭৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ১০৩৩  
 
ময়মনসিংহ হাইটেক পার্ক পরিদর্শন করলেন মোস্তাফা জব্বার  
 
ময়মনসিংহ, ১ চৈত্র (১৫ মার্চ) :
 
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার আজ ময়মনসিংহে তথ্যপ্রযুক্তি বিভাগের হাইটেক পার্কের অধীন ময়মনসিংহ সদরে  জেলা পর্যায়ে আইটি/হাইটেক পার্ক স্থাপন প্রকল্প ও নেত্রকোনায় নির্মাণাধীন শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিদর্শন করেন। দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন,  বিকাশ ও আইটি জ্ঞান সম্পন্ন মানবসম্পদ গড়ে তুলতে এই সকল প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।       
 
মন্ত্রী প্রকল্পের সার্বিক অগ্রগতি সরেজমিনে প্রত্যক্ষ করেন। তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ে প্রকল্প কাজ শেষ করতে প্রকল্প পরিচালককে নির্দেশ দেন। উল্লেখ্য, ১১৩ শতক জমির ওপর ৪৩ কোটি টাকা ব্যয়ে নেত্রকোনায় ৩৫ হাজার ৫০০ বর্গফুটের ৬ তলা বিশিষ্ট শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার প্রকল্পটি বাস্তবয়িত হচ্ছে। প্রকল্পটি ২০১৯ সালে সমাপ্ত হওয়ার কথা রয়েছে। এটি চালু হলে প্রতি বছরে ২১০০ উদ্যোক্তা আইটি বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবে এবং নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারবে। 
 
এছাড়া ময়মনসিংহ হাইটেক পার্ক প্রকল্পটি ৭ একর জায়গার ওপর স্থাপন করা হয়েছে। ১৬০ কোটি টাকা ব্যয়ে উক্ত প্রকল্পের কাজ ২০২২ সালের মধ্যে শেষ হবে। প্রকল্পটি আইটি প্রশিক্ষণ স্টার্টআপ তৈরিতে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। 
 
পরিদর্শনকালে ময়মনসিংহের হাইটেক পার্কের প্রকল্প পরিচালক মোঃ গোলাম মোস্তফা এবং নেত্রকোনায়  শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের প্রকল্প পরিচালক গৌরীশংকর ভট্টাচার্য্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
 
#
 
শহিদুল/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৯/১৭২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১০৩২ 
 
 কৃষিমন্ত্রীর প্রয়াত শ্বশুরের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত
 
ঢাকা, ১ চৈত্র (১৫ মার্চ) :
 
কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাকের শ্বশুর মরহুম মোহাম্মদ শামসুদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করে আজ বিকেলে ঢাকায় নৌবাহিনী সদর দপ্তরের সাগরিকার কনভেনশন হলে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
মাহফিলে কৃষিমন্ত্রী ও তাঁর আত্মীয়-স্বজন, মন্ত্রণালয়ের কর্মকর্তা/কর্মচারী, নৌবাহিনীর সর্বস্তরের কর্মকর্তাসহ সুধীজনরা এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ নজিবুর রহমান উপস্থিত ছিলেন।
 
এ সময় মন্ত্রী এক সংক্ষিপ্ত বক্তৃতায় দোয়া মাহফিলে আগতদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি মরহুমের কর্ম ও জীবন নিয়ে আলোকপাত করেন। সাবেক আমলা মরহুম মোহাম্মদ শামসুদ্দিন গত ১১ মার্চ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় ৯৪ বছর বয়সে  ইন্তেকাল করেন। তিনি দুই পুত্র ও দুই কন্যা রেখে গেছেন। ছোট ছেলে নৌবাহিনীর রিয়ার এডমিরাল খালেদ ইকবাল এবং বড় ছেলে জাহিদ ইকবাল যুক্তরাষ্টের ওড়ধি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। বড় মেয়ে শাহীন মোশারফ ভিকারুন্নেসা নূন স্কুলের প্রাক্তন শিক্ষক এবং ছোট মেয়ে শিরিন আক্তার বানু ঢাকার আবুজর গিফারী কলেজের প্রিন্সিপাল।
 
#
 
গিয়াস/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৯/১৮৩৫ ঘণ্টা

Handout                                                                                                              Number : 1031

 

Foreign Minister mourns the loss of lives in Christchurch

 

Dhaka, 15 March :

 

            Foreign Minister Dr. A. K. Abdul Momen, MP has expressed his heartfelt condolences for the loss of valuable lives in tragic shooting incidents at two mosques in Christchurch of New Zealand.

 

            In a message written to Deputy Prime Minister and Foreign Minister of New Zealand Rt Hon. Winston Peters,  Dr. Momen has said, we are deeply shocked and saddened to learn about the tragic shooting incidents causing heavy casualties, including lives of persons of Bangladesh origin.

 

            Foreign Minister has strongly condemned such gruesome and barbaric attacks on the innocent civilian people at the places of worship. He has also said, Bangladesh maintains a “zero tolerance” policy against terrorism in all its forms and manifestations and firmly believes that such mindless acts of violence must be dealt with the strongest possible measures to prevent its recurrence.

 

            Dr. Momen has requested the Government of New Zealand to take all possible measures for the safety of Bangladesh Diaspora in New Zealand. He has also gave assurance to stand by the people and the government of New Zealand at this tragic hour.

#

Tohidul/Mahmud/Rahat/Abbas/2019/1801 Hours

তথ্যবিবরণী                                                                                            নম্বর :  ১০৩০
 
জনগণের দুর্দশা লাঘবে ভূমিকা রাখতে হবে
                           -- শিল্প প্রতিমন্ত্রী
 
ঢাকা, ১ চৈত্র (১৫ মার্চ) :
 
দেশের উন্নয়নে সকলকে এক সাথে যার যার অবস্থান থেকে জনগণের কষ্ট ও দুর্দশা লাঘবে ভূমিকা রাখতে হবে। 
 
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার আজ ঢাকার মধ্য কাফরুলের আইস ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় পানির সংকট উত্তরণে নতুন স্থাপিত পানির পাম্পের উদ্বোধনকালে একথা বলেন। তাঁর উদ্যোগ ও দিকনির্দেশনায় স্থানীয় জনগণের অংশগ্রহণে পানির পাম্পটি স্থাপন করা হয়। 
 
প্রতিমন্ত্রী বলেন, নিজের সমস্যা সমাধানের পাশাপাশি প্রতিবেশীর সমস্যা ও কষ্টের দিকেও খেয়াল রাখতে হবে। সকলে একযোগে কাজ করলে সকল সমস্যা সমাধান করা সম্ভব। তিনি বলেন, সরকার দেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি দেশের জনগণকেও মূল্যবান অবদান রাখতে হবে। 
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান মোল্লা। 
 
#
 
মাসুম/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৯/১৭১৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ১০২৯
 
জাতীয় এসএমই পণ্য মেলা ২০১৯ উপলক্ষে রাষ্ট্রপতির বাণী
 
ঢাকা, ১ চৈত্র (১৫ মার্চ) :
 
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ জাতীয় এসএমই পণ্য মেলা ২০১৯ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন:
 
‘‘ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) এর উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় এসএমই পণ্য মেলা - ২০১৯’ আয়োজিত হচ্ছে জেনে আমি আনন্দিত। আমি এসএমই পণ্য মেলায় অংশগ্রহণকারী সকল উদ্যোক্তা, প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
 
বর্তমান সরকার বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরিত করতে ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ বিনিয়োগ বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। সরকারের এসব কর্মসূচির সফল বাস্তবায়নে শিল্পায়নের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে তৃণমূল পর্যায়ে গড়ে ওঠা দেশীয় কাঁচামাল নির্ভর শিল্প কারখানা কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য দূরীকরণ ও সামাজিক বৈষম্য নিরসনে বিশেষ অবদান রাখছে। দেশের শক্তিশালী অর্থনীতির জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশের এই ধারা অব্যাহত রাখা খুবই জরুরি। এসএমই শিল্প প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে জেনে আমি আনন্দিত। আমি আশা করি, এসএমই পণ্যের বাজারজাতকরণ, প্রচার-প্রসার এবং ক্রেতা-বিক্রেতার মধ্যে সংযোগ স্থাপনে জাতীয় এসএমই পণ্য মেলা ইতিবাচক অবদান রাখতে সক্ষম হবে।
 
বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলা, টেকসই শিল্পায়নের প্রসার ও নতুন উদ্যোক্তা সৃষ্টিতে দেশীয় শিল্প বিকাশের কোনো বিকল্প নেই। বাংলাদেশের প্রেক্ষাপটে এসএমই শিল্পের সম্ভাবনা খুবই উজ্জ্বল। আমি আশা করি, এ সম্ভাবনাকে কাজে লাগাতে এসএমই পণ্য মেলা কার্যকর ভূমিকা রাখবে।
 
আমি ‘জাতীয় এসএমই পণ্য মেলা-২০১৯’ এর সার্বিক সফলতা কামনা করছি।
 
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।’’
 
#
 
ইমরানুল/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৯/১৭১০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর :  ১০২৮
 
জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
 
ঢাকা, ১ চৈত্র (১৫ মার্চ) :
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬-২২ মার্চ ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০১৯’ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন:
 
“দেশব্যাপী ১৬-২২ মার্চ জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০১৯ উদ্যাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। ইলিশ সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘কোনো জাল ফেলবো না, জাটকা ইলিশ ধরবো না’ এ প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী হয়েছে।
 
ইলিশ আমাদের জাতীয় মাছ। আমাদের কৃষ্টি ও ঐতিহ্যের সাথে মিশে আছে ইলিশ মাছের স্বাদ, গন্ধ আর রূপ। এ মাছের জন্য বিশ্বজুড়ে রয়েছে আমাদের আলাদা খ্যাতি ও পরিচিতি। জাতীয় মাছ ইলিশ আজ ‘বাংলাদেশ ইলিশ’ নামে একটি ভৌগোলিক নির্দেশক বা ‘পিআই পণ্য’ যা আমাদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ।
 
বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। একক প্রজাতি হিসেবে ইলিশের অবদান সর্বোচ্চ। যেখানে ২০০৮-০৯ সালে ইলিশের মোট উৎপাদন ছিল ২ দশমিক ৯৯ লাখ মেট্রিক টন, সেখানে ২০১৭-১৮ সালে মোট উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ১৭ লাখ মেট্রিক টন। বর্তমানে এর বাজারমূল্য প্রায় ২০ হাজার কোটি টাকা এবং জাতীয় জিডিপিতে এই একক প্রজাতির অবদান প্রায় ১ শতাংশ। ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতে জাটকা আহরণ নিষিদ্ধসহ প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। আমাদের সরকার নিষিদ্ধকালীন সময়ে জেলেদের জন্য খাদ্য সহায়তা প্রদানসহ বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেছে।
 
আমরা জাটকা সংরক্ষণের সময়োপযোগী ও সমন্বিত উদ্যোগের পাশাপাশি প্রয়োজনীয় কার্যকর মনিটরিং ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। বর্তমান সরকার এ সংক্রান্ত সকল কার্যাদি কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে জাতীয় মাছ ইলিশ সংরক্ষণ ও উন্নয়নে বদ্ধপরিকর। আসুন, এ প্রয়াস শুধু সপ্তাহের মধ্যে সীমাবদ্ধ না রেখে জাটকা আহরণ নিষিদ্ধ সময়ে অব্যাহত রেখে জাতীয় মাছ ইলিশ উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলি।  
 
আমি ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৯’ এর সার্বিক সাফল্য কামনা করছি।  
 
                                                                                         জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
            বাংলাদেশ চিরজীবী হোক।”
 
#
 
 
ইমরুল/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৯/১৭০৫ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ১০২৭
 
জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতির বাণী
 
ঢাকা, ১ চৈত্র (১৫ মার্চ) :
 
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ১৬-২২ মার্চ ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০১৯’ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
 
‘‘মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ১৬ থেকে ২২ মার্চ ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০১৯’ উদ্যাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। জাটকা সংরক্ষণ সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘কোনো জাল ফেলবো না, জাটকা ইলিশ ধরবো না’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি। 
 
জাতীয় মাছ ইলিশ বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আবহমান কাল ধরে ইলিশ বাঙালির রসনা বিলাসে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে আছে। গ্রামীণ কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, বৈদেশিক মুদ্রা অর্জনসহ সার্বিক অর্থনীতিতেও একক প্রজাতি হিসেবে ইলিশ মাছের রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। বাংলাদেশের বিশাল উপকূলসহ মোহনা এলাকাগুলো ইলিশের বিচরণক্ষেত্র। এ মাছ প্রাকৃতিকভাবে বংশ বিস্তার করলেও পরিপূর্ণ বৃদ্ধিতে সুষ্ঠু ব্যবস্থাপনা অপরিহার্য। এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্যাপন ইতিবাচক পদক্ষেপ বলে আমি মনে করি। 
 
ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতে বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনার অংশ হিসেবে জাতীয়ভাবে জাটকা সংরক্ষণে সমন্বিত কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এর সুফল হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে বহুগুণ। জাটকা সংরক্ষণ কার্যক্রমের সফল বাস্তবায়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তরের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সাধারণ জনগণ বিশেষ করে মৎস্যজীবী ও জেলে সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ জরুরি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাটকা সংরক্ষণ সপ্তাহ সফল ও স্বার্থক হয়ে উঠবে - এটাই দেশবাসীর প্রত্যাশা।
 
আমি ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০১৯’ এর সার্বিক সাফল্য কামনা করছি।
 
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।’’
 
#
 
ইমরানুল/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৯/১৭০০ ঘণ্টা
Todays handout (5).docx Todays handout (5).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon